এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • siki | ১৫ মার্চ ২০১১ ১২:১৩ | 123.242.248.130
  • হা হা হা।

    দময়ন্তী, মানালি চলে এসো। শুধু বিয়াসের ধারে বসে থাকার জন্য একটা গোটা দিন রাখো। পাইন বনের ভেতরে। জীবনে ভুলবে না সেই স্মৃতি। পারলে বিয়াসের ধারে ক্যাম্প করেও থাকতে পারো একদিন। হোটেলে বললে ব্যবস্থা করে দেবে।
  • Arijit | ১৫ মার্চ ২০১১ ১২:১২ | 115.249.42.177
  • গাদিয়াড়া যায় কলেজের প্রেমিকযুগল। ওখেনে কেউ ঘুত্তে যায় নাকি? বরং মুর্শিদাবাদ ভালো। সুন্দরবনও ভালো।
  • san | ১৫ মার্চ ২০১১ ১২:১০ | 14.96.213.28
  • অ্যাবাকাস শিখলে হয়।
  • arindam | ১৫ মার্চ ২০১১ ১২:১০ | 121.242.12.27
  • সুন্দরবন, গাদিয়াড়া কী দোষ করল?
  • byaang | ১৫ মার্চ ২০১১ ১২:১০ | 122.172.43.140
  • নাঃ, ব্যাঙাচির সম্ভাব্য অংকের মাস্টারের লিস্টি থেকে অভ্যুর নাম ঘ্যাচাং হল।
  • Abhyu | ১৫ মার্চ ২০১১ ১২:০৯ | 97.81.106.140
  • *কী
  • Arpan | ১৫ মার্চ ২০১১ ১২:০৯ | 202.91.136.199
  • রাত্রিবেলা পুরী এক্সপ্রেস। আমরা দু'জন না তিনজন বাড়ি থেকে অফিস ফিরছি। ভোরবেলা নামতে হবে। তাই সাড়ে দশটা বাজলেই শুয়ে পড়েছি। কিন্তু ওই যে বৃহৎ গ্রুপটি যাচ্ছে, জামাইবাবু, শালী, কাজের মেয়ে, সহকর্মী, তাদের গুষ্টিসুদ্ধ পরিবার, এঁড়ি গেঁড়ি। তাদের খাবার বাড়া, লুচি চেবানো আর ঢেঁকুরের পাট চুকতে চুকতেই তো সাড়ে এগারোটা। তার সাথে বাটিকের এক্সজিবিশন, ছেলের স্কুলের চাপ, কাজের লোকের পেজোমি, বসের হারামিগিরি, কলিগের চুকলিবাজি, মাঝে মাঝে স্লাইট আদিরসত্মক গল্পগাছার অফুরন্ত স্টক। সবচেয়ে মারাত্মক কিছুক্ষণ পরপরই কামরা কাঁপিয়ে সমস্বরে হা হা হো হো।

    কে কোথায় শোবে সেই নিয়ে একপ্রস্থ বাগবিতন্ডার পরে যখন মনে করছি পাড়া জুড়োলো, তখনই, রাত সাড়ে বারোটা নাগাদ, ঝাঁটটি জ্বালিয়ে কামরার আলো জ্বলল। পরিবারের কর্তাটির ঠান্ডা লুচি খেয়ে অম্বল হয়েছে। তিনি বউকে ফরমাশ করেছেন জেলুসিলের জন্য। বউটির হাতব্যাগে জেলুসিল ট্যাবলেট ছিল, কিন্তু সে বোধহয় কর্তার মুখে রোচে না, তাঁর শিশির জেলুসিলই চাই। সে ঢুকে আছে কোন লাগেজে, কে জানে, বউটি কেন মনে করে গুছিয়ে রাখেনি সেই নিয়ে স্বামী ভদ্রলোকের কী চোপা।

    মজার ব্যপার ছিল, এই এরাই যখন ফেরার সময় পুরী থেকে আগে উঠত আর আমরা ওনাদের পরে, তখন দেখি বাতি নিভিয়ে সকলে সুখনিদ্রা দিচ্ছেন। একটু বেশি সময় আলো জ্বালিয়ে রাখলে তখন ওনাদের সে কী বিরক্তি!
  • Arijit | ১৫ মার্চ ২০১১ ১২:০৯ | 115.249.42.177
  • সেদিন পারস্যের সেই গপ্পোটা দিয়েছিলুম অংক হিসেবে - প্রথম দিন যা নেবে দ্বিতীয় দিন তার দ্বিগুণ অ্যাণ্ড সো অন। তিনি তো পনেরোদিনেরটা খেটেখুটে বের করলেন - তাপ্পর ভ্যাঁ - এতগুলো নাম্বার আমি যোগ করবো না...শেষে আমি অংকটা পাল্টে দিলুম যে ফিফটিন্থ দিনে কত পাবে বলো...
  • d | ১৫ মার্চ ২০১১ ১২:০৯ | 14.96.10.201
  • যা বুঝলাম পচ্চিমবঙ্গে নদীর ধারে তেমন ভালো জায়গা যা কিনা আয়ঙ্কেÄর মধ্যে হবে --- সেরকম নেই।

    তা'লে ঐ হৃষিকেশ কিম্বা মানালীই ভরসা।
  • Abhyu | ১৫ মার্চ ২০১১ ১২:০৮ | 97.81.106.140
  • এখন ব্যাঙাচি যদি আমার মতো বদমাশ হয় তো কি হবে? আমার বাবা ছোটোবেলায় ঐ পদ্ধতিতে গুণ চেক করত বলে আমি ইচ্ছে করে ৩৬-এর জায়গায় ৪৫ লিখতাম এবং ভুল ধরতে না পারলে পয়েন্ট আউট করতাম!
  • siki | ১৫ মার্চ ২০১১ ১২:০৬ | 123.242.248.130
  • না স্যান, সেখানে ফিজিক্সের রুল। ধৈর্য ধরে একটা বড় গুণ করে যদি অঙ্কটাই ভুল হয়, তার মানে তো কিসুই হল না। একটা ভারি পাথরকে সরাতে ঘাম ছুটিয়ে দিলাম, পাথরটা একচুলও নড়ল না, ফিজিক্সের নিয়মে আমি কোনও কাজই করি নি।
  • Arijit | ১৫ মার্চ ২০১১ ১২:০৫ | 115.249.42.177
  • গরুর অংকটা পছন্দ হয়েছিলো, কিন্তু ক্লাস ফোরের জন্যে নয়। রিমেন্ডার থিওরেম এই বুড়ো বয়সে শিখতে গেলে আমিই ঘেঁটে যাবো। তাচ্চেয়ে ওই হাতি-গন্ডার-ডাইনোসর-রেসিং কার নিয়ে অংক বানাই...
  • siki | ১৫ মার্চ ২০১১ ১২:০৫ | 123.242.248.130
  • অভ্যু ঠিকই কইছস। তবে ঐরকমের ভুল হবার প্রোব্যাবিলিটি খুবই কম, যদি না কেউ জেনেবুঝে এইরকম উল্টে দেয়।

    x৫ = ৪৫। কেউ লিখল ৩৬। সেটা এই পদ্ধতিতে ধরা যাবে না যে, সে ভুল লিখেছে। কারণ ৩+৬ = ৯, আবার ৪+৫=৯।
  • san | ১৫ মার্চ ২০১১ ১২:০১ | 14.96.213.28
  • কিন্তু , ব্যাংদি যে বলল, ধৈর্য শেখানোটাই আসল। তো , ধৈর্যের পরীক্ষা তো হয়েইছে। শিখেইছে। গুণের উত্তর মিলল কিনা, তাতে কী আসবে যাবে? ঃ-) চেক নাইবা করলে।
  • santanu | ১৫ মার্চ ২০১১ ১২:০০ | 82.112.6.2
  • byaang এখানে ICSE র সব খবর পেয়ে যাবেন। না, Additional Maths, Physics, Chemistry কিস্যু নাই।
    http://www.cisce.org/devisions.jsp
  • m | ১৫ মার্চ ২০১১ ১১:৫৯ | 117.194.32.128
  • দীপ্তেন্দা তুমি কোলকাতা এলেই তোমাকে একটা চমৎকার জায়গায় বেড়াতে নিয়ে যাবো- সেখানে সব কিছু পাওয়া যায়, ইসেওঃ)
  • Abhyu | ১৫ মার্চ ২০১১ ১১:৫৮ | 97.81.106.140
  • পদ্ধতিটি সুবিধের নয়। ছেলেকে না শেখানোই ভালো আমার মতে। আমিও ছোটোবেলায় জানতাম , ভুলে গিয়েছিলাম। আজ সিকি বলাতে মনে পড়ল। আমার নিজের অভিজ্ঞতা বলে, এই দিয়ে চেক করতে গেলে প্রচুর ভুল হয়, কারণ এটি বেসিক্যালি একটি নেসেসারি কণ্ডিশান, সাফিসিয়েন্ট নয়। গুণফল ২৪৫১৬ আর ২৪১৫৬ দুটোই এক হয়ে যায় এই পদ্ধতিতে।
  • dd | ১৫ মার্চ ২০১১ ১১:৫৭ | 122.165.62.104
  • উঠলো বাই তো অম্নি ধড়াম করে হিসিকেস হরিদ্দার যাইয়েন্না। সমুহ বিপদ আছে।

    আমি গেছিলাম। নন ভেজ পাওয়া যায় না, ইসেও নয়। খুব মুশকিলে পরবেন।

    সাধু সাবধান।
  • siki | ১৫ মার্চ ২০১১ ১১:৫৬ | 123.242.248.130
  • রাইটো। ৯ বাদ দেওয়া মানে, ৯ দিয়ে ভাগ দেওয়া। তাই ৯=০ ধরা হয়, কারণ সেক্ষেত্রে ভাগশেষ ০। অন্যথায় যাহা ভাগশেষ, তাই দিয়ে আগে বাড়া।

    একদম ঠিক।
  • kc | ১৫ মার্চ ২০১১ ১১:৫৬ | 194.126.37.76
  • বন্যরা বনে সুন্দর। বাঙালিরা বঙ্গদেশে।
    বাংলার বাইরে আমি যেকোনও রকম সার্বজনীন অপরিচিত বাঙালি জমায়েত দায়িত্ব নিয়ে অ্যাভয়েড করি।
  • san | ১৫ মার্চ ২০১১ ১১:৫৫ | 14.96.213.28
  • আমি যাচ্ছি। যদিও একা না।

    অভ্যুদা সাঁটে রিমেন্ডার থিওরেম শিখিয়ে দিচ্ছ ঃ-)
  • Abhyu | ১৫ মার্চ ২০১১ ১১:৫৩ | 97.81.106.140

  • 92763 x 7659 : a number is divisible by 9 if the sum of its digits is divisible by 9. so siki is gettig all zeros.

    ---------------------

    5640164086767 x 879890564864:

    5640164086767 = f(x)+6
    879890564864 = g(x)+2

    both f and g are divisible by 9.

    so just consider 6*2=12 - if you divide by 9 you'll get 3.

    look at the guNaphal - if it is not of the form h(x)+3, you made a mistake.

  • m | ১৫ মার্চ ২০১১ ১১:৫০ | 117.194.32.128
  • গঙ্গাকুটির মারাত্মক ভালো-তবে ভারতীয় মুদ্রায় খুব বাজেঃ)

    দোলে কেউ শান্তিনিকেতন যাচ্ছে না!
  • siki | ১৫ মার্চ ২০১১ ১১:৪৯ | 123.242.248.130
  • আমার জয়শলমের।

    সোনার কেল্লা থেকে যখন গাড়ি বেরলো, ঘুণাক্ষরেও জানতে পারি নি গাড়িটা আমাদের এক্সক্লুসিভ নয়, শেয়ারড। কেল্লার বাইরে আরেকটা হোটেল থেকে একটা ব্যাটেলিয়ন উঠল, সঙ্গে এক বুড়ো। উঠেইঃ

    -- অ্যাই, মেয়েছেলেরা সব পেছুনে বসবে, মেয়েছেলেদের সব পেছুনে পাটিয়ে দাও।

    -- অ্যাই বাবলু, তুই জানলার ধারে বোস, তোর তো আবার বমি করার ব্যাপার আছে।
    --হ্যাঁরে, খাবারের ব্যাগটা নিইচিস? গাড়ির মাথায় পাটিয়ে দে না (একটা নাইলনের পেটমোটা ব্যাগ গাড়ির ডিকিতে গেল)
    --আরে ঠেসেঠুসে বোস না, এই ছেলেটা ঐ বাচ্চাটাকে কোলে নিয়ে নেবে খন, (আমি আর আমার মেয়ে, মুখ দেখে বুঝতে পারে নি আমরাও বাঙালি), সে বলে দিলেই হবে, মেয়েছেলেরা সব বসেচে তো ঠিকঠাক? এই যে ভাই, আপলোগ কাঁহাসে আতা হ্যায়?

    কী জ্বলেছিল, কী বলব।
  • san | ১৫ মার্চ ২০১১ ১১:৪৮ | 14.96.213.28
  • বা মজার তো।
  • Arijit | ১৫ মার্চ ২০১১ ১১:৪৬ | 115.249.42.177
  • 20*96*x - 96*y = N
    30*60*x - 60*y = N
    70*t*x - t*y = N

    এবার সল্‌ভ করো।
  • Arpan | ১৫ মার্চ ২০১১ ১১:৪৬ | 202.91.136.199
  • বোঝো। যে ছাড়বে সে গুছিয়েও রাখবে!

    এ তো ২০০১ সালের মত হয়ে গেল। সেইবার স্লোগান ছিল উল্টে দিন, পাল্টে দিন। আমি উল্টোবো, আমিই আবার পাল্টাবো, তুমি তাহলে কী করবে মা?
  • Arpan | ১৫ মার্চ ২০১১ ১১:৪৬ | 202.91.136.199
  • আগের পোস্টে স্মাইলি দিতে ভুলে গেছি। ঃ-)

    অরিজিতকে দুটো নকুলদানা।
  • siki | ১৫ মার্চ ২০১১ ১১:৪৩ | 123.242.248.130
  • হ্যাঁ, ঐকিক নিয়মে অঙ্কটা হল না। ৩০টা গরুর জন্য সেক্ষেত্রে ৬৪ দিন বেরোচ্ছে। ৬০ দিন নয়।
  • Arijit | ১৫ মার্চ ২০১১ ১১:৪৩ | 115.249.42.177
  • ২৪
  • byaang | ১৫ মার্চ ২০১১ ১১:৪১ | 122.172.43.140
  • তবু এরা একটু সমাজের উপকারে লাগবে না! সেই ভাটে বসে বসেই কটিন কটিন অংক কষে, পদ্ধতি আর উত্তরগুলোকে কালের গর্ভে বিলীন করে দেবে। ঃ-(
  • arindam | ১৫ মার্চ ২০১১ ১১:৪১ | 121.242.12.27
  • **বাঙলি ট্যুরিস্ট**
    সেই বিনসারে গিয়ে KMVNএর হোটেলের সামনে খোলা জায়গাটাই ঘুরছি হঠাৎ একজন খসে পড়ল...
    ব্যস্‌
    কলকাতা থেকে?
    বাঙালি ছাড়া আর কেই বা আসে ঘুরতে?
    এদের খাওয়াটা সেরকম লাগলনা রাত্রে কী দেয় দেখি?
    যদি খারপ হয় একটা কিছু বলতে হবে সব্বাই মিলে...
    আপনার এক ছেলে
    আমার এক মেয়ে
    মিসেস কাজ করে?
    আমি কাজ করতাম এখন ছেড়ে দিয়েছি।
    কোথায় কাজ করেন? কোথায় পড়েছেন?
    আমি এখানে পড়েছি আমার বর ওখানে...
    সবটাই একজন বলে গেল, আমি দাঁড়িয়ে রইলাম। নামটাও জানা হয়নি, তবে একটা নাম দিয়েছিলাম আমরা...
    উভমুখী বিক্রিয়া!
    ঃ)
  • Arpan | ১৫ মার্চ ২০১১ ১১:৪০ | 202.91.136.199
  • উত্তম। তার্পরে?
  • Arpan | ১৫ মার্চ ২০১১ ১১:৩৯ | 202.91.136.199
  • ১৪০৮০ পাতায়।

    ঠিক। পাতি ঐকিক নিয়মে হবে না।
  • Arijit | ১৫ মার্চ ২০১১ ১১:৩৯ | 115.249.42.177
  • সেকেন ভেরিয়েবল হইল জমিতে ঘাস গজানোর রেট। হইতেই হইব। নইলে হইব না।
  • Arijit | ১৫ মার্চ ২০১১ ১১:৩৭ | 115.249.42.177
  • পাতি ঐকিক নিয়মে অংকটা হইব না। কারণ খাওয়ার রেট সমান ধরলে প্রথম দুই লাইনের তথ্যই ঐকিক নিয়মে মিলছে না।
  • d | ১৫ মার্চ ২০১১ ১১:৩৫ | 14.96.10.201
  • সত্যি কথা ব্যাঙ। কোন্নগরের বারোমন্দির ঘাটে বসে থাকাও ঢের ভাল, যা বুঝছি।
  • san | ১৫ মার্চ ২০১১ ১১:৩৪ | 14.96.213.28
  • অপ্পন কি কোনো অংক দিয়েছে? কোন পাতায়?
  • arindam | ১৫ মার্চ ২০১১ ১১:৩৩ | 121.242.12.27
  • হ্যাঁ , অরিজিৎ এটা ঠিক বলেছে, এর চেয়ে গাদিয়ারা ভাল, টাকীও মন্দ না। প্রয়োজনে সুন্দরবন যান
  • Arijit | ১৫ মার্চ ২০১১ ১১:৩৩ | 115.249.42.177
  • ওচ্চেয়ে বিগার্ডেন ঘাটে বসে ঝালমুড়ি খেতে খেতে গঙ্গা দেখা ভালো।
  • san | ১৫ মার্চ ২০১১ ১১:৩২ | 14.96.213.28
  • বাঃ । এই ভেদিক ম্যাথস তো ভারি ইন্টারেস্টিং জিনিস। খাসা।

    এই শেষের ডিজিট পাঁচ হলে স্কোয়ার করতে আমিও জানি, কিন্তু এটা ভেদিক নিয়ম তা জানতাম না ঃ-)

    বাকিদের পড়ে দেখতে হয়।
  • Arpan | ১৫ মার্চ ২০১১ ১১:৩২ | 202.91.136.199
  • দম, এইখানে এসো বরম। কাবেরী বেসিনে ভালো ভালো রিসর্ট আছে।
  • d | ১৫ মার্চ ২০১১ ১১:৩২ | 14.96.10.201
  • ধুস্‌স এই রায়চক ফোর্ট পোষাবে না। ভুলভাল রেট।

    অপ্পন, ওকে।

    শ্রাবণী, ঋষিকেশটা এখন অনেক কমার্শিয়ালাইজড হয়ে গেছে না? অবশ্য শহর থেকে দূরে হলে ঠিকই হবে মনে হয়।

    ল্যাদোশ, বাঙালি ট্যুরিস্ট থেকে সন্তর্পণে দূরে থাকি আমি। বাপরে!!
  • Arijit | ১৫ মার্চ ২০১১ ১১:৩২ | 115.249.42.177
  • গঙ্গাকুটীর আর ফ্‌ফোর্ট রায়চকে কলকেতা থেকে বিজিনেস এগজিকিউটিভরা মিটিন + পানভোজন করতে যায়।
  • arindam | ১৫ মার্চ ২০১১ ১১:৩১ | 121.242.12.27
  • d
    ঐ র‌্যাডিসান ফোর্টে একবার পরের ধনে পোদ্দারি(কনফারেন্সে) করতে গিয়েছিলাম...
    বেশ ভাল, অন্যদুটো ও ভাল দেখতে পারেন..
    আরো অনেক হোটেল আছে তবে ওদের view অনবদ্য।
  • siki | ১৫ মার্চ ২০১১ ১১:৩১ | 123.242.248.130
  • এটাও ভালো।

    http://www.retreatcottages.com/cottage_01.html

    আমি এর কাছেই NHPCর গেস্টহাউসে ছিলাম।
  • byaang | ১৫ মার্চ ২০১১ ১১:৩১ | 122.172.43.140
  • বাপ রে বাপ, অরিন্দমের দেওয়া লিংক খুলে দেখি ঐ গঙ্গাকুটীরে বসে গঙ্গা দেখার চেয়ে আহিরিটোলা গিয়ে গঙ্গা দেখা বেটার। কী ভীষণ দামি লিংক দিলো অরিন্দম!
  • Arijit | ১৫ মার্চ ২০১১ ১১:৩০ | 115.249.42.177
  • গঙ্গাকুটীর আমি বাইরে থেকে দেখেছি - বেশ হাইফাই। ফ্‌ফোর্ট রায়চকও ঘ্যামা। কিন্তু তুমি মরতে রায়চকে থাকতে যাবে কেন? আল্টি বোরিং!
  • Arpan | ১৫ মার্চ ২০১১ ১১:৩০ | 202.91.136.199
  • অংকটা কেউ ট্রাই করল না?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত