অক্ষ দি? হায়রে কপাল, হায়রে ভার্চুআল জগৎ। আমি এত দিন তো উল্টো ভাবতাম!
Bratin | ১১ মার্চ ২০১১ ১৬:৫২ | 122.248.183.1
কোথায় বাওয়াল হচ্ছে আমাকে লিঙ্ক দেওয়া হোক!!
Arijit | ১১ মার্চ ২০১১ ১৬:৫১ | 61.95.144.122
তার চেয়ে পার্টিটা উঠে যাওয়া ভালো। খিস্তিবাজ বলে নয় - খিস্তি আমিও কম দিই নি/না। আমি অ্যাটিচিউড/মেন্টালিটির কথা বলছি। সেই জন্যেই আঙটি/মাদুলির উদাহরণ দিলাম।
dipu | ১১ মার্চ ২০১১ ১৬:৫০ | 61.12.12.83
থাকগে! আমি আর কোথাও কিছু কোটফোট করব না। এমনিতেও এই বাওয়ালটার কোন ভবিষ্যত নেই। মাঝখান থেকে বাওয়ালের গন্ধে পাইদি, অক্ষদিদের ঘুম কম হল মনে হয়। ঃ-P
kc | ১১ মার্চ ২০১১ ১৬:৪৮ | 89.203.49.18
দাবী করার কথা কী বলছ!! ঐ কম্যুনিটিগুলোতে সিপিএম পার্টিই দাঁড়িয়ে রয়েছে এইরকম কয়েকটা খিস্তিবাজ লোকের হাতে।
Arijit | ১১ মার্চ ২০১১ ১৬:৪৪ | 61.95.144.122
আর এই কাকুদা অর হোয়াটেভার যদি নিজেকে সিপিএম বলে দাবি করে থাকেন তাহলে প্রো-সিপিএম হিসেবে আমিই লজ্জা পাচ্ছি। যদিও এরকম লোক আমি প্রথম দেখছি না। হাতে আঙটি, গলায় মাদুলি, শনিমন্দিরে চাঁদা দেয় আবার গণশক্তি আওড়ায়।
Arijit | ১১ মার্চ ২০১১ ১৬:৪০ | 61.95.144.122
এঁরা যদি মাকু বা নকু - দুটোর কোনোটাই হয়ে থাকেন (রাদার দাবি করে থাকেন) তাহলে এঁদের আরেকটু ভাবা উচিত নিজেদের বক্তব্য সম্পর্কে।
til | ১১ মার্চ ২০১১ ১৬:৩৮ | 220.253.71.144
কেসি/ শান্তনু, বড়ই গোলমেলে ব্যাপার দেখছি। এই ভাবে সব তো লেখা সম্ভব নয়। amudia অ্যাট জিমেলে আমায় ফোন নম্বর দিলে একটু ডিটেলস জিজ্ঞেস করতাম। অগ্রিম ঋণস্বীকার করলাম।
dipu | ১১ মার্চ ২০১১ ১৬:৩৮ | 61.12.12.83
অরিজিতদা আর কাকুদার বাক্যবিনিময় দেখে মনে হল। ঃ-D
pi | ১১ মার্চ ২০১১ ১৬:৩৫ | 72.83.77.254
মানে, এইটা ঃ)
এই ক্রস ফোরাম বাওয়ালির একটা পজিটিভ সাইড হল অপরিচিত হওয়ার কারণে দুজন পাঁড় মাকু বা দুজন পাঁড় নকু স্বচ্ছন্দে একে অপরকে গাল পাড়তে পারেন। রাজনৈতিক পরিচয় জানা থাকলে এটা একেবারেই হয় না।
ঃ))
pi | ১১ মার্চ ২০১১ ১৬:৩৪ | 72.83.77.254
name: dipu mail: country:
IP Address : 61.12.12.83 Date :11 Mar 2011 -- 01:01 PM
এটার সাথে পুরো ক্কঃ ! ঃ)
kc | ১১ মার্চ ২০১১ ১৬:৩১ | 89.203.49.18
বেসিক্যালি জমির ট্যাক্স যতক্ষণ না দেওয়া হচ্ছে ততক্ষণ বাড়ির প্ল্যান অ্যাপ্রুভড হয়না। কিন্তু একবার অ্যাপ্রুভড হবার পর যতদিন না সে বাড়ি বিক্রি হচ্ছে প্রোমোটার (ছোট বড় সবাই) সিট টাইট হয়ে যায়। তাই যখন ফ্ল্যাট ওনাররা মিউটেশন করতে যান তখন অফিস থেকে প্রথমে বলে পুরোনো ট্যক্স পে করার জন্য, তারপর মিউটেশন হয়, ও আপনার নামে ট্যাক্সের কাগজপত্র তৈরী হয়। আর প্রোমোটার সব ফ্ল্যাট বিক্রি না হলে এটা করাতে চায়্না কারণ সেই বকেয়া খাজনাটা নতুন মালিকের ঘাড় ভেঙেই নামাতে চায়।
এখন ধরুন আপনি ওই ফ্ল্যাটটা কেনার জন্য কোনও ন্যাশনালাইজ্ড ব্যাঙ্ক থেকে লোন নেবেন, তখন সেই ব্যাঙ্ক সার্চিংএর সময় দেখবে যে আপনি যার থেকে কিনছেন অর্থাৎ প্রোমোটারের আগে অবধি সব ট্যক্স পে করা আছে কিনা এবং সেই জমির মালিকানা প্রোমোটারের কিনা। এবার আপনি যদি ফ্ল্যাটটা বিক্রি করতে যান, আপনার হবু খদ্দেরও ব্যাঙ্কে যাবে, যাবেই কারণ এখন এটাই একমাত্র বিশ্বাসযোগ্য সার্চিং অপশন। এবং সেখানে আপনার ফ্ল্যাট ডিসকোয়ালিফায়েড হয়ে যাবে কারণ ট্যাক্সের কাগজ আপনার নামে নয়, ফালতু দালালরা খেলায় নেমে যাবে।
কে জানে বোঝাতে পারলাম কিনা।
Arijit | ১১ মার্চ ২০১১ ১৬:৩১ | 61.95.144.122
অ। আমি ভাবলুম মেলডি। গোলপার্কে ওই একটিই বিখ্যাত দোকান তোঃ-)
a x | ১১ মার্চ ২০১১ ১৬:২৬ | 99.54.168.236
বাবা আমার সিনেমা দেখা শেষ হয়ে গেল, ভোর ৫টা বেজে গেল, দিপু অ্যান্ড কোং এখনও কপি-পেস্ট, কপি-পেস্ট করেই চলেছে। দিপু কে একটু ট্রানস্লেশনের কাজ দিয়ে বসালে হয়না?
m | ১১ মার্চ ২০১১ ১৬:২৫ | 117.194.36.207
অরি,ভালো জামা বানানোর দোকান।
san | ১১ মার্চ ২০১১ ১৬:২৪ | 14.99.113.125
আমার দুটো জরুরি প্রশ্ন আছে
১) মোবাইলের ইনবক্স বা সেন্ট ফোল্ডার থেকে এসেমেস হ্যাক করা কি টেকনিকালি সম্ভব , যেমন কল হ্যাক করা যায়? এর জন্যে কতখানি টেকনোলজিকাল প্রফিশিয়েন্সি লাগে? বা কি ধরণের অ্যাক্সেস লাগে - এয়ারটেল বা হাচের সঙ্গে যুক্ত এমন কেউ কি এই অ্যাক্সেস পায়? বা অন্য কারা কারা এই অ্যাক্সেস পেতে পারে?
২) আমি যদি সন্দেহ করি আমার ফোন থেকে মেসেজ হ্যাক করা হচ্ছে , কোথায় কমপ্লেইন করতে পারি? পুলিশের কোনো বিভাগ আছে নিশ্চই। বা পুলিশ ছাড়াও অন্য কোথায় এই কমপ্লেইন করা সম্ভব? ফোন্নং পাল্টানো অসম্ভব ধরে নিয়ে আর কী কী প্রিকশন নেওয়া সম্ভব ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি আটকানোর জন্য?
কেউ জানলে প্লিজ বলবেন। আমি সেইমত এগোব।
m | ১১ মার্চ ২০১১ ১৬:২১ | 117.194.36.207
আরে সে আবার আরেক কেলো। মনে হচ্ছে বলেছিলো খালের দিকে,কিন্তু কোথাও,খুঁজে পেলাম না। যাদবজী বল্লো,দিদি আপ এক কাম কিজিয়ে আপ ইস তরফ যাইয়ে- হাম ইঁহা পুছকে আতে হ্যায়-বলে সে ঐ পারে হাওয়া। তারপর বলে, চলিয়ে দিদি, দুকান ইস জাগাপর নেহি,উধার হ্যায়।বলে আমাকে প্রায় নবদিগন্ত সামনে এক দোকানে হাজির করলো। সেখানে এক মহিলা মশারি সেলাই করছিলেন। যাদবজী আমাকে কোনো সুযোগ না দিয়েই তাকে বলে, নাপ লে লি জিয়ে- সে হতবাক হয়ে তাকিয়ে রইলো। আমি পালাতে পথ পাই না ঃ))
Arijit | ১১ মার্চ ২০১১ ১৬:১৬ | 61.95.144.122
গোলপার্কে কিসের দোকান?
d | ১১ মার্চ ২০১১ ১৬:১১ | 14.96.53.83
গোওলপার্ক!! ঃ((( ওফ! জীবনে কি সমস্যা রে বাবা!
pinaki | ১১ মার্চ ২০১১ ১৬:০৭ | 138.227.189.8
বাব্বা! মাত্র একদিন পড়া করিনি। তার মধ্যেই 'প্রফেশনাল ইঞ্জিনিয়ার'রা এসে সুনামি দিয়ে গ্যাছে তো পুরো। ঃ-)
til | ১১ মার্চ ২০১১ ১৬:০৭ | 220.253.71.144
শুনছি মানে, খান খোল কর শুনছি। গুরুর স্টাইলের ওয়ান লাইনার থাকুক। খুলেই বলি। ১। আমার ( মানে আমাদের) রেজিষ্ট্রেশন হয়ে গেছে, দলিল পেয়ে গেছি। ২। কো-অপারেটিভ এখনও ফর্ম করেনি (সে কারণ অন্য, ৭৫% ফ্ল্যাট খালি বলে কেউ উৎসাহী নয়)
প্রশ্নঃ আমার কি কিছু করতে হবে, নাকি আই ক্যান সিট টাইট ফর ২-৩ ইয়ারস। মিউটেশন ব্যাপারটাই বা কি, ডারুইনীয় বস্তু একটু একটু জানি।
(৩) প্রোমোটার বড় নামী কোম্পানী, নামকরা কিন্তু তার লিগ্যাল ডিপ এ ঘুষখোর ভর্তি।
থ্যাঙ্কু ইন অ্যাডভান্স।
m | ১১ মার্চ ২০১১ ১৬:০৫ | 117.194.36.207
@ দময়ন্তী
m | ১১ মার্চ ২০১১ ১৬:০৫ | 117.194.36.207
চিন্তা কোরো না- ঐ দোকান খুঁজে বের করবো ই।এজে তে না হোক, গোলপার্কেঃ)
m | ১১ মার্চ ২০১১ ১৬:০২ | 117.194.36.207
কেসি, ফুলকপি দিয়ে দইকই খুব সোজা। প্রথমে একটা দই ফুলকপি বানাতে হবে, তাতে কইমাছের ঝোল ঢেলে দিন, দুটি একসাথে মিশিয়ে নাড়ুন।
চিনি ছড়িয়ে দিন।
রেডিঃ)
d | ১১ মার্চ ২০১১ ১৬:০০ | 14.96.53.83
মিঠু, ঘুরে এসেছ মানে সেই দোকানটা খুঁজে পাও নি? যাঃ ঃ( কোন ঠিকানা নেই তার?
kc | ১১ মার্চ ২০১১ ১৫:৫৭ | 89.203.49.18
ফ্ল্যাটের মিউটেশন করাতে নিজেকে কর্পোরেশনের অফিসে যেতে হয় নাকি? ওতো প্রোমোটারই করে দ্যায়। অনেক ছেলেপিলেও করে দ্যায় নামমাত্র দক্ষিণার বিনিময়ে। ট্যাক্সের কাগজপত্র বার করে মায় ট্যাক্সের টাকাও তো জমা করে দ্যায়। তিলদা শুনছেন?
til | ১১ মার্চ ২০১১ ১৫:৫৪ | 220.253.71.144
লেকিন তদ্দিনের খাজনা? (এইদেশে Body corporate অর্থাৎ দেশের equiv কোঅপারেটিভ দেয়, মেম্বরদের থেকে নিয়ে নেয়।)
Arijit | ১১ মার্চ ২০১১ ১৫:৪৯ | 61.95.144.122
দীপুর এই বাজে বাওয়ালিটা টানার খুব দরকার আছে কি?
santanu | ১১ মার্চ ২০১১ ১৫:২৬ | 82.112.6.2
রেজি হয়ে গ্যাছে, ব্যস। মিউটেশান ২-৩ বছর পরে হবে, অসুবিধা নাই।
জমি হলে সথে সাথে মিউটেশান করতে হয় না হলে কর্পোরেশন প্ল্যান স্যাংসান করবে না, মানে জমাই নেবে না।
nyara | ১১ মার্চ ২০১১ ১৫:১৭ | 203.110.238.16
কালো ঘোড়ার আর কী রেখেছ!
til | ১১ মার্চ ২০১১ ১৫:১০ | 220.253.71.144
শান্তনু, আমার রেজি হলো এই সেদিন ডিসেম্বরে। সেখানেই দেখছিলাম, মিউটেশনের কথা। তার মানে আবার কর্পোরেশনের অফিসে হত্যে দেয়া। অর্পণ, জেবি নগরে ঠিক কি করণীয়? মাইরি, অমূল্য ছুটি নিয়ে দেশে যাই, এই সব করতেই খেল খতম। আর যদ্দিনে জেবিনগর বাসযোগ্য হবে, তদ্দিনে আমি ১৪৪ (৭২X২) টা হুরপরীর জিম্মায়!
Blank | ১১ মার্চ ২০১১ ১৪:৫৭ | 170.153.65.102
আমার শোফার ড্রিভেন সাইকেল ছিলো
Arpan | ১১ মার্চ ২০১১ ১৪:৫৭ | 202.91.136.199
কালো ঘোড়া আবার দেখি ন্যাংচাচ্ছে।
til | ১১ মার্চ ২০১১ ১৪:৫২ | 220.253.71.144
কুমুবেন, আপনি কি ডাক্তারনী? মানে সুঁই ফোটানো ভ্যারাইটি? না পি হেইচডি? অজ্ঞতা মার্জনীয়।
santanu | ১১ মার্চ ২০১১ ১৪:৪৭ | 82.112.6.2
মিউটেসান মানে কর্পোরেশনের খাতায় জমি, বাড়ি, ফ্ল্যাটটা আপনার নামে হওয়া, এর পর থেকে আপনার নামে ট্যাক্সের বিল আসবে।
Arijit | ১১ মার্চ ২০১১ ১৪:৪০ | 61.95.144.122
এরা সব জিনিয়াস মাইরি...মানে এই ওক্কুটীয় প্রফেশনাল ইঞ্জিনিয়াররা...
kumudini | ১১ মার্চ ২০১১ ১৪:৩৬ | 59.178.146.140
কাঠবেড়ালীদের তোয়াজ?এই সোসনময় আপিস টাইমে? এমন কতা কইতে পার্লেন?
Arijit | ১১ মার্চ ২০১১ ১৪:৩১ | 61.95.144.122
(১) 'ত' নয়, 'ৎ'-ই (২) বেচিনি, আইডিয়া নেই। আর এজেন্টদের খপ্পরে পড়লে চাপ আছে। (৩) স্ট্যাম্পপেপারে লীজ এগ্রীমেন্ট করবেন, ১১ মাসে রিনিউ হবে (৪) মিউটেশনটা সম্ভবতঃ জমির হয়। ফ্ল্যাট বা বাড়ি কিনলে তার নীচের জমিটাও আপনার হল। ফ্ল্যাটের রেজিস্ট্রেশনের সাথে জমিটা আপনার নামে মিউটেশন হবে। কমপ্লেক্সে ফ্ল্যাট কিনলেও তাই - কারণ প্রোপোর্শনেট ল্যান্ড রাইট থাকে।
til | ১১ মার্চ ২০১১ ১৪:২৪ | 220.253.71.144
থ্যাঙ্কু অরিজিৎ (ত নয়তো?) অ্যাড তো দেখি, কিন্তু কতটা বিশ্বাসযোগ্য বুঝি না। আমার প্রশ্নটা বোকা বোকা মনে হতে পারে, কিন্তু ফ্ল্যাট বেচার কি কোন সহজ সরল বিশ্বস্ত উপায় আছে? আর এখন শুনি লিজে বাড়ী ভাড়া দেয় লোকে, সেই বাড়ী কি ফেরৎ পাওয়া যায় কভু? আরও একটা প্রশ্ন ছিল, মিউটেশন (ফ্ল্যাটের) ব্যাপারটা কি। এটা নাহয় উকিলকে জিজ্ঞেস করবো।
কুমুবেন, এখানে সিরিয়াস কথা হচ্ছে, আপনি ততক্ষণ কাঠবিড়ালীদের তোয়াজ করুন।
nyara | ১১ মার্চ ২০১১ ১৪:২৩ | 203.110.238.16
অরিজিতের লিংকে অন্ততঃ একটা খনি পেয়েছি।
dd | ১১ মার্চ ২০১১ ১৪:১৯ | 124.247.203.12
আমার না খুব ইচ্ছে করে সোফার ড্রিভেন এক বিশাল ঘোড়ায় চড়ে আমি মহানগরীর পথে ঘুড়ে বেড়াই।
মনে তো হচ্ছে না, সেই সাদ কোনো দিন মিটবে।
Arpan | ১১ মার্চ ২০১১ ১৪:১৬ | 202.91.136.199
ন্যাড়াদার শখটা আমারো ছিল। এখন আর নাই। এখন বরম একটা চিত্রবিচিত্র হুঁকোর মালিক হবার শখ জেগেছে। দুবাই এয়ারপোর্টে বিক্কিরি হচ্ছিল। সময় কম থাকায় দরদাম করতে পারি নাই।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন