ডিডিদার জন্য একখান প্রশ্ন- জাপানে যে মহাভয়ংকর বিপর্যয় ঘটলো,যার সুদূরপ্রসারী প্রভাব জাপানের কত ভবিষ্যত প্রজন্ম পর্যন্ত ছড়াবে তা কেউ জানে না,অন্য দেশে ছড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না-আপনার কি মনে হয় তা সঠিক মাত্রায় মিডিয়া কভারেজ পাচ্ছে?
Arpan | ১৭ মার্চ ২০১১ ১৪:০৩ | 202.91.136.199
সনিয়া লন্ডনে তাই জোট হচ্ছে না। এদিকে জোট না হলে কলকাতা লন্ডন হবে না।
আল্টি ডেডলক কেস।
dd | ১৭ মার্চ ২০১১ ১৩:৫১ | 124.247.203.12
আসলে ক্ষি হোলো, একটা খুব হোঁৎকা মিটিন ঝাঁ করে ক্যানসেল হয়ে গ্যালো। এটার জন্য আগেই হাতের কাজ অনেকগুলো সেরে রেখেছিলাম। এখন শুদু শুদুই কম্পিউটারের স্ক্রীনের দিকে ভেবলে তাকিয়ে আছি।
আবাপ,প্রতিদিন,দ্য ডন, TOI (কলকেতা আর ব্যাংআলুরু এডিশন) পড়া হয়ে গেছে, ৎসুনামির বেশ কয়েকটা নিউজ রীল দেখে ফেলেছি।
পেন্ডিং ঝগড়াও কিছু নেই। তাই খামোখাই দেখুন শ্রাবনীর টইতে গিয়ে ঢ্যালা মেরে আসছি। কিন্তু সে হেডিং এ ক্যানো লিখলো - বুড়ারা মেনো না ? বাচ্চার মানবে ? তবেই হয়েছে।
kd | ১৭ মার্চ ২০১১ ১৩:৪৮ | 59.93.242.8
এই কয়েকদিনের পোস্টিং পড়ে কিছু নতুন নাম শিখলুম - নেট ডেকোরাম, নেটিকেট, নেট এথিক্স। কেউ বলতে পারবে পৃথিবীতে কতজন নেট ইউজার আছে? তাদের মধ্যে কতজন এই নামগুলো শুনেছে? আর তাদের মধ্যে ক'জন এইগুলো পড়েছে? লাস্টলি, তার মধ্যে ক'জন এগুলো প্র্যাকটিস করে? এই তিনটে কি আলাদা? না, একই? এটি/এগুলো তৈরী করেছে কে বা কারা? তৈরী করার প্রসেসটা কি গণতান্ত্রিক? মানে অধিকাংশ নেট ব্যবহারকারীদের সম্মতি নেওয়া হয়েছে? হ'লে কবে? নাহ'লে কি ধরে নেবো কিছু সো-কল্ড পন্ডিত এগুলো বানিয়েছেন আর তাদের চেলা-চামুন্ডেরা বাকী কোটি-কোটি লোকেদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন? করলে কতদূর সাফল্য পেয়েছেন?
শুনেছি কম্পিউটার জগতে অনেকে 'ফ্রিডম'এর জন্যে লড়ে যাচ্ছেন - তাঁদের কী মত এই সব নিয়মকানুন নিয়ে?
arindam | ১৭ মার্চ ২০১১ ১৩:০০ | 121.242.12.27
আসিতেছে তো বুঝিলাম কিন্তু দিদির গলনের তাপমাত্রা নির্ধারন করিবে কে? এখনও নো জোট!!
Arpan | ১৭ মার্চ ২০১১ ১২:৫৮ | 202.91.136.199
জ্জিও। এই লিগাই তো হনুরে কইসিলাম, মাঝে মাঝে ভাটে তোমার পরশখানি দিও।
siki | ১৭ মার্চ ২০১১ ১২:৫৪ | 123.242.248.130
গরম ক্রমে আসিতেছে।
arindam | ১৭ মার্চ ২০১১ ১২:৫১ | 121.242.12.27
বাসনা আদি, কামনাও। তাহলে লিশচয় কিছু প্রাপ্তি আছি বটেক!! ঃ)
lcm | ১৭ মার্চ ২০১১ ১২:৪৭ | 69.236.180.9
বাপরে, ঈশান তো অনেক টাইপ করসে ।
ডিডি, হক কথা কইসেন। ঝগড়া করার বাসনা, এ এক আদি বাসনা।
Ishan | ১৭ মার্চ ২০১১ ১২:১৮ | 122.248.183.1
পমিতাদি একটা সিরিয়াস অভিযোগ করেছেন। যে, "এগুলো স্ট্যান্ডার্ড নেট এথিক্সের বিরোধী(গুরু যা করেছে তার দায়িত্ব গুরুরই,ফেসবুকের নয়) এবং চাইলে স্প্যাম হিসেবে দেখা যায়'। "এগুলো' বলতে মেলে ফ্লাডেড হওয়া ইত্যাদি বোঝানো হয়েছে।
যেহেতু অভিযোগটা সিরিয়াস, এবং খোলা পাতায় করা হয়েছে, তাই এর উত্তর দেবারও প্রয়োজন আছে।
প্রথমতঃ ফেসবুক থেকে যদি অবিরত মেল আপনি পেতে থাকেন, তার মানে আপনি ফেসবুককে আপনি "সব আপডেট আমাকে করো' বলে জানিয়ে রেখেছেন। তা যদি করে থাকেন, তবে ফেসবুক আপনাকে কি মেল করেছে তার দায়িত্ব আপনার। গুরুর একেবারেই নয়।
দ্বিতীয়তঃ ফেসবুক যদি আপনাকে এ জাতীয় মেল ঠেকানোর কোনো অপশন না দেয়, তাহলে দায়িত্ব ফেসবুকের। সেক্ষেত্রে অভিযোগটা ফেস্সবুককে জানালে ভালো হয়। গুরুর পক্ষ থেকে উদ্যোগ নিয়ে ফেসবুকের কোনো আপডেট কাউকে মেল করা হয়না।
তৃতীয়তঃ দায়িত্ব না থাকা সত্বেও গুরুর পক্ষ থেকে এর পরেও ফেসবুকে রীতিমতো হেল্প ডেস্ক চালানো হয়েছে। যাঁরা গুরুচন্ডালি কলিকালকে একটিও মেসেজ করেছেন এই নিয়ে, তাঁদের কাছে দুঃখপ্রকাশ করা হয়েছে এবং এ থেকে রক্ষা পাবার উপায় কি বাতলানো হয়েছে। অনুরোধে গ্রুপ থেকে সরিয়েও দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এরকম কোনো মেসেজ পেলে, একই রকম ব্যবস্থা নেওয়া হবে।
এর পরেও, গুরুকে নিয়ে খোলা পাতায় এই ধরণের অভিযোগ বিস্ময়কর এবং দুর্ভাগ্যজনক। বলাবাহুল্য এই অভিযোগের সঙ্গে আমর একমত নই।
-------------------------------
এর সঙ্গে সাধারণভাবে আরও দু-চাট্টি কথা (যেগুলোর সঙ্গে পারমিতাদির অভিযোগের সরাসরি সম্পর্ক নেই) বলে নেওয়া উচিত বোধ করছি। একথা একাধিকবার বলেছি, এবং এখনও বলছি, যে, ফেসবুকের কির্দিষ্ট "ফিচার' আছে। যেমন অন্যের আপডেট দেখতে "বাধ্য' হওয়া। যেমন "ইনভাইট' এর বদলে "অ্যাড' করা। যেমন ছবিতে "ট্যাগ' হওয়া। গুরু এই ফিচারগুলি ব্যবহার করে এবং ব্যবহার করবে। যারা ফেসবুকে আছেন, তাঁরা, নিশ্চয়ই এই "ফিচার'গুলো ব্যবহার করবেন বলে এগ্রি করেই ঢুকেছেন। এটা ফেসবুকের সঙ্গে ব্যক্তি ইউজারের এগ্রিমেন্টের ব্যাপার। সেই এগ্রিমেন্টে গুরু কোথাও নেই, এবং থাকবেও না। ওটাও ফেসবুকের সঙ্গেই বুঝতে হবে।
তবে, রিডান্ড্যান্ট ইনফর্মেশন না পেতে চাইলে, স্বচ্ছন্দে যে কেউ নিজের বন্ধুর তালিকা থেকে গুরুকে বাদ দিতে পারেন। ওটা কোনো ব্যক্তিগত প্রোফাইল নয়, ফলে মনে করাকরির কোনো ব্যাপারই নেই। বরং এতে আমাদের কিছু সুবিধেই হয়। একজনকে ডুপ্লিকেট ইনফর্মেশন না দিয়ে অনেক অজানা লোক ফ্রেন্ড রিকোয়েস্ট পাথান, তাঁদের কাছে আপডেট পৌঁছে দেওয়া যাবে।
আরও এক-দুটো কথা বলার ছিল। সে আবার পরে লেখা যাবে।
Arijit | ১৭ মার্চ ২০১১ ১২:০৫ | 115.249.42.177
থ্যাঙ্কু ন্যাড়াদা।
dd | ১৭ মার্চ ২০১১ ১২:০৫ | 124.247.203.12
আর আপনেরা ইউ টিউব তো দ্যাখেন। সেখানে ক্ষী অসহ্য গালি গালাজ হয়। অদ্ভুত ব্যাপার।কোনো মতামতের ব্যাপারই নেই, এই জাপানের ৎসুনামী দেখতে গেলেও দেখি লোকে পরষ্পরকে ক্ষী হুলিয়ে গালি দিচ্ছে।
১০০% পিওর রেসিস্ট কথা বার্ত্তা। সেকেন ওয়ার্ল্ড ওয়্যার নিয়ে ফাটা ফাটি সব অর্জিনাল ডকুমেন্টারী আছে, সেখানেও পাতার পর পাতা জুড়ে খিস্তি খেউর।
আসলে লোকে ঝগড়া কত্তে ভালোবাসে। ম্যাসলো দা তার চাহিদার পিরামিডে ঈশ্বরে ভক্তি,জুজুবাদের প্রতি অহৈতুকী আকর্ষণ আর ঝগড়া করবার বুভুক্ষা এইগুলো ও অ্যাড কল্লে ভালো কত্তেন।
আরেকটা কোশ্চেন - UPDATE-এ একটা ফিল্ড আপডেট হবে অনেকটা এই স্টাইলে -
a := a + 1
কী ভাবে করে?
lcm | ১৭ মার্চ ২০১১ ১২:০০ | 69.236.180.9
আরে সিকি যে। কইন্যা কেমন আসে, অ্যাবাকাস করত্যাসে? ওইডা কিন্তু পুষ্টিকর জিনিস। আর একটা কাজ করতে পারো, যদি পুরানো ক্যালকুলেটর থাকে, তাইতে যে কোনো একটি সংখ্যা, ধরো ৫, ঐটাকে উপরাইয়া ফ্যালো, এইবার দিয়া বলো ৭+৫ করতে। একই ফান্ডা।
Arijit | ১৭ মার্চ ২০১১ ১১:৫৮ | 115.249.42.177
কিন্তু আমি যে ওই লুক-আপ টেবিল ইত্যাদি দিয়ে লুপিং করতে পেরেছি তাতেই পিঠ চাপড়াতে ইচ্ছে করছেঃ-)
Arijit | ১৭ মার্চ ২০১১ ১১:৫৬ | 115.249.42.177
এলসিএম - তাই করা আছে, কিন্তু INSERT-এ আলাদা কলাম দিতে হবে বলে আমি খালি VALUES দিচ্ছিলাম, SELECT-এর গায়ে ওই ১-টা সেঁটে দেওয়া যেতে পারে ভাবিনি। Syntactically চলেছে, এবার ফাংশনালি ঠিক কিনা এট্টু পরে বুঝতে পারবো।
ইন জেনারেল SQL বড্ড কঠিন জিনিস। আমি ভিতরের মালটা জানি - মানে স্ক্যান/জয়েন কি করে হয়, SQL-এর দৌড় মানে ওই আর কি...
siki | ১৭ মার্চ ২০১১ ১১:৫৫ | 123.242.248.130
হনু আবার আগের ফর্মে। জ্জিওপ্পাগলা!
lcm | ১৭ মার্চ ২০১১ ১১:৫২ | 69.236.180.9
h তো কাঁপাইয়া দিসে। ফেসবুক-রে ন্যাকা কইসে।
Arijit | ১৭ মার্চ ২০১১ ১১:৫২ | 115.249.42.177
SQL-এ আমার দৌড় ওই SELECT x,y,z FROM abc WHERE অবধি, বড়জোর GROUP-BY/HAVING - ব্যাস্।
h | ১৭ মার্চ ২০১১ ১১:৫০ | 203.99.212.54
১. এই প্রথম কম্পুটারের একটা জিনিস পেলম যেটা এমনকি আমিও জানি কিন্তু অরিজিৎ জানে না। সে যত কালো-ই হোক। ২. ঝগড়া যারা কত্তে ভালোবাসে, ইন্সালট না কইরা যারা কতা কইতে ফারে না, এই আমার মত লোক, তাদের মানবাধিকারটা কে দেখবে? মম পিতা? ৩. ফেসবুক অর্কুট এইগুলো খুব ই ন্যাকা ন্যাকা হ্যালো ম্যাগাজিন টাইপের জায়গা। আর তাছাড়া সাম্রাজ্যবাদী ধনতন্ত্র বিশ্বায়ন এই সব। আমি ঝগড়া করলেও জুকার্বার্গের পয়হা হবে। ঐখানে ঝগড়া করে লাভ নেই। এখানেও লাভ নেই, কারণ আমার সমস্ত করে যাওয়া ঝগড়া আবার হচ্ছে। একটা নতুনঙ্কÄ নেই। নতুন কিসু চাই, খোজ চলছে।এই জন্যেই ভারত এক খোঁজ হ্যায়। ৪. পুরোনো রা সাইড না হলে নতুন রা কি করে জায়্গা পাবে? আমার জীর্ণ পাতা ইত্যাদি।
lcm | ১৭ মার্চ ২০১১ ১১:৪৯ | 69.236.180.9
এরকম কিছু ---- একটা 2D অ্যারে তে xtable এর নাম, আর ইনসার্ট-এর কলাম নাম ভরে রাখো, একটা লুপে ফেলে কোয়েরি চালিয়ে দাও।
ইয়াপ্পি হইসে। থ্যাংকু এলসিএম - Date :17 Mar 2011 -- 11:27 AM - এই কনসেপ্টেই - একটু পাল্টাতে হয়েছে অবশ্য, কিন্তু চলেগাঃ-)
pi | ১৭ মার্চ ২০১১ ১১:৪২ | 72.83.77.254
অরিজিতদা, আমর এই পোস্টে , (IP Address : 72.83.77.254 Date :16 Mar 2011 -- 10:48 PM) কোন পলিসিগত 'ডিসিশন'এর কথা তো আমি বলি ই নি । তোমার ই কথা অনুযায়ী কনসেনশস আর সেটা অনুযায়ী তোমাদের পোস্টেই তার একধরণের ভায়োলেশনের কথা বলেছিলুম ঃ)
তবে,এই তর্কে ক্ষান্তি দিতে চেয়েছো, সেটা আমার দিক থেকেও ভীষণভাবে ওয়েলকাম। দরকারি কাজকম্মো একটু করতে পারবো। ঃ)
কেউ ট্যাগড হতে না চাইলে মাত্র একটি রোমুভ ট্যাগ অপশনে ক্লিক করা , কি ইমেইল নোটিফিকেশন বন্ধ করে দেওয়া ( যার লিংকটা মেইল এই আসে) বা গুরুকে একটি লাইনের মেইল এ বা মেসেজে জানিয়ে দেওয়া ই যথেষ্ট। এই অপশন গুলো ফেসবুক দিয়েছে। 'বন্ধু'দের ট্যাগ করার অপশন ও। ঃ)
আর, রিডান্ডেন্সি ইত্যাদি নিয়ে, এটা আরেকবার দেখে নিতে বলবো। 17 Mar 2011 -- 02:00 AM
গুন্নাইট।
Arijit | ১৭ মার্চ ২০১১ ১১:৩৬ | 115.249.42.177
টার্গেট টেবলে কলাম অ্যাড করা আছে। বেসিক্যালি ছয়খান এরকম কলাম আছে। আলাদা আলাদা XTABLE-এর জন্যে আলাদা আলাদা কলামে ১ হবে।
lcm | ১৭ মার্চ ২০১১ ১১:৩৩ | 69.236.180.9
টেবিল অল্টার করে নতুন কলামটি অ্যাড করো।
lcm | ১৭ মার্চ ২০১১ ১১:৩২ | 69.236.180.9
নাম দিতে হবে। অবশ্য, যদি তুমি কলামটাকে টেবিলে, নট নাল উইথ ডিফল্ট, বা, অটো ইনক্রিমেন্ট বা অটোনাম্বার গোছের কিছু করে রাখো, তাহলে হয়ত নাম না দিলেও চলবে।
Arijit | ১৭ মার্চ ২০১১ ১১:৩১ | 115.249.42.177
mytable-এর কোন ফিল্ডে "১" হবে জানাবো ক্যামনে? ছয়খান পসিবিলিটি আছে তো!
Arijit | ১৭ মার্চ ২০১১ ১১:২৮ | 115.249.42.177
মোদ্দা কথা হল ওই নতুন ফিল্ডটার জন্যে INSERT স্টেটমেন্টে আলাদা করে ফিল্ডনেম আর VALUES ক্লজটা দিতে হবে বলে মনে হচ্ছে - সেইটাই প্রবলেম।
lcm | ১৭ মার্চ ২০১১ ১১:২৭ | 69.236.180.9
তাইলে, INSERT INTO mytable SELECT XTABLE.*, "1" FROM XTABLE .... .....
এরকম দেখতে পারো।
Arijit | ১৭ মার্চ ২০১১ ১১:২৬ | 115.249.42.177
মানে ওই "নট ইন' টা এবারেও থাকবে, XTABLE-এর সব ফিল্ডও চাই, সাথে এক্সট্রা একটা ০/১ ফিল্ড।
Arijit | ১৭ মার্চ ২০১১ ১১:২৫ | 115.249.42.177
অজ্জিনাল স্টেটমেন্টটা এরকম ছিলো -
INSERT INTO mytable SELECT XTABLE.* FROM XTABLE WHERE (XTABLE.a, XTABLE.b) NOT IN (SELECT mytable.a, mytable.b from mytable)
এবার ওই *-এর সাথে একখান এক্সট্রা ফিল্ড আছে - তাতেই ঘেঁটে গেছি।
lcm | ১৭ মার্চ ২০১১ ১১:২৪ | 69.236.180.9
insert into table ( ,,,, ) select ,,,, from table
এরকম কিছু একটা আছে।
Arpan | ১৭ মার্চ ২০১১ ১১:২৪ | 112.133.206.18
পিএলএস্কিউএল জানিনা। কিন্তু এমনিতে এইভাবে লেখেঃ
INSERT california_authors (au_id, au_lname, au_fname) SELECT au_id, au_lname, au_fname FROM authors WHERE State = 'CA'
lcm | ১৭ মার্চ ২০১১ ১১:২২ | 69.236.180.9
আহা তাতিন, এখানে আবার চ্যাট ফ্যাট কেন। তার জন্যে তো, একগাদা মেসেঞ্জার, জিমেইল, ফেসবুক.... এসব তো আছে। আর চ্যাট তো ক্লোজ্ড কনভারশেসন, এখানে সব ওপেন....
Arijit | ১৭ মার্চ ২০১১ ১১:২১ | 115.249.42.177
চটজলদি উত্তর চাই -
INSERT INTO mytable (a, b, c,...,n, x1) করতে চাই, যেখানে a,b,c...n আরেকটা টেবল থেকে সিলেক্ট করবো আর x1 টা ১ দেবো।
অরিজিৎদা' না না অতো কঠিন নয়, শুধু ফ আর ভ নিজেদের অবস্থান অদলা-বদলি করেছে। ঃ-))
arindam | ১৭ মার্চ ২০১১ ১১:০২ | 121.242.12.27
গুরুর মতপ্রকাশের স্বাধীনতাকে সম্মান জানানোটাই তো সবচেয়ে বড় পাওনা... কথা বলার স্বাধীনতাকে কেন্দ্র করে কিছু শিখে নেওয়াটাই সবচেয়ে বড় প্রাপ্তি।
**গুরুর কিছু হাবভাব "ক্লোজ কমিউনিটির'**- মতন এই ব্যাপারটা মাথায় ঢুকলনা, অবশ্যি ঢোকার কোন দরকার নেই... কারণ গুরুতে একাধিক লেখা লিখেছি নিন্দা-প্রশংসা(খুব কম)পেয়েছি, তবু লিখেছি, ভবিষ্যতেও লিখব। গুরুতে লিখে, লেখা ছাপিয়ে আনদ পাই... যারা পায়না, তারা অন্য জায়গায় যাবে, যেখানে আনন্দ পাবে সেখানে লিখবে...
lcm | ১৭ মার্চ ২০১১ ১১:০২ | 69.236.180.9
অরিজিৎ দেখলাম নেটিকেট কথাটার উল্লেখ করেছে। এটার ইমপ্লিমেন্টেশন ওপেন আনম্ডারেটেড ফোরামে একটু ভেগ্।
নেটের বাইরে রিয়েল লাইফেও এই etiquette ব্যাপারটা রিলেটিভ .... সব সময় ঠিক... ইয়ে মানে....
Arijit | ১৭ মার্চ ২০১১ ১১:০১ | 115.249.42.177
এটা কি স্কেল চেঞ্চ করে কথা? মানে "পা-কে সা করিয়া'-র মতন? ;-)
tatin | ১৭ মার্চ ২০১১ ১০:৫৯ | 122.252.251.244
ক) গুরুর গ্রুপে দীর্ঘদিন অবধি পার্মিশন ছাড়া সরাসরি এড হওয়ার ব্যপারটা ছিল, ইদানীং দেখছি এড রিকোয়েস্ট আসে মাঝে মাঝে। খ) ফেসবুকের সেটিংসে গিয়ে ট্যগিং ইত্যাদির ক্ষেত্রে মেল পাওয়া থামানো যায় http://www.facebook.com/editaccount.php?notifications; এছাড়াও সংশ্লিট গ্রুপে ঢুকে একবার সেটিংসে গিয়ে (ডানদিকের ওপরের ) ক্লিকিয়ে গ্রুপ থেকে মেল পাওয়া বন্ধ করা হয়। গ্রুপে একসময় দিনের পর দিন এ নিয়ে সাপোর্ট পোস্ট দিয়েছি
গ) আমার এবং আরো কিছু কিছু গুরুফলোয়ারদের গুরুর নিজের সাইটের থেকে গুরুর এফ বি পেজে লিখতে স্বচ্ছন্দ লাগে- অনেক খোলামেলা ভাব আছে ওখানটায়
sayan | ১৭ মার্চ ২০১১ ১০:৪৮ | 98.225.200.39
ল্যাদোষদা', ভাইফ ভিঙ্গারস মেকস এ ভিস্ট।
এই কথা ব'লে/ আমি যাবো চলে।
lcm | ১৭ মার্চ ২০১১ ১০:৪৪ | 69.236.180.9
কি নিয়ে তক্কো হচ্ছে ভালো জানি না। কিন্তু, এই ভাটিয়ালি আর টইপত্তর - এই দুটো সেক্শন তো ফ্রি ফর অল, মানে, আনমডারেটেড - তাই তো? যে যা খুশী লিখতে পারে, এডিটিং-এর কাঁচি নেই, যেখান থেকে খুশী কাট-পোস্ট... হাতির পায়া ঘোড়ার মাথা (ইউনিকোডে ঠিকঠাক পোস্ট না হলে যেমন হয়).... - বেসিক্যালি যা টাইপ হবে তাই পোস্ট হয়। এখানে তো কাট-পেস্ট আটকানো মুশকিল। আর, দরকার-ও নেই।
lcm | ১৭ মার্চ ২০১১ ১০:২৫ | 69.236.180.9
এইত্তো সায়ন কইসে, ফ্রি ফোরাম। হেইডার কনটেন্ট নিয়া এত বক্তব্যের কিই বা আসে। ফেসবুক, অর্কুট --- এগুলির লগে এত শব্দ খরচই বা কিসের।
Arijit | ১৭ মার্চ ২০১১ ১০:২২ | 115.249.42.177
অফিসের ভিতরে না তো - ক্যামেরা লাগাবে কি করে? টাইম্স অব ইন্ডিয়ার সামনে নবদিগন্তের পার্কিং-এর কিছুটা অফিস লীজ নিয়েছে। আমাদের মতন ছুটকোছাটকা লোকের গাড়ি রাখার জন্যে। বড়কর্তারা - যেমন এইচ আর ম্যানেজার - গাড়ি রাখেন টেকনো ইন্ডিয়ার ভিতরের পার্কিং-এ।
গত সেপ্টেম্বরে অফিস পার্কিং-এ কেউ গাড়ি রিভার্স পার্ক করতে গিয়ে আমার গাড়িতে গুঁতিয়ে বাম্পার আর গ্রিল ভেঙে দিয়েছিলো। কাল আবার কেউ পিছনের চাকার ওপরে বিশ্রীভাবে ঘষে দিয়ে গেছে। পার্কিং অ্যাটেন্ড্যান্টটা কি করে কে জানে। আগেরবার অফিসে কমপ্লেন করে কিস্যু হয়নি। এবার আবার আগের মেল আর ড্যামেজের ছবিশুদ্ধু অ্যাডমিনকে গুচ্ছ ঝেড়ে একটা মেল করলাম। জানি কিসুই হবে না, তাও...
ইউকে বা ইউএসএ-তে কমপ্লিট স্ট্রেঞ্জারও যদি পার্কিং লটে এই ঘটনা ঘটায় তাহলে গাড়ির ওপর একটা চিরকুটে নিজের ইনফোটা দিয়ে যায়। আমি কখনো দেখিনি বটে, তবে অনেকের কাছে শুনেছি।
আর এখানে একই অফিসের লোক - সামান্য কার্টেসী নেই যে ঘটনাটা জানাবে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন