কাল থেকে রুকিদের মতন ব্যভার করছি। একটা সফটওয়ার লোড করলাম, একটা কনফিগ ফাইল চেঞ্জ করলাম কিন্তু কোন ব্যাকাপ রাখি নি। এবারে যা হয় আর কি পুরোটা ক্র্যাশ করল। দুদ্দুর। এর থেকে ভাটানো ভালো।
aka | ১৮ মার্চ ২০১১ ২০:০৭ | 168.26.215.13
এই অনেক্গুলো z টা কে? চিনতে পারি না। দেফু কি? আজকাল আর আইপি টাইপি দেখতে ইচ্ছে করে না।
d | ১৮ মার্চ ২০১১ ১৯:৩৯ | 14.96.173.203
আপনি নিশ্চিন্তে নিয়ে যান কেডি। বলরাম থেকে নেবেন তো? ওরা 'ইউ এস প্যাকিং' করে না? জিগিয়ে দেখুন, যদি করে তো ভালই। যদি না করে তাহলে মাইক্রোয়েভেবল কৌটোয় ভরে নিয়ে চলে যান। বের করে যদি দেখেন গ্ড়বড় লাগছে, তাহলে বের করে কয়েক সেকেন্ড মাইক্রো করে নেবেন।
sayan | ১৮ মার্চ ২০১১ ১৯:৩৫ | 12.20.48.10
গ্রেভো নামে কাকে যেন ডাকা হত এখানে? সিনফট্ কি?
Zzzz | ১৮ মার্চ ২০১১ ১৯:১৪ | 99.228.82.38
অরিজিৎদা, খুলে ফেল টই। আমি দুটোতেই আছি।
kd | ১৮ মার্চ ২০১১ ১৮:৪১ | 59.93.244.231
ও কুমুদিদি, জিলিপি/চিত্রকূট ঠিক থাকবে কিনা বল্লে না তো। ছেলের বউ জিলিপি না পেলে যে বাড়ি ঢুকতে দেবে না আর আমার নিজের বাড়িটাও তো গেছে। ঃ(
ওদেশে থাকার সময় এখানে বেড়াতে এসে ফেরার সময় এক সুটকেস মিস্টি যেতো - মাপে মাপে কৌটো থাকতো জিগ-স পাজলের মতো ফিট্ফাট। বাড়িতে আলাদা ফ্রিজে থাকতো প্রায় এক বছর (গেস্ট এলেও সে মিস্টি দেওয়ার পারমিশন দিই নি বৌএর হাজার অনুরোধ সঙ্কেÄও - ওগুলো পুরো আমার জন্যে, বৌএর আলাদা স্টক, খুবই কম)। ওদের একটাই ফ্রিজ - ফ্রিজার ছেলের হাবিজাবিতে ঠাসা।
omnath | ১৮ মার্চ ২০১১ ১৮:৩৯ | 85.154.255.46
ধুস। এসব কব্বে মিটে গেছিলো আমি আবার খুঁড়ে তুললাম। ডিলিট অ্যান্ড ইগনোর পিলিজ। ব্যকলগ আগে ক্লিয়ার না করলে যা হয় আর কি।
Arijit | ১৮ মার্চ ২০১১ ১৮:০৬ | 115.249.42.177
কম্পিউটার গেম্স নিয়ে আমার কোনো আইডিয়া নেই, তবে গেম্সে অনেকেরই ইন্টারেস্ট আছে - তারা বলবে। পুতুলও খেলনাই। তবে তাতেও আমার আইডিয়া নাই। জেবনে একটাই পুতুল কিনেছি - ওই স্কটিশ সেপাই ডল।
omnath | ১৮ মার্চ ২০১১ ১৮:০৩ | 85.154.255.46
গেম? এইরম কিছু?
Arpan | ১৮ মার্চ ২০১১ ১৮:০২ | 202.91.136.199
তার আগে কন্যাকুমারী আর রামেশ্বরমটা পুজোর সময়। দেখি।
Arpan | ১৮ মার্চ ২০১১ ১৮:০০ | 202.91.136.199
এই ডিসেম্বরে কেরালা যাবো। সে এরা কেমনে পেরেছে জানতে?
kumudini | ১৮ মার্চ ২০১১ ১৭:৫৩ | 59.178.49.254
অরিজিৎ,রাগ কইরেন্না,জানেন তো আমি মুখ্যুসুখ্যু মানুষ। খেলনার মধ্যে পুতুল পড়ে তো?তাইলে আমি আছি।আর মেকানোতেও।
এই কুমুকে ভাটে ঢুকতে দিল/দেয় কে? আর কেউ বলার আগে আমিই বলে গেলাম।
Somnath | ১৮ মার্চ ২০১১ ১৭:৫১ | 85.154.255.46
আগের পোস্টের কথা গুলো তাতিন বলেই দিয়েছে দেখলুম।
আরেকটা অপশন ভেবেছিলম। যখন শুনলাম কোনো গ্রুপ মেম্বার সেই গ্রুপে ঢোকার জন্যে অন্যকে ইনভাইটেশন পাঠাতে পারে।
ধরা যাক "১" ও "২" "অ" নামের একটা ফিকটিশাস অ্যাকাউন্ট এর নামে লগ ইন করে "ক" নামে একটা গ্রুপ চালায়। "১" ও "২" এর নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে।
এবার এরকম হতে পারে, "১" যথাসময়ে "ক" নামক গ্রুপটা খুলল ও "অ" এবং "২" কে অ্যাড করল। এবার বাকি লোকেদের অ্যাড করার সময় "অ" বা "২" তার ফ্রেন্ড লিস্ট এর লোকেদের ইনভাইটেশন পাঠাল। তাহলে তো বন্ধুরা সবাই ইনভাইটেশন পাবে ও দেখে শুনে গ্রুপে অ্যাড হবে কি হবে না স্থির করতে পারবে।
এককালে তন্ময় এরূপ প্রচুর গ্রুপ খুলে আমাকে জয়েন করার জন্যে ইনভাইটেশন পাঠিয়েছিল বলে মনে পড়ছে। খুবই ভালো ভালো গ্রুপ বটে, তবে কিসুই কনট্রিবিউট করতে পারবো না বুঝে আমি সবই ইগনোর করতে বাধ্য হয়েছিলুম। কিন্তু যেহেতু সব গ্রুপগুলোই ও নিজে খুলেছিলো আবার ইনভাইট ও করতে পেরেছিলো, তাই মনে হয় এটা করা যেতে পারে। তন্ময় খানিক সংস্কৃত আওড়ানো থামিয়ে একটু মাথা গলালে পারে।
এবারে, উপরে যেটা বললাম সেটা আমি করতে গেলাম এবং পারলাম না। সুতরাং মনে হয় তন্ময় যেটা করেছিল সেটা হল এইরকম বিভিন্ন লোকেদের নামে বিভিন্ন পেজ তৈরি করা, গ্রুপ নয়। সেক্ষেত্রে মিটে গেল। যেমন ঈশান বলেছে, গ্রুপ এ ইনভাইটেশন হয় না। অ্যাডমিন তো নয়ই, কোনো মেম্বার ও অন্য কোনো মেম্বার কে ইনভাইটেশন পাঠাতে পারে না।
গুরু-তে অনেক টই আছে - কিন্তু দুটো খুব জেনারেল টপিকের টই নাই। ভাবছি খুলে ফেলবো কিনা -
একটা খেলনা - যেমন ধরেন ক্যারম, মেকানো, KNEX, হর্নবি, স্কেলেক্সট্রিক বা ইভেন কম্পিউটার গেম্স...সকলেরই নানা রকম ইন্টারেস্ট থাকে। জানি না অন্য কেউ জমায় কিনা, তবে আমার খেলনা কালেক্ট করতে দিব্যি লাগে।
আরেকটা গাড়ি নিয়ে।
দুটোই ছোটবেলার সময় থেকে প্যাশন।
কোই হ্যায় ইন্টারেস্টওয়ালা?
Somnath | ১৮ মার্চ ২০১১ ১৭:১৩ | 85.154.255.46
হুম্ম্ম। ফেসবুক ঘেঁটে দেখলাম। সেটিংস-এ নোটিফিকেশন এ কি কি বিষয়ে মেল আসবে সেসব এ টিক দেওয়া যায়। কেউ কোনো ছবিতে আময় ট্যাগ করলে সেই সংক্রান্ত মেল আসবে কিনা, আর কেউ আমায় ট্যাগ করা ছবিতে কমেন্ট করলে সেই সংক্রান্ত মেল আসবে কিনা। বন্ধুরা কেউ আমায় আদৌ ট্যাগ করতে পারবে কিনা, সেটা সত্যই ফেসবুক ইউজারের হাতে রাখেনি।
til | ১৮ মার্চ ২০১১ ১৬:২৬ | 220.253.191.117
ফির কাভি। কত কত বার দিল্লী গেছি অথচ দিল্লী দেখা হয়নি।
kumudini | ১৮ মার্চ ২০১১ ১৬:১৯ | 59.178.49.254
ন্না,ন্না,কোনই বৈষম্য নাই,একি ইন্দো অ্যান্ড কোং? Most Welcome।চলে আসুন না,সকলে মিলে গান শোনা যাবে।
shrabani | ১৮ মার্চ ২০১১ ১৬:১৭ | 124.124.86.86
কুমু, যেতে পারলে হত, তবে অফিসের দিনে তায় আবার সোমবার দিল্লী যাওয়া খুবই চাপের। আজ কৈলাশ খের শুনতে যাচ্ছি সিরি ফোর্ট তাই একটু আগে বেরিয়ে যাব। তবে এটা আমাদের কোম্পানী স্পনসরড তাই পারমিশন পাওয়া যাচ্ছে।
til | ১৮ মার্চ ২০১১ ১৬:০৮ | 220.253.191.117
কুমুবেন, এ ই বৈষম্য! কেন শুধু দিল্লীওয়ালাদের ডাক দিলেন?
"If you live in Delhi or are passing through the city, you may happen to visit the Centre for a conference, to listen to classical music, or converse over tea in the veranda overlooking the lily pond.
siki | ১৮ মার্চ ২০১১ ১৬:০৫ | 123.242.248.130
ইন্ডিয়া ইন্টারন্যাশনালে কতকাল হল যাওয়া হয় না। আবার কবে যেতে পাব জানা নেই।
দেদার সাইকেল চালাব। আগেরবার ক্যারিয়ারে তিনি ছিলেন - এবারে তিনি সপুত্র রিক্সায় থাকবেন বলেছেন।
til | ১৮ মার্চ ২০১১ ১৫:৫৩ | 220.253.191.117
গত এক সপ্তাহ ধরে শুধু লাউই খাওয়া হচ্ছে। গাছের লাউ, সাধের লাউ, বাড়েও বটে, আজ এই টুকু তো কাল এত্তো বড়। শনিবার আছে কাল, এশিয়ান শপে দিয়ে আসবো, যা দেয় তাই সই। আর পারা যায় না!
আমিও এমাসে কোনো একটা উইকএন্ডে যাব, এবছর শুনছি ভালো বৃষ্টির দরুন পাখি ভালো এসেছে। তোমরা ফিরে একটু কনফার্ম কোরো। আচ্ছা এত বেড়াতে যাওয়ার ছুটি কী করে পাওয়া যায়? আমি তো একটা ছুটি নিতে গেলে চারখান কাজের ফিরিস্তি শুনি। এমনকী এখন বলতে গেলাম কৈলাশ খের শুনতে যাব (অফিশিয়াল কিন্তু, মেসেজ করেছে, অ্যানাউন্স করছে, বাসের ব্যবস্থাও আছে), তাতেও হাসি হাসি মুখে দুটো কাজ বলে দিল যা কিছুতেই পাঁচটার মধ্যে হবেনা!ঃ(
kumudini | ১৮ মার্চ ২০১১ ১৫:৪৯ | 59.178.49.254
তিলস্যার,মোটামুটি কুশল।আপনারাও ভালো তো?
til | ১৮ মার্চ ২০১১ ১৫:৩৯ | 220.253.191.117
কুমুবেন, পেন্নাম হই। সব কুশল তো?
kumudini | ১৮ মার্চ ২০১১ ১৫:৩৫ | 59.178.49.254
ফরিদা আমার ২-২৬ পোস্তোর জবাব দিল না। ঠিকাছে।
til | ১৮ মার্চ ২০১১ ১৫:২৯ | 220.253.191.117
আমরা দেবা আর দেবী। কোন বায়নাক্কা নাই। যাহা পাই তাহা খাই।
siki | ১৮ মার্চ ২০১১ ১৫:১৩ | 123.242.248.130
একেবারে দুঃসাহসিক নয়। পারিবারিক বাৎসরিক ক্রিয়াকর্ম। ভিড়ে যেতে পারেন। বিস্তারিত ভাবব, আগে লাদাখটা নামিয়ে নিই।
til | ১৮ মার্চ ২০১১ ১৫:০৫ | 220.253.191.117
সিকি, ডিসেম্বরের কবে? খুব একটা দুঃসাহসিক কিছু না হলে সঙ্গী হতে রাজী আছি।
siki | ১৮ মার্চ ২০১১ ১৫:০৩ | 123.242.248.130
হ্যাঁ, আমিও জুন থেকেই প্ল্যানিং করি।
nyara | ১৮ মার্চ ২০১১ ১৫:০২ | 203.110.238.16
ডিসেম্বরে না যাওয়াই ভাল - এলেবেলে হোটেলেরও বীভৎস দাম বাড়িয়ে দেয়। গেলেও অনেক আগে থেকে বুকিং করো।
siki | ১৮ মার্চ ২০১১ ১৪:৫৪ | 123.242.248.130
কেরালাটা এবছর ডিসেম্বরে মারব।
d | ১৮ মার্চ ২০১১ ১৪:৫২ | 14.96.35.68
বড়ম, কলাকার স্ট্রীট থেকে নিয়ে এসো। বিয়াপ্পক বানায়।
M | ১৮ মার্চ ২০১১ ১৪:৩৭ | 59.93.165.253
কেউ বাড়ীতে ঠান্ডাই বানায় না? নেটের রেসিপি যেটা খেয়েচি তার সাথে মেলাতে পারছিনা,ধুস্স্স্স্স।
Arijit | ১৮ মার্চ ২০১১ ১৪:৩৩ | 115.249.42.177
এর বিহিত একটাই। কিন্তু সেটা অমানবিক ব্যাপার বলে আমি বলবো না।
d | ১৮ মার্চ ২০১১ ১৪:৩০ | 14.96.35.68
ওহোহো।
কিন্তু এই জুলুক তো অসহ্য সুন্দর। ব্ল্যাঙ্কির এই যখনতখন সিকিম যাবার একটা বিহিত করা দরকার। :-X
ঘরের কাছে কেরালা থাকতে ন্যাড়াদা হঠাৎ নিউজিল্যান্ড ধরে টান মারছেন কেন? :-O
Arijit | ১৮ মার্চ ২০১১ ১৪:২০ | 115.249.42.177
অ্যান্টার্কটিকা না গেলে এট্টু বেশি বাঁচতো না? ;-)
nyara | ১৮ মার্চ ২০১১ ১৪:১৮ | 203.110.238.16
এবার আমরা ভাবছি নিউজিল্যান্ড যাব না। একটু-আধটু পড়শুনো করে দেখলাম, না গেলে অনেক পয়সা বাঁচানো যাবে। গেলবার খালি করবেট যাইনি। তাতেও কিছু বেঁচেছে, তবে নিউজিল্যান্ডের তুলনায় কিছুই নয়।
Arijit | ১৮ মার্চ ২০১১ ১৪:১১ | 115.249.42.177
ছরি ভুল বল্লাম। যাওন আওন মিলায়ে হাজার দুই।
Arijit | ১৮ মার্চ ২০১১ ১৪:১০ | 115.249.42.177
একটাই রিকোয়্যারমেন্ট - মেটালেই যায়ঃ স্পনসরশিপ
আমি একন কলকেতা থেকে দেড় হাজার কিমির মধ্যে জঙ্গল খুঁজছি। পুজোর সময় যাবো। ডুয়ার্স একটা অপশন। আরাকু আরেকটা - যদিও সেটাকে জঙ্গল বলা যায় কিনা সেটা কোশ্চেন...
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন