এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kumudini | ১৮ মার্চ ২০১১ ১৪:০৭ | 59.178.49.254
  • ইন্ডো-কেসি-অরিজিৎ ট্রায়ো -আমাজানের গহনে গিয়ে দেখাক।
  • kc | ১৮ মার্চ ২০১১ ১৪:০৩ | 89.203.49.18
  • আজকে মনে হচ্ছে ''অল্ল য''র সিকুয়েল নেমে যাবে। ঠাকুর, ঠাকুর একটু দেখো।
  • pharida | ১৮ মার্চ ২০১১ ১৪:০৩ | 220.227.148.193
  • কাল সক্কাল সক্কাল ভরতপুর, ফতেপুর সিক্রি, বাবুই বাসা, ভদকা সহযোগে প্রচুর গানভোজন। ফরিদাবাদ থেকে রওনা সক্কাল ছটায় (বাঙালী টাইম) - গাড়ি সহ যোগাযোগ করুন - সঙ্কÄর !!
  • BLANK | ১৮ মার্চ ২০১১ ১৪:০১ | 170.153.65.102
  • কচি করে জুলুক ঘুরে আসি একটু
  • siki | ১৮ মার্চ ২০১১ ১৩:৫৯ | 123.242.248.130
  • ঘ্যামা হচ্ছে। আরেকটা হোক না! অনেকদিন সেই প্লাটিপাসসের গল্প হয় নি। প্ল্যাটিপাসের পাশে বলে একটা ট্র্যাভেলগ নামিয়ে দিন তো ...
  • dd | ১৮ মার্চ ২০১১ ১৩:৫৬ | 124.247.203.12
  • বা আমাজনের গহীনে যেতে পারেন।
    কুমীরে ঠাসা নদী ডিঙি বেয়ে যেতে হবে, হাত দিয়ে সড়িয়ে দিতে হবে অ্যানাকোন্ডাদের। একটু শুগনো ডাংআয় দাঁড়িয়ে আগে খেয়াল করুন আগুন পিমড়ের ঝাঁক কাছে পিঠে নেইতো। ভোঁ ভোঁ করে উড়ছে দানো ভীমরুলের দল। ক্যাও ম্যাও করছে জাগুয়ার।

    ঝোপঝাড়ের মধ্যে নরখাদকের দল। তারা এতো ই অলস যে বিষাক্ত ব্যাংএর চামড়া ছাড়িয়ে তার বিষ দিয়ে বাঁশের ফলায় মাখিয়ে আগুনে পুড়িয়ে শক্ত করে ফুঁকলের মধ্যে দিয়ে আর মানুষ শিকার কর না। ভুলেই গেছে। তারা ঐ ব্যাং ছুড়ে মারে অভিযাত্রীদের গায়ে। সে সময়ে কেউ বিস্ময়ে হাঁ করে থাকলে মুশকিল, ঐব্যাং পেটে গেলে সাক্ষাত মৃত্যু। দু জনের ই।

    না, সে সব পরিশ্রম করবেন ক্যানো আপ্নেরা। বাড়ী থেকে গাড়ী চড়ে অ্যার কন্ডিশনড জাংগল টুরিজম করবেন। সাথে থাকবে জ্যাম,জেলি। কমলালেবু ডিমসেদ্দো,পাউরুটি আর ঝোলাগুড়।

    ছ্যাঃ।
  • siki | ১৮ মার্চ ২০১১ ১৩:৫৩ | 123.242.248.130
  • হেহেহেহেহে। ডিডিদা আবার শুক্কুরবারের তূরীয় ফর্মে। অনেকদিন বাদে।
  • byaang | ১৮ মার্চ ২০১১ ১৩:৪৮ | 122.172.41.239
  • কেউ ইন্ডোরে কেলাস সেভেনের কুন্ডুদাসকুন্ডু কিনে দাও।
  • I | ১৮ মার্চ ২০১১ ১৩:৪৬ | 14.96.191.132
  • ওয়েঃ শ্যালিকাসুন্দরী, তুই সবে ব্যাঙ আছিস। আগে অন্ততঃ ঢোঁড়াসাপ তো হ !
  • kumudini | ১৮ মার্চ ২০১১ ১৩:৪৬ | 59.178.49.254
  • নোট নিল মহাকাল,কালে পাবে দেখা।
    হাহাহা হাহাহা হাহাহা।
  • byaang | ১৮ মার্চ ২০১১ ১৩:৪৪ | 122.172.41.239
  • ইন্ডোবাবু অত হাইসেন না। মনে রাখবেন আপনার গিন্নির সঙ্গে আমি যেকোনো মুহুর্তেই জোট বাঁধতে পারি।
  • dd | ১৮ মার্চ ২০১১ ১৩:৪৪ | 124.247.203.12
  • সে সব দিনের কথা মনে পরে।

    কিলিমাঞ্জারো পাহাড়ের চুড়ায় ঝিকমিকাচ্ছে সুযযের আলো। মাসাইমারা ঘন ঘাসের মাঠ, উপরে ঝকঝকে নীল আকাশ ,বড় বড় সব ঈগল ইয়াব্বড়ো নখ বার করে গিয়াও ফ্যাঁস গিয়াও ফ্যাঁস আওয়াজ করে উড়ে বেড়াচ্ছে।

    ঘাসের মধ্যে পালে পালে সিংহ আর লেপার্ড। কোনটা ক্ষি না জানলেও ক্ষেতি নেই, সবার গায়ে আই ডি কার্ড আছে। নির্বিকার নাস্তিক জিরাপ,জেব্রা,বাইসন টাইসন গুনে শেষ করা যায় না।

    একাকী এক গন্ডারের পিঠে চড়ে ঘুড়ে বেরুচ্ছি, হাতে একটা মাম্বা সাপ। বেগড় বাই দেখলে সেই সাপ দিয়ে পিট্টে ভুষ্টিনাশ করে দিচ্ছি।

    আর এরা এখন পার্কে গিয়ে হরিন দেখে ভিরমি খায়।
  • d | ১৮ মার্চ ২০১১ ১৩:৪৩ | 14.96.35.68
  • না না কেসি আমি অগাস্টের শুরুতে যাবই না বললাম তো।

    একসাথে কতগুলো প্ল্যান করব, অ্যাঁ!? জুনে লাদাখ, ডিসেম্বারে বাংলাদেশ এখন কচি করে ডাইমনহাবরা।
  • I | ১৮ মার্চ ২০১১ ১৩:৪২ | 14.96.191.132
  • ইন্ডো-কেসি-অজ্জিত জোট, টু বি প্রিসাইজ।
  • I | ১৮ মার্চ ২০১১ ১৩:৪১ | 14.96.191.132
  • হাঃ হাঃ হাঃ হা ঃ !!!
    ইন্ডো-কেসি জোট যুগ যুগ জিও। শমন, কী দেখাও ভয় ! ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয়।
  • Arijit | ১৮ মার্চ ২০১১ ১৩:৪০ | 115.249.42.177
  • থ্রেট দিচ্চে তো! তাইলে তো যাবোই। টু হেল উইথ কোটি কোটি লোক, ভ্যান রিক্সা অ্যাণ্ড ভ্যানো;-)
  • Arijit | ১৮ মার্চ ২০১১ ১৩:৩৮ | 115.249.42.177
  • এন এইচ ৩৪ মানে তো ওই ডাকবাংলো মোড় থেকে যেটা কল্যাণীর দিকে গেছে। ওতে কদ্দুর? অ্যারপোর্ট থেকে ডাকবাংলো মোড় যেতেই তো...
  • kumudini | ১৮ মার্চ ২০১১ ১৩:৩৭ | 59.178.49.254
  • কেসি,এর ফল কতো ভয়ানক হবে তা ভাবতেও পার্বেন্না।
  • Arijit | ১৮ মার্চ ২০১১ ১৩:৩৬ | 115.249.42.177
  • এট্টু ভাবি।

    যশোর রোড আর টাকী রোডের নাম শুনলেই লং ড্রাইভের সুন্দর স্মৃতির বদলে ন্যাশনাল হাইওয়ের ওপর বাজার, কোটি কোটি লোক, ভ্যান রিক্সা আর বেয়াক্কেলে অটো/ভ্যানোর এক্ষপিরিয়েন্স চোখে ভাসে। নেহাৎ বাধ্য না হলে আমি যশোর রোডে যাই নে;-)
  • dd | ১৮ মার্চ ২০১১ ১৩:৩৬ | 124.247.203.12
  • যত্তো সব হুজুগাবতারের দল।

    এইমাত্তর ছবি দেখে এলাম। এইট্টুকুনি একটা পার্ক, চাদ্দিকে শহর গেরাম। ভিতরে পিকনিক স্পট অর্থাৎ তারস্বরে গান আর তার মদ্দোপান আর নাচন কোঁদোন, হয়তো মাছ ভাজাও খাবে। এসবের গন্দো।

    জিরাপ,গন্ডার,লায়ন,হাতী, বাঘ বাঘালি - এ সব কিছু নেই। হাজার খানেক হরিন আছে, বেশীর গুনোই প্লাস্টিকের। কিছু ফরিং, গিরগিটি,কাগ,বগ, গুয়ো শালিখ। কয়েকটা ব্যাং আর বেশ কিছু ন্যাজ ওলা মেনিমুখো বাঁদর।

    কাপুরুষের দল। জংগলে যেতে চাও তো যাও না ক্যানো মাসাইমারা?
  • kc | ১৮ মার্চ ২০১১ ১৩:৩৬ | 89.203.49.18
  • ইন্ডো লোক চেনে। কেসি ছাড়া আর সবাই যে কাগুজে বাঘ এটা জানে।
  • I | ১৮ মার্চ ২০১১ ১৩:৩৫ | 14.96.191.132
  • অজ্জিত,
    যশোর রোড ধরবোই না। এন হেইচ ৩৪ ধরে চাকদা পৌঁছে এস হেইচ ১ ধরে চলে জাবো। কিম্বা বীরনগর থেকেও যেতে পারি।
  • kc | ১৮ মার্চ ২০১১ ১৩:৩১ | 89.203.49.18
  • ইন্ডো আমি সিরিয়াস। অরিজিৎ, দমদি, তোমরাও চল।
  • byaang | ১৮ মার্চ ২০১১ ১৩:৩০ | 122.172.41.239
  • হ্যাঁ, মনিষ্যি বলেই জ্ঞান করে না!
  • byaang | ১৮ মার্চ ২০১১ ১৩:২৯ | 122.172.41.239
  • দেখলে কুমু, আমাদের বাদ রাখার জন্য কত্তো বাহানা, কত্তো অজুহাত!
  • kumudini | ১৮ মার্চ ২০১১ ১৩:২৮ | 59.178.49.254
  • কেবল কেসি ছিরিয়াছ কিনা জিগাল।আর আমরা এলেবেলে?
    বঢ়াইয়ের কীবোর্ড ভেঙে গুঁড়িয়ে পাউডার করে দাও।
  • d | ১৮ মার্চ ২০১১ ১৩:২৮ | 14.96.35.68
  • না না আমি যাব না। অগাস্টের শুরুতে যাব না।
  • Arijit | ১৮ মার্চ ২০১১ ১৩:২৭ | 115.249.42.177
  • এত্তগুনো চারচাকা প্যাঁ পোঁ করতে করতে গেলে মাইল তিনেক আগে থেকেই আওয়াজ পেয়ে সব পালিয়ে যাবে।
  • I | ১৮ মার্চ ২০১১ ১৩:২৫ | 14.96.191.132
  • অবিশ্যি শ্যালিকার ভীড় দেখলে পরে আমার বৌ-ও পেলিয়ে যেতে পারে।
  • byaang | ১৮ মার্চ ২০১১ ১৩:২২ | 122.172.41.239
  • ঃ-)
  • I | ১৮ মার্চ ২০১১ ১৩:২২ | 14.96.191.132
  • আরে চলেন চলেন, সব্বাই চলেন। কিন্তু জঙ্গলে বকবক করবেন না। তাইলে পাখী পেলিয়ে যাবে।
    কেসি কি ছিরিয়াছ? তাইলে তেমনি পেলান করি।
  • kumudini | ১৮ মার্চ ২০১১ ১৩:২০ | 59.178.49.254
  • ব্যাং,ইন্দ্রানী,ডি,মিঠু,শ্রাবণী,কুমু(মানে কাছে পিঠে যত গুরু-চন্ডালিনী) - সব্বাই যদি যায়?
  • kc | ১৮ মার্চ ২০১১ ১৩:১৩ | 89.203.49.18
  • ইণ্ডো, হাম হ্যায়।
  • Arijit | ১৮ মার্চ ২০১১ ১৩:০৮ | 115.249.42.177
  • মানে যশোর/টাকী রোড? জঘইন্য রাস্তা তো।
  • d | ১৮ মার্চ ২০১১ ১৩:০৬ | 14.96.35.68
  • বাংলাদেশ বর্ডারে নলডুংরির কাছে।
  • Arijit | ১৮ মার্চ ২০১১ ১৩:০৪ | 115.249.42.177
  • সেটা আবার কোথায়?
  • I | ১৮ মার্চ ২০১১ ১৩:০৩ | 14.96.191.132
  • অগাস্টের শুরুর উইকেন্ডে পারমাদান যাবো, দুইদিনের জন্য; সগাড়ি। হ্যায় কোই যানেওয়ালা? বর্ষার ভেজা সবুজ, চিতল হরিণ, ইছামতী, ব্রাহ্মণী চিল, বসন্তবৌরী, দিদিমা'র গরম রসগোল্লা? এনি টেকার?
  • siki | ১৮ মার্চ ২০১১ ১২:৫৯ | 123.242.248.130
  • ঃ)
  • Arijit | ১৮ মার্চ ২০১১ ১২:১১ | 115.249.42.177
  • সেই জন্যেই এই বিয়েটিয়ে করতে নেই।

    যাই হোক - আপাততঃ কোথাও যেতে হলে কম্যান্ড অ্যাণ্ড ক®¾ট্রাল সাথেই যেতে হবে। পনেরোদিনের ছুটির প্রবলেম তো আমার নয়...ফস্টার হুইলার, পাঠভবন আর অরুণ নার্সারীর। শেষের দুটো জুনে সম্ভব যদিও।

    পুজোর সময় একটা লম্বা ছুটি থাকবে। হয় অজন্তা/এলোরা, নয়তো কোনো একটা হাজারি ড্রাইভ। ঠিকই করে রেখেছি।
  • kd | ১৮ মার্চ ২০১১ ১২:০৬ | 59.93.244.231
  • পান্থনিবাসে কম্পাউন্ডের মধ্যেই গাড়ি রাখা যায় - সেফ। স্বর্গদ্বারের দিকে একমাত্র ভিক্টোরিয়ার সের'ম কম্পাউন্ড আছে। অন্য হোটেলে বোধহয় রাস্তায় রাখতে হয় (ঠিক জানি না, হয়তো এদিক-ওদিকে ব্যবস্থা আছে)।
    পান্থনিবাসের লন-গার্ডেন বেশ ভালো। নোন-এসি বাড়িটা সী-ফেসিং, এসি বাড়িটা পার্পেন্ডিকুলার টু সমুদ্র - ব্যালকনি আছে কিন্তু তার আদ্দেকটা এসি মেশিন আর মেঝেটা তার পেচ্ছাপে ভেজা। এই উইংএ বেয়ারারা খুব খাতির করে (বেশ বিরক্তিকর), তারপর ছাড়ার সময় টিপ্‌সের জন্যে সাধাসাধি (উইথ খিস্তি টু সরকার)। হোটেল আর সমুদ্রের মধ্যে একটা সুন্দর পার্ক আছে, বাচ্ছাদের। বীচ প্রাইভেট না, তবে এদিকটা ফাঁকা তো, এমনি অসুবিধে নেই। তবে পাশের দামী হোটেলগুলোর বীচের (প্রাইভেট) মতো ছাতা/চেয়ার/তোয়ালে আর ড্রিন্‌ক সার্ভিস নেই।
    ও হ্যাঁ, কলকাতার বাস পান্থনিবাসে টার্মিনেট করে।
    চক্রতীর্থ সাইডটাতে খাওয়ার বেশ কষ্ট। পান্থনিবাসে খাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু আট-দশজন বেয়ারা এ-ওকে অর্ডার করে, তাই নিজেদেরই প্লেট বগেরা নিয়ে বসতে হয়। রান্নাও তেমন পদের নয়। খেতে গেলে ওই দামী হোটেলগুলো রেষ্টুরেন্টে। (অর্পনের দেওয়া জানাডু চিনি না, পরেরবার ট্রাই নেবো)।
    স্বর্গদ্বার সত্যি স্বর্গ, খাওয়ার ব্যাপারে। আমি "সীগাল'এ থাকি, হোটেল-লাইনের একদম শেষেরটা, শঙ্করাচার্যের মন্দিরের পাশে। আমার হিসেবে অপ্টিমাম লোকেশন - সকালে ঘুম থেকে উঠে হোটেল থেকে বেরিয়ে পাশের (কোনের) দোকানে দু'টো জিবেগজা খেয়ে রাস্তা পেরিয়ে বীচে বসা হকারদের কাটিয়ে মন্টুর হাতে আদ্ধঘন্টা তেল-ম্যাসাজ, ওর কাছে চশমা পয়সার ব্যাগ রেখে জলে কিছুক্ষণ, ফিরে এসে আধঘন্টা ক্রীম-ম্যাসাজ। ফিরে হোটেলের দারোয়ানকে দিয়ে 'বিদেশ ঘর'এর পঙ্কজকে খবর পাঠানো 'মাটন বিরিয়ানি' জাতীয় কিছু দিয়ে যাওয়ার জন্যে। খারাপ কী!

    ডিঃ পান্থনিবাসের ইনফো ২০০৭ সালের। সীগালে মে-জুনে এসি ঘর নি (এদের এসি ঘর সীফেসিং, এপাড়ায় এক্সেপশন), অন্য সময় নন-এসি (শুধু ২০৪-৬, ৩০৪-৬) - বাড়ির সাইডে হওয়াতে লম্বা বীচটা দেখা যায় - ব্রেকার্স দেখতে আমার ভালো লাগে।

    ধুস্‌ কী লিখতে গিয়ে কী লিখলুম। ঃ(
    জানতে চাই, যদি আজ সকালে জিলিপি আর চিত্রকূট কিনি, পরশু রাত অবধি কি থাকবে, মানে আমেরিকা সুস্থশরীরে পৌঁছবে? (ছেলের বৌ এ'দুটো খুব ভালোবাসে, কিন্তু ওদের ফ্রীজার সবসময়ই প্যাক্‌ড)।
  • d | ১৮ মার্চ ২০১১ ১১:৫৭ | 14.96.35.68
  • অজ্জিত তুমি তোমার হাইকম্যান্ডের অনুমতি নাও আগে।
  • d | ১৮ মার্চ ২০১১ ১১:৫৬ | 14.96.35.68
  • জুনে মনে হয় আমার একটা মেজর রিলিজ পড়বে। দাঁড়াও দেখি। তুমি প্ল্যানটা পরে বাড়ী থেকে আমাকে পাঠিও। আমি অফিস ব্লগ থেকে বাইকারদের ব্লগগুলো তুলে নিচ্ছি। ওদের সাথে আগেই কথা বলে রেখেছিলাম, একজন আবার যত্ন করে পিডিএফ পাঠিয়ে দিয়েছে।
  • kumudini | ১৮ মার্চ ২০১১ ১১:৪৯ | 59.178.46.141
  • অর্পণ,সময় করে একবার মেল দেখো।
  • siki | ১৮ মার্চ ২০১১ ১১:৪৮ | 123.242.248.130
  • বিটিডাব্লু, আমি কিন্তু একাই যাব। ফেমিলি নিয়ে নয়।
  • siki | ১৮ মার্চ ২০১১ ১১:৪৭ | 123.242.248.130
  • রাস্তা খুলবে না বাস সার্ভিসের জন্য। প্রাইভেট গাড়ি জুনের ফার্স্ট উইক থেকেই চলতে শুরু করে। আমি বাসে থোড়ি যাবো।

    ঐজন্যেই সুদীপ্তকে হুড়কো লাগাচ্ছি লাদাখের ট্র্যাভেলগটা তাড়াতাড়ি শেষ করার জন্য, তা ব্যাটা পাত্তাই দেয় না।
  • Arijit | ১৮ মার্চ ২০১১ ১১:৪১ | 115.249.42.177
  • জুনে পুরো রাস্তাটা খুলবে না। আমরা প্ল্যান বাতিল করলাম ওইজন্যে - কারণ জুলাইতে ইস্কুল খুলে যাবে।
  • siki | ১৮ মার্চ ২০১১ ১১:৪১ | 123.242.248.130
  • মানালির ট্যাক্সি অ্যাসোশিয়েশনের লোকের সঙ্গে আমার কথা হয়ে গেছে। লাদাখের ট্যাক্সি ইউনিয়নের রেট চার্টও জোগাড় করে ফেলেছি। তিন-চারজন হলে খরচাটা সহনীয় হয়ে যাবে।
  • siki | ১৮ মার্চ ২০১১ ১১:৪০ | 123.242.248.130
  • দময়ন্তী, জুনে ভাবছিলাম। ব্ল্যাংকি কে রাজি করিয়েছি। জুটে গেলে আর একটা গাড়ি হয়ে গেলে নো প্রবলেমো। আমি তো ড্রাইভিং জানিই।

    জুলাইটা বেশি সেফ হত সবদিক দিয়েই, আসলে মেয়েকে মে-জুনে ব্যান্ডেলে রেখে আসি গরমের ছুটিতে, ঐ সময়টায় টুক করে ঘুরে আসব ভাবছিলাম। তবে তেমন প্ল্যান পেলে জুলাইতেও ভাবা যেতে পারে।

    আমার খসড়াটা দিল্লি টু দিল্লি বারো দিন দাঁড়িয়েছে। ইচ্ছুক থাকলে পাঠাতে পারি।
  • sinfaut | ১৮ মার্চ ২০১১ ১১:৩৩ | 203.91.201.55
  • আমি বইমেলা থেকে একটা কালো রঙের কলকাতা পরিদর্শন মানচিত্র কিনেছি, সেটা আর কিচুতেই দেওয়ালে টাঙানো হচ্ছে না। ফ্রেমে বাঁধানোই হচ্ছে না।
  • dd | ১৮ মার্চ ২০১১ ১১:২৯ | 124.247.203.12
  • livehealthclub 'র জন্য (তিন জন আলাদা আলাদা) বন্ধুদের কাছ থেকে রিকোয়েস্ট পেলাম জয়েন করতে। গত দু দিনে। এর আগেও পেয়েছি।

    সাইটে গিয়ে দেখি একটা পাতি জুজুবাদী ডায়েটের দোকান। খালি কয় ভালো জিনিস খেয়ো না, আজে বাজে বিশ্রী জিনিস খাও। এইসব।

    এদের চক্করটা ক্ষি ? কেউ জানে? হেইচ ফাইভের মতন ? মানে ভাইরাস গোছের কিছু যেটা অটো জেনারেট করে সবাইকে মেইল পাঠাচ্ছে ?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত