হ্যাঁ ওরা এখন একসাথে আছে ঠিকঠাক, কথা হয়েছে। প্রথমে তিনজনে তিন জায়গায় ছিল। ঘন্টা দশেকের প্রচেষ্টায় এক জায়গায় হয়েছে।
arijit | ১২ মার্চ ২০১১ ১০:৩৪ | 80.239.242.212
মোবাইল থেকে পড়াও টাফ, লেখাও টাফ। তাও মুখ সুড়সুড় করছে বলে লিখছি। এই বিষয়ে শেষ পোস্ট।
১) সুমনা নিউ ক্যাসলে প্র্রয়ই ব্রিজ ইনস্পেকশনে যেতো, আর প্রায়ই সারা রাতের কাজ, কারণ মেট্রো ব্রিজ ইনস্পেকশন শুধু রাতেই সম্ভব, যখন ট্রেন বন্ধ থাকে। ওখানে জেকবস বা স্কট উইলসনের মত অফিসে মেয়েদের জন্যেই এই ছোট সাইজের জুতো, জ্যাকেট থাকতো - যাতে কাউকে আনকমফর্টেবল জুতো পরে না যেতে হয়। এগুলো সেফটি শ্যু-ই। এই ব্যবস্থাটা না থাকাটা অব্যবস্থা, আর সেখানে হাই হিল জুতো গল্প আনা সিক মেন্টালিটি।
২ ইন্টারনেটে যে কোনো ফোরামের নিয়মগুলো একটু দেখে নেবেন - স্পেশ্যালি যারা ক্রস পোস্ট জাস্টিফাই করছেন। এই লেখা নিয়ে অন্য কোথাও আলোচনা করতে বাধা নেই - কিন্তু আলোচনাটা সেই নির্দিষ্ট ফোরামে থাকাই ইন্টারনেট ফোরামের কনভেনশন। আমি অন্য ফোরামের আলোচনায় ঢুকতে চাইলে সেখানে গিয়েই লিখবো, আর সেখান থেকে কেউ এই ফোরামে লিখতে চাইলে এখানেই লিখবেন - এটাই দস্তুর। প্রক্সি দিয়ে স্পেসিফিক পোস্ট পেস্ট করা ইন্টারনেট দেকোরামের পরিপন্থী। বেশ করেছি, ইচ্ছে করেছে তাই করেছি, আবার করবো - বলতেই পারেন, তবে মডারেটেড ফোরামে আপনাকে বের করে দেওয়া হবে, আর আনমডারেটেদ ফোরামে উল্টো বাওয়াল খেলে সোনা মুখ করে শুনতে হবে - কারণ দায় আপনার। গুরুর এডিটোরিঅল টিম এগুলো জানে না বলে মনে হয় না।
d | ১২ মার্চ ২০১১ ১০:৩২ | 14.99.18.242
আকা, তোমার আত্মীয়রা ভাল আছেন তো?
মিঠু, )))) তোমার যাদবজী তো রত্নবিশেষ।
স্যান, প্রথম প্রশ্ন নিয়ে কোনো ধারণাই নেই। হলেও খুবই টাফ হবে সম্ভবতঃ
তোমার দ্বিতীয় প্রশ্ন নিয়ে আমি কৌশিক সর্ব্বাধিকারীর কাছে খোঁজ করে জানাব।
aka | ১২ মার্চ ২০১১ ১০:২৮ | 24.42.203.194
জাপান বলেই এই যাত্রা সেরকম কিছু হল না। অন্য যেকোন দেশ বোধহয় শুয়ে যেত। ৮.৯ এখনও অবধি শুধু ম্যাগনিটিউদ ধরলে ৬ঠ।
shrabani | ১২ মার্চ ২০১১ ০৯:৫৩ | 59.94.99.210
ঠিক, তবে এ নিয়ে আর বেশী কিছু লিখতে চাইনা। না চেয়েও নিজের কথা অনেক বলতে হচ্ছে, যেটা আমি এখানে বলতে চাইনা। নিজের ওপরই বিরক্ত হচ্ছি, কলমের ডগায় এসব এসে যাচ্ছে বলে। অতএব গুরু বন্ধ করলাম।
sayan | ১২ মার্চ ২০১১ ০৯:৫৩ | 98.225.200.39
খুব স্বাভাবিকভাবেই কিছু গা চিড়বিড়ে জিনিষ জন্ম নিল। ঠান্ডা মাথায় একটা সুস্থ লেখার অসুস্থ প্যারাফ্রেজ করতে লোকে কী বদ্ধপরিকর!
santanu | ১২ মার্চ ২০১১ ০৯:৩২ | 82.112.6.2
প্ল্যান্ট পোস্টিং চাইলেও মেয়েদের so called আরামের পোস্টিং নিতে বাধ্য করা - এটাই বাধ্যতা।
ঠিক বুঝলাম?
shrabani | ১২ মার্চ ২০১১ ০৯:২৪ | 59.94.99.210
শান্তনু, ঐ যে আরামের জায়গায় পোস্টিং। চাইলেও সহজে মেন প্ল্যান্টে পোস্ট করতে চাইতনা কেউ নানা অসুবিধে বলে। আবারও, এটা আঠের বছর আগেকার কথা। এখন আমাদের এখানে মেয়েরা সংখ্যায়ও আগের থেকে বেশী এবং তাদের সোজা প্রজেক্ট সাইটে পাঠিয়ে দিতে কেউ দ্বিধা করেনা। বরং যারা যেতে চায়না তারা দরবার করে অফিসে বা ডিজাইনে কাজের জন্য তবে সে ছেলে মেয়ে দুইয়ের ক্ষেত্রেই প্রযোজ্য।
santanu | ১২ মার্চ ২০১১ ০৯:১৭ | 82.112.6.2
'মেয়েদের কাছে বাধ্যতা' - কোনটা?
shrabani | ১২ মার্চ ২০১১ ০৯:১৫ | 59.94.99.43
আমি আমাদের প্ল্যান্টের বাইরের প্ল্যান্ট দেখিনি, বিভিন্ন স্টেট ইউনিট বা প্রাইভেট যা অল্পস্বল্প ছিল আগে (এখন তো চারিদিকে আসছে, তবে পুরোপুরি আসতে এখনও বাকী)। কিছু বান্ধবীদের স্টীল প্ল্যান্টে কাজ করার অভিজ্ঞতা শুনেছি। কালই কর্তাকে এই লেখাটা মোটামুটি বোঝানোর চেষ্টা করে কমেন্ট গুলো বলছিলাম, খুব বিরক্ত হল, ম্যাচ দেখার মাঝে এসব উটকো ঝামেলা। তবে আমার বর সদা হাস্যময়, বিরক্তি বোঝা যায় না। শুনে মনে হল আমার জন্য একটু হালকা উদ্বেগ, আমি যদি মন খারাপ করি তাই। জিজ্ঞেস করল, "হু আর দিজ পিপল?"। আমি বললাম, "আমি জানিনা, চিনিনা।" বলল, "হোয়াই ডু ইউ বদার দেন?" আমি বললাম বদার নয়, জাস্ট একটু হালকা অস্বস্তি, চিন্তা মেয়েদেরই জন্য। সেফটী শ্যু যা পাওয়া যেত তা মেয়েদের সাইজে হতই না তো সে সময়ে। ইন ফ্যাক্ট স্টোরে ইস্যু করতে গেলে এটাই বলত, "এখানে মেয়েদের জন্য জুতো নেই।" সেফটী শ্যু সম্পর্কিত মন্তব্য শোনাতে আবার ভ্রু কোঁচকালো। এটা তো একটা জাস্ট এগজাম্পল ছিল যে মেয়েদের জন্য সে সময় প্ল্যান্ট তৈরী ছিলনা বোঝাতে।
শেষে বিরক্ত টা মুখে ফুটিয়ে বলল, তোমার কী কাম কম পড়িয়াছে, তুমি এইসব লেখার রোগের পাল্লায় পড়। প্রসঙ্গ বন্ধ করার পরে ১০ তারিখে পনের বছর কমপ্লীট করা জীবন সাথীকে একটা বড় থ্যান্কস দিলাম আমাকে এত বছর এভাবে সহ্য করার জন্য, বউকে আর কলীগকে সমান সম্মান দেওয়ার জন্য!ঃ)
shrabani | ১২ মার্চ ২০১১ ০৮:৫৭ | 59.94.99.43
আমাদের প্রায় তেইশটার মত পুরোপুরি কমার্শিয়াল প্ল্যান্ট, থার্মাল আর কমবাইনড সাইকেল মিলিয়ে, সারা ভারত জুড়ে। আরো অনেকগুলি ইরেকশন, কমিশনিং স্টেজে। এখন কর্পোরেটে থেকে সব জায়গার সঙ্গে যোগাযোগ, মাসে দুমাসে কোথাও না কোথাও যাই, অনেকের কথা শুনি অনেক রকম দেখি। পাওয়ার প্ল্যান্ট আমার প্যাশন, পোড়া গন্ধ, গরম এগুলো আমাকে জাস্ট অন্যরকম একটা ভালোলাগা দেয়। পুরুষবিদ্বেষী? যখন বাংলার শুভানুধ্যায়ীদের চোটে কাজ করার ইচ্ছে জোশ জুনুন সব প্রায় শেষ তখন শেষ চেষ্টা হিসেবে ট্রান্সফার নিয়ে গেলাম ছত্তিশগড়ে, ফীডব্যাক পেয়েছিলাম একজন সিনিয়রের কাছে, ভালো জায়গা। মনে হয়েছিল অবাঙালীদের দেশে আলাদা করে ঘরের মেয়ের দুঃখে দুখী হবার লোক কম পাওয়া যাবে (এটা বোঝা যাচ্ছে তো যে আমার ওপর দয়ায়, শারীরিক স্বাচ্ছ্যন্দের কথা ভেবে ট্রেনিং সেন্টার ইত্যাদি মেয়েদের পক্ষে সহজ কাজে পাঠিয়ে দেওয়া হচ্ছিল)।
সেখানে পাঞ্জাবী জি এম, জয়েন করতেই বললেন যাও ওদের মেন্টেনান্সে লোক দরকার। তুমি সিমুলেটর বা ট্রেনিং সেন্টার জাতীয় ঠান্ডা ঘরের ডিপার্টমেন্ট চাও না তো? ওখানে কোনো কাজ নেই সেরকম, এক্সট্রা লোকের দরকার, তুমি চাইলে আমাকে দিতে হবে কিন্তু কিস্যু শিখবেনা। ভদ্রলোক তার একবছর পরেই রিটায়ার করেন।
প্রথম কলীগ আমার কর্তা, অল্প সিনিয়র। বিভাগীয় বস আলাপ করিয়ে দেওয়ার পরই সঙ্গে নিয়ে কাজে, এদিক ওদিকের কথাবার্তার সময় নেই তখন, একটা ইউনিটের সিস্টেম ডাউন। জিজ্ঞেস করল শুধু ড্রইং বুঝে ট্রেস করতে পারব কিনা। এক মারাঠী টেকনিশিয়ান অন্যজন বিলাসপুরের বাঙালী, উৎসাহের সঙ্গে করে নিয়ে গেল স্টোরে মালটিমিটার হেলমেট আর দু একটা জিনিস ইস্যু করিয়ে দিল। কর্তামশাই তার দলবলের মধ্যে আমাকেও নিয়ে নিলেন, আমরা দুজনে এক একজন টেকনিশিয়ানকে নিয়ে এলাকা ভাগ করে প্রবলেম ট্রেস করতে থাকলাম। আমাকে শেখানো বা পারব কিনা সন্দেহ প্রকাশ করলনা একবারও।
এই টেকনিশিয়ান রা পরে হাতে করে কাজ শিখিয়েছে যখন শিখতে চেয়েছি। জীবনের কত পথে কতজনের সাহায্য শুভেচ্ছা ছাড়া অনেক কিছুর মত এ লড়াইও হতনা। পুরুষ বিদ্বেষী হতে যাব কোন দুঃখে? প্ল্যান্টের বাইরে মেয়েরাও কী ছেড়েছে নাকি, যখন আমাদের মত মেয়েদের জন্য তাদেরও কথা শুনতে হয়েছে যে ও তো করছে, ওরা কেন করেনি বা চেষ্টা করেনি!
কোনো কিছুই জেনারেলাইজ করা আমার একেবারে নাপসন্দ, সে বাঙাল ঘটি, পুরুষ নারী, বাঙালী অবাঙালী। ছেলেরাও অনেকে প্ল্যান্টের কন্ডিশনে চাকরি করতে চায়না, আরামের পোস্টিং চায়। সেরকম সব মেয়েরাই আরামের পোস্টিং চায়না। কিন্তু আমরা যখন শুরু করেছি, ছেলেদের কাছে এটা অপশন ছিল, মেয়েদের কাছে বাধ্যতা।
আবারও বলব, এ জিনিস সব ক্ষেত্রেই হয়ে আসে, এসেছে। আমি শুধু নিজের ক্ষেত্রটা উল্লেখ করেছি সেখানকার মেয়েদের এত বছরে কাছে থেকে জানি বলে, নিজেকে জানি বলে।
tatin | ১২ মার্চ ২০১১ ০৮:৪৩ | 59.98.192.18
শ্রাবণীদি, আমাদের ভালোলাগাগুলো ই আমাদের সবচাইতে বড় শত্রু
shrabani | ১২ মার্চ ২০১১ ০৮:২৪ | 59.94.99.43
লেখাটা লিখতে গেলে যে আমার কোয়ালিফিকেশন, এক্সপেরিএন্স ইত্যাদি দিয়ে জাস্টিফাই করতে হবে আগে ভাবিনি। প্রথম দিকে টইয়ে বলতে চেয়েছি তবে আলোচনার মোড় দেখে আমার তা নিস্ফল মনে হয়েছে, তাই আমার ব্যক্তিগত ইনফো জগতের সামনে রেখে অগ্নিপরীক্ষায় নামার কোনো দায় অনুভব করিনা। অক্ষ, আমি খুব সময় দিয়ে লিখিনি। মজদুরদের মহিলা প্ল্যান্টের ভেতরে কাজ করত, যখন সেভাবে কোনো আমাদের মত মেয়েরা ঢুকতে শুরু করেনি তবু তাদের জন্যও কোনো ব্যবস্থা ছিলনা, তাদের কথা সমাজ সরকার ভাবেনি একথা লিখেছি তো।
আমি লিখেছি আঠের বছর আগের কথা, এখন অবস্থার উন্নতি হয়েছে সেকথা তো বলেছি। পুরুষবিদ্বেষী? আজ অবস্থার উন্নতি হয়েছে সেটা তো মেয়েরা একক ভাবে আনেনি, আনা সম্ভবও হত না। মেয়েদের দেখে লোকজনে তাদের ওপর ভরসা করতে বিশ্বাস করতে পেরেছে, তারপরে বদলটা তারাই আনছেন, মেয়েদের পোস্ট করছেন সব জায়গায়।
তাতিন, ভালো না লাগলে কেউ বছরের পর বছরের কাজ করে যেতে পারে। কাজ ভালো লেগেছে বলেই তো টিকে থেকেছে/ছি, শত প্রতিকূলতায়ও সরে আসিনি। এই ১৩ই মার্চ, আঠের পূর্ণ হবে। অন্য কারো কথা জানিনা কিন্তু চাকরি শুধু মাইনে, স্বাচ্ছ্যন্দ (ঘরে ও কর্মক্ষেত্রে), সুবিধা এসব নয় সবার জন্যে, মনের মত কাজও এটা তো অনেকেই করে। এটা তো একটা চয়েসের ব্যাপার। আমি তো প্রথমাবস্থার কথা বলেছি, ধীরে ধীরে তো এগুলো বদলেছে সেটাও বলেছি, তবে সেই প্রথম দিকের মেয়েরা টিকেছিল, করে দেখিয়েছে বলেই - এটাই বলতে চেয়েছি। যেমন এখন আমাদের নতুন প্ল্যান্ট ডিজাইনের সময় থেকেই মেয়েদের টয়লেটের জায়গা নির্দিষ্ট থাকে।
আমি এদেশে পাওয়ার প্ল্যান্টের ইঞ্জিনিয়ার, সেখানের কথা জানি, অন্য সেক্টরের কথা কেউ না বললে জানবও না, জানলেও কতটা উপলব্ধি করব জানিনা।
kk | ১২ মার্চ ২০১১ ০৫:৩৮ | 65.111.172.186
আমার ইমেল থেকে কেউ যদি কোনো 'লিভ হেল্থ ক্লাব'এর ইনভিটেশন পান তো ডিলিট করে দেবেন। এটি একটি স্ক্যাম। আমি কারুকে কোনো ইনভিটেশন পাঠাইনি।
mita | ১২ মার্চ ২০১১ ০৪:১৯ | 173.73.20.133
পাইদিদি, তোর সময় মতন একবর ফোং করিস।
pi | ১২ মার্চ ২০১১ ০৪:০২ | 128.231.22.150
আমি নিয়ে নিয়েছি।
lcm | ১২ মার্চ ২০১১ ০৩:৫১ | 128.48.44.141
ওকে। প্রতিদিন দুপুর ১ঃ১০ (নিউইয়র্ক টাইম EST) গুরু-র সার্ভার রিস্টার্ট হয়। একটা মিনিট ৩-৪ এর সার্ভিস ব্রেক। ঐ সময়ের কিছু পোস্ট ....
Abhyu | ১২ মার্চ ২০১১ ০৩:৫১ | 97.81.105.103
কাল দুপুরে আজ্জো আসছে আমার বাড়ি। স্যালাড আর ব্রাউন রাইসের ভালো রেসিপি চাই।
pi | ১২ মার্চ ২০১১ ০৩:৩০ | 128.231.22.150
জগৎ নিরুত্তর ঃ(
pi | ১২ মার্চ ২০১১ ০৩:০৪ | 128.231.22.150
টইতে আপডেট না হওয়া পোস্টগুলোর কেউ একটু ব্যাক আপ নিয়ে রাখতে পারবে ? উইনিকোডে কপি পেস্ট করে রাখলেই হবে।
Du | ১২ মার্চ ২০১১ ০২:৫৮ | 216.110.92.7
ও মতামত টা হয়
r.h | ১২ মার্চ ২০১১ ০২:৫৭ | 198.175.62.19
আমার লাইনে, আজকাল বেশীর ভাগ ক্ষেত্রে ছেলেগুলো একটু খ্যাপাটে আর মেয়েগুলো বেশ ক্যাট হয়। তো সেই নিয়ে অনেক ডিস্ক্রিমিনেটিং তথ্য আছে তবে স্মাইলি সহ ঃ)। মানে টিমের অন্য লোকেদের রিসোর্স সংক্রান্ত চাহিদা, এবং ইন্টার্ভিউয়ারের অসহায়তা এইসব নিয়ে। তবে, যথারীতি, এইসব রাজনৈতিক ভাবে ভুল তথ্য আমি দেবো না ঃ)
kelo | ১২ মার্চ ২০১১ ০২:৫৪ | 117.254.241.28
ক্রোমের দোষ না। কালকের মত টই ঝুলে গেছে। আপডেট হচ্ছে না। ভাটিয়ালি অবশ্য ঠিক আছে। এই পোস্টটা আমি ক্রোম দিয়েই করলাম। যাই, শুয়ে পড়ি।
না না হয় তো। কলকাতায় আমি ক্রোমে গুচ করি। তবে নতুন কল পুরনো কল নিয়ে কি একটা কেস আছে।
Du | ১২ মার্চ ২০১১ ০২:৪২ | 216.110.92.7
chrome এ পোস্ট হয় না।
kelo | ১২ মার্চ ২০১১ ০২:৪০ | 117.254.241.28
কালকের মত আজও কিন্তু পোস্ট করলে বলছে Error Processing your submission.... Please try again. এবং থ্রেডটা লেটেস্ট পোস্ট দেখালেও ভেসে উঠছে না। ব্যাপার কি? আজ অবশ্য ব্যাকআপ রেখেছি, কালকের মত উড়ে গেলে রিপোস্ট করতে পারব।
omnath | ১২ মার্চ ২০১১ ০২:৪০ | 188.135.37.115
ই-গুরুচন্ডা৯ - ১৪ বেরোক। চটির বিজ্ঞাপনের পাতা আপডেট হোক। বাঁদিকের মেনুসংস্কার হোক। অফলাইনে পড়ার জন্য ভাটের আর্কাইভ হোক। মিসিং আর্কাইভ ফিরে আসুক। মোটকথা গুরুচন্ডা৯ সাইট আপডেটের নতুন ভার্সান বাজারে আসুক।
আর ইয়ে, কাগুজে গুরু পোস্টে সবার বাড়ি পৌঁছক একটু তাড়াতাড়ি।
kc | ১২ মার্চ ২০১১ ০২:১৫ | 89.203.49.18
গোরা বুবাইএর ওখান থেকে বাড়ি চলে এসে দেওয়ালে অংবংচং লিখে মায়ের হাড় জ্বালাচ্ছে। পুপেকে প্রদীপ্ত খুঁজে পেয়ে বাড়িতে জমা করে দিয়েছে। আগামীকাল থেকে সব্যসাচীর স্লট পাওয়া গেছে,
byaang | ১২ মার্চ ২০১১ ০২:১৪ | 122.172.20.145
আমিও শুতে যাই। তবে প্রথম পাতায় নয়, নিজের ঘরে।
Blank | ১২ মার্চ ২০১১ ০২:১২ | 59.93.244.193
প্রথম পাতায় এখনো সরোজিনি শুয়ে আছে
byaang | ১২ মার্চ ২০১১ ০২:১১ | 122.172.20.145
গোরা আর পুপের কী হল, কেমন করে জানবো! দেখতে দিলি নকি তোরা আজকে। বেকার তক্কো জুড়ে বসলি! ঃ-(
kc | ১২ মার্চ ২০১১ ০২:০৮ | 89.203.49.18
কিন্তু আমার পত্নীদেবী এই কাজ রোজ করেন। তাতে আমার দাবী মতন আমি পাগল হইনি। আর এই কাজের জন্য উনি ওনার সবথেকে বড় সমালোচক ( আমার শাশু মা) এর কাছ থেকে খুবই সাধুবাদ পেয়ে থাকতেন।
aka | ১২ মার্চ ২০১১ ০২:০৭ | 168.26.215.13
আমি আর তক্কো করব না, ভালো লাগছে না। ওদিকে গোরা আর পুপের কি হল?
খেয়াল যত্ন পুরো ব্যাপারটা একপেশে। নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি যদি আবার বউকে রোজ জিজ্ঞেস করি খেয়ে উঠে জল খেয়েছ কিনা, বাইরে বেড়োনোর সময় পার্সে টাকাপয়সা আছে কিনা, সারাদিনে ককাপ চা খেয়েছ, এরকম আরও কিছু, তাহলে একটা সময়ের পরে সিলিংএ ভাতের থালা উঠে যেতেই পারে।
aka | ১২ মার্চ ২০১১ ০২:০১ | 168.26.215.13
বোঝো! তাহলে তো লোকে অন্য কথা বলত।
byaang | ১২ মার্চ ২০১১ ০১:৫৭ | 122.172.20.145
হুঁঃ, আমার যদি একটা বউ থাকতো, দেখিয়ে দিতাম কেমন করে বৌয়ের খেয়াল রাখতে হয়, যত্ন করতে হয়!
kc | ১২ মার্চ ২০১১ ০১:৫৫ | 89.203.49.18
আকাকে বউকে জ্বালানো নারীদরদী এবং ব্যাংকে তার উল্টোনামে ভূষিত করলাম।
byaang | ১২ মার্চ ২০১১ ০১:৪৭ | 122.172.20.145
আর আমি যে গত উইক থেকে ছেলেদের হয়ে ব্যাটিং করে যাচ্ছি, একবারও কৃতজ্ঞতা স্বীকার করলি?
bb | ১২ মার্চ ২০১১ ০১:৩৬ | 117.195.161.129
@ তিলুবাবু, পেনের শখ আছে নাকি? আমি পেন সংগ্রহ করতে ভালবাসি। সংগ্রহে আছে মব্লাঁ,শেফার্স, ক্যারেন ডাস, ওয়াটারম্যান, হার্লে ডেভিড,ক্রশ,কার্তিয়ে, ল্যামি ইত্যাদি। সব ফাউন্টেন শুধু।
aka | ১২ মার্চ ২০১১ ০১:৩৬ | 168.26.215.13
সেই কখন থেকে মেয়েদের হয়ে গলা ফাটিয়ে গেলাম অথচ কোন অ্যাপ্রিসিয়েশন নেই।
aka | ১২ মার্চ ২০১১ ০০:৪৫ | 168.26.215.13
আরে শুধু বাথরুম নেই বলেই তো মেয়েরা প্রতিদ্বন্দীতায় পিছিয়ে গেল। বাজার কি বলে এসম্বন্ধে আগে সেটা বলো, তারপরে বলছি নে।
tatin | ১২ মার্চ ২০১১ ০০:৪৩ | 59.98.194.30
ভাত জুটবেনা কেস বাদ দিয়ে জিগেশ করছি।
aka | ১২ মার্চ ২০১১ ০০:৩৯ | 168.26.215.13
ব্যাঙের না হয় সেই কাজ না করেও উপায় আছে, যদি এমন কারুর সেই কাজ না করলে ভাত জুটবে না এমন অবস্থা হয় তাহলে কি হবে ভেবে দেখেছ?
aka | ১২ মার্চ ২০১১ ০০:৩৬ | 168.26.215.13
হ্যাঁ ডিসক্রিমিনেশন তো বটেই। সিস্টেম লেভেল ডিসক্রিমিনেশন। শুধুমাত্র ঠিকঠাক বাথরুম নেই বলে কোন একটি কাজ মেয়েরা করতে পারবে না এটা সিস্টেমের গলতা নয় কি? বেসিকালি বাথরুম না থাকাটা ইনএফিশিয়েন্সি। কেউ যদি ইচ্ছেয় বা অনিচ্ছেয় কাজটা করতে বাধ্য হন, তখন তাঁর কিরকম মনে হবে বলতে পারি না। দিনে চারটে ডিসক্রিমিনেশন হল আর বাকি একটা সিস্টেমে লেভেল ইনএফিশিয়েন্সি জনিত কারণে ঝাড় নামল এই ক্লাসিফিকেশন অসম্ভব বলেই মনে হয়।
byaang | ১২ মার্চ ২০১১ ০০:৩৪ | 122.172.20.145
তাতিন, একটু বাদে টইয়ে উত্তর দিচ্ছি তোর প্রশ্নের। ওখানে দেখে নিস।
pi | ১২ মার্চ ২০১১ ০০:৩১ | 72.83.77.254
আকাদা, ব্যাংদির এই বক্তব্য টা ই পয়েন্ট ছিল। সব কিছুকেই নারীবিদ্বেষ জনিত ডিস্ক্রিমিনেশন ভাববো কিনা।
tatin | ১২ মার্চ ২০১১ ০০:৩০ | 59.98.194.30
ব্যাংদি, একটা প্রশ্ন মাথায় ঘুরছে, তোমরা লাইফে এত চাপ কী কাজটা খুব ভালবাসো বলেই নাও? না আলাদা করে চ্যালেঞ্জ বলে নাও? শুধু ছেলে মেয়ে ইস্যু না, লোকে পেশাগত কারণে দিনের পর দিন বিশাল কষ্ট সহ্য করে যাচ্ছে দেখলে আমার কেমন অবাক লাগে!
byaang | ১২ মার্চ ২০১১ ০০:২৬ | 122.172.20.145
ভেবেছিলাম বড় হয়ে এই ডিস্ক্রিমিনেশন নিয়ে প্রবন্ধ লিখবো, কিন্তু তোরা এমন শুরু করলি! আপাতত এক লাইন লিখে যাই, ডিস্ক্রিমিনেশন হয়, আমি নিজেই প্রচুর ফেস করেছি, এবং এখনো করছি। কিন্তু এই একই কয়েনের অন্য পিঠও আছে, জেগুলো আপাত দৃষ্টিতে ডিসক্রিমিনেশন মনে হচ্ছে মেয়েদের কাছে, সেগুলো যে সবসময়েই উদ্দেশ্যপ্রণোদিত, তা কিন্তু নয়। যেকোনো জায়গায় যেকোনো সময়ে মেয়েদের কাজ করতে পাঠানোর বেশ কিছু সত্যিকারের সমস্যা থাকে , এবং সেগুলো ইমেডিয়েটলি সমাধান করাও সম্ভব না। আমাকে যখন বলা হয় - দেখো বাবা, খুব তো লাফাচ্ছো, ওখানে গিয়ে কিন্তু বাথরুমে কেন কমোড নেই এইসব প্রশ্ন করতে পারবে না, আমিও ভেবেছিলাম বুড়ো ভাম আমাকে ইচ্ছে করে যেতে দিতে চাইছে না। কিন্তু সেখানে গিয়ে সব কিছু নয়ন মেলে দেখার পর মনে হয়েছিলো - আহা রে, বুড়োটা তো আমার ভালো ই চেয়েছিলো, আমি সেধে বাঁশ তুমি কেন ঝাড়ে কেস করে ফেললাম।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন