এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • achintyarup | ২৯ মার্চ ২০১১ ১৭:৪০ | 121.241.214.38
  • এবং "মম দুঃখের সাধন'
  • achintyarup | ২৯ মার্চ ২০১১ ১৭:৩৯ | 121.241.214.38
  • দেবব্রত বিশ্বাসের গানের কথা হচ্চিল না? "এবার আমায় ডাকলে দূরে' আমার খুব প্রিয়
  • kumudini | ২৯ মার্চ ২০১১ ১৭:৩৭ | 59.178.135.94
  • অচিন্ত্যরূপ,ঝড় ও দ্বীপের জন্য পোচুর ধন্যবাদ।
    ব্রতীন,হ্যাঁ,আমার মতি মোটেই স্থির থাকে না।কিন্তু এইবার ডিসিসন পাক্কা-আমি পরজন্মে অচিন্ত্যর মত সাংবাদিক হতে চাই,আর মাঝে মাঝে আবৃত্তি করতে চাই।
  • achintyarup | ২৯ মার্চ ২০১১ ১৭:২৬ | 121.241.214.38
  • @ বম্ম ঃ আমি কিছু মনে করব কেন? ঐ ঝড়ের ছবি তো স্যামুয়েল বোর্ন-এর তোলা। কপিরাইট নিশ্চয়ই নেই এতদিনে। তবে ব্রিটিশ লাইব্রেরি কিছু বলবে কিনা জানিনা। ছবিটা তাদের কাছেই রাখা আছে কিনা
  • Arijit | ২৯ মার্চ ২০১১ ১৭:১২ | 115.249.42.177
  • আমাদের কাল সকাল আটটা থেকে একটা অবধি আপিস।
  • siki | ২৯ মার্চ ২০১১ ১৬:৩৮ | 123.242.248.130
  • রিলায়েন্স ৩ দিয়ে শুরু হয়।

    টাটা ইন্ডিকম ৬ দিয়ে শুরু হয়।

    এয়ারটেল ৪ দিয়ে শুরু হয়।

    বিএসেনেল / এমটিএনেল ২ দিয়ে শুরু হয়।
  • Arijit | ২৯ মার্চ ২০১১ ১৬:২০ | 115.249.42.177
  • নম্বরটা নিয়ে অতটা ভাবছি না যতটা ব্যাপারটা নিয়ে ভাবছি। কেমন একটা সন্দেহ হচ্ছে।
  • Arijit | ২৯ মার্চ ২০১১ ১৬:১৯ | 115.249.42.177
  • আছে নিশ্চয়, +৯১৩৩৪৪০* দিয়ে এলো তো। রিলায়েন্সও আছে - আমাদের আপিসের সব রিলায়েন্স।
  • siki | ২৯ মার্চ ২০১১ ১৬:১৫ | 123.242.248.130
  • বিএসেনেল সর্বদাই ২ দিয়ে শুরু হয় না, ফোন বুথের ফোন শুনেছি, দু একবার কলও পেয়েছি, ৮ দিয়ে শুরু হয়। তাতে কলব্যাক করা যায় না।

    ৪ দিয়ে শুরু হয় এয়ারটেলের ফোন, ল্যান্ডলাইন। কলকাতায় কি এয়ারটেলের ল্যান্ডলাইন আছে?
  • shrabani | ২৯ মার্চ ২০১১ ১৬:১১ | 124.124.244.110
  • আমার বস আমারে কালের ছুটি দিয়ে দিল, তার আগে অবশ্য আধঘন্টা নানা ইস্যুতে চাটল। তবে এখেনে খেলার জন্য কোনো ছুটিছাটা নেওয়ার লোকজন বিশেষ দেখা যায়না, একী আর কলকাতা নাকি (আমিও এমনিই ছুটি নিলাম কাজ করে করে বিরক্ত হয়ে)! যুদ্ধটুদ্ধও টের পাইনা। তবে এর আগের দিন সোস্যাইটীতে প্রচুর বাজি পোড়ানো হল জেতার পরে পরেই, সব্বাই ব্যালকনিতে বেরিয়ে দেখলাম, সারা পাড়া।
  • m | ২৯ মার্চ ২০১১ ১৬:০৮ | 117.194.35.67
  • আজ ভোরবেলা ঘুমচোখে দেখি,তখন সাড়ে তিনটে হবে-চাররাস্তার মোড়ে টহলদারী জিপ দন্ডায়মান- দুজন পুলিশ বাইরে ঘোরাফেরা করছে। ফ্লাইওভারের ওপর দিয়ে বিদ্যুৎগতিতে আসা গাড়িগুলো নামার পথে গরুর গাড়ির মত যাচ্ছে। এয়ারপোর্টের দিকে যেতে চাওয়া গাড়িরা ঐ মোড়েই একমিনিটের বিরতি নিয়ে ফ্লাইওভারে উঠছে, অবশ্য উঠেই আবার জোরে হাওয়া!
    আধঘন্টাটেক নজরদারী করে তারাও গেলেন,গাড়িরাও আবার আগের স্টাইলেই চলতে লাগলোঃ((
  • kc | ২৯ মার্চ ২০১১ ১৬:০৪ | 194.126.37.76
  • বাড়ির দেওয়ালে, বা প্রোফাইলের ফটুতে অথবা খোমাখাতার ওয়ালে ঝড়ফড়ের ছবি লাগানো বাস্তুসম্মত নয়। ফেং শুইও নিষেধ করে এসব করতে।
  • Arijit | ২৯ মার্চ ২০১১ ১৫:৪৯ | 115.249.42.177
  • রিভার্স ডায়াল করলে ইনভ্যালিড বলে!
  • Arijit | ২৯ মার্চ ২০১১ ১৫:৪৮ | 115.249.42.177
  • আচ্ছা, ৪৪০ দিয়ে যে ফোন নম্বরগুলো শুরু হয় সেগুলো কাদের? মানে কোন প্রোভাইডার? বিএসএনএল নয় সিওর, কারণ বিএসএনএলের কলকাতার সব নম্বর ২ দিয়ে শুরু।

    আসলে এই নিয়ে দ্বিতীয়বার হল - এরকম একটা নম্বর থেকে ফোন করে বলে NSE থেকে ভেরিফিকেশন কল, তারপর আমার কোনো প্রাইভেট ইনস্যুরেন্স বা ইউনিট লিঙ্কড পলিসি আছে কী না - এই টাইপের প্রশ্ন করে। আদৌ অথেন্টিক, নাকি এই DND চালু হওয়ার পর এটা একটা নতুন স্টাইল?
  • Arijit | ২৯ মার্চ ২০১১ ১৫:৩৯ | 115.249.42.177
  • তেzee না, ক্রেzy
  • Arijit | ২৯ মার্চ ২০১১ ১৫:২৮ | 115.249.42.177
  • "ভিসোয়াযুদ্ধা' ইয়ে ঘমাসান
    জীতনা নেহি হ্যায় আসান
    ক্রিকেট জিয়েগা হর ইনসান
    তেzee হোগা হিন্দুস্তান
    রেডিও মির্চি, রেডিও মির্চি
  • m | ২৯ মার্চ ২০১১ ১৫:১৬ | 117.194.35.67
  • চাদ্দিকে এই যুদ্দু যুদ্দু আবহাওয়া অসইয্য।
  • RNT sir | ২৯ মার্চ ২০১১ ১৫:০৮ | 123.242.248.130
  • ... ...পরপারে পাণ্ডবশিবিরে
    জ্বলিয়াছে দীপালোক, এপারে অদূরে
    কৌরবের মন্দুরায় লক্ষ অশ্বক্ষুরে
    খরশব্দ উঠিছে বাজিয়া, কালি প্রাতে
    আরম্ভ হইবে মহারণ।

    ঃ)

    এইবেলা কুন্তী যদি গিয়ে চুকলি কেটে আসে, তবে কেমন হত, তুমি বলো তো!
  • m | ২৯ মার্চ ২০১১ ১৫:০০ | 117.194.35.67
  • হুতো,কাবলিদা দুজনকেই জন্মদিনের শুভেচ্ছা।

    খুব ভালো কাটুক গোটা বছরটা।
  • shrabani | ২৯ মার্চ ২০১১ ১৪:৫৬ | 124.124.244.110
  • আকাশে আনাচে কানাচে মেঘ দেখা যাচ্ছে, কাল ধুয়ে গেলেও যেতে পারে!
  • Bratin | ২৯ মার্চ ২০১১ ১৪:৪৪ | 122.248.183.11
  • কাল শ্রী -শান্ত কে নিলে কেমন হয়??
  • M | ২৯ মার্চ ২০১১ ১৪:৩৮ | 59.93.210.176
  • আচ্ছা, অচিন্ত্য,তোমার ঝড়ের ফটোখান আমি অক্কুটের প্রো ছবি বানাইছি, কিছু মনে করো না, আর কর্লেও আমি চট করে পাল্টাচ্ছিনা।
  • Ishan | ২৯ মার্চ ২০১১ ১৪:০০ | 122.248.183.1
  • কালকেট্টিমে নেহেরাকে চাইই চাই।

    ঘাসের ব্যবস্থা আশা করি ধোনিবাহিনী করতে পারবে (যদিও চাপ আছে, বিন্দ্রা আবার বিরোধী গোষ্ঠীর)। কিন্তু পিচ তো শক্তই থাকবে। বুকের হাইটে বল লাপাবে। সাঁই সাঁই করে কানের পাশ দিয়ে বেরোবে।

    কি যে হবে কে জানে। দুগ্গা দুগ্গা।
  • M | ২৯ মার্চ ২০১১ ১৩:৫৭ | 59.93.210.176
  • ইকি,কাব্লিদার ও জম্মোদিন চলে গেলো, হেপ্পি বাড্ডে।

    যারা ঋভুর গান শুনলে থ্যাঙ্কু তাদের, তবে কিনা ঋভুর গিটার স্যার এট্টু মুচকি হেসে বললেন, আরেকটু ঠিক করে শিখুক তখন না হয় লোডাও যতখুশী।:P

    আর দিদিয়া আর কুমুকে............ হে হে।
  • sinfaut | ২৯ মার্চ ২০১১ ১৩:৪৯ | 203.91.193.50
  • উফফ কদ্দিন বাদে ক্রিকেট দেখছি।
  • madhyapadalopee karmadhaaray | ২৯ মার্চ ২০১১ ১৩:৪৬ | 202.12.118.61
  • অজ্জিতের তো লাইফে চাপ! ক্রিকেটম্যানিয়া, পরিবর্তন- সব একসাথে। দাঁত কিরমির করতে করতে দুই একটা খসিয়ে ফেলো নি তো?
  • siki | ২৯ মার্চ ২০১১ ১৩:৪৩ | 123.242.248.130
  • কাল রাতের দিকে এই পাতাগুলো ফিরে পড়তে বেশ লাগবে।
  • Arijit | ২৯ মার্চ ২০১১ ১৩:৩৯ | 115.249.42.177
  • ১২ই মে কিছু নাই।
    ১৩ই মে হল ফ্রাইডে দ্য থার্টীনথ্‌।

    রাস্তায় পোস্টার পড়েছে -

    "আমি আসছি।
    -- ইতি পরিবর্তন'

    কি বোকা বোকা।
  • kumudini | ২৯ মার্চ ২০১১ ১৩:৩২ | 59.178.43.142
  • ষাট,ষাট,অরিজিৎ,অমন কতা কইতে নাই কুমুদিদির সাম্নে।
    ১২ই মে-কি আছে??
  • Bratin | ২৯ মার্চ ২০১১ ১৩:২৮ | 122.248.183.1
  • কোয়ার্টার ফাইনালের পরে অরিজিত কে SMS করলাম। খেলার ফল জানিয়ে। উত্তর ই দিলো না ঃ-((
  • Bratin | ২৯ মার্চ ২০১১ ১৩:২২ | 122.248.183.1
  • ভারতবর্ষ পাকিস্তান কে হারাবে। তাই...
  • Arijit | ২৯ মার্চ ২০১১ ১৩:২২ | 115.249.42.177
  • অ। ওই ছুটি। কাল কি একটা সেমিফাইনাল আছে, তাই;-)

    কেসি - ১২ই মে অবধি বেঁচে থাকবো কী না সন্দ আছে;-)
  • madhyapadalopee karmadhaaray | ২৯ মার্চ ২০১১ ১৩:২০ | 202.12.118.61
  • পড়লাম আপিসে টাপিসে ছুটি।
  • kc | ২৯ মার্চ ২০১১ ১৩:২০ | 194.126.37.76
  • অরিজিৎ চিন্তা কোরনা। এবার বিক্রি না হলেও ১২ই মে সব বিক্রি হয়ে যাবে।
  • Bratin | ২৯ মার্চ ২০১১ ১৩:২০ | 122.248.183.1
  • kc কালকে জেতার পরেই আমরা অরিজিতের একট ব্যবস্থা করবো। তাই তো?? ঃ-)) কোয়ার্টার + সেমি ফাইনাল এক সাথে।
  • Arijit | ২৯ মার্চ ২০১১ ১৩:১৮ | 115.249.42.177
  • বাই ওয়ান গেট ওয়ান ফ্রী-এর শেষ দিন কিন্তু আজ। কাল সেল শেষ;-)
  • kc | ২৯ মার্চ ২০১১ ১৩:১৫ | 194.126.37.76
  • শ্‌শ্‌শ্‌শ্‌শ, ব্রতীন! ওসব কতা কইতে নাই। ঃ-))
  • Bratin | ২৯ মার্চ ২০১১ ১৩:১২ | 122.248.183.1
  • আচ্ছা kc , আমরা যাদের কে হারিয়ে শিল্ড ফাইনালে উঠলাম তাদের কাছেই হেরে কারা যেন শিল্ডের বাইরে? জানো কিছু?
  • Arijit | ২৯ মার্চ ২০১১ ১৩:১০ | 115.249.42.177
  • কী আবার থাকবে?
  • madhyapadalopee karmadhaaray | ২৯ মার্চ ২০১১ ১৩:০১ | 202.12.118.61
  • কাল কি আছে কলকাতায়?
  • Bratin | ২৯ মার্চ ২০১১ ১২:৫৯ | 122.248.183.1
  • আচ্ছা ৫ দিনের জন্যে একটা গাড়ি নেওয়া কি কস্ট এফেক্টিভ হবে? নাকি যেমন দরকার তেমন নেওয়া ই ভালো?
  • Bratin | ২৯ মার্চ ২০১১ ১২:৫৮ | 122.248.183.1
  • কালকে WFH
  • quark | ২৯ মার্চ ২০১১ ১২:৫৫ | 202.141.148.99
  • কেউ বিশ্বাস করবে না মাইরি .... কাল দুপুর ২ টোয় মিটিন
  • shrabani | ২৯ মার্চ ২০১১ ১২:৪৩ | 124.124.244.110
  • ফেসবুক, ইস্নিপস কিসুই খোলেনা অপিস থেকে!
  • sinfaut | ২৯ মার্চ ২০১১ ১২:৪২ | 203.91.193.50
  • ব্যাপক ছবি।
  • siki | ২৯ মার্চ ২০১১ ১২:৪১ | 123.242.248.130
  • কাল আমাকে নিজের গাড়িতে আসতে হবে। সাড়ে পাঁচটায় ক্যাবে চড়া আমার জাস্ট পোsআবে না।
  • Arijit | ২৯ মার্চ ২০১১ ১১:৫৪ | 115.249.42.177
  • ইস্নিপ্‌স নিজেকে পুরোপুরি জানলার ওপর অ্যারালডাইট দিয়ে চিপ্‌কে ফেলেছে। অন্য কোথাও গেলেই মুশকিল হয়। আমি নিউক্যাসল থেকে ফেরার পর ইস্নিপ্‌সে হাত দিইনি। সাফারি/ফাফ - কোনোটাতেই ঠিক আসে না।
  • shrabani | ২৯ মার্চ ২০১১ ১১:৪৭ | 124.124.244.110
  • কোথায় একটা পড়লাম সব কর্পোরেট বসেরা নাকী মোহালির আশেপাশে মিটিং রাখছে! এবার ইন্ডিয়া গুছিয়ে হারলেই সোনায় সোহাগা।
  • Arijit | ২৯ মার্চ ২০১১ ১১:৪৬ | 115.249.42.177
  • অ্যাপারেন্টলি অনেক আইটি কোম্পানি হাফ বা ফুল ডে ছুটি দিচ্ছে। আমার মতে ফান্ডাটা খারাপ নয়। কাল এম্নিতেই অর্ধেক আসবে না, আসলেও দুপুরের পর কিস্যু করবে না। তারচেয়ে ছুটি দিয়ে পরে একটা শনিবার মেক-আপ করানো ভালোঃ-)

    এক অর্থেও এও একটা বন্‌ধ। ঘ্যানঘ্যানদা এই নিয়ে কম ঘ্যানঘ্যান করলো নাকি?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত