এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • saikat | ০৩ এপ্রিল ২০১১ ০০:১৭ | 180.215.21.250
  • কালকে espn-এ রাত্রে দাদাকে নিয়ে ডকু আছে - the warrior prince
  • aka | ০৩ এপ্রিল ২০১১ ০০:১৪ | 24.42.203.194
  • হুররে হুররে। আজ মুড়িঘন্ট রানধছি, রাতে বাইরে খাওয়া, আরও রাতে আবাপ পড়তে পড়তে স্কচ।
  • dri | ০৩ এপ্রিল ২০১১ ০০:১৪ | 117.194.234.203
  • টোটোতে এপর্য্যন্ত কারা জিতেছে? একবার ইন্ডিয়া, একবার পাকিস্তান। আর কেউ? অনি্‌য়্‌দকে রিসেন্টলি অস্ট্রেলিয়া ছাড়া কাপ জিতল তো এই ইন্ডিয়া। অনেক দিন বাদে অস্ট্রেলিয়া হটল।
  • saikat | ০৩ এপ্রিল ২০১১ ০০:১২ | 180.215.21.250
  • তাই তো মনে হয়।
  • dri | ০৩ এপ্রিল ২০১১ ০০:১২ | 117.194.234.203
  • এনিওয়ে, হিপ হিপ হুররে।
  • madhyapadalopee karmadhaaray | ০৩ এপ্রিল ২০১১ ০০:১১ | 58.137.132.4
  • ধোনি কি একমাত্র ক্যাপ্টেন যে দুটো ফর্ম্যাটের বিশ্বকাপ জিতল?
  • dri | ০৩ এপ্রিল ২০১১ ০০:০৯ | 117.194.234.203
  • তবে দেখতে দেখতে ভাজ্জি, জাহির, সহবাগেরও বয়স হয়ে গেল। নেক্সট জেনারেশান গ্রুম করার টাইম এসে গেছে। টেন্ডুলকার তো এক্সটেনশানে চালাচ্ছে।
  • madhyapadalopee karmadhaaray | ০৩ এপ্রিল ২০১১ ০০:০৭ | 58.137.132.4
  • বাকিদের পাশে তো বিগতস্পৃহই লাগছিল। বিশেষ করে ইন্টারভিউর সময়ে।
  • dri | ০৩ এপ্রিল ২০১১ ০০:০৫ | 117.194.234.203
  • না না ধোনি বিগতস্পৃহ কেন হবে। বিরাট বিরাট দাঁত বার করেছিল।
  • dri | ০৩ এপ্রিল ২০১১ ০০:০৪ | 117.194.234.203
  • ইরফান এখন কেমন বোলিং করে? আসলে অনেক দিন আউট অফ টাচ।
  • madhyapadalopee karmadhaaray | ০৩ এপ্রিল ২০১১ ০০:০৩ | 58.137.132.4
  • ধোনি তো প্রায় দুঃখেসু নিরুদ্বিগ্নমনা সুখেসু বিগতস্পৃহঃ।
  • dri | ০৩ এপ্রিল ২০১১ ০০:০৩ | 117.194.234.203
  • ও রাইট, দাদা পার্থিবকে ব্যাক করত। ধোনিকে বোধ হয় গ্রেগ চ্যাপেল ব্যাক করেছিল।
  • a | ০৩ এপ্রিল ২০১১ ০০:০২ | 208.240.243.170
  • তবে এইটুকু বলা যায় ধোনিকে টিমে ঢোকানো সম্বরনের সাফল্য ছিল
  • a | ০৩ এপ্রিল ২০১১ ০০:০০ | 208.240.243.170
  • ধোনি সৌরভের হ্যন্ড পিকড নয়, দাদা পার্থিব আর দীপকে খেলিয়েছে। তারপর তো রাহুলকে দিয়ে কিপিং করালো শেষ দিকে।

    ধোনি কিন্তু প্রচুর লড়াই করে উঠেছে। ও যেবার ইন্ডিয়া খেলে সেবার পূর্বান্‌চলের হয়ে দলীপ ট্রফিতে ভালো রান ছিল আর রনি্‌জতেও।

    ওদিকে ভাজ্জি, যুবি, জাহির, শেওয়াগ এরা হল দাদার পেট প্লেয়ার।

    ইরফান পাঠানকে গুরু গ্রেগ শেষ করে দিল, নইলে ওর ভালো পোটেনশিয়াল ছিল
  • siki | ০২ এপ্রিল ২০১১ ২৩:৫৮ | 122.162.75.222
  • ধোনি ঝাড়খণ্ড রত্ন পাচ্ছে।

    এখানে মোবাইল নেটোয়ার্ক জ্যাম। এসেমেস বা কল যাচ্ছে না।
  • dri | ০২ এপ্রিল ২০১১ ২৩:৫৭ | 117.194.234.203
  • আমার মনে হয় ওয়ান ডেটা ছেড়ে দিলে পারে। টেস্ট খেলুক।
  • sayan | ০২ এপ্রিল ২০১১ ২৩:৫৫ | 98.225.200.39
  • তেন্ডলির ডিসিশন জানা গেছে কিছু?
    এখন মনে হচ্ছে কন্টিনিউ করলেও পারে। আরো খেলা বাকি আছে ওই যন্ত্রের মধ্যে।
  • aka | ০২ এপ্রিল ২০১১ ২৩:৫৫ | 24.42.203.194
  • না না দাদার একটা উইকেটকিপার ছিল কি যেন নাম। তখন খুব ছোট্ট ছিল।
  • dri | ০২ এপ্রিল ২০১১ ২৩:৪৭ | 117.194.234.203
  • ইন ফ্যাক্ট যখন উঠতি তখন মনে হয়েছিল ইরফান পাঠান জাহিরের থেকে বেটার হবে। আমার অন্তত হয়েছিল। কিন্তু দাদা সবসময় বলত জাহির বেটার। জাহির খারাপ খেললেও একথা বলত। আজ বোঝা যায় দাদার কতটা ফোরসাইট ছিল।

    দাদা খুব ভালো প্লেয়ার চেনে। ওকে টীম সিলেকশান কমিটিতে ঢোকালে ইন্ডিয়ার আখেরে লাভ হবে।
  • d | ০২ এপ্রিল ২০১১ ২৩:৪৬ | 14.96.126.72
  • আমাদের ক্যাম্পাসে হুলিয়ে দোল খেলা হচ্ছে।
    কিন্তু এখন কেউ মশাল নিয়ে বেরোয় না কেন? ৮৩ তে কি সুন্দর সবাই মশাল নিয়ে বেরিয়েছিলাম।
  • dri | ০২ এপ্রিল ২০১১ ২৩:৪৪ | 117.194.234.203
  • আর প্লেয়ার্স লাইক জাহির, ধোনি এরা তো হ্যান্ড পিক্‌ড বায় দাদা। এদের সৌরভ সবসময় খুব প্রশ্রয়ের ব্যাকিং দিয়েছে।
  • siki | ০২ এপ্রিল ২০১১ ২৩:৪৪ | 122.162.75.222
  • শ্রাবণী, এখনো ভাবছো? আমি নিচ থেকে আধঘণ্টা ঘুরে এলাম। তুলকালাম চলছে, সব গাড়ি নিয়ে বেরোচ্ছে রাস্তায়। সোসাইটির মধ্যেই একদম ছেলেমেয়ে পতাকা ড্রাম ভুভুজেলা নিয়ে ক্রমাগত সোসাইটি পরিক্রমা করে যাচ্ছে।

    পিপি, কে জানে পুনম কোথায় ঃ(
  • Tim | ০২ এপ্রিল ২০১১ ২৩:৪৩ | 173.163.204.9
  • achintyarup | ০২ এপ্রিল ২০১১ ২৩:৪৩ | 121.241.214.38
  • সারা মুখে আবীর। কাজকম্ম ফেলে রেখে অফিসের বাইরে খানিক লাফিয়ে ঝাঁপিয়ে এলাম ঃ-)))
  • sayan | ০২ এপ্রিল ২০১১ ২৩:৪১ | 98.225.200.39
  • দ্রি, একদম। দাদার তৈরী টীম। দাদার অ্যাগ্রেশনের রেজাল্ট্যান্ট আজকের এই টীম। ভুললে চলবে না।
  • dri | ০২ এপ্রিল ২০১১ ২৩:৪০ | 117.194.234.203
  • ইন ফ্যাক্ট তার আগের ম্যাচে (অ্যাডিলেডে?) হারার আগে একটা হার-না-মানা ৮২। ডিফাইনিং মোমেন্ট ইন ইন্ডিয়ান ক্রিকেট।
  • shrabani | ০২ এপ্রিল ২০১১ ২৩:৪০ | 59.94.103.199
  • প্রচুর বাজি নীচে, আওয়াজ আর আলোয় দিওয়ালী!!নীচে যাব কিনা ভাবছি।ঃ))))))
  • pipi | ০২ এপ্রিল ২০১১ ২৩:৪০ | 76.9.104.178
  • ঐ য্‌যাহ! কি নিয়ে ভাবতে ভাবতে পুনম পাণ্ডে প্রিয়া কপূর হয়ে গেছে। ছরি ছরি! বিগ মিসটেক। তো, ম্যাডাম পাণ্ডের কিছু খবর অছে, সিকি?
  • sayan | ০২ এপ্রিল ২০১১ ২৩:৩৯ | 98.225.200.39
  • কমরেড অপ্পন জেগে আছেন? আমি পুনম কে কোদ্দিয়ে আনবো? দ্যাট টূ ফর ইউ!
    ভাজ্জি ইজ দ্য ওয়ান। ওনারে জিগান। হি গট দ্য গার্ল! ;-))
  • Jay | ০২ এপ্রিল ২০১১ ২৩:৩৯ | 90.209.32.158
  • সাংগার টস নিয়ে নোংরামি এখন সবাই ভুলে যাবে। ফাইনালে দুবার টস।
  • dri | ০২ এপ্রিল ২০১১ ২৩:৩৮ | 117.194.234.203
  • সেই অস্ট্রেলিয়াকে ব্রিসবেনে(?) হারানো।
  • sayan | ০২ এপ্রিল ২০১১ ২৩:৩৫ | 98.225.200.39
  • যেদিন ভারতীয় ক্রিকেটে দাদা অ্যাগ্রেশন নিয়ে এসেছিল, সেদিন থেকে আজকের বিশ্বকাপ জয়, একটা কমপ্লীট সার্কল তৈরী হল।
  • siki | ০২ এপ্রিল ২০১১ ২৩:৩৫ | 122.162.75.222
  • প্রিয়া কাপুর কোদ্দিয়ে এল? আমি তো পুনম পান্ডের জন্য বসে আছি !
  • sayan | ০২ এপ্রিল ২০১১ ২৩:৩৩ | 98.225.200.39
  • এক কোটি পার হেড!
    প্রাইজ মানি শুরু হল। এবার শুরু হবে হকি আর ফুটবলের ঠোঁট ফোলানো ঃ-)
  • dri | ০২ এপ্রিল ২০১১ ২৩:৩২ | 117.194.234.203
  • ঐ হাতে উঠে গেছে কোপা মুন্দিয়াল।
  • pipi | ০২ এপ্রিল ২০১১ ২৩:৩১ | 76.9.104.178
  • কেউ কি জানো আইসিসি প্রিয়া কপূরকে ইণ্ডীয়ান টিমের ড্রেসিংরুমে জন্মদিনের পোশাকে নাচার অনুমতি দিয়েছে কিনা?
    তিনি তো বলেছিলেন না দিলে স্টেডিয়ামেই নাচবেন কাপড় খুলে। সেসবের কি হল??
  • sayan | ০২ এপ্রিল ২০১১ ২৩:৩০ | 98.225.200.39
  • ধোনি হ্যাভক দিলো! ঃ-)
  • dri | ০২ এপ্রিল ২০১১ ২৩:২৪ | 117.194.234.203
  • হ্যাঁ কপিলদেবের শ্যাম্পেনের বোতল খোলা তো একেবারে কোদাক মোমেন্তো।
  • dri | ০২ এপ্রিল ২০১১ ২৩:২৩ | 117.194.234.203
  • সাঙ্গাক্কারা তো পুরো ইন্ডিয়ান ক্রাউডকে গ্যাস খাইয়ে দিল।
  • mita | ০২ এপ্রিল ২০১১ ২৩:২২ | 173.73.20.133
  • INDIA WON!
    YIPPEE!!!
  • Lama | ০২ এপ্রিল ২০১১ ২৩:২০ | 117.194.230.209
  • অনেক বছর আগে দেখা একটা ছিপিখোলা শ্যাম্পেনের বোতল মনে পড়ছে। আর সুনীল ওয়ালসনের (কাগজে লিখত "ভালসন') নাচ
  • r.h | ০২ এপ্রিল ২০১১ ২৩:১৭ | 67.96.80.214
  • অঃ। ভোর হয়ে গেছে? খেলা শেষ?
    কি কান্ড।
  • aka | ০২ এপ্রিল ২০১১ ২৩:১৪ | 24.42.203.194
  • আজকে ধোনির ইনিংসটা অনেকদিন মনে থাকবে। ধোনির স্টাইল আমার কোনদিনই ভালো লাগে না। কিন্তু কি টেম্পারামেন্ট, কি কনফিডেন্স। রাজসিক।
  • Jay | ০২ এপ্রিল ২০১১ ২৩:১৩ | 90.209.32.158
  • কনগ্র্যাঃ ভারতবাসী। বড্ড গব্ব হচ্চে। আমার মেয়েটা বুঝছে ড্যাডি কেন ড্যাডী কেন পাগল হয়ে গ্যাচে। পাকিস্তানি দোকান থেকে মিস্টি কিঅনতে যাচ্ছি। গ্যারি কার্স্টেন কি লিগাসি ছেড়ে যাচ্চে। টুপী খুলে সেলাম।
  • kumudini | ০২ এপ্রিল ২০১১ ২৩:১৩ | 122.162.173.105
  • কখোন থেকে একভাবে বসে রইচি টিমের জন্য-এইটাও কেউ লিকে রাকুক।
    গুরুকে থাঙ্কু,বেশ সকলে একসাথে খেলা দেখার অনুভূতি হল-খুব ভাল লাগল।
  • dri | ০২ এপ্রিল ২০১১ ২৩:১৩ | 117.194.234.203
  • হ্যাঁ, আসলে অনেকগুলো ভালো প্লেয়ার একসাথে বেরিয়ে গেলে টীমকে আবার নতুন করে স্টার্ট করতে হয়। একটু সময় লাগে।

    এই যে মুরলী চলে যাবে, একটা ধাক্কা শ্রীলঙ্কা তো খাবেই। ম্যাগ্রাথ, ওয়ার্ন, গিলক্রিস্ট, হেডেন যখন একসাথে বেরিয়ে গেল অস্ট্রেলিয়াও ধাক্কা খেয়েছিল। আবার শচীন ছেড়ে দিলে ইন্ডিয়াও কিছুটা খাবে। এই গ্যাপগুলো ফিল করতে টাইম লাগে।
  • a | ০২ এপ্রিল ২০১১ ২৩:১১ | 208.240.243.170
  • সিধে কতা, চেন্নাই আর কলকাতার দুই ক্যাপ্টেনকে ভালো খেলতেই হত, নাহলে ওদের খেলা দেখতে ৮ তারিখ কেউ আসত না ঃ)
  • r.h | ০২ এপ্রিল ২০১১ ২৩:১১ | 67.96.80.214
  • অ্যাঁ? কেউ ডাকলো নাকি?
  • dri | ০২ এপ্রিল ২০১১ ২৩:১০ | 117.194.234.203
  • তবে এবারে এক্সপেক্টেশানের চাপ নিয়ে জিতেছে। তিরাশিতে একদম আনেক্সপেক্টেড জিতেছিল। মনে আছে ড্রেসিং রুমে সুনীল ওয়ালসনের নাচ।
  • aka | ০২ এপ্রিল ২০১১ ২৩:১০ | 24.42.203.194
  • না না সেসব নয়। দাদার এই টেম্পারামেন্ট ছিল না।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত