এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bratin | ২৮ মার্চ ২০১১ ১৭:৩৮ | 122.248.183.1
  • দেখো তুমি যদি একটা আঁকা ছবি র পুরো টা বুঝতে পারো তাহলে সেই ছবির মাহাত্ম্য কমে গেল - আম জনতা বুঝতে পারছে। তেমন কবিতা।

    তেমন ই গানের লাইন ঃ-))
  • aka | ২৮ মার্চ ২০১১ ১৭:৩৮ | 168.26.215.13
  • কেসি গাওটা যাস্ট পাতে দেওয়া যাচ্ছে না। কি বিরক্তিকর, তার থেকে ক্রিকেটের অ্যানালিসিস বেটার।
  • byaang | ২৮ মার্চ ২০১১ ১৭:৩৮ | 122.166.162.49
  • কাবলিদা, হেপ্পি বাড্ডে। অনেক দেরি করে ফেললাম শুভেচ্ছা জানাতে।
  • kumu | ২৮ মার্চ ২০১১ ১৭:৩৮ | 59.178.50.227
  • না,না,তাতে কি।প্রত্যেকের পছন্দ আলাদা,আলাদা।
    শাঁকচুন্নী-কই গেলা গো বইন?
  • aka | ২৮ মার্চ ২০১১ ১৭:৩৫ | 168.26.215.13
  • আজকে আবিষ্কার করলাম মার্চ মাসের জাতকরা হল - কেডি, ডিডি, হুতো, লেডি গাগা (বয়সের ক্রমানুসারে)।
  • Arijit | ২৮ মার্চ ২০১১ ১৭:৩৪ | 115.249.42.177
  • কথাগুলো অত্যন্ত অ্যাবস্ট্র্যাক্ট লেগেছে, অর্ধেক মানে বুঝিনি, আর গানটা বইয়ের টেবিল গোছাতে গোছাতে তোয়ালেতে হাত মুছতে মুছতে গুনগুনানোর মতন লেগেছে। ওই অন্তহীন থেকেই এই একটা গানের স্টাইল দেখছি যেটা আমার ভাল্লাগে না। তবে এক্ষেত্রে আমি ০.০০০১%, কাজেই কানে তুইল্যেন না।
  • aka | ২৮ মার্চ ২০১১ ১৭:৩৩ | 168.26.215.13
  • বার খেয়েছে, কিন্তু ভাও খেয়েছে কিনা বলা মুশকিল, ক্ষার তো খায়ই নি।
  • Arijit | ২৮ মার্চ ২০১১ ১৭:৩২ | 115.249.42.177
  • এই অনুপম ছেলেটা নাকি টেক্সাস ইন্সট্রুমেন্টসের চাগরি ছেড়ে ফুলটাইম গানের লাইনে আসছে।
  • kumudini | ২৮ মার্চ ২০১১ ১৭:৩০ | 59.178.50.227
  • অরিজিৎ,"চল রাস্তায় "-ভালো লেগেছে/লাগেনি?
    গানের লিরিক ও কথা আমার ভালো লেগেছে,প্লটও ভালো।কিন্তু ঐ ডিডিদা যা বল্লেন,নন্দনা,ইন্দ্রনীল অসহ্য লাগল।নন্দনার জায়গায় কঙ্কনা বা অন্য কেউ থাকলে ছবিটা দাঁড়িয়ে যেত।
  • q | ২৮ মার্চ ২০১১ ১৭:২৭ | 61.12.12.83
  • *গান
  • q | ২৮ মার্চ ২০১১ ১৭:২৬ | 61.12.12.83
  • আরো একটা গাম মনে হয় অনুপমদার লেখা। কোনটা ভুলে গেছি।
  • sinfaut | ২৮ মার্চ ২০১১ ১৭:২৫ | 203.91.193.50
  • আমাকে আমার মত থাগতে দাও টা অনুপম রায়, আমি আমি জানি জানি টা মনে হয় রূপম, আর চল রাস্তায় সাজি টা শ্রীজাত।

    ছ-য়ে ছুটি টা দেখবেন না প্লিজ।
  • kumudini | ২৮ মার্চ ২০১১ ১৭:২৪ | 59.178.50.227
  • ডিডিদা,
    শ্রীজাত,অনুপম রায়,আর সৃজিত লিরিক লিখেছেন।
  • Arijit | ২৮ মার্চ ২০১১ ১৭:২৩ | 115.249.42.177
  • "চল রাস্তায় সাজি ট্রামলাইন' তো শ্রীজাত। অন্য কোনো গান শুনিনি, কাজেই...

    আর এই গানটাও আমার অতীব...
  • Bratin | ২৮ মার্চ ২০১১ ১৭:২০ | 122.248.183.1
  • অটোগ্রাফ আমি ও খানিক টা দেখেছি। তারপরে চাপ লাগলো।
  • dd | ২৮ মার্চ ২০১১ ১৭:১২ | 122.167.11.20
  • না, মানে অটোগ্রাফ আমার আদতে ভালোই তো লাগলো। শেষটা। কিন্তু ঐ নতুন দু জনের অভিনয় ভালো লাগে নি, আর ওনাদের সৌখীন ছেলেমানুষী পেম পর্বটা ক্ষি বোরিং আর রিপেটিটিভ রে বাবা।

    আর গানগুলোর লিরিক কে লিখেছেন?
  • Bratin | ২৮ মার্চ ২০১১ ১৭:১১ | 122.248.183.1
  • 'শুকনো লঙ্কা' তে মিঠুন নাকি ফাটাফাটি অভিনয় করছে ?? ও ডি ডি দা তাই নাকি?
  • shrabani | ২৮ মার্চ ২০১১ ১৭:০৮ | 124.124.86.85
  • আমিও টিভিতে কোনদিন একটা অটোগ্রাফ দেখলাম যেন। লোকজন পছন্দের না হলে সে সিনেমা বসে দেখা খুবই কঠিন, নন্দনা প্রসেনজিত---পারা যাচ্ছিলনা!
  • kumudini | ২৮ মার্চ ২০১১ ১৭:০৬ | 59.178.149.70
  • ব্রতীন,দায়ে পড়ে ভাই।এই জলহস্তীর মত চেহারা নিয়ে ঘুরতে খুবই লজ্জা করে।
    কেসি,সে কী--ঈ-ঈ
    আপনি না সেই কী একটা লাগালেন টিভির সাথে,গা-ও দেকবেন বলে,আর আপনেই আমাদের শুদোচ্চেন?মেডাম কী আপনাকে টিভিতে অ্যাক্সেস দিচ্চেন না আর?
  • dd | ২৮ মার্চ ২০১১ ১৭:০৫ | 122.167.11.20
  • পশশু দ্যাখলাম অটোগ্রাফ আর কালকে দেখলাম শুগনো লংকা। আজ দেখবো ছ য়ে ছুটি। লালন ফকির পাই নাই।

    শুকনো লংকায় মিথুন আর তার স্ত্রী, কেউ ই এক লাইন ও ভালো করে বাঙাল কথা কইতে পারেন্না। ক্ষি যে বিশ্রী তাদের আড়ষ্ট উশ্চারন।

    একেবারে শেষের দিকে মিঠুন আর বাঙাল ভাষায় কথা কইছিলেন্না, একেবারে গড়গড়িয়ে দুরদর্শনের নাগরিক ভাষা। সেখানে উনার অ্যাক্টিংও তাই ফাটাফাটি।

    আর অটোগ্রাফে ইন্দ্রনীল আর নন্দনা ক্ষি বিচ্ছিরি অ্যাক্টো করে, দু এক জায়গা ছাড়া একদম ভাল্লেগে নি।
  • Bratin | ২৮ মার্চ ২০১১ ১৭:০১ | 122.248.183.1
  • ইয়ে, ভুতেদের মধ্যে সব থেকে সাঙ্ঘাতিক কে? বেম্ভোদত্যি? নাকি মামদো? নাকি স্কন্ধকাটা?
  • Bratin | ২৮ মার্চ ২০১১ ১৭:০০ | 122.248.183.1
  • বাহ!! কুমু দি, বেশ স্বাস্থ্য -সচেতন দেখছি তো!! ব্রেশ ব্রেশ।
  • kumudini | ২৮ মার্চ ২০১১ ১৬:৫২ | 59.178.149.70
  • রাতে রোজ ছাতে চড়ি,ডিনারের পর হাঁটি তো,আধঘণ্টামত(১১-৩০-১২০০ নাগাদ)।আজ কখন উঠব?
  • siki | ২৮ মার্চ ২০১১ ১৬:৫১ | 123.242.248.130
  • পুপে এখনো গোরাকে খুঁজে বেড়াচ্ছে। ওদিকে পুপের বিশ্রী বাবা এখন নিজেকে মহান প্রমাণ করার জন্য খাপ খুলেছেন। পুপের মা দ্বিতীয়বার তাঁর পেমে পড়লেন বলে ...
  • kc | ২৮ মার্চ ২০১১ ১৬:৫০ | 194.126.37.76
  • আজ্জো হয়ে গেছে ঝুটা ক্রিকেট বিশেষজ্ঞ, আর পামিদি গেছে শীতঘুমে। মামী আসে কালেভদ্রে, গোরা-পুপের খপর দেওয়ার কেউ নাই। কেউ জান কি? কী হল ওদের?
  • shaankchunni | ২৮ মার্চ ২০১১ ১৬:৪৪ | 122.166.162.49
  • ওঁ লোঁ কুঁমুঁদিঁনীঁ, তোঁর কিঁ মঁরঁণঁপাঁখাঁ গঁজিঁয়েঁছেঁ? রাঁত্তিঁরঁবেঁলাঁয়ঁ ছাঁদেঁ উঁঠিঁসঁ এঁকঁবাঁরঁ, তাঁরঁপঁরঁ তোঁরঁ ঘাঁড়ঁটাঁ যঁদিঁ নাঁ মঁটঁকিঁয়েঁছিঁ!
  • siki | ২৮ মার্চ ২০১১ ১৬:৩৯ | 123.242.248.130
  • স্বচক্ষে লুরু গিয়ে ভূত দেখে এলাম ...
  • bhoot | ২৮ মার্চ ২০১১ ১৬:৩৬ | 203.91.193.50
  • হে্‌হ, কি যে বলেন ...
  • kumudini | ২৮ মার্চ ২০১১ ১৬:৩০ | 59.178.149.70
  • ওঃ তিলস্যার,ভূত্‌টূত কিচ্ছু হয় না।
  • til | ২৮ মার্চ ২০১১ ১৬:১৫ | 220.253.76.182
  • ভূত থেকে রিয়্যাল ড্রামা।
    এইটে দেখুন, Qantas এয়ার বাস A380near miss
    http://www.abc.net.au/4corners/special_eds/20110328/qantas/
    এই মাত্র টিভিতে দেখালো, বাপরে কি সাসপেন্স!
  • til | ২৮ মার্চ ২০১১ ১৬:০৫ | 220.253.76.182
  • ভুত হোক বা পেত্নী হোক, হাঁটে তো পিছন দিকেই। সে এক অভিজ্ঞতা বটে, এখনও ব্যাখ্যা করতে পারিনি।
    সংক্ষেপে সারি।
    পিঞ্জোর গার্ডেনের হোটেল। বহু পুরোনো, পাথরের বাড়ী। মুঘল গার্ডেনসের মধ্যে নাকি পড়ে। আমায় যে ঘর দিয়েছিল, পেল্লায় বড়। ঢুকতেই কেন যেন মনে হচ্ছিল অন্য কেউ আছে, বাথরুমে গেলে মনে হল, কেউ যেন ছিল।
    রুম সার্ভিসকে কি যেন চেয়েছিলাম, বেয়ারা এসে কম্বল না কি যেন দিয়ে গেল; সঙ্গে একটা মুচকী হাসি।
    ভয়ই যায় না, কে যেন আছে। এমনিতে গার্ডেন ফোয়ারা সব প্রাগৈতিহাসিক লেগেছিল সন্ধ্যেবেলা আবছা আলো অন্ধকারে।
    যাইহোক, বাকীটা রাত লাউঞ্জেই কাটাই, কি করে বলি, ঘর পাল্টে দাও, ওখানে ভূত আছে! পাশেই ফ্যাক্টরি, রাষ্ট্র হয়ে গেলে কি লজ্জার কথা, ওরাই তো বুক করেছিল, আমারই বায়নায়, কাছেই থাকবো।
    পরদিন কোন কথা নয় সোজা চন্ডীগড়, পিকাডিলি হোটেল।
    (বড্ড বেশী যেন র উৎপাত!)
  • siki | ২৮ মার্চ ২০১১ ১৫:৫৮ | 123.242.248.130
  • চায়ে চিনি কম কম
    গা করে ছম্‌ছম্‌ ...
  • kumudini | ২৮ মার্চ ২০১১ ১৪:১৯ | 59.178.149.70
  • বাচ্চাগুলিরে লইয়া আর পারি না।
    ব্রতীন,সে অন্য গল্প,সাক্ষাতে বলব।
  • Bratin | ২৮ মার্চ ২০১১ ১৪:১৫ | 122.248.183.1
  • ইয়ে, ভুত না পেত্নী?
  • til | ২৮ মার্চ ২০১১ ১৪:০৯ | 220.253.76.182
  • ব্রতীন,
    চন্ডীগড় থেকে ১৮ কিমি দূরে পিঞ্জোর গার্ডেনে একটা হোটেলে আমার যা অভিজ্ঞতা হয়েছিল। ভুতের গল্প যে সত্যি হয় কে জানতো!
  • til | ২৮ মার্চ ২০১১ ১৪:০৭ | 220.253.76.182
  • অর্পণ।
    আচ্ছা সেই RR , অমরাবতী রেস্টুরেন্ট কি এখনও আছে, চলে? ওদের রাম ঝাল মাটন বিরিয়ানি আমার ফেভ ছিল।
  • pharida | ২৮ মার্চ ২০১১ ১৪:০৭ | 220.227.148.193
  • মানালির জন্য চন্ডীগড় চলে যাও ট্রেনে, শতাব্দী বা কালকায়। তারপর গাড়ি নাও - অনেক কম স্ট্রেন পড়বে।
  • phjarida | ২৮ মার্চ ২০১১ ১৪:০৫ | 220.227.148.193
  • না, চন্দ্রলোক থেকে ছড়ে হিমাচল ট্যুরিজম এর ভলভো, সেগুলো সিনেমার মতো ভালো দেখতে। ধরমশালার বাস ছড়ে পচা আই এস বি টি থেকে। বদখত।
  • Arpan | ২৮ মার্চ ২০১১ ১৪:০৩ | 112.133.206.18
  • না না, ব্রতীন, ওখানে একটা গল্প আছে। পরে কখনো বলব।

    এখন চল্লুম গোলকুন্ডাতে খেতে। আজ ক্যাজুয়াল লিভ নিয়েছি। ঃ)
  • Bratin | ২৮ মার্চ ২০১১ ১৪:০২ | 122.248.183.1
  • সবাই কে ধন্যবদ। এত কিছু শুনে খানিকটা ঘেঁটে গেলাম। রাতে বসে কিছু একটা করে ফেলতে হবে।

    কুমু দি, অর্পন কে বললো কিন্তু আমাকে মায়া করে দিল ঃ-((
  • Arpan | ২৮ মার্চ ২০১১ ১৪:০১ | 112.133.206.18
  • আর মানালিতে ট্রেনে যাবেই বা কীভাবে?
  • Arpan | ২৮ মার্চ ২০১১ ১৪:০০ | 122.252.231.10
  • হিমাচল রোডওয়েজ মানে হিমাচল ট্যুরিজমের যেটা? চন্দ্রলোক বিল্ডিঙের সামনে থেকে যেটা ছাড়ে? আমরা বেশ বিজনেস ক্লাসের মত সিট-টিট হেলিয়ে গেছিলাম।
  • pharida | ২৮ মার্চ ২০১১ ১৩:৫৭ | 220.227.148.193
  • সারারাত আধশোয়া কিম্বা আধবসা হয়ে গতবার ধরমশালা গেছিলাম। ভলভো ছিল কিন্তু হিমাচল রোডওয়েজের, পুরোনো। সকালের দিকে বেশ চাপ হয়ে গেছিল।
  • Arpan | ২৮ মার্চ ২০১১ ১৩:৫৬ | 112.133.206.18
  • আরে, ১ঃ৫২-এর পোস্টটা ব্রতীনকে ছিল। ঃ)
  • pharida | ২৮ মার্চ ২০১১ ১৩:৫৪ | 220.227.148.193
  • মানালির জন্যও প্লেনের দুরত্বটুকু শতাব্দী বা কালকায় সেরে নিলে অনেক আরাম মেলে।
  • Arpan | ২৮ মার্চ ২০১১ ১৩:৫৩ | 112.133.206.18
  • ফরিদা, ২০১২। এইবার তো ট্রেনে করে দিল্লি গেলাম। পথে ফরিদাবাদ স্টেশন পড়ল। তোমার কথা মনে এল। ঃ)

    আর দিল্লি থেকে মানালি বাসজার্নি তো একরাতের। খুব কমফোর্টেবল।
  • Arpan | ২৮ মার্চ ২০১১ ১৩:৫২ | 112.133.206.18
  • দূর কোথায়? নেটে দেখাচ্ছে ৫৫০ কিমি। মানালিও একই ডিসটান্স।
  • pharida | ২৮ মার্চ ২০১১ ১৩:৫১ | 220.227.148.193
  • অর্পণ, ডালহৌসির ওদিকে যাবে তো রেলের বুকিংটা সেরে নাও, টিকিটের অবস্থা ভালো নয়। জুন উইকেন্ডে তো দিল্লি থেকে টিকিট পেতে হালত খারাপ।

    ট্রেন ছাড়া দিল্লি থেকে প্লেনে ৫০০ কিমি ড্রাইভ চাপ হয়ে যাবে।
  • Arpan | ২৮ মার্চ ২০১১ ১৩:৫০ | 122.252.231.10
  • ২০১২ ইচ্ছে আছে। যদি সময় আর পয়সাকড়ি থাকে।
  • kumudini | ২৮ মার্চ ২০১১ ১৩:৪৬ | 59.178.149.70
  • অর্পণ আবার এইদিকে আসচো নাকি?গতবারের মত একপিস রেডি রাখি তাইলে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত