এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kc | ১৬ মার্চ ২০১১ ২০:৫৩ | 89.203.49.18
  • অসুস্থ ছিলেনতো বেশ অনেকদিন ধরেই, গত পনেরদিন মত আইসিইউতে ছিলেন। পুরাতন কলকাতার মজলিশী মানুষ বোধহয় আর কেউ রইলনা।
  • byaang | ১৬ মার্চ ২০১১ ২০:৫৩ | 122.172.3.246
  • বেরোয় সকাল সোয়া সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে।
  • Arpan | ১৬ মার্চ ২০১১ ২০:৫১ | 122.252.231.10
  • ওয়েট আ মিনিট। সাড়ে পাঁচটায় বাড়ি ফেরে। আর বেরোয় কখন সকালে?
  • Arpan | ১৬ মার্চ ২০১১ ২০:৫০ | 112.133.206.18
  • হুঁ, তাহলে মুশকিল। আমারো এক প্রবলেম হত। তবে কলকাতায় তো আগে সন্ধ্যা হত। খেলে এসে ঘন্টাখানেক ঘুমিয়ে নিতাম।
  • byaang | ১৬ মার্চ ২০১১ ২০:৫০ | 122.172.3.246
  • দু, তুমি , অর্পণ, আকা সবাই মিলে যখন বলছো, তখন ছেড়েই দিই। যা হবে হবে।
    অনেক ভাগ্যি করে এমন সব মামামাসী পেয়েছিলো!
  • aka | ১৬ মার্চ ২০১১ ২০:৪৯ | 168.26.215.13
  • ছেলের চিন্তায় এবারে তোর চুলগুলো পড়ে যাবে। আরে দু একটা পরীক্ষায় খারাপ করলে অসুবিধা কি?
  • Baijayanta | ১৬ মার্চ ২০১১ ২০:৪৯ | 58.137.132.4
  • কখন? কি ভাবে?
  • byaang | ১৬ মার্চ ২০১১ ২০:৪৮ | 122.172.3.246
  • বাড়ি ফিরতে ফিরতে পাঁচটা- সাড়ে পাঁচটা।
  • kc | ১৬ মার্চ ২০১১ ২০:৪৬ | 89.203.49.18
  • রঙ্গন, হ্যাঁ।
  • Du | ১৬ মার্চ ২০১১ ২০:৪৬ | 216.110.92.7
  • ব্যাং এখানে তো স্টেটের কমন পরীক্ষার আগের দিন স্কুল থেকে বলে দেয় বাচ্চা যেন ভালো মতন স্বাস্থ্যকর খাবার খায় আর ঘুমোয় (well rested)
    তার মানেই ভালো বলছি না, তাও, সত্যিই ভুল টুল হয়্‌না বিশেষ।
  • Arpan | ১৬ মার্চ ২০১১ ২০:৪৩ | 112.133.206.18
  • মুশকিল। বাড়ি ফেরে কখন স্কুল থেকে?
  • Baijayanta | ১৬ মার্চ ২০১১ ২০:৪৩ | 58.137.132.4
  • বিমান মুখোপাধ্যায় মারা গিয়েছেন শুনলাম। ঠিক খবর?
  • byaang | ১৬ মার্চ ২০১১ ২০:৪২ | 122.172.3.246
  • * ঘুম চোখে
  • byaang | ১৬ মার্চ ২০১১ ২০:৪১ | 122.172.3.246
  • এতদিন ধরে এগুলো তো স্কুলে করেছে, বাড়িতে রোজ প্র্যাকটিস করতো নাকি! খেলে বাড়ি ফিরতেই ফিরতেই ওনার প্রায় সাতটা বেজে যায়, তারপরেই আটটার থেকে ঝাঁসীর রাণী। তারপরেই ভয়ানক ঘুম পেয়ে যেত রোজ। গুমচোখে কোনোরকমে স্কুলের দেওয়া হোমওয়ার্ক শেষ করতো, ব্যাস।
  • Arpan | ১৬ মার্চ ২০১১ ২০:৩৯ | 122.252.231.10
  • ঃ-))

    @ ব্যাঙের ৮ঃ৩৪-এর পোস্ট।
  • Arpan | ১৬ মার্চ ২০১১ ২০:৩৮ | 122.252.231.10
  • আমার ব্যক্তিগত মত হল এইভাবে অঙ্ক অন্তত পরীক্ষার আগের দিন প্র্যাকটিস না করাতে। বেসিক জিনিসটা বোঝা থাকলে যে অংকই দিক না কেন ধরে ফেলবে। ওর তো এমনিতেই দারুণ অ্যাপ্টিটুড।

    তবে এই ক্ষেত্রে তুমি যা ভালো বোঝো কর। ঃ |
  • aka | ১৬ মার্চ ২০১১ ২০:৩৭ | 168.26.215.13
  • নিজের গিল্ট ফিলিংয়ের জন্য ছেলেটাকে কষ্ট দিচ্ছিস? তোকে তো লোকে জেলে দেবে, ফাঁসিও দিতে পারে। এতদিন ধরে এগুলো করার পরে আবার আজও করতে হবে কেন? কি মুশকিল। এতটা রট করার দরকার আছে কি? ভুল করলে করবে মহাভারত অশুদ্ধ হয় নাকি তাতে। ভেবে দেখিস? পড়াশুনো, কেরিয়ার একটা বিরাট লম্বা ব্যপার। সমস্ত এনার্জি এখন দিয়ে ফেললে মধ্য বয়সে যুঝবে কেমন করে?
  • byaang | ১৬ মার্চ ২০১১ ২০:৩৫ | 122.172.3.246
  • হুঁ, আজ খেলা দেখতে দিই নি।
  • byaang | ১৬ মার্চ ২০১১ ২০:৩৪ | 122.172.3.246
  • টেনশনের সময়ে হয়ের আধিক্য একটু হয়েই যায়, অত ধরতে নেই অর্পণ। এত বছর লুরুতে আছি কি এমনি এমনি!
  • byaang | ১৬ মার্চ ২০১১ ২০:৩৩ | 122.172.3.246
  • কাল পরীক্ষা। এখনো পিক্টোগ্রাফ, কার্ডিনাল্‌স-অর্ডিনাল্‌স, সলিড ফিগারস এই অ্যাত্তোগুলো জিনিস প্র্যাকটিস করা বাকি। এদিকে অলরেডি চোখ দুটো রক্তজবার মত লাল করে ফেলেছে। এখন ছেড়ে দিতে বলছিস? মানে আমারও বিচ্ছিরি লাগছে, এইভাবে করাতে। কিন্তু ঠিক সাহসও পাচ্ছি না ছেড়ে দিতে। মানে আমার অপরাধবোধ হচ্ছে যে সবগুলো প্র্যাকটিস না করিয়েই পাঠিয়ে দেবো, তারপর ভুল করে এলে তখন আমার মনে হবে আমার দোষে এমন হল!
  • Arpan | ১৬ মার্চ ২০১১ ২০:৩২ | 112.133.206.18
  • ঝড়ে না ঝরে? ঃ o
  • Arpan | ১৬ মার্চ ২০১১ ২০:৩০ | 112.133.206.18
  • * কে
  • Arpan | ১৬ মার্চ ২০১১ ২০:৩০ | 112.133.206.18
  • কুড়িটার মধ্যে দশটা ভুল মানে কমন কজ না, স্পেশাল কজ। ঐসময় কি টিভিতে খেলা চলছিল যেটা শিশুটিক দেখতে দেওয়া হয়নি?
  • byaang | ১৬ মার্চ ২০১১ ২০:২৯ | 122.172.3.246
  • বড়ই যে স্থিতধী দেখি হুতোকে আজ!!! বেশি বাড় বেড়ো না, ঝড়ে পড়ে যাবে।
    হাঃ হাঃ হাঃ (অট্টহাস্য)
  • aka | ১৬ মার্চ ২০১১ ২০:২৯ | 168.26.215.13
  • দুর আমার প্রচূর অংক ভুল হত, এখনও হয়। দশটাই ভুল করেছে মানে এখন মন নেই, জোর করে করাচ্ছিস, আবার দিলে আবার ভুল করবে।
  • r.h | ১৬ মার্চ ২০১১ ২০:২৬ | 198.175.62.19
  • আচ্ছা সে দেখা যাবে

    (ক্রূর হাসি)
  • byaang | ১৬ মার্চ ২০১১ ২০:২১ | 122.172.3.246
  • সেদিন যে বললি না, তোকে পঞ্চাশটা অংক করতে দিলে, তুই দশটা করেই পালাতিস, তো সেই দশটা অংকই কি ঠিক হত? আমারটাকে এখন ২০ টা করতে দিলাম, তার মধ্যে দশটাই ভুল। এবার কী করবো?
  • aka | ১৬ মার্চ ২০১১ ২০:১৯ | 168.26.215.13
  • আছি।
  • byaang | ১৬ মার্চ ২০১১ ২০:১৭ | 122.172.3.246
  • আকা, আছিস নাকি?
  • Nina | ১৬ মার্চ ২০১১ ১৯:৫৮ | 68.84.239.41
  • উফ! ঘুমচোখে লিখছি--বানান ভুল তো বানান ভুল----
    কিকিয়া, উপ্স! সরি তোর জিনিষগুলো মিস করে গেছি--কিন্তু দিয়ে নিলে কি হয় জানিসতো? অবশ্যি কাব্লিদার ভুতো কি জম্পেশ!
  • byaang | ১৬ মার্চ ২০১১ ১৯:৫৩ | 122.172.3.246
  • হুতো হে, রোসো রোসো, আর মাত্তোর দশটা দিন! আমারও দিন আসবে, আমিও প্রাণ খুলে হাসবো।
  • Nina | ১৬ মার্চ ২০১১ ১৯:৫৩ | 68.84.239.41
  • এই শোন আমি না আজ ভাটাব বলে অফিস গেলুম না ঃ-)) বিস্তর কাজের লিস্ট দিয়ে গেছে বাড়ীর বস, কিন্তু সে এট্টু পরে শুরু করবখন!
    কাব্লিদা বেল্কম ব্যাক! কাব্লিদা এহন সেলিব্রিটি-গায়ে সিনিমা সিনিমা গন্ধ ;-) আর একটা লেখা হয়ে যক কব্লিদা!
    অব্‌শ্‌য় দিন গুনছি --২১ তো?
  • byaang | ১৬ মার্চ ২০১১ ১৯:৪৭ | 122.172.3.246
  • ঘ্যাঙোর ঘ্যাঙোর
  • aka | ১৬ মার্চ ২০১১ ১৯:৪৬ | 168.26.215.13
  • আঃ কারেকশন অংক দেয়।
  • aka | ১৬ মার্চ ২০১১ ১৯:৪৬ | 168.26.215.13
  • জানো না ব্যাঙেরা দিনে অংক কষে আর রাতে জাগে।
  • r.h | ১৬ মার্চ ২০১১ ১৯:৪৪ | 67.96.80.214
  • কিন্তু ব্যাংদি গেল কই?
    অ ব্যাংদি, না না আমি আর পুরনো আনন্দমেলা নিয়ে আবাজ দেবো না তুমি এসো।
  • r.h | ১৬ মার্চ ২০১১ ১৯:৪০ | 67.96.80.214
  • অঃ, আকাদা লিখে দিইছে
  • kd | ১৬ মার্চ ২০১১ ১৯:৩৫ | 59.93.242.198
  • আর একটা কথা না বলে থাকতে পারছি না। এখানে সকলে খারাপ লেখাকে সবসময় ""বা.....খা'' বলে না। আমার একটি অতি নিম্নমানের লেখাকেও এরা নিন্দে তো করেই নি, বরং নানাভাবে প্রশংসা করে এনকারেজ করেছে। জানিনা এটা কেন, বয়সকে সম্মান দিয়ে না প্রথম প্রচেষ্টা বলে।
    যাই হোক, আমি খুশী। নিন্দে করলে খারাপ লাগতো না, তবে উপরিউক্ত ভাষায় করলে সত্যিই কষ্ট পেতুম।
  • r.h | ১৬ মার্চ ২০১১ ১৯:৩০ | 67.96.80.214
  • হ্যাঁ, ভাট টইয়ের সম্পাদনা নিয়ে আমারো খটকা জেগেছে। মানে এক বা একাধিক অ্যাডমিন আছেন যে বা যাঁরা একস্ট্রিম কেসে পোস্ট টোস্ট ডিলিট করতে পারেন, সে তো জানি... আবার গুরুচণ্ডালি ডট কমের সম্পাদক আছেন সেও জানি। সেদিক দিয়ে অবশ্য ভাট টই বংশানুক্রমে সেই সম্পাদককেই পাচ্ছে। আবার লিখতে লিখতে মনে হল, আনমডারেটেড মানেই আনএডিটেড তা বোধয় নয়।
  • aka | ১৬ মার্চ ২০১১ ১৯:২৭ | 168.26.215.13
  • কাব্লিদা আমি বলেছি। হ্যাঁ কথাটা আক্ষরিক অর্থে ভুল। অ্যাডমিন বলা যায়। কিন্তু গুরুর প্রচলিত লিঙ্গোতে অ্যাডমিন = সম্পাদক হয়েছে। ইনি গুরুর পোস্টের ওপর শ্যেন দৃষ্টি রাখেন, অবস্থা হাতের বাইরে বেরিয়ে গেলে পোস্ট ডিলিট করেন, বিভিন্ন ইস্যুতে ওয়েব সাইটের পক্ষ থেকে মতামত দিয়ে থাকেন। এখনও অবধি এই ব্যক্তির নাম ঈশান।
  • kd | ১৬ মার্চ ২০১১ ১৯:২১ | 59.93.242.198
  • বাবা রে! সেই ১৩৯৪০ পাতা থেকে পড়া এই শেষ কল্লুম। অবিস্যি তার আগে গা-ও ক্যাচ-আপ কল্লুম ৮ তারিখ থেকে। তার আগে ২৯ ঘন্টা ট্রেনে। তাও যদি হিরোর পাট্টা পেতুম। ঃ-(

    গুরু পড়ে বুঝেছি আমাদের জমানার বেশ কিছু ""অশ্লীল'' কথা এখন সাবলীল ভাবে সকলেই ব্যবহার করে। এই কথাগুলো আমরা ছেলেদের মধ্যে কলেজের প্রথম দিকে খুব বল্‌তুম - থার্ড ইয়ার থেকে আর না, তখন তো বড় হয়ে গেছি।

    আবার গোড়ার দিকে কোনো এক পোস্টে আমি ""শালা'' লেখায় তিরস্কৃত হয়েছিলুম। পুরো ঘটনা মনে নেই, তবে এটা মনে আছে, ওটা রেগে গিয়ে নয়, বরং প্রশংসা করতে গিয়ে লেখা। যাই হোক, সঙ্গে সঙ্গে ক্ষমাও চেয়ে নিয়েছিলুম।

    স্ট্যান্ডার্ড ঠিক কী, তখনও বুঝিনি, এখনও বুঝি না। হয়তো কেউ কেউ অ্যালাউড, সবাই না। কে জানে। তবে আমি চেষ্টা করি, ভুলেও ওইসব ব্যবহার না করতে - সেফ।

    আর একটা জিনিস নজর করলুম - দু'একজন ভাট/টইএর সম্পাদক বা সম্পাদকমন্ডলীর কথা বলছেন। অন্য কাউকে আপত্তি করতেও দেখলুম না। এতদিন জানতুম এই দু'টো আনমডারেটেড, আনএডিটেড। সেটা কি পালটেছে? মানে সম্পাদক তো এডিট করে, তাই না?
  • r.h | ১৬ মার্চ ২০১১ ১৮:৪৩ | 67.96.80.214
  • তিলদা, ক্ষুদ্র বিএ বা ছোট বিএ শুনতে কেমন লাগেনা?
    আসলে আপনার পোস্টে বারবার দলের রেফারেন্স আর সমর্থন করতে গেলে জবাবদিহি করতে হয়, এই ব্যাপারগুলো পীড়া দিচ্ছিল, আমি বার দুয়েক বলেওছিলাম এর প্রেক্ষিতটা বুঝতে পারছিনা। তো আপনার এই পোস্ট পড়েও মোটেই বুঝতে ঐ মন্তব্য বা ধারনা যৌক্তিকতা কি।
    দময়ন্তীদিকে আপনি পাতি বলেননি, আপনার ঘাড়ে একটাই মাথা বুঝতে পারলাম, তবে আমি নিজে পাতি বিএ কিনা, তাই আমার কিঞ্চিৎ গায়ে লেগেছিল।
    জয়ন্তী আর কুমুদিনী ঘোষিত ভাবেই এক লোক, এতে কোন গোল আছে বলে জানা ছিল না। যেমন আরএইচ, রবাহুত, হুতো এরা সব এক লোক।

    না, আমারো কোন দল নেই বা কোন দলের অস্তিত্বও আমি জানি না, তবে পাতি বিএ ব্যাপারটা আমার গায়ে লেগেছিল ব্যাক্তিগত অবস্থানের জন্যে, তার ল্যাজ ধরে বাকি সব আরকি।

    কেন খারাপ লাগলো বলুন তো? সুরটা এমন ছিল, যে কাজ ডাক্তার ইঞ্জিনিয়ার বা অন্যান্য উচ্চশিক্ষিত লোকেদের মানায়, তা কোন পাতি বিএ কে মানায় না। হাল্কা ডিস্ক্রিমিনেশন আরকি। আর বিশেষ কিছু না, সত্যি কথা বলতে গেলে এতে আমার কিছু আসে যায়ও না, শুধু শুধু আপিসের দেরী হয়ে গেল, কিন্তু এত কথা লিখেই ফেলেছি যখন, পোস্ট করেই দিই।

    পীড় ভরোসা।
  • kumu | ১৬ মার্চ ২০১১ ১৮:৩৫ | 122.162.176.148
  • d,বন্ধু angioplasty-র পর বেটার আছে,কাল ছেড়ে দেবে বোধহয়।
    পাশের ঘরে একটি দশ-এগারো বছরের ছেলের একই অপারেশন হল।বাবা-মা প্রয়োজনীয় সই টই করে,অফিস গেলেন।অবশ্য আমাদের জেরা ধেয়ান রাখতে বলে গেছিলেন।ছেলে অপারেশন হয়ে ফিরে এসে বেডে ঘুমিয়ে রইল।বিকেলে মা এলেন চকোলেট হাতে(?)।
    দুনিয়া বড় তাড়াতাড়ি এগিয়ে/পিছিয়ে যাচ্ছে,বস।
  • M | ১৬ মার্চ ২০১১ ১৬:৫৬ | 59.93.206.253
  • কেউ ঠান্ডাই, আর সাবুর পকোরা বানাতে জানলে একটু লিখে দিও, আগাম থ্যাঙ্কু, সাবু কি দেড়গুন জলে ভেজানো না অন্য মাপ ভুলে গেছি।
  • kc | ১৬ মার্চ ২০১১ ১৬:৫১ | 194.126.37.76
  • স্যু কর্‌ মেরে মন্‌ কো....
  • siki | ১৬ মার্চ ২০১১ ১৫:৪৩ | 123.242.248.130
  • নাকি রং দে বাসন্তীর সু?
  • Sibu | ১৬ মার্চ ২০১১ ১৫:৩৬ | 184.195.188.249
  • তবে কি sue?
  • arindam | ১৬ মার্চ ২০১১ ১৪:৪৯ | 121.242.12.27
  • না না এই সু সেই shoe নয়!
    ঃ)
  • til | ১৬ মার্চ ২০১১ ১৪:৩৭ | 220.253.191.117
  • d কে
    একটু ব্যস্ত ছিলাম, গোলামির কারণে। দুটো উত্তর দিলাম, যে কোন একটা বেছে নিন। চয়েস ইজ ইয়োরস।
    --

    উত্তর- (ক)

    প্রিয় d,
    এই তর্কটা কি কিছুদিন মুলতুবী রাখা যেতে পারে? ধরুন ডিসেম্বর জানুয়ারী অবধি। আপনি যে কোন একজন arbiter এর নাম বলুন, ভাট থেকে। আমি মেনে নেব। তারপর চলুন ভঃ মা অথবা কোন কফিশপে। আপনার খরচ আপনার, আমারটা আমার। আরবিটারের টা দুজনে সমান সমান ভাগ। কোন পক্ষপাতিত্ব নেই, OK!
    বাক বিতর্ক হোক, শেষে করমর্দন ও বিদায়। এই ভাটপাতায় লোক হাসিয়ে লাভ কি!
    ইতি

    তিল
    --

    উত্তর (খ)

    এই যে দময়ন্তী(১) দেবী,
    pati4 [ pāti4 ] bina. choto, ksudra (patilebu, patiham̐sa, patikaka). [tu. praky. patta, hi. patta + ba. ṃi (ksudrarthe)].
    পাতি বি এ বলেছি তো কি মহাভারত অশুদ্ধ হয়ে গেল। কোন ব্যক্তি বিশেষকে উদ্দেশ্য করে বলেছি কি? আপনাকে পাতি বলবো, আমার ঘাড়ে কি দুটো মাথা!
    বাহ রে, আমি মন্ত্রী নই বলে কি কোন মন্ত্রীর সমালোচনা করা যাবে না? কুমারী মার্গারিঠা লোরেঞ্জো অফ মেক্সিকো সিটি ও কিন্তু পাতি বি এ, তিনি আবার আমাকে স্যু না করে বসেন!
    পাতি তে এত আপত্তি? ব আকার, ঝঁ আকারে তো প্রতিবাদ করতে দেখিনে?

    পাতিহাঁস, পাতিকাক? ইঁট পাটকেল আমার পানে এলে আমি কি রসগোল্লা ছুঁড়বো? উত্তরে দু একটা হীটসিকিং মিসাইল এমন আর কী!

    আমার পক্ষে ঈশানকে সমর্থন করাও মানা? অমনি সেটার ওপর অভিযোগ তকমা এঁটে গেল। (অচিন্ত্যরূপ ও জয়ন্তীর উদাহরণ অপ্রাসঙ্গিক, অত রেফারেন্স টেফারেন্স দিতে পারবুনি, বাপু)

    "নাহলে ধরে নেব যে আপনি................" ইত্যাদি কাঁদুনী এক্কা দোক্কার নিয়ম।

    (১) আপনার tinyurl এর পাতার পোষ্টটা কিন্তু Sigma র, তিলবাবুর নয়। একই জনের দুটো নাম ভাটে নেই কি? কুমুদিনীর পোষ্টের উত্তর জয়ন্তীর উদ্দেশ্যে পাঠানো সমীচীন কি?
    (২) ক্রিমিন্যাল অফেন্স? সিডনীতে এক মন্ত্রী রেস্টুরেন্টের ওয়েটারকে কড়া ভাষায় বলাতে তার চাকরী যায়। তার? ওয়েটারের নয় মন্ত্রীর; পরে FIR ও (ফলো করিনি আর)।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত