এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • r.h | ২৩ মার্চ ২০১১ ০৩:৩৬ | 198.175.62.19
  • কিরকম গা ছমছম করছে। এদিকে বড়ম'র কম্পুতে ভূত, ওদিকে ডিডিদার ছদ্মবেশে শিয়ালসুক্তোর রেসিপি দিচ্ছে কে, তারওপর হোগলবেড়িয়ার দৈববানী - কঠিন রহস্য। ছবিতে পষ্ট দেখা যাচ্ছে পাচক ঠাকুরের সঙ্গে আমি (সেল্ফ টাইমার দিয়ে তোলা ছবি), ঢিপির ওপর ডিডিদার সিল্যুয়েট, সামনে পড়ে আছে গুটিকয় শিয়ালের লেজ।

    ক'দিন ধরে আবার ব্যাঙদিরও দেখা নেই। আমার কেমন মনে হচ্ছে ব্যাঙদি গোপনে গড়িয়াহাটের ফুটপাথে ১৯৭৮এর আনন্দমেলা গুলো খুঁজে বেড়াচ্ছে। হাঃ হাঃ হাঃ।
  • Abhyu | ২৩ মার্চ ২০১১ ০২:৩১ | 128.192.7.51
  • ওরে আজকে যে আন্তর্জাতিক জল দিবস!
  • Blank | ২৩ মার্চ ২০১১ ০১:৩৪ | 203.99.212.53
  • যাই এবারে বাড়ি
  • Ishan | ২২ মার্চ ২০১১ ২৩:৫২ | 117.194.34.71
  • সোপ অপেরায়
    শেষ হয়ে যায়
    সঙ্গীত আর নর্তন।
    রাত বারোটায়
    টিভি জানালায়
    ঢেলা মারে পরিবর্তন।

    গুন্নাইট। ঃ)
  • kumu | ২২ মার্চ ২০১১ ২৩:৩৯ | 122.162.176.161
  • এই বড়মটা ভীতুর ডিম।ভূত বলে কিচ্ছু হয় না।
  • M | ২২ মার্চ ২০১১ ২৩:৩২ | 59.94.2.249
  • ভাট ও নিঃশব্দ,নিঝুম
  • M | ২২ মার্চ ২০১১ ২৩:২৭ | 59.94.2.249
  • কে য্যানো ফিসফিসাচ্ছে
  • M | ২২ মার্চ ২০১১ ২৩:২৬ | 59.94.2.249
  • ক্যামোন একটা ঠিন ঠিনে আবাজ পাচ্ছি য্যানো
  • M | ২২ মার্চ ২০১১ ২৩:২৫ | 59.94.2.249
  • ধ্যাৎ, ও তো এ এমে, পিএমে নেই,............... ভুতের কান্ড!!!! এদিকে আমি বাড়ীতে একা। বাবারেঃ(
  • kumu | ২২ মার্চ ২০১১ ২২:৫৯ | 122.162.176.161
  • সর্ষেতে তোমার পোস্তো পড়েছে ১০-০৪পিএমে।
  • M | ২২ মার্চ ২০১১ ২২:৪৩ | 59.94.2.249
  • ইকি!!! এইমাত্র একটা পোষ্টালাম, সেটা কোথায় ল্যান্ডালো?
  • aka | ২২ মার্চ ২০১১ ২২:৪১ | 168.26.215.13
  • জিমেলে গত এক ঘন্টায় কোন নতুন মেল নাই, আপিসের মেলে শুধু কয়েকটি অটো স্ট্যাটাস, ফেসবুকে গত দুই ঘন্টায় কোন আপডেট নাই, গুরুও তথৈবচ, আজই বোধহয় শেষের সে দিন।
  • kumu | ২২ মার্চ ২০১১ ২২:৪০ | 122.162.176.161
  • ন্না,ঠিকাছে,দোকানে বসেই লেকো।স্বয়ং মর্মপীড় তোমার সহায়,তবে আর ভয় কী?

    আরো হোক।
  • r.h | ২২ মার্চ ২০১১ ২২:৩৪ | 198.175.62.19
  • এহেন দুরাশা কেন যে করেন কুমুদি। জানেন আমার নরম মন, মানুষকে নিরাশ করে ব্যথা পাই।
  • kumu | ২২ মার্চ ২০১১ ২২:৩১ | 122.162.176.161
  • হুতো,অসাধারণ।
    আশাকরি, দোকানে বসে লিকচো না।
  • r.h | ২২ মার্চ ২০১১ ২২:১২ | 198.175.62.19
  • এটা একটু কাব্যিক, একটু যেন অমিত্রাক্ষরও।

    ভাটের দিকে একটু যেন চুপ
    চাপ চলেছে হয়তো আপিস জোড়া
    মাথার ওপর সোসন খরসান
    ঝুলছে বুঝি ডেমোক্লিসের খাঁড়া

    এমন সময় বুদ্ধি এলো ভারী
    বস চলেছে মুখটি তুলে তার
    শুধাই তাকে ও ভাই ম্যানেজার
    আজও তুমি পড়বে না হার্টক্রেন?
  • r.h | ২২ মার্চ ২০১১ ২১:১৭ | 198.175.62.19
  • সিরিয়াস, কেমন?

    দাদার রাঙা পায়ের কাদা নিয়ে ওগো কর্ণধার
    তোমার একলা পালের ছিন্ন নায়ে আমার কি দরকার
    আহা শেষের পাতে বাটারস্কচের উথলে ওঠা ধার
    ওগো ছয়টি রিপুর বরণমালায় ঐ এসেছে মার
    আমি মারের সাগর বিধির ডাগর আঁখির কোনে খার
    দেখেছি আর দেখেছি ক্রিকেট মাঠের দুই ছক্কা চার
    আমি সান্ধ্য হাঁটায় ঘুরতে গেছি ভবনদীর পার
    আমি সান্ধ্যভাষায় বলছি তারে আমার কি দরকার
    আমার এই ডুবেছে ঐ ভেসেছে বেদম গেছে ঝাড়
    আমার ছোট্ট পেগে হুইস্কি ঢালে, সাগরপারের মার
  • Du | ২২ মার্চ ২০১১ ২১:০৩ | 216.110.92.7
  • ভাবা যায়, টিমভায়া আসছে ডালাসে আর সাদার্ন হসপিটালিটির মুখে চুনকালি মাখিয়ে আমি কিনা যাচ্ছি শহর ছেড়ে? ধিক। আমাকে আর আমার অপিসকে।
  • aka | ২২ মার্চ ২০১১ ১৯:৪০ | 168.26.215.13
  • সব সে বড়া দাদা।
  • Arpan | ২২ মার্চ ২০১১ ১৯:৩৯ | 112.133.206.18
  • ফরিদাও তো দাদা।

    এক দাদাকে সুপারি দিতে চাজ্জন দাদা!
  • pharida | ২২ মার্চ ২০১১ ১৭:০৩ | 220.227.148.193
  • আমি সামান্য ডেরাইভার বই তো নই। পাঁচজন বড় আর দুটো কুঁচো নিয়ে ৫ সীটার পুরো সোনার তরী। তাই তো আরেকটি ডেরাইভারের খোঁজ করছিলাম - কেউ বল্লই না সে কথা ঃ(
  • aka | ২২ মার্চ ২০১১ ১৬:৫৯ | 24.42.203.194
  • যাঁহা যাঁহা পে তেল হো উঁহা উঁহা পেয়ে হামলোগ শান্তি কল্যাণ করেঙ্গে।

    ইহা কাহার বাণী?
  • kumudini | ২২ মার্চ ২০১১ ১৬:৩৫ | 59.178.157.193
  • ফরিদার সাথে আমি ভরতপুর যাবার ইচ্ছা প্রকাশ করেছিলুম,কিন্তু মহাকবি বাঙ্ময় নীরবতা দিয়ে আমায় প্রত্যাখ্যান করেন,ও নিজেরা বেইড়ে আসেন।
    কেডিদা,ডিডিদা,কল্লোলদা,রঞ্জনদা-ইত্যাদি দাদাদের অবগতির জন্য লিখে গেলাম।
  • pharida | ২২ মার্চ ২০১১ ১৬:২২ | 220.227.148.193
  • বেশ কিছু ব্যাপার ছিল না বলে হেব্বি ভালো ছিল -

    ১) খুব সকালে বেরোন হল বলে খুব কম ট্রাফিক পেলাম।
    ২) মোটামুটি অফ সীজোন শুরু হয়ে গেছে তার ওপর হোলি তাই হোটেল-পত্তর খালি। RTDC র হোটেলে খাতির ও পেলাম।
    ৩) ফতেপুর সিক্রি, কেবলদেও ন্যাশনাল পার্ক আর দীগ প্যালেসে সব কিছুই ফাঁকা ফাঁকা, আরামসে ঘোরা গেল।
    ৪) আগে থেকেই হোটেলাঅলা বলে রেখেছিল হোলির দিন লাঞ্চ দেবে না - কাজেই লাড্ডু কচুরি আর রাবরি দিয়ে জীবনে প্রথম একটি রোব্বার দুকুরে নিরামিষ খেলাম।

    অনেক পাখি ছিল, তারা পোজ দিচ্ছিল, কিন্তু আমার ক্যামেরায় বেশির ভাগই উঠল না। ছবিতেও বেশির ভাগ নিরামিষ গাছ পালা।
  • kumudini | ২২ মার্চ ২০১১ ১৬:০৯ | 59.178.153.70
  • ফারিদা,ভরতপুর ট্যুর ক্যায়সা রহা?
  • pharida | ২২ মার্চ ২০১১ ১৬:০৬ | 220.227.148.193
  • সিকি কল্লে ফিক
    ভাটপড়াতে সব্বই চুপ

    রেল করে ঝিক ঝিক।
  • siki | ২২ মার্চ ২০১১ ১২:২৩ | 123.242.248.130
  • ঃ)
  • shrabani | ২২ মার্চ ২০১১ ১১:৫৭ | 124.124.86.85
  • শমীকের তো সাহস মন্দ নয়, পুরো খোলা পাতায় কনফেশন। কোনো ভয়ডর নেই এক্কেবারে!
  • arindam | ২২ মার্চ ২০১১ ১০:৪৩ | 121.242.12.27
  • ওবামা কী শান্তির জন্য নোবেল পেয়েছিল? আমি জানতাম "নতুন মুখ' বিভাগে নোবেল পেয়েছে...
    শান্তির দূত...
    ঃ)
  • Sibu | ২২ মার্চ ২০১১ ১০:৩১ | 173.117.33.95
  • আর গদ্দাফির হাত থেকে সিভিলিয়ানদের বাঁচানোর জন্য বোমা মেরে তাদের আগেই মেরে ফেলা হচ্ছে। মরা লোকেদের তো আর গদ্দাফি মারতে পারবে না।
  • Sibu | ২২ মার্চ ২০১১ ১০:২৮ | 173.117.33.95
  • হ্যাঁ, লিবিয়াতে শান্তি-কল্যান হচ্ছে।
  • Sibu | ২২ মার্চ ২০১১ ১০:১২ | 173.117.33.95
  • উপেন্দ্রকিশোর বলে গেছেন ব্যাঙভাজা রাজাদের খাবার (টুনটুনির গল্প পশ্য)।
  • i | ২২ মার্চ ২০১১ ১০:০২ | 137.157.8.253
  • টইএর উত্তর ভাটে দিলাম। রঙীন সুতোয় জট না ফেলাই ভালো। বিশ্বকর্মা পুজো এখনও ঢের ঢের দূরে...

    রঞ্জনদা আমাকে এমন লজ্জায় ফেলে দিলেন যে কি লিখব ভেবে পাচ্ছি না।

    নিনা... দিদি ডেকেই ফেলি কি বলেন? দিনটা ভালো মনে হচ্ছে।
    নিনাদিদি,
    তিনি কবে ধরা দেবেন আমি জানি না। আপাততঃ পড়ছি।
  • Arpan | ২২ মার্চ ২০১১ ১০:০১ | 122.252.231.10
  • কালকের ভূমিকম্পের খবর (সংবাদপত্র থেকে):

    কাঁপল কাশ্মীর, দিল্লি, পাকিস্তান
    সংবাদসংস্থা • শ্রীনগর ও ইসলামাবাদ

    সোমবার দুপুর ২ টো ৫৫ নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠল কাশ্মীর উপত্যকা ও পাকিস্তানের বিভিন্ন এলাকা। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূকম্পন অনুভূত হয় দিল্লিতেও। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৭।
  • siki | ২২ মার্চ ২০১১ ০৮:৪০ | 123.242.248.130
  • একটা জিনিস ভেবে কিন্তু বেশ আমোদ লাগছে। একজন নোবেল শান্তি লরিয়েট লিবিয়ার ওপর দুমদাম রকেট বোমা মিসাইল ছুঁড়ছে শান্তিস্থাপনের উদ্দেশ্যে।

    ওঁ শান্তি।
  • siki | ২২ মার্চ ২০১১ ০৮:৩৯ | 123.242.248.130
  • কৃষি শিল্প দুই বোন, হাসি আর খুশি। -- এ তো বিখ্যাত উক্তি। এসব কোচ্চেন কি আর এই ভোটের মুখে করতে আছে?

    দে, চাট্টি নকুলদানা দে। খেয়ে একঢোঁক জল খাই। মাম্মাম্মা ...
  • kc | ২২ মার্চ ২০১১ ০৮:৩৫ | 89.203.49.18
  • ব্রতীন আর অক্ষদাকে দেখা যাচ্ছেনা কেন?
  • aka | ২২ মার্চ ২০১১ ০৭:৫১ | 24.42.203.194
  • ব্যাং নয় ব্যাঙ।
  • rimi | ২২ মার্চ ২০১১ ০৭:১৭ | 24.42.203.194
  • ব্যাং এসে তোদের ক্যালাবে!!!!!
  • aka | ২২ মার্চ ২০১১ ০৫:৩১ | 24.42.203.194
  • ব্যাঙ ঠ্যাং খুব ভালো, দিব্য। বড় ভালো খেতে।
  • Abhyu | ২২ মার্চ ২০১১ ০৪:৩২ | 128.192.7.51
  • না কইলেই বা কি হত? আমি লিচ্চয় খাইসি। এতো বার চাইনীজ বুফেতে খাইসি আর ব্যাংঠ্যাং খাই নাই - হতি পারে?
  • hari | ২২ মার্চ ২০১১ ০৪:২৯ | 151.141.84.191
  • গত বচ্ছর আরেকটু হলেই আমি একবার ব্যাঙভাজা খেয়ে ফেলেছিলাম পেরায়। উফ। মুচ্‌মুচে করে ভাজা ঠ্যাং, চিকেনের কোনো নতুন রকম ভেবে পাতে নিয়েছিলাম এক চৈনিক বিপণীতে, জুত করে বসে সবে সুপ খাচ্ছি, পাশে ছিলো বর্মীবাক্সো থুরি থুরি বর্মী বন্ধু থিজা, সে কইলো ফ্রগ লেগ নিছিস? খুব ভালো, খা খা। উফ, একচুলের জন্য বেঁচে গেলাম, সে যদি টাইমমতো না কইতো?
  • hari | ২২ মার্চ ২০১১ ০৪:২৫ | 151.141.84.191
  • কুমীরে ও হতে পারে। ঃ-)
  • Abhyu | ২২ মার্চ ২০১১ ০৩:৪৮ | 128.192.7.51
  • আমিও জলে লুকোনোর কথাই জানতাম। তবে হুতোকে বলা যায় একবার বিষব্যাংকে জিজ্ঞাসা করে নেওয়ার জন্যে।
  • achintyarup | ২২ মার্চ ২০১১ ০৩:৪৫ | 59.93.244.111
  • ওঃ, আমি জানতুম হরিৎ-এ অর্থাৎ কিনা বনজঙ্গলে, লুকোল
  • Abhyu | ২২ মার্চ ২০১১ ০৩:৪৫ | 128.192.7.51
  • বেশ। সাথে একটু কফি।
  • SS | ২২ মার্চ ২০১১ ০৩:৪৩ | 131.193.195.134
  • এইয়ো, খাবো না বলিনি। উত্তর দিতে দেরি হল।
  • SS | ২২ মার্চ ২০১১ ০৩:৪২ | 131.193.195.134
  • না, ওটা হরিৎ নয়। 'হরি'তে মানে 'জলে'। অর্থাৎ ব্যাঙ সাপকে দেখে জলে লুকোলো।
  • Abhyu | ২২ মার্চ ২০১১ ০৩:৪১ | 128.192.7.51
  • "কৃষি শিল্প দুই বোন, হাসি আর খুশি।" কার উক্তি?
  • Abhyu | ২২ মার্চ ২০১১ ০৩:৩৭ | 128.192.7.51
  • টিমাটিম ফিটফিট কেউ খাবে না? তাহলে ওটা মিঠুনের জন্যি তোলা রইল।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত