অন আ সিরিয়াস নোট, ইংল্যান্ডের এই ওয়ান ডে টিমটাকে কী করে লোকে ডার্ক হর্স (এক্ষেত্রে ডার্ক মানে কালো না, অনুঙ্কÄল ঃ-)) বাছে কে জানে। টিমটার তন মন প্রাণ সব কিছু একটা মিশনের জন্যই সমর্পিত। সেটা হল কী করে অস্ট্রেলিয়ার থেকে অ্যাশেজ উদ্ধার করা যায়। যেই অ্যাশেজ জিতল অম্নি অস্ট্রেলিয়ার সাথে ওয়ান ডে সিরিজটায় ৪-১ না ৫-১ কত একটা যেন ব্যবধানে হারল। এদিকে ওয়ার্ল্ড কাপ খেলতে এসে অমুকে ফ্যামিলি মিস করছেন তো তমুকের ডিপ্রেসন। সে ডিপ্রেশনের এমন প্রকোপ যে নক আউট ম্যাচের দু দিন আগে দেশে ফিরে যেতে হয়। রিডিকিউলাস।
আজকের দশ উইকেটে হারাটা ঠিকই আছে।
pinaki | ২৬ মার্চ ২০১১ ২১:০৪ | 82.209.167.222
কেন ব্রতীন, প্রেসির লিটল ম্যাগাজিন মেলার দিন কি তুমি অফ স্ট্যাম্পের বাইরের বল ভেবে ছেড়ে দিয়েছিলে?
pinaki | ২৬ মার্চ ২০১১ ২০:৫৯ | 82.209.167.222
আজ তো মনে হয় দশ উইকেটেই পুঁতে দেবে। ঃ-)
Arpan | ২৬ মার্চ ২০১১ ২০:৫৯ | 112.133.206.18
হ্যাঁ, শ্রীলঙ্কার এই টিমটা নিউজিল্যান্ডের জন্য ঠিক আছে। অঘটন না ঘটলে ফাইনালে যাচ্ছেই।
Bratin | ২৬ মার্চ ২০১১ ২০:৫৮ | 117.194.99.130
পিনাকীর সাথে মনে হয় আমার এক বার ই ব্যাটে বলে হয়েছিল কাবলি দার বাড়িতে ? তাই না?
Bratin | ২৬ মার্চ ২০১১ ২০:৫৭ | 117.194.99.130
ও আচ্ছা। আমি বেলুড়মঠে ছিলাম খানিকক্ষন।
ন্যাড়া দা বলেছিল ভারত - সা আ। ফাইনল। আর কাপ ভারতের।
pinaki | ২৬ মার্চ ২০১১ ২০:৫৭ | 82.209.167.222
হতে পারে। আমি খেলা দেখিনা অনেক দিন।
aka | ২৬ মার্চ ২০১১ ২০:৫৬ | 24.42.203.194
তবে শ্রীলংকার আজকের ব্যাটিংটা হল স্মার্ট ক্রিকেট।
Arpan | ২৬ মার্চ ২০১১ ২০:৫৩ | 112.133.206.18
ন্যাড়াদা বোধহয় আমাকে খাওয়াতে হবে বলে রান্নাঘরে ঢুকেছে।
ন্যাড়াদা, বাইরে কোথাও খাইয়ে দিলেই হবে। তাড়া নেই। সামনের মাসে হবেখন। ঃ-)
dri | ২৬ মার্চ ২০১১ ২০:৫৩ | 117.194.226.191
শ্রীলঙ্কা? আজ খান চারেক ক্যাচ তো ছেড়েইছে।
Bratin | ২৬ মার্চ ২০১১ ২০:৫৩ | 117.194.99.130
সমরবীরা মোট দেখলাম ৬৮ রান করছে। অবশ্য ক'টা ম্যাচে ব্যাট করেছে সেটা জানি না।
Bratin | ২৬ মার্চ ২০১১ ২০:৫১ | 117.194.99.130
dri আজকে একটা ইজি ক্যাচ ছেড়েছে দেখেছি। এছাড়া ? আমি অবশ্য ৫০ ওভার দেখি নি। ইয়ে, ন্যাড়া দা কোথায়?
Arpan | ২৬ মার্চ ২০১১ ২০:৫০ | 112.133.206.18
ব্যাটিং ডেপথ নেই হে। এই টিমটার খেলা আমি দেখেছি। যেদিন দরকার পড়বে সেদিন কিন্তু বিপদে পড়ে যাবে।
কাল ছয় অব্দি ব্যাটার নিয়ে সাফা চরম ডুবেছে।
pinaki | ২৬ মার্চ ২০১১ ২০:৪৮ | 82.209.167.222
অপ্পন, কিন্তু সঙ্গকারা, জয়বর্ধনে, সমরভীরা - এরা তো অনেক দিন ধরে খেলছে। তার পরের গুলোকে অবশ্য চিনলাম না। সাত অব্দি ব্যাট লাগে যদি বোলার ভালো না থাকে। যেমন ইন্ডিয়া। নাহলে ছয় অব্দি ভালো ব্যাটই যথেষ্ট। শ্রীলংকার ছয় নম্বরটা কিরকম সেটা জানিনা যদিও। কিন্তু পাঁচ অব্দি তো বেশ ভালোই। বোলিং এও তিনটে ভালো বোলার। আর কি চাই?
Bratin | ২৬ মার্চ ২০১১ ২০:৪৮ | 117.194.99.130
এই মরেছে !! কেন? ঃ-))
aka | ২৬ মার্চ ২০১১ ২০:৪৭ | 24.42.203.194
নিজেকে কেমন গ্যালিলিও মনে হচ্ছে। কয়েক জন্ম হয়ত তাই ছিলাম।
dri | ২৬ মার্চ ২০১১ ২০:৪৭ | 117.194.226.191
এইরকম ফিল্ডিং করলে শ্রীলঙ্কা কাপ পাবে না। তবে বোলিং ভালো। আজকের ম্যাচে কিন্তু হাই প্রেশার বোলিং ফেস করল না শ্রীলঙ্কা। যেটুকু সামান্য প্রেশার বোলিংএ ছিল সেটা নিউট্রালাইজ্ড হয়ে গেছে জঘন্য ফিল্ডিংএ।
আর অপ্পনদা তো বললেন, শ্রীলংকার দিলশান আছে। আমাদেরও তো সহবাগ ছিল। অস্ট্রেলিয়ার দিল নামানোও হয়েছিল। টেকেনি। কী করা যাবে? পুরো টপ অর্ডার তো সহবাগ আর দিলশানের মত প্লেয়ার দিয়ে ভরে রাখা যায় না।
Bratin | ২৬ মার্চ ২০১১ ২০:৪৬ | 117.194.99.130
না দেখছি অরিজিতের সাথে সাথে আকা র ও একটা ব্যবস্থা করতে হবে ঃ-))
Bratin | ২৬ মার্চ ২০১১ ২০:৪৫ | 117.194.99.130
তাতেও শ্রীলঙ্কা ই জিতবে ঊইথ প্রোবাবলিটি ১
aka | ২৬ মার্চ ২০১১ ২০:৪৩ | 24.42.203.194
লাস্ট বল দেখে নিন। ঃ)
aka | ২৬ মার্চ ২০১১ ২০:৪২ | 24.42.203.194
এবারে পাকিস্তান জিততে পারে।
pinaki | ২৬ মার্চ ২০১১ ২০:৪২ | 82.209.167.222
ক্রিকিনফো বলছে লাস্ট ৫ ওভারে শ্রীলংকা তুলেছে ১৪ রান।
Arpan | ২৬ মার্চ ২০১১ ২০:৪১ | 122.252.231.10
পিনাকী, শ্রীলঙ্কার মিডল অর্ডার এখনো টেস্টেড নয়। একটা ম্যাচেই পরীক্ষার সামনে পড়েছিল, পাকিস্তানের সাথে, সেইটা হেরেছে।
ফিল্ডিং হাস্যকর রকমের খারাপ হয়েছে আজ।
aka | ২৬ মার্চ ২০১১ ২০:৪০ | 24.42.203.194
স্ট্র্যাটেজিক গ্যাম্বল মাই ডিয়ার কমরেড।
aka | ২৬ মার্চ ২০১১ ২০:৪০ | 24.42.203.194
তবে ন্যাড়াদার কালো ঘোড়ার তো জণ্ডিস হয়েছে মনে হচ্ছে কেমন পেল লাগছে।
Arpan | ২৬ মার্চ ২০১১ ২০:৩৯ | 112.133.206.18
দিলশানের উইকেট শুরুর দিকে কেন গেল না সেইটাই আশ্চর্যের। রাইট, ট্রেমলেট আর সোয়ান প্রত্যেকের যেসব বলে বিট হয়েছে সেইগুলো আর আধ ইঞ্চি এদিক ওদিক হলে স্টাম্প উড়ে যেত।
কিন্তু কমরেড আকা এইগুলো কি ফলো করেন? নাকি স্কোরকার্ডে চোখ বুলিয়ে স্ট্র্যাটেজি ছাড়েন?
pinaki | ২৬ মার্চ ২০১১ ২০:৩৮ | 82.209.167.222
শ্রীলংকা খুব ব্যালান্সড টীম। এবারে কাপটা ওদেরই পকেটে যাবে মনে হচ্ছে।
aka | ২৬ মার্চ ২০১১ ২০:৩৭ | 24.42.203.194
এদিকে আপিসের মেল সিস্টেম ঝুলে গেছে। গত তিন দিন ধরে কেউ কেউ ইমেল পাচ্ছে , কেউ কেউ না। এবারে পুরোটাই হোস্টেড সিস্টেম। কিন্তু সলভ করতে হবে নিধিরামদেরই। এক কালে ছিল শুধু ক্লায়েন্ট ডিনারেই ১০০০ ডলার উড়িয়ে দিতাম। এখন হয়েছে ১০০ দলারের সার্ভিস কিনতে হলে ৫০ জনকে জবাবদিহি করতে হয়।
aka | ২৬ মার্চ ২০১১ ২০:৩৫ | 24.42.203.194
বুড়ো ব্রেট লি, শেন টট এদেরকেও লিলি থম্পসনের মতন ট্রিট করতে হবে? সত্যি আর পারি না। কে কবে খেলে দেবে সেই অনুযায়ী প্ল্যানিং করার কোন দরকার নেই। ভারতের ব্যাটিংয়ে এত বেশি ম্যাচ উইনার কেউ না কেউ কোন না কোনদিন খেলে দেবেই। তবে কিনা সেটা ঠিক গেম প্ল্যানিং নয়। ;)
dri | ২৬ মার্চ ২০১১ ২০:৩৫ | 117.194.226.191
এবং আমার মনে হয়েছে শুরুর দিকে দুটো প্লেয়ারই দরকারের চেয়ে বেশী রিক্স নিয়েছে। ভালো বোলিং এবং ফিল্ডিং সাইডের সামনে পড়লে প্রবাবলি দুটো উইকেট তাড়াতাড়ি চলে যেত। রিস্ক ব্যাপারটাই ওরকম। ছাড়া পেয়ে গেলে তুমি হিরো।
তবে যার যার নিজের স্টাইলেই খেলা উচিত। দিলশান দিলশান। আর গম্ভীর গম্ভীর। শ্রীলঙ্কা যখন দিলশানকে নিয়েছে নিশ্চয়ই বুঝেই নিয়েছে যে এ চালাবে। এ ফেল করলে বাকিরা সামলাবে। কিন্তু এ ক্লিক করলে ম্যাচ বেরিয়ে যাবে।
গম্ভীরের থেকে দিলশানের খেলা এক্সপেক্ট করা উচিত না।
dri | ২৬ মার্চ ২০১১ ২০:২৭ | 117.194.226.191
আর অস্ট্রেলিয়ার তুলনায় ইংল্যান্ড খারাপ বোলিং এবং ফিল্ডিং করছে। উইকেটকীপিং তো ঝুলস্য ঝুল।
ফিল্ডিং দুটো দলেরই খুব খারাপ।
Arpan | ২৬ মার্চ ২০১১ ২০:২৭ | 112.133.206.18
দিলশানের রোল প্লে করার জন্য শেওয়াগ আছে। দিলশান বা শেওয়াগ যেদিন খেলবে সেদিন বোলাররা দুঃস্বপ্ন দেখবে। না খেলতে পারলে ওই সাঙ্গাকারা বা গম্ভীরকে ন্যাচারাল খেলাটা খেলতে হবে।
এখন ইংল্যান্ডের ওপেনিং বোলিং লাইন আপ আর অস্ট্রেলিয়ার শুরুর বোলিং লাইন আপ তো এক নয়। অস্ট্রেলিয়ার দিন খেলতে নেমে দিলশানও খুব তাড়াতাড়ি আউট হয়ে গিয়েছিল। সাঙ্গাকারা, জয়বর্ধনে ও সমরভীরার সেই ম্যাচে স্ট্রাইক রেট একবার পাতা উল্টে দেখুন কমরেড।
সব ম্যাচে শুরু থেকে স্কোরিং রেট বাড়ানোর খেলা, সে অপোনেন্ট বা ম্যাচ সিচুয়েশন যাই হোক না কেন, তাকে বুঝি পরিস্থিতি অনুযায়ী ইম্প্রোভাইজেশন বলে বুঝি? কত্ত কম জানি!
aka | ২৬ মার্চ ২০১১ ২০:২৭ | 24.42.203.194
ইংল্যাণ্ড ২৩০ করেছে কিন্তু ভারতের টার্গেট ছিল ২৬০।
dri | ২৬ মার্চ ২০১১ ২০:২৪ | 117.194.226.191
আপাতত দিলশন ৬৩ বলে ৫৫ করেছে। মোটামুটি টেন্ডুলকার এবং গম্ভীরের যে রকম রেট ছিল। দিলশনের থেকে খেলার স্টাইল ওদের আলাদা। দিলশন বেশী চার মারে, কিন্তু ডট বল বেশী দেয়।
Arpan | ২৬ মার্চ ২০১১ ২০:১৮ | 122.252.231.10
২৫০ তুললেও শ্রীলংকা হারত কি?
aka | ২৬ মার্চ ২০১১ ২০:০৬ | 24.42.203.194
আমার ক্রিকেটিয় বন্ধুরা, দেখুন দিলশন এখন যে খেলাটা খেলছে সেটাকে বলে স্কোরিং রেট বাড়ানো। পিঞ্চ হিট বললে বলুন, হলুদ হয়ে যাওয়া স্ট্র্যাটেজি বললে বলুন। আসলে হল পরিস্থিতি অনুযায়ী ইম্প্রোভাইজেশন। না করলে অপেক্ষা করতে হয় কবে যুবরাজ বা অন্য কেউ হিরোর মতন খেলে দেবে।
kumudini | ২৬ মার্চ ২০১১ ১৯:২১ | 122.162.233.160
কেডিদা,পুত্র,পুত্রবধূ-সবাই ভালো তো?ওদের গুরু ও চণ্ডালদের শুভেচ্ছা জানাবেন।
kd | ২৬ মার্চ ২০১১ ১৯:০১ | 74.72.161.90
দেশ পালটালুম মাস তিনেকের জন্যে। মোস্টলি নিউইয়র্কেই থাকবো। দিল্লি-নিউইয়র্ক নন-স্টপ ফ্লাইট ছেড়েছিলো দেড়ঘন্টা পরে, পৌঁছোলো আটঘন্টা লেটে - দু'টো বাংলা, ছটা হিন্দি আর আধখানা ইংজিরি সিনেমা দেখলুম - আজ আর কাল বেশীক্ষণ ঘুমের দেশেই থাকবো মনে হচ্ছে।
nyara | ২৬ মার্চ ২০১১ ১৮:০২ | 122.172.9.33
আর ১৫ রান বেশি থাকলে শ্রীলঙ্কার ব্যথা ছিল। এখনও আছে, তবে ম্যানেজেবল।
আমি এখন ভদ্র বরের মতোন বৌ কে নিয়ে বেলুড়মঠ যাচ্ছি। এবারে ভালো রেটিং আটকায় কে? ঃ-))
Arpan | ২৬ মার্চ ২০১১ ১৫:১২ | 112.133.206.18
কালো ঘোড়া আবার গাড্ডায় পড়েছে।
nyara | ২৬ মার্চ ২০১১ ১৪:২৯ | 122.172.9.33
শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতে বোধহয় দেশের ইতিহাস বিবৃত আছে। কত বড়! তবে সুরটা মিষ্টি বলে ভাল লাগল - পশ্চিমী দেশগুলো মত মেরে ফ্যাল-কেটে ফ্যাল টাইপের সুর হলে বোর হয়ে মরে যেতাম।
santanu | ২৬ মার্চ ২০১১ ১৪:০৫ | 82.112.6.2
প্রশ্নর টই টা আবার কোথায় চলে গেল, যাকগে, আইটিওলাদের কাছে প্রশ্ন, আমার নতুন ডেস্কটপে windows 7 লোড করে দিয়েছে আর পুরোনো প্রিন্টারটা Windows XP or 2000, এই প্রিন্টারটা কি করে চালাবো?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন