এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ১৫ মার্চ ২০১১ ১২:৫২ | 202.91.136.199
  • ছেলের বউ এসে ছেলেকে গুচ্ছ আওয়াজ দেবে। মায়ের আঁচলধরা ছেলে ইত্যাদি। ঃ)
  • Arijit | ১৫ মার্চ ২০১১ ১২:৫১ | 115.249.42.177
  • হুঁ আগেরবার রম্ভায় ছিলুম। বারকুলে বেজায় গ্যাঞ্জাম। সতপড়া যাবো ভেবেছিলুম - কিন্তু ঘন্টা দুই চালিয়ে যেখানে পৌঁছলুম সেখানে রাস্তা শেষ। ওখেন থেকে সতপড়া ফেরীতে যেতে হয় - আর পরেরটা ঘন্টা দেড়েক পরে ছিলো বলে যাওয়া হয়নি। রাজহংস বলে একটা দ্বীপে ঘুরে এসেছিলুম - সেটাও খুব সুন্দর - আমার দেখা একমাত্র বিচ যেখানে লোক বলতে শুধু আমরা সাড়ে তিনজন। এবার পুরী থেকে সতপড়া যাবো - লঞ্চে ঘুরবো - যদি ডলফিনে ন্যাজ দেখায়ঃ-)
  • Arpan | ১৫ মার্চ ২০১১ ১২:৫১ | 202.91.136.199
  • ঃ-))))
  • byaang | ১৫ মার্চ ২০১১ ১২:৫১ | 122.172.43.140
  • ছেলে যদি আগেই আমার বাধ্য হয়ে যায়, তাহলে সে এরকম চাওয়া চাইতেই পারে না। ঃ-)
  • san | ১৫ মার্চ ২০১১ ১২:৪৯ | 14.96.213.28
  • কী আবদার। এখন তোমার ছেলে যদি বলে আমারও একটা শান্তশিষ্ট বাধ্য মা চাই ? হবে? ঃ-)))))
  • byaang | ১৫ মার্চ ২০১১ ১২:৪৭ | 122.172.43.140
  • আমার না তো বিদ্যাসাগর চাই, নাই বিবেকানন্দ, নাই ফেইনম্যান। আমার একটা শান্তশিষ্ট বাধ্য ছেলে চাই, যাকে সামলাতে বিশেষ বেগ পেতে হয় না।
  • Arpan | ১৫ মার্চ ২০১১ ১২:৪৬ | 202.91.136.199
  • কালো হয়ে ফিরবে সবাই। ঃ)

    তুমি কি রম্ভায় থেকেছো আগের বার? বেশ ভালো, শান্ত, নিরিবিলি। সতপড়া বা বারকুলও ভালো। তবে আমার পছন্দ রম্ভা।

    আরাকু যাবার রাস্তাটাও ভালো। কিন্তু যেকোন হিল স্টেশনের মতই। ওই ট্রেনের মজা অন্যত্র বিশেষ পাবে না। আর সব আদিবাসীরা সেজেগুজে ওই ট্রেনে ওঠে। ক্যামেরা দিয়ে বাইরের না ভেতরের ছবি তুলবে ভেবে দেখো।
  • san | ১৫ মার্চ ২০১১ ১২:৪৪ | 14.96.213.28
  • ফেইনম্যানও কি আর ছিলেন্না? ঃ-)
  • Abhyu | ১৫ মার্চ ২০১১ ১২:৪২ | 97.81.106.140
  • বিদ্যাসাগর থেকে বিবেকানন্দ সবাই তো ছোটোবেলায় বজ্জাত ছিলেন বলেই জানি
  • byaang | ১৫ মার্চ ২০১১ ১২:৪১ | 122.172.43.140
  • অভ্যু তোর নাম কি আর এম্নি এম্নি কাটা গেছে! যদি অংক শেখাতে গিয়ে বজ্জাতিও শিখিয়ে দিস, তালে তো আমার সাড়ে সর্বনাশ। সেই জন্য! তাই বলে আমি এখন মোটেই নলকূপের অংকও করবো না আর বাঁদরের বাঁশে চড়ার অংকও করবো না। আগে আজকে লাঞ্চের কী ব্যবস্থা হচ্ছে দেখে আসি। মানে কোথাও একটা খেতে যাওয়ার কথা চলছে, সকালের দিকে শুনেছিলুম। এখন ঐদিকটায় নজর না দিলেই নয়। কাল বিরিয়ানি, বোটি কাবাব আর চিকেন রেশমি বাটার মসালা আর তন্দুরি নানের উপর দিয়ে গেছে। আজ যদি এরা কোনো আদিগাজে ঢোকার প্ল্যান করে তাহলে আমি গেছি।
  • d | ১৫ মার্চ ২০১১ ১২:৪০ | 14.96.10.201
  • আজ রাতে অক্ষ এসে খুব রেগে যাবে। এত এত বেড়ানো নিয়ে গল্প হচ্ছে ঃ)
  • san | ১৫ মার্চ ২০১১ ১২:৩৯ | 14.96.213.28
  • দমদি বাগবাজারে গঙ্গার্ঘাটে গিয়ে আধঘন্টা বসে এসো ঃ-)
  • Arijit | ১৫ মার্চ ২০১১ ১২:৩৯ | 115.249.42.177
  • আমাদের এইবার পুরী ড্রাইভটা পুরো ঝটিকা সফর হবে। ১৫ তারিখ ভোরে বেরোব, বিকেল নাগাদ পৌঁছব - যদি না খন্ডগিরি/ললিতগিরি ডিট্যুর মারি। পরের দিন পুরী থেকে সতপদা অবধি। আগেরবার চিলিকায় উল্টোদিকটা ঘুরেছিলাম। তার পরের দিন সকালে ফের উল্টোপথে...
  • d | ১৫ মার্চ ২০১১ ১২:৩৮ | 14.96.10.201
  • মিঠু কি সম্প্রতি দীঘা ঘুরে এলে? এখন নাকি মানুষ সরিয়ে সমুদ্র দেখতে হয়?

    রুশিকোন্ডা খুব সুন্দর। আমি খুউব ছোটবেলায় ওয়লটেয়ার থেকে গেছিলাম। কিন্তু সেখানে তখন কিচ্ছু ছিল না বলে মা ওখানে থাকতে চায় নি।

    নাঃ আমি নদীর ধারেই যব।
  • Abhyu | ১৫ মার্চ ২০১১ ১২:৩৭ | 97.81.106.140
  • না রে স্যান ঃ)
    জল বেরোচ্ছে পরিবর্তনশীল জলতলের চাপে। ঐকিক নিয়ম তাই চলবে না। গরুর অঙ্কটা দেখে মনে পড়ল!
  • arindam | ১৫ মার্চ ২০১১ ১২:৩৭ | 121.242.12.27
  • অর্পন। হ্যাঁ, "মননের মধু' নামে এখানি বই লিখেছেন কিন্তু তিনি আমি নই...আমি তো তোমার স্কুলের গুরু ৮৭ মাধ্যমিক।
    ঃ)
  • Abhyu | ১৫ মার্চ ২০১১ ১২:৩৫ | 97.81.106.140
  • দেহ গেহ বন্ধুত্ব?
  • Arijit | ১৫ মার্চ ২০১১ ১২:৩৫ | 115.249.42.177
  • টিম বিএইচপি-তে গাড়ির রাস্তাটাও সুন্দর বলেছে কিন্তু। তবে আমি ভেবেছিলুম ভাইজাগ অবধি গাড়ি নিয়ে গিয়ে আরাকুটা ট্রেনে ঘুরবো। দেখি।
  • kc | ১৫ মার্চ ২০১১ ১২:৩৫ | 194.126.37.76
  • অরিন্দমকে পরের কোশ্নো, আপনার কোনও আত্মীয়াকি শারজাতে থাকেন?
  • Arpan | ১৫ মার্চ ২০১১ ১২:৩৪ | 202.91.136.199
  • অরিন্দম চক্রবর্তী নামে এক দার্শনিক প্রাবন্ধিক আছেন না? ভেবেছিলুম তুমিই সে!
  • Arijit | ১৫ মার্চ ২০১১ ১২:৩৪ | 115.249.42.177
  • কিন্তু বেশ হাইফাই রেট!
  • san | ১৫ মার্চ ২০১১ ১২:৩৩ | 14.96.213.28
  • অভ্যুদা কি এখন ইনফাইনাইট জিপি সিরিজো শিখতে বলছে? নাঃ, খেলবোনা ঃ-)
  • arindam | ১৫ মার্চ ২০১১ ১২:৩২ | 121.242.12.27
  • সিটিএস নয়।
  • Arpan | ১৫ মার্চ ২০১১ ১২:৩২ | 202.91.136.199
  • ভাইজাগে গাড়ি নিয়ে যেতে পারো। কিন্তু কিরন্ডুল প্যাসেঞ্জারে ভাইজাগ থেকে আরাকু না গেলে ওই রাস্তার চোদ্দআনা ফাঁকি।
  • Arijit | ১৫ মার্চ ২০১১ ১২:৩২ | 115.249.42.177
  • ও এটা তো পুরীর দিকেই। তিনদিন আগে বল্লে এখানেই যেতুম - পুরীর পান্থনিবাস বুক না করেঃ-(
  • arindam | ১৫ মার্চ ২০১১ ১২:৩১ | 121.242.12.27
  • পুরীতে নেমে যাওয়া যায়, কোনারক যাওয়ার পথে পরে...
    ডিটেইলস চাইলে কাল পাবেন।
  • Arpan | ১৫ মার্চ ২০১১ ১২:৩১ | 202.91.136.199
  • হ্যাঁ, ভাইজাগে।

    পারলে একবার কোনাসীমা দেখো তো ভাইজাগ থেকে কতদূরে? গোদাবরীর বুকে হলুদ বালির চর আর হাউসবোটে তুমি। ফাটাফাটি। কবে যে যাবো!
  • kc | ১৫ মার্চ ২০১১ ১২:৩১ | 194.126.37.76
  • এই অরিন্দম কি চক্রবর্তী? সিটিএসের? হলে আরও প্রশ্ন হ্যাজ।
  • dd | ১৫ মার্চ ২০১১ ১২:৩১ | 122.165.62.104
  • অপ্পনের য্যামন কথা।

    রুশিকোন্ডা যাবার আগে তাইলে ছেছেলাস আর মরি শাস ঘুড়ে আসতে হয়। তা নইলে কমপেয়ার করবো ক্যামনে ?
  • Arijit | ১৫ মার্চ ২০১১ ১২:৩০ | 115.249.42.177
  • এটা কোন জায়গায়? মানে কি করে যেতে হয়?
  • arindam | ১৫ মার্চ ২০১১ ১২:২৯ | 121.242.12.27
  • সমুদ্র আর নদী দুই চাইলে তোশালি স্যান্ডস আছে, তবে সেতো উড়িষ্যায়...নুয়ানাই নদী -সমুদ্র-ঝাউবন আর অখন্ড অবসর...
  • Arijit | ১৫ মার্চ ২০১১ ১২:২৯ | 115.249.42.177
  • ওটা তো ভাইজাগে? ভাইজাগ+আরাকু আমার পরের লং ড্রাইভ - পারলে পুজোর সময়। যদি না অজন্তা+এলোরা ঠিক হয়।
  • dd | ১৫ মার্চ ২০১১ ১২:২৭ | 122.165.62.104
  • হুলিয়ে মিটিন চলছে। এতো এক্ষপার্ট হয়ে গেছি যে ঠিক কোনখানে সজোরে মাথা নাড়তে হবে, কোথায় চুক চুক আওয়াজ কত্তে হবে। কোথায় সজোরে দীর্ঘশ্বাস, এ সবই মুখস্ত। শোনবার দরকার ও নেই।

    তাইলে ঐ কথাই ঠিক হলো, যেতে হলে সুমুদ্দুর।
  • Arpan | ১৫ মার্চ ২০১১ ১২:২৬ | 202.91.136.199
  • তোমরা কেউ রুশিকোন্ডা যাওনি? গিয়ে মনে হয়েছিল পুরো সেশেলস না মরিশাস।

    জানি না, এখনো বিচটা তেমন ভার্জিন আছে কিনা!
  • Abhyu | ১৫ মার্চ ২০১১ ১২:২৫ | 97.81.106.140
  • ব্যাঙদির জন্যি রইলো এটা। ঃ)
    একেই আমার নাম কাটা গেছে...
  • m | ১৫ মার্চ ২০১১ ১২:২৫ | 117.194.32.128
  • এখন সমুদ্র ভাবলেই দীঘা মনে পড়ে, জলের কিনারা থেকে রাশিরাশি নরবর পড়ে আছেঃ((
  • shrabani | ১৫ মার্চ ২০১১ ১২:২৪ | 124.124.86.85
  • দম, ওটা ঋষিকেশ থেকে বদ্রীনাথ যাবার রাস্তায় পড়ে, ফীডব্যাক ভালো পেয়েছি তাই পয়লা বোশেখে আমরা কয়েকজন মিলে যাচ্ছি। চাইলে ঋষিকেশ ঘুরতে পারো নাহলে কাটিয়ে দিলেও চলে। র‌্যাফটিং স্যাফটিং ঐসব চাইলে করতে পারে না চাইলে না।আমি তো সেরেফ খেতে ঘুমোতে আর নদীর ধারে বসতে যাচ্ছি, অত কষ্ট সইবে না।
  • dd | ১৫ মার্চ ২০১১ ১২:২৪ | 122.165.62.104
  • সবাই মিলে যখন অতো করে বলছে, তখন সিংগল ডি সুমুদ্দর ই তোম্মার ভালো লাগে।

    খামোখা তক্কো করো ক্যানো হে ?
  • Abhyu | ১৫ মার্চ ২০১১ ১২:২৪ | 97.81.106.140
  • উঁহু। একটু ভাবো কেন আধ ঘন্টায় হতে পারে না।
  • Arijit | ১৫ মার্চ ২০১১ ১২:২৩ | 115.249.42.177
  • ডায়মন্ডহারবার যাও। বা বকখালি/ফ্রেজারগঞ্জ।
  • siki | ১৫ মার্চ ২০১১ ১২:২৩ | 123.242.248.130
  • দময়ন্তী, আন্দামান যাও। সমুদ্দুর ভাল্লাগবে, গ্র্যান্টি।
  • siki | ১৫ মার্চ ২০১১ ১২:২২ | 123.242.248.130
  • অভ্যু,

    ৩০ মিনিট?
  • d | ১৫ মার্চ ২০১১ ১২:২১ | 14.96.10.201
  • না আমার সমুদ্দুর ভাল লাগে না তেমন।

    মানালির সাইটসিয়িং হয়ে গেছে আমার। এবার গেলে এমনি নদীর পাশে বসে থাকার জন্যই যাব।
  • san | ১৫ মার্চ ২০১১ ১২:২১ | 14.96.213.28
  • কেন, আধঘন্টায় ঃ-)
  • dd | ১৫ মার্চ ২০১১ ১২:১৯ | 122.165.62.104
  • থেবড়ে বসে থাকাটাই উদ্দেশ্য হলে নদীর ধার জমবে না। সমুদ্দুর চাই। এট্টু লোক জন। অল্পো ম্যানাজেবল ফিরিওয়ালা। শোঁশোঁ হাওয়া,ঝাউবন।

    সী বীচ চাই।

    কোন্নোগড়েও যেতে পারেন।
  • Arpan | ১৫ মার্চ ২০১১ ১২:১৯ | 202.91.136.199
  • হুঁ, গরমে আরেকবার যেতে হবে। হয় মানালি, নয় চম্বা।

    এইবার শীতে যখন গেছিলাম, সেই তিনদিন সারা মানালি ঝেঁপে বরফ পড়ল অবিশ্রান্ত। কোথাও সাইট সিয়িং করা হল না, নেহরুকুন্ড ছাড়া, কিন্তু যা দেখিলাম হোটেলের ঘর থেকে, আহা, জন্মজন্মান্তরেও ভুলিব না। গাড়ির ড্রাইভার যে ছিল, সে, নো ওয়ান্ডার, অল্প অল্প বাংলা জানে। সে বলেছিল, সাব, আপনি লাকি না, বহুত লাকি আছেন।
  • d | ১৫ মার্চ ২০১১ ১২:১৮ | 14.96.10.201
  • ওপারের সুন্দরবন ঘুরে এসে তবে এপারে যাব
  • Abhyu | ১৫ মার্চ ২০১১ ১২:১৮ | 97.81.106.140
  • একটা অঙ্ক দিয়ে শুতে যাই। একটা ট্যাঙ্কে একটা কল আছে আর একটা ফুটো আছে। কল খুললে ফাঁকা ট্যাঙ্ক ভর্তি হয় ১৫ মিনিটে। আর ফুটো খুলে দিলে ভর্তি ট্যাঙ্ক খালি হয় ১০ মিনিটে। এখন ধরা যাক ট্যাঙ্ক ভর্তি। একই সঙ্গে ফুটো আর কল দুটোই খোলা হল। কতক্ষণে ট্যাঙ্ক পুরো খালি হবে?
  • d | ১৫ মার্চ ২০১১ ১২:১৬ | 14.96.10.201
  • সুন্দরবন এখন না। আগামী ডিসেম্বার কিম্বা ফেব্রুয়ারীতে বাংলাদেশ যাব। তখন ওদিকের সুন্দরবনটা এট্টুকখানি দেখে আসব।

    গাদিয়াড়া --- হুঁ দেখি ব্ল্যাংকি কি বলে।

    এই বাঙালী সহযাত্রীর গল্প শুনলেই রঙ্গন কথিত 'আ-আ-ঃ কি খাইলাম' গল্পটা মনে পড়ে। ঃ)) কিন্তু গল্পটা কিঞ্চিৎ অসব্যমত। তাই আমি লিখতে পারলাম না।
  • arindam | ১৫ মার্চ ২০১১ ১২:১৬ | 121.242.12.27
  • মুর্শিদাবাদ তো ভালই...তবে গরমে, একটু ব্যাথা।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত