ক । ক। কত ব্যাকলগ ক্লিয়ার করতে হবে বাবারে। শেষ করবার আগেই দেখবো ফের ইলিশ বা বিরিয়ানির পর্ব শুরু হয়ে গেছে। তখন আর মূল্যবান মতামত ও দেয়া যাবেনা ঃ-(
M | ১৩ মার্চ ২০১১ ১২:১০ | 59.93.216.67
শমীককে ক! কি বাওয়াল বাপ!!!! একটু ফাঁকির কি পরিনাম,কত বাওয়াল পড়তে হলো, তারপর শ্রাবনীর লেখা আবার পড়তে হলো,এদিকে আমি এত পড়ার হলে খাবলে খুবলে পড়ি,
তবে শ্রাবনীকে, যে দুঃখু আর ক্ষোভ থেকে লিখেছো আর যেখানে ঢিল টিপ করেছো সেটা সাকসেসফুল, শিক্ষিত অভিজ্ঞ মানুষের ভাবনার কদর্য্য দিকটা ফুটে ওঠা অন্ততঃ তাই তো বলে।
এদিকে আমি হুতোর পোষ্টের কিছু আলুচানা নিয়েও বিস্তর ক্ষেরে গিয়ে চুপিয়ে গেসলাম।সেগুলো ও গুড়গুড়িয়ে বেরিয়ে আসতে চাইছিলো।
এদিকে কাল আমি ভ্যাটেশ্বরী হয়ে ঘুরে এলুম।মানে একপিস বাক্সো তিনি ফেলে রাখলেন যেখানে ময়লা ফেলার বিন সেখানে, আমিও সেটা ফেলেদিলুম বাঁশিওলার ভ্যানে, সেটা ড্যাং ড্যাঙিয়ে ভ্যাটে চলে গেলো।দুকুরে কি এক ফোন পেয়ে বাড়ী মাথায় করে দিলেন, সেই বাক্সো গেলো কোথায়? ফেলে দিলে?এবার কি বোঝাবে বোঝাও!!আমি তখন হন্যে হয়ে সেই ছেলেকে খুঁজছি ,ওরে হতভাগা কোথায় ময়লা ফেলিস, জিগাবো বলে, সে তাকে পেলেতো!!!তারপর সেই বাড়ীর কাপড় চোপড়ে, হাতে একটা লাঠি(ভাগ্গিস সেই মুহুর্তে মনে পড়েছিলো হাত দিয়ে ভ্যাট ঘাঁটা যাবে না)নিয়ে ডায়মন্ড হারবার রোডের উপর কাছেপিঠে যেকটা ভ্যাট ছিলো সেকটাতে ঘুরে এলুম।দুকুর রোদে আলুথালু আমি লাঠি হাতে ভ্যাট থেকে ভ্যাটে ঘুরে বেরাচ্ছি।এদিকে খালি মনে হচ্ছে সেই বক্স যখন ফেলেছি তাতে চাট্টি সোলার গুঁড়ো ছাড়া আর কিছু ছিলোনি।তা পুরুষ সিংহটিকে মিন মিন করে সেটাও বলে ছিলাম।এদিকে তিনি তখন মোবাইল হাতে গুম মেরে শোফাস্তিত হয়ে আছেন।
যখন ফিরে এলুম তখন কিনা শুনি তিনি ফোনিয়ে তাদের বলেছেন আমি কোনো কাগজ পাইনি, তারাও কনফুতে আছে একসাথে পাঠিয়েছে না আলাদা, আর তার পরেই মিনিট পনেরোর মধ্যে একটা ক্যুরিয়ার এলো সেই ডকু সমেত।
:XXXXXXXXXXX
kc | ১৩ মার্চ ২০১১ ১২:০৭ | 194.126.37.76
দমদি, সুপারলাইক।
Arpan | ১৩ মার্চ ২০১১ ১২:০০ | 112.133.206.18
ভবরস, টু গুড! ঃ)
d | ১৩ মার্চ ২০১১ ১১:৫৯ | 14.99.75.23
হ। উদ্বুলন বেশী পড়ে যাওয়ায় উলুতপ্লুত করে করে ভবরসে সিদ্ধ হচ্ছে সব।
siki | ১৩ মার্চ ২০১১ ১১:৩৩ | 122.162.75.235
তিনদিন ছিলাম না পাড়ায়। তারমধ্যে যমুনা দিয়ে দেখি কত কেমিক্যাল বয়ে গেছে!! মাইব্বাপ! বউয়ের খিস্তি অগ্রাহ্য করে সকাল থেকে ঝাড়া আড়াই ঘণ্টা ধরে পড়ে ভাটিয়ালির ব্যাকলগ উদ্ধার করলাম। এইবারে টইতে যাবো।
যাঃশ্লা এদিকে পুপের আবার ব্লাড ক্যান্সার ডোজ দেবে নাকি। মাইরি আর পারা যায় না।
aka | ১৩ মার্চ ২০১১ ০৯:৫৯ | 24.42.203.194
ভুল জানেন। হয়, ঘোষিত সম্পাদকও আছে, ইত্যাদি ইত্যাদি।
arindam | ১৩ মার্চ ২০১১ ০৯:৫১ | 59.93.195.46
এ পাতায় কোন সম্পাদনা হয়না বলেই জানি। তাহলে সম্পাদক হিসাবে কেউই কোন বক্তব্য রাখছেন না ধরেই নেওয়া যায়। স্রেফ একজন আড্ডাবাজ। শালা কী গেরো মাইরি সম্পাদক হওয়ার। মন খুলে আড্ডাও দিতে পারবেনা!!!
aka | ১৩ মার্চ ২০১১ ০৮:২৯ | 24.42.203.194
বাগার্স নিয়ে কি বাজে বাওয়াল মাইরি। গুরুর স্ট্যান্ডার্ডে বাগার্স অত্যন্ত নির্দোষ গালি। যে গালি দিল আর যে গালি খেল তারা লড়াই করাই ভালো। বিশেষত সম্পাদকমণ্ডলীর এই ক্ষেত্রে যেকোন কথা বলাই পলিটিকালি ইনকারেক্ট।ঃ)
এদিকে এই পরিবেশে অভ্যু যে এত কিছু খাওয়ালো সেটা কোথায় লিখি বুয়ে পারছি না।
shrabani | ১৩ মার্চ ২০১১ ০৮:১২ | 59.94.99.224
এই নতুন পুরনো বলে যে ব্লেম গুলো করা হচ্ছে সেটা অত্যন্ত অহেতুক এবং ভুল। যদি কে বছরের হিসেবে কবে থেকে আসছে সঃপাঃ হিসেবে হয় তাহলে বলব এখানে অনেকেই নতুন যারা লিখছেন, হই হই করে ভাট করছেন। আবার কয়েকবছর আগেও যাদের উপস্থিতি অত্যন্ত প্রমিনেন্ট ছিল তাদের অনেককেই আজকাল দেখা যায় না। ঠেলে ফেলে দিলে, সমালোচনা করে দরজা আটকালে এটা সম্ভব হত না।
সবাই এক না এক দিন নতুন ছিল, আবার দুদিন বাদে পুরনো হবে। একটা আলোচনা সে যেমনই খাতে এগোক তাকে নিয়ে এই অপবাদ গুলো কেমন একখানা গায়ের ঝাল ঝাড়া মনে হচ্ছে।
arindam | ১৩ মার্চ ২০১১ ০৭:৪৮ | 59.93.192.81
তিল ওপেনে ফোরামে পরিচিত আর অপরিচিত লোক বুঝবেন কী করে? নামের সঙ্গে নাম মিলিয়ে? অসম্ভব ব্যাপার... প্রতিটি পোস্ট নতুন। যে পোস্ট করছে সেও নতুন ধরে নিতে হবে... খারাপ লাগলে প্রতিবাদ হবে, ভালো লাগলে ভাল বলবে মানুষ।
arindam | ১৩ মার্চ ২০১১ ০৭:৩৩ | 59.93.192.81
***শ্রাবণীর লেখা ...***
শ্রাবনীর লেখাটা পড়েছি একাধিকবার। কয়েকটা পাতা পড়া হয়নি তারপর হঠাৎ দেখি এই বিভিন্ন আলোচনা উঠে এসেছে সেই লেখার কথা। যে পোস্ট ঘিরে(শ্রাবণীর লেখাকে কটাক্ষ করে) এই আলোড়ন সেটি কোথায় পাব? মানে সংগ্রহ করে রাখার মতন... চোখ পড়লেই হেসে ফেলব যেমন শিয়ালদা ফ্লাইওভারে "সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে' দেখে হাসি।
til | ১৩ মার্চ ২০১১ ০৩:১৪ | 220.253.71.144
ঈশানের 12 Mar 2011 -- 09:38 PM পোষ্টের শেষ দুলাইন প্রসঙ্গে। প্রথমেই ধন্যবাদ। এরকম অভিজ্ঞতা আমারও হয়েছে। আরে বাপু, ওপেন ফোরাম মানে তো সেই সেকেন্ড ক্লাশ আনরিজার্ভড বগী। যে কেউ আসতে পারে, কিছু লোক আগে এসেছে বলেই, দরজা আটকে রাখবো, নতুন কেউ এলে বিরূপ মন্তব্য করবো, সম্পুর্ণ অপরিচিত লোককে গরু ছাগল বলবো এ কেমন ধারা ভদ্রতা? (কিছু দেশে এইরকম ভার্বাল অ্যাসল্ট ও ক্রিমিনাল কোডের আওতায় পড়ে)।
ওহ, বাই দ্য ওয়ে, ঈশান আপনার সমর্থনে লিখলাম। (এখানে তো সমর্থন করে লিখলেও তার জবাবদিহি করতে হয়, তুমি উটকো লোক, কেন সমর্থন করলে হে!)
আমি যেটা বুঝেছি, গুরু কারুর একার নয়, আমার আপনার, সবার, ভুল বললাম?
Arpan | ১৩ মার্চ ২০১১ ০০:৪৫ | 112.133.206.2
ওকে, আমি গুরুতে জয়েন করতে চেয়ে রিকোয়েস্ট পাঠিয়েছি।
রিকোয়েস্ট অ্যাপ্রুভ হতে গেলে ইনভিটেশন পাঠিয়ে দেব। ঃ)
Arpan | ১৩ মার্চ ২০১১ ০০:৩৫ | 112.133.206.2
পাই, আমি ehow-এর লিংক পাঠিয়েছি। ফেসবুকের কোন অ্যাপ্লিকেশনের নয়।
ফেসবুকে আমি সবে জয়েন করেছি। আমি গ্রুপ ক্রিয়েট ইত্যাদি নিয়ে সম্যক অবহিত নই। গুরুর ফ্রেন্ডলিস্টেও আমার নাম নেই। সময় পেলে পরে দেখব জিনিসটা ঘেঁটে।
pi | ১৩ মার্চ ২০১১ ০০:২০ | 72.83.77.254
ভালো করে সব দেখলাম। ফেসবুকে বাই ডিফল্ট যে কাউকে যে কোনো গ্রুপে অ্যাড করার অপশন থাকে। এটা বদলানো ও যায়না। ফেস অ্যাকাউন্ট খোলার সাথে সাথে এটা এগ্রি করেই ঢুকতে হবে। আর এদিকে গ্রুপেও কোন অপশন থাকেনা কাউকে ইনভাইট করার। একমাত্র অপশন অ্যাড করা। তাহলে ?
এটা নিয়ে কিছু বলতে হলে তো ফেসবুককে ই বলতে হবে !
অর্পণ, তোমার লিংক আবার দেখলাম। এটা তো ফেসবুকের কোন অ্যাপ্লিকেশন নয় ! এটাতে ক্লিক করা আদৌ সেফ কিনা জানবো কীকরে ?
এক কাজ করবে ? তুমি যে গ্রুপের সদস্য সেখান থেকে গুরুকে একটা ইনভাইটেশন পাঠাতে পারবে ?
আমি আমার ব্যক্তিগত প্রোফাইল বা গুরুর প্র্ফাইলে আজ ইস্তক কোনো ইনভাইটেশন পাইনি। কেবল নোটিফিকেশন পেয়েছি, অমুকে তোমাকে এই গ্রুপে অ্যাড করেছে। সেই নোটিফিকেশন পাওয়া মাত্র গ্রুপে গিয়ে ঠিক করেচ গ্রুপে থাকবো কিনা বা গ্রুপের রোজের ইমেইল নোটিফিকেশন বন্ধ রাখবো কিনা।
Arpan | ১৩ মার্চ ২০১১ ০০:০০ | 112.133.206.2
আমার ক্ষেত্রেও ওই চেকবক্স অন করা আছে। এ সঙ্কেÄও আমি কিন্তু ইনভিটেশন পাচ্ছি।
Arpan | ১২ মার্চ ২০১১ ২৩:৫৯ | 112.133.206.2
পাই, পেজের উপরে দেখো। এইটা নোটিফিকেশন ট্যাব। এইবার ভিন্ন ভিন্ন ক্ষেত্রে নোটিফিকেশন সেটিং কী হবে সেইটা সিলেক্ট করার জায়গা এটা।
pi | ১২ মার্চ ২০১১ ২৩:৫৭ | 72.83.77.254
সব নোটিফিকেশন বন্ধ করা হয়ে গেলে গ্রুপে থাকা বা না থাকায় কী তফাত ?
nyara | ১২ মার্চ ২০১১ ২৩:৫৬ | 122.167.254.121
অন করা আছে।
pi | ১২ মার্চ ২০১১ ২৩:৫৫ | 72.83.77.254
Adds you to a group মানে নোটিফিকেশন ? :o
তোমার প্রোফাইলে এটা কী করা আছে ?
nyara | ১২ মার্চ ২০১১ ২৩:৫৪ | 122.167.254.121
ওটা Notification-এর settings।
একদম ওপরে দেখ, লেখা আছে -
Send a notification when someone:
তরপরে ঐ সাবগ্রুপগুলো আছে। ট্যাবের নামও নোটিফিকেশন, url-এও তাই। ওটার মানে হল কেউ যদি Adds you to a group করে, তাহলে তুমি একটা নোটিফিকেশন পাবে। যে কলামে টিক মারছ, সেটাও খেয়াল করো - কী ধরণের নোটিফিকেশন পাবে, সেটা তুমি ডিসাইড করছ।
pi | ১২ মার্চ ২০১১ ২৩:৫২ | 72.83.77.254
আমা এবার হেব্বি খার জমছে । নিজের উপর ঃ( এই করতে গিয়ে আজ গায়ত্রী স্পিভ্যাক এবং আরো গুচ্ছ জিনিস গ্যালো ঃ(
Arpan | ১২ মার্চ ২০১১ ২৩:৫২ | 112.133.206.2
পাই, ওটা নোটিফিকেশন সেটিংস। তুমি যা বলছ তা নয়।
দ্বিতীয়ত, এই মাত্র আমি দেখলাম আমার কাছে অন্য একটি বাংলা ওয়েবজিন গ্রুপ থেকে ইনভিটেশন এসেছে। অর্থাৎ আমার অ্যাকাউন্টে ইনভেটেশন সেটিং অর হোয়াটএভার অন করা আছে।
তৃতীয়ত, ফেসবুক নিয়ে আমার এছাড়া কোন বক্তব্য ছিল না। গুগলগ্রুপ নিয়ে ছিল। এনিওয়ে, সেইটা ক্লোজড।
pi | ১২ মার্চ ২০১১ ২৩:৫০ | 72.83.77.254
ন্যাড়াদা, না। এটা গ্রুপ সংক্রান্ত সেটিং। নোটিফিকেশন না। ঐ লিংকে সব কটাই আছে।
Groups Changes the name of one of your groups Makes you group admin Asks to join a group you admin Adds you to a group Approves your request to join a group Changes the privacy setting of one of your groups Change email settings for individual groups
pi | ১২ মার্চ ২০১১ ২৩:৪৮ | 72.83.77.254
অর্পণের পাঠানো অ্যাপ্লিকেশন টার জন্য ও ধন্যবাদ। ট্রাই করে দেখবো। এতে কাজ হয়তো অনেক সহজ ও হয়ে যাবে। এক এক করে করার চেয়ে। তবে, ফেসবুকের অ্যাপ্লিকেশন সংক্রান্ত কিছু অভিজ্ঞতা ভালো নয়। অন্য অনেকের থেকেও যা শোনা।একটা কিছুতে ক্লিক করলে লিস্টের সবার ওয়ালে পোস্ট হতে শুরু করলো , এরকম কিছু ব্যাপার। এটা করলে আশা করা যায়, সেরকম কোনো চিন্তা নেই। তবে এখন যেহেতু গ্রুপ হয়েই গেছে, এটা ব্যবহার করলে গ্রুপে অলরেডি থাকা লোকজনের কাছে আবার দ্বিতীয়বার বার্তা যাবে। সেটাও অনেকের অসুবিধার হতে পারে। তবু এটার জন্য ধন্যবাদ। ভবিষ্যতে লাগতে পারে।
সবার মধ্যে এত খার জমে ছিল? এতো রীতিমত আবেগের সঙ্গে করা ঝগড়া!!
sayan | ১২ মার্চ ২০১১ ২৩:২২ | 98.225.200.39
পুরো লিটমাস টেস্ট চলছে! ;-)
Ishan | ১২ মার্চ ২০১১ ২৩:১৮ | 117.194.36.113
ইকিরে ভাই কতোবার বুঝব? আপনাদের অনিচ্ছায় আপনাদের অ্যাড করা হয়েছিল। এখন দুঃখ প্রকাশ করে বাদ দেওয়া হয়েছে। পুনরায় যুক্ত হতে চাইলে অ্যাপ্লাই করবেন। বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বল্লাম তো।
শুভরাত্রি।
pi | ১২ মার্চ ২০১১ ২৩:১৬ | 72.83.77.254
এই অ্যাড অপশনে ক্লিক করলে লোকজন আপনা থেকে অ্যাদ হয়ে যান। অপশন হিসেবে তাঁদের কাছে যায় না বলেই মনে হয়। কারণ গুরু প্রোফাইলকেও রোজ ই এরকম নানা গ্রুপে অয়্ড করা হয়। সেগুলোর জয়েনিং এর কোনো রিকোএস্ট বা অপশন আছে বলে দেখিনি। তবে, হতে পারে, যাঁর কাছে পাঠানো হচ্ছে, তাঁর নিজের সেটিং বদলানো যায়। কেউ তাঁকে অ্যাড করতে পারবে কিনা নাকি সেটা রিকোয়েস্ট হিসেবে আসবে। এটা তাহলে নিজেদের প্রোফাইল সেটিং এ একটু দেখে নিন।
Ishan | ১২ মার্চ ২০১১ ২৩:১০ | 117.194.36.113
আর হ্যাঁ, ফেসবুকে একটা গ্রুপে ঢুকুন। ডানদিকে দেখবেন একটা অপশন Add friends to group। সেটায় ক্লিক করলে নিজের বন্ধুকে গ্রুপে অ্যাড করতে পারবেন। অন্য সব জায়গার মতই। তারপর যা হয় সব ফেসবুকের হাতে। এ নিয়ে কোনো কমপ্লেন থাকলে কাইন্ডলি ফেসবুকে জানান। গুরু কিছু জানেনা। মাক্কালী।
আর কেউ যদি গুরুচন্ডালি প্রোফাইলকে এই সুযোগ না দিতে চান, তাহলে প্লিজ ফ্রেন্ড লিস্ট থেকে বাদ দিয়ে দিন।
pi | ১২ মার্চ ২০১১ ২৩:১০ | 72.83.77.254
আমি খুব স্পেসিফিল্যালি জানতে চাইছি, এইসব ফোরামে লেখা নিয়ে কোনো মন্তব্য লেখকের জানতে চওয়া ও লেখকএ সেগুলো মেইল এ পেস্ট করা ডেকোরাম বিরোধী কিনা।
আর ডেকোরামগুলি কোথাও লিখিত ভাবে থাকলে একটু দেওয়া হোক।
এখন বেরোতে হবে। আশ করি এসে উত্তর পেয়ে যাবো।
Arpan | ১২ মার্চ ২০১১ ২৩:০৯ | 112.133.206.2
ন্যাড়াদার কথা ঠিক। বেসিকালি আমরা বোঝাতে অপারগ। ক্ষান্তি দিলাম।
pi | ১২ মার্চ ২০১১ ২৩:০৮ | 72.83.77.254
অর্পণ, ঐ লিস্ট টা থেকেই তো গ্রুপ বানানো হয়েছে। মেইলিং লিস্টে মেইল করার থেকে গ্রুপের অন্য কিছু সুবিধা ও লিস্টে মেইল করার কিছু অসুবিধা ফেস করার পর।
pi | ১২ মার্চ ২০১১ ২৩:০৬ | 72.83.77.254
ফেসবুক নিজে অ্যাড করে মানে একজন মেম্বারকে সোজ অ্যাড করে দেওয়া যায়, কিন্তু অর্কুটের মত তাঁকে অ্যাডিং ইনভিটেশন/রিক্যুয়েস্ট পাঠানো যায় বলে জানা নেই। আমাকে যে সমত গ্রুপে অ্যাড করা হয়, সেখানকার কোনো মেম্বার মনে করেছেন আমি এই গ্রুপে ইন্টারেস্টেড হবো, তাই অ্যাড করেছেন , এইরকম ব্যাপার। এটা করা হলেই একটা মেইল আসে। আর সেই মেইল এই গ্রুপ থেকে বেরোনো ও নোটিফিকেশন বন্ধের ও উপায় বাতলানো থাকে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন