এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bratin | ২৭ মার্চ ২০১১ ১০:০৭ | 117.194.100.117
  • টনটনে দাদার ১৮৩ আর দ্রাবিড়ের ১৪৫ না ১৪৮ মনে আছে। চামিন্ডা ১০ ওভারে ৮০ রান দিয়েছিল। কিন্তু সেমি র বদলা ফাইনালে। তাহলে বুকে লাগবে আরো বেশী !!ঃ-))
  • pharida | ২৭ মার্চ ২০১১ ০৯:৫৪ | 122.163.95.224
  • হ্যাপ্পি বাড্ডে হুতো। খুব মস্তি আর হুল্লোড় হোক পেটপুরে।
  • i | ২৭ মার্চ ২০১১ ০৯:৪৬ | 124.171.46.69
  • আর হেইচের জন্মদিনে পায়েস রেখে গেলাম।
  • nyara | ২৭ মার্চ ২০১১ ০৯:৪৫ | 122.172.164.56
  • কোয়ার্টার ফাইনালে কোন টিম এরকম ড্রাবিং খেতে পারে, ভাবা যায় না!

    অর্পণ, সময় বের করো।
  • siki | ২৭ মার্চ ২০১১ ০৯:৩৪ | 123.242.248.130
  • হুতো, পোচুর পোচুর শুভেচ্ছা। কী খেতে ভালোবাসিস, আমার তরফ থেকে তাই ... ভরপেট।
  • sayan | ২৭ মার্চ ২০১১ ০৯:২০ | 98.225.200.39
  • শুভ জন্মদিন সায়ন। সব ইচ্ছে পূর্ণ হোক। জীবন সুন্দর হোক।
  • Abhyu | ২৭ মার্চ ২০১১ ০৮:১২ | 97.81.103.39
  • হুতো,
  • aka | ২৭ মার্চ ২০১১ ০৭:৪১ | 24.42.203.194
  • হুতো হেপ্পি বাড্ডে। একটু ইসে খেয়ে নিও আমার নাম করে।
  • byaang | ২৭ মার্চ ২০১১ ০৬:৪০ | 122.172.4.212
  • হুতোকে হ্যাপি বাড্ডের অনেক শুভেচ্ছা। জন্মদিনটা খুব ভালো কাটুক। বছরটাও।
  • aka | ২৭ মার্চ ২০১১ ০৩:৫৭ | 24.42.203.194
  • টনটনের সেই ইনিংসের শেষটা দেখেছিলাম ক্যাপিটাল ইলেকট্রনিক্সের টিভিতে। তারপর ধীরে সুস্থে খেয়ে দেয়ে ট্রেন ধরেছিলাম, বাড়ি যাওয়ার তাড়া ছিল না।
  • Arpan | ২৭ মার্চ ২০১১ ০০:৩০ | 122.252.231.10
  • ৯৬-এর প্রতিশোধ তো ৯৯-তে নেওয়া হয়ে গেছে। টনটনে। দাদা আর দ্রাবিড়ের সেই এপিক পার্টনারশিপ।
  • Bratin | ২৬ মার্চ ২০১১ ২৩:৩৭ | 117.194.97.159
  • গুড নাইট/ডে, আমি কাটলাম!!
  • sayan | ২৬ মার্চ ২০১১ ২৩:৩৭ | 98.225.200.39
  • ওহ্‌ হো! আজু। তাই তো। হুম্‌ম্‌।

    দ্রি'দা, শিওর থিং। অ্যান্ড দ্যাট উইল বি দ্য চেরি অন টপ ঃ-)
  • Bratin | ২৬ মার্চ ২০১১ ২৩:৩৩ | 117.194.97.159
  • আরে না না অজু টসে জিতে বুদ্ধি করে ফিল্ডিং নিয়েছিল
  • Bratin | ২৬ মার্চ ২০১১ ২৩:৩২ | 117.194.97.159
  • না না আমি লাস্ট উইকেট পড়ার আগেই মাঠ ছেড়ে বেড়িয়ে এসেছিলাম। ঃ-))

    ঠিক কথা। জয়সুর্য প্রায় আধ হাত করে বল ঘোরাছিল। আজু কেন যে প্রথমে ব্যাটিং নিল না??
  • dri | ২৬ মার্চ ২০১১ ২৩:৩১ | 117.194.226.191
  • তাহলে বলি কি, টেন্ডুলকারের শততম সেঞ্চুরীটা মুম্বাইতেই হয়ে যাক। নিজের মাঠে গ্র্যান্ড ফেয়ারওয়েল। কাপ। চোখের জল। হাসি।

    উফ্‌!
  • sayan | ২৬ মার্চ ২০১১ ২৩:৩১ | 98.225.200.39
  • সবই ঠিকঠাক ছিল, অমন কেল্টু সারফেসওয়ালা উইকেট ইডেন কোনওদিন দেখেনি। তাও বেরিয়ে যেত যদি রণতুঙ্গে টস জিতে ব্যাট করার ঠিক সিদ্ধান্তটা না নিত।
  • aka | ২৬ মার্চ ২০১১ ২৩:৩০ | 24.42.203.194
  • ন্যাড়াদার দেখা নেই যে? কালো ঘোড়ার দুঃখে?
  • aka | ২৬ মার্চ ২০১১ ২৩:২৮ | 24.42.203.194
  • ওটা আণ্ডারপ্রিপেয়ার্ড পিচ ছিল। কে একটা পাঁইটের বোতল ছুঁড়েছিল।
  • sayan | ২৬ মার্চ ২০১১ ২৩:২৭ | 98.225.200.39
  • মুরলী'এ ১২০ ডিগ্রী স্পিন বোলিং, ভিনোদ কাম্বলির ঝরোঝরো অশ্রুধারা, মাঠময় জলের স্যাশে, বোতলের মিসাইল - ব্রতীন্দা ক'টা ছুঁড়েছিলে? সত্যি বলো ;-))
  • Bratin | ২৬ মার্চ ২০১১ ২৩:২৬ | 117.194.97.159
  • যদি বেটাদের মুম্বাই তে পাই পিন্ডি চটকে দেবো!!
  • Bratin | ২৬ মার্চ ২০১১ ২৩:২৪ | 117.194.97.159
  • ৯৬ এ ইডেনে ছিলাম সেমি ফাইনালে শ্রীলঙ্কার সাথে হারের দিন। 'এ ব্যথা কী যে ব্যথা' ঃ-((
  • sayan | ২৬ মার্চ ২০১১ ২৩:২৩ | 98.225.200.39
  • একদম! মোহালিতে পাকিস্তান বধ আর কলম্বোয় শ্রীলঙ্কার জয়। মুম্বইতে ভারতবর্ষের ওয়ার্ল্ডকাপ উইন উইল বি আ সেলিব্রেশন টু রিমেম্বার ফর জেনারেশনস টু কাম। টেন্ডুলকরের শেষ দুটো ওডিআই, অ্যালেজেডলি। উইথ আ রয়্যাল ফেয়ারওয়েল ঃ-)
  • Bratin | ২৬ মার্চ ২০১১ ২৩:২২ | 117.194.97.159
  • সেই টা ঠিক বলা যাচ্ছে না। তেন্ডুলি আর কত দিন খেলবে? দিন দিন বেটার ছেলে ভালো খেলছে তো!!
  • dri | ২৬ মার্চ ২০১১ ২৩:১৯ | 117.194.226.191
  • টেন্ডুলকার কি ওয়ার্ল্ড কাপের পর রিটায়ার করবে? কিছু ডিক্লেয়ার করেছে?
  • dri | ২৬ মার্চ ২০১১ ২৩:১৮ | 117.194.226.191
  • ওদিকে কলোম্বোতেও শ্রীলঙ্কা জিতবে।
  • dri | ২৬ মার্চ ২০১১ ২৩:১৭ | 117.194.226.191
  • গিলানি না এলে ভারত জিতবেই।
  • dri | ২৬ মার্চ ২০১১ ২৩:১৬ | 117.194.226.191
  • ও! তবে তো সবই গটাপ। ঃ-)
  • sayan | ২৬ মার্চ ২০১১ ২৩:১৫ | 98.225.200.39
  • গিলানি এখনও মনুদার ইনভি অ্যাক্ষেপ্ট করেনি। মানে মোহালিতে ভারতবর্ষ জিতছে। কী রেট যাচ্ছে?
  • Bratin | ২৬ মার্চ ২০১১ ২৩:১৩ | 117.194.97.159
  • পাকিস্তান প্রথম চাপের ম্যাচ খেলবে ভারতবর্ষের সাথে। এবং অবধারিতভাবে হারবে।
  • sayan | ২৬ মার্চ ২০১১ ২৩:১২ | 98.225.200.39
  • পুরো ফিক্সচার একদম অ্যাকর্ডিং টু গেম প্ল্যান। ওয়েল স্ক্রিপ্টেড অ্যান্ড ইমপেকেবলি অর্কেস্ট্রেটেড ঃ-)
  • sayan | ২৬ মার্চ ২০১১ ২৩:১০ | 98.225.200.39
  • প্রেমদাসা, কলম্বো ঃ-)
  • dri | ২৬ মার্চ ২০১১ ২৩:০৭ | 117.194.226.191
  • না না। ওরকম মনেই হয়। অন্য একটা দিন। অন্য একটা ম্যাচ। হয়ত দেখা যাবে শুরুতেই দুটো উইকেট পড়ে গেছে। তখন খেলা পুরো অন্য হয়ে যাবে। কোন মাঠে খেলা?
  • sayan | ২৬ মার্চ ২০১১ ২৩:০২ | 98.225.200.39
  • ওরাম পারবে না। শেন বন্ড চাই। ড্যারিল টাফি দিয়েও চলতে পারে।
  • dri | ২৬ মার্চ ২০১১ ২২:৫৮ | 117.194.226.191
  • তাই নাকি! দিলশান আর তরঙ্গকে কিছুতেই আউট করা যাচ্ছে না? জেকব ওরামকে খবর দিতে হবে।
  • aka | ২৬ মার্চ ২০১১ ২২:২৭ | 24.42.203.194
  • আর্লি নয় যখন দরকার তখন ফায়ারক্র্যাকার। মানে প্রয়োজন অনুযায়ী নিজেদের চেঞ্জ করার কথা মাথায় রাখা। অবিশ্যি রবি শাস্ত্রী না বললে তো এসবই হলুদ হয়ে যাওয়া স্ট্র্যাটেজি। ঃ)
  • siki | ২৬ মার্চ ২০১১ ২২:১৮ | 122.162.75.140
  • ভেজা মেলটা পেয়েছি।
  • sayan | ২৬ মার্চ ২০১১ ২২:১৫ | 98.225.200.39
  • শমীক একটা মেইল ভেজেছি।
  • sayan | ২৬ মার্চ ২০১১ ২২:১৩ | 98.225.200.39
  • লাস্ট দুটো ম্যাচে শ্রীলঙ্কার একটাও উইকেট পড়েনি, ভারতবর্ষের সঙ্গে ফাইন্যাল খেললে এটা একটা মাথাব্যথার কারন হতে পারে।
  • pinaki | ২৬ মার্চ ২০১১ ২১:৪২ | 82.209.167.222
  • খেল খতম। প্যাথেটিক।
  • Arpan | ২৬ মার্চ ২০১১ ২১:২৪ | 122.252.231.10
  • তবে কিনা ইদানীং রাজনৈতিক কারণে ওদের সাথে বেশি লোকে খেলেনা। তাই আমিও এই টিমটাকে বেশি দেখিনি। এই যেমন সৈয়দ আজমল - সে নাকি রহস্য স্পিনার। আমার কিন্তু দেখে মনে হল অশ্বিন গোছের বোলার।
  • Arpan | ২৬ মার্চ ২০১১ ২১:২৩ | 122.252.231.10
  • বিপজ্জনক টিম। বোলিঙে গুল আর আফ্রিদি লিড করছে। ব্যাটিঙ ইন্ডিয়ার মত খ্যাতমান না হলেও ইউটিলিটি ব্যাটসম্যান প্রচুর। আকমল ব্রাদার্স, ইউনুস খান, মিসবা আর আসাদ শফিক নামে একটা নতুন ছেলে। রাজ্জাকের মত ব্যাটসম্যান নামে আটে।

    পাক বোলিং নির্বিষ করে দিলে ইন্ডিয়ার বেরিয়ে যাওয়া উচিত।
  • Abhyu | ২৬ মার্চ ২০১১ ২১:২১ | 99.172.119.232
  • অবশ্য দুটো কেস এক নয় ঠিকই - কিন্তু গল্পটা মনে পড়ে গেল!
  • dri | ২৬ মার্চ ২০১১ ২১:২১ | 117.194.226.191
  • হ্যাঁ এই ইনফোতে আমিও ইন্টারেস্টেড। যারা রিসেন্ট খেলার সাথে ডিট্যাচ্‌ড তাদের স্বার্থে পাকিস্তান টীমের একটা SWOT অ্যানালিসিস হয়ে যাক।

    বোলিং তো ইন্ডিয়ার চেয়ে ভালো। ব্যাটিং এবং ফিল্ডিং ইন্ডিয়ার তুলনায় কেমন?
  • Abhyu | ২৬ মার্চ ২০১১ ২১:২০ | 99.172.119.232
  • এই যেমন আমার ছোটোবেলায় একজন বলতেন - অভ্যুদয় ছেলেটা সত্যি কেমন? কেউ বলতে পারবে? প্রতি বছর তো ফার্স্ট হয়। কিন্তু আসলে পড়াশুনায় কেমন?
    যে উত্তরটা শুনতে চাওয়া হচ্ছে সেটা আশা করি কিলিয়ার :)
  • pinaki | ২৬ মার্চ ২০১১ ২১:১৫ | 82.209.167.222
  • পাকিস্তানের টীমটা সত্যি কেমন? কেউ বলতে পারবে? ম্যাচ তো জিতছে পরের পর। কিন্তু আসলে কেমন টীম?
  • dri | ২৬ মার্চ ২০১১ ২১:১০ | 117.194.226.191
  • আজকে শ্রীলঙ্কার যেটা প্র্যাকটিশ হলনা সেটা হল হাই প্রেশার কিকরে সামলাতে হয়। পাকিস্তানেরও কোয়ার্টারে হয়নি। তুলনায় ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড হাই প্রেশার ম্যাচ বার করেছে।

    এরকম ম্যাচ বার করল এক ধরণের কনফিডেন্স আসে।
  • Bratin | ২৬ মার্চ ২০১১ ২১:০৮ | 117.194.99.130
  • যাই হোক ১০ উইকেট হারা টা ভালো দেখায় না। হাজার হোক বেটার ছেলে রা এক সময় রাজত্ব করতো অষ্ট্রেলিয়ার সাথে!!
  • dri | ২৬ মার্চ ২০১১ ২১:০৬ | 117.194.226.191
  • আর্লি ফায়ারওয়ার্কস, যেদিন ক্লিক করে সেদিন খুব স্মার্ট লাগে। ফেল করলে সবাই খিস্তি মারে।

    তবে ওটাও একটা স্ট্র্যাটেজি। আসলে যার যেরকম রিস্ক টেকিং কেপেবিলিটি। ফাস্টে ব্যাটিং করে টার্গেট সেটাপ করার সময় নেহাত খারাপও না।

    তবে ২৩০ বা ২৬০ চেস করার সময় নেহাতই অপ্রয়োজনীয়। ৩২৫ চেস করলে দরকার।
  • Bratin | ২৬ মার্চ ২০১১ ২১:০৬ | 117.194.99.130
  • ঠিক ঠিক। আসলে বয়েস হয়ে যাচ্ছে তো। সব কথা আর মনে থাকছে না আজকাল ঃ-))
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত