আর ফেক্ষিবিলিটি আনবে কাদের দিয়ে? রাজ্জাক বা ওয়াটসনের মত একটা অলরাউন্ডার এল না কপিলের পরে। ব্যাটিং ছেড়ে বোলিঙে আসুন। জাহিরের পাশে পেসার হিসেবে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
এইসব এলিমেন্টারি জিনিসপত্তর ঠিক না করে ফ্লেক্ষিবিলিটির ভাবনাচিন্তা করা বিলাসিতা।
aka | ২৫ মার্চ ২০১১ ০০:৩৫ | 168.26.215.13
প্রিসাইসলি। ওদিকে পাকিস্তান পিক করছে। যদিও ওয়ার্ল্ড কাপে ভারত পাকিস্তানের কাছে কোনদিন হারে নি তাও কখন কি ঘটে যায় বলা যায় কি? ভালো টিম পরিস্থিতি অনুযায়ী নিজেদের চেঞ্জ করে।
pinaki | ২৫ মার্চ ২০১১ ০০:৩২ | 82.209.167.222
আসলে টিমটা একটু শেকি হয়ে আছে। তাই এক্সপেরিমেন্ট করার চাপ নিতে চাইছে না।
Arpan | ২৫ মার্চ ২০১১ ০০:৩২ | 112.133.206.18
যেমনটি আপনার কথায় যুক্তির অভাব। ঃ-)
aka | ২৫ মার্চ ২০১১ ০০:৩১ | 168.26.215.13
কমরেড অপ্পনের কথায় আবেগের প্রাদুর্ভাব বেশি। ঃ)
Arpan | ২৫ মার্চ ২০১১ ০০:৩১ | 122.252.231.10
* পরের দু বার
Arpan | ২৫ মার্চ ২০১১ ০০:৩০ | 122.252.231.10
স্ট্যাটিক ব্যাটিং অর্ডারে খেলেই স্টিভ ও ৯৯ সালে চ্যাম্পিয়ন করেছিলেন। তার পরের দু বছরও তাই।
aka | ২৫ মার্চ ২০১১ ০০:৩০ | 168.26.215.13
আজকে রায়না তিনে নামত। আর বেসিকালি গম্ভীরকে নিয়ে সমস্যা নেই। কিন্তু টিম ম্যানেজমেন্ট যে এইরকম সূক্ষ্ম চিন্তা ভাবনা গুলো করে উঠতে পারছে না তাতে আরও বেশি আপত্তি। ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে বেরিয়ে যাচ্ছে এই অবধি। চিন্তা ভাবনার গলতা আছে।
Arpan | ২৫ মার্চ ২০১১ ০০:২৮ | 122.252.231.10
ইমরান খান যখন বললেন তখন কিং ভিভের একটা উক্তিও স্মরণ করা যাক। এতসব সাপোর্ট স্টাফ মনোবিদ এইসবের বাহার দেখে তিনি বলেছিলেন, ক্রিকেট খেলাটা বেসিকালি খুব সিম্পল। আননেসেসারি জটিল করে লাভ নেই।
এখন যে ফ্লেক্ষিবিলিটির কথা আসছে সেইটা থাকা ভালো। কিন্তু না থাকলে খুঁচিয়ে বের করার দরকার নেই। তাতে হিতে বিপরীত হয়। বরম আপনার যেটা শক্তি সেইটা পুরো এক্ষপ্লয়েট করুন।
aka | ২৫ মার্চ ২০১১ ০০:২৭ | 168.26.215.13
ঐ স্ট্যাটিক ব্যাটিং অর্ডারেই শুধু খেলা হবে এটা কোন চ্যাম্পিয়ন টিমের স্ট্র্যাটেজি হতেই পারে না। বিশেষত ওয়ান ডে তে। তার মানে এই নয় যে ওয়াইল্ড হতে হবে। কিন্তু ছোটখাটো অ্যাডজাস্টমেন্ট থাকতেই হবে।
pinaki | ২৫ মার্চ ২০১১ ০০:২৫ | 82.209.167.222
কমরেড আকা, গম্ভীর হার্ড হিট করতে পারে না এমন তো নয়। আইপিএলের সবচেয়ে দামী প্লেয়ার ভুলে যেও না।
Arpan | ২৫ মার্চ ২০১১ ০০:২৪ | 112.133.206.18
আকাকে বললাম।
Arpan | ২৫ মার্চ ২০১১ ০০:২৪ | 112.133.206.18
ধুর মশাই, আপনি দেখি হাওয়ায় হাওয়ায় খেলেন। ম্যানেজমেন্ট গুরুদের মত। এই টিমের থেকে রাইট কম্বিনেশন দিন। ইমরান খান পি কে ব্যানার্জি এই সব বলে লাভ আছে।
Arpan | ২৫ মার্চ ২০১১ ০০:২২ | 112.133.206.18
দ্রির সাথে পুরো একমত।
pinaki | ২৫ মার্চ ২০১১ ০০:২২ | 82.209.167.222
উরিস্লা। কি বানাম লিখেছি সব!!!
আমি এই ম্যাচটা নিয়ে বলছি না। ম্যাচটা দেখিনি। হয়তো আজ এর চেয়ে ফাস্ট খেলা সম্ভব ছিল না। আমি সব ম্যাচ মিলিয়ে বল্লাম।
aka | ২৫ মার্চ ২০১১ ০০:২২ | 168.26.215.13
আমি এত কিছুও বলি নি। বলেছি যে আজকের ম্যাচে স্লো পিচে বল যখন হার্ড থাকে আর পেসাররা যখন বল করে তখনই স্কোরিং অপারচুনিটি তখন গম্ভীর তিনে মিসফিট। এই ছোটখাটো কাস্টোমাইজেশন না হলে কিসের ক্যাপ্টেনসি, কিসের টিম। ইমরান খানকে দেখুন কমরেডস। সঠিক কাস্টোমাইজেশনের রাজা।
Arpan | ২৫ মার্চ ২০১১ ০০:২১ | 122.252.231.10
আমি সেটা নিয়ে একমত। গম্ভীরকে আরো দায়িত্ব নিয়ে খেলতে হবে। কোহলিকে পাশে নিজের পারফরম্যান্সকে রাখলেই বুঝতে পারবে। যেমন হরভজনকে নিজেকে অনেক জুনিয়র অশ্বিনের পাশে ফিকে লাগছে।
কিন্তু, আমি লিখেছিলাম আকার স্ট্রাটেজির বিরোধিতা করে। এই ব্যাটিং অর্ডারে কোন শাফলের পক্ষপাতী নই। বড়জোর রায়না ধোনির আগে আসতে পারে।
pinaki | ২৫ মার্চ ২০১১ ০০:১৮ | 82.209.167.222
না না, বিকল্প নেই। গম্ভীরকে খেলাতে হবে। কিছু করার নেই। আমি তা বলছি না। আসলে কিছুটা অব্দি স্লো কেউ খেলতেই পারে, কিন্তু সেক্ষেত্রে তাকে সেট ব্যাটসম্যান হিসেবে ফিনিশিং এর একটা বাড়তি দায়িত্ব নিতে হবে। গম্ভীর আমি দেখছি এবারে সব ম্যচেই সেট হওয়ার পরে ভাইটাল টাইমে আউট হয়ে চলে আসছে। সেটা হাল্কা চাপ তৈরী করছে পরের দিকে। ওর কাচ থেকে এক্সপেক্টেশন আরও বেষী। বিরাট কোহলি আর গম্ভীরের কাছ থেকে একই এক্সপেক্টেশন - এটা তো হতে পারে না। সেই জায়গা থেকেই কথাটা আসছে।
dri | ২৫ মার্চ ২০১১ ০০:১৫ | 117.194.232.176
সবাই প্রায় একই রেটে রান করেছে।
টেন্ডুলকার ৬৮ বলে ৫৩ গম্ভীর ৬৪ বলে ৫০ কোহলি ৩৩ বলে ২৪ যুবরাজ ৬৫ বলে ৫৭
শুধু রায়না ফাস্ট খেলেছে ২৮ বলে ৩৪।
ঐ দুটো ওভারের আগে যুবরাজের রেটও খুবই স্লো ছিল। প্রভুর বল ফসকাচ্ছিল। প্লেসিংও ভালো হয়নি।
কিন্তু এই ম্যাচে এর বেশী দরকারও ছিল না। চেষ্টা করে লাভও ছিল না। এই উইকেটে খুব হাই রেটে রান তোলার চেষ্টা করলে হিতে বিপরীত হত। ইনিংসের মাঝে আরো দুটো বেশী উইকেট চলে গেলে ম্যাচটা দিয়ে আসতে হত। যেই পার্ট অফ দা ইনিংস গম্ভীর খেলেছে, এই গেমটা ঠিকই আছে। রান আউটটা সেন্সলেস। যুবরাজও ঠিকই খেলেছে। শুরুতে স্লো। পাঁচ ছ' ওভার বাকি থাকতে যখন উইকেট ধরে রাখার আর দরকার নেই, অ্যাবাউট ৪০ বল বাকি তখন একটু পিটিয়ে রেটটা কমিয়ে দাও।
তো, গম্ভীর যখন টিমে আছে তখন তাকে তিনে খেলানোই উচিত। সে তো ওপেনার। নিচে খেলে রায়না যেইটা খেলল সেইটা আশা করাটা উচিত নয়।
এখন উপায়, টিমে না রাখা। বদলি কে? না, ইউসুফ। যাকে খেলানো লটারির সমান। লটারিই যদি কাটতে হয় তাহলে শেওয়াগকে নিয়ে কাটব। এক টিমে দুটোর বেশি লটারি কাটা মূর্খামি।
এও মনে রাখবেন, কমরেড, ইউসুফকে এর আগে উপরে যতবার তোলা হয়েছে ততবার ফ্লপ করেছে।
যুক্তিসঙ্গত বিকল্প দিন, কমরেড।
saikat | ২৫ মার্চ ২০১১ ০০:০৮ | 180.215.21.25
আরে ওভাবে হয় নাকি? জানা কথাই তো অস্ট্রেলিয়ার স্পিনারগুলো ছড়ু। তাহেল শুধু শুধু চাপ নেয়া ক্যান ঃ-)
aka | ২৫ মার্চ ২০১১ ০০:০৪ | 168.26.215.13
এই দ্যাখো পিনাকি ঠিক লিখেছে। এটাই আমিও বলছি। আর বিশেষত স্লো পিচে যেখানে প্রথম দিকেই স্কোরিং অপরচুনিটি বেশি সেখানে ৬০ বলে ৫০ বেশ খারাপ। একটা শেন ওয়ার্ন থাকলে আজ হয়ে যেত।
dri | ২৪ মার্চ ২০১১ ২৩:৫৯ | 117.194.232.176
এই ম্যাচে কটা বিট হল তাতে কিছু যায় আসে না। কিন্তু এর পরের যে টীম ইন্ডিয়ার সাথে খেলবে সে এইগুলোই হিসেব করবে। যুবরাজকে শুরুর দিকে পেয়ে যাওয়াই ইজি। আর অফ স্টাম্পের বাইরে হাল্কা সুয়িংএ বেশ নড়বড়ে।
আর যুবরাজ আর রায়নার সবচেয়ে বড় ক্রেডিট নিজেদের উইকেট ধরে রাখা। এই রকম সিচুয়েশানে প্যানিক করে উইকেট দিয়ে আসা খুব কমন। আস্কিং কখনোই খুব বেশী বাড়েনি। আর নাম্বার অফ বল্স কমে এলে আস্কিংটা অত ম্যাটার করে না। রান আ বল সিচুয়েশান থাকলে নাম্বার অফ বল্স সাফিশিয়েন্টলি কমে এলে জাস্ট গোটা দুয়েক চার মারলেই খেলা বেরিয়ে যায়। ওটা হয়ে যায়। বেশী ইম্পর্ট্যান্ট, নাম্বার অফ বল্স বেশী থাকার সময় উইকেট না হারানো।
আস্কিং এইট থাকলে খেলাটা একটু অন্যরকম।
pinaki | ২৪ মার্চ ২০১১ ২৩:৫৬ | 82.209.167.222
ধোনির বহুকাল এত খারাপ ব্যাটিং ফর্ম যায় নি। সেটা একটা ভাইটাল ফ্যাক্টর হয়ে যাচ্ছে ইন্ডিয়ার ব্যাটিং এ। গম্ভীরও সেভাবে দেখলে অ্যাজ এ হোল ছড়াচ্ছে বলতে হবে। খুট খুট রান করছে, কিন্তু স্কোরিং রেট স্লো করে দিচ্ছে। ইন্ডিয়ার ভাগ্য ভাল বলতে হবে - এদুটোকেই মেকাপ দিচ্ছে যুবরাজ, কোহলি আর শচীনের কনসিস্টেন্সি। যুবরাজ লাস্ট কবে এত কনসিস্টেন্সি দেখিয়েছে - নিজেই মনে করতে পারবে কি না সন্দেহ। কিন্তু ল অফ অ্যাভারেজ বলে একটা ব্যাপার আছে। আগামী ম্যাচটায় তাই যুবরাজকে খরচার খাতায় রাখতেই হবে। সেক্ষেত্রে ম্যাচ বাঁচাতে পারে একমাত্র শেওয়াগের একটা মারকাটারি ইনিংস। যেটার (আমার মতে) আর একটা কোটা বাকি রয়েছে এখনো।
Arpan | ২৪ মার্চ ২০১১ ২৩:৫৫ | 122.252.231.10
কোহলি বা গম্ভীর নয়। ধোনিবাবুর উচিত এইবার নিজের ব্যাটিংটা ঘষামাজা করা।
মোহালির পিচ জেনেরালি ফাস্ট হয়।
saikat | ২৪ মার্চ ২০১১ ২৩:৫৫ | 180.215.21.25
এ কীরে ভাই। প্রাণপণে রান আউটের চেষ্টা করা ছাড়া গম্ভীর ভুল কী করল? ৬০ বল মতোতে ৫০, খারাপ কোথায়?
dri | ২৪ মার্চ ২০১১ ২৩:৫১ | 117.194.232.176
ঠিকই। এই পিচে যে কোন স্পীনার নিজেকে অ্যাপ্লাই করলে বেশ ভালো বল করতে পারে।
পাকিস্তানের সাথে আর একটা অপশান হল একদম ডেড পিচ বানানো। পুরো ব্যাট্সম্যানস গেম হলে হয়ত ইন্ডিয়ার একটু চান্স আছে। ৩২৫+ এর পিচ।
aka | ২৪ মার্চ ২০১১ ২৩:৪৯ | 168.26.215.13
দ্রি কোহলি বা গম্ভীর কে যে লোকে আজ ইঁট ছুঁড়ছে না তা ঐ যুবরাজের জন্য। কটা বিট হল সেই স্ট্যাটিস্টিক্স দিয়ে কি হবে। ম্যাচটা সহজ করে জেতালো যুবরাজ আর রায়না।
saikat | ২৪ মার্চ ২০১১ ২৩:৪৪ | 180.215.21.25
অশ্বিন প্রথমেও ভাল বল করল। প্রথ, ১০ ওভারে ৪০ মত রান, ওখানেও অস্ট্রেলিয়া অল্প করে কেস খেয়েছে।
dri | ২৪ মার্চ ২০১১ ২৩:৪৪ | 117.194.232.176
এই পিচেও অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন থাকলেই হারত। এখন অসিদের কোন স্ট্রাইক স্পিন বোলার নেই। এই রকম পিচে আফ্রিদি টাইপের বোলারও অনেক উইকেট নিয়ে যেত।
dri | ২৪ মার্চ ২০১১ ২৩:৩৭ | 117.194.232.176
আশ্বিন ফর্টি নাইন্থ ওভারটা খুব ভালো করেছিল। আরো নয় দশটা বল পন্টিং থাকলে আরো দশ রান বেশী থাকত বোর্ডে। ঐ ওভারে তিন রান দিয়ে এক উইকেট।
dri | ২৪ মার্চ ২০১১ ২৩:৩১ | 117.194.232.176
যুবরাজ শুরুর দিকে বেশ ইফি ছিল। অফ স্টাম্পের বাইরে অনেক বল ব্যাটের পাস দিয়ে গলে গেছিল। তবে লাস্টে নার্ভটা রেখেছিল। সেট হয়ে যাওয়ার পর ভালো খেলেছে। আমার বরং কোহলি, গম্ভীর এদের খেলা বেশী ভালো লেগেছে। উইকেট স্লো ছিল। মারা যাচ্ছিল না। ফিল্ড প্লেসিং ভালো ছিল। অ্যাকর্ডিং টু বল ছিল। তবে অস্ট্রেলিয়ার এই দুর্বল স্পীনারদেরও ভালো খেলতে পারলো না। পাকিস্তানের সাথে তো ছড়াবে মনে হচ্ছে। অস্ট্রেলিয়ার সাথে স্পিনিং ট্র্যাক বানিয়ে বেরিয়ে গেল। ফাস্ট ট্র্যাক হলে শিওর হারত। কিন্তু পাকিস্তানের সাথে তো ফাস্ট ট্র্যাক হলেও ব্যথা। স্লো ট্র্যাক হলেও তাই। একমাত্র ভরসা, যদি কোন কারণে পাকিস্তানী ব্যাটসম্যানরা ছড়ায়।
aka | ২৪ মার্চ ২০১১ ২৩:২২ | 168.26.215.13
এইটাই বলে বোঝাতে পারছি না। যুবি মেড ইট লুক সো ইজি যে এখন আর অন্য কিছু চোখে পড়ছে না। জেম অফ এ ইনিংস।
saikat | ২৪ মার্চ ২০১১ ২৩:১৫ | 180.215.21.25
আমার দেখা যুবরাজের ম্যাচিওরতম ইনিংস।
Bratin | ২৪ মার্চ ২০১১ ২৩:১৩ | 117.194.100.249
ব্যাঙ কে গাঁট্টা মারতে যেন ভুলো না!!
saikat | ২৪ মার্চ ২০১১ ২৩:১৩ | 180.215.21.25
বুধবার চাক্কা বন্ধ, বুধবার ছুটি।
Bratin | ২৪ মার্চ ২০১১ ২৩:১২ | 117.194.100.249
আর রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশান তাও তো দেখতে হবে!!
Arpan | ২৪ মার্চ ২০১১ ২৩:১১ | 112.133.206.18
আকার জন্য বুক ক্রিকেট ম্যানেজারের পোস্টের হেইচারেফ রেইজ করে আপিস গেনু।
Bratin | ২৪ মার্চ ২০১১ ২৩:১০ | 117.194.100.249
গম্ভীর আজকে ঠিক ই করেছিল রান আউট হবে। কত কষ্ট করে তবে না আউট হল ঃ-))
Arpan | ২৪ মার্চ ২০১১ ২৩:১০ | 122.252.231.10
ধ্যাত বাবা, গম্ভীরকে নিচে নামালে আরো ছড়াত। যদিও মনে করি না রান আউটটা ছাড়া ও কিছু ছড়িয়েছে।
সুস্থ ব্যাটিং অর্ডারকে উল্টোপাল্টা করে লাভ আছে!
aka | ২৪ মার্চ ২০১১ ২৩:০৯ | 168.26.215.13
উফ বলে বোঝাতে পারছি না। এর থেকে বেশি বল নিলে আস্কিং ৭ হত। কিন্তু ৬ এর ওপরে যে গেছে তারজন্য উনিই দায়ী।
নট নেসেসারিলি পিঞ্চ হিটার। কিন্তু সামবডি লাইক যুবি, রায়নাকেও নামাতে পারত। গম্ভীর চলে না ওখানে। অন্তত আজকের ম্যাচে। কারণ ঐ সময়টাই ছিল স্কোরিং অপরচুনিটি। ওখানে আরও কুড়ি রান বেশি দরকার ছিল। গম্ভীর ভালো খেললেও ঠিক সেই জায়গায় নিয়ে যেতে পারে নি। তাই প্যানিক সিচুয়েশন তৈরি হয়েছিল।
Bratin | ২৪ মার্চ ২০১১ ২৩:০৬ | 117.194.100.249
এই যে 'যন্ত্র বাবা', দেখলো তো তেন্ডুলি ৫০ র বেশী করতে পারলো না। আরে exp র তো একটা দাম আছে নাকি ঃ-))
Arpan | ২৪ মার্চ ২০১১ ২৩:০৫ | 112.133.206.18
যাই, অফিস গিয়ে সোয়াইপ আউট করে আসি। বারোটার আগে পৌঁছতে হবে। ক্ষী টেনশন!
Bratin | ২৪ মার্চ ২০১১ ২৩:০৪ | 117.194.100.249
এই যে অর্পন, হাতের সামনে ব্যাঙ কে পেলে খান চারেক গাঁট্টা মেরো তো কষে!! বলে কিন্তু ভারতবর্ষ হারবে?
Arpan | ২৪ মার্চ ২০১১ ২৩:০৩ | 122.252.231.10
কিন্তু পিঞ্চ হিটারের দরকার এখনো মানতে পারলাম না। আঃরেঃরেঃ সামান্য একটু সময়ের জন্য ছয়ের ওপরে গেছিল। বাকি সময়টা তো ছয়ের নিচেই ছিল।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন