এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • hm | ৩০ মার্চ ২০১১ ২৩:৪৭ | 96.33.89.68
  • শচিন******
  • hm | ৩০ মার্চ ২০১১ ২৩:৪৭ | 96.33.89.68
  • ধচিন এর ক্যাচ মিস হয়েছে তাই নিয়ে এতবার কিছু বলার নেই ,এত খেলার অঙ্গ ! ওকে যে কতবার আউট না হোয়েও আউট হোতে হয়েছে সেই বেলা ?
  • hm | ৩০ মার্চ ২০১১ ২৩:৪৫ | 96.33.89.68
  • শচিন রিটায়ার কেন করবে ? এত বছর ধরে খেলছে বলে ? এখনো এই ফর্ম ,তারপরে কেন করবে রিটায়ার ? ওর আর্ধেক ও যদি ধোনি খেলতো
  • kumu | ৩০ মার্চ ২০১১ ২৩:৪৪ | 122.162.233.171
  • আর পিনাকী-গুড ডিসিশন।শনিবারেও এম্নিই নেবেন/নিও।
  • Bratin | ৩০ মার্চ ২০১১ ২৩:৪০ | 117.194.100.33
  • আহা ভারত তো মিসবা কে আউট করে নি একই কারনে!!ঃ-))
  • siki | ৩০ মার্চ ২০১১ ২৩:৩৭ | 122.162.75.27
  • কেসিকে হ্যাবাড্ডি জানিয়ে শুতে গেলাম।
  • kumudini | ৩০ মার্চ ২০১১ ২৩:৩৭ | 122.162.233.171
  • পিজ্জা এসে গ্যাছে অন্যদের জন্য।আমার জন্য আলুডালডিম্ভাতে(ঘি ছাড়া) হয়ে গেছে।

    কেসি,আমি কিন্তু ফাস আর আজ কোন এয়ার্কীঠাট্টাও করিনি।
  • pipi | ৩০ মার্চ ২০১১ ২৩:৩৬ | 66.205.168.108
  • পাকিস্তানকে আবার চান্স কোথায় দেওয়া হল? পাকিস্তানই তো ফিল্ডিং-এ ছড়িয়ে, তেন্ডুলকরকে নাহোক পাঁচটা অক্সিজেন মাস্ক দিয়ে আর মিশবাকে ওয়াঘার এপারে পাঠিয়ে ম্যাচ উপহার দিয়ে গেল!
  • Bratin | ৩০ মার্চ ২০১১ ২৩:৩৫ | 117.194.100.33
  • টিম, এটা মন্দ স্ট্রাটেজি নয় ঃ-))
  • Nina | ৩০ মার্চ ২০১১ ২৩:৩৪ | 68.84.239.41
  • পিপি, কি গুড হার্টেড খেল্ল--আফ্রিদির ছোট্ট মেয়ে নাকি বলেছিল " আব্বু আমার জন্য কাপটা এন" তাই ওদের কত্ত কত্ত চান্স দিল --কিন্তু কত আর খারাপ খেলা যায় তবু জিতেই গেল!!
  • Bratin | ৩০ মার্চ ২০১১ ২৩:৩৩ | 117.194.100.33
  • আরে দ্রি তুমি এখনো শচীন কে চিনলে না? কক্ষনো নিজে রিটায়ার করবে না। ওর জন্যে আদর্শ স্লোগান হল ' ইয়ে দিল মাঙ্গে মোর'
  • Tim | ৩০ মার্চ ২০১১ ২৩:৩৩ | 198.82.18.98
  • না না পিপি উল্টোদিকেই থাকুক। তাইলে খারাপ খেলেও কাপ আসবে।
  • pipi | ৩০ মার্চ ২০১১ ২৩:৩১ | 66.205.168.108
  • যদি ভাল খেলে চ্যাম্প হয় তখন পিঠ চাপড়ে দেব। ভাল খেলে হারলেও রুমাল দেব। কিন্তু এইরম স্ক্রিপটেড ম্যাচ হলে গাদাবন্দুক!
  • Bratin | ৩০ মার্চ ২০১১ ২৩:৩০ | 117.194.100.33
  • ঠিক ঠিক kc জনি্‌ম্‌দন আর ঠিক ২৭ মিনিট পরে। আজকে সেলিব্রেশানের জন্যে আদর্শ দিন
  • dri | ৩০ মার্চ ২০১১ ২৩:৩০ | 117.194.240.54
  • আচ্ছা এই ফাইনালের পর মুরলিও তো রিটায়ার করছে, তাই না?

    সচিন কি কখনো বলেছে রিটায়ার করবে না, বা করবে?
  • pinaki | ৩০ মার্চ ২০১১ ২৩:৩০ | 82.209.167.222
  • কিন্তু আমার শেষ মুহুর্তে ডিশিসন বদলে রামের বদলে ওয়াইন কেনাটাকে কেউ অ্যাপ্রিশিয়েট করল না। ঃ-(
  • Bratin | ৩০ মার্চ ২০১১ ২৩:২৯ | 117.194.100.33
  • বোঝো!! আচ্ছা চ্যাম্পিয়ান হলে সাপোর্টাবে তো? ঃ-))
  • pipi | ৩০ মার্চ ২০১১ ২৩:২৭ | 66.205.168.108
  • কেসি, বরপে ফেললে আমার আমোদ হয় খুবঃ-))
  • Bratin | ৩০ মার্চ ২০১১ ২৩:২৭ | 117.194.100.33
  • মোটেই না ম্যাচের মধ্যে অর্পন,কুমু দি,ব্যাঙ,অরিজিত এদের কে SMS করছিলুম ঃ-))
  • sayan | ৩০ মার্চ ২০১১ ২৩:২৬ | 12.20.48.10
  • নীনাদি', শিওর থিং! ঃ-)

    পিপি, ইন্ডিয়াআআআআআআআআ ইন্ডিয়াআআআ!
  • Bratin | ৩০ মার্চ ২০১১ ২৩:২৬ | 117.194.100.33
  • অর্পন , এইভাবে বিরোধী দের হাতে অস্ত্র তুলে দিতে নেই। ঃ-))

    আর ভারত ই বা ধোনী আর শচীন যখন খেলছিল তখন পাওয়ার প্লে নেই নি কেন? গিলানি বারন করেছিল নাকি?
  • pipi | ৩০ মার্চ ২০১১ ২৩:২৬ | 66.205.168.108
  • বোতীন, কাগুজে বাঘদের আমি কখনো সাপোটাই না।
  • Arpan | ৩০ মার্চ ২০১১ ২৩:২৬ | 112.133.206.18
  • আরে রাতে পিজ্জা ডেলিভারি করে না?
  • kc | ৩০ মার্চ ২০১১ ২৩:২৫ | 89.203.49.18
  • পিপিরে এখনও কেউ বরপে ছুঁড়ে ফ্যালেনি?
    বুউউউউউউউউ।।।।
  • m | ৩০ মার্চ ২০১১ ২৩:২৫ | 117.194.36.27
  • ব্রতীন দমবন্ধ করে খেলা দেখছিলো, এখন চাপমুক্ত হয়ে ভাটে এসেছে।

    হাঃ হাঃ হাঃ
  • Nina | ৩০ মার্চ ২০১১ ২৩:২৪ | 68.84.239.41
  • রাত সাড়ে এগারটায় কি নন্নাবান্না করবে কুমু? মিষ্টি আর দুধ খেয়ে শুয়ে পর---আমার আনন্দে ঘুমও চটে গেছে ---বরিশাল কেমন ফিকফিক হাসি নিয়ে ঘুমিয়ে পল্ল
  • kumudi | ৩০ মার্চ ২০১১ ২৩:২৪ | 122.162.233.171
  • কেসিকে জন্মদিনের(৩১ মার্চ) অনেক অনেক শুভেচ্ছা,নতুন গুড়ের পায়েস,হলুদ গোলাপের তোড়া,অনেক গানভরা সকাল,বিকেল আর রাত,আর আজকের জয়ের আনন্দ।

    আর,দেহি পদপল্লব মুদারম ইত্যাদির জন্য অনেক অবসর।
  • madhyapadalopee karmadhaaray | ৩০ মার্চ ২০১১ ২৩:২৪ | 58.137.132.4
  • হ্যাঁ, পাওয়ার প্লে না নেওয়াটা আর আফ্রিদির আগে না নামাটা বড়ো ভুল।
  • Bratin | ৩০ মার্চ ২০১১ ২৩:২৪ | 117.194.100.33
  • যাই হোক অরিজিত,পিপি আর অভ্যু কে বলি ,শনি বার ভারতবর্ষ কে সাপোর্ট করতে
  • pipi | ৩০ মার্চ ২০১১ ২৩:২২ | 66.205.168.108
  • সায়ন, গট-আপ, গট-আপ! হুঁউউউউউ
  • Arpan | ৩০ মার্চ ২০১১ ২৩:২২ | 112.133.206.18
  • আরো একটি পয়েন। পাকিস্তান কেন রাজ্জাক আফ্রিদির সময়ে কেন পাওয়ার প্লে নিল না?
  • Tim | ৩০ মার্চ ২০১১ ২৩:২২ | 198.82.18.98
  • বোতিনদাই কি তবে পিচ বানিয়েছিলো?
  • Nina | ৩০ মার্চ ২০১১ ২৩:২২ | 68.84.239.41
  • সান্দা আমি তুই আর হুতো এই রোব্বার সেলিব্রেট কর্ব--শান সে--এখন যাই ঘুমোতে--রাত দুটো থেকে জেগে -----ঃ-))
    দ্দে ঘুমাকে!
  • aka | ৩০ মার্চ ২০১১ ২৩:২২ | 168.26.215.13
  • আজকের পরে কমরেডস ক্রিকেটিয় অ্যানালিসিসে ভরসা রাখুন, নাম ও সইয়ের ওপর ভরসা রাখুন, পরিবত্তনের সময়েঅও একাকী ধ্রুবক হল অ্যানালিসিস, জয় হিন্দ। ;)

    সঙ্গে থাকুন, মেশিনে ওয়ার্মে ওয়ার্মে ছয়লাপ হয়ে গেল, চাকরি থাকলে অ্যানালিসিস ও আছে।
  • kumudini | ৩০ মার্চ ২০১১ ২৩:২২ | 122.162.233.171
  • যাক,প্রচুর খেটেখুটে জেতা গেছে,টেনশনে রান্নাবান্না কিছু হয়নি,এইবার আস্তে আস্তে রোজের জীবনে ফিরি।
  • Bratin | ৩০ মার্চ ২০১১ ২৩:২১ | 117.194.100.33
  • আজকে ২৬০ করার পরে আমি ও চাপে ছিলাম। কিন্তু পিচ টা সেরকম সহজ ছিল না।।
  • sayan | ৩০ মার্চ ২০১১ ২৩:২১ | 12.20.48.10
  • পিপি, বুউউউউউউউউউউ ঃ-D
  • saikat | ৩০ মার্চ ২০১১ ২৩:২১ | 180.215.8.0
  • নাঃ, মিসবার ব্যাপারটা বেশ চাপের হয়ে গেল, নিতে কষ্ট হচ্ছে...
  • Bratin | ৩০ মার্চ ২০১১ ২৩:২০ | 117.194.100.33
  • সেই যে কী বলে না ' ভাঙ্গবে কিন্তু মচকাবে না' !! ঃ-))
  • madhyapadalopee karmadhaaray | ৩০ মার্চ ২০১১ ২৩:১৯ | 58.137.132.4
  • পার্সেপশন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। ব্যক্তিগতভাবে মনে হয় নি ধোনির থেকে মিসবা কম চেষ্টা করেছে।
  • Nina | ৩০ মার্চ ২০১১ ২৩:১৮ | 68.84.239.41
  • আরে বতীন সক্কলকে খাওয়াব।আর কেসিকে স্পেশাল--যখন সব্বাই কুকথা বলছে , টিম বাজে খেলছে তখন এক্কেবারে শের কা মাফিক বল্ল---কৈ শক!!
    তাই ঃ-))))) আমিও ভরসা পেলুম তো---এদিকে বরিশালের কাছে ঝাড় খাচ্ছিলাম তো---বিহারীটাকে ক্যাপটেন করেছে তো কি হবে ঃ-((
  • Bratin | ৩০ মার্চ ২০১১ ২৩:১৮ | 117.194.100.33
  • পিনাকী কে জানিয়ে রাখি আফ্রিদির বাবা মোটেও ক্রিকেট খেলতেন না ঃ-))
  • pipi | ৩০ মার্চ ২০১১ ২৩:১৮ | 66.205.168.108
  • সায়ন, ওসব রেখে দে। ফাইনালে তোর লাগবে। আমি অজ্জিতের সাথে কাঁটায় কাঁটায় একমত। ফিশি ফিশি।
  • Raj | ৩০ মার্চ ২০১১ ২৩:১৬ | 59.161.106.108
  • শনিবার আরেকটি ভারত বনধ্‌ হইতে চলিতেছে। স্বঘোষিত জ্যাঠামশাই আবাপ অবিশ্যি বলিয়াছেন ইহাতে বিদেশী বিনিয়োগকারীদের কাছে ভুল বার্তা যাইতে পারে কিন্তু তাহা না শুনিয়া জনতা কাপ চাইইই বলিয়া টিভির সামনে থাকিবেন বলিয়া মনস্থ করিয়াছেন।
  • dri | ৩০ মার্চ ২০১১ ২৩:১৬ | 117.194.240.54
  • একজন স্ট্রাইক রোটেট করার চেষ্টা করছে কিন্তু পারছে না সেটা মানা যায়। ধোনির কেসটা। জাস্ট ফর্মে নেই।

    কিন্তু স্ট্রাইক রোটেট করার ইচ্ছেই নেই, কমিটেড ডিফেন্স সম্পুর্ণ অন্য ব্যাপার।

    ক্রিকইনফো নিজেই একটি বেটিং চক্র।
  • sayan | ৩০ মার্চ ২০১১ ২৩:১৬ | 12.20.48.10
  • ভোলিনির সঙ্গে মুভ, আয়োডেক্স, আইবুপ্রোফেন, রিল্যাক্সন, রেলিস্প্রে -- বাই ওয়ান গেট ফাইভ ফ্রী! অজ্জিদ্দা, পিপি, অভ্যু সব্বাইকে।
    শুধু একটুও টেনশন না খেয়ে কীভাবে একটা দলকে জেতাতে হয়, আশা করি সবাই লক্ষ্য করলেন। ঃ-)
  • Bratin | ৩০ মার্চ ২০১১ ২৩:১৫ | 117.194.100.33
  • অরিজিত আমর SMS উত্তরে এক্ষুণি লিখলো scripted match ঃ-((
  • Bratin | ৩০ মার্চ ২০১১ ২৩:১৪ | 117.194.100.33
  • নীনা দি, শুধু kc কে খাওয়াবে কেন? আমরা কি বানের জলে ভেসে এসেছি?
  • madhyapadalopee karmadhaaray | ৩০ মার্চ ২০১১ ২৩:১৩ | 58.137.132.4
  • ধোনিও প্রায় একইভাবে খেলেছে। এমন কি সচিনও। শেষের দিকে। সচিন স্বীকারই করল- স্ট্রাইক রোটেট করা খুব কঠিন ছিল।
  • pipi | ৩০ মার্চ ২০১১ ২৩:১৩ | 66.205.168.108
  • তাতে মোর হৃদয় নহে কম্পিতঃ-)
    হেসে নাও, দুদিন বই তো নয়। ছড়ুরা ছড়াবেই। আজ নয় তো কাল।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত