এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ১৮ মার্চ ২০১১ ১১:২৭ | 115.249.42.177
  • মামাবাড়িতে বড়মামা একখান ফটো লাগিয়েছিলো - খুব কমন ফটো - মার্ক্ষবাদী লোকজনের বাড়িতে দেখা যায় - মার্ক্ষ এবং এঙ্গেল্‌সের। তো বড়মামার কাকী না মাসী কেউ একজন জিগ্গেস করেছিলেন - গোপাল, ওগুনো কার ফটো রে? গোপাল উত্তর দিয়েছিলেন "আমার গুরুদেবের'। তাই শুনে সেই কাকী/মাসী একবারে গলবস্ত্র হয়ে...ঃ-)

    দমু - পনেরোদিন ছুটি, একটা ফোর হুইল আর একজন ড্রাইভিং পার্টনার পেলে আমি ওই ট্রিপ মারতে রাজী। এক পায়ে।
  • d | ১৮ মার্চ ২০১১ ১১:২৩ | 14.96.35.68
  • আমাদের ছোটবেলায় বাড়ীর দেওয়ালে একপিস রবিঠাকুর আর একপিস নেতাজী কিম্বা গান্ধিজী থাকত।

    এখন মধুবনি প্রিন্টের ওয়াল হ্যাঙ্গিং বেশ জনপ্রিয়।
  • d | ১৮ মার্চ ২০১১ ১১:২০ | 14.96.35.68
  • বেথে কি এই জুলাই অগাস্টে লাদাখ যাবার কথা সিরিয়াসলি ভাবছ? তাহলে গাড়ী শেয়ার করতে ইচ্ছুক কি? তাহলে একটা প্ল্যান করার চেষ্টা করতাম।
  • Arijit | ১৮ মার্চ ২০১১ ১১:১৯ | 115.249.42.177
  • আমি তো সেই কব্বে বলেছিলুম ডায়মন্ডহারবার যাও...
  • dd | ১৮ মার্চ ২০১১ ১১:১৯ | 124.247.203.12
  • আচ্ছা , এখন কলকেতায় মধ্যবিত্ত হিন্দু পরিবারের বাড়ীর দেওয়ালে ক্ষি থাকে?

    আমাদের সময়ে এগুলি খুব চলতো, (মারা গিয়ে থাকলে) বাবা মায়ের ফটো। অন্ততঃ একটি বাড়ীর কারুর হাতে আঁকা বা হস্তশিল্প, সচরাচর অদ্ভুত খারাপ মানের। কালী এবং রামকৃষ্ণের একটি ক্যালেন্ডার। অনেকদিন আগে পাওয়া(প্রথম বিবাহবার্ষিক ইত্যাদি)একটি ওয়াল হাংগিং, বেশ ধুলো পরা। বদলির সরকারী চাকুরী থাকলে ফেয়ারওয়েলে দেওয়া বিদায় অভিনন্দন। কালী বা দুর্গার ছাঁচের মুখ।

    নতুন কিছু অ্যাড হলো ?
  • d | ১৮ মার্চ ২০১১ ১১:১৮ | 14.96.35.68
  • রাঙা, অনেক ধন্যবাদ। এইটা দেখে বেশ ভাল মনে হচ্ছে। মানে খরচ বেশ ঠিকঠাক।
  • Arijit | ১৮ মার্চ ২০১১ ১১:১৮ | 115.249.42.177
  • আমাদেরও নেই। ইনফ্যাক্ট বস্তুটা কি তাও আমার জানা নেই।
  • d | ১৮ মার্চ ২০১১ ১১:১৭ | 14.96.35.68
  • ডিডি দাদা, আমাদের বাড়ীর দেওয়ালে নেই ঐ ট্যানা। এটা দেখতেই আপনার একবার কোন্নগর আসা প্রয়োজন।
  • d | ১৮ মার্চ ২০১১ ১১:১৬ | 14.96.35.68
  • তিলবাবুর উত্তরে আমার প্রশ্নগুলোর উত্তর যথারীতি নেই। এখনও জানা হল না
    ১) আমার বক্তব্যের কোন অংশ সমর্থন করলেন?
    ২) আমার বক্তব্যের কোন অংশ গালি?

    অ্যাডিশনালি আরো কয়েকটা প্রশ্ন জুড়ে গেল। আবার এই সমর্থন করলে অমুক তমুক হয় টাইপ লেখা দেখলেই প্রশ্নগুলো লিখে ফেলব।

    নাম প্রসঙ্গেঃ শুধু সিগমা কেন, তিল'এর আগে আপনি অন্যান্য নামেও লিখেছেন বেশ অনেকদিন আগেই। একেকজন লোক ২৫ -৩০ খান নিকেও লিখতেই পারেন, তবে আমি যে কোন একটা মুখোশ ধরেই ডাকি। কোনটা সক পাপেট আর কোনটা স্যুডোনিম সেই তফাৎ করার চাপ আর নিই না।

    'পাতি BA' নিয়ে দেখাই যাচ্ছে আমি ছাড়াও আরো বিভিন্ন লোকের আপত্তি আছে, অতএব ........
  • Arijit | ১৮ মার্চ ২০১১ ১১:১৪ | 115.249.42.177
  • নর্থ ইস্টটা আমার প্ল্যানে আছে, তবে গাড়ি নিয়ে। প্রায় ৩০০০ কিমি-র ওপর ড্রাইভ। একটা সঙ্গী আর ফোর-হুইল ড্রাইভ চাই।

    দেড় হাজারি হয়ে গেছে - চিল্কা।
    এর পর সিকিমে একটা দু হাজারি নামাবো।
    তাপ্পর অরুণাচলের দিকে তিন হাজারি।
    ত্রিপুরা জুড়লে কত হবে?
  • kc | ১৮ মার্চ ২০১১ ১১:১২ | 89.203.49.18
  • কোনওসময় মোটামুটি পাঁচদিনের মতন ছুটি পেলে ত্রিপুরা যেও। উদয়পুর, সিপাহীজলা, তাছাড়া আগরতলা নিজেও খুব সুন্দর।
  • siki | ১৮ মার্চ ২০১১ ১১:১১ | 123.242.248.130
  • ডিডিদা, কিনবে ক্যানো? পিপলি তো ফটো তোলার জন্য নামবে। সামনেই সাক্ষীগোপাল, জগন্নাথের মাসির বাড়ি।

    পিপলির প্রোডাক্ট এখন ফরিদাবাদেও পাওয়া যায়।
  • Arijit | ১৮ মার্চ ২০১১ ১১:১১ | 115.249.42.177
  • তা টাইট। তবে যা রাস্তা দেখেছি আগেরবার, খুব বেশি না দাঁড়ালে আরামসে বিকেলের মধ্যে ঢুকে যাওয়া উচিত। আগেরবার আমি সাড়ে সাতটা নাগাদ রম্ভা পৌঁছে গেসলুম - বেশ অনেকটা (ব্রেকফাস্ট, লাঞ্চ মিলিয়ে ঘন্টা তিনেক প্রায়) দাঁড়িয়েও।

    সিকি - ভুবনেশ্বরে থাকছি না তো।

    ধবলগিরি/উদয়গিরি/খণ্ডগিরিও আমার দেখা আগে। খণ্ডগিরিতে আমি আর দিদি গাছ পাথর বেয়ে উঠেছিলুম, রাস্তা ছেড়ে। আর ওই প্রথম আমার মহাবীরের মূর্তি দেখা - অমন একখান উদোম মূর্তি দেখে বেশ অবাক লেগেছিলোঃ-) উদয়গিরি বিশেষ মনে নেই। ধবলগিরিতে তিড়িং বিড়িং করে লাফাতে হয়েছিলো - মার্বেল রোদে তেতে যাওয়ায়ঃ-)
  • siki | ১৮ মার্চ ২০১১ ১১:১০ | 123.242.248.130


  • ধবলগিরির ছবি। আমরা ইনফির বন্ধুরা। আমি ক্যামেরার পেছনে।
  • dd | ১৮ মার্চ ২০১১ ১১:১০ | 124.247.203.12
  • খবর্দার পিপলিতে নামবে না, থামবে না। একদম না।

    সেই ই যদি অ্যাপ্লিকের হাতী ঘোড়া মার্কা লাল নীল "ওয়াল ডেকোরেশন" কিনেছো তো প্রচন্ড রাগারাগির কেস হয়ে যাবে।

    এতোটা বয়স হয়ে গেলো এখন পর্যন্ত্য একটাও বাঙালী বাড়ী দেখলাম না যাদের দেওয়ালে ঐ পিপলির ট্যানা ফ্রেমে বাঁধিয়ে টাঙানো নেই, নিদেন পক্ষে সুটকেসে বা আলমারীতে তো গোটা ছয়েক তো রয়েছেই।

    পরিবর্তন আনো। পিপলি যেও না।
  • siki | ১৮ মার্চ ২০১১ ১১:০৭ | 123.242.248.130
  • স্যান্ড স্কাল্পটার করে, ভদ্রলোকের নাম সুদর্শন পটনায়েক। গিনেস বুকেও নাম আছে ওঁর।
  • Arijit | ১৮ মার্চ ২০১১ ১১:০৬ | 115.249.42.177
  • অ্যাকচুয়ালি আমার ভীষণ ইচ্ছে ছিলো কেওনঝড়/সিংভূম - এই দিকগুলো যাওয়া। সে তো সবাই ডিসকারেজ করছে। এই টিম বিএইচপি-র লোকজন ডিসকারেজ করাতে আমি বহুত ফ্রাস্টু খেয়েছিঃ-(
  • kc | ১৮ মার্চ ২০১১ ১১:০৫ | 89.203.49.18
  • অরিজিৎ, স্কেডিউলটা খুব টাইট। এযে গায়ের ব্যাথাও মরবেনা। প্রথমদিন বিকেলের মধ্যে পুরী ঢুকে যাওয়াও চাপের।
  • siki | ১৮ মার্চ ২০১১ ১১:০৫ | 123.242.248.130
  • ভূবনেশ্বর নয়, ভুবনেশ্বর। হ্রস্ব উ।

    ভুবনেশ্বরের কোথায় থাকছো? জনপথে? কল্পনা স্কোয়্যরে?

    উদয়গিরি খণ্ডগিরি পড়ে ওল্ড ভুবনেশ্বরে, পাশাপাশি। সেখান থেকে সোজা রাস্তা যাচ্ছে পুরীর দিকে। খানিকটা এগোলেই দয়ানদী পেরিয়ে ধবলগিরি বা ধৌলাগিরি। কলিঙ্গ যুদ্ধের সময়ে এই দয়ানদীর জল সম্পূর্ণ রক্তে লাল হয়ে গেছিল, যা চণ্ডাশোক থেকে ধর্মাশোককে জাগিয়ে তোলে।

    ধৌলাগিরির মন্দিরটি জাপানিদের ফান্ডে বানানো। ওখানে বোধ হয় অশোকের শিলালিপিও আছে। ওখান থেকে একটু এগোলেই রাস্তা দুভাগ হয়ে গেছে। বাঁদিকের নারকোল গাছে ঢাকা রাস্তাটা চলে গেছে কোনারকের দিকে। চন্দ্রভাগার তীরে। সোজা রাস্তা চলে গেছে পিপিলি হয়ে পুরী। সম্ভবত পিপিলির আগেই কোনারক থেকে রাস্তা এসে মিশে গেছে পুরীর রাস্তায়। ওটা একটা ট্র্যাঙ্গল।

    নন্দনকাননের খুব কাছেই আমি থাকতাম, আর নন্দনকাননের জঙ্গল ঘেঁষে ভুবনেশ্বর ইনফোসিসের আপিস। ওখানে লায়ন সাফারিটা নিও, আর একটা রোপওয়ে ট্যুর আছে। সেটা নিও।

    অনেক অনেক স্মৃতি ভুবনেশ্বরের রাস্তায় রাস্তায়। ফেরার পথে জয়দেব বিহারের সোমু'জ কেভ রেস্টুরেন্টে আমার আর অর্পণের নাম করে একটু কিছু খেয়ে নিও।
  • sinfaut | ১৮ মার্চ ২০১১ ১১:০৫ | 203.91.201.55
  • কেউ এখানে বিগ ব্যাং থিওরির ভক্ত আচে নাকি?
  • sinfaut | ১৮ মার্চ ২০১১ ১১:০৫ | 203.91.201.55
  • হাই।
  • Arijit | ১৮ মার্চ ২০১১ ১০:৫৯ | 115.249.42.177
  • লিঙ্গরাজ ঘোরা হয়ে গেছে - চিল্কা থেকে ফেরার সময়।
  • Arpan | ১৮ মার্চ ২০১১ ১০:৫৯ | 112.133.206.18
  • হ্যাঁ, ওটাই।
  • Arijit | ১৮ মার্চ ২০১১ ১০:৫৯ | 115.249.42.177
  • পুরী থেকে ভূবনেশ্বরের রাস্তাতেই তো? পিপলি রোড না কি যেন - ওটাই না?
  • Arpan | ১৮ মার্চ ২০১১ ১০:৫৯ | 122.252.231.10
  • নন্দনকানন পুরো উল্টো দিকে। ওর থেকে লিঙ্গরাজ মন্দির যেতে পারো। মনপ্রাণ জুড়িয়ে যাবে। পুরীর মন্দিরের পুরো উল্টো।
  • Arpan | ১৮ মার্চ ২০১১ ১০:৫৭ | 112.133.206.18
  • ১৭ তারিখ ফেরার পথে পিপলিতে থেমো।
  • sayan | ১৮ মার্চ ২০১১ ১০:৫৭ | 98.225.200.39
  • শেষবার গিয়ে সী-বিচে কিছু স্যান্ড-স্কাল্পটার দেখেছিলাম। অনবদ্য!
  • Arpan | ১৮ মার্চ ২০১১ ১০:৫৫ | 122.252.231.10
  • মিলেনিয়ামের সূর্যোদয় দেখতে গেসলাম।
  • Arijit | ১৮ মার্চ ২০১১ ১০:৫৫ | 115.249.42.177
  • প্ল্যান যা আছে এখনো অবধি -

    ১৫ই এপ্রিল - ভোরে বেরিয়ে দুপুরের মধ্যে ভূবনেশ্বর পেরনো। পানিকৈলি থেকে ডিট্যুর - খণ্ডগিরি/ললিতগিরি। ঠিক মনে পড়ছে না উদয়গিরিটাও ওদিকেই পড়বে কিনা - পড়লে ওটাও। তারপর বিকেলের মধ্যে পুরী। সন্ধ্যেবেলা হাওয়া খাওয়া, হয়তো মন্দিরের দিকে যাওয়া।

    ১৬ই এপ্রিল - ভোরে সুজ্জি ওঠা দেখা, তাপ্পর সতপড়ার দিকে। লঞ্চে ডলফিন ধরতে বেরনো। বিকেল নাগাদ ফেরা। সন্ধ্যেবেলা ফের হাওয়া খাওয়া। নো মন্দির এনিমোর ইফ অলরেডি ডান।

    ১৭ই এপ্রিল - ফেরা, পারলে পথে নন্দনকানন ঢুঁ মারা - টাইম পারমিটিং।
  • Arpan | ১৮ মার্চ ২০১১ ১০:৫৫ | 122.252.231.10
  • আরে ঐটাই তো চন্দ্রভাগা বিচ।
  • dd | ১৮ মার্চ ২০১১ ১০:৫৪ | 124.247.203.12
  • ফাটাফাটি সী বীচ হচ্ছে কোনারকে। হোথায় সবাই যায় কিন্তু খুব কম লোকে থাকে। একটা কি দুটো থাকার জায়গা ছিলো এক যুগ আগে, এখন ক্ষী অবস্থা কে জানে।

    নির্জন,শুনশান বীচ। প্রচুর ঝাউ গাছ। সন্ধ্যা হয়ে এলেই আর কোনো টুরিস্ট থাকে না। মন্দির বন্ধ। এরম ফাঁকা যায়গা পছন্দ হলে কোনারকে থাকতে পারো।

    তবে ছানাপোনা নিয়ে গেলে স্বর্গদ্বারের হোটেলই সবচে' ভালো। হুটোপুটি করতে পারবে। আরো লাখ খানেক বাচ্ছা। সবাই বাঙালী। একেবারে রথের মেলা, সারা দিন চলে। কার্নিভ্যাল আর সী বীচ একসাথে। এক্কেবারে চৌমাথার মোড়েই ইসের দোকান,সেটা ও জানিয়ে রাখলাম ।
  • Arpan | ১৮ মার্চ ২০১১ ১০:৫২ | 112.133.206.18
  • আর সেই সোপস্টোনে তৈরি জগন্নাথঅ।
  • Arpan | ১৮ মার্চ ২০১১ ১০:৫১ | 122.252.231.10
  • সন্ধেবেলাটা মেরিন ড্রাইভের পাঁচিলে বসে হাওয়া খাওয়াটাই প্রশস্ত। ওই সময় ফরেনার বিচটা নির্জন জনশূন্য হয়ে যায়। আলোও নেই।

    তবে এগুলো সবই পাস্ট টেন্সে। বছর পাঁচেক আগে অব্দি অমনই ছিল।
  • siki | ১৮ মার্চ ২০১১ ১০:৪৯ | 123.242.248.130
  • আর সীবিচে বসলেই বাবু মুক্তা লিবে? বাবু শঙ্খ লিবে? বাবু ঝালমুড়ি? বাবু চা? বাবু কান সাফ করাবে? ঃ-)

    ওরই মধ্যে একটা নির্জন জায়গা খুঁজে বসে সারা সন্ধ্যে গান গেয়ে প্রেমিকাকে ইমপ্রেস করেছিলাম। সন ২০০২। হায় ...
  • siki | ১৮ মার্চ ২০১১ ১০:৪৮ | 123.242.248.130
  • হুঁ, বিকেলবেলায় আনন্দবাজারের জন্য কাড়াকাড়ি, তন্তুজ তন্তুশ্রী বয়নিকার দোকানে ভিড়, আর ঐ ডাব্বায় ভরে পুরীর খাজা। এই না হলে পুরীর বাঙালি?
  • Arpan | ১৮ মার্চ ২০১১ ১০:৪৬ | 112.133.206.18
  • চন্দ্রভাগা বিচটাও খুব সুন্দর। দুদিন থাকলে প্ল্যান করতে পারো। কিন্তু যা গরমের মধ্যে যাচ্ছ!
  • Arpan | ১৮ মার্চ ২০১১ ১০:৪৫ | 122.252.231.10
  • মন্দির দেখতে যাবে সন্ধেবেলা। তখন পাথর তেতে থাকবে না। আর পতাকা বদলের পর্বটা একদম মিস করবে না। বেরিয়ে এসে বাজরটায় টুকিটাকি অনেক কিছু কেনার আছে। আর তখন গরমগরম কলকাতার কাগজ এসে পৌঁছয়। হেভি কাটতি।

    পিপলি যাবে না? চমৎকার সব জিনিস পাওয়া যায় ওখানে।
  • Arijit | ১৮ মার্চ ২০১১ ১০:৪৫ | 115.249.42.177
  • আরে হেপ্পি ছুটি এখন কি? এখনো এক মাস দেরী।
  • Arijit | ১৮ মার্চ ২০১১ ১০:৪৪ | 115.249.42.177
  • কেসি - ২০০৯-এ চিল্কা গেছিলাম। বালেশ্বর থেকে ভদ্রক অবধি রাস্তা খারাপ ছিলো। বাকিটা ঝক্কাস।
  • Arijit | ১৮ মার্চ ২০১১ ১০:৪৩ | 115.249.42.177
  • মন্দির আমি দেখেছি - ক্লাস ফোর টোরে হবে। ডান্ডা মারাটা মনে আছে, আর প্রচণ্ড গরম/ঘিঞ্জি/নোংরা মনে আছে। তায় সেই প্রথমবার সমুদ্রে নেমে এক পেট জল খেয়ে গুচ্ছ বমি করা মনে আছে। সেসবের পর এম্নি ক্লান্ত হয়ে গেসলুম যে সন্ধ্যেবেলা ঘরে একা থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিলুম ভিতর থেকে ছিটকিনি লাগিয়ে, আর সেই ছিটকিনি ভেঙে সবাইকে ঢুকতে হয়েছিলো। সেই থেকেই পুরী সম্পর্কে একটা ইয়ে আছে। যেতে ইচ্ছেই করে না।
  • siki | ১৮ মার্চ ২০১১ ১০:৩৭ | 123.242.248.130
  • রাস্তাটা সোজা এসে দুভাগে ভাগ হয়ে গেছে। বাঁদিকে চক্রতীর্থ রোড, ডানদিকে স্বর্গদ্বারের রাস্তা, সোজা চলে যাচ্ছে মেরিন ড্রাইভের দিকে। ওটাই মন্দিরে যাবার রাস্তা। ভেতর দিয়েও একটা রাস্তা আছে।

    স্বর্গদ্বারটা টোটাল বাঙালিটোলা, অত্যন্ত বিরক্তিকর, অ্যাজ ইউজুয়াল। চক্রতীর্থ রাস্তাটা তুলনায় বেশ নিরিবিলি। অবশ্য আমার দেখা লাস্ট সেই ২০০২ কি ৩-এ।
  • siki | ১৮ মার্চ ২০১১ ১০:৩৫ | 123.242.248.130
  • অরিজিৎ, মন্দিরটা দেখো। ভালো লাগবে। তবে গর্ভগৃহে ঢোকার মুখে সিঁড়ির ধারে পাণ্ডারা থাকে, ডাণ্ডা মেরে বলে টঙ্কা দিঅ। সেইটা থেকে সাবধান। ঝামেলাতেও যেও না, মারতে এলে মাথা সরিয়ে নিও। তা হলেই হবে। আদারওয়াইজ দেখার জন্য মন্দিরটা ফ্যান্টাস্টিক।
  • kc | ১৮ মার্চ ২০১১ ১০:৩৩ | 89.203.49.18
  • ইনফ্যাক্ট কোলাঘাটের ব্রীজ থেকে বালাসোর অবধি রাস্তাটাই এখন ঝামেলার। তবে এখন ভোটের বাজার বলে শান্ত থাকবে। হেপ্পি ছুটি।
  • Arijit | ১৮ মার্চ ২০১১ ১০:২৭ | 115.249.42.177
  • হুম্‌ম্‌ম্‌ম বেসিক্যালি খেতে আর ঘুমোতেই যাচ্ছি। মানে ডেরাইভারির পাশে যতটুকু সময় পাওয়া যায় আর কি।
  • sayan | ১৮ মার্চ ২০১১ ১০:২৫ | 98.225.200.39
  • স্বর্গদ্বারের আশেপাশে কোথাও একটা কিউটমত ছোটমত হোটেল ছিল পুলিনপুরী বলে। এখন আছে না উঠে গেছে কে জানে!
  • Arpan | ১৮ মার্চ ২০১১ ১০:২৫ | 122.252.231.10
  • হ্যাঁ, রাস্তাটার নাম মনে পড়েছে। চক্রতীর্থ রোড। পান্থনিবাস ওই রাস্তাতেই আসে। ওই রাস্তার শেষে জেলেদের বসতি। তার আগে ডানদিকে ফরেনার বিচ।
  • Arpan | ১৮ মার্চ ২০১১ ১০:১৯ | 122.252.231.10
  • আরে নামেই ফরেনার বিচ। মানে প্রধানত ফরেনাররা ঐখানেই যায়। আমরা ঐখানে গিয়েই তো নাইতাম।
  • Arpan | ১৮ মার্চ ২০১১ ১০:১৮ | 122.252.231.10
  • বাঙালি খাবারের ভালো ঠেক হোটেল সোনালি। মানে আমি যতদিন যেতাম তখন ঐটাই এক নং ছিল। এছাড়া স্বর্গদ্বারের কাছে বালানন্দ স্বামীর একটা ধর্মশালা আছে। দুপুরে আর রাতে অদ্ভুত সুন্দর নিরামিষ ভোজন করা যায়।
  • Arijit | ১৮ মার্চ ২০১১ ১০:১৭ | 115.249.42.177
  • ফরেনার বিচে ঢুকতে দেবে?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত