এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • lcm | ০১ এপ্রিল ২০১১ ১৩:০৫ | 69.236.162.57
  • একটা পোশ্নো ছিল। আইটি-র জনগণ তো এমনিতেই অনেক মাইনে পায়, এত খরচাপাতি, খাটাখাটুনি করে আরও ডিগ্রী নিলে কি মাইনে অনেক বাড়ে!
  • san | ০১ এপ্রিল ২০১১ ১৩:০৪ | 14.96.165.185
  • বেশি সুবিধেজনক বলতে? মানে ব্যাপারটা দেখছি, যথেষ্ট ইন্টারেস্টিং লাগছে।
  • Arijit | ০১ এপ্রিল ২০১১ ১৩:০৩ | 115.249.42.177
  • আমাদের আপিসের একটা ছেলে চাকরি ছেড়ে আইএসবি-তে ঢুকলো এই কিছুদিন আগে।

    "ক্যাল দেওয়া'-তে এমআরসিপি-ও করার ইচ্ছে আছে।
  • xyz | ০১ এপ্রিল ২০১১ ১৩:০৩ | 115.111.249.152
  • চাকরী না ছেড়ে LWP নিয়ে PGPEX পড়ুন আর সম্ভব হলে 9-10 yrs exp এর মধ্যে পড়ে নিন। নিজের experience থেকে এটাই মনে হয়
  • Bratin | ০১ এপ্রিল ২০১১ ১৩:০৩ | 122.248.183.1
  • ISB তে ২০ লাখের কমে বোধহয় কিছু নেই। তাই ভয়ে দেখি নি PGPEX গুলোএখনো ১০/১২ লাখ লেভেলে
  • madhyapadalopee karmadhaaray | ০১ এপ্রিল ২০১১ ১৩:০১ | 202.12.118.61
  • প্রচুর পয়সা লাগে।
  • san | ০১ এপ্রিল ২০১১ ১২:৫৯ | 14.96.165.185
  • ব্রতীনদা তুমি আইএসবির ১ বছরের কোর্সটা দেখেছ?
  • Bratin | ০১ এপ্রিল ২০১১ ১২:৫৭ | 122.248.183.1
  • হমম তবে আর বলছি কী ঃ-)

    ১ বছরের ডিপ্লোমা IIM থেকে exp professional দের জন্যে। পাস করলে গোলা চাকরী।
  • madhyapadalopee karmadhaaray | ০১ এপ্রিল ২০১১ ১২:৫৪ | 202.12.118.61
  • পিআরএমটাও দেখতে বোলো। এফআরএমের থেকে বেশি সুবিধেজনক।
  • lcm | ০১ এপ্রিল ২০১১ ১২:৫৪ | 69.236.162.57
  • সে কি! ডিগ্রী না নিয়েই নাড়ী + নক্ষত্র!

    এই পিজিপেক্স ব্যাপারটা কি? পিজি হাসপাতালের সঙ্গে যুক্ত কিছু?
  • san | ০১ এপ্রিল ২০১১ ১২:৫২ | 14.96.165.185
  • তুমিও যেমন । আগামী তিনমাসের মধ্যে আরো কত কত নতুন কোর্সের সম্ভাবনা জানিয়ে দেবেনা গুগল ?
  • Bratin | ০১ এপ্রিল ২০১১ ১২:৫১ | 122.248.183.1
  • না আমি যথেষ্ট খোঁজখবর নিয়েছি। PGPEX র নাড়ী-নক্ষত্র জানি। সমস্যা হল চাকরী ছাড়া এই বয়েস।
  • kumu | ০১ এপ্রিল ২০১১ ১২:৫১ | 59.178.131.254
  • সায়ন ,জনাস্তাস------ইত্যাদির মানে কী?
  • shrabani | ০১ এপ্রিল ২০১১ ১২:৪৮ | 124.124.86.86
  • এব্যাপারে আমি একেবারে "জানার কোনো শেষ নাই, জানার ইচ্ছা বৃথা তাই" থিওরীতে বিশ্বাসী! ও পাট একবার চুকিয়ে চাকরিতে ঢোকবার পরে আর কোনোদিনও পড়াশোনা করে পরীক্ষা দিতে ইচ্ছা করেনি। যদিও প্রচুর চেষ্টা/ব্রেনওয়াশ হয়েছিল আমাকে পড়াশোনা করিয়ে অ্যাকাডেমিকে পাঠানোর।
    বাপরে, এখনো অন্যমনস্ক সন্ধ্যেয় বা সকালে খালি বসে থাকলে বা গল্পের বই পড়লে কেমন একটা বকুনির ভয় বা সময় নষ্ট করার গিল্ট ফিলিং এসে পড়ে অজান্তেই!ঃ((
  • kumudini | ০১ এপ্রিল ২০১১ ১২:৪৭ | 59.178.131.254
  • রিসার্চ যখন চলছেই,চলছেই,কবে/আদৌ শেষ হবে কিনা কিছুই বোঝা যাচ্চে না,তখন এইটে বানিয়ে স্যারকে দিয়েছিলামঃ

    কি দিবে তোমারে রিসার্চ?
    ফ্যাকড়া নব নব।
    রিসার্চ নহে পেচডির হেতু ,মহারাজ,
    নহে সে চাকুরীর ক্ষুদ্র সেতু।
    রিসার্চেই রিসার্চের শেষ।
  • xyz | ০১ এপ্রিল ২০১১ ১২:৪৬ | 115.111.249.152
  • PGPEX পড়ে কিন্তু ভাল কিছু নাও হতে পারে। 1 yr mba টই পশ্য
  • Arijit | ০১ এপ্রিল ২০১১ ১২:৪৫ | 115.249.42.177
  • আমিও নতুন নতুন কোয়ালিফিকেশন পেতে চাই - এই যেমন মডার্ন (পোস্ট বিংশ শতক) ভারতের ইতিহাসে এফআরসিএস করতে চাই (কাটাছেঁড়া করতে হবে তো)।
  • madhyapadalopee karmadhaaray | ০১ এপ্রিল ২০১১ ১২:৪৪ | 202.12.118.61
  • বর পাশ করলে আমায় জানিও।
  • san | ০১ এপ্রিল ২০১১ ১২:৪২ | 14.96.165.185
  • হ্যাঁ রিস্ক ম্যানেজমেন্ট । তোমাদের ডোমেইন। দেখলাম গুগলে।

    দুই পার্টে একখান পরীক্ষা , তার জন্য অসীম অনন্ত সিলেবাস।

    আমি আবার দেখেশুনে সিএফে সম্পর্কেও উৎসাহ দিয়ে দিলাম ঃ-)
  • Bratin | ০১ এপ্রিল ২০১১ ১২:৪০ | 122.248.183.1
  • অনেক সময় ঠিক পিপাসা নয়। জব স্টাটিসফ্যাকশন না থাকা, আরো ভালো কিছু করার তাড়না এগুলো ও ড্রাইভিং ফ্যাক্টর হতে পারে।
  • dukhe | ০১ এপ্রিল ২০১১ ১২:৩৭ | 117.194.241.216
  • "মানুষের জ্ঞানের পিপাসাটা যত তাড়াতাড়ি মিটে যায়, মঙ্গল ।" - জনৈক পি এইচ ডি রত ছাত্র ।
  • Bratin | ০১ এপ্রিল ২০১১ ১২:৩১ | 122.248.183.1
  • তাই কবি কয়েছেন 'সুখ শয়নে আর শান্তি শ্বশানে' ঃ-))
  • sayan | ০১ এপ্রিল ২০১১ ১২:২৯ | 98.225.200.39
  • খিদের জ্বালায় ঘুম ভেঙে উঠে ফ্রীজ হাঁটকে এটা ওটা খেয়ে ভালো কোনও খাবারের সন্ধানে এখানে এসে দেখি এম্বিএ এমসিএ চলছে! জনাস্তাস আরিহাস কিরিলেপ বুয়েত্রামি! এলাম। ঃ'-((
  • Bratin | ০১ এপ্রিল ২০১১ ১২:২৬ | 122.248.183.1
  • আমার ও PGPEX করার ভুত চেপেছে লাস্ট ৩/৪ বছর। এখন ও ঘাড় থেকে নামে নি ।
  • madhyapadalopee karmadhaaray | ০১ এপ্রিল ২০১১ ১২:২৪ | 202.12.118.61
  • এফারেম কোনো কোর্স নয়, একখান পরীক্ষা। তবে তার জন্য পোচ্চুর পড়াশুনো করতে হয়।
  • san | ০১ এপ্রিল ২০১১ ১২:১৯ | 14.96.9.154
  • এই বড়ম বেশ একদম আমার বরের মতন। চাকরিবাকরি কিছুদিন চলার পরে হঠাৎ সে দাবি করল লেখাপড়াটা ঠিক হয় নি , এমবিয়ে পড়া যাক । রেজিস্ট্রেশন হল, কোর্স মেটেরিয়াল এল , দুমাস বাদে জানা গেল এমবিয়ে একটি ঢপের জিনিস , বরং অ্যাকচুরিয়াল পড়ি , আচ্ছা তাও হল, আরো কিছুদিন পরে বোঝা গেল কিন্তু সে তো স্ট্যাটিস্টিক্স ফাইনান্স এসব পড়তে চায়নি , ম্যাথস নিয়ে ফের বিএসসি পড়া দরকার। তারপর বিভিন্ন কারণে সে বস্তুর কী গতি হল ট্র্যাক রাখা হয়নি , এখন শুনছি এফারেম বলে কিছু একটা পড়ার তোড়জোড় চলছে - প্রোবাবলি আবার তিন চারমাস পরে আবার কিছু একটা কোর্সের নাম দিয়ে গুগল সার্চ চলবে ঃ-)))))))))

    কুম্ভমেলার কেস হতেও পারে ;-)
  • Bratin | ০১ এপ্রিল ২০১১ ১২:১৭ | 122.248.183.1
  • আমর বৌ একবার বলেছিল 'কত কষ্টে করে রেঁধেছি বলতো'। তার উত্তরে আমি বলেছিলাম 'তুমি নিজের কষ্ট টা দেখলে আর আমকে কত কষ্ট করে খেতে হবে সেটা দেখলে না?'। সেই গৃহযুদ্ধের পর থেকে রান্না নিয়ে সেরকম নেগেটিভ কমেন্ট করি না। করলে ও তা ভালো লাগার মোড়কে মুড়ে ঃ-))
  • M | ০১ এপ্রিল ২০১১ ১২:১১ | 59.93.207.44
  • কুমু, হ্যাঁ তাই বোধায়, একন ভুলে গেছি, অনেক কাল আগের ব্যাপার।

    আর স্যান, আমারতো যাই রাঁধি তাই ভাল্লাগে, কিছু করার নেই, তাই।ছেলে শুনবে কেন?
  • Bratin | ০১ এপ্রিল ২০১১ ১২:১১ | 122.248.183.1
  • ঠিক!! বিশেষ করে ইলিশ পাশে থাকলে।

    ম, খুব সহজ। নিজের মনের কথা শোনো। সেটাই আসল কে কী বললো সেটা জাস্ট কাটিয়ে দাও।
  • Arijit | ০১ এপ্রিল ২০১১ ১২:১০ | 115.249.42.177
  • না, আমি যেটা বলছি সেটা হল যে কোনো প্ল্যাটফর্মে - সে স্টারানন্দ হোক বা চব্বিশ ঘন্টা, এক সাথে কয়েকজন পোলারাইজড লোকজনকে বসিয়ে দিলে আলোচনা হয় না, লাঠালাঠি হয়। এটা বাঙালী বৈশিষ্ট - বলে বেশি, শোনে কম - রাদার শোনে না।
  • san | ০১ এপ্রিল ২০১১ ১২:০৮ | 14.96.9.154
  • আহাঃ মানে উনি যে 'কাঁটাকলের ' সেটা জানতাম না ঃ-) ক্কী চাপ
  • d | ০১ এপ্রিল ২০১১ ১২:০৫ | 14.99.23.202
  • অচিন্ত্যকে কি স্যান এতদিন ওর জুনিয়ার ভাবত নাকি? :-O
  • kumudini | ০১ এপ্রিল ২০১১ ১২:০৪ | 59.178.63.196
  • বড়ম,আমিও আছি।কেন?সেটা এট্টু পরে বলছি।
    mca কি master of computer applications?
  • kc | ০১ এপ্রিল ২০১১ ১২:০১ | 89.203.49.18
  • পোলারাইজ্‌ড মানে? উল্টোপক্ষের লোককে ফাঁকা প্ল্যাটফরম ছেড়ে দিলে তারা তো রাজ করবেই। তখন তাকে পোলারাইজড বলে গাল পাড়লে হব্যা? তোমার তক্ক তোমাকেই করতে হবে, আর সেটা করতে কেউ আটকাচ্ছে নাকি? ভাটে বা টইতেতো ওই পোলারইজডের গপ্প নাই। বুবুভা বাদ দাও। ওখনে ইন্টার‌্যাকশনের কোনও বালাইই নাই।

    আর যেকোনও তক্ক বেশী চললে থোর-বড়ি-খাড়া, খাড়া-বড়ি-থোর তো হবেই। তবে সবরকম প্রবলেম নিয়ে আলোচনা হয়েছিল এটা কিন্তু মানবে।
  • san | ০১ এপ্রিল ২০১১ ১১:৫৬ | 14.96.9.154
  • আরে অচিন্ত্যদা তাইলে আমাদের সিনিয়র ! কিন্তু ব্যাংদি বা অচিন্ত্যদা তোমাদের আপিস টাপিসে কখনও সার্টিফিকেট দেখাতে হয় নি ? কোনোদিন না ? ক্কি কান্ড।
  • san | ০১ এপ্রিল ২০১১ ১১:৫৩ | 14.96.9.154
  • কিন্তু চিংড়ি তো সর্বত্রই ভালো খেতে লাগে ঃ-)
  • M | ০১ এপ্রিল ২০১১ ১১:৫০ | 59.93.207.44
  • অপ্পনকে ক, মানসিকতা এমন ই যে কিছুতেই কিছু সম্ভব নয়, আমি মাস কয়েকের জন্য একটা কাজের লোক রাখলাম,শুধু ঘর মুছবে,বাসন বেশীরভাগ কাঁচের, তাই ভরসা করিনি, শনি আর রবি ছুটি দিতাম, তাও সপ্তাহে দুদিন আসলে তিনদিন আসতো না, আর খোঁজ নিয়ে জানলাম লোকের থেকে বাসন মাজা আর ঘর মোছা থেকে যা পয়সা নেয় আমার কাছ থেকে তার থেকেও বেশী নিতো।তাই আপনা হাত ইত্যাদি করে নিয়েছি।

    গুড গুড!!! দম ও আছে, কুমু ও মনে হয় দিন ক্ষন জানতে চাইছিলো।

    যারা যারা সাহায্যের হাত বারাইলা তাদের ধন্যযোগ।অচিন্ত্যকে মেলিয়েছি, কিন্তু মামলা অত সিরিয়াস কিছু না, আসলে সবাই এত পড়াশুনা করেছে সেই দেখে নিজেকে ক্যামন লাগতো তাই ভাবলাম আবার শুরু করি, তো এই কান্ড, ইদিকে বাড়ীর লোকজন শুনে সব তটস্থ , সেকিরে আবার? মানে আমায় জানে তো , তাই।এর আগে একবার এমসিএ শুরু করলাম, ছমাস পর ছেড়ে দিলাম, এরম অনেক নজির আছে।তাই সবাই বললো যেটা করছো মন দিয়ে করো, মানে মন দিয়ে সংসার আর ছেলে মানুষ করো, এদিকে আমি মন দিয়ে কিছুই করতে পারিনা।ঃ(

    আর এজন্য দুঃখু করবো না হাঁপ ছেড়ে বাঁচলাম তাও বুঝতে পারছি না, আসলে আজ সকালে ঘুম থেকে উঠে ওষুধ খাবার ছিলো,খেয়েওছি, হঠাৎ মনে হলো একি গোলাপি একটা কি খাওয়ার ছিলো, খেলাম নীল মতো কি একটা না! তারপর দেখি ফ্যামোসিড এর বদলে ট্রাইকা মেরে দিয়েছি।সেই থেকে কী ঝিম্পাচ্ছে, এদিকে চিংড়ি লাউতে দিলাম না মুসুর ডালে মনে করতে পারছি না, ঢাকা খুলতেও সাহস হচ্ছে না।
  • Arijit | ০১ এপ্রিল ২০১১ ১১:৩৩ | 115.249.42.177
  • বাল ভালো ছিলো। শুধু থোড়-বড়ি-খাড়া, খাড়া-বড়ি-থোড়। পোলারাইজড প্ল্যাটফর্মে আলোচনা হয় না।
  • kc | ০১ এপ্রিল ২০১১ ১১:৩০ | 89.203.49.18
  • দুর দুর, ওখানে রাজনৈতিক কবিতার নামে তো ভাঁড়ামো চলছে। আর ওই ছড়াগুলোও তো ক্যালকম থেকে কপি-পেস্ট করছে।

    তৃপবুভূতে বেশ ওভারডোজ হলেও, ওভারঅল আলোচনার কোয়ালিটি খুব ভাল ছিল।
  • Arpan | ০১ এপ্রিল ২০১১ ১১:২৪ | 112.133.206.18
  • বাহ, এই তো রাজনৈতিক কবিতার তর্জা জমে উঠেছে। এইবার তৃপবুভূ টইটার পুনরুজ্জীবন হলেই ষোলকলা পূর্ণ হয়। ও পিটিবাবু, শুনছেন?
  • kc | ০১ এপ্রিল ২০১১ ১১:১৪ | 89.203.49.18
  • ১-২% চার্জ হলে সে দালালির আলাদ কেত হয়। পয়সা দিয়েও কেতাত্থ লাগে। গাল দিই ঐ ০.১- ০.২% এর ছ্যাঁচরামিতে। মফস্বলে কিন্তু এতট বেশী আন্ডারপ্রাইস্‌ড নয়। কলকাতায় যে দুরত্ব যেতে রিক্সাওয়ালা ৭টাকা নেয়, বহরমপুর বা মালদা বা শিলিগুড়িতে ঐ একই দুরত্বের জন্য ১৫ টাকা নেয়।
  • d | ০১ এপ্রিল ২০১১ ১১:০৯ | 14.99.23.202
  • শনিবার দুপুরে ভীড়ের একটা কারণ হল সরকারি আপিসের হাপছুটি। আর একটা কারণ হল অনেক দূর দূরের লোক ঐদিন বাড়ী ফেরে আবার সোমবার সকালে কলকাতা ফেরে।

    কলেজ স্ট্রীট ক্যাম্পাসে ক্যাল দিতে গেলে আমিও ব্যাঙ আর বড়ম'র সাথে যেতে চাই। আমার এক বন্ধুর সাথে খুব খারাপ ব্যবহার করেছে ব্যাটারা, এই একই রকম জিজ্ঞাসা নিয়ে যাওয়ায়।
  • Arpan | ০১ এপ্রিল ২০১১ ১১:০৬ | 112.133.206.18
  • ঠিকঠাক প্রাইসিং মডেল ফলো করলেও দালালাইজড থেকে মুক্ত হবে না। পরিবর্তন বা প্রত্যাবর্তন হোয়াটেভার হ্যাপেন্স।
  • quark | ০১ এপ্রিল ২০১১ ১১:০৬ | 202.141.148.99
  • ভুল করবেন না কমরেড - গোটা ভারতবর্ষ এখন "সার্ভিস ইন্ডাস্ট্রি"তে জগৎসভায় শ্রেষ্ঠ আসনের কাছাকাছি। সুতরাং আপনাকে আপনার লক্ষ্যে (বাড়ি,জমি,ট্যাক্সি, হাসপাতালের বেড) পৌঁছে দিতে যাঁরা নিরন্তর সার্ভিস দিচ্ছেন, পরিবর্তে সামান্য ১-২% নিচ্ছেন, তাঁদের "দালাল" বলে গালি দেবেন না, বরং সার্ভিস প্রোভাইডার বলুন আর ঐ ১-২% কে সার্ভিস চার্জ বলুন। রক্তচাপ কমবে।
  • Arijit | ০১ এপ্রিল ২০১১ ১১:০৩ | 115.249.42.177
  • কিন্তু শনিবার দুপুর আর বিকেলেও কি সাংঘাতিক ভিড় হয় রে বাবা হাওড়া স্টেশনে! পুরো ব্যোমকে গেছি।
  • kc | ০১ এপ্রিল ২০১১ ১০:৫৯ | 89.203.49.18
  • পশ্চিমবাংলায় আর এই ছুটকো ছাটকা ছ্যাঁচরামির দশ টাকা / বিশ টাকার আরএকটা কারণ হল বেশীরভাগ পরিষেবাই অদ্ভুত রকম আন্ডারপ্রাইসড এবং দালালাইজড টু দ্য কোর।
  • Arijit | ০১ এপ্রিল ২০১১ ১০:৫৬ | 115.249.42.177
  • সেদিন লিলুয়া থেকে ফিরলুম যখন তখন কুলকাল মিটার ট্যাক্সির লাইনে গিয়ে উঠে পড়লাম, চলেও এলাম। তবে তখন সবে বিকেল।
  • d | ০১ এপ্রিল ২০১১ ১০:৪৮ | 14.99.23.202
  • এই হাওড়া স্টেশানের ট্যাক্সিওয়ালা নিয়ে আমার বিশেষ অভিজ্ঞতা নেই। শুনেছি পুলিশগুলোকে খুব জোর ধমক দিলে দিব্বি কাজ হয়। একগাদা লটবহর নিয়ে চলাফেরা করার অভ্যেসটাই বাজে।
  • Arpan | ০১ এপ্রিল ২০১১ ১০:১৭ | 112.133.206.18
  • এতদিন পরেও কিছুই পাল্টায়নি। ট্যাক্সিতে উঠলেই ট্যাক্সিওলার প্রথম বক্তব্য থাকত, দাদা ১০ টাকা বের করুন, গেটে দিতে হবে।

    http://anandabazar-unicode.appspot.com/proxy?p=1cal3.htm
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত