এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bratin | ০১ এপ্রিল ২০১১ ১০:০৫ | 122.248.183.1
  • ম, দেবযানী র সাথে ওর্কুটে স্ক্র্যাপ বিনিময় হয়েছে। নানান কাজে খুব ব্যস্ত তাও এখানে আসতে পারছে না। মে তে কলকাতায় আসবে সেই সময় একট ভাট করার দাবি জানিয়েছে।
  • Bratin | ০১ এপ্রিল ২০১১ ১০:০৩ | 122.248.183.1
  • আমার বালিগঞ্জ ক্যাম্পাস। ডিপার্টমেন্ট এ রাখা থাকতো। আর আমাদের ১৫/২০ জন ছেলেপুলে । তাই সব মুখ চেনা। সার্টিফিকেট নেবার সময় কোন চাপ হয় নি।
  • Arijit | ০১ এপ্রিল ২০১১ ০৯:৫৭ | 115.249.42.177
  • আমি অবিশ্যি একবারই ক্যালকাটা ইউনিতে ঢুকেছি - সেটাও ওদেরই মান্ধাতার আমলের এক নিয়মের বদান্যতায়। আমার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সবেতে মুখার্জী, যদুপুরেও রেজিস্ট্রেশন মুখার্জী, এক বিক্কলেজে (তখন ক্যালকাটা ইউনি) রেজিস্ট্রেশন মুখোপাধ্যায় - তাও ফর্মে আমি মুখার্জীই লিখেছিলুম। তো লোকজন বল্ল ওটা এফিডেভিট করাতে হবে। আমি কলেজ স্ট্রীটে গেলুম - ওরা বল্ল না, না কিস্যু করতে হবে না, আমরা সাট্টিফিকেট দিয়ে দিচ্ছি। একটা অ্যাপ্লিকেশন জমা করতে হল, বল্ল দুদিন পরে যেতে। যেদিন গেলুম সেদিন একটা সাট্টিফিকেট দিয়ে দিলো যে উচ্চমাধ্যমিকের অমুক রোল নং-এর মুখার্জী আর কলকাতা ইউনির তমুক রেজিঃ নং-এর মুখোপাধ্যায় একই লোক। একটুও ঘোরায়নি, ঝোলায়নি।

    আমি ০.০০০০০০০১%?
  • sayan | ০১ এপ্রিল ২০১১ ০৯:২৭ | 98.225.200.39
  • আরে! একবার মিশে গেলে আলাদা করে পেপসি আর বৃদ্ধ সন্যাসীকে চেনা যায় নাকি! তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। শুধু আড়ালে আছেন এবং অবিশ্বাসীদের দেখা দ্যান না ঃ-))
  • Abhyu | ০১ এপ্রিল ২০১১ ০৮:৫১ | 97.81.103.39
  • অক্ষদাকে তো দেখাই যায় না। কী হল কেউ জানো?
  • aka | ০১ এপ্রিল ২০১১ ০৮:৪৯ | 24.42.203.194
  • আর ওদিকে সান্দা পেপসিকে বৃদ্ধ সন্যাসী বলে চালাচ্ছে।
  • aka | ০১ এপ্রিল ২০১১ ০৮:২৮ | 24.42.203.194
  • কাল যদি এই পোকাকে টিপে না মারি তাহলে এই পোড়া মুখ ভাটে দেখাব না। অবশ্য না পারলে কনসালটেন্সি দেবার জন্য তো অক্ষদা রয়েইছে।

    (যাঁরা জানেন না তাঁদের জন্য জানাই, বর্তমানে ইন-হাউস জানলা স্পেশালিস্ট হলেন অক্ষদা) (পিটিআই)
  • Abhyu | ০১ এপ্রিল ২০১১ ০৮:১৫ | 97.81.103.39
  • হায় পোকা, সেআনালী ডানার পোকা, এই পালা বদলের দিনে
    তুমি আর কেঁদেআনাকেআ উড়ে উড়ে আকাদার জানালার পাশে!
    তেআমার কান্নার সুরে জোবস আর লিনাক্ষের চেআখ মনে আসে।
    পৃথিবীর রাঙ্গা রাজকন্যাদের মতেআ সে যে চলে গেছে রূপ নিয়ে দূরে;
    আবার তাহারে কেন ডেকে আনেআ?
    কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালেআবাসে!
  • byaang | ০১ এপ্রিল ২০১১ ০৮:১১ | 122.172.13.123
  • আমারও এখনো কাঁটাকল থেকে সাট্টিফিকেট আনা হয় নি। এমনকি কলেজ থেকেও কলেজ পাসের সাট্টিফিকেট আনা হয় নি। আনা হয় নি বলা ভুল, ইচ্ছে করে নিই নি। নেবও না। ওগুলো ছাড়াই জীবনের এতগুলো বছর কেটে গেল, কোথাও কোনো অসুবিধে হল না, ওগুলো না থাকার জন্যে।
  • sayan | ০১ এপ্রিল ২০১১ ০৬:০৩ | 98.225.200.39
  • একটু ব্যাপ্তি নিয়ে ভাবলে -
    গুপি-গাইন
    সোনো-ডাইন
    রেল-লাইন
    ল্যান্ড-মাইন
    ইন্ডিয়া-শাইন

    ব্যাপ্তি আরেকটু বাড়ালে -
    নিউক্যাসল-আপন-টাইন
  • aka | ০১ এপ্রিল ২০১১ ০৪:৩৪ | 143.215.124.47
  • পাইন, ফাইন, রি-ফাইন সবই চলে/

    কিন্তু হায় পোকা!!!
  • Tim | ০১ এপ্রিল ২০১১ ০৪:১৭ | 198.82.24.214
  • নতুন শব্দ না বানালে আর ক্ষি হলো। য্যামন কিনা- কাইন, খাইন, ঘাইন। তাপ্পরে চাইন, ছাইন, জাইন, ঝাইন ইত্যাদি। শব্দ নিন, কবতে মেলান, ফুটনোট দিন। ব্যস।
  • Du | ০১ এপ্রিল ২০১১ ০২:১৬ | 216.110.92.7
  • সিলেটি চললে ডাইন, পিপির জন্য রাইন, আর ঠাকুমার তাইন ও আছৈন
  • r.h | ০১ এপ্রিল ২০১১ ০১:৪৯ | 198.175.62.19
  • ফাইন।
    হাইন(রিখ) হাইন(এ)(?)

    কি চাপ। একি পদ্য না সরল অঙ্ক?
  • r.h | ০১ এপ্রিল ২০১১ ০১:৪৮ | 198.175.62.19
  • তারমধ্যে কাল ঈশেন্দা একটা পদ্যের হোমটাস্ক দিয়েছিল, কিন্তু ভালো কথা গুলো সব নিজে লিখে দিয়েছে, আমার জন্যে পড়ে আছে আইন, পাইন, বাইন আর গাইন। কিচাইন লিখলে আবার মাত্রার গোলযোগ সামলাতে অনেক ভাবতে হবে।
    চারদিকে দুর্নীতি, এভাবে আর পারা যায়না।

    ও, আরো আছে, নাইন। এটা কিছু কাব্যিক বটে। আমি তখন নবম শ্রেণী- এইসব। কিন্তু বড়ই যাতনাময়।
  • r.h | ০১ এপ্রিল ২০১১ ০১:৪১ | 198.175.62.19
  • না না, ল্যাজ খুব গুরুত্বপূর্ণ বিষয়।
  • achintyarup | ০১ এপ্রিল ২০১১ ০১:১০ | 121.241.214.38
  • ওঃ, ব্যাঙের পোস্তোর ল্যাজের দিকটা মিস করে গিয়েছিলুম
  • r.h | ০১ এপ্রিল ২০১১ ০১:০৪ | 198.175.62.19
  • নিজের কলেজের ছেলেমেয়েদের থেকে পয়সা নেয় না এটা স্বজনপোষন নয়?

    আমার ঠিক উল্টোদিকে একজন হোমরাচোমরা লোক ঘুমিয়ে ঢুলে পড়ে যাচ্ছে। দেখে একটু ভরসা পাচ্ছি।
  • achintyarup | ০১ এপ্রিল ২০১১ ০০:৫৬ | 121.241.214.38
  • সবাই দেখি চুপচাপ হয়ে গেল ঃ-(
  • achintyarup | ০১ এপ্রিল ২০১১ ০০:৪৬ | 121.241.214.38
  • স্বজনপোষণ কৈ?
  • r.h | ০১ এপ্রিল ২০১১ ০০:৩৯ | 198.175.62.19
  • কিরকম স্বজনপোষন। আঃ।
  • achintyarup | ০১ এপ্রিল ২০১১ ০০:৩৯ | 121.241.214.38
  • কিন্তু আমার এখনো কাঁটাকল থেকে সার্টিফিকেট আন হয়ে ওঠেনি। মাত্তর ১৭ বছর আগেকার ব্যাপার, এখন চাইলে কি আর দেবে?

    বম্ম, তোমার সমস্যার ডিটেল দিয়া আমারে একখান মেল করবা? অচিন্ত্যরূপ অ্যাট জিমেল

    জন্মদিনে অনেক শুভেচ্ছা, কেসি
  • byaang | ৩১ মার্চ ২০১১ ২৩:৫৩ | 122.172.27.136
  • কলেজ স্ট্রিট ক্যাম্পাসে আবার কিছু স্টাফ ছিলেন, তাঁরা আরো মহাপুরুষ লোক। রেজাল্ট বেরোনোর দুই-তিন দিন আগে অত্যধিক টেনশন খাওয়া পাব্লিকদের জানিয়ে দিতেন, তারা পাস করেছে না ব্যাক খেয়েছে, অবিশ্যি পয়সার বিনিময়ে জানাতেন। আমাদের বছরে পার স্টুডেন্ট (রেজাল্ট জানতে ) খরচা পরত তিরিশ টাকা। তো আমাদের কলেজের এক সিনিয়র দাদা আবার আমাদের খোঁজ দিলো আমাদের কলেজেরই আরেক এক্স স্টুডেন্ট ঐ রেজল্ট জেনে দেয়, তবে নিজের কলেজের ছেলেমেয়েদের থেকে পয়সা নেয় না।
  • byaang | ৩১ মার্চ ২০১১ ২৩:৪৭ | 122.172.27.136
  • আমার কাছে পয়সা চেয়েছিলো, আর অম্নি আমার মাথায় রক্ত উঠে গেছে, রেগেমেগে বলে দিয়েছিলাম ""একে তো কোনো কাজ না করে সারাদিন বসে গুলতানি করার জন্য মাইনে নেন, তার উপর আবার আমাদের থেকে পয়সা চাইছেন! পার্টিকে যত্তো টাকা ঘুষ খাইয়ে এই চাকরি পেয়েছেন, সেই টাকাগুলো আমাদের থেকে তুলছেন বুঝি''
  • san | ৩১ মার্চ ২০১১ ২৩:৪৫ | 14.99.94.42
  • হ্যাঁ, কাঁটাকলের আমিও নিন্দে করতে পারবোনা। সার্টিফিকেট নিতে গেলাম ছবছর পরে ,তাও দোকান পাল্টানোর জন্য দরকারে, ঠিক পাঁচমিনিট সময় নিয়ে সেটা বার করে দিল । একবার শুধু মাইল্ডলি বলল, এত দেরি যে কেন করো নিতে !

    আর উল্টোদিকে কলেজ স্ট্রিট ক্যাম্পাসের কর্মচারীদের কাহিনী নিয়ে বই লেখা যায় ঃ-(
  • byaang | ৩১ মার্চ ২০১১ ২৩:৪৩ | 122.172.27.136
  • এই কলেজ স্ট্রিটের ক্যাম্পাসের লোকগুলো অ্যামন ছ্যাঁচড়া, ছেলেমেয়েরা খাতা রিভিউয়ের অ্যাপ্লিকেশন জমা দিতে গেলে থ্রেট মারত চা খাওয়ার পয়সা না দিলে অ্যাপ্লিকেশন চেপে দেবে বলে।
  • byaang | ৩১ মার্চ ২০১১ ২৩:৪১ | 122.172.27.136
  • সিঁথির মোড়ের কাছে কাঁটাকল। কাঁটাকলের লোকগুলো আবার ভারি যত্নবান ছিল। আমি বোধ হয় পৃথিবীর বিরলতম ছাত্রদের একজন, যে কলেজ পাশ করে যাওয়ার পরেও, বাড়িতে চিঠি গেছিলো মাস্টার্সের ক্লাসে অত্যধিক অনুপস্থিতির কারণে।
  • M | ৩১ মার্চ ২০১১ ২৩:৩৯ | 59.93.201.170
  • ওক্কে গুন্নাইট, আর কাফকা ঠিক না লাগলে ডাগতার কে রগড়াতে হবে।
  • M | ৩১ মার্চ ২০১১ ২৩:৩৮ | 59.93.201.170
  • ওরে, এই বয়সে আবার কেরিয়ার কি হে? থ্যাঙ্কু!
  • kumudini | ৩১ মার্চ ২০১১ ২৩:৩৬ | 122.162.233.235
  • এই রগড়ানোর প্রোগ্রামটা কখন হচ্চে?
  • kk | ৩১ মার্চ ২০১১ ২৩:৩৫ | 71.236.36.122
  • বড়ম, তুমি যদি অনলাইন ডিগ্রীতে আগ্রহী থাকো তো http://www.indiaedu.com/online-education/ এখানে দেখতে পারো। কেরিয়ারের জন্য করতে চাইলে কি রকম প্রসপেক্ট ঠিক জানিনা, কিন্তু নিজের ইন্টারেস্টের জন্য পড়তে চাইলে এই প্রোগ্রাম গুলো যথেষ্ট ভালো কাজ দেয়। আমি এদেশে পড়েছি, খুব ভালো।
  • san | ৩১ মার্চ ২০১১ ২৩:৩৫ | 14.99.94.42
  • না কাঁটাকল নামক স্টপেজে সিইউএর একটি ক্যাম্পাস রয়েছে ঃ-)
  • r.h | ৩১ মার্চ ২০১১ ২৩:৩৫ | 198.175.62.19
  • কাঁটাকল শুনেই আমার ছবি পাচ্ছে। কিন্তু এখন ছবি আঁকলে সাক্ষাৎ পীড়ও আমার চাকরী বাঁচাতে আসবেননা।
    বাড়াবাড়ি ভালো, অধিক বাড়াবাড়ি ভালো নয় ঃ পীড় বলেছেন।
  • byaang | ৩১ মার্চ ২০১১ ২৩:৩৪ | 122.172.27.136
  • অর্থনীতির মাস্টার হতে গেলে কাঁটাকলে যেতে হয়।
  • r.h | ৩১ মার্চ ২০১১ ২৩:৩২ | 198.175.62.19
  • কাঁটাকল কি? বিশ্ববিদ্যালয়ের নির্যাতন কক্ষ?
  • M | ৩১ মার্চ ২০১১ ২৩:৩০ | 59.93.201.170
  • আমি আরেকবার যাবো, ব্যাঙ এলে রগরাতে।:P
  • san | ৩১ মার্চ ২০১১ ২৩:৩০ | 14.99.94.42
  • অন্য ইউনির কথা আমি জানিনা, তবে সিইউতে যেকোনো কাজে গেলে অফিসের লোকজনের ব্যবহারে সিরিয়াসলি মাথা থেকে পা জ্বলে যায়। কাঁটাকলে যদিও অনেক ঠিকঠাক কিন্তু কলেজস্ট্রিট ! উফ্‌ফ্‌ফ্‌ফ।
  • r.h | ৩১ মার্চ ২০১১ ২৩:২৯ | 198.175.62.19
  • আমিও দুবছরের পাশ। তখন মাথায় আসেনি, ভগমানকে বল্লে হয়তো কিছু একটা হিল্লে হতো। নানান ব্যাস্ততা থাকতো কিনা তখন, এখনকার মত অবসর তো ছিলাম না।
    তো যাগ্গে, আমি ক্ষমাশীল, ইউনিতে তোমরাই যাও, আমি যাবোনা।
  • I | ৩১ মার্চ ২০১১ ২৩:২৮ | 219.64.145.132
  • কেসি,
    হ্যাপি বাড্ডে।
  • byaang | ৩১ মার্চ ২০১১ ২৩:২৪ | 122.172.27.136
  • বম্মা, তুমি কটা মাস অপেক্ষা কর তো। আমি কোলকাতায় এলে আমি আর তুমি মিলে আরেকবার ক্যালকাটা ইউনিভার্সিটিতে যাব, তারপর লোকগুলোর ঘাড় ধরে ফুটপাথে যদি না মুখ রগড়ে দিয়েছি!
  • kumu | ৩১ মার্চ ২০১১ ২৩:২৩ | 122.162.233.235
  • বড়ম,ইউনির clerical staffদের কথাবাত্তা অনেক সময়ই এরকম।তাতে ঘাবড়ানোর কিছু নেই।
    বিভিন্ন ইউনির ওয়েবসাইট খুলে দেখো কোথায় পছন্দ ও কোয়ালিফিকেশন অনুযায়ী কোর্স পাও।
  • byaang | ৩১ মার্চ ২০১১ ২৩:২৩ | 122.172.27.136
  • এক বছরের আবার কী কোর্স ছিল? জনে শুনি নি তো? শুধু আমার পার্ট ওয়ানের রেজাল্টের আগে আকুল হয়ে প্রার্থনা করেছিলাম ""হে ভগবান, সম্ভব হলে পাস পেপারগুলোয় ব্যাক খাইয়ে দিও, কিন্তু তবু অনার্সটা কেটে দিয়ে দুবছরের পাস গ্র্যাজুয়েট করে দিও না''। তা সেযাত্রা ভগবান ক্ষমাঘেন্না করে অনার্সে কোয়ালিফায়িং নম্বর দিয়ে পাস পেপারগুলোতেও পাস করিয়ে দিয়েছিলেন।
  • M | ৩১ মার্চ ২০১১ ২৩:২২ | 59.93.201.170
  • হ্যাঁ মনে হয় না, আর এটা যে কি দুঃখের, এই সোমবার ছোটমাসীর বাড়ী গেসলাম, বৈঁচিগ্রাম, ছোটমাসীর ছেলেটা ঋভুর থেকে বছর তিনেকের বড় হবে।তো রিক্সায় তিনজন হবে না, আর দুটো রিক্সাও মিলছেনা, এদিকে ঋভুটা সাইকেলের সামনে বসতে জানেনা,আমি বললাম, গাবু আমায় নিয়ে চালাতে পারবি? পিছন থেকে আমার আরেক বোন, সে আবার ছোটমাসীর ভাসুরের ছেলের বউ, আমার থেকে নয় বছরের ছোট , বললো গাবু নিয়ে যা, ফিরে আসলে শুনবো রাস্তায় কি কি শুনলি।ছোটমাসীও চেঁচাচ্ছে, তুই ও যেমন মায়ের বয়সী দিদি,ওদিক থেকে গাবু বলছে না, মার থেকে একটু ছোট, এইসব করে আমরা বেরিয়ে পড়লাম, রাস্তায় কয়েকটা গাবুর বন্ধু বোধায় দেখা গেলো, তারা বেবি টেবি করে কী এক গান গেয়ে উঠলো। আমি ও বললাম, গাবু স্টার্ট হলো রে, বেচারী লজ্জায় নত হয়ে বললো , ওটা শাকিরার গান।
  • kumudini | ৩১ মার্চ ২০১১ ২৩:১৫ | 122.162.233.235
  • কেসি,ঐ লোকটা মানে কী?সুবিনয় রায়?
    আপনি তো সাংঘাতিক লোক মশাই।আর আপনাকে আমি কিনা লিং দিলাম!!
  • san | ৩১ মার্চ ২০১১ ২৩:১৫ | 14.99.94.42
  • এখন বোধ হয় পাস কোর্স ও তিনবছরের হয়ে গেছে।
  • M | ৩১ মার্চ ২০১১ ২৩:১৪ | 59.93.201.170
  • আর বলোনা, সেজন্য নাকি একবছরের কি এক কোর্স রেখেছিলো, সেটাও উঠে গেছে।তবে সত্যি চাট্টি ঝেড়ে আসার ইচ্ছে ছিলো, কিন্তু কচি কচি ছেলেমেয়েগুলোর সামনে এমন লজ্জায় ফেলে দিলো যে পালিয়ে বাঁচলাম।
  • kc | ৩১ মার্চ ২০১১ ২৩:১৩ | 89.203.49.18
  • যাচ্চলে বম্মা এত পুরনো লোক নাকি? ফোটু দেখেতো মনে হয়না। লিচ্চয়ই বক্কা দিল ওটা।

    স্যান, ঃ-))
  • hu | ৩১ মার্চ ২০১১ ২৩:১২ | 12.34.246.72
  • কেসিদা, জন্মদিনের শুভেচ্ছা ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত