যখন বৈদেশে আইসা পড়ছি--তখন বোঝলাম সত্যি সত্যি পরলউকে আইসা পড়ছিরে ভাইসগোল। আমি বাঙাল মানুষ। তাইতে শুদ্র। কোন শালা আমারে পোছে। সুতরাং আমার পরলউকটা আর পরলউক রইল না, হাছা হাছাই হাবিয়া দোযোগ হইয়া গেল গিয়া। চারিদিকে ফকফকা আলো--কিন্তু আমার চোখে সবকিছু কালো। বোঝেন। গাড্ডা কাহাকে বলে। ঠিক এই সুমায় পাইলাম ফেসবুক। দেখি লুকে এইখানে পটর ফটর কইরা নোট লেখে। নিজের কথা লেখে, নিজের বাপের কথা লেখে, প্রেমের কথা লেখে, দুঃখের কথা লেখে, রাজনিতর কথা লেখা, গালিগালাজ লেখে, আবার স্নেহের কথাও লেখে। আমি পইড়া টাসকি খাইলাম। এ কোন জগ্ৎরে বাবা। নিজের ইচ্ছেমত যা কিছু করা যায়। এইসব নোটগুলো আবার লোকে পড়ে। পইড়া সঙ্গে সঙ্গে জবাবও দেয়--প্রশ্ন করে। নাটক সিনেমা গানের শোনানো দেখানোর ব্যবস্থা আছে। লগে চট কইরা লুকের সঙ্গে নগদ নগদ লেইখা লেইখা কথা কওনও যায়। --হাই কাবলিদা? --কোন হালারে তুই? --ক্যানুগো দাদা, চেনলেন না, আমি আপনেগো মনু। --অ মনু। কি করতিছিস রে মনু এখুন? --কলা খাইতেআছি। --কি কলা? ---আইঠা কলা। আমার মামু পাডাইছে। আপনে কী খান। --খামু আর কি! তর বউদি বাপের বাড়ি গেইছে। খামু কোন কলাডা! --আবার গিয়াঞ্জাম লাহগাইছেন কাবলিদা? --হালার পো হালা, আমার নিজের বউয়ের লগে গিয়াঞ্জাম করমু না কি তর বউয়ের লগে গিয়াঞ্জাম করমুরে খাডাইস?
এইরকম আর কি চ্যাটিং। একটা নমুণা দেলাম। আমার একটা তুলসীগাছ আছেলে। হ্যার একটা ফটোকও তুইলা দিলাম ফেসবুকে। ওমা, অনেকে দেইখা বাক বাক কইরা দেখছে আর কইছে এইরকম তুলসী তাগূ আছেলে। কেউ কেউ তুলসীর ফটোক তুইল্যাও পাঠাইলে। আচানক ঘটনা। আরও অবাক বেপার--আমার হারানো সব বন্ধুবান্ধবীগুলানরেও খুঁইজা পাইলাম ফেসবুকে। এখন গুইনা দেহি--আমার বন্ধুসংখ্যা প্রায় চার হাজার। আমারেঁআগে সত্যি সত্যিতো চারজনেও চিনত না।
ভাইসগোল, আরেকটা কথা কই--আমার মত বরিশাইল্যা মনু কুনোকালে বাপের কাছে ছিটিও লেখে নাই--কিন্তু ফেসবুকে আইসা সেই আমি পুরা লেখক হইয়া গেছি গিয়া। বোঝেন। ফেসবুক কি জিনপরিবাদ।
byaang | ১৭ মার্চ ২০১১ ১৯:৪৯ | 122.172.45.235
এই প্রথম বোধ হয় কেসির কোনো কথা আমি সাপোর্টালুম। ছোটাইও একই কথা বলেছে। সত্যিই তো পাইবাক্সো, এইসব ছেড়ে গানের দিকে একটু বেশি করে মন দে না! নিজের স্বাস্থ্যের দিকেও!
shrabani | ১৭ মার্চ ২০১১ ১৯:৩১ | 59.94.97.43
বড়ম, আমি তো মন ভালো করতে চাইছি!ঃ( আর ডিডিদা, আমি বানান লিখেছি বুনান নয়, ওটা বুরা বুরা - বুরে নজরবালে তেরা মুহু কালা, সেই বুরা!( ভাগ্যিস বলে দিলাম, কেউ তো বুঝছিলই না )।
আর আমি এখনও দোলে পৌঁছাই নি, সবে চাঁচর হল! (এটা ঐ টইটার জন্যে)
r.h | ১৭ মার্চ ২০১১ ১৯:২৬ | 198.175.62.19
আমি কিছুতেই একচান্সে ফাফ কে ফাফ পড়তে পারিনা।
একটা কন্সাল্টেন্সি, কিংবা, মেকওভার ঠেক ধরনের জায়গা খুলবো, অ্যাস্পারিং সাধু সন্নেসীদের জন্যে। কি ডিজানের জটা, কতো বড়ো কমন্ডুল, আলখাল্লা না কৌপিন, রংটা লাল ঘেঁষা নাকি হলুদ ঘেঁষা, এইসব বলে দেওয়া হবে। আর 'কম্পিটারে' লিখলে ভালো কাটতি হয়। এতোদিন ধরে ফটোশপ শিক্কলাম কি করতে?
Arpan | ১৭ মার্চ ২০১১ ১৯:১৩ | 202.91.136.199
এইভাবে রিমোট হেল্পানো চাপের। এক কাজ কর। ফাফ-র সাইটে দেখ লেটেস্ট স্টেবল রিলিজ কোনটা? সেই ভার্সনে আপ/ডাউনগ্রেড করে দেখ।
san | ১৭ মার্চ ২০১১ ১৯:০৫ | 115.118.68.181
যাগ্গে । আমাকে কেউ তাইলে ফাফ নিয়ে হেল্পাবে না ? ঃ-(
san | ১৭ মার্চ ২০১১ ১৯:০৪ | 115.118.68.181
কিন্তু প্রশ্ন হল , বড়ম নিজে কি বড় হয়েছে ? ;-)
dipu | ১৭ মার্চ ২০১১ ১৯:০২ | 61.12.12.83
ওফ! কী বাওয়াল!
M | ১৭ মার্চ ২০১১ ১৮:২৪ | 59.93.199.114
আমি একবার করে ভাবছি যে খুব রাগ টাগ করে নীপা হয়ে যাবো, লোকে চাট্টি ভুল ভাটের হাত থেকে বাঁচে, এদিকে কি নিয়ে রাগ করবো বুইতে পাচ্ছিনা, হেল্পাও!!!!!
এদিকে আমার ছেলেটার কাল পরীক্ষা শ্যাষ, আজ আর তার দিন কাটছে না,মন উদাস হয়ে যাচ্ছে.............
এদিকে এইমাত্র প্রশ্ন হলো, আচ্ছা চোরাবালিতে যেকোনো জিনিস ই কি ডুবে যাবে? তারপরেই জিজ্ঞাসা করছে, চকোলেট ও কি ডুবে যাবে? তারপরেই গাড়ী বোধহয় স্পীডে চালালে বেরিয়ে যাবে তাই না?
একি আর বড় হবে না?
M | ১৭ মার্চ ২০১১ ১৮:১৭ | 59.93.199.114
শ্রাবনী আবার মন ক্যামন ট্যামন করে দিচ্ছে। আর এই যে বসন্ত এসে গেলো,তেকোনার শীতঘুম কি ভাঙলোনা?আচ্ছা জ্বালা তো!!!
i | ১৭ মার্চ ২০১১ ১৮:০১ | 124.168.143.145
পাই, আমি কেসি র সকাল ১১ঃ ৪৭ এর পোস্টের পুনরাবৃত্তি করলাম।
Arpan | ১৭ মার্চ ২০১১ ১৭:০২ | 202.91.136.199
কালো ঘোড়া দেখি আবার ছেতরে গেছে!
shrabani | ১৭ মার্চ ২০১১ ১৬:৩২ | 124.124.244.110
ম্যাক সারাবে কি কুমু?
san | ১৭ মার্চ ২০১১ ১৬:৩০ | 115.118.68.181
ম্যাক হাতে ডিডিদা-বাবা ঃ-)
Arijit | ১৭ মার্চ ২০১১ ১৬:২১ | 115.249.42.177
ক্লাউড বাবা-ও বলা যায়;-)
Arijit | ১৭ মার্চ ২০১১ ১৬:২০ | 115.249.42.177
হাইটেক বাবা - ডিডিদা ফেসবুক আর তার সাথে SNA টুল নিয়ে বসে গেলেই পাবলিক খাবে।
shrabani | ১৭ মার্চ ২০১১ ১৬:১৬ | 124.124.86.86
ডিডিদা, টইতে ঢ্যালা কেন পাথর টাথর, চেয়ার ফেয়ার (মিটিং ক্যানসেল , খালি চেয়ার ফেয়ার পড়ে আছে তো নাকি!) তুলে মোটকথা যা খুশী ছুঁড়ে মারুন না। খামকা ওটা আমার টই হতে যাবে কেন? টই আর ভাট তো সবার বলেই জানি।
গতবারে কুম্ভ মেলায় একজন জাপানী বাবার অ্যাড দেখছিলাম, হাইওয়ে তে বড় বড় হোর্ডিং দিয়েছিল। বাবার দাড়ি গোঁফ কিচ্ছু ছিল না, পরনে গেরুয়া কিন্তু অ্যাপীয়ারেন্স বেশ স্মার্ট কর্পোরেট সুলভ। ঐসব সাপ ব্যাং বাঘছাল, বাবা মানেই এসবের জমানা হুয়া পুরানা! কে জানে, সেই জাপানী বাবা সুনামী রেডিয়েশন স্নো স্টর্ম ইত্যাদি পেরিয়ে ঠিকঠাক আছে কিনা। কুম্ভে এসে কি তার পাওয়ার কিঞ্চিৎ হ্রাস পায় নাহলে দেশকে এতবড় দুর্দিনের হাত থেকে বাঁচাতে পারলেনা!ঃ(
M | ১৭ মার্চ ২০১১ ১৫:৫২ | 59.93.170.132
আরে কি যাচ্ছেতাই ব্যাপার,এই মাত্র মোবাইলে মেসেজ ঢুকলো,স্পেন্সারের ওয়াইন অ্যান্ড বিয়ার সপ থেকে, তাই দেখে আরেকজন শুধাচ্ছে, একিরে!!!! এসব কি মেসেজ আসছে? এতো রেগুলার কাস্টোমারদের জন্য!!:O অথচ আমি মাত্র কাল তেনার সঙ্গে সেখানে ঢুকলাম, একটু ছুঁয়ে ছুঁয়ে এলাম মাত্র, একটাও কিনে দেয়নি, নিজেও কিনিনা।আর যাচ্ছেতাই ক্ষেরে গিয়ে(সব ঐ ভুলভাল টই , বাওয়ালের ফল)আমি দরকারি ছাড়া কোনো কিছু তোর পয়সায় কিনবোনা বলে ফেলাতে দুহাত তুলে নৃত্যরত তিনি উধাও হলেন,আর কি দারুন দারুন সব জামা কাপড় ,উঃউঃ,বাজেসময় ক্ষার খেলে যা হয়, কিছুই কেনা হলোনা।ঃ(
ইসে,ঈশেনের ক্ষী হলো?
এদিকে সকালে তিনি এঁচোর রাঁধবেন বলে আমি নিজেকে ছ এ ছুটি তে ব্যস্ত রাখলাম, নইলে এটা দে, ওটা দে চলবে বলে, আর দুকুরে তাঁকে মিসেস মিনিভার দেখতে ব্যস্ত করে এট্টুস নেটে চড়ে বেরাচ্ছিলাম, সেকি আর সয়!!!! শেষ হবার পর দেখি কিনা বাবু জলভর্তি চোখ নিয়ে উদাস হয়ে আছে, নেহাত আর দুদিন বাদে চলে যাবে তাই আশ মিটিয়ে চাট্টি মারপিট ও করতে পাচ্ছিনা।
ক্যামনে একটা নিতান্ত কাঁচাকলাকে ওরা পাকা কলার খোসার মধ্যে ভরে ফেলতো কে জানে।
kc | ১৭ মার্চ ২০১১ ১৫:৩২ | 194.126.37.76
ডিডি সেই কমোড যুগে প্রায় প্রতিদিনই লাঞ্চে হরে কিসিমের কলা খেতেন। কোনওটা সরল গোল্গালভাই টাইপ, কেউ ন্যাতপেতে, কেউ ক্যাবলা, কেউ গোলাপী, কেউ আবার 'বুঝিনা' টাইপ। সেই কলার বর্ণনা নামলেই, ভাটপাতা কলকল করে উঠত। সেই সব কলাভাইরা এখন কোথায়?
kumudini | ১৭ মার্চ ২০১১ ১৫:০৫ | 59.178.55.32
ডিডিদার সেক্রেটারী পোস্টের জন্য এক নং ইঁট পেতে দিলুম।
d | ১৭ মার্চ ২০১১ ১৫:০৫ | 14.96.125.31
ওফ! জীবনে কী চাপ রে বাবা! টিমের একটা ছেলে অফিস আসবার সময় হঠাৎ ট্যাক্সিওয়ালার সাথে কিছু স্থানীয় যুবকের ঝামেলা লেগে যায়। ট্যাক্সীওয়ালাকে মার খেতে দেখে ছেলেটা নেমে বাঁচাতে গিয়ে বেধড়ক মার খেয়ে গেছে। এদিক ওদিক দু চারটে স্টিচ পড়েছে, কিন্তু সম্ভবতঃ শকে ছেলেটা প্রায় অজ্ঞান আর মাঝেমাঝেই ভুল বকছে। অথচ জ্বরটর নেই। ঃ( ঃ(
dd | ১৭ মার্চ ২০১১ ১৫:০১ | 124.247.203.12
৭০ সালের শেষ দিকে সাঁইবাবা মাঠে নামলেন আর তার সাথে সাথে আরো কয়েক ডজন বাবা/ মা এলেন। কয়েকজন খুব তাড়াতাড়ি ফেমাস হয়ে গেলেন, মহেশ যোগী,রজনীশ। আরো ছিলো।
একজন ছিলেন বালতি বাবা। তিনি লোকেদের ছুঁলেই তাদের ছ্যাঁক করে ইলেকট্রিক শক লাগতো। আর বালতির সাথেও ক্ষি জানি একটা সম্পর্ক ছিলো।
অম্নি অর্জিনাল কিছু আইডিয়া চাই।
tatin | ১৭ মার্চ ২০১১ ১৫:০১ | 122.252.251.244
lcm
নতুন অচেনা মামণিদের সংগে চ্যাট শুরু করায় ফেসবুকের গ্রুপচ্যাটের জুড়ি নাই, পুরো সেই ক্যাল্কাটা গ্লোবালের দিনগুলি ফিরায়ে আনে
kumu | ১৭ মার্চ ২০১১ ১৫:০০ | 59.178.55.32
সাপ কি জটার ওপর লেপ্টে থাগবে কি সোনা/প্লাটিনামের মুকুটোপর?মানে জটায় সাপ তো সবাই জড়ায় ,তাই বলছিলাম।
san | ১৭ মার্চ ২০১১ ১৪:৫৬ | 14.99.31.209
সাপ থাকবে না থাকবেনা? একদিকে সাপ জড়ালে আরেকদিকে একটা বেজিও টুক করে ক্লিপ দিয়ে আটকে রাখতে পারেন ঃ-)
kumu | ১৭ মার্চ ২০১১ ১৪:৫৩ | 59.178.55.32
তার্সাথে বেগুনী রঙের ল্যাবকোট।
dd | ১৭ মার্চ ২০১১ ১৪:৫১ | 124.247.203.12
বাঘছাল পল্লে পুলিশ ধর্বে প্লাস পরিবেশ লবীকে তো আইসোলেট করতে পারি না, PETA ক্ষেপে যাবে।
তাছাড়াও নতুন একটা কিছু তো করতে হবে। টাইগার বিকিনি বড্ডো পুরোনো।
ইলিশ মাছের আঁশ দিয়ে তৈরী মিনি স্কার্ট ক্যামন হবে ?
lcm | ১৭ মার্চ ২০১১ ১৪:৪৮ | 69.236.180.9
বিলেত ফেরৎ। আর, একটা বিশাল দামড়া সাইজের সানগ্লাস চাই, যেটা পরলে লোকে যেন ভাবে, যত বড় মুখ নয় তত বড় চশমা। দুটো হলে ভাল হয়। একটা সানগ্লাস পার্মানেন্টলি মাথার ওপর তোলা থাকবে, সিনেমার স্টারদের মতন।
san | ১৭ মার্চ ২০১১ ১৪:৪৭ | 14.96.37.232
আর পাশে একটা হৃষ্টপুষ্ট ষাঁড় ঃ-)
san | ১৭ মার্চ ২০১১ ১৪:৪৬ | 14.96.37.232
মাথায় সাপের সঙ্গে তো বাঘছাল লাগবে ঃ-) ডিডিদা এটা কি কনসিডার কচ্ছেন সিরিয়াসলি ?
kumudini | ১৭ মার্চ ২০১১ ১৪:৪৫ | 59.178.55.32
ভিজিটিং ফ্যাকাল্টি?কেন?আপনার যা জ্ঞান এই ক্ষেত্রে, তা কজনের আছে শুনি? নিজে ইউনি খোলেন।
dd | ১৭ মার্চ ২০১১ ১৪:৪৩ | 124.247.203.12
আমার কাপালিক হবার সখ খুব কিন্ত চ্যাহারাটায় তেমন জমবে না। লোকে চাইবে লম্বা চৌড়া, পেট মোটা,লোমোশ, দাড়ি জটাজুটে ভয়ংকর, বাজখাঁই গলা। তবে না কাপালিক।
আর ইদিকে আমার চ্যাহারা ক্যামন একটা বেঁটে মতম চিমসে মার্কা,পেট পিঠ এক,ভীতু ভীতু গোছের, তায় ফাটা গলা। যাসসেতাই।
arindam | ১৭ মার্চ ২০১১ ১৪:৪২ | 121.242.12.27
(বিদেশ ফেরত)খাবে পাবলিক, কিন্তু টাই আর গামছাটা একটু ভাবাচ্ছে, তবে পরিবর্তিত পরিস্থিতিতে সেটা পরিবর্তন করে নিলে হয় না? সময় তো খুবই কম!
dd | ১৭ মার্চ ২০১১ ১৪:৩৩ | 124.247.203.12
আরে নেমে পরুন বল্লেই হবে? আমার মার্কেট পজিশনটা ক্ষি হবে?
আমি টাই পরবো না গামছা, মাথায় জ্যান্তো সাপ না টোপোর, আমি বিদেশ ফেরত ডক্টরেট না শ্মশানচারী ক্যাবলা বাবা? সেই সব ঠিক না করেই তো ফীল্ড নামতে পারি না।
ভাবতে হবে।
arindam | ১৭ মার্চ ২০১১ ১৪:২৯ | 121.242.12.27
"সম্ভাবনা' বিজ্ঞানে খুব পরিচিত শব্দ আর কে না জানে, জ্যোতিষ আজকাল "বৈজ্ঞানিক পদ্ধতি'তেই হয়... তাই ব্যাপক সম্ভাবনা আছে... নেমে পড়ুন
dd | ১৭ মার্চ ২০১১ ১৪:২৫ | 124.247.203.12
আমি অ্যাকচুয়ালি প্রতিদিনের জ্যোতিষীদের বিজ্ঞাপনগুলো দেখছিলাম।
সবাই ক্যামন একটা "আমি একটু আলাদা" গোছের স্ট্যান্ড নিয়েছে। কেই টাই পড়ে ডকটর লেখে, আরেকজন খামোখা একটা মুকুট পরে ছবি তুলেছে "স্বর্ন মুকুট প্রাপ্ত"। দু একজন বেশ ভয়ংকর কাপালিক মার্কা চ্যাহারা। একজন অধ্যাপক, তিনি ছ মাসে তন্ত্র শিক্ষার ডিগ্রি ও সার্টিফিকেট দ্যান। ওখানে আমি ভিজিটিং ফ্যাকাল্টি হতে পার্বো ? কারণ সুধার অভিজ্ঞতা শেয়ার করতে।
আরো নানান শাস্ত্রের কথা আছে যেমন জিনশাস্ত্র। নাগাতন্ত্র । একজন আছে সদাহাস্যময়ী খনা মা। আরো কয়েকজন মহিলা আছেন। একজন মুসলমান তান্ত্রিক আছেন।
এ লাইনে সম্ভাবনা কেমন ?
san | ১৭ মার্চ ২০১১ ১৪:১৯ | 14.96.37.232
ফায়ারফক্সে কিছু খুললেই কয়মিনিট পর পর কম্পু কোনো দাবিদাওয়া না করে নিঃশব্দে বন্ধ হয়ে যাচ্ছে। আইইতে এসব চাপ নাই , কিন্তু আমার ফাফ দরকার অন্য কারণে। কীভাবে কী করতে হবে? কেউ সোজা করে বুঝিয়ে দিতে পারবেন?
kumu | ১৭ মার্চ ২০১১ ১৪:১৩ | 59.178.55.32
আসলে প্রশ্নটা খুব মনে ফুটছে তো,তাই ভাবলাম সিনিয়রদের জিজ্ঞেস করি। আর আপনি এতগুলো পেপার পড়লেন তো?
sinfaut | ১৭ মার্চ ২০১১ ১৪:১২ | 203.91.193.50
ডিডিদা, একটা ভুতের গল্প বলো।
Arijit | ১৭ মার্চ ২০১১ ১৪:০৭ | 115.249.42.177
টেলিকম অপারেটররা শুনলে নজ্জায় লাল হয়ে যাবে;-)
dd | ১৭ মার্চ ২০১১ ১৪:০৬ | 124.247.203.12
কুমুর জন্য আমার প্রশ্ন
তুমি ক্যামনে ঠাউরালে যে এ বিষয়ে আমার বিন্দু বিসর্গও জ্ঞান আছে?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন