এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • m | ১৫ মার্চ ২০১১ ১৪:৫৬ | 117.194.33.98
  • দময়ন্তী,ঃ)))

    আমি বেশ কিছুদিন আগে দীঘা গিয়েছিলাম। উরিবাবা,সবাই আমার মতই বুদ্ধি করে তাড়াতাড়ি চলে এসেছে। ভোর চারটেতেই দেখি লাখ লাখ লোক ,সারারাত জেগে বাসভাড়া করে চড়ুইভাতির দল। ঝাউবনে রান্না বসেছে- চাদর পেতে( ঐখানে তলায় কি ছিলো ভগাই জানে) লোকে আনাজ কুটছে বাটনা বাটছে। আর চা টা খেয়ে সুজ্জোদয় দেখতে দেখতে বালিতেই সেরে নিচ্ছে।

    অন্যদিকে হোটেলবাবুরা যে পর্যন্ত ঢেউ আসছে, (হাজারখানেক লোক) লম্বা লাইন করে দাঁড়িয়ে পড়েছে।নেহাত সীমাহীন জায়গা,নইলে পদপিষ্ট হয়ে মরার চান্স থাকতো।শতকরা নব্বই জনের চোখ ওপরের দিকে- যেন জলের সামনে ধিনিকেষ্ট না হলেই সুজ্জোদয় ভালো দেখা যাবে।

    কিছু অতিউৎসাহী অবশ্য চান করতেও নেমে পড়েছিলো। জানুয়ারি ঠান্ডা হাওয়ায় বীরত্ব বেরিয়ে গেছে মনে হলো। এদের সঙ্গে কোনো গামছা তোয়ালে বা জামাকাপড় দেখি নি, এরা গোটা জায়গাটা জুড়ে হিহি করতে করতে দৌড়োচ্ছিলোঃ))

    আর ছিলো আলোকচিত্রীর দল।যতরকম ভঙ্গী সম্ভব( আমাকে যেন ইউনিক লাগে) নৌকায় শুয়ে,বসে একজন কে দেখলাম নৌকো বুকে চেপে নানা ছবি তোলা চলেছে।সমুদের ধারে সব দোকানদারদের রমরমা- পেশাদার ফোটোগ্রাফারদের ছাড়া।
    অনেক রকম ছবি তোলার কায়দা শিখলামঃ)
  • nyara | ১৫ মার্চ ২০১১ ১৪:৫৪ | 203.83.248.37
  • যাদব চক্কোত্তি কলেজ স্ট্রীটে পাওয়া যায়, আমি গেল অগাস্টে কিনেছি। তবে বই হিসেবে আমার মেয়ের স্কুলের আধুনিক অংক বই অনেক উচ্চস্তরের। যাদব চক্কোত্তি-টক্কোত্তি আমাদের বুড়োদের নস্টালজিয়া-জনিত বিলাপ।
  • san | ১৫ মার্চ ২০১১ ১৪:৫০ | 14.96.64.125
  • বাঃ দমদির গপ্পটা হেবি ভালো। বেশ । যেমন কর্ম তেমন ফল।
  • byaang | ১৫ মার্চ ২০১১ ১৪:৪৭ | 122.172.43.140
  • উফ। দমের গল্পটা ভয়ানক! ফাটাফাটি বলতে গিয়েও বলতে পারলুম না নিজেকে ঐ পিসি আর ছোড়দাদুর জায়গায় রেখে। কি সাংঘাতিক মেয়ে রে বাবা!
  • arindam | ১৫ মার্চ ২০১১ ১৪:৪৫ | 121.242.12.27
  • বললেই পারতে এটা পরিবর্তনের ঢেউ
    ঃ)
  • Arpan | ১৫ মার্চ ২০১১ ১৪:৪২ | 202.91.136.199
  • বাচ্চাদের দাবায়ে রাখা মুশকিল হি নাহি, না-মুমকিন হ্যায়।

    মেয়েকে মা শিখিয়েছে তরিতরকারিতে মাছের ঝোলে একটু একটু ঝাল খাওয়া উচিত এইবার। ঝাল খেলে লং হেয়ার হয়। সেইদিন খাবার টেবিলে মেয়ে দেখি খাওয়া থামিয়ে আমাকে বিস্ফারিত নয়নে মাপছে। তারপরেই প্রশ্ন, তুমি গ্রিন চিলি খাচ্ছ? তোমার লং হেয়ার হয় না কেন?

    কোথাকার জল কোথায় গড়ায়!
  • Arpan | ১৫ মার্চ ২০১১ ১৪:৩৫ | 202.91.136.199
  • ঃ-))
  • arindam | ১৫ মার্চ ২০১১ ১৪:৩২ | 121.242.12.27
  • পিসীকে দেখিয়ে বলেছিল---"এ আমার মামা হয়'
    একেই বলে ইন্‌স্‌ট্‌য়ান্ট রিঅয়্যকশান...
    কোন কথা হবেনা।
    কটা "ক' দেবে বুঝে উঠতে পারছিনা!!!
    সুপার্ব।
  • siki | ১৫ মার্চ ২০১১ ১৪:২৭ | 123.242.248.130
  • অ্যাকদম! যাকে বলে খাপে খাপ, পঞ্চার বাপ!
  • arindam | ১৫ মার্চ ২০১১ ১৪:২৫ | 121.242.12.27
  • d
    কোন কথা হবেনা। মাইরী শকিং নাতনী!
    (বহুদিন মনে থাকবে এই লেখা- আর এটা ভাল অর্থেই লিখলাম)
    সত্যি, এমন কিছু কিছু মেয়ে থাকে যাদের সামলানো যায়না, সেইরকম...
    ঃ)
  • d | ১৫ মার্চ ২০১১ ১৪:২১ | 14.96.10.201
  • নাঃ 'বুড়িটক' নামে কিছু খোলা হলে তখন তুলে দেবোনে।

    কিন্তু ব্যাঙের ছেলেকে আমার মারাত্মক, ব্যপক পছন্দ হল। বেটা হো তো অ্যায়সা।
  • Blank | ১৫ মার্চ ২০১১ ১৪:১২ | 170.153.65.102
  • দম দির এটাও শিশু টকে যাবে
  • Blank | ১৫ মার্চ ২০১১ ১৪:১১ | 170.153.65.102
  • সেই চাপেই আজকাল রোগা হয়ে গেলুম ঃ(
  • d | ১৫ মার্চ ২০১১ ১৪:১১ | 14.96.10.201
  • এহে ব্যাঙের ছেলের কথা পড়ে কিরম স্মৃতিকাতর হয়ে পড়লাম।

    সে অনেকদিন আগের কথা। কলকাতায় তখনও মেট্রোর খোঁড়াখুঁড়ি শুরু হয় নি, সকালবেলায় প্রধান প্রধান রাস্তাগুলো পাইপের জল দিয়ে ধোয়া হত, ভবানীপুর থানা থেকে সকাল ন'টায় ভোঁ-ও করে সাইরেন বাজত, আর টালিগঞ্জ, হাজরা থেকে ভিকোটোরিয়া মেমোরিয়াল, হাওড়া ইত্যাদি জায়গায় ২৪, ৩২ এইসব নম্বরের ট্রামেরা গড়গড়িয়ে বিজলী, ভারতী, পূর্ণ সিনেমার সামনে দিয়ে যেত। সেই আদিযুগে টালিগঞ্জে আমার এক ছোড়দাদু থাকতেন। তিনি আমাদের বাড়ী এলে প্রায়ই আমাদের নিয়ে বেড়াতে বেরোতেন। এমনই এক দিনে ভবানীপুর থানার স্টপেজ থেকে আমাকে নিয়ে ছোড়দাদু আর আমার ছোটপিসী ট্রামে উথেছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাবে বলে। তখন নীল রঙের কিছু নতুন ট্রাম চালু হয়েছিল। সেগুলোকে লোকে 'সুন্দরী ট্রাম' বলে ডাকত। সেই সুন্দরী ট্রামে উঠে আমি তো সুন্দর একখানা জানালায় বসেছি। আহা ট্রামের জানালাগুলো কি বড় বড়! ট্রাম ভারতী ছাড়াতে ছাড়াতেই কন্ডাকটার এসেছে ভাড়া নিতে। এই কন্ডাকটরদের আমার ভারী পছন্দ ছিল। কি সুন্দর ড্রেস, কি সুন্দর ব্যাগ! এইবারে ছোড়দাদু হঠাৎ শুরু করল 'এই একে আমরা তো চিনি না, আমাদের দুটো টিকিট দিন'। আবার নিজে নিজেই বলছে ওর কাছে পয়সা না থাকলে আপনারা পুলিশে দেবেন তো? তখন পুলিশ ওকে নিয়ে লালবাজারে রেখে লাল চিড়া খাওয়াবে তাই না? ছোটবেলায় আমাকে এই লালবাজার ও লালচিড়া দিয়ে খুব ভয় পাওয়ানো হত। আর রাস্তায় কোথাও ট্রাফিক পুলিশ দেখলেই ছোড়দাদু এই ভয়টা আমাকে দেখাত।

    সেদিন হঠাৎ আমার মাথাটা কেমন যেন হয়ে গেল। আমি একেবারে পরিত্রাহি চিৎকার শুরু করলাম 'এরা ছেলেধরা, আমাকে দাঁ পেপার হাউসের সামনে থেকে জোর করে ট্রামে তুলেছে, ওখানে আমার বাড়ী, ও কাকু আমাকে বাড়ী পৌঁছে দাও না-আ-আ'। এর মধ্যে ট্রামটা পুর্ণর স্টপেজে থেমেছে। রমেশ মিত্রর মোড়ে ট্রাফিক পুলিশ থাকে। আমার চীৎকারে ট্রামশুদ্ধ লোক সচকিত। ছোড়দাদু ভড়কে গিয়ে তাড়াতাড়ি কন্ডাকটরকে বোঝানোর চেষ্টা করছে, পিসী আমাকে কোলের কাছে নেওয়ার চেষ্টা করতেই আমি আরো জোরে চিক্কুর ছেড়ে এঁকেবেঁকে যে দু একজন লোক ছিল কাটিয়ে ট্রাম থেকে নেমে সো-ও-জা পুলিশের দিকে দৌড়। সাথে রোলারুলি কান্না 'ও পুলিশকাকু আমি বাড়ী যাবো। আমাকে ছেলেধরা ধরে নিয়ে যাচ্ছে-এ-এ' ঐ মোড়ে একটা বাটার দোকান ছিল। সেখান থেকে, আরো আশপাশ থেকে প্রচুর লোক এসে গেছে। এদিকে ছোড়দাদু আর পিসীকে কেউ বিশ্বাস করছে না। তখন নাকি ছোড়দাদু নার্ভাস হয়ে পিসীকে দেখিয়ে বলেছিল 'এ আমার মামা হয়'। কিছুতেই ওদের হাতে আর আমাকে ছাড়ে নি জনগণ। দায়িত্ব নিয়ে পুলিশকাকুরা বাড়ী পৌঁছে দিয়েছিল। আমার মা, নীচের বাড়ীর শোভাদিদি আর খুকুপিসীর সাক্ষ্যের ভিত্তিতে ছোড়দাদু আর পিসী ছাড়া পায়। ওদের আর আটক করে নি।

    সেই থেকে আমৃত্যু ছোড়দাদু সেই শক কাটিয়ে উঠতে পারেন নি।
  • siki | ১৫ মার্চ ২০১১ ১৪:১১ | 123.242.248.130
  • বেশি চাপ নিস না, রোগা হয়ে যাবি।
  • Blank | ১৫ মার্চ ২০১১ ১৪:০৭ | 170.153.65.102
  • জগৎ জোড়া এত্ত কবি, যে আজকাল বড় চাপ লাগে।
  • arindam | ১৫ মার্চ ২০১১ ১৪:০০ | 121.242.12.27
  • যাই পাক নো-বেল এর অঙিনায় না গেলেই হয়...
    ঃ)
  • siki | ১৫ মার্চ ২০১১ ১৩:৫৮ | 123.242.248.130
  • এ ছেলে তো বড় হলে নোবেল পাবেই পাবে!
  • Arijit | ১৫ মার্চ ২০১১ ১৩:৫১ | 115.249.42.177
  • আচ্ছা - জরুরী কোশ্চেন - কলকাতায় গাড়ির নতুন নাম্বারপ্লেটের গপ্পোটা কি অফিসিয়াল? কবের মধ্যে করতে হবে?
  • byaang | ১৫ মার্চ ২০১১ ১৩:৩৭ | 122.172.43.140
  • খাবার এল। খেতে যাই।
  • byaang | ১৫ মার্চ ২০১১ ১৩:৩১ | 122.172.43.140
  • ঃ-))
  • Arijit | ১৫ মার্চ ২০১১ ১৩:৩০ | 115.249.42.177
  • আরেকজন ইদানিং শুরু করেছেন -

    পটিতে বসে -

    "ও বাবা ও বাবা
    ও পাপা ও পাপা
    ও পাপি ও পাপি
    ও পাপু ও পাপু
    ও পেয়ারা ও পেয়ারা'

    বঙ্কিমের পেয়ারা না ফল কে জানে...
  • Arpan | ১৫ মার্চ ২০১১ ১৩:২৯ | 202.91.136.199
  • ভাঙ্গতো তো বেশ করত! তখনই আমার মেয়ে ফুটবলে ভলি মেরে কালিঠাকুর শুইয়ে দিত। ঃ-)
  • Arijit | ১৫ মার্চ ২০১১ ১৩:২৮ | 115.249.42.177
  • জ্জিও। কল্কেতা এসো, পাঠভবনে ভত্তি করো। খেলা জমবে;-)
  • byaang | ১৫ মার্চ ২০১১ ১৩:২৮ | 122.172.43.140
  • শিশু না থাকলে তো আর সেইখানে লেখা যায় না।
  • Abhyu | ১৫ মার্চ ২০১১ ১৩:২৭ | 97.81.106.140
  • শিশুটক বলে একটা টই আছে।
  • byaang | ১৫ মার্চ ২০১১ ১৩:২৬ | 122.172.43.140
  • আর বল মেরে তোর বাড়ির সব কটা টিউব আর বাল্ব যে ভেঙ্গে দিতে গেছিলো, সেটা বললি না! তার জন্যও আমিই আবার মিতাদি আর কল্লোলদার কাছে বকুনি খেলাম। মানে ভাঙ্গতে মানা করার জন্য আমি বকুনি খেয়েছিলাম।
  • san | ১৫ মার্চ ২০১১ ১৩:২৫ | 14.99.247.158
  • আহা , বেশ হয়েছে টা ব্যাংদিকে।
  • byaang | ১৫ মার্চ ২০১১ ১৩:২৪ | 122.172.43.140
  • এইটে পছন্দ হল? তাহলে বরং এইটে শোন। তখন লোয়ারকেজিতে পড়ে, একদিম স্কুল থেকে আমাকে ডেকে পাঠালো। গেলাম, আমাকে দেখামাত্রই এক আন্টি (ননটিচিং স্টাফ) এসে ভয়ানক উত্তেজিত হয়ে কন্নড়ে কীসব বলতে লাগলো। আমি বিন্দুবিসর্গ বুঝছি না, শুধু বুঝছি ভয়ানক কোনো অপরাধ করেছে। তারপর ক্লাসটিচার এসে বললেন, সে নাকি মিথ্যে বলে বাথরুমে গিয়ে গরম জল এবং ঠান্ডা জল দুই ট্যাপ খুলে জল নিয়ে খেলছিলো। আন্টি গিয়ে না পড়লে গরম জলে পুড়ে সিদ্ধ হয়ে থাকতো, এবং প্রিন্সিপাল নাকি আন্টি এবং ক্লাসটিচার দুজনেরই চাকরি খেতেন। তারপর টিচার ছাত্রকে ভয় দেখানোর জন্য বললেন - ""তোমার মাকে আমরা স্কুলে রেখে দিচ্ছি, তুমি একা চলে যাও''। ছাত্র সেই শুনে প্রথমে মায়ের থেকে আটোভাড়া চাইলো আর তারপরেই বাড়ির চাবি চাইলো। টিচার দেখে হতবাক হয়ে কাঁইমাঁই লাগালেন চার বছরের ছেলের কীকরে এত সাহস হয়!
  • dd | ১৫ মার্চ ২০১১ ১৩:২৩ | 122.165.62.104
  • আরেদ্ধুর। সেই সকাল থেকে মিটিন চলছে, এখন পজ্জন্তো লাঞ্চ দেয় নি।
    গ্রোইং চাইল্ড, ক্ষিদে পাবে না ?
  • san | ১৫ মার্চ ২০১১ ১৩:২২ | 14.99.123.55
  • বেশ হয়েছে ! ঃ-)))))))))))))
  • Arpan | ১৫ মার্চ ২০১১ ১৩:১৯ | 202.91.136.199
  • ঠিক হয়েছে। ঃ)

    আর এমন শান্তশিষ্ট ছেলেকে বাঁদর বলো! আমাদের বাড়িতে এসেছিলে তখন মৈত্রেয় প্লেটের একটা রসগোল্লা খায়নি। তুমি চোখ পাকিয়ে বললে খেয়ে নিতে। ছেলে সেই রসগোল্লা এক ঢোঁকে জল দিয়ে তড়িঘড়ি গিলে খেল।
  • Abhyu | ১৫ মার্চ ২০১১ ১৩:১৮ | 97.81.106.140
  • এইটা আমার হেব্বি পছন্দ হল। আমি ওকে পড়াবোই।
  • byaang | ১৫ মার্চ ২০১১ ১৩:১৪ | 122.172.43.140
  • গুড বয়ই বটে। অতিরিক্ত বাঁদরামোর জন্য গত রোব্বারের আগের রোব্বার গাড়ি থেকে রাস্তায় নামিয়ে দিয়েছিলুম। দিয়ে গাড়ি এগিয়ে নিয়ে যেতে বল্লুম। আমি ভেছিলাম কিছুটা হলেও ঘাবড়ে যাবে। তা তিনি বেজায় সাবধানী এবং আরামপ্রিয়ও বটে। কান্নাকাটি-দৌড়ানো কোনোকিছুর ধারকাছ দিয়ে গেলেন না। গাড়ি ২০০মিটারও এগোয় নি, আমার মোবাইলে ফোন, অপরিচিত লোককে দিয়ে ফোন করিয়েছে তাকে ফেরৎ নিয়ে যাওয়ার জন্য।
    আমি মাঝখান থেকে কেস খেলাম।
  • Arpan | ১৫ মার্চ ২০১১ ১৩:১১ | 202.91.136.199
  • হ্যাঁ, ভারি সাবলম্বী ছেলে। এমন ছেলে মায়ের মনোনীতাকে বিয়ে করতে যাবে কেন!
  • Arijit | ১৫ মার্চ ২০১১ ১৩:০৯ | 115.249.42.177
  • বাঃ গুড বয়। গুডি গুডি নয়। ঋক তো বেজার হলেই নিউক্যাসলে ফিরে যেতে চায় - যদিও টিকিটটা আমাকেই কেটে দিতে হবে।
  • Arpan | ১৫ মার্চ ২০১১ ১৩:০৭ | 202.91.136.199
  • ইনফি এমপ্লয়িদের জাপান থেকে ফেরত আনছে।
  • san | ১৫ মার্চ ২০১১ ১৩:০৭ | 14.96.213.28
  • তব্বে ! বায়না না করে স্বনির্ভর হচ্ছে, আর তুমি নিন্দে করছো বেচারির। জিভ তো খসে যাবে ঃ-)
  • byaang | ১৫ মার্চ ২০১১ ১৩:০৩ | 122.172.43.140
  • ছেলে এমনিই যেন কত পরোয়া করে মাকে! কাল বাড়ি ফিরে দেখি তিনি নিজের জমানো টাকার ঝাঁপি খুলে টাকা গুণছেন। কি ব্যাপার, কি সমাচার শুধিয়ে জানলাম তিনি খেলার খবর পড়তে টিওআইয়ের সাইট খুলেছেন, সেখান থেকে জেনেছেন সৌরভ এমসিসির হয়ে দুবাই টিটোয়েন্টিতে খেলবে। পয়লা এপ্রিল থেকে সেই খেলা শুরু। টিকিটের দাম নাকি ২৫Dh। বাবাকে ফোন করে শুধিয়েছেন সেটা টাকায় কত। তারপরে টাকা গুণতে বসেছেন উনি একা একা দুবাই গিয়ে সৌরভের খেলা দেখে আসাটা নিজেই অ্যাফোর্ড করতে পারেন কিনা!
  • Arpan | ১৫ মার্চ ২০১১ ১৩:০২ | 202.91.136.199
  • আর যারা কম ঘুমোয় তাদের ম্যানেজ করা আরো সোজা।
  • san | ১৫ মার্চ ২০১১ ১৩:০০ | 14.96.213.28
  • যারা হাঁকডাক বেশি করে, তাদের ম্যানেজ করা আসলে সোজা ঃ-)
  • Abhyu | ১৫ মার্চ ২০১১ ১২:৫৯ | 97.81.106.140
  • জাঁদরেল শাশুড়ি দেখে???
    আমারও ব্যাঙদিকে দেখার আগে ধারণা ছিল ভদ্রমহিলা ভারি জাঁদরেল ঃ)
  • san | ১৫ মার্চ ২০১১ ১২:৫৮ | 14.96.213.28
  • ইশ, ব্যাংদিটা কী সরল ঃ-) বড়ো নাইভ ঃ-)
  • Arpan | ১৫ মার্চ ২০১১ ১২:৫৮ | 202.91.136.199
  • ওকে। পান মুখে রেখো। ওতে আরো জাঁদরেল লাগে। ঃ)
  • byaang | ১৫ মার্চ ২০১১ ১২:৫৭ | 122.172.43.140
  • তাই তো বল্লুম, ভগবান আজ সহায় আমার। দক্ষিণী খাবার আনালেই গেছিলাম আরকি।
  • Arpan | ১৫ মার্চ ২০১১ ১২:৫৬ | 202.91.136.199
  • * পাওয়া
  • byaang | ১৫ মার্চ ২০১১ ১২:৫৬ | 122.172.43.140
  • ছেলে মায়ের বাধ্য হলে মায়ের মনোনীতাকেই বৌ করে আনবে। আর মায়ের মনোনীতা কখনো ট্যাঁফোঁ করার সাহসই পাবে না এরকম জাঁদরেল শশুড়ি দেখে।।
  • Arpan | ১৫ মার্চ ২০১১ ১২:৫৫ | 202.91.136.199
  • বেইজিং বাইটস ভালো তো। ওখানে থাই খাবারও পায়া যায়।
  • san | ১৫ মার্চ ২০১১ ১২:৫৪ | 14.96.213.28
  • তোমরা মিউচুয়াল বাধ্যতার একটা এগ্রিমেন্ট বানাও না ক্যানো ? ঃ-)
  • byaang | ১৫ মার্চ ২০১১ ১২:৫৪ | 122.172.43.140
  • নাঃ ভগবান সহায়। বেজিং বাইটস থেকে চিনে খাবার আনানো হচ্ছে আজকে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত