তোমার কাছ থেকে তো গুরুর পক্ষ থেকে সাহায্যের আবেদন করা হয়েছিল। তুমি করতে ইচ্ছুক মনে হয়েছিল বলে। তোমার পক্ষ থেকে সবটাই 'গুরুর কাছে 'দাবি'' এমনটা জানা ছিল না। ঃ)
pi | ১৭ মার্চ ২০১১ ০০:৫১ | 72.83.77.254
এক মিনিট। গ্রুপ জয়েনিং রিকোয়েস্ট যে তোমাদের এসেছে, এতো সেদিন ই বলেছিলে। সেদিন সেটা তো অবিশ্বাস করিনি যে আজ তার স্ক্রীনশট দিতে হবে। চাই ও নি। বারবার ই বলছি, কীকরে করা যায়, ফেসবুকে সেরকম কোন অপশন দেখা যায়নি। তুমি বল্লে ফেসবুকে ঢুকে একটু সড়গড় হয়ে দেখবে। আজকেও সেটাই জানতে চেয়েছিলাম। মানে, তোমার থেকে গ্রুপের জয়েনিং ইনভাইটেশন রিকোয়েস্ট পাবো বা সেটা কীকরে পেতে হয় জানবো ভেবেচিলাম।
তুমি নিজেই যেকোনো টেস্ট গ্রুপ খুলে বলে দাও না। এক মিনিট লাগে তো গ্রুপ খুলতে ঃ)
গুরুর প্রোফাইল থেকে গ্রুপ খুলতে গেলে মাত্র দুটো অপশন ই সেট করতে দ্যায়। আবারো চেক করলাম। নতুন গ্রুপ দিয়ে। এক। এটা ওপেন না ক্লোসড গ্রুপ হবে। দুই। কারা কারা মেম্বার হিসেবে 'অ্যাডেড' হবে।
kc | ১৭ মার্চ ২০১১ ০০:৪৪ | 89.203.49.18
''আগের দিন একটা মুড়িঘণ্ট খেয়েছিলাম। ওটা সত্যি হেভেনলি খেতে ছিল।''
Arpan | ১৭ মার্চ ২০১১ ০০:৪২ | 122.252.231.10
এইটা মনে হয় কোন অ্যাপ্লিকেশন স্পেসিফিক নয়। আমার অ্যাকাউন্টে কোন অ্যাপ্লিকেশন নেই।
এইবার গুরুতে এই অপশন কেন দিচ্ছে না, সেইটা আমি জানি না। জানার মাথাব্যথাও নেই। যে গ্রুপটা বানিয়েছে সে জানবে। মানে তার জানার কথা। হয়ত গ্রুপ বানাবার সময় কিছু সেটিংস সেট করতে হয়। না হলে অন্য কিছু হবে। ফেসবুকের হেল্পডেস্কে ফোন করলে বলে দেবে।
তো, সে কারণ যাই হোক না কেন, বলার কথা এই যে, ফেসবুক এইরকম অপশন দেয় না এই পৌনঃপুনিক প্রচারটি অসার।
ফেসবুকবিরোধী আন্দোলন গড়ে তোলার ডাক এই সেদিনই দেওয়া হয়েছিল। আন্দোলন প্রসঙ্গে বিপ্লব কথাটির অবতারণা হয়েছে।
ব্যস, এই বিষয়ে আমার তরফ থেকে আর কিছু বলারও নেই, প্রমাণেরও নেই।
Nina | ১৭ মার্চ ২০১১ ০০:৪১ | 68.84.239.41
পাই, তোর গলা শুখিয়ে গেছে--এই নে একটু জল খা---আমি যাই দেখি গা ও তে কি হল আজ
pi | ১৭ মার্চ ২০১১ ০০:৩৪ | 72.83.77.254
আরে এটা কীকরে করা যায়, সেদিন থেকে সেটা জানতে চাইছি তো ! এটা পাওয়া গেলে ক্যানো করা হবেনা ? ফেসবুক এরকম কোন অপশন ঔনার বা অ্যাডমিনকে দ্যায় নি। বা তাদের পক্ষ থেকে এরকম কোনো অপশনকেই ব্লক করা হয়নি। তোমাকে অ্যাডমিন অ্যাক্সেস দিচ্ছি, নিজে চেক করে নিতে পারো। আর আমি বা গুরু আরো যে গুচ্ছ খানেক গ্রুপে যুক্ত, তার কোনোটা খুল্লেই এরকম কিছু দেখায় না। স্ক্রীনশট পাঠাতে পারি।
তবে এর সাথে বিপ্লব করা বা না করার কী সম্পর্ক সেটা অবশ্য তুমি ই জানো ঃ)
aka | ১৭ মার্চ ২০১১ ০০:৩১ | 168.26.215.13
এত প্রথম একটা সফটওয়ার দেখলাম ১০০% হবার পরেও লোড হয়।
Arpan | ১৭ মার্চ ২০১১ ০০:৩০ | 122.252.231.10
** ক্ল্যারিফিকেশনঃ
৩) ঐ লিংটায় ক্লিকালে ফেসবুকের বন্দুকদের ইনভিটেশন পাঠানোর অপশন আসে।
Arpan | ১৭ মার্চ ২০১১ ০০:২৯ | 122.252.231.10
ঘুমুতে যাবার সময় হল। তার আগে যা বলতে চেয়েছিলামঃ
১) এইটা আমার ফেসবুক অ্যাকাউন্টের স্ক্রিনশট। ২) স্ক্রিনপ্রিন্টে খোয়াব নামে একটি গ্রুপ দেখা যাচ্ছে, যার কিনা আমি অনলাইন সদস্য। সেই গ্রুপের লোগোর ছবির নিচে পরিষ্কার ইনভাইট করার লিং দেখা যাচ্ছে। ৩) ঐ লিংটায় ক্লিকালে ফেসবুকের বন্দুকদের অ্যাডানো যায়। ৪) বন্দুক তার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করলে সে জয়েন করার কনফার্মেশন দেখতে পাবে। এইবার জয়েন করা বা না করা সম্পূর্ণ তার মর্জি।
এই হল বিত্তান্তো। এই দাবিটুকু আমার গুরুর থেকে ছিল। বিপ্লব না করেও এইটুকু করা যায় বলে মনে হয়।
(ঘুমুতে গেলাম)
aka | ১৭ মার্চ ২০১১ ০০:২৭ | 168.26.215.13
এই তক্কোটা এত টেকি যে পার্টিসিপেট করতে পারছি না, একটু তৃণমূল স্তরে নামিয়ে আনলে মূল্যবান মতামত দিতে পারতাম।
pi | ১৭ মার্চ ২০১১ ০০:২৫ | 72.83.77.254
হ্যাঁ।
Arpan | ১৭ মার্চ ২০১১ ০০:১৫ | 112.133.206.18
আচ্ছা, স্ক্রিনপ্রিন্ট নিচের লিংকে আছে। এইটা কি দেখা যাচ্ছে? আগে কনফার্ম করো, তারপরে বাকি বৃত্তান্ত বলছি।
এই ইনভাইট করার অপশন পাওয়া গেলে তো খুব ই সুবিধার। ফ্রেণ্ড লিস্টের সবাইকে একসাথে রিকোয়েস্ট পাঠানো ধরে ধরে অ্যাড করার থেকে অনেকে কম সময় ও পরিশ্রম সাপেক্ষ। লোকজনের জন্য ও ভালো। কিন্তু খারাপ হল, ফেসবুকে সেরকম কোনো অপশন নেই। আলাদা করে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করে করতে পারলে আলাদা কথা। ঐ যে ই-হাউ পাঠিয়েছিলে। আমি ভেবেছিলাম, তুমি ওটাই টেস্ট করে দেখবে।
pi | ১৭ মার্চ ২০১১ ০০:০৫ | 72.83.77.254
গ্রুপ ঔনার বা অ্যাডমিনকে ও কাউএ 'অ্যাড' করা ছাড়া আর কোনো অপশন দেখায় না। গ্রুপের যেকোনো সদস্যের ক্ষেত্রেও তাই। অ্যাড মানে সে ব্যক্তি সোজা অ্যাড হয়ে গেলেন ও তাঁর নোটিফিকেশন সেটিং অনুযায়ী সেই সংক্রান্ত মেইল পাবেন। সেখানে সব লেখা থাকে, কী করা যাবে। গ্রুপের আপডেট বন্ধ করতে চাইলে কী করা যাবে ইত্যাদি। ক্লিক করলেই গ্রুপ থেকে নিজেকে সরিয়েও নিতে পারেন। একবার কেউ নিজেকে সরিয়ে নিলে তাকে আর কেউ অ্যাড করতে পারেনা। যদি না সে আবার নিজেই জয়েন করার রিকোয়েস্ট পাঠায়। ব্যাপারটা এরকম।
Arpan | ১৭ মার্চ ২০১১ ০০:০২ | 122.252.231.10
আই রেস্ট মাই কেস বলার আগে একটা স্ক্রিনপ্রিন্ট পাঠাবো। তারপরে তোমার যা ইচ্ছে তাই বোলো সেটাকে।
মনে হয় ফালতু সময় নষ্ট হচ্ছে।
pi | ১৬ মার্চ ২০১১ ২৩:৫৯ | 72.83.77.254
কোনটা ফরোয়ার্ড করলে ?
pi | ১৬ মার্চ ২০১১ ২৩:৫৮ | 72.83.77.254
টু বি মোর ইলাবোরেট, তুমি যেটা পাঠিয়েছো, সেটা গ্রুপে আসার জন্য রিকোয়েস্ট, এটা তো পাঠানো ই যায়। প্রচুর আসে। দেখে শুনে অ্যাক্সেপ্ট করা হয়। আর সেদিন যা নিয়ে তর্ক হচ্ছিল, তা হল, গ্রুপে আসার জন্য গ্রুপ থেকে কাউকে রিকোয়েস্ট পাঠানো যায় কিনা। ফেসবুকে সেরকম কোনো অপশন রাখেনি। গ্রুপে 'অ্যাড' করা যায়, আসতে 'ইনভাইট' করা যায়না। ভেবেছিলাম, তুমি এই ইনভাইট করার অপশন টা খুঁজে বের করবে বলে রিকোয়েস্ট পাঠালে। গ্রুপের যে কোনো সদস্য অন্য কাউকে অ্যাড করতে পারেন। ইনভাইট করতে পারেন কিনা সেটাই দেখার।
Arpan | ১৬ মার্চ ২০১১ ২৩:৫৭ | 112.133.206.18
ধরে নাও এই ক্ষেত্রে আমি গ্রুপ ঔনার/অ্যাডমিন।
Arpan | ১৬ মার্চ ২০১১ ২৩:৫৬ | 122.252.231.10
ও বুইছি। এবার বল আমি পাইবাক্সকে ফরোয়ার্ড করলাম আর পাই সেটা অ্যাক্সেপ্ট করল। এইটা রিকোয়েস্ট না ইনভিটেশন?
pi | ১৬ মার্চ ২০১১ ২৩:৫৩ | 72.83.77.254
টু বি প্রিসাইস, আকাদা যা কইলো ঃ)
pi | ১৬ মার্চ ২০১১ ২৩:৫৩ | 72.83.77.254
দুটো পুরো উল্টো ঃ)
aka | ১৬ মার্চ ২০১১ ২৩:৪৬ | 168.26.215.13
একটা পুশ আর অন্যটা পুল।
Arpan | ১৬ মার্চ ২০১১ ২৩:৪০ | 112.133.206.18
টু বি প্রিসাইসঃ "গ্রুপে জয়েন করার জন্য রিকোয়েস্ট' আর 'গ্রুপে আসার জন্য ইনিভিটেশন' এই দুইয়ে কী তফাৎ?
Arpan | ১৬ মার্চ ২০১১ ২৩:৩৬ | 112.133.206.18
তোমাকেই তো পাঠিয়েছি। রিকোয়েস্ট আর ইনভিটেশনে কী তফাৎ?
pi | ১৬ মার্চ ২০১১ ২৩:২৭ | 72.83.77.254
আরে সে তো ঐ গ্রুপে জয়েন করার জন্য তোমার রিকোয়েস্ট। সেতো এসেছে ও অ্যাক্সেপ্ট ও করা হয়ে গেছে্হ। কিন্তু গ্রুপে আসার জন্য অন্য কাউকে কীকরে ইনভাইটেশন পাঠনো যায় ? তুমি কি কাউকে সেটা পাঠাতে পারলে ?
Arpan | ১৬ মার্চ ২০১১ ২৩:১৯ | 122.252.231.10
এখন একটু ব্যস্ত আছি। আপিসের সোসন চলছে। চেক করে জানিও। পরে দেখে নেবো।
Arpan | ১৬ মার্চ ২০১১ ২৩:১৮ | 122.252.231.10
পাই, ইনভিটেশন গুরুচন্ডালি কলিকালকে পাঠিয়ে দিয়েছি সেই কবে।
pi | ১৬ মার্চ ২০১১ ২৩:০৭ | 72.83.77.254
ব্যাংদি, ওদের স্কুলে কীধরণের খেলাধূলার অপশন থাকে ? এগুলো কি স্কুলে খেলার ক্লাশের পার্ট না ? অথচ কমপালসরি ? তবে, আমিও বাপু ভাল মাসি। অত চাপ টাপ দিওনি। যদি বুঝে যাও যে জিনিসটা বুঝে গেছে, তালে ছাড়ান দাও। ছোটোবেলার নম্বর টম্বর, রেজাল্ট টেজাল্ট নিয়ে পরে কিস্যু আসে যায় না।
অর্পণ, ফেসবুকের গ্রুপে ইনভাইট করার অপশন পেলে ?
pi | ১৬ মার্চ ২০১১ ২৩:০২ | 72.83.77.254
একটা কথা বাদ গ্যালো। অন্য ফোরামেও যখন এই প্র্যাকটিশ টা দেখি, অন্য কোন পাতার লোকজনকে নিয়ে জেনেরেলাইজ করে খিল্লি, খিস্তি, খোরাক, সেটাও আপত্তিকর ই লাগে।
আর, সমালোচনা আসাটা খুব দরকার বলেই মনে হয়। কিন্তু অহেতুক খিস্তি, খিল্লি, ব্যক্তি আক্রমণ আর আঘাত না দিয়েও তো সেটা করা যায় ঃ)
pi | ১৬ মার্চ ২০১১ ২২:৫৭ | 72.83.77.254
তিলদা, একটা প্রশ্ন ছিল। এই বি এ , এম এ ডিগ্রী গুলোকেই কি আপনি যোগ্যতার একমাত্র মাপকাঠি মনে করেন ? বা, আদৌ এগুলো কোন মাপকাঠি হতে পারে কি ? আর এক্ষেত্রে আমি যেকোনো বিষয়ের জন্য যোগ্যতার কথাই শুধু জিগাচ্ছি না, শিক্ষাগত ক্ষেত্রে যোগ্যতা পরিমাপের জন্য ও কতটা ভালো মাপকাঠি ?
pi | ১৬ মার্চ ২০১১ ২২:৪৮ | 72.83.77.254
পিছিয়ে গিয়ে অনেক পড়া করলাম। এবং ঘেঁটে গেলাম। ঃ(
যা বুঝেছি ঃ ১। বাংলা লাইভের 'লোকজন' বা 'পোস্ট' নিয়ে এখানে খোরাক, খিল্লি, মন্তব্য করা হবেনা বলে কোনো এক রকম 'কনসেনশাস' হয়েছিল, এখানে যাঁরা লেখেন , তাঁদের মধ্যেই। সেটা গুরুর কোনো পলিসি না। 'কনসেনশাস' নিয়েও এখনো প্রশ্ন থাকতে পারে। আচ্ছাম ধরে নিলাম, প্রশ্ন নেই। এ নিয়ে আমার ও কোন আপত্তি নেই। বরং কনসেনশাস চাইলে আমিও বলব অন্য ফোরামের লোকজন বা পোস্ট নিয়ে এ পাতায় খিল্লি, খোরাক, বক্রোক্তি, কটূক্তি না করাই ভালো।
২। অন্য পাতায়/কোথাও 'প্রকাশিত' 'লেখা' নিয়ে এখানে আলোচনা হবেনা, এরকম কোনো 'কনসেনশাস' হয়নি।
যা বুঝিনি ঃ ১। উপরের ১ এ বর্ণিত ব্যাপারটি লঙ্ঘিত হচ্ছিল মনে হয়েছিল বলেই তো আমি আপত্তি তুলেছিলাম। আর সেটাও অরিজিতদা ও আরো কয়েকজনের পোস্ট দেখে। অন্য কোন ফোরামের লোকজনকে নিয়ে জেনেরালাইজ করে নানাবিধ বিশেষণ দেওয়া দেখে।
মানে, এক্ষেত্রে তো তালে নিজেরা যেটাকে পলিসি বা কনসেনশাস বলেছো , সেটা নিজেরাই ভেঙ্গেছো ! ঃ) এইটি ঠিক বুঝলুমনি।
২। অন্য ফোরামে এখানে 'প্রকাশিত' 'লেখা' পোস্ট করা ও সেই 'লেখা' নিয়ে মন্তব্য এখানে না জানানো নিয়ে কোনো 'কনসেনশাস' হয়েছে বলে মনে হল না। মামু হোক কি অরিজিতদা বা আর কারুর পোস্ট পড়েই সেটা মনে হয়নি। এদিকে এবারের বিতর্ক সেই ধরণের লেখা নিয়ে মন্তব্য নিয়েই আর সেটাকে ঐ কনসেনশাসের দোহাই দিয়ে অনুচিত ইত্যাদি বলা হচ্ছে। এই ব্যাপারটি ও বুঝিনি।
এগুলো সব ই কনসেনশান্স নিয়ে বল্লুম। নেট 'ডেকোরাম' নিয়ে না। কারণ, যা বুঝলাম, এটি অতি অস্পষ্ট একটি ব্যাপার, লজিক্যাল একে্স্টন্শানে ওর থাবা 'প্রিয় কবিতা'র টই অব্দি গড়াতে পারেঃ)। কনটেক্স্ট ইন্ডিপেন্ডেন্ট কোনো হার্ড এন্ড ফাস্ট রুল যা সবের জন্য প্রযোহ্য, এরকম কিছু বানানো না-মুমকিন ই না, অর্থহীন ও । অতএব ঐ 'ডেকোরাম' দোহাই পেড়ে অন্যায় হয়েছে এরকম দাবীদাওয়া ও বেশ নড়বড়ে লেগেছে।
Nina | ১৬ মার্চ ২০১১ ২২:২২ | 68.84.239.41
যদিও এখন জন্মদিন এলেই মনে হয় যাহচ্চলে, আয়ু থেকে আর একটা বছর চলে গেল ---কিন্তু আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবদের ডাকগুলোতে মনটা ভরে যায়---সারাদিন দেদার খেয়ে খেয়ে আজ তাই ছুটি---ল্যাদ খাবার দিন ঃ-))
M | ১৬ মার্চ ২০১১ ২২:১৭ | 59.93.218.158
দিদিয়া, :P
ব্যাঙ, বাপরে, আমার ঋভুকেওতো এ লোড দি না এখনো, এ তো তোমারটার থেকে চার ক্লাস উপরে।তবে আমার ধারনা ছিলো এ ব্যাটা পড়াশুনার ধার দিয়েও যাবে না, ওদের স্কুলে চাপ দেওয়া এক্কেবারে হতোনা ফাইব অব্ধি। আমিও চেপে ধরিনি, সে অবিশ্যিই চেপে করানোর মাল নয়। তবে এখন দেখছি আস্তে আস্তে পড়াশুনাটা ভালোবাসছে, যেটা চাপ দিয়ে পড়ালে কখনই হতো না।
এসেছিলুম,এবার গেলুম।
byaang | ১৬ মার্চ ২০১১ ২২:০২ | 122.172.3.246
নীনাদি, ঃ-) জন্মদিন কেমন কাটালে?
Nina | ১৬ মার্চ ২০১১ ২১:৫১ | 68.84.239.41
এই যে ব্যাং , একটু আমার দিকেও তাকা মামণি----বলি আজকের দুনিয়ায় লেখাপড়া করে যে গাড়ী চাপা পরে সে, লেখা পড়া যে না করে , গাড়ী ঘোড়া সেই চড়ে ---
byaang | ১৬ মার্চ ২০১১ ২১:৪৫ | 122.172.3.246
অর্পণ, এই হপ্তার রোব্বারটা দেখেছিস! প্রায় সব কটা কভারস্টোরিই বেশ ভালো লাগলো। সিদ্ধার্থ পালের লেখাটা পড়িস, প্রায় সব কটা নামকেই চিনি এবং ঐ যেমন লিখেছে দোলের আগের দিন কলেজে হই হই করে এদের অনেকের সঙ্গে দোল খেলেছি। পড়তে পড়তে খুব পুরনো কথা মনে পড়ছিলো। তবে অনিন্দ্য একেবারেই লেখা বন্ধ করে দিয়েছে। ঃ-(
Nina | ১৬ মার্চ ২০১১ ২১:৪৫ | 68.84.239.41
ন্যাড়া, শোভাবাজারে থাকতেন। রামকুমার চট্টোপাধ্যয়ের বাড়ীর পাশে। বাংলা গানের জগতেও সুনামি --বছর শুরু হতে না হতেই সুচিত্রা মিত্র, পিন্টু ভট্টাচার্য্য , উৎপলেন্দু আর এখন বিমান মুখোপাধ্যায়!
pi | ১৬ মার্চ ২০১১ ২১:২৪ | 72.83.77.254
ভাটের কত্ত ব্যাকলগ জমেছে রে বাবা !
pi | ১৬ মার্চ ২০১১ ২১:২৪ | 72.83.77.254
সিকি, হুঁ।
nyara | ১৬ মার্চ ২০১১ ২১:২০ | 122.172.16.56
আমার মামা ইদানিং গল্পের লোভে প্রায়ই যেতেন শুনি। অহিরিটোলা না শোভাবাজার কোথায় যেন থাকতেন। আর যা হয়, পুরোন উত্তর কলকাতার লোকেরা ঠিক অমুকের-তমুক করে একটা লতায়পাতায় সম্পর্ক বের করে ফেলেন।
siki | ১৬ মার্চ ২০১১ ২১:১৯ | 122.162.75.170
এইবার মনে হয় বুঝতে পারছি। মূলত দূরদর্শনে, যে কোনও গায়কের সঙ্গে আলাপচারিতায়, রোগা করে পাকাচুল চশমা পরা ভদ্রলোক। তাই তো?
Baijayanta | ১৬ মার্চ ২০১১ ২১:১৫ | 58.137.132.4
বিমান মুখোপাধ্যায়কে শেষবার টিভিতে দেখি তাঁর অনেকদিনের বন্ধু মতি নন্দী মারা যাবার পরে। কাঁচের বাক্সের পাশে দাঁড়িয়ে একটা মালা হাতে শিশুর মত ডাকছেন- "অ মতি, মতি"।
kc | ১৬ মার্চ ২০১১ ২১:১২ | 89.203.49.18
বাংলা ব্যান্ড ছাড়া সব গানেরই শেষ এনসাইক্লোপিডিয়া। পুরোনো কলকাতা নিয়ে মজলিশী গল্পের না শেষ হওয়া স্টকের পাহাড় বিমান মুখোপাধ্যায়। বিমান মুখার্জী অথবা যামিনী গাঙ্গুলির কাছে বোধহয় সব প্রতিষ্ঠিত শিল্পীরাই কোনও না কোনও সময় গান শিখেছেন। কতশত না বলা গল্প যে হারিয়ে গেল ভগাই জানে।
byaang | ১৬ মার্চ ২০১১ ২১:১১ | 122.172.3.246
যাতায়াতও অনেক। তবে স্কুল অনেক আগেই ছুটি হয় আড়াইটে তে। কিন্তু ক্লাসের পরে একটা কোনো খেলা নিতে হয় স্কুলেই - অনেকগুলো খেলার অপশন থেকে। বাচ্চাদের ওবেসিটি এবং ডায়াবেটিসের হাত থেকে বাঁচানোর জন্য স্কুলের প্রয়াস। সেই সব সেরে বাড়ি ফিরতে দেরি হয়। কিন্তু বাড়ি ফিরে পাড়ার বন্ধুদের সঙ্গে ক্রিকেট না পেটালে তার শান্তি হয় না।
aka | ১৬ মার্চ ২০১১ ২১:১১ | 168.26.215.13
না এতক্ষণ বাইরে থাকতে মনে হয় চাকরি বাকরির জন্য। সাম্পান তো সাড়ে আটটা থেকে সাড়ে পাঁচটা বাইরে থাকে। কিন্তু ওদের দুপুরে প্রায় ঘন্টা দেড়েকের ন্যাপ টাইম থাকে।
pi | ১৬ মার্চ ২০১১ ২১:০৫ | 72.83.77.254
সাতটায় বেরিয়ে পাঁচটয় ফেরে ? অনেক যাতায়াত নাকি ? ক্লাস টু তেই এই ? বড় ক্লাসে কি আরো বেশি ?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন