এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bratin | ২৪ মার্চ ২০১১ ১৫:০৬ | 122.248.183.11
  • অর্পন বাড়ি গিয়ে কী করছো? একটাও উইকেট ফেলতে পারলে না!! ঃ-((
  • kc | ২৪ মার্চ ২০১১ ১৫:০৫ | 194.126.37.76
  • সেকি মামী? ইন্দোর সঙ্গে তো আমি আর অজ্জিতও যাচ্ছি। কেন মানা কচ্ছেন কেন?

    ব্রতীন জায়গাটা ইন্দো-বাংলাদেশ বর্ডারে, বনগাঁ সীমান্তের কাছে। সবুজের ছড়াছড়ি।
  • Netai | ২৪ মার্চ ২০১১ ১৫:০৫ | 121.241.98.225
  • আর ১০ উইকেট পড়লেই আস্ট্রেলিয়া অলআউট
  • kumudini | ২৪ মার্চ ২০১১ ১৫:০৪ | 59.178.153.169
  • খ্যালা,খ্যালা কইর‌্যা পোলাপানগুলির কাজকর্মের বারোটা বাইজ্যা গ্যাল গিয়া।
    আমারে দ্যাহেন,সে - ই কহন থাইক্যা মন দিয়া কী এক ছাতামাথা জগাখিচুড়ি রিপোর্ট বানাইতাসি।
  • Arpan | ২৪ মার্চ ২০১১ ১৫:০৪ | 122.252.231.10
  • ছ্যা ছ্যা, সাইলেন্ট ভ্যালি মুদুমালাই পেরিয়ার সব কাটিয়ে শেষ কিনা পারমাদান।

    কিন্তু, হ্যাঁ, জায়গাটা কোথায় যেন?
  • Bratin | ২৪ মার্চ ২০১১ ১৫:০২ | 122.248.183.11
  • পারমাদান আবার কোথায়?
  • m | ২৪ মার্চ ২০১১ ১৫:০০ | 117.194.39.170
  • ইন্দো তুই পারমাদান যাচ্ছিস যা, তবে ফিরে এসে বলিস না যেন যে কেউ যেতে মানা করে নি!
  • Bratin | ২৪ মার্চ ২০১১ ১৪:৫৯ | 122.248.183.11
  • আমি ক'টা উইকেট নিয়েই আসছি!!
  • nyara | ২৪ মার্চ ২০১১ ১৪:৩৫ | 203.83.248.37
  • হমিভি ঘর চলে এসেছি।
  • Bratin | ২৪ মার্চ ২০১১ ১৪:৩২ | 122.248.183.11
  • ৩ টেয় কাটবো ভেবেছিলাম। কিন্তু ওরা ব্যাট করছে। তাই আরেক টু থাকি।

    মধ্যপদলোপী = র ?
  • siki | ২৪ মার্চ ২০১১ ১৪:২৯ | 123.242.248.130
  • আমাদের দোকান অর্ধেক ফাঁকা হয়ে গেল এইমাত্র। কিছু লোকের আবার আজ জ্বরজারি হয়ে গেছে। আসেই নি।
  • Arpan | ২৪ মার্চ ২০১১ ১৪:১৭ | 112.133.206.18
  • বাড়ি চলে এলাম। ব্রেকে গিয়ে আবার সোয়াইপ আউট করে আসব।
  • Arijit | ২৪ মার্চ ২০১১ ১৪:০৯ | 115.249.42.177
  • মাইরি চতুর্দিকে অলরেডি বকমবকম শুরু হয়ে গেছে। মনে হয় না কেউ আজ আর কোনো কাজ করবে। হয় ক্যান্টীনে বসে থাকবে, নয়তো ইএসপিএনে। ব্যান্ডউইড্‌থের তেরোটা বাজলো।
  • Arijit | ২৪ মার্চ ২০১১ ১৪:০৪ | 115.249.42.177
  • র-কে জ্যোতিষার্ণব খেতাব দেওয়া হোক। ভবিষ্যৎবাণী মিলতে শুরু করেছে।
  • siki | ২৪ মার্চ ২০১১ ১৩:৫২ | 123.242.248.130
  • হাওড়া আর লিলুয়ার মাঝে একটা স্টেশন আছে। হালুয়া।

    দুর্জনে বলে, আরও দুটো স্টেশন আছে মাঝে। যেতে-পারি-কিন্তু-কেন-যাব, আর পথে-হল-দেরী।
  • Arijit | ২৪ মার্চ ২০১১ ১৩:৪৯ | 115.249.42.177
  • প্রোব্যাবলি না। আর যদি অ্যানালিটিক্সের কথাই বলবে তাইলে তো কোনোটাই হবে না, কারণ পরের সেন্টেন্সেই লিখেছে OLAP queries ঠিক শর্ট নয়। আমার মতে টার্মিনোলজিটা ঠিক হয়নি।
  • nyara | ২৪ মার্চ ২০১১ ১৩:৪২ | 203.110.238.16
  • এক্সপ্ল্যানেশনটা দেখেছি - বলছে JOIN ছাড়া আর সব short request। তার মানে FOREACH-ও?
  • Bratin | ২৪ মার্চ ২০১১ ১৩:৩৬ | 122.248.183.1
  • অ। বুইতে পারি নি ঃ-)
  • Arijit | ২৪ মার্চ ২০১১ ১৩:৩৫ | 115.249.42.177
  • ওকে, থ্যাঙ্কু।
  • Bratin | ২৪ মার্চ ২০১১ ১৩:৩৪ | 122.248.183.1
  • অরিজিত, রিক্সা তে ১০ মিনিট।
  • kumudini | ২৪ মার্চ ২০১১ ১৩:৩৪ | 59.178.49.39
  • না,না,আমি জিগাচ্ছিলাম কল্লোলিনীর পুং কি হবে?/ দিয়ে তবে কল্লোলিনীর পাশে লিকে রাকতাম।
  • Arijit | ২৪ মার্চ ২০১১ ১৩:৩২ | 115.249.42.177
  • ন্যাড়াদা - ওটা মনাশের নিজস্ব টার্মিনোলজি। অন্য একটা লিংকে এক্সপ্লেইন করেছে একটু। আমার যেটা ইন্টারেস্টিং লাগলো সেটা হল হাডুপ আর ক্যাসান্দ্রাকে একসাথে আনা - ইনফ্যাক্ট আমরা এরকম একটা জিনিসই ভাবছিলাম। মুশকিল হল কেউ না কেউ আগেই করে ফেলেঃ-(
  • Bratin | ২৪ মার্চ ২০১১ ১৩:২৯ | 122.248.183.1
  • অরিজিত, জিগিয়ে বলছি।
  • Bratin | ২৪ মার্চ ২০১১ ১৩:২৮ | 122.248.183.1
  • ভ্যাট কল্লোলিনী কখনো পুং নয়, বিশ্বেস না হয় কল্লোল দা রে জিগাও!!
  • nyara | ২৪ মার্চ ২০১১ ১৩:২৬ | 203.110.238.16
  • @অরিজিত - দেখলাম। short request-টা ঠিক বুঝিনি।
  • kumudini | ২৪ মার্চ ২০১১ ১৩:২৬ | 59.178.49.39
  • অরিজিৎ,হ্যাঁ।
    দিল্লীর লোকেরা দিলওয়ালা/লী হয়।
    কলকেতার লোকেরা কেতাওয়ালা/লী।অবশ্য কবি কয়েছিলেন কল্লোলিনী(পুং-??)।
  • Arijit | ২৪ মার্চ ২০১১ ১৩:১৮ | 115.249.42.177
  • রাজভোগটা নলেনগুড়ের তো?

    ব্রতীন - লিলুয়া স্টেশন থেকে এমসিকেভি কী করে যায়?
  • dd | ২৪ মার্চ ২০১১ ১৩:১৭ | 124.247.203.12
  • বাহারিনের লোকেরা বাহারী হয়,দুবাইতে থাকে ডুবন্ত লোকেরা,সারজার মানুষের ষাঁড়ের মতম (খানিকটা) কিন্তু ওমানের পাব্লিক অবিকল ওমনাথ হয়। হুবহু।
  • Bratin | ২৪ মার্চ ২০১১ ১৩:১৬ | 122.248.183.1
  • অর্পন, ২৮০ - ৩০০ রান করলেই হবে? নাকি আরো বেশী রান দরকার?
  • Bratin | ২৪ মার্চ ২০১১ ১৩:১৪ | 122.248.183.1
  • জি টি রোডে র অবস্থা করুন বললে ও কম বলা হয়। খুব জ্যাম। হাওড়া থেকে মোটামুটি ১/২ ঘন্টা ধরতে পারো। সেফ সাইডে থাকার জন্যে ৪৫ মিনিট।
  • Arpan | ২৪ মার্চ ২০১১ ১৩:০৯ | 202.91.136.199
  • হ্যাঁ, আর লেবানন থেকে যারা আসে তাদের লাবণ্য ঝরে ঝরে পড়ে।
  • pharida | ২৪ মার্চ ২০১১ ১৩:০৫ | 220.227.148.193
  • সিরিয়া থেকে যারা আসে তারা নাকি সিরিয়াস হয়?

    জানো?
  • Bratin | ২৪ মার্চ ২০১১ ১৩:০২ | 122.248.183.1
  • হ্যাঁ হাওড়া থেকে লিলুয়া একটা স্টেশন। কিন্তু স্টেশন থেকে MCKV তো দূরে। আমার বাড়ি তে আমন্ত্রন রইলো।
  • kumudini | ২৪ মার্চ ২০১১ ১২:৫৪ | 59.178.49.39
  • অরিজিৎ কি আমারে সিরিয়াস কইলো?তাইলে তার মুখে খুব ভালো রাজভোগ।
  • Arijit | ২৪ মার্চ ২০১১ ১২:৫০ | 115.249.42.177
  • সবাই খুব সিরিয়াস এবং ফর্মাল। কি চাপ।
  • kumudini | ২৪ মার্চ ২০১১ ১২:৪৮ | 59.178.49.39
  • @অরিজিৎ,ওঃ,সরি।ইয়ার্কী মেরে মেরে অব্যেস খারাপ হয়ে গ্যাছে।

    তাই গত পরশু থেকে কম কথা কইচি।
  • Arijit | ২৪ মার্চ ২০১১ ১২:৪২ | 115.249.42.177
  • ধেৎ পারমাদান তো আগস্টে। লিলুয়া যেতে হবে এই শনিবার। বেড়াতে নয়, এমসিকেভি ইনস্টিট্যুট অব ইঞ্জিনিয়ারিং-এ বক্তিমে দিতে।
  • Arijit | ২৪ মার্চ ২০১১ ১২:৪০ | 115.249.42.177
  • ন্যাড়াদা - http://tinyurl.com/4lussve
  • kumudini | ২৪ মার্চ ২০১১ ১২:৪০ | 59.178.49.39
  • পারমাদানের বদলে লিলুয়া?
    খিকখিক।
    ব্রতীন,মিঠু নয়,ওটা ছিল d
  • Arijit | ২৪ মার্চ ২০১১ ১২:২৪ | 115.249.42.177
  • হাওড়া থেকে লিলুয়া কি একটা ইস্টিশন? যে কোনো ট্রেনে যাওয়া যাবে? আর গাড়িতে গেলে জিটি রোডে কতক্ষণ? এবং ওদিকে জিটি রোডের হালত কেমন?
  • Arijit | ২৪ মার্চ ২০১১ ১২:২৩ | 115.249.42.177
  • ক্ষেত্রবিশেষে ফুলচন্নন এবং পচা টমেটো;-)
  • madhyapadalopee karmadhaaray | ২৪ মার্চ ২০১১ ১২:১৭ | 202.12.118.61
  • তাতে অতো আনন্দের কিছু নেই কারণ ওপেন সোর্সের রাশিফলও প্রায় একই প্রকার। বরং মাইক্রোসফটের রাশিফলে মঙ্গল ও বুধের সম্মিলিত সুলক্ষণ দেখতে পাচ্ছি।
  • Bratin | ২৪ মার্চ ২০১১ ১২:১৫ | 122.248.183.1
  • অরিজিত, ভালো হবে না বলে দিচ্ছি!!
  • Bratin | ২৪ মার্চ ২০১১ ১২:১৪ | 122.248.183.1
  • আমি ভারতবর্ষের জেতার পক্ষে এক্ষুনি ২০০ টাকা বাজি ধরলাম অফিসের এক সহকর্মী র সাথে।

    জয়ি দি, যে কোন বেড়াতে যাবার প্ল্যানে আমি আছি।
  • Arijit | ২৪ মার্চ ২০১১ ১২:১১ | 115.249.42.177
  • আহা মুখে ফুল চন্নন পড়ুক।
  • madhyapadalopee karmadhaaray | ২৪ মার্চ ২০১১ ১২:০৫ | 202.12.118.61
  • ইন্ডিয়া হারছে কারণ বিষ্যুদবারের বারবেলায় রাহু ও শুক্রের মিলিত লক্ষ্মণে চন্দ্রের বৈগুণ্য দেখা দেবে। তার ফলে সিংহরাশিতে অনুরাধা নক্ষত্র ও বজ্রযোগের কারণে শনির দশার সম্ভাবনা প্রবল।
  • kumudini | ২৪ মার্চ ২০১১ ১২:০২ | 59.178.49.39
  • ব্রতীন,
    ঘটনা এইরকম,
    ইন্দোডাক্তার,অরিজিৎ,কেসি এরা বেড়াতে যাবার প্ল্যান কচ্ছিল।তখন আমি বল্লুম আমি,ব্যাং,মিঠু ইত্যাদিরা অর্থাৎ গুরুর নারীশক্তিবাহিনী সাথে যেতে পারি।তাতে ভয় পেয়ে ভীতুর দল কইলো,এতজনকে দেখলে নাকি পাখি এবং এদের বৌরা পেইলে যাবে।এইপজ্জন্ত হয়ে সকলেরি সময় ও মনোযোগের অভাবে ঘটনাস্রোত থেমে যায়।তবে এই আলোচনা থেকেই জন্ম নিয়েছে কিলিমাঞ্জারোর টই।
    তুমি এলে ভারী চমৎকার হবে,প্ল্যান বানিয়ে ফ্যালো।তবে পুরোনো ভাটের পাতা দেখতে হবে,মিঠু(??)বোধহয় যাবেনা বলেছিল।
  • pharida | ২৪ মার্চ ২০১১ ১১:৫৭ | 220.227.148.193
  • তাজা প্ল্যান - ভোরবেলায় ট্রেনের টিকিট কাটলাম চাক্কি ব্যাঙ্ক স্টেশনে পৌছনর জুন মাসের চার তারিখে - তাপ্পর ডালহৌসি, খাজিয়ার চাম্বা হাতের মুঠোয় পাঁচদিনের জন্য।

    এনিবডি হ্যাস?
  • Bratin | ২৪ মার্চ ২০১১ ১১:৪৭ | 122.248.182.16
  • ইন্দো দা, kc , কুমু দি, আরো কারা কারা সব বেড়াতে যাবার প্ল্যান করছিল। আমকে এক বার বললো না। কী অন্যায়। আমি প্রচন্ড রেগে গেছি!!!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত