এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • h | ২৪ মার্চ ২০১১ ১০:১৭ | 203.99.212.54
  • কালকের ইন্ডিপেন্ডেন্ট পড়তে পারেন।
  • h | ২৪ মার্চ ২০১১ ১০:১৪ | 203.99.212.54
  • Mark Steel ঃ-))))
    Isn't it marvellous that all these governments are determined to do "something" about Colonel Gaddafi? For example Hillary Clinton said she supported military action once the Arab League ? made up of countries such as Bahrain, Syria, Yemen and Saudi Arabia ? backed the air strikes. And it is encouraging that the policy of not tolerating a dictator has the backing of so many dictators.

    Some people might suggest that one way King Abdullah of Saudi Arabia, for example, might reduce the number of Arab dictators, would be to stop being an Arab dictator, but that's because they don't understand how complicated these things can be.

    But presumably, once Gaddafi's been dealt with, these dictators will back a UN resolution to bomb themselves, declaring, "The international community can no longer sit back and watch me trample on my own people, so I must be stopped. I give myself three days to recognise the opposition and call elections, otherwise I will assist Nato in bombing myself. Or maybe I should assist them, as they've sold me so many of their weapons they can't have many left."
  • kc | ২৪ মার্চ ২০১১ ১০:০৬ | 194.126.37.76
  • আরে ব্রতীন যে! কোথায় ছিলে এইকদিন?
  • Bratin | ২৪ মার্চ ২০১১ ০৯:৫৯ | 122.248.183.1
  • আরে ন্যাড়া দা, ধুর ধুর!! এই সব টিম রোজ রোজ হেরে যাচ্ছে। কত আর হিসেব রাখি!!
  • siki | ২৪ মার্চ ২০১১ ০৯:৪৬ | 123.242.248.130
  • টইতে লিখে আর নুঙ্গা করলাম না। এখানেই লিখে দিই।

    অচিন্ত্যরূপের ঝড়ের টই ফাটাফাটি হচ্ছে। কাগুজে গুরুতে একটা ঝড় স্পেশাল করা যেতে পারে তো!
  • sayan | ২৪ মার্চ ২০১১ ০৯:২৯ | 98.225.200.39
  • < এবাবা ন্যাড়াদা অপ্পন্দাকে ডিং ডং বললো! >
  • Abhyu | ২৪ মার্চ ২০১১ ০৯:২৫ | 97.81.103.39
  • বার অথবা বাড় বলে একটা টই খোলা হোক?
  • Arpan | ২৪ মার্চ ২০১১ ০৯:১৬ | 112.133.206.18
  • যে পাড়ার টুর্নামেন্টে আমরা দ্বিতীয় একাদশ নামাই, সেই টুর্নামেন্টকে সারা মরশুমে একটিও ট্রফির গন্ধ না শোঁকা টিম পাখির চোখ করেছে এই নিয়ে আর প্রতিক্রিয়া দেবার কী আছে!
  • nyara | ২৪ মার্চ ২০১১ ০৯:১৩ | 203.110.238.16
  • কানাফাটানো ক্রিকেট-কোলাহলের আড়ালে, চুপিসাড়ে বাঙালদের পরাজয় ও শিল্ড থেকে বিদায়। সঙ্গে থাকুন কমরেড অর্পণের বিশেষ মতামতের জন্যে। ডিং ডং।
  • Abhyu | ২৪ মার্চ ২০১১ ০৭:৩৫ | 97.81.103.39
  • উত্তর হল আনকণ্ডিশলান প্রোব্যাবিলিটি যে দশ বছর আগে তার দুপুরে ঘুম পেত ঃ)

    ঠিক বললাম?
  • aka | ২৪ মার্চ ২০১১ ০৬:৫৩ | 24.42.203.194
  • অংকটা হল গিভেন যে ডায়াবিটিস হয়েছে তাইলে হোয়াট ইজ দা প্রোবাবিলিটি দশ বছর আগে তার দুপুরে ঘুম পেত?
  • Abhyu | ২৪ মার্চ ২০১১ ০৬:২৯ | 97.81.103.39
  • থ্যাঙ্কু না দিয়ে রিমিদি এখানে অঙ্কটা দিলেও তো পারে?
  • aka | ২৪ মার্চ ২০১১ ০৬:০১ | 24.42.203.194
  • আঃ জন্মিলে মরিতে হইবে এইটুকুই নিশ্চিন্তি বাকিটা অনিশ্চিত। কাল কখন ঘুম পাইবে এ যদি জানাই থাকত!
  • r.h | ২৪ মার্চ ২০১১ ০৫:৫৮ | 198.175.62.19
  • একটুখানি নিশ্চিন্ত হবার জো নেই।
  • achintyarup | ২৪ মার্চ ২০১১ ০৪:২২ | 59.93.241.155
  • সেই আশাতেই আছি। কিন্তু একটা দুশ্চিন্তার ব্যাপার হল, মারা যাওয়ার চান্স আরও বেশি। ১০০ শতাংশ।
  • r.h | ২৪ মার্চ ২০১১ ০৪:১৯ | 198.175.62.19
  • যাক, তাও ভালো।
  • achintyarup | ২৪ মার্চ ২০১১ ০৩:৫৫ | 59.93.241.155
  • না হওয়ার চান্স খুবই বেশি। ৫০ শতাংশ।
  • r.h | ২৪ মার্চ ২০১১ ০৩:৫৩ | 198.175.62.19
  • এরকম অনিশ্চয়তায় থাকা যায়না। তাহলে কি দাঁড়ালো, আমার ডায়াবেটিস হবে, নাকি হবেনা?
  • rimi | ২৪ মার্চ ২০১১ ০৩:৩১ | 168.26.215.135
  • থ্যাংক্স অভ্যু অ্যান্ড আকা। এই আলোচনায় আমার একটা নতুন কন্ডিশনাল প্রোবাবিলিটির অংক মাথায় এল। যেটা দিলে একেবরে কলেজ লেভেল থেকেই ছাত্রছাত্রীদের ডায়াবেটিস সচেতনতাও বাড়বে, আবার প্রোবাবিলিটির জ্ঞানও হবে।

    এইভাবে জীবনের কঠোর বাস্তবগুলোকে অংকের মাধ্যমে তুলে ধরলে তবেই না মানুষের শিক্ষা সম্পূর্ণ হবে!!!
  • Abhyu | ২৪ মার্চ ২০১১ ০২:৩১ | 128.192.7.51
  • এই জন্যেই লোকের স্ট্যাটিস্টিক্স পড়া উচিত। অনেকদিন আগে একবার এই গুরুতেই লোকে এ গিভন বি আর বি গিভন এ-এর পার্থক্য করতে না পেরে ব্যাপক তর্ক করেছিল ঃ)
  • aka | ২৪ মার্চ ২০১১ ০২:২৬ | 168.26.215.13
  • আরে এটা সবার ক্ষেত্রেই বেদবাক্যের মতন ফলবে। দুপুরে সবার ঘুম্পায় তারমধ্যে কারুর কারুর ডায়াবিটিস হয়। যাদের ডায়াবিটিস হয় তাদের জিগ্যেস করলে বলবেই দুপুরে ঘুম্পায় অতএব দুপুরে ঘুম্পেলে ডায়াবিটিস!!!
  • aranya | ২৪ মার্চ ২০১১ ০১:৪৪ | 144.160.226.53
  • রিমির কথা বেদবাক্যের মত আমার ক্ষেত্রে ফলে গেছে। দুপুর ঘুম পেত এবং পায়। ডায়াবেটিস ধরেছে কয়েক বছর হল। মিষ্টি খেতে কি ভালই না বাসতাম।
    শালার জীবন ঃ(
  • rimi | ২৪ মার্চ ২০১১ ০১:২০ | 168.26.215.135
  • দুপুরে যাদের ঘুম্পায় তাদের ইন্সুলিন রেজিস্ট্যান্স আছে। ১০ বছর বাদে তাদের ডায়াবেটিস হবে, তখন তারা টেরটি পাবে!!!!
  • achintyarup | ২৪ মার্চ ২০১১ ০১:১০ | 121.241.214.38
  • পঙ্গপাল কি খাওয়া যায়?
  • aka | ২৪ মার্চ ২০১১ ০০:৫৫ | 168.26.215.13
  • আকার কপাল মন্দ তাই।
  • I | ২৪ মার্চ ২০১১ ০০:৫৩ | 14.96.216.235
  • আকা'র বৌ এত মারকুটে ক্যানো? আকা এতো শান্তশিষ্ট ক্যানো?
    কোশ্নো'রা একেবারে পঙ্গপালের মতন আসছে।
  • I | ২৪ মার্চ ২০১১ ০০:৫২ | 14.96.216.235
  • ইন্টারনেটে গুরুচণ্ডালী ছাড়া আর কী দর্শনীয় সাইট আছে ? শ্রবণীয় বল্লে নম্বর দেবো না, আমার টাটা ফোটন।
  • aka | ২৪ মার্চ ২০১১ ০০:৫০ | 168.26.215.13
  • আমারও ঠিক তাই। বউরে কইলাম ইন্ডিয়া চলে যাই তাইলেই ঠিক হয়ে যাবে। শুনে মারতে এলো।
  • I | ২৪ মার্চ ২০১১ ০০:৪৯ | 14.96.216.235
  • আমার তো দুপুরবেলায় খুব ঘুম্পায়। রাত্তিরে ঘুম নাই। খুব পেঁচালো বেপার।
  • aka | ২৪ মার্চ ২০১১ ০০:৪৫ | 168.26.215.13
  • বাপরে এইমাত্তর ঢুলে পড়েছিলাম।
  • Abhyu | ২৪ মার্চ ২০১১ ০০:৪৩ | 128.192.7.51
  • ভাটকে ইঞ্জেকশান দিতে হবে।
    আর আমার্খুবঘুম্পাচ্ছে।
  • kc | ২৪ মার্চ ২০১১ ০০:৪১ | 89.203.49.18
  • ওহে ঐ দুখী ডাক্তার, বেড়ানোটা কিন্তু ফাইনাল আছে। তুমি-অজ্জিত আর আমি। ফেরার পথে একদিন সময় রাখলে তোমাদের আমার মফস্বল শহরে নিয়ে যাব।
  • I | ২৪ মার্চ ২০১১ ০০:৪০ | 14.96.216.235
  • ভাট এগোয় না ক্যানো?
  • I | ২৪ মার্চ ২০১১ ০০:৩৪ | 14.96.216.235
  • অচিন্টি আর রাত জাগে না ক্যানো? কেসি আর বেড়ানোর কথা বলে না ক্যানো? অক্ষদা ঘুঘুড্ডিম পাড়ে না ক্যানো? আমার এতো সোসোন ক্যানো?

    মল্লিকা নেই, হরি-ও পোশ্নটোশ্ন বিশেষ করে না, তাই ....
  • kc | ২৪ মার্চ ২০১১ ০০:২৫ | 89.203.49.18
  • কে জিতবে? কেনই বা জিতবে? ভাবুন,সাথে থাকল এটা

  • Suvajit | ২৪ মার্চ ২০১১ ০০:১৪ | 59.177.202.184
  • কেউ কি বলতে পারবে, তাজ একপ্রেসওয়েটা পুরো চালু হয়েছে কিনা? মানে দিল্লি থেকে আগ্রা যাওয়া যাবে কিনা?
    শমীক তো বেশ খবরটবর রাখো, বলতো ?
  • Arpan | ২৪ মার্চ ২০১১ ০০:১৩ | 122.252.231.10
  • মানে গতিপ্রকৃতি দেখে মনে হয় গৌতমবাবু আর মাইকেলবাবু দুজনেরই সময় আগত।
  • Arpan | ২৪ মার্চ ২০১১ ০০:১২ | 112.133.206.18
  • কে জানে? মনে হয় দুজনেই।
  • test | ২৪ মার্চ ২০১১ ০০:০৪ | 128.192.7.51
  • &ge   &le         >   <
  • kc | ২৩ মার্চ ২০১১ ২৩:৫৯ | 89.203.49.18
  • অপ্পন, বামফ্রন্ট আর অস্ট্রেলিয়ার মধ্যে কেউ একজন হারবে। সেটা কে?
  • Arpan | ২৩ মার্চ ২০১১ ২৩:৪৯ | 112.133.206.18
  • কেসি, খ্যাল করেছ কি বামফ্রন্ট থুড়ি অস্ট্রেলিয়া ৩৪টা ম্যাচ পরেই হারল? ঃ-)
  • Arpan | ২৩ মার্চ ২০১১ ২৩:৪৮ | 112.133.206.18
  • কাল ৩০০+-এর পিচ হলে ইন্ডিয়ার ভালো ব্যথা আছে। ২৫০ হলেও ব্যথা। ২১৫-২৩০ রেঞ্জের হলে জিতে যাবে।

    কেসি, এইভাবেঃ অ্যাঙ্গল ব্র্যাকেটের মধ্যে &, g আর t লেখো।
  • dri | ২৩ মার্চ ২০১১ ২৩:৪০ | 117.194.235.130
  • সরি, এবারের খেলা আমি খুব ডিটেলে ফলো করছি না। পুঙ্খানুপুঙ্খ ডেটা নেই। কাল কিরকম পিচ? ৩০০+ এর পিচ, না আড়াইশোর পিচ? ঐটা খুব ইম্পর্ট্যান্ট। বাকি সব ঐটার করোলারি।
  • kc | ২৩ মার্চ ২০১১ ২৩:৪০ | 89.203.49.18
  • ওপিনিয়ন পোলঃ

    বিধানসভায় কংগ্রেস কটা আসন পাবে?

    ক) ০-২০

    খ) ২১-৩০

    গ) ৩০ এর বেশী।

    ঐ চিহ্নটা কেমনে দ্যায় অপ্পন?
  • Arpan | ২৩ মার্চ ২০১১ ২৩:২৭ | 122.252.231.10
  • ওপিনিয়ন পোলঃ

    কাল ইন্ডিয়া ব্যাটিং পাওয়ার প্লেতে কত রান করবে?

    ক) ০ - ২০

    খ) ২১ - ৩০

    গ ) > ৩০
  • nyara | ২৩ মার্চ ২০১১ ২৩:১৪ | 122.172.36.47
  • আমাদের আপিসের সব ফ্লোরের টিভিতেই অবশ্য কাল ক্রিকেট চলবে বলে মনে হয়। লুকিয়ে স্ট্রিমিং দেখার থেকে চা খেতে খেতে ক্যাফেটেরিয়ায় খেলা দেখা বেটার।
  • kc | ২৩ মার্চ ২০১১ ২২:৫৯ | 89.203.49.18
  • স্ট্রিমিংএর জন্য ক্রিকইনফো ছাড়াও অনেকগুলো সাইট আছে। আজকে একটাতে দেখছিলাম। কালকে বলে দেব।
  • M | ২৩ মার্চ ২০১১ ২২:৫৩ | 59.93.255.134
  • ওক্কে,বাচ্চারা গপ্প করো, আমি ঘুমুতে চললাম।

    ব্রতীন আজ এয়েচে, যেগুলো আবার ভ্যানিশ হয়ে গেলো তারাও আবার উদয় হোক।ব্যাঙকি বিষ ব্যাঙ হয়ে জঙ্গলে থাকাই ভালো মনে করচে কি? যাক বিভীষনের এট্টু জিড়োনো হবে।এবার পালাই।
  • Arpan | ২৩ মার্চ ২০১১ ২২:৪৮ | 112.133.206.18
  • ছিল না? লিংক দেখলাম তো।

    আমার অবশ্য ক্লায়েন্টের আইপি। কাজেই চেষ্টা করিনি।
  • Arpan | ২৩ মার্চ ২০১১ ২২:৪৭ | 112.133.206.18
  • ইন্ডিয়াকে বুকিরা জেতাবে। আর অন্যটায় গ্রিন পার্টিকে জেতাতে বিশ্বায়িত শক্তি উঠে পড়ে লেগেছে। (হুঁ, নিজের কানে শুনেছি)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত