এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • shrabani | ০১ এপ্রিল ২০১১ ১৫:১৩ | 124.124.86.86
  • এতকাল দেখতাম ফুল'স ডে তে ওড়িয়ারাই ঘটা করে উৎকল দিবস মানায়, এবারে দেখছি বিহার ডেও মানানো হচ্ছে। অনেক কাল আগে এক ওড়িয়া আমায় বলেছিল আজ আসলে ওদের স্বাধীনতা দিবস!
  • Arijit | ০১ এপ্রিল ২০১১ ১৫:০৮ | 115.249.42.177
  • তবে বানামে গোলমাল করে থাকলে অন্য কথা। আমি তো কনভেনশনাল বানাম দিয়েছি।
  • shrabani | ০১ এপ্রিল ২০১১ ১৫:০৮ | 124.124.86.86
  • আমি অবশ্য আগেরবার সারিস্কাও ফোন করেই গেছিলাম। ওরা মেলটেলও চায়নি, শুধু বলেছিল সকালে বেরিয়ে রাস্তা থেকে আর একবার ফোন করে দিতে। আগে কিন্তু ওর বিকানের থেকে না বুক করলে খুব নখরা করত।
    এরমটা হলে সুবিধে কারণ আমরা কোন উইকে বেরোব সেটা ঠিক করতে পারছিনা, প্রতি শুক্রবারেই মনে হচ্ছে কাল সকালে বেরোব!ঃ(
  • Arijit | ০১ এপ্রিল ২০১১ ১৫:০৮ | 115.249.42.177
  • একটা শুধু মুখ, আরেকটা ক্যাট্রিনা, আরেকটা শাড়ি পরা।
  • M | ০১ এপ্রিল ২০১১ ১৫:০৬ | 59.93.206.135
  • আরে তাজ্জব , আমিও এখন আর সেটা দেখতে পাচ্ছিনা,আশ্চর্য্য।তুমি তিনটে ছবিওলা দেখলে তাতে পিঙ্ক টপের মানে মুখটাই বেশী দেখা যাচ্ছে এমন কোনো দেখলে? এতো আরো ঝামেলা হলো।
  • pharida | ০১ এপ্রিল ২০১১ ১৫:০৩ | 220.227.148.193
  • একদম খালি ছিল। ফোনে ওরাই বল্ল একটা মেল করে দিলেই হবে। গিয়ে দেখলাম ওরা মেল টেলও দেখে নি ঃ))
  • u | ০১ এপ্রিল ২০১১ ১৫:০২ | 61.12.12.83
  • সত্যিই এমন হয়ে থাকলে যে করেছে খুবই কাঁচা কাজ করেছে। বিগেম পুলিশে অভিযোগ করলে তার চোদ্দটা বেজে যাবে।

    জ্যান্ত লোকজনের ইমপার্সোনেটিং ফেকদের কোথাও বিশেষ প্রশ্রয় দেওয়া হয় না। আমার একটা কেস মনে আছে, প্রণব মুখার্জীর একটি অত্যন্ত প্রমিসিং ফেককে নির্মম ভাবে ব্যান করা হয়েছিল।
  • Arijit | ০১ এপ্রিল ২০১১ ১৪:৫৭ | 115.249.42.177
  • তোমার পরের ছেলে যদি পারে তাকে বলো প্রোফাইলের লিংকটা কপি করে তোমায় পাঠাতে। আমি তো ওই নামে সার্চ দিয়ে তিনটে ফটোওয়ালা ইউজার দেখলাম - তার মধ্যে একটা ক্যাট্রিনা কাইফের ফটো।
  • shrabani | ০১ এপ্রিল ২০১১ ১৪:৫৭ | 124.124.86.86
  • সুমন কি সারসে অন লাইন বুক করেছিলে না বিকানের হাউসে গিয়ে?
  • M | ০১ এপ্রিল ২০১১ ১৪:৫৫ | 59.93.206.135
  • হ্যাঁ দম, ঠিক।
  • Bratin | ০১ এপ্রিল ২০১১ ১৪:৫৫ | 122.248.183.1
  • ধুর তুমি কিছু করে দিলে না। আজকে স্কুলের বন্ধুরা মিলে ( মোট ৩ পিস) হলদিয়া যাচ্ছি আরেক বন্ধুর বাড়ি।

    একটা ফান্ডা দাও ৫ দিনে দেরাদুন ,মুসৌরি করে করবেট ন্যাশানাল পার্ক হবে কি?
  • Arijit | ০১ এপ্রিল ২০১১ ১৪:৫৪ | 115.249.42.177
  • হ্যাঁ তাও করে। সেটা চেনা যায় আগায় জল দেওয়া দেখে। আগায় বেশি জল দেওয়া মানে গোড়াটা কাটা হয়েছে।

    রেফঃ কে আবার;-)
  • M | ০১ এপ্রিল ২০১১ ১৪:৫৪ | 59.93.206.135
  • অজ্জিত,
    আমিও এই ভয়টাই পাচ্ছি, এর আগে শুনেছি আমার নাম নিয়ে কেউ বাংলা চ্যাটে বদমায়েসি করতো, সেটা একদিন শুচিদি ধরে ফ্যালেন, উনি আমায় সময় পার্থক্যটা জিজ্ঞাসা করেন, তারপর ঘটনাটা বলেন, আমি তখন কি কি নামে চ্যাটে যাই লিখে দিয়েছিলাম।তারপর এই টা।মজা হচ্ছে এই প্রোফাইলটাতে আমরা ঢুকতেই পারছি না।
  • d | ০১ এপ্রিল ২০১১ ১৪:৫২ | 14.96.206.61
  • আহা শুধু তক্কাতক্কি কেন, এমনিও লোকজন ভালবেসেই প্রচুর ক্ষতি করে দেওয়ার চেষ্টা করে।
  • d | ০১ এপ্রিল ২০১১ ১৪:৪৮ | 14.96.206.61
  • বড়ম সাবধান কিন্তু। অর্কুট অ্যাডমিনে একটা কমপ্লেন করে দাও।
  • Arijit | ০১ এপ্রিল ২০১১ ১৪:৪৪ | 115.249.42.177
  • বম্মা - একটু সাবধান। নিজের প্রোফাইল আপডেটে ওই লিংকটা দিয়ে একটা নোটিশ টাঙিয়ে রাখো। বিভিন্ন ফোরামে সামান্য তর্কাতর্কিকে খুব খারাপ জায়গায় নিয়ে যাওয়ার জন্যে কিছু পাবলিক মুখিয়ে থাকে।
  • kumudini | ০১ এপ্রিল ২০১১ ১৪:৪১ | 59.178.142.241
  • ব্রতীনের বেড়াতে যাওয়া নিয়ে আমারই বেশী চাপ।
    ও ব্রতীন,প্ল্যান হোলো?
  • M | ০১ এপ্রিল ২০১১ ১৪:৩৪ | 59.93.206.135
  • একটা ব্যাপার, এক্ষুনি আমি শুনলাম যে কোনো মানসী ব্যানার্জী পরের ছেলের অর্কুট ফ্রেন্ড সাজেশনে এসেছে,তেনার ঘরে ঢুকে দেখলুম সত্য তাই, আবার আমারই ফটোক, অথচ সেটা আমি নই কিছুতেই, ঐ ফটোক আমি জম্মে লাগাই নাই কোনো অক্কুটে।আচ্ছা জ্বালাতন তো, এদিকে সেই প্রোফাইল ভিজিট ও করতে দিলো না। কাজেই আমার ঝড়ের ছবি ও সই ছাড়া আমার আর কোনো শাখা নাই এটা সবাইকে মনে করিয়ে দিলাম।
  • kc | ০১ এপ্রিল ২০১১ ১৩:৫৪ | 89.203.49.18
  • কালকে ধরব। আজকে আরেকবার পড়ে নিই।
  • Bratin | ০১ এপ্রিল ২০১১ ১৩:৫২ | 122.248.183.1
  • আপাততঃ না। একটু ঘাঁথিয়ে নি আগে।
  • madhyapadalopee karmadhaaray | ০১ এপ্রিল ২০১১ ১৩:৪৫ | 202.12.118.61
  • ঘটির দল এটা নিয়ে বাজি ধরবে নাকি? হ্যায় কোই?
  • d | ০১ এপ্রিল ২০১১ ১৩:৪৪ | 14.99.23.202
  • ধুত্তোর!
  • d | ০১ এপ্রিল ২০১১ ১৩:৪৩ | 14.99.23.202
  • অফিস থেকে তো ট্যাক্স কেটেকুটে নিয়ে জমাও করেছে। আর কোন সোর্স অব ইনকাম না থাকলে ট্যাক্স লায়াবিলিতি আসে কোত্থেকে?

    কেস যেটা হয়েছে, আমার অফিসের একটি ছেলে কাল হঠাৎ জানতে পারে যাকে রিটার্ণ দিতে দিয়েছিল, সে কোনওকারণে ওরটা মিস করেছে। তখন ছেলেটি Taxsmile নামে একটা ওয়েবসাইটের থ্রু রিটার্ণ দেওয়ার চেষ্টা করে। তাতে ফর্ম-১৬ এর ডেটা জমা করার পরে ওকে বলে ওর নাকি ৯৪০০০/- টাকা ট্যাক্স দিতে হবে। সেটা জমা করলে তবেই রিটার্ণ সাবমিট করতে পারবে। ছেলেটি পেল্লায় ঘাবড়ে যায়। সারা বছর ধরে এত ট্যাক্স কেটেও এত ট্যাক্স ওকে কেন দিতে হবে? ও বেচারা সকলকে ধরে ধরে জিগিয়েও কোনও সদুত্তর পায় নি। আর কে না জানে অফিসের ফাইনান্স ডিপ হল গিয়ে ভগমানের মত। তাঁরা ফোন ধরেন না, মোবাইলের নাম্বার দেন না এবং মেল পড়েন কিনা বোঝা যায় না, তবে উত্তর দেন না।

    এইসব দেখে আমার মনে পড়ল আমিও রিটার্ণ ভর্তি করে রেখেছিলাম কিন্তু সেটা আর অনলাইনে জমা করি নি। কাল এমনিতেও সময় ছিল না। এই এপ্রিল মাসে একবার করে দেখবখনে।

    কিন্তু এই ছেলেটি কিছুতেই অত টাকা ট্যাক্স দেবে না বলছে। তাতেই আমার মনে হল আদৌ রিটার্ণ জমা না করলে কী হবে?
  • Bratin | ০১ এপ্রিল ২০১১ ১৩:৪৩ | 122.248.183.1
  • রঙ্গানাথানন্দ? উনি বাঙ্গাল দের টেনে খেলালেন কেন?
  • Bratin | ০১ এপ্রিল ২০১১ ১৩:৪১ | 122.248.183.1
  • আমার ওটা আছে। বিদ্যামন্দির থেকে দিয়েছিল। কিন্তু ওনার মত ব্যক্তিত্ব চপ নিয়ে এমন মর্মভেদী কথা বলবেন বিশ্বাস হচ্ছে না
    ঃ-((
  • kc | ০১ এপ্রিল ২০১১ ১৩:৪০ | 89.203.49.18
  • ব্রতীন, ওটা স্বামী রঙ্গনান্দ বলেছেন।
  • madhyapadalopee karmadhaaray | ০১ এপ্রিল ২০১১ ১৩:৩৯ | 202.12.118.61
  • হায় রে! বাঙালী বিবেকানন্দও পড়ল না ঠিক করে। এই মুহূর্তে কিছুই হাতের কাছে নেই। মনে হয় "স্বামী-শিষ্য সংবাদ' পড়লেই পাওয়া যাবে।
  • Bratin | ০১ এপ্রিল ২০১১ ১৩:৩২ | 122.248.183.1
  • ভ্যাট । খালি ধপ?? স্বামীজি এমন কথা বলতেই পারেন না!!
  • san | ০১ এপ্রিল ২০১১ ১৩:৩১ | 14.96.165.185
  • তাছাড়াও, এই কুড়ি লাখ টাকা শেয়ার মার্কেটে 'ঠিকঠাক' ইনভেস্ট করলে হয়তো অনেকগুণ বেশি রিটার্ণ আসবে ঃ-)
  • d | ০১ এপ্রিল ২০১১ ১৩:৩১ | 14.99.23.202
  • আগের দিন বিকেলে বাগান থেকে তোলা ফুলকপির গরম গরম সিঙ্গারা দিয়ে শীতের সকালে জলখাবার --- আহাহা
  • madhyapadalopee karmadhaaray | ০১ এপ্রিল ২০১১ ১৩:৩০ | 202.12.118.61
  • স্বামীজি কইতেন- এই ঘটিগুলো তেলেভাজা খেয়ে খেয়েই গ্যালো! বাঙালদের খাওয়া দেখে শেখ্‌- ওরা কত প্রাণপূর্ণ, তেজস্বী। আর তোরা ডিস্পেপ্‌সিয়াতে ভুগেই ম'লি।
  • Bratin | ০১ এপ্রিল ২০১১ ১৩:৩০ | 122.248.183.1
  • কেন আলুর চপ খেতে কী হয় অ্যাঁ? ভাবতেই আমি কেমন হয়ে যাচ্ছি!!
  • madhyapadalopee karmadhaaray | ০১ এপ্রিল ২০১১ ১৩:২৭ | 202.12.118.61
  • সামোসা আরও বেশি।
  • lcm | ০১ এপ্রিল ২০১১ ১৩:২৭ | 69.236.162.57
  • বেশ তবে, ২০ লাখ টাকার ভুবনেশ্বরের ছানাপোড়া।
  • Bratin | ০১ এপ্রিল ২০১১ ১৩:২৭ | 122.248.183.1
  • সিঙ্গাড়া,চপ,ফুলুরি সাধে কি আর বাঙ্গালীর পেটের গন্ডোগোল হয়??
  • san | ০১ এপ্রিল ২০১১ ১৩:২৫ | 14.96.165.185
  • সিঙ্গাড়া খুব ওভারহাইপড খাবার।
  • Bratin | ০১ এপ্রিল ২০১১ ১৩:২৪ | 122.248.183.1
  • সিঙ্গাড়া আর ২ টাকা নেই। আমাদের অফিসের নীচে চার টাকা। আর মিষ্টির দোকানে বোধহয় ২.৫০/ ৩ টাকা ঃ-))
  • lcm | ০১ এপ্রিল ২০১১ ১৩:২২ | 69.236.162.57
  • ২০ লাখ খরচা করে গ্রীনল্যান্ডে বরফ বেচা!!
    ঐ টাকায় ২ টাকা পিসের ১ মিলিয়ন সিঙ্গাড়া হয়...
  • d | ০১ এপ্রিল ২০১১ ১৩:১৮ | 14.99.23.202
  • আর পড়া নয়। কোনওওওওওও পড়াশুনো নয়। আমি সেরেফ ব্যবসা করব আর কিচ্ছু নয়।
  • Bratin | ০১ এপ্রিল ২০১১ ১৩:১৭ | 122.248.183.1
  • ও টা একটা উদাহরণ।

    এরা মেন জোর দেয় প্রেজেন্টশান স্কিলের ওপর যাতে গ্রীণল্যান্ড গিয়ে বরফ বেচে আসতে পারি ঃ-))
  • Bratin | ০১ এপ্রিল ২০১১ ১৩:১৫ | 122.248.183.1
  • তার চেয়ে ' এই বেশ ভালো আছি'। বাক্স বাজাই আর ল্যাদ খাই ঃ-))
  • lcm | ০১ এপ্রিল ২০১১ ১৩:১৪ | 69.236.162.57
  • ৫ বছরের জন্যে এত ঝামেলা!

    এক্সট্রিমলি ফ্লুয়েন্ট ইংলিশ কম্যুনিকেশন (বলা এবং লেখা) না থাকলে কিন্তু, শুধু... iim, isb.... দিয়ে... মানে কয়েকজনকে দেখে যেমন মনে হয়েছে...
  • xyz | ০১ এপ্রিল ২০১১ ১৩:১৪ | 115.111.249.152
  • Bratin দা দুই বছর অনেক আগেকার কথা!!!! এখন তো PGPIIMC তে 10 Lakhs
  • Bratin | ০১ এপ্রিল ২০১১ ১৩:১৩ | 122.248.183.1
  • GP তে বাড়ছে তো!! ঃ-((
  • Bratin | ০১ এপ্রিল ২০১১ ১৩:১৩ | 122.248.183.1
  • ওরে বাবা!!
  • san | ০১ এপ্রিল ২০১১ ১৩:১২ | 14.96.165.185
  • আইআইএম কোলকাতায় চোদ্দ লাখ।
  • Bratin | ০১ এপ্রিল ২০১১ ১৩:১১ | 122.248.183.1
  • কলকাতার IIM র তো বছর দুয়েক আগেও ৮ ছিল তো!!
  • xyz | ০১ এপ্রিল ২০১১ ১৩:০৯ | 115.111.249.152
  • XLRI এর PGPEX সব থেকে কম খরচা লাগে। 12 LakhsIIM এর minimum 15L +ISB বা Great Lakes এর course গুলো ঠিক PGPEX বলা যায় না কারণ ওখানে avg experience 2-3 yrs
  • Bratin | ০১ এপ্রিল ২০১১ ১৩:০৯ | 122.248.183.1
  • lcm দা, পাতি ফান্ডা হলে IIM থেকে ডিগ্রি থাকলে অনেক সিনিয়ার ম্যানেজার পোস্ট এ নেয়। তাই মাইনে ও বেড়ে যায়। যেখানে সাধারণ ভাবে তুমি ১৫ বছরে যাবে। ৯ বছর চাকরী + ১ বছর ডিগ্রি করে তুমি সেখানে যেতে পারো
  • Arijit | ০১ এপ্রিল ২০১১ ১৩:০৭ | 115.249.42.177
  • মাইনে কে চায়? আমি "দমদম দাওয়াই'-তে এমআরসিপি (উইথ লোড্‌স অব প্র্যাক্টিক্যাল) আর পোস্ট-বিংশ শতক ভারতের ইতিহাসে এফআরসিএস করে "প্রাণের আরাম' পেতে চাই;-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত