এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • lcm | ৩১ মার্চ ২০১১ ০৩:১৩ | 128.48.44.141
  • এখন মনে হচ্ছে সেওহাগ আউট হবার পরে ঘুমিয়ে পড়ে ভালোই করেছিলাম।
  • lcm | ৩১ মার্চ ২০১১ ০৩:০৯ | 128.48.44.141
  • উফ্‌! সেওহাগ! ২৫ বলে ৩৮ রান, ৯ টা চার...
  • I | ৩১ মার্চ ২০১১ ০১:৫৪ | 14.99.235.138
  • বিশ্ব ক্রিকেটায়ন। কানের লেয়ারে ছ্যাঁদা। আপত্তি কল্লে দেশপ্রেম নিয়ে সন্দ।
  • aka | ৩১ মার্চ ২০১১ ০১:৫৩ | 168.26.215.13
  • ও মম অর্থাৎ কিনা ম্যান অফ দা ম্যাচ নিয়ে আমার গুরুত্বপূর্ণ মতামতটা দেওয়া হয় নি। কথাটা হল ম্যান অফ দা ম্যাচ মানে ম্যাচে যে ম্যানের (খেলাটা পুরুষদের) ভূমিকা সবথেকে বেশি সেই লোকটিকে খুঁজে বের করো।

    কেন আজ শচিন মম? খুব সহজ পাকিস্তান ম্যাচ হেরেছে টপ অর্ডারে ঐরকম একটা ইনিংস কেউ খেলে নি বলে। মিসবার শম্বুক গতির বাটিংএর জন্য নয়। ১৩০-৪ হয়ে যাওয়ার পরেঅই কিন্তু চাপ তৈরি হয়ে গিয়েছিল। তখনই প্রায় ৬ এর কাছে রানরেট। এই রকম প্রেসার ম্যাচে ঐ খান থেকে ম্যাচ বের করতে সুপারম্যানের ক্ষমতা লাগে। যা কিনা পাকিস্তান টিমে একসময়ে মিঞাদাদ, মালিক, ইনজামাম, ইমরান এদের ছিল। এই টিমে সেইরকম হিরো এখনো কেউ নই। অতএব ম্যাচ টা পাকিস্তান ঐখানেই হেরে যায়। পার্থক্য একটাই আমাদের শচিন ধুঁকতে ধুঁকতেও ৮৫ করেছে ওদের কেউ করে নি। খেলাটা কুৎঅসিত হয়েছে, হোক না প্রাইজটাতো আর বিউটিফুল ক্রিকেটার অফ দা ম্যাচ নয়।
  • hm | ৩১ মার্চ ২০১১ ০১:৫১ | 96.33.89.68
  • পাঠানের সাথে সুরেশ রায়নার প্রতিদ্বন্দিতা চলছিলো , রাঅনা যা খেলছে,পাঠানের আর চান্স নেই।।কোহলি বিশ্বকাপ ভালো করে শুরু করেও,এখন ধেরিয়ে গেছে ।
  • Arpan | ৩১ মার্চ ২০১১ ০১:১৮ | 122.252.231.10
  • ওটা ব্যাটিং পিচ ছিল নাকি? নিউজিল্যান্ড তো ১১২ না কত একটা রানে হারল। ব্যাটিং পিচ ছিল একমাত্র লুরুর পিচটা।

    পাঠানকে নামাতে পারলে হত। কিন্তু কোন জায়গা খালি নেই।
  • sayan | ৩১ মার্চ ২০১১ ০১:১৬ | 12.20.48.10
  • আজকে পাকিস্তানের ৪৫-৫০ ওভার পাওয়ার প্লে নেওয়ার কোনও মাথা মুন্ডু নেই। মিসবা-আফ্রিদি'র সময় নিলে ওদের ম্যাচ বেরিয়ে যেত। ১৫-২০ নিলে যদি আর্লি উইকেট পড়ে তাহলে ৫০ ওভার পুরো না খেলতে পারার চান্স বেশী। ৩৫-৪০ বেস্ট টাইম।
  • kc | ৩১ মার্চ ২০১১ ০১:১৫ | 89.203.49.18
  • মোদ্দা কথা, ফাইনালে ইউসুফ পাঠানকে দরকার।
  • kc | ৩১ মার্চ ২০১১ ০১:১৪ | 89.203.49.18
  • অর্পণ, হ্যাঁ। ওই ম্যাচটাই।
  • Arpan | ৩১ মার্চ ২০১১ ০১:১০ | 122.252.231.10
  • তার থেকে ভাল অপশন হল ১৫-২০ ওভার ব্যাটিং পাওয়ার প্লে নিয়ে নেওয়া। টিমগুলো পাওয়ার প্লে নিচ্ছে স্পেশালিস্ট ব্যাটসম্যান সব আউট হয়ে যাবার পরে।
  • Arpan | ৩১ মার্চ ২০১১ ০১:০৫ | 122.252.231.10
  • কেসি, কোন ম্যাচটা? শ্রীলংকা - নিউজিল্যান্ড গ্রুপ ম্যাচ?
  • Arpan | ৩১ মার্চ ২০১১ ০১:০৫ | 112.133.206.18
  • মুরলীকে খেলালে ইন্ডিয়ারই সুবিধে। আধা আনফিট। কোনরকমে বল করে দিচ্ছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিল্ডিং।

    কোহলিকে অবশ্যই দরকার। এক, কোহলি দারুণ ফিল্ডার। দুই, ভালো ব্যাটসম্যান। তিন, শ্রীলংকার সাথে রিসেন্টলি বড় বড় ইনিংস খেলে ম্যাচ জেতানোর নজির আছে।

    রায়নাকে ওপরে তুলে আনলে তলার দিকে রায়না যে ইনিংস খেলছে সেটা কে খেলবে? ধোনি ফর্মে নেই। আর গম্ভীরও পুরো ফর্মে খেলছে কই?
  • kc | ৩১ মার্চ ২০১১ ০০:৫৭ | 89.203.49.18
  • কিন্তু ওয়াংখেড়ের যে পিচটাতে এই টুর্নামেন্টের আরেকটা খেলা হয়েছে, সেটা কিন্তু একদম ফ্ল্যাট পাটা উইকেট ছিল। সেই পিচে যদি ফাইনাল হয় তাইলে হাই স্কোরিং ম্যাচ হবে।
  • sayan | ৩১ মার্চ ২০১১ ০০:৫২ | 12.20.48.10
  • ওয়াংখেড়ের উইকেট যদি খুব কোনও রদবদল না করে থাকে তাহলে স্পীনার ব্যাটসম্যানকে তুর্কীনাচ নাচাবে। শুরুর আট ওভার বলে ল্যাটার‌্যাল মুভমেন্ট থাকে সামান্য আর তারপর স্লো-মিডিয়াম এবং স্পীন। আর দুটো দিন। দেখা যাক।
  • hm | ৩১ মার্চ ২০১১ ০০:৪৪ | 96.33.89.68
  • মোহালির মত পিচ চাই ।যেখানে ব্যাটস্ম্যান বোলার সবাই কিছু করতে পারে ।।ফ্ল্যাট পিচে খেলা দেখার মজাই নেই।
  • kc | ৩১ মার্চ ২০১১ ০০:৩৯ | 89.203.49.18
  • সরি। আমারই ভুল। বেশী চড়ে গেছে মনে হচ্ছে। ঃ-)
  • sayan | ৩১ মার্চ ২০১১ ০০:৩৮ | 12.20.48.10
  • আরে! দুটো ওপেনার, পাঁচটা মিডল অর্ডার, চারটে বোলার -- ক'জন হল??
  • kc | ৩১ মার্চ ২০১১ ০০:৩৭ | 89.203.49.18
  • শচীন আর সহবাগকে ধরলে সায়ন ১৪ জনের টিম নামাতে চাইছে।
  • dri | ৩১ মার্চ ২০১১ ০০:৩০ | 117.194.240.54
  • আমি কোহলিকে রাখব। ভালো ফিল্ডার। আর ওর ব্যাটিংটা মনে হয় ইয়ুসুফের চেয়ে একটু বেশী ডিপেন্ডেব্‌ল।

    শ্রীলঙ্কার সাথে ২৫০ সাবধানে করার চেষ্টা করা উচিত। সবকিছু ঠিকঠাক চললে আরেকটু বেশী। স্লো পিচে এই ধরণের টোটালই হয়। ২৫০ র পিচে ৩০০ করব বলে চালালে মালিঙ্গা, মুরলীর বলে ২১০ এ বান্ডিল হয়ে যাওয়ার চান্স বেশী।

    খুঁটে খেতে হবে। সিঙ্গল্‌স নিতে হবে। স্ট্রাইক রোটেট করতে হবে। উইকেট আগলে রাখতে হবে। হিরোর মত খালি চার মরব মনে করলে চলবে না।
  • sayan | ৩১ মার্চ ২০১১ ০০:২৮ | 12.20.48.10
  • কেসি স্পোক মাই মাইন্ড। জাহির-মুনাফ-নেহরা-ভাজ্জি, চারটা স্পেশালিটি বোলার খেলাক ফাইনালে। যুভি আর ইউসুফ - দুজন অলরাউন্ডার থাকুক। রায়নাও আছে। ব্যাটিং অর্ডারে তিন থেকে থাক যুভি-গম্ভীর-রায়না-ধোনি-ইউসুফ। কে বাদ গেল?
  • dri | ৩১ মার্চ ২০১১ ০০:২৫ | 117.194.240.54
  • শ্রীলঙ্কার দুটো আর্লি উইকেট চাই। ওপেনিং পেয়ারকে তুলতে দেরী করলে বিপদ। ৩০/২ চাই।
  • kc | ৩১ মার্চ ২০১১ ০০:২২ | 89.203.49.18
  • ফাইনালে ইউসুফ পাঠান আসুক কোহলির জায়গায়।
  • dri | ৩১ মার্চ ২০১১ ০০:২১ | 117.194.240.54
  • ম্যাচ ফিক্সিং নিয়ে অত ভেবে লাভ নেই। ইন রিয়েলিটি অনেক অনেক ম্যাচই ফিক্সড। যারা বেটিং অর্গানাইজ করায় এবং ম্যাচ ফিক্সিং করায় তারা খুবই পাওয়ারফুল। ওরাই এই খেলাগুলো ক®¾ট্রাল করে। মাঝেমাঝে যে সব দু একজন ধরা পড়ে এবং দু একটা স্ক্যান্ডাল হয় সেগুলো টিপ ইন দ্য আইসবার্গ। যারা এই বেটিং চক্রের কাছে নতিস্বীকার করে না তাদের পরিণতি ভালো হয় না। এর আগের ওয়ার্ল্ডকাপে পাকিস্তানের কোচ খুব মিস্টিয়াসভাবে খুন হয়েছিল। হানসি ক্রোনিয়ে পুলিসের কাছে খুব বেশী কনফেস করতে শুরু করার পর মিস্টিয়াসলি প্লেন ক্র্যাশে মারা যায়।

    ঐ নিয়ে অত ভেবে লাভ নেই। আসল হল এই সাজানো রিয়েলিটিটা কত রিয়েলিস্টিক হল। ড্রামা জথেষ্ট হল কী? সিনেমাও তো সাজানো। রিয়েলিটি শোও তো অনেকটা স্ক্রিপ্টেড। আমেরিকান বক্সিংও।

    মনোরঞ্জন হলেই হল। রোমান সম্রাটরা বলতেন প্রজাদের ক®¾ট্রাল করার উপায় হল 'ব্রেড অ্যান্ড সার্কাস'। ক্রিকেট এক ধরণের সার্কাস। গোরা পুপে আর এক ধরণের সার্কাস। টার্গেট অডিয়েন্সটা আলাদা।
  • sayan | ৩১ মার্চ ২০১১ ০০:১৯ | 12.20.48.10
  • ওয়াংখেড়ে যদি স্পিনিং-ট্র্যাক হয় তো খুব মন চাইবে যদি ইউসুফকে খেলানো যায়। কিন্তু কার জায়গায়! ভাজ্জি? ট্রাই নেওয়া যেতে পারে কিন্তু বিরাট ফাটকা খেলা হয়ে যাবে। আজকের ম্যাচে রায়নার বোলিং দেখতে চাইছিলাম, অন্তত দুটো ওভার।
  • hm | ৩১ মার্চ ২০১১ ০০:১৮ | 96.33.89.68
  • শচিনের ফাইনালে বাজে খেলর সম্ভাবনা আছে ।।।তারপরে আবার নিজের মাঠ।। অন্যদের দায়িত্ব নিতে হবে ।।
    সেওয়াগ কে এবার অন্তত ৮০ করতেই হবে ।।আর ধোনি কেও।।কিছু না করেও বেশ চালাচ্ছে ধোনি
  • sayan | ৩১ মার্চ ২০১১ ০০:১৫ | 12.20.48.10
  • সঙ্গক্কারা আর দিলশনের জন্য স্ট্র্যাটেজি চাই। ওদের ফ্লুক উইকেট পাওয়া মুশকিল।
  • aka | ৩১ মার্চ ২০১১ ০০:১৪ | 168.26.215.13
  • ওঃ বলা হল না কেন এটা এত ক্রুশিয়াল। কারণ উপমহাদেশের পিচ অধিকাঁশই স্লো টার্ণার। পরের দিকে মারা খুব শক্ত হচ্ছে। তাই টসে জিতে ব্যাটিং নাও, কেলিয়ে উইনিং টোটাল তোলো, তারপরে স্পিনার লেলিয়ে দাও। যদিও শ্রীলংকা খুব ব্যালানস্‌ড টিম কিন্তু সম্ভব।

    পরে ব্যাট করে মুরলী কে সামলানো প্রায় অসম্ভব হবে এই এখনই বলা যায়। যদিও ওয়াংখেড়ের পিচ কেমন ঠিক জানি না।

    (ডান দিকে বাংলা নেই, পোকা খেয়ে নিয়েছে)।
  • sayan | ৩১ মার্চ ২০১১ ০০:১৩ | 12.20.48.10
  • গম্ভীর আজ স্টেপ-আউট করে মারতে গিয়ে আউট হল। বেসিকালি স্পিন ভালো খেলে। শ্রীলঙ্কার এগেইনস্টে গম্ভীরকে চারে খেলানো হোক। তিনে যুবরাজকে প্রোমোট করলে ওদের স্পীন অ্যাটাক নালিফাই করা যাবে। তবে যুবরাজের আর একটা ডাক যেন না হয়।
  • Bratin | ৩১ মার্চ ২০১১ ০০:১২ | 117.194.100.33
  • যাক!! শুতে যাই। শুভ রাত্রি/দিন
  • Tim | ৩১ মার্চ ২০১১ ০০:১২ | 198.82.18.98
  • এবং এইজন্যই মনে হয় এটা ফিক্সড না। বন্দুকের নলের সামনে বসে কেউ ম্যাচ ফিক্স করেনা।
  • Tim | ৩১ মার্চ ২০১১ ০০:১১ | 198.82.18.98
  • অনেক কিছুতেই তো ফিক্সিং ফিকইং গন্ধ। যেমন গুলের সেকেন স্পেল, হাফিজের আউটের ধরণ, হরভজনের আউটের ধরণ। হাইলি ইয়ে।
  • Bratin | ৩১ মার্চ ২০১১ ০০:০৮ | 117.194.100.33
  • এই মরেছে!! অর্পন কোথায় গেলে??
  • aka | ৩১ মার্চ ২০১১ ০০:০৭ | 168.26.215.13
  • যা বলছিলাম, এবারে নতুন বলের স্ট্র্যাটেজিটা অন্যরকম।

    ১। ভালো মানের পেসার টেসার কেউ নেই।

    ২। বলটা শক্ত থাকছে, জোরে বল ব্যাটেও আসছে, মারা সোজা।

    তাই প্রথম দিকে এখন স্ট্রাইক রেট বাড়ানোর সময়, গম্ভীরের পরিণত ব্যাটিং নয়। গম্ভীরকে দরকার ত্রিশ থেকে চল্লিশের মধ্যে যেখানে এক দুই নিয়ে স্ট্রাইক রেট রোটেট করতে হবে। তাই ফাইনালে গম্ভীর আসুক যুবরাজের আগে বা পরে, গম্ভীরের জায়গায় আসুক রায়না। তবে যদি শহবাগ আর শছীন খেলে দেয় মানে ১৫ ওভার অবধি তাহলে মনে হয় সেত অর্ডারই চলতে পারে।

    অন্যদিকে বলে অস্বিন কে নিয়ে আসুক আর ওকে দিয়ে প্রথম ১০ ওভারে বল করানো হোক।

    এই হল পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন। অনেকদিন খেলা দেখি না বলে একেবারে স্টেপ বাই স্টেপ দিতে সময় লাগল। একে যদি পিঞ্চ হিটিং বলেন তো তাই, যদি হলুদ হয়ে যাওয়া স্ট্র্যটেজি বলেন তো তাই। শধু মনে রাখবেন কিছু কিছু জিনিষ হলুদ হলেই খোলে ভালো যেমন পাখির পালক অথবা চটি।
  • sayan | ৩১ মার্চ ২০১১ ০০:০৬ | 12.20.48.10
  • সচিন ইদানিং আউট হলে আম্পায়ারের ডিসিশানের অপেক্ষা না-করেই হাঁটা লাগাচ্ছে। এটা গিলক্রীস্টও করতে শুরু করেছিল রিটায়ারমেন্টের আগে। ওয়ার্ল্ডকাপ জিতুক বা না-জিতুক, সচিন এমন রাজসিক রিটায়ারমেন্টের সুযোগ হারাবে না। এমনিতেই আজকাল সিলেক্টেড কিছু ওডিআই খেলে। তবে টেস্ট ম্যাচগুলো খেলে যাক যতদিন পারে, আর কিছু চাই না।
  • pinaki | ৩১ মার্চ ২০১১ ০০:০৬ | 82.209.167.222
  • শচীন ওয়ান ডে রিটায়ার করলে করুক, কিন্তু টেস্টে আরো গোটা পাঁচেক সেঞ্চুরি করে রাখলে পারে। কালিস যেভবে এগোচ্ছে, কিছুই বলা যায় না।
  • dri | ৩১ মার্চ ২০১১ ০০:০৫ | 117.194.240.54
  • ইংল্যান্ডে ফাইনালে অস্ট্রেলিয়ার সাথে হেরে অসম্ভব ননশ্যালেন্ট দেখেছিলাম আক্রামকে। হাসছিল টাসছিল। দেখেই আমার ম্যাচ ফিক্সিং মনে হয়েছিল।

    পরে সেই নিয়ে অনেক কথাও হয়েছিল।
  • Bratin | ৩১ মার্চ ২০১১ ০০:০৫ | 117.194.100.33
  • আফ্রিদি ভারত আর ভারতের দর্শকদের গুড লাক ও জানালো। এটাও খুব ভালো দিক
  • Tim | ৩১ মার্চ ২০১১ ০০:০৩ | 198.82.18.98
  • আগে ফাগল নাকি! এতসব একসাথে হলে আর নিস্তার নেই। বিশাল প্রোব হবে।
  • Bratin | ৩১ মার্চ ২০১১ ০০:০২ | 117.194.100.33
  • এটা এক দম ঠিক বলেছো। এখনো টার্নিং পিচে ৯৬ করে রিটায়ার করার পরে গাভাসকারের কথা লোকে বলে।
  • hm | ৩১ মার্চ ২০১১ ০০:০২ | 96.33.89.68
  • আজমল কাসভ এর কথা মনে পরলো নাকি ? কামরান আর উমর দুই ভাইকে দেখতেও একরকম ।।তবে হেরে আফ্রিদির যে হাসি দেখলাম,ইমরান , আক্রাম এর জমানতে এমন দেখিনি
  • dri | ৩১ মার্চ ২০১১ ০০:০০ | 117.194.240.54
  • আমার মনে হচ্ছে যদি সেঞ্চুরীটা পেয়ে যায়, আর ম্যাচ জিতে যায়, আর রিসেন্টলি যদি অ্যানাউন্স না করে থাকে যে রিটায়ার করবে না, তাহলে রিটায়ারমেন্টের সারপ্রাইজ অ্যানাউন্সমেন্ট করতে পারে।

    কারণ সবই তো হল তাহলে। রিটায়ার করার এত বড় প্ল্যাটফর্মও রোজ আসে না।

    আর ফর্ম থাকতে থাকতে রিটায়ার করাই ভালো। স্টিভ ওয়ার মত। কপিলের ক্‌থা ভাবলে এখনও আমার কষ্ট হয়।
  • Tim | ৩০ মার্চ ২০১১ ২৩:৫৭ | 198.82.18.98
  • একটা এই ধরণের ম্যাচ অপ্পন আর আজ্জোদার সাথে বসে দেখার ইচ্ছে রইলো। সৌরভ, শাস্ত্রী আর গাভাসকার একসাথে বসে খ্যালা দেখলে যেমন হয়, অনেকটা সেইরকম হবে :P
  • Bratin | ৩০ মার্চ ২০১১ ২৩:৫৪ | 117.194.100.33
  • ঠিক । রামের কাছাকাছি কেউ থাকলে সে হল হনুমান
  • Tim | ৩০ মার্চ ২০১১ ২৩:৫৩ | 198.82.18.98
  • প্রমাণিত হলো শোয়েব আখতার ড্রেসিং রুমে বসলেও পাকিস্তান হারবে। এর চেয়ে খেলালেই পারতো।
  • aka | ৩০ মার্চ ২০১১ ২৩:৫২ | 168.26.215.13
  • কমরেড আর বইলেন না চাকরিটা থাকলে হয়। জালি সাইট থেকে খেলা দেখতে গিয়ে কোটি কোটি পোকার মধ্যে বাস করছি। তাকিয়ে তাকিয়ে দেখলাম যে পোকায় ভরে যাচ্ছে তাও কিছু করলাম না। এই যে ডেডিকেশন, এর কি কেউ দাম দেবে। তবে ওয়াইন হল গুচ্ছ কার্ব উইদাউট এনি রিয়েল এফেক্ট, কিছু কিছু ক্ষেত্রে ধ্রুবক থাকাই ভালো। যেমন শচীনের ওপেনার হিসেবে ক্লাস। ব্যপারটা ঠিক হয় নি কমরেড। রামের সাথে কম্প্রোমাইজ করা যায় না, তাও আবার ওয়াইন দিয়ে।
  • pinaki | ৩০ মার্চ ২০১১ ২৩:৫০ | 82.209.167.222
  • টিম, কারেক্টো।
  • Tim | ৩০ মার্চ ২০১১ ২৩:৫০ | 198.82.18.98
  • হ্যাঁ অনেকটা প্যাডল সুইপের মত। (পিনাকীদাকে)
  • Bratin | ৩০ মার্চ ২০১১ ২৩:৪৯ | 117.194.100.33
  • আহা আমি কি বলেছি শচীনে র রিটায়ার করা উচিত। বলেছি ও নিজে রিটায়ার করবে না। তোমরা যাকে বলে 'জাম্পিং টু কনক্লুশান' ঃ-))
  • pinaki | ৩০ মার্চ ২০১১ ২৩:৪৮ | 82.209.167.222
  • যাক, কুমুদি, আপনি অন্ততঃ বুঝলেন। আমি ভেবেছিলাম অ্যাট লীস্ট আকার কাছ থেকে অ্যাপ্রিশিয়েসন পাব। কারণ আম যেটা করেছি সেটাকেই বলে 'পরিস্থিতি অনুযয়ী ইম্প্রোভাইজেশন' - যেটার কথা আকা সেই কবে থেকে বলে আসছে। (কালো চশমার স্মাইলি)।
  • aka | ৩০ মার্চ ২০১১ ২৩:৪৭ | 168.26.215.13
  • বোতীনকে কেলাও, হুড়ুমতাল ক্রিকেট ফান্ডা। ওরে বাবা শচীন পৃথীবিতে একজনই। এই বয়সে এই ফর্ম, এইরকম খেলার ইচ্ছে, প্রতিদিন নতুন করে ফ্যান হচ্ছি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত