এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • omnath | ১৪ মার্চ ২০১১ ১৭:২২ | 85.154.255.46
  • 1,510,000 রেজাল্ট দিল RFC forum দিয়ে খোঁজায়।

    একটা লিংক দাও, লিংকম্যান। এ তোমার কি অধঃপতন? ;-)
  • Arijit | ১৪ মার্চ ২০১১ ১৭:১৮ | 61.95.144.122
  • ট্রোল বলা উচিত অ্যাকচুয়ালি।
  • Arijit | ১৪ মার্চ ২০১১ ১৭:১৭ | 61.95.144.122
  • ও তো শুধু এক্সপ্লেইন করেছে। ট্রল একটা পরিচিত টার্ম।
  • dipu | ১৪ মার্চ ২০১১ ১৭:১৬ | 61.12.12.83
  • আমি আমাকেই খুঁজে পেলুম না! নতুন কিছু আপলোড না করলে কি কাউকে খুঁজে পাওয়া সম্ভব?
  • omnath | ১৪ মার্চ ২০১১ ১৭:১৬ | 85.154.255.46
  • ট্রল টাও বিশেষ বুঝলুম না। ওটা কি ঐ অ্যান্ড্রিউ হেনানের বক্তব্য?
  • Arijit | ১৪ মার্চ ২০১১ ১৭:১৪ | 61.95.144.122
  • নতুন টপিকে কেউ আসবে না। ২৯/৯-এর মতন টপিকও সবাই পাস দিয়েছে।
  • omnath | ১৪ মার্চ ২০১১ ১৭:১৪ | 85.154.255.46
  • তোর আইডি ঠিক আছে, কিন্তু তুই ফোরামে রেজিস্টার করিসনি বলে তোকে খুঁজে পাওয়া যায় না।

    নামিয়েছিস এরম ২-১ টা সিনেমা বল, তাইলে যাদি খুঁজে পাওয়া যায়।
  • omnath | ১৪ মার্চ ২০১১ ১৭:১২ | 85.154.255.46
  • বুন্তুডুম কি কোনো কোটিতে পড়ে?

    মাইরি আমার অত খোঁজার সময় নেই। আপিসের গুচ্ছ চাপ আছে, কমন পিসির কোলে বসে আছি দেখে এমনিতেই সবাই আড়ে আড়ে চাইছে। ভাবলাম আরেফসি টা একটু পড়ে নিয়ে ভবিষ্যতের তর্ক উপভোগ করব।
    হুম্‌ম্‌ম্‌ম্‌ম [ দীর্ঘশ্বাস ইমো ]

    লীচার দিয়ে কি? লাস্ট সীডার আর আগের লীচার দের PM করে দিবি। সবাই খুব সহৃদয়। তাছাড়া কেউ ** -এর সিনেমা বলে গালি দেয় না বলে আপলোডাররাও ডিমরালাইজড নয়। সবাই খুব হেল্পফুল।
  • m | ১৪ মার্চ ২০১১ ১৭:০৮ | 117.194.36.38
  • ওগো, আমি ভোটে লড়তে চাই।কেউ আছে এমন সহৃদয়!!
  • sinfaut | ১৪ মার্চ ২০১১ ১৭:০৬ | 203.91.193.7
  • একতো মনে থাকে না। তারউপর নামিয়ে তুলতে না তুলতে লিচার শূন্য হয়ে যায়। মহাচাপ। আমার এই নামেই আছে।
  • byaang | ১৪ মার্চ ২০১১ ১৭:০৫ | 122.172.20.74
  • আমিও তো কাগজ পড়েই বল্লুম, নতুন টপিকে নিয়ে আসার জন্যে।
  • dipu | ১৪ মার্চ ২০১১ ১৭:০৫ | 61.12.12.83
  • সিঁফোদা, কারাগারে তোমার আইডি কী?
  • byaang | ১৪ মার্চ ২০১১ ১৭:০৪ | 122.172.20.74
  • আমি ভাবলুম দেফু নাবাচক নম্বরে নেমে আসবে! ঃ-(
  • Arijit | ১৪ মার্চ ২০১১ ১৭:০৪ | 61.95.144.122
  • সব কাগজে বড় বড় করে বেরিয়েছে। বিগ ফিশ বলে কথা।

    পুরনো টপিকে ফিরি - **** ব্যবহার নিয়েঃ এটা একটা এথিস্ট ফোরামে পেলাম -

    Swearing/Cursing

    Fuck this, we're all adults here. (Or most of us are...)

    In all seriousness, some places have rules against swearing. We don't. We allow any kind of dirty word as long as it's not used to specifically attack another member. (Unless of course, in good humored jest.) Racial slurs will be met with appropriate mocking and repeated use of them could result in a banning. Some of us might have filthy mouths, but we don't condone bigotry.


    যদিও পুরোপুরি আনমডারেটেড ফোরামে এসব করা প্র্যাক্টিক্যালি অসম্ভব।
  • omnath | ১৪ মার্চ ২০১১ ১৭:০৪ | 85.154.255.46
  • কারাগার্গায় সমস্যা কেন? ফীচার্ড টরেন্ট থাকে তো !! তোকে খুঁজেই পেলাম না। আমায় একটা PM করে দিস।

    c ইজুকাল্টু চ ছিল তো। মামুর বাংলাএডিটর ডট জার ফাইলে। সেখানে লিখেও ইউনিকোডে কপি পেস্ট করা যায় বটে। তবে সেসবও প্রচুর খাটনির ব্যাপার। আর সেখানেও প্রচুর বাগ। তারচে অর্কুটে লেখাই ভালো, কোনো বাংলামোর চাপ নেই।
  • sinfaut | ১৪ মার্চ ২০১১ ১৭:০৩ | 203.91.193.7
  • যতদিন না এই চ্যালেঞ্জ আর অ্যাক্সেপ্ট এর দ্বিকোটিক ক্ষমতাবিন্যাসকে বুন্তুড়ুম করে দিলে, ততদিন তোমার ৫% হওয়া হল না। এমনকি, বুন্তুড়ুম করলেও সেটি নাও হতে পার, কারন, ৫% এর কোন গ্র্যাডুয়েশন নেই, ইহা এইমুহুর্তে, সময়াতীত, নচেৎ নহে। কিন্তু "কখনোই" নহে।
  • byaang | ১৪ মার্চ ২০১১ ১৭:০২ | 122.172.20.74
  • বাংলাপ্লেন দিব্যি অভ্যেস হয়ে গ্যাছে, এই বুড়ো বয়সে আবার নতুন কিছু শিখতে পারবো না।

    ওদিকে কেউ কি খবর রাখ, সাবির ভাটিয়া আজকাল কি করছেন?
  • Arijit | ১৪ মার্চ ২০১১ ১৭:০০ | 61.95.144.122
  • কীওয়ার্ড দিয়ে খোঁজ। RFC তো সবকিছুর হয় - টিসিপি/আইপি থেকে এই ফোরাম সংক্রান্ত ব্যাপার অবধি;-)
  • omnath | ১৪ মার্চ ২০১১ ১৬:৫৮ | 85.154.255.46
  • আমি ল্যালামোর স্তরটিকে চ্যালেঞ্জ করলাম। এতে কি প্রমাণ হয় আমি ৫%?

    গুগুল করে RFC খুঁজবো? 14,300,000 রেজাল্ট দিল তো !!
  • Arijit | ১৪ মার্চ ২০১১ ১৬:৫৭ | 61.95.144.122
  • অন্য একটা লিংক দিই বরং -

    http://www.flayme.com/troll/

    ;-)
  • sinfaut | ১৪ মার্চ ২০১১ ১৬:৫৭ | 203.91.193.7
  • কারাগার খুব চাপের জায়গা, টিকিয়ে রাখাই দায়।
  • 3a | ১৪ মার্চ ২০১১ ১৬:৫৭ | 61.12.12.83
  • এটা ঠিক, এই বাংলাপ্লেনে কিছু লিখতে হলে বাড়াবাড়ি রকমের টাইপ করতে হয়।

    c টা দিব্যি চ করা যেত। খামোকা লোককে ছ লিখতে তিনটে অক্ষর টাইপ করতে হচ্ছে। অথচ ক্ষ = x বা য় = y বা ও-কার দিতে স্রেফ o দারুণ আইডিয়া।
  • omnath | ১৪ মার্চ ২০১১ ১৬:৫৬ | 85.154.255.46
  • তখন বলবে সাইটে অভ্র ইন্সটলেশনের নিয়মবিধি দেওয়া নেই কেন? ১, ২, ৩ করে? আর অভ্র ডাউনলোডের লিংক উইথ ডাউনলোড জনিত খরচার রিইমবার্সমেন্ট ক্লেইম ফর্ম আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ইনপুটের অপশন। অ্যাকাউন্টে খরচা অটো-ডেবিট/ক্রেডিট হতে হবে।

    ব্ল্যাংকি তোর কারাগার্গার মেম্বারশিপ আছে? আমার একটা ইনভাইটেশন এক্সট্রা আছে।
  • Arijit | ১৪ মার্চ ২০১১ ১৬:৫৩ | 61.95.144.122
  • খোঁজ না, আমাকে দিতে হবে কেন?
  • byaang | ১৪ মার্চ ২০১১ ১৬:৫৩ | 122.172.20.74
  • আম্মো বসে আছি, দেফু কতয় গিয়ে থামে দেখার জন্য।
  • 3 | ১৪ মার্চ ২০১১ ১৬:৫২ | 61.12.12.83
  • র না।
  • omnath | ১৪ মার্চ ২০১১ ১৬:৫১ | 85.154.255.46
  • এইত্তো এখন অনেকটা ক্লিয়ার। একটা অক্ষর দিয়ে আ বা আ-কার লেখা যায় না বলেই গুচ্ছ লোক গুরুতে লেখে না। জলের মত সোজা। ইন্টারফেস না বদলালে কাগু বেচেই চালাতে হবে। সাইটে লোকে লিখবে না।

    আরেফসি-র কোনো লিংক দিয়েছিলে নাকি? মিস করে গেছি? আবার দেবে?
  • Blank | ১৪ মার্চ ২০১১ ১৬:৫০ | 170.153.65.102
  • বল লিখুন বরং
  • sinfaut | ১৪ মার্চ ২০১১ ১৬:৫০ | 203.91.193.7
  • এক্সপেক্টেশনকেই চ্যালেঞ্জ করলে সেটা ডাবল ল্যালা।

    তার্পর আছে, সেই চ্যালেঞ্জটাকে এক্সপেক্ট করা, তাতে ল্যালামো নেই।

    আবার, সেই এক্সপেক্টেশনের চ্যালেঞ্জের এক্সপেক্টেশনকে চ্যালেঞ্জ করলে তৃস্তরীয় ল্যালামো।

    এইভাবে ধাপে ধাপে এগোতে হবে।
  • siki | ১৪ মার্চ ২০১১ ১৬:৪৯ | 123.242.248.130
  • এটা র তো? ১-এর পরে আত্মপ্রকাশ, নাকি ০-র পরে?
  • Arijit | ১৪ মার্চ ২০১১ ১৬:৪৯ | 61.95.144.122
  • ইউনিকোড ভার্সনে অভ্র দিয়ে লিখলেই হল।
  • 4 | ১৪ মার্চ ২০১১ ১৬:৪৪ | 61.12.12.83
  • সেও তো দুআঙুল লাগবে। অভ্রর মত a টাইপালেই হয়ে গেলে ভালো হত।
  • Arijit | ১৪ মার্চ ২০১১ ১৬:৪৩ | 61.95.144.122
  • হ্যাঁ। আরএফসি-টার বঙ্গানুবাদ করা।
  • arindam | ১৪ মার্চ ২০১১ ১৬:৪২ | 121.242.12.27
  • সঠিক উত্তরদাতার জন্য কোন বিশেষ পুরস্কার আছে কি?
  • Arijit | ১৪ মার্চ ২০১১ ১৬:৪১ | 61.95.144.122
  • আওয়াজ দিতে খরচা হয় না, তবে নেটিকেট না মানলে চাপ আছে।
  • omnath | ১৪ মার্চ ২০১১ ১৬:৪০ | 85.154.255.46
  • shift A দ্যান
  • saikat | ১৪ মার্চ ২০১১ ১৬:৪০ | 202.54.74.119
  • ঈশানের পোথোম ধাঁধার উত্তর জানি। পরেরটার ভাবছি।
  • 5 | ১৪ মার্চ ২০১১ ১৬:৪০ | 61.12.12.83
  • বাংলাপ্লেনে আ-কার দেওয়ার জন্য aa টাইপ করাটা বড্ড বোরিং।
  • omnath | ১৪ মার্চ ২০১১ ১৬:৩৭ | 85.154.255.46
  • তা, অ্যানার্কিস্ট বা ল্যালা অবস্থান থেকে তো, যাহা কিছু "গুরু বলেছেন" তার সবকিছুকেই চ্যালেঞ্জ করার কথা। আরেফসি বা নেটিকেট / ডেকোরম ইত্যাদিকে চ্যালেঞ্জ করাটাই তো এক্সপেক্টিত? নাকি এটাও ঘাঁটা হল?
  • Ishan | ১৪ মার্চ ২০১১ ১৬:৩৫ | 122.248.183.11
  • আজকের ধাঁধাঃ

    ১। বইয়ের কপিরাইট কার কিকরে জানা যায়?
    ২। অন্যের কবিতা টুকে দিয়ে ঠিক কি কি ডেকোরাম ভঙ্গ করা হয়েছে?
  • arindam | ১৪ মার্চ ২০১১ ১৬:১৭ | 121.242.12.27
  • বানিজ্যিক ভাবে ব্যবহার করলে অন্য কথা তবে এই গুচ'র ক্ষেত্রে ঐসব কবিতা ছেপে কতটা বাণিজ্যিক সাফল্য লাভ করেছে গু চ তা তাদের প্রতিনিধিরাই জানে...
    একটু ভাল ভাল কবিতা পড়তাম তাও গেল...
    ঃ)
  • Arijit | ১৪ মার্চ ২০১১ ১৬:১৬ | 61.95.144.122
  • লেখকের থাকে না পাবলিশারের থাকে? সুনীল চাইলে একই উপন্যাস দুজনকে দিতে পারেন না (যদিও ঠিক এই অপকর্মটিই তিনি কয়েকবার করেছেন)।

    বই সম্পর্কে আমার ধারণা নেই, তবে পেপার (কনফারেন্স/জার্নাল)-এর ক্ষেত্রে পাবলিশারকে (যেমন স্প্রিঙ্গার, এফজিসিএস ইত্যাদি) কপিরাইট ফর্ম সই করে দিয়ে দিতে হয়।
  • h | ১৪ মার্চ ২০১১ ১৬:১৬ | 203.99.212.53
  • আমি আশংকিত। ইন্টারনেটে রাশি রাশি বাংলা পত্রিকায়, বা মতামতের সাইটে, গাঁতিয়ে সুনীল-শীর্ষেন্দু টুকতে আরম্ভ করবে কিনা, ভেবে।
  • shrabani | ১৪ মার্চ ২০১১ ১৬:১৫ | 124.124.86.85
  • আমার এটাই সমস্যা, যা বলতে চাই লোকে ঠিক বোঝে বলে মনে হয় না!ঃ(
  • Arijit | ১৪ মার্চ ২০১১ ১৬:১৪ | 61.95.144.122
  • দুই - কোনো পেপারে অথর হিসেবে নাম দেওয়া যাবে কিনা সেটাও আগে থেকেই জিগ্গেস করে নেয়। নর্মালি একটা পেপারে চার-পাঁচ জনের নাম থাকলেও অ্যাকচুয়ালি লেখে ওই এক দুজনই।
  • arindam | ১৪ মার্চ ২০১১ ১৬:১৩ | 121.242.12.27
  • অরিজিৎ
    কপিরাইট তো লেখকের থাকে তাইনা(ভুল জানি কী?) আর সেটাও মৃত্যুর ১০বছর পর উঠে যায়...
  • Arijit | ১৪ মার্চ ২০১১ ১৬:১২ | 61.95.144.122
  • মানে প্র্যাক্টিক্যাল কেস হল এই পেপার টেপার জমা দেওয়ার সময় একটা কপিরাইট ফর্মও সই করে জমা দিতে হয় - আর সেটা লেখকদের মধ্যে একজন দেয়। অন্য কেউ দিতে পারে না। তো এখানেও মনে হয় কেসটা তাই।
  • Arijit | ১৪ মার্চ ২০১১ ১৬:১০ | 61.95.144.122
  • না, এগুলো তো অলরেডি পাবলিক ডোমেনে আছে। বই পাবলিশারেরা কপিরাইট ভায়োলেশন নিয়ে চেঁচাতে পারে - যেমন সিনেমার প্রোডিউসারেরা টরেন্ট নিয়ে চেঁচায়। তাদের নিয়ে আমার মাথাব্যথা নেই।

    সিরিয়াসলি ভাবার চেষ্টা করছি নিয়মটা কি।
  • Ishan | ১৪ মার্চ ২০১১ ১৬:০৭ | 122.248.183.1
  • তাইলে কমরেড অজ্জিত, এই কবিতা টোকার বিরুদ্ধে গর্জে উঠুন। নিকটজনেরা করছে বলে পিছিয়ে যাবেন না। ঃ)
  • arindam | ১৪ মার্চ ২০১১ ১৬:০৭ | 121.242.12.27
  • শ্রাবণীর লেখা পড়ে মনে হল, অনেক আগে সুনীলকে এক জনৈক পাঠক প্রশ্ন করেছিল, আচ্ছা আপনি মা-কালী বা সরস্বতীকে নিয়ে যা বলেছেন তা ধার্মিক মানুষদের আঘাত করেছে। আপনি কী তাদের প্রশ্নের উত্তর দেবেন?
    সুনীলের উত্তরঃ ধার্মিক লোকের প্রশ্নের উত্তর দেব নিজস্ব যুক্তিতে কিন্তু ধর্ম উন্মাদরা আক্রমণ করলে পালাতেই হবে...
    ঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত