পোকা তুমিও ভাবতে চেষ্টা করো দেখিস, পাতার ভিতরে, গুটির বুক থেকে থিওরি ঝরে পড়ছে থিওরি থিওরি থিওরি আর কিছু বয়ে যাওয়া কাব্য ডান আজ বাম, বাম হচ্ছে ডান পোকা ভাবই না একবার চেষ্টা করে।
aka | ২৩ মার্চ ২০১১ ১৯:৩২ | 168.26.215.13
এটি একটি গভীর কবিতা -
একটি দুখিনী পোকা ভালোবেসে শুঁকছিল পাতা আর চেখে দেখছিল রোদ্দুরে ভেজা লতা পাতা, পাতার গোড়ায় শুদ্ধ তেলভরা বড়ার মতো মধ্যবিত্ত সাবলীলতার ফোলানো ফুলুড়ির মতন গুটি, বাসা হতে পারে? নির্বাক পাতারা কথা বলতে পারে, পোকারাও শুনতে পারে শ্যামা কিংবা কাঁচা যাইহোক যদি ভালোবেসে দেখতে পায় বহুতর দর্শন জীবনে, জীবন ছেড়ে ধোঁয়ায় আক্রান্ত হয়ে কতো জীবনে বাসা ছাড়া, পোকানি ছাড়া, রোদ্দুর ছাড়াও পোমো পোকো আছে।
kumudini | ২৩ মার্চ ২০১১ ১৯:৩০ | 122.162.247.94
দুজনেই লেখো মন দিয়ে। আমি এট্টু মাংসটা বসিয়ে এসে পড়বো।
r.h | ২৩ মার্চ ২০১১ ১৯:১২ | 198.175.62.19
আহা না না ছি ছি আমি বৈষ্ণব পরিবারের লোক, মদ্য মাংস ধরেছি বটে কিন্তু বিনয় ভুলিনি।
aka | ২৩ মার্চ ২০১১ ১৯:০৬ | 168.26.215.13
শ্যামা পোকা, কাঁচ পোকা, আর পোমো পোকো নিয়ে আমিও গভীর কাব্য লিখতে পারি। কিন্তু ছোটদের আগে চান্স দিলাম।
pj | ২৩ মার্চ ২০১১ ১৮:৫৯ | 58.137.132.4
ওনার বিয়েটা লিজে হত, তবে জামাকাপড়টা ফুল ওনারশিপেই।
aka | ২৩ মার্চ ২০১১ ১৮:৫৭ | 168.26.215.13
ওঃ x হল গিয়ে দেফু।
aka | ২৩ মার্চ ২০১১ ১৮:৫৬ | 168.26.215.13
এই x কে দেখো শেখো লিজ টেলর দেখে হাঁ করে তাকিয়ে ছিলাম। তার্পরে মনে পড়ল এলিজাবেথ কে লিজ বলে।
r.h | ২৩ মার্চ ২০১১ ১৮:৫৪ | 198.175.62.19
পোমো পোকোর সঙ্গে শ্যামা পোকার মিল দিয়ে আমি একটা গভীর কাব্য লিখতে পারি কিন্তু।
x | ২৩ মার্চ ২০১১ ১৮:৫৩ | 61.12.12.83
লিজ টেলর প্রয়াত।
r.h | ২৩ মার্চ ২০১১ ১৮:৫৩ | 198.175.62.19
কাকে?
aka | ২৩ মার্চ ২০১১ ১৮:৫৩ | 168.26.215.13
একটা কিছু নিয়ে ঝগড়া শুরু না হলে তো কেমন জানি লাগছে। মার্ক্সিজম? বাজার? পোমো পোকো? কেউ নাই? হায়।
dipu | ২৩ মার্চ ২০১১ ১৭:৫২ | 61.12.12.83
ওকে।
shrabani | ২৩ মার্চ ২০১১ ১৭:৩৮ | 124.124.86.86
মিঠু, আমি "দুরন্ত জয়" কোনোদিন দেখেছি বলে মনে হয় না, টিভিতেও নয়, তাই বলতে পারবনা।
Somnath | ২৩ মার্চ ২০১১ ১৭:২৮ | 85.154.255.46
গোমোলো বলছে "দুরন্ত জয়"।
না না আমি ওর পোট্রেট ছবি দেখতে চাই নি। ছবির শুরুতেই মালা গলায় মৃত ভাস্করের ছবির প্রতি শ্রদ্ধা নিবেদন আছে।
আমি বলছি লোকটার সম্পর্কে কেউ বিশেষ কিছু জানো? সে কি চন্দ্রিল ঘরানা? সেকি গাছ আঁতেল? সে কি সিরিয়াস সিনেমা নির্মাতা? ফিল্ম ইন্সটিটিউট শুনে কিছুটা ধারণা করা গেল।
সিনেমাটা এসব জালিতে ভর্তি। একটা সীন এরকম। সিনেমা হলে মারামারি করে পুলিশাগমনে ভীত রবি সোম বন্ধুবান্ধব সহ ভুবনেশ্বরের কোনো একটা মন্দির গোছের জায়গায় গিয়ে পৌঁছয়। নিছক ভাটের পরিবেশ। সবাই ছায়া খুঁজে নিচ্ছে বসার জন্যে। প্রত্যেকেই কিছু না কিছু বলছে। কলকাকলিমুখর পরিস্থিতি। একজনের গলা স্পষ্ট শোনা যায় " এই এখানে হিসু করা যাবে? " ১৯৮২ সালের সিনেমা। চমক লাগে বই কি।
পরে কলকাতায়, পুলিশের পোষাকে রবি সোম দূর থেকে গলির মুখে বন্ধুদের দেখতে পায়। তারা তখন রাস্তার দেওয়ালের পাশে দাঁড়িয়ে নিজেদের ভারমুক্ত করছিল। সামনে দেওয়ালে লেখা "এখানে প্রস্রাব করিবেন না।" দূর থেকে রবি সোম কে দেখে তারা পুলিশ ভেবে হুড়োহুড়ি করে পালায়। সেই সময় কোলাহলের মধ্যে আবার একটা গলা স্পষ্ট শোনা যায়ঃ " তখনই বলেছিলাম এখানে পেচ্ছাপ করিস না !"
আমি এপ্রিলের শেষ হপ্তাটুকু কলকাতায় থাকবো। সিনেমাটা নিয়েই আসবো। ততক্ষনে অন্য একটা সাইটের লোকজনকে রিকোয়েস্ট করছি ওটা আপলোডানোর জন্যে।
দীপু, আমার নেট কনেক্টিভিটি একটা গোটা সিনেমা আপলোডানোর পক্ষে এখন যথেষ্ট চাপের।
m | ২৩ মার্চ ২০১১ ১৭:২০ | 117.194.33.198
সেটা কোনটা- মনে হয় হিন্দিটা দেখেছি।
M | ২৩ মার্চ ২০১১ ১৭:১২ | 59.93.210.172
আর বালিকা বধু কি বাঙলায় কোথাও পাওয়ার চান্স আছে?অনেক খুঁজেছি।
m | ২৩ মার্চ ২০১১ ১৭:০৯ | 117.194.33.198
দুরন্ত জয় কি সেই সিনেমা যাতে একটা ছোট্ট ছেলের নানা কান্ডকারখানা আছে..
M | ২৩ মার্চ ২০১১ ১৭:০০ | 59.93.210.172
উঃ ঘটিরাও যে জিদ্দি হয়, আমি এত ইসে লিখছি,তাও ব্রতীন শোধরাতে আসে না।ঃ(
shrabani | ২৩ মার্চ ২০১১ ১৬:৫৪ | 124.124.244.110
জয়া ভাদুড়ী বলতে মনে পড়ল। এদের এক সঙ্গে করা একটি বা দুএকটি সিনেমাও ছিল (নাম "দুরন্ত জয়" কী? "সাধু যুধিষ্ঠিরের কড়চা" ও হতে পারে।) বোধহয়! পুরনো সিনেমা পত্রিকাতে ছবি দেখেছি মনে হচ্ছে।
আলো আমার আলো সিনেমায় সুচিত্রা সেনের ভাইয়ের চরিত্রে অভিনয় করেন ভাস্কর চৌধুরি। সিনেমাটা না দেখা থাকলেও বিপদে মোরে রক্ষা কর গানটা অনেকেই চিত্রমালায় দেখে থাকবেন। সেই সিকোয়েন্সে ভাস্করকে দেখা যায়। ন্যাড়াবাবু ঠিকই বলেছেন রবি সোম রিলিজের আগে পরেই ভাস্কর মারা যান। কিডনির অসুখে সম্ভবতঃ। অকালমৃত্যু। রবি সোম-ই ওঁর পরিচালিত একমাত্র সিনেমা। ওঁকে নিয়ে সেই সময় আজকাল পত্রিকায় বেশ কিছু লেখা বেরোয়-যদ্দূর মনে পড়ে-সে আর এখন কোথায় পাবো!কিছু মনেও পড়ছে না। পুণে ফিল্ম ইনস্টিটিউট থেকে পাশ করেছিলেন সম্ভবতঃ। পরে কিছু মনে পড়লে লিখব। আশা করি এর মধ্যে অনেকেই লিখে দেবেন।
Arpan | ২৩ মার্চ ২০১১ ১৬:১২ | 202.91.136.199
ইয়া, গেস হি উইল গেট আ চান্স টু রান হ্যাভক চেজিং দ্য বল অন দ্য ফিল্ড।
রেশিওর চক্করে আমার বাংলাটরেন্ট মায়ের ভোগে। সোমনাথদা আমারো চাই। কারাগারে তুলে দাও।
test | ২৩ মার্চ ২০১১ ১৪:৩৯ | 115.249.42.177
টেস্ট
Arpan | ২৩ মার্চ ২০১১ ১৪:২৯ | 202.91.136.199
ওমানে আনফাজি জিনিসপত্তর হবার চান্স নাই? মানে গদি ওল্টানো টোল্টানো?
দ্রি জানবেন।
sinfaut | ২৩ মার্চ ২০১১ ১৪:০০ | 203.91.201.57
ওমনাথকে ওমান থেকে ধরে আনো।
M | ২৩ মার্চ ২০১১ ১৩:৩১ | 59.93.198.32
আমারো
kc | ২৩ মার্চ ২০১১ ১২:৪২ | 194.126.37.76
সোমনাথ, আমারো।
sinfaut | ২৩ মার্চ ২০১১ ১২:১৮ | 203.91.201.57
আমাচ্চাই
Somnath | ২৩ মার্চ ২০১১ ১২:০৪ | 85.154.255.46
উনি কি কেবল এই একটা সিনেমাই বানিয়েছিলেন?
রবি সোম বেঙ্গলিটরেন্টস থেকে নামিয়েছিলাম।
হ্যাঁ এই সেই ছবি, তবে রবি ঘোষের ব্যপারটা সেরকম নয়। লুম্বিনী মেন্টাল অ্যাসাইলাম থেকে এক পাগল ঠিক হয়ে ছাড়া পেয়ে বেরিয়ে যাবার মুখে ডাক্তারের দিতে চাওয়া ফিট সার্টিফিকেট নিতে থামে। জানলা দিয়ে রবি সোমকে টুপি বদলরত দেখে প্রবল হাসতে থাকে। কিন্তু "এইমাত্র এখান দিয়ে একটা লোক গেল যার মাথায় ছোটো টুপি আর বড় টুপি" - এই বর্ণণা শুনে, আর তার হাসির বহর দেখে, ডাক্তার আবার তাকে এক মাসের জন্যে অ্যাসাইলামে পাঠায়। এই লোকটা রবি ঘোষ নয়।
রবি ঘোষ রবি সোমের ট্যাক্সি চালাচ্ছিল। আয়নাতে রবি সোমের মাথায় ছোটো টুপি বড় টুপি বদল দেখে ঘেমে নেয়ে হঠাৎ রাস্তার ধারে ট্যাক্সি থামিয়ে পালিয়ে যায় ও আগের ঘটনার ঠিক পরমূহুর্তে লুম্বিনী মেন্টাল হাসপাতে পৌঁছে বলতে থাকে "ডক্তারবাবু আমাকে বাঁচান। একটা পুলিশ , তার মাথায় ছোটো টুপি - বড় টুপি - ছোটো টুপি - বড় টুপি। তাকেও ডাক্তার এক মাসের জন্যে ভেতরে পাঠান ও চিন্তান্বিত হয়ে সিগারেট খেতে ওঠেন। জানলা দিয়ে রবি সোমকে টুপি বদলরত দেখতে পান, এবং অনতিবিলম্বে নিজেকেও পাগল সাব্যস্ত করে হাসপাতালের ভিতরে নিয়ে যেতে হুকুম দেন।
nyara | ২৩ মার্চ ২০১১ ১১:২০ | 203.110.238.16
কোথায় পাওয়া যাচ্ছে 'রবি সোম'? এখন আরেকবার দেখলে মন্দ হত না।
nyara | ২৩ মার্চ ২০১১ ১১:১১ | 203.110.238.16
ভাস্করকে বোধহয় সত্যজিতের 'প্রতিদ্বন্দ্বী'তে দেখা যায় - মেডিকাল কলেজের হস্টেলের বন্ধুদের একজন।
'রবি সোম' প্রচুর সোরগোল তুলে রিলিজ করেছিল, মুখ থুবড়ে পড়ে। টিভিতে প্রথমদিকেই দেখিয়েছিল। ভাস্কর বোধহয় রিলিজ হবার আগেই বা পরে-পরেই মারা যান।
ছবিটা আমার মনে আছে মুনমুন সেনের 'ব্চাও, ব্চাও' বলে ন্যাকা চিৎকারের জন্যে। এই ছবিতেই কি রবি ঘোষের চরিত্রটি মেন্টাল অ্যাসাইলামে গেছিল এবং ছাড়া পাবার দিন 'ছোট টুপি, বড় টুপি' বলতে বলতে আবার গারদে ফেরত যায়?
সবকিছুই ঝাপসা স্মৃতি থেকে বলা - অন্ততঃ কুড়ি-পঁচিশ বছর আগের।
Somnath | ২৩ মার্চ ২০১১ ১০:৫১ | 85.154.255.46
ভাস্কর চৌধুরি সম্পর্কে কোনো ইনফর্মেশন পাওয়া যাবে? কাল একটা সিনেমা দেখলাম "রবি সোম"। দীপঙ্কর মুনমুন। কাহিনী চিত্রনাট্য পরিচালনা ওনার। মারা গেছেন।
সিনেমার প্রথম সীন (সরি ফর অবসিনিটি, ইচ্ছে হলে স্কীপ করুন)
...
একটা টেবিল ফ্যান এর সামনের মেটাল জাল এ আটকে রাখা একটি জাঙিয়া শুকোচ্ছে।
আরো এত মনিমুক্তো আছে, মনে হল সিনে বাওয়ালির জগতে চেনা লোক ই হবেন।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন