বালাই ষাট, গুরু বিগ বিজনেস হতে যাবে কেন? তবে হাবভাব বিগ বিজনেসের মতন। স্প্যামারের মতন। স্প্যামার যেমন বলে, তোমার যখন ইমেল অ্যাড্রেস আছে তুমি ইমেল পেতে স্বীকার করেছ। কাজেই না চাইলেও আমি ইমেল পাঠাব। তুমি তোমার আই-এস-পি-র সঙ্গে বোঝাপড়া করে নাও। কারণ তোমার ক¾ট্রাক্ট তার সঙ্গে। আমার সঙ্গে তোমার কোন কনট্র্যাক্ট নেই।
অথবা, আমার বাড়িতে একটি টেলিফোন আছে মানে আমি কল নিতে স্বীকৃত। এবার যে কেউ আমাকে কল করতে পারে। আপত্তি জানালে জানাতে হবে টেলিফোন কোম্পানিকে। কারণ আমার কনট্র্যাক্ট তাদের সঙ্গে।
এর সঙ্গে দুপুরে লেখা ঈশানের ফেসবুক স্ট্যান্ড মেলাতে একেবারেই অসুবিধে হচ্ছে না।
সত্যি বলতে কি, ব্যাপারটা তত বড় কিছু নয় ঐ না বলে গ্রুপে অ্যাড করা। আমি আপত্তি জনিয়েছিলাম, গুরু দুঃখপকাশ করে গ্রুপ থেকে কাটিয়ে দিয়েছে। গোল মিটে গেছে। আমারই হয়তো এ প্রসঙ্গ তোলা আর উচিত হয়নি। কিন্তু যখন নেটিকেট নিয়ে কথা হচ্ছিল, আমি দুটি উদাহরণ দিয়ে বলেছিলাম এই দুটি নেটিকেটের বিরুদ্ধ-ফর্ম। তো আমার দিক থেকে মনে হয়েছিল, বলেছি মিটে গেছে। সেদিন ঈশান আর পাইয়ের যা বলার ছিল, বলেছে। মিটে গেছে।
কিন্তু দেখলাম যায়নি। তারপর থেকে গুরু যেন এনারজাইজার বানি। চলছে তো চলছেই। কখনও পাই, কখনও ঈশান। ঈশান সম্পাদক হিসেবে বলে দিয়েছে, করেছি বেশ করেছি। এরকমই করব। ফাইন। সম্পাদকীয় স্ট্যান্ডটা পরিষ্কার নিয়েছে। এখন আমার পরিষ্কার মনে হচ্ছে এটা বেসিকালি স্প্যামারদের স্ট্যান্ড। আমিও সেটা বলব।
আমরা কইতাম কোথায় আয়ুব খান আর কোথায় খিলি পান। একটু বড় হলে কইতাম ছাদের সঙ্গে পাদ।
Arpan | ১৭ মার্চ ২০১১ ২৩:৪২ | 122.252.231.10
দক্ষিণের দিকে আর কে পোঁছে! হয় মিড-ওয়েস্ট, নয় ওয়েস্ট কোস্ট না হয় ইস্ট।
দেখি, ব্যাটাচ্ছেলেরা এখানে কবে খোলে।
aka | ১৭ মার্চ ২০১১ ২৩:৩৯ | 168.26.215.13
কমরেড করসেন কি। আসেন আসেন শিগ্গির আসেন এই দক্ষিণের দিকে আসেন আপনারে খাওয়াই অজ্জিনাল গ্লেজড হট ক্রিস্পি ক্রিমি (অন্য কারুর চলবে নি)। গোটা বারো এমনিই উড়ে যায়।
এমনিতে দক্ষিণের দিকে খাওয়া দাওয়া দিব্য।
Arpan | ১৭ মার্চ ২০১১ ২৩:৩৮ | 112.133.206.18
না, আমি অজ্জিনাল গ্লেজড হট খাই নাই।
আর হুতো, জিলিপি খেয়ে ডোনাটের আইডিয়া পেয়েছে বললাম তো। তুলনা করার স্পর্ধাই রাখি না। ঃ-)
aka | ১৭ মার্চ ২০১১ ২৩:৩৮ | 168.26.215.13
হ্যাঁ হ্যাস টেনে চক্কা চক্কা চড়কা চলে গাইব আর হ্যাস বিক্রি করব।
aka | ১৭ মার্চ ২০১১ ২৩:৩৬ | 168.26.215.13
আমরা বলতাম কই আগরপাড়া আর কই বা* বাঁ*
Arpan | ১৭ মার্চ ২০১১ ২৩:৩৬ | 122.252.231.10
মণিকরণ মানে যেখানে উষ্ণ প্রস্রবণ আর গুরুদোয়ারা আছে? আহা, বরফ পড়ে সেখানে যাওয়া হল না। শুনেছিলাম লঙ্গরখানার ঘিয়ে ভাজা পুরি আর হালওয়া খেতে নাকি ভারি সুস্বাদু।
r.h | ১৭ মার্চ ২০১১ ২৩:৩৫ | 198.175.62.19
জিলিপী আর ডোনাট? কই আগরতলা আর কই চকির তলা। হ্যাঃ
aka | ১৭ মার্চ ২০১১ ২৩:৩৫ | 168.26.215.13
কমরেড অপ্পন ডোনাটস বলে অন্য কিছু খেয়েছেন। ক্রিস্পি ক্রিমির অজ্জিনাল গ্লেজড হট খেয়ে দেখুন একবার ও হল গরম লুচি আর চিনি।
kd | ১৭ মার্চ ২০১১ ২৩:৩৪ | 59.93.242.8
যাঃ! পাই গান-টান ছেড়ে দিয়ে এখন তবলা বাজাচ্ছে। তা, দু'টোর মধ্যে কোনটা বাঁয়া?
এবারে মদ আর মাংসে বৈরাগ্য জন্মালেই নিশ্চিন্তে হিমালয়ে যেতে পারি। মণিকরণের দিকটাই ভালো, হ্যাস পাওয়া যায়।
Arpan | ১৭ মার্চ ২০১১ ২৩:৩৩ | 112.133.206.18
ধুর, ডোনাট হল গিয়ে সাহেবদের জিলিপি।
aka | ১৭ মার্চ ২০১১ ২৩:৩২ | 168.26.215.13
আজকাল আমার ক্রিকেট দেখতে ভালো লাগে না।
r.h | ১৭ মার্চ ২০১১ ২৩:৩২ | 198.175.62.19
কি নিয়ে কোচ্চেন? ফেসবুক, ঝোলাগুড়, নেটিকেট, নুচি, ক্রিকেট, পাঁউরুটি না সকুমার রায়? ভুলিওনা, সুকুমার রায় আদি ময়মনসিঙ্গি। আর আমি সমদর্শী। সবকিছু ইকুয়ালি ভালোবাসি। তবে ক্রিকেটের জন্য একটু সমবেদনা না সহানুভূতি কি যেন দরকার হয়।
aka | ১৭ মার্চ ২০১১ ২৩:৩১ | 168.26.215.13
গরম নুচির সাথে অবশ্য চিনিও ভালো লাগে। ক্রিস্পি ক্রিম ঝেড়ে দিয়ে ডোনাটস বানিয়েছে।
Ishan | ১৭ মার্চ ২০১১ ২৩:২৯ | 117.194.35.127
অন্য বিষয়ে।
গুরুকে বিগ বিজনেসের সঙ্গে তুলনা করলে বা মিথ্যেবাদী হিসেবে প্রমাণ করতে চাইলে সেটা যথেষ্ট রুড আচরণ বলে আমার মনে হয়। স্প্যামকারী কিংবা আন-এথিকাল কাজকর্মের সঙ্গে যুক্ত বলে দেখালেও তাই। এগুলো যতবার করা হবে, তার উত্তর দেবার দায় আমার থাকবে। আমি দেবও।
আমারও কথাটি ফুরোলো। ঃ)
pi | ১৭ মার্চ ২০১১ ২৩:২৮ | 128.231.22.150
কুলদাদা, গানগুলান বরম এইখানে দ্যান। পরে সময় নিয়ে রোসে বোসে রসে বশে শোনা যবে ক্ষণ। ভাটপাতায় গর্ভ থেকে পরে খুঁজে বের করা ভারি চাপ।
আরে , ইপিস্তাবাক্সো ও তো হারমোনিয়াম তানপুরার বাক্সো নিয়ে বসতে চায়, এসব 'ফালতু প্যাঁচাল' না পাড়া হলেই ! ঃ) ফেসবুকে লোকজনের লেখা এক এক করে নোট বানিয়ে, ট্যাগ করে করে করে তারপর লেখকদের কাছে কমেন্টস পাঠাতে না হলে, ট্যাগিত লেখকেরা আপিসে ফেসবুক দেখতে না পেলে কি বাংলা দেখতে না পেয়ে কি কমেন্ট এল জানতে উদগ্রীব হলে তাঁদের পেস্ট করে বা অন্যভাবে না জানাতে হলে, ফেসবুকের প্রোফাইল ও গ্রুপের লোকজনকে ধরে ধরে এখানে কমেন্ট করতে বলতে ও শেখাতে না হলে, আর এধরণের আরো আরো অনেক কিছু না করতে হলেও আরো অনেক বাস্কো গুছিয়ে বসার সময় পাবে। শুধু আমি না, আরো অনেকে আরো অনেক কিছুর জন্য আরো অনেক সময় পাবে ঃ)
অন্যদের সময় নষ্টের ব্যাপারেঃ গুরুর কোনো লেখা বা ছবিতেই তেই ট্যাগড হতে না চাইলে ট্যাগ রিমুভ বা গুরুকে রিমুভ বা মেইল নোটিফিকেশন বন্ধের লিংকে ক্লিক করার পিছনে সময় খছা না করতে চাইলে একটি মাত্র এক লাইনের মেইল বা মেসেজ যথেষ্ট। এই সময় খচ্চাটার জন্য দুঃখ প্রকাশ করা রইলো। ট্যাগ করাটা ফেসবুকের একটি চালু দস্তুর । এটা স্প্যাম ক্যানো হতে যাবে ? শুধু লেখক না, অনেক পাঠক ই অনেকেই যে ট্যাগড হয়ে লেখা পড়তে চান, লেখার কমেন্টস পড়তে চান, তার উত্তরেও কিছু বলতে চান। তাঁদেরকে পড়ানো কেন বন্ধ করা হবে ?
পারমিতাদিকে ঃ গুরুর প্রায় শ খানেক নোটের মধ্যে তোমাকে বোধহয় বড়জোর দুটি তিনটিতে ট্যাগ করা হয়েছিল। আর, তোমার তো মনে হল, ইন গেনেরাল যে কারুর ট্যাগিং এ আপত্তি, তাহলে তো অপশনেই সেটা আটকানো সেট করে নিতে পারো। ফেসবুক ট্যাগ করার অপশন দিয়েছে, এটা বন্ধ করার অপশন ও দিয়েছে, এরপর ট্যাগ করলে তো স্প্যাম বলা যাবেনা। জানালে করা হবেনা এ ও এনশিওর করা হচ্ছে। এর মধেয় নেট এথিক্স ভাঙ্গার প্রশ্ন আসে কোদ্দিয়ে ?
ন্যাড়াদাকে ঃ গ্রুপে অ্যাড করা নিয়ে আপত্তি জানানোর সাথে সাথে 'দুঃখপ্রকাশ ' করে মেসেজ করা হয় ও ব্যবস্থা নেওয়া হয়। আর কতটা কীভাবে ডেকোরাম মেন্টেন করা সম্ভব, জানা নেই। দুঃখিত।
Ishan | ১৭ মার্চ ২০১১ ২৩:২৫ | 117.194.35.127
আমি প্রচন্ড সুস্থ আছি। যাঁরা ভাটের পাতায় বিভিন্নপ্রকার শুভেচ্ছা ইত্যাদি জানিয়েছেন, তাঁদেরকে ধন্যবাদ। এ নিয়ে খোলা পাতায় আর কোনো আলোচনা চাইছিনা।
Arpan | ১৭ মার্চ ২০১১ ২৩:২৪ | 122.252.231.10
পাঁউরুটি কেন হবে! আমাদের বাড়িতে ঝোলাগুড় খায় গরম গরম হাতরুটি দিয়ে। আর লুচি দিয়ে নলেন গুড়ের পায়েস।
Arpan | ১৭ মার্চ ২০১১ ২৩:২৩ | 122.252.231.10
আমি জানি না। আর আমি বাঙাল চূড়ামণি হতেই বা যাব কেন?
kc | ১৭ মার্চ ২০১১ ২৩:২১ | 89.203.49.18
হ্যা, যেহেতু সুকুমারবাবু লিখে গেছেন, সেজন্য, শুধুমাত্র সেজন্যই ঝোলাগুড়ের সঙ্গে অন্য কিছু খাওয়া যাবেনা। যত্তসব ভেজাল ভারতীয় বাঙাল।
আচ্ছা অপ্পন বলতো, বাঙাল বাংলাতে ''ঝোলা দাও'' মানে কী? কোচ্চেনটা শুধুমাত্র বাঙাল চুড়ামণি অপ্পনের জন্য।
kulada roy | ১৭ মার্চ ২০১১ ২৩:২০ | 74.72.144.174
নামে তালপুকুর, ঘটি ডোবে না। আমরা ঘটিগো লগে ডেলি কেইস করি আর সিধে হুড়ুম দিয়া গুড়ুম গুড়ুম নলেন গুড় ফেইস করি।
nyara | ১৭ মার্চ ২০১১ ২৩:১৮ | 122.172.160.148
মেরি অঁতোয়ানেও কি ছিলেন বাঙাল? লুচি ফেলে কেকের লোভে এমন কাঙাল - আর কে হবে?
Arpan | ১৭ মার্চ ২০১১ ২৩:১৩ | 112.133.206.18
ঝোলাগুড়ের সাথে নুচি বোধহয় ঘটি ডেলিকেসি, কুলদাবাবু।
kulada roy | ১৭ মার্চ ২০১১ ২৩:১২ | 74.72.144.174
সলামত আলি খানের ইমনডাও আছে। ইকটু আপলোড কইরা দিমুআনে।
Arpan | ১৭ মার্চ ২০১১ ২৩:১২ | 112.133.206.18
করসিলা? তো, তোমার খাবার পথ তো আরো বন্ধুর। বরম ইন্ডিয়া বা ইংল্যান্ড কেউ ফাইনালে না উঠলেই আমাদের খাওয়াতে রেডি থাকো। ঃ)
kc | ১৭ মার্চ ২০১১ ২৩:১০ | 89.203.49.18
আরে আমি যে ইন্ডিয়া ইংলন্ড ফাইনাল প্রেডিক্ট করেছিলাম, তার বেলা?
kulada roy | ১৭ মার্চ ২০১১ ২৩:১০ | 74.72.144.174
কুমুদিনী, ভাইরে, আমরা বাঙাল দ্যাশের লুকজন জন্ম থেইকাই বুড়ো। আবার যখন হাচা হাচা বুড়ো হইয়া যাই, তখন থেইকা আবার গুড়ো। আমগো সগোল কিছুই উল্টো। মাইন্ড খাইয়েন না। পারমিতা, আপনের ফেসবুক থেইকা যে কাইরই ইচ্ছেমত ডিলিট করতি পারেন। যে কোনো নোটও হাওয়া করতি পারেন। হ্যা নিয়া চিন্তা করনের কিছু নাই। আকা, ঝোলাগুড়ের লগে নো লুচি। পাউরুটি চলতি পারে।
আর একটি কতাও আছে --- একটু ভয় সত্যিই পাই মানে এই রে কি আবার বলে ফেল্লুম , সবাই রাগ করে যদি---ভাল লেখা পড়তে, ভাটাতে খুব ভালবাসি---তাই ভয় কল্লেও মাঝে মাখে লিখেই দি ঃ-)) এবার তোমাদের সব্বার জন্মদিনের শুভেচ্ছা পেয়ে যে কি ভাল লেগেছে --বলে বোঝাতে পারবনা--- ছোট-i, আম্মো কাউকে দাদা দিদি চট করে বলতে পারিনা---কিন্তু যা বলেই ডাকিখুব ভালবেসে ডাকি ঃ-)) মিতা তুমি তো আমার প্রতিবেশি--নিশ্চই মুখচেনা আছে---এবার বঙ্গতে ভাবটা ঝালিয়ে নেব। এবাই পালাই---
Nina | ১৭ মার্চ ২০১১ ২২:৪৫ | 64.56.33.254
ইস! অফিসে গান খুলতে পারবনা--সেই বাড়ী গিয়ে তাপ্পর! আজকে কি ভাল দিনটা ভাটে গন বাজছে---কালকে তো ভয়ই পেয়ে গেলুম---অনেক বোঝার চেষ্টা কল্লুম কিন্তু মাথয় ঢুকলনা--প্রবলেমটা--নিজের মুখবই, গুরু সব ঘুরে ঘুরে --দেখি ঠিকই তো চলছে মানে ইয়ে --ইচ্ছে হলে ডিলিটিয়ে দেব নইলে রাখব--কে জানে জ্ঞান অপ্প-সপ্প এই কম্পুতে --কিন্তু বাপু আমি ফাইন---(যেন আমি কে) তবু বলে গেলুম--আমার কোনও অসুবিধে হচ্ছেনা।
kc | ১৭ মার্চ ২০১১ ২২:৪০ | 89.203.49.18
অর্পণ, কই গেলা? ন্যাড়াদা আর আমাকে কনগ্রা দ্যাও।
kumudini | ১৭ মার্চ ২০১১ ২২:০৭ | 122.162.244.48
কুলদা,গানগুলি বড় ভাল দিছেন।
ফটো দেইখ্যা তো মনে লয় আপ্নে এক্কেরে পোলাপান,তয় অ্যামন বুড়া বুড়া ভাব করেন কিয়ের লাইগ্যা?
kumudini | ১৭ মার্চ ২০১১ ২২:০১ | 122.162.244.48
কেডিদার প্রাণশক্তি ও গুরু-আনুগত্যকে আবার সেলাম। ২৯ ঘন্টা ট্রেনে জার্নি করে এসে আপনি ভাট ও টইয়ের ব্যাকলগ ক্লিয়ার করলেন!!!
জবাব নাই।
kd | ১৭ মার্চ ২০১১ ২১:৫১ | 59.93.242.8
একি! আমায় নিয়ে টানাটানি কেন? এছাড়া আমার এক্টু ডিফেক্ট আছে, বাঙাল ভাষা বুঝি না (তবে শুনতে বেড়ে লাগে)।
জাভা আপদেট হ'লো আর সঙ্গে সঙ্গে ডানদিক হাওয়া। ঃ(
Paramita | ১৭ মার্চ ২০১১ ২১:৪৭ | 202.3.120.9
ঈশানকে, ফেসবুকের ঘাড়ে বন্দুক রাখলে আমিও এক পা পিছিয়ে যাব। আমি গুরুচন্ডালী নামক এক অবয়বহীনকে ফ্রেন্ডলিস্টে ঢুকিয়েছি তার কারণ তার পেছনে আমি তোমাকে বা পাইকে বা অন্য কোন পরিচিতকে দেখতে পেয়েছি। নইলে তো হতাম না। ফেসবুকে বেশ কজন বন্ধুর লেখাপত্রে ট্যাগড হয়ে কবিতার অবিশ্রান্ত ধারা সহ্য করতে হয়, এও তেমনি। যদি পরিচিত ছায়া না থাকতো তাহলে পুরোপুরি স্প্যাম বলে কাটিয়ে দিতাম, কোনো চান্স নিতাম না। আমি সেই দলের যারা স্ট্রেনজারকে ফ্রেন্ড লিস্টে ঢোকাই না। কিন্তু এইবার তুমি বলতে পারো না যে বন্ধু যখন হয়েছো তাহলে আমি যা করবো মেনে নিতে হবে নইলে সময় খচ্চা করে ফেসবুকে খেলাধুলো করে ওয়ার্ক অ্যারাউন্ড বের করার দায়িত্ব তোমার। এরপর তুমি এও বলতে পারো যে না পোষালে আনসাবস্ক্রাইব করার প্রিভিলেজ তো তোমার রয়েইছে কিন্তু বটমলাইনে তাহলে কি হল? কি পেলে পুরো এক্সারসাইজটা থেকে? নাকি এ সেই ক্রেডিট কার্ড কলের মত লাগে তাক না লাগে তুক। একশো জনে একজন হয়ত আমার মত ঝমেলা পাকাবে।
আর একটাও কথা বলবো না এই নিয়ে। সুস্থ হয়ে ওঠো, তারপর আমার ও তোমার টেম্পো থাকলে দেখা যাবে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন