মুশকিলই হি নেহি নমকিন হ্যায়। ডিডি বিলেটেড হ্যাপ্পি বাড্ডে, চেন্নাই হো ইয়া লুরু ইসে যেন ঠিকঠাক থাকে। আর একটু বেশি কবিতা লিখলেই পারেন।
kc | ২৬ মার্চ ২০১১ ০৯:০০ | 89.203.49.18
তার আগেই তোমাকে ক্যালানো হবে। সঙ্গে অরিজিৎকেও।
aka | ২৬ মার্চ ২০১১ ০৮:৫৫ | 24.42.203.194
কারা যেন আমাকে কেলানোর কথা বলেছেন। তাদেরকে বলে রাখি আগামী বুধবার আবার হাজির হব আমার অ্যানালিসিস নিয়ে। ঃ)
kc | ২৬ মার্চ ২০১১ ০৮:৪৬ | 89.203.49.18
ইন্ডিয়ানরাও করেনা।
Abhyu | ২৬ মার্চ ২০১১ ০৭:০৮ | 99.172.119.232
আপিশ না থাকলে কি আম্রিকানরা ভাট করে না?
sayan | ২৬ মার্চ ২০১১ ০৭:০৩ | 98.225.200.39
অরণ্যদা',
স্কাই'এর পেইড সাইটে HD স্ট্রীমিং হয়।
তাছাড়া http://www.crichotline.com/icc-cricket-world-cup-2011/ -- এটা ইল্লিগ্যাল স্ট্রীম করে আর শুধু Channel 2 মানে যেটা Sky HD শুধু ওটাতেই পাবে। অন্য মিররগুলো non-HD। মানে HD'র ওয়েব-স্ট্রীমিং যেমন হয়। স্টিল মাচ বেটার। Dish যে প্যাকেজগুলো বিক্রী করেছে সেগুলো সবই নন-এইচডি।
aranya | ২৬ মার্চ ২০১১ ০৬:৩০ | 144.160.226.53
মিঠু, কলকাতা কেমন লাগছে ? (তুমিই বলছি, বয়সের সুযোগ নিয়ে)। টিনাটিনের কি স্কুলে ভাল লাগছে এখন? আম্রিগার তুলনায় চাপতো অনেক বেশী ঃ(
aranya | ২৬ মার্চ ২০১১ ০৬:২৭ | 144.160.226.53
সায়ন যে,আচ্ছা এই ক্রিকেট ম্যাচগুলো কি সত্যিই হাই ডেফিনিশনে কোথাও দেখাচ্ছে? আম্রিগায় ডিশ বলেছিল যে দেখাবে HD-তে, কিন্তু কোন ম্যাচের-ই HD টেলিকাস্ট হয় নি এখনো অব্দি।
m | ২৬ মার্চ ২০১১ ০৬:১৮ | 117.194.33.185
দীপ্তেন্দা, জন্মদিনের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা নিও।
sayan | ২৬ মার্চ ২০১১ ০৬:১১ | 98.225.200.39
আমি এতক্ষণ ছিলাম। দুঃখে কথা বলিনি। ঃ-( এই ফিল্লাম যদিও। ঃ-)
aranya | ২৬ মার্চ ২০১১ ০৬:০১ | 144.160.226.53
ভাটপাড়া খাঁ খাঁ। আর কোন হতভাগ্য কি শুক্কুরবার রাত সাড়ে আটটায় আপিসে শোষিত হচ্ছে? ডিডি-দা, শুভ জন্মদিন। ঝিঙ্গাল্যালার জঙ্গলের কথা আরো লিখুন।
sayan | ২৬ মার্চ ২০১১ ০২:১৬ | 12.20.48.10
তবু এক মিনিট বলবে না! কূটিল গাণিতিক সব।
Abhyu | ২৬ মার্চ ২০১১ ০২:০৮ | 70.33.107.164
৬০ সেকেণ্ড
hu | ২৬ মার্চ ২০১১ ০১:৫১ | 12.34.246.72
অত জানিনে বাপু। রোগা হওয়ার হাজার টোটকার একখানি এই ফ্যানছাড়া ভাত। অ্যানালিসিস অফ ভ্যারিয়েন্স কষে দেখি নি।
অভ্যুর সময়ের এককটি কি?
sayan | ২৬ মার্চ ২০১১ ০১:৪০ | 12.20.48.10
হুচি যেটা লিখেছে সেটা বোধয় সেদ্ধ ভাতের ফ্যান না গেলে খেলে। বাসমতি বা সোনামুসুরি'তে তো বেশ মিহিমত ফ্যান হয়। চাল ভিজিয়ে রাখো। মাঝারি সসপ্যানে জল গরম হলে চাল দিয়ে ১০ মিনিট। জলের মাপ নিয়ে চিন্তা নেই। ফুটে উঠলে চাল টিপে দেখে ফ্যান ঝরিয়ে নাও। সঙ্গে একটু পেঁয়াজ দিয়ে মুসুর্ডাল আর কুড়মুড়ে আলুভাজা। ব্যাস!
hari | ২৬ মার্চ ২০১১ ০১:৩০ | 151.141.84.194
আহা, এই জন্যই গণিতজ্ঞ দরকার দুনিয়ায়। কাচ্চি বিরিয়ানির এইরকম একটা রিলেটিভিসটিক রেসিপি দিলো সেদিন একজন, উপাদান তরিকা ও তাপমাত্রা সবকিছুর সাথে এও বলে দিলো যে ৫০ মিনিট সময় লাগবে ওভেনে। :-)
Abhyu | ২৬ মার্চ ২০১১ ০১:২৪ | 128.192.7.51
এক ইউনিট চাল, দুই ইউনিট জল আর পনেরো ইউনিট সময় দিয়ে মাইক্রোওয়েভ।
hari | ২৬ মার্চ ২০১১ ০১:২২ | 151.141.84.194
আমি জীবনে ফ্যান গালিনি ভাতের, হিসাব করে দেওয়া জল টেনে যায় ভাতে। গামা তো দূরের কথা আলফা বিটারও ধারে কাছে যেতে পারি নি। :-) মাঝে মাঝে অবশ্য তিনদিন তিনদিন করে রুটী খাই, মোনোটোনি ছাড়ানোর জন্য :-)
byaang | ২৬ মার্চ ২০১১ ০১:১৯ | 122.172.14.189
ডিডিদা, অনেক দেরি করে ফেললাম, তবু রাতটা ফুরিয়ে যাওয়ার আগেই জন্মদিনে রনেক শুভেচ্ছা জানিয়ে রাখি।
hari | ২৬ মার্চ ২০১১ ০১:১৩ | 151.141.84.194
পাই দেয় নাই হায় পাই দেয় নাই। অভ্যু, দিয়ার বাবামাকে বোলো দিয়ার এক ঝগরুটী পিসি বলেছে দিয়াকে যেন ওনারা নিজের মতন কাজ করতে দেন, মোলড হতে থাকবেই দুনিয়ার যে যেখানেই থাকুক, কিন্তু এইরকম একটা অসাধারণ মন পৃথিবীতে শত বছরে হয়তো একটা আসে। ভাবতে ভালো লাগে এ মেয়ে বড় হয়ে লেখালিখি করছে আর মানুষ অসাধারণ কিছু পাচ্ছে।
Abhyu | ২৬ মার্চ ২০১১ ০০:৫৫ | 128.192.7.51
ও আমি ভেবেছিলাম পাই উত্তর দিয়েছে - অ্যাতো কি পড়া করা যায়?
Arpan | ২৬ মার্চ ২০১১ ০০:৫৫ | 112.133.206.18
আবার শুক্কুরবার সন্ধ্যায় থ্রিলার দেখতে বসে টেনশনে হাত পা কামড়ে খাবার জোগাড়।
আমি তো এই এতগুলো বছর মাইক্রোর ভাতই খেয়ে যাচ্ছি। বোথ বাসমতী অ্যাণ্ড সিদ্ধ চাল। গামা তো এখনো হই নি। তবে কিলো দুই ফ্লাকচুয়েট করে। সে ভাত না খেলেও করে দেখেছি।
hu | ২৬ মার্চ ২০১১ ০০:৩০ | 12.34.246.72
খবদ্দার মাইক্রোতে ভাত রেঁধো না। ভাতের ফ্যান না গাললে গামা পালোয়ানের মত চ্যায়রা হবে।
hu | ২৬ মার্চ ২০১১ ০০:২৮ | 12.34.246.72
ডিডি, শুঃ জঃ এত লোক এতকিছু দিয়েছে, আমি কম কথাতেই কাজ সারি।
pipi | ২৬ মার্চ ২০১১ ০০:২১ | 66.205.168.186
অ্যাতো ঝামেলা করে ভাত করতে হয়!!!! আমি তো মাইক্রোওয়েভেই ১৫ মিনিটে কাম তামাম করি। শুধু জল মাপ করে বসিয়ে দেওয়া, ফ্যান গালার ঝামেলা টুকুও নেই। বড় ম, মাইক্রোতে ভাত করলেই তো পারে!
ডিডিদা, হ্যা বা। প্রতিটি দিন হোক শুক্কুরবার। সঙ্গী থাকুক ক্যাপ্টেন জ্যাক স্প্যারো।
hari | ২৬ মার্চ ২০১১ ০০:২০ | 151.141.84.194
Abhyu, aage kaile naa ken? maaupushhi Je likhechhe sei diyaa ke diyaa ke kare aami Je saaraa duniyaa ghure berhaalaam, takhan balle naa?????(raagee imo)
Abhyu | ২৬ মার্চ ২০১১ ০০:১৬ | 128.192.7.51
আর জামাই হওয়ার আগেই শিখে গেলে তো কথাই নেই! আমার এক ছাত্রকে গৌরীদার মেয়ে (যে নীল মাউপুষির গল্প লিখেছিল) মেসো বলে ডাকে - ইদিকে মাসির দ্যাখা নেই।
Abhyu | ২৬ মার্চ ২০১১ ০০:১৪ | 128.192.7.51
ম্যাগি লিচ্চয় ভালো। কিন্তু বম্বে-পি-ম্যাগি সবচ্চেয়ে ইন্টারেস্টিং।
dri | ২৫ মার্চ ২০১১ ২৩:৫৭ | 117.194.224.248
না না। কালকে অস্ট্রেলিয়ার পেস বোলিং রীতিমত ভালো হয়েছিল। বিশেষ করে শুরুর দিকে। শক্ত বলে মারা সোজা। কিন্তু ঐ সময় বল বেশী মুভ করে। ক্লোজ ইন ফ্লিডার বেশী থাকে। বোলাররা টায়ার্ড থাকে না, সর্বশক্তি দিয়ে বল করে। শুরুর দিকে বোলার ভালো বল করলে মারতে যাওয়া সুইসাইডের নামান্তর। টেন্ডুলকার পর্য্যন্ত ঠোকাঠুকি করছিল। মাঝেসাঝে দু একটা ফসকাচ্ছিলও। অস্ট্রেলিয়ার বোলাররা ইন্ডিয়ার পেসারদের থেকে স্পীড তো বেশী পাচ্ছিলই, বাউন্সও বেশী পাচ্ছিল। গুড লেঁথ থেকে কোমর থেকে শোল্ডার হাইটের বল কেউ যদি স্ট্রেট ব্যাটে খেলতে যায় ঠুকতে সে বাধ্য। মারতে গেলে কাট বা পুল। ইনিংসের গোড়াতে, হাত সেট হওয়ার আগে, ওসব করতে যাওয়া খুবই রিস্কি। বিশেষ করে বলে যদি মুভমেন্টও থাকে। খুব ভাগ্য কাল ফাস্ট পিচ ছিল না। (আসলে বুঝে শুনেই স্লো, টার্নিং ট্র্যাক বানিয়েছিল)।
bhuktobhogi | ২৫ মার্চ ২০১১ ২৩:১৬ | 122.252.231.10
আগেরবার নাচাং ঘুরতে গেছি,ওখানে যেখানে খাচ্ছি সেটা এক ইন্ডিয়ানের,তো তার ই এক আত্মীয়, সে শেরাটনে কাজ পেয়েছে, তো গল্প করতে করতে বললো,একদিন চলে আসুন, ব্যুফে ডিনার আছে আর বেশী খরচ ও নয়,গেছিলাম, সেখানে নানান গপ্পের মাঝে জানলাম, বেশীরভাগ ইন্ডিয়ান রান্নায়, একটা কমন গ্রেভি বানানোই থাকে, সেটা সপ্তাখানেক থেকে পনেরোদিনের ও পুরোনো হয়,একটু এদিক সেদিক করে চালানো হয়, এমনকি বেশ নাম করা রেস্তোরাঁতেও ব্যাপারটা ঘটে।
ব্যাস আমার বাইরে খাবার ইচ্ছে আর সেথেকে নেই, বিশেষ করে ইন্ডিয়ান খাবার।নেহাত কুঁড়েমিতে মাঝে সাঝে যাই।
M | ২৫ মার্চ ২০১১ ২৩:০৬ | 59.93.242.196
একটা কোন সিন্মায় যেন দেখেছিলাম, একটা কে এফ সি না ম্যাকডোনাল্ড কার ছেলে জেন রাগ ঝাড়তে বার্গার বানানোর সময় লেটুস মেটুস সব দিয়ে খানিক থু করে বার্গার বানানো কমপ্লিট করলো, আর লোকটাও মেয়োনিজ মনে করে না কি মনে করে কেজানে কিছুই বুঝতে না পেরে খেয়ে নিলো,সেই দেখে অব্ধি বার্গার দেখলেই ঘেন্না পাই।
M | ২৫ মার্চ ২০১১ ২৩:০১ | 59.93.242.196
ভাত রান্না সোজা কে কয়? আম্মো তাই মনে করতাম আর চাপিয়ে সিম করে হাওয়া হয়ে যেতাম, আর সেটা প্রায় ই সানলাইট হয়ে যায়।এদিকে মা কিছু শেখায়নি এ শুনতে শুনতে আরো ক্লান্ত হয়ে যেতাম,আর বললেও আরেক মা এত ভালো রাঁধা সত্বেও শেখাতো না।তো তার ছেলেকে একদিন ভ্যাঁ করে কেঁদে বললাম কি করবো?ইনফ্যাক্ট আমি জীবনের আসল পাঠ তার কাছ থেকেই নিয়েছি,মা বাবার মতো সে কখনো আমায় আগলায় নি,সিচুয়েশনে ফেলে শিখিয়েছে,বললো টিপস গুলো, চাল অনেক আগে ভিজিয়ে রাখবি,জল গরম হলে তাতে চাল ঢালবি,এমনকি চাল কিভাবে কাঁকর ছাড়াতে হয়, জল ভর্তি গামলা হেলিয়ে হাতের পাতা দুলিয়ে দুলিয়ে চাল ছেঁকে নিয়ে তাও শেখালো,তারপর বললো চাল পুরো সিদ্ধ হবার একটু আগে নামাতে হয়,তারপর ফ্যান গেলে হাঁড়ি একটু সিম আঁচে বসিয়ে সেঁকে নিতে হয়।এবার ঢাকা একটু ফাঁক করে রাখতে হয়।ভাত হবে নরম কিন্তু ঝরঝরে।তবেই না খেতে মজা।
kumudini | ২৫ মার্চ ২০১১ ২২:৫৯ | 122.161.104.242
কদিন বন্ধ রেখে আবার চালু করা-এই মেথডে অল্প বয়েসে কাজ চলে,বেশী বয়েসে চলবেনা। কফির কৌটোটা ফেলে দাও আর রান্না না থাকলে ম্যাগী/সেদ্ধ ভাত/কমপক্ষে দুটি সন্দেশ-রসগোল্লা খেয়ে শোও।
aranya | ২৫ মার্চ ২০১১ ২২:৫৭ | 144.160.226.53
আকা, তোমার আর অর্পণের চাপান উতোর টা পড়লাম। আমি তো কালকের ম্যাচ-টা দেখিনি। এখন স্ট্রাইক রেট দেখে গম্ভীরের পার্ফর্ম্যান্স খুব খারাপ লাগছে না, আর ২৬০ তো খুব বড় স্কোর নয়। অবিশ্যি বল শক্ত থাকলে যে স্ট্রোক প্লে সহজ হয়, সেটা তো সত্যি-ই। ন্যাড়া ঠিক-ই বলেছ, অনেক বছর আগে থেকেই বাংলা ম্যাচ রিপোর্টিং জাস্ট আম জনতার বিনোদনের উপকরণ হয়ে গেছে, হয়ত গৌভ-ই শুরু করেছে, এখনো সেটা ঠিক ধাতস্থ হল না আমার। ইংরেজী প্রিন্ট মিডিয়ায় কেমন রিপোর্টিং হয় কে জানে।
M | ২৫ মার্চ ২০১১ ২২:৫১ | 59.93.242.196
হ্যাঁ সবই তো হয়,মাইগ্রেন ও হয়।কিন্তু তাতে কি?হলে কদিন বন্ধ রেখে আবার চালু কল্লেই হয়।
M | ২৫ মার্চ ২০১১ ২২:৫০ | 59.93.242.196
তাছাড়া আরো কতগুলো ব্যাপার আছে,এখানে আসার পর কাছেই একটা চিকুস কিচেন বলে ফাস্টফুডের দোকানে প্রায় বিকেলে আমি আর ছেলে হানা দিতাম,চুটিয়ে মোগলাই পরটা খেতাম,একদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখচি, মোগলাই বানানো, সেখানে একটু আড়াল মতো একটা ঘরে একফালি দেখা যায়, সেখানে বসে বসে ময়দা মাখে, সেই গামলা রেখে উঠে এলো, আরেকজন সেখানে গিয়ে দেওয়ালে পিচিক করে থুতু ফেললো, আর আমিও পয়সা দেওয়া হয়ে যাওয়া সত্বেও সেখান থেকে ছেলেকে টেনে নিয়ে হওয়া হয়ে গেলাম।বাবারে, সেই থেকে মোগলাই শুনলেই ওয়াক ওঠে।
sayan | ২৫ মার্চ ২০১১ ২২:৪৮ | 12.20.48.10
অত কফি খেলে দাঁৎ হলদেপানা হবে। ঘুম উড়ে যাবে। অম্বল হবে। টক ঢেকুর উঠবে। বায়ু কূপিত হবে। আরও কী কী সব যেন হবে। তাচ্চাইতে ম্যাগী ভালো না?
kumudini | ২৫ মার্চ ২০১১ ২২:৪৭ | 122.161.104.242
আমি এই প্রথম এমন একজনকে দেখলাম যে অন্য সব রান্না ভালোবেসে করে,কিন্তু ভাতের মতো সোজা জিনিস রাঁধতে বিরক্ত হয়।
Raj | ২৫ মার্চ ২০১১ ২২:৪৬ | 59.161.122.65
গৌভ হচ্ছে বাংলার একলম্বরের ঢপবাজ
M | ২৫ মার্চ ২০১১ ২২:৪০ | 59.93.242.196
কুমু, আছে তো,কিন্তু আমি তাদের অতাপতা জানিনে আর আগ্রহ ও পাইনে,নিজে থাকলে কাপ কাপ কফি খেয়েই...........হে হে।ছেলে থাকলে কোনো উপায় থাকেনা।আর লাষ্ট দুবছরে ছেলে নিয়ে একা থাকার সুবাদে এত বাইরে খেয়েচি যে বাইরে খাবার কথা ভাবলেও ওয়াক ওঠে।তবে আমার এক সুবিধা আছে, সপ্তাহে একদিন অন্তত রান্নার বাই ওঠে, সেদিন ফ্রিজ ঠেসে দি।কিন্তু আমার ঝামেলাটা হয় ভাত রাঁধতে গেলে,এমন বিরক্তিকর কাজ আর দুটো হয় না।আর রাইসকুকারের ভাত ছেলে পছন্দ করে না ।
aka | ২৫ মার্চ ২০১১ ২২:৩৯ | 168.26.215.13
গৌভ হচ্ছে বাংলার নেভিল কার্ডাস।
sayan | ২৫ মার্চ ২০১১ ২২:৩৮ | 12.20.48.10
স্কাই স্পোর্টসের ফুল হেইচডি লাইভ স্ট্রীমিংএর একটি সাইট জানা গেছে। একটুও বাফারিং হয় না। প্লাস ওভারের মাঝে অথবা আউট হলেই দড়াম করে অ্যাড দ্যাখানোর রেওয়াজ নেই। একটি প্রজেক্টর ও হোম-থ্যাটার সিস্টেমও যোগাড় হয়েছে। বুধবার মোহালি উইল বি রাইট হিয়ার, অ্যান্ড হাউ!
একটি নতুন রেস্তোরাঁ খুলিয়াছে এবং আমাদের ক্লায়েন্টের দোকানের পাবলিকের জন্য ২০% ছাড়। নাম ইয়াদগার। খাওয়া হল ভুনা গোস্ত, কয়েন পরোটা ও সেওই। এবার ঘুম্পাচ্ছে। দশ বছর আগেও পেত। আজও ডাঃবিঃ হয়নি। হলেই বা কী! বুধবার ওরা বলল হোম-ডেলিভারি দিয়ে দেবে। আঃ কঃ বাঃ।
Raj | ২৫ মার্চ ২০১১ ২২:৩১ | 59.161.122.65
দীপ্তেন্দা - শুভ জন্মদিন
Arpan | ২৫ মার্চ ২০১১ ২২:৩১ | 122.252.231.10
আজকালের দেবাশিস দত্ত আরো ঠোঙা।
Arpan | ২৫ মার্চ ২০১১ ২২:২৮ | 122.252.231.10
অরণ্যদা, সরি, ক্রিকইনফো থেকে ভিডিও নামাতে দিচ্ছে না। সায়নের সাইটটা ভালো। ওখান থেকে দেখে নাও।
আজকের ম্যাচে আমলার আউটটা দেখে নিও। পুরো বিজার!
nyara | ২৫ মার্চ ২০১১ ২২:২৬ | 122.172.19.163
গৌভ-র হাত ভাল, ট্যালেন্টেড ছোকরা। অলমোস্ট একা হাতে বাংলায় ম্যাচ রিপোর্টিং বদলে দিয়েছে। ওর বক্তব্য ছিল আজকাল সবাই টিভিতে সবাই সব কিছু দেখে ফ্যালে। কাজেই ঐ পুরোনো ম্যাচ রিপোর্টিং পরের দিন কাগজে অলরেডি ঠোঙা। পাঠক চায় ইনসাইড রিপোর্ট। তো দেশ আর আনন্দবাজারের ব্যাকিং নিয়ে সেটা এস্টাব্লিশ করে ফেলল। ৮৭-৮৮ সাল নাগাদ। এখন তো সবাই সেটা করে।
কিন্তু ঐ যে বললাম, সেন্সেশনালিজ করতে করতে মাঝে মাঝে লিমিট ভুলে যায়।
aka | ২৫ মার্চ ২০১১ ২২:২৫ | 168.26.215.13
অরণ্যদা আর কি বলব, এই যে কাল খেলা নিয়ে এত কাটাছেঁড়া করলাম এরা সেই রবি শাস্ত্রীর অ্যানালিসিসেই আটকে আছে। এদের ঐ ঘ্যানঘ্যানানির টইতেই লেখা উচিত। ঃ)
গৌভ লিখত সেই যুগে যখন উইম্বলডনে বেকার, গ্রাফ খেলত। আজকাল কেমন জানি হয়ে গেছে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন