কোল্কেতারটা কন্টিন্যুড লেকা আচে কিন্তু তালা চাবি দেয়া। চাবিটা কী?
nyara | ০৮ এপ্রিল ২০১১ ১২:০৮ | 203.110.238.16
প্রান্তিক মুলতঃ স্ট্রীট ফোটোগ্রাফি করে। আমার খুব ভাল লাগে।
আমার আর এক পরিচিতর সবে হায়দ্রাবাদে একটা ছবির এক্সিবিশন হয়ে গেল। সম্পূর্ণ নতুন জঁরার ছবি। ম্যাক্রো ফোটোগ্রাফি। গাছের গায়ে, ছালের ওপরে হিউমান ফর্ম খুঁজে তার ছবি তোলে।
dd | ০৮ এপ্রিল ২০১১ ১১:৫০ | 124.247.203.12
প্রান্তিকের ছবি গুলো দেখলাম। যাস্ট আট নটা ছবি? না কি আমি বাকী গুলান খুঁজে পেলাম না। তাইলে ছি ফোঁ, তোমার নিচ্চয়ই এনরী কার্টিএর ব্রেসোঁ ও ভাল্লাগে, না?
হেনরী বাবুর শ তিনেক ছবির একটা একজিবিশন হয়েছিলো বিড়লা একাদেমীতে, বছর ত্রিশ পঁয়ত্রিশ আগে।
আর অজ্জিতকে কই, ফেসবুক আমার কাছে এক দুর্ভেদ্য গোলোকধাঁধা, কিছুই বুঝতে পারি না।
Arijit | ০৮ এপ্রিল ২০১১ ১১:৩৮ | 115.249.42.177
NAP-এর কথা কলেজে পড়ার সময় জানলে তখনই ভর্তি হয়ে যেতুম - কিন্তু তখন এসএলআরও ছিলো না, কেনার পয়সাও ছিলো না - হয়তো কনসেপ্টটা দাঁড়িয়ে যেত।
Arijit | ০৮ এপ্রিল ২০১১ ১১:৩৭ | 115.249.42.177
ফেসবুকে আমার একটা "লাইক' করা অ্যালবাম আছে - স্বর্ণেন্দু ঘোষ বলে একজনের। এর ছবির লিংক আগে ব্ল্যাংকি দিয়েছিলো, তবে NAP-এর ওই সাইটটা মনে হয় আর নেই - আমি পাইনি। এর কাজগুলো দেখো।
Arijit | ০৮ এপ্রিল ২০১১ ১১:৩৫ | 115.249.42.177
ডিডিদা - তিনটে ক্রপ করা আছে, সেগুলোর অরিজিনালও আছে। বাকিগুলো যেমন (লিভিং রুট ব্রীজের ছবিটা) আনটাচ্ড (বর্ডার দেওয়া ছাড়া)।
আর আপনার কোশ্চেনের উত্তর হল এই প্রেফারেন্সটা এক এক জনের এক এক রকম। আমি সাধারণতঃ ল্যাণ্ডস্কেপ আর ম্যাক্রো পছন্দ করি। বুনানের ছবিতে লোকও থাকে - যেমন হস্তশিল্পমেলা বা কুমারটুলির ছবিগুলো। লোক থাকলে আমার গুলিয়ে যায় - আর সেটা কম্পোজিশনের ব্যাপার।
sinfaut | ০৮ এপ্রিল ২০১১ ১১:৩৫ | 203.91.201.57
আর, আসলে আমার কম্পোজিশন বেশি ভালো লাগে।
sinfaut | ০৮ এপ্রিল ২০১১ ১১:৩৪ | 203.91.201.57
আমার এখন প্রান্তিক মজুমদারের ছবি পাগলের মত ভালো লাগে। অনেকদিন আগে ন্যাড়াদা বোধহয় এনার লিঙ্ক দিয়েছিল। এখন ফেসবুকে খুব দেখি এনার ছবি।
আরে, চাষবাষের পর অজ্জিতের ফটুকগুলান তো ফাটাফাটি দেখাচ্ছে। মনেই হয় না, ফটো।
একেবারে পিচকার পোস্টকার্ডের মতম লাগছে। তাজ্জব।
আরেট্টা কথা, আপনেরা মানুষজনের ছবি বা শহরের ছবি এতো কম তোলো ক্যানো ?
Arya | ০৮ এপ্রিল ২০১১ ১১:২৭ | 125.16.82.195
হু, টিসিএস আর উইপ্রোর একটা ট্রাস্টে থাকে, ডাইরেক্ট সরকারের ঘরে নয়। আমিও উইথড্র করেছিলুম, উইপ্রো ছাড়ার সময়, ৪ মাস লেগেছিল। কোন ঝামেলা হয়নি। একাউন্টে ডাইরেক্ট ক্রেডিট হয়ে গেছিল।
Bratin | ০৮ এপ্রিল ২০১১ ১১:১৭ | 122.248.183.1
ট্রানস্ফার করো। আমি ও করেছিলম। মাস দুয়েকে র মধ্যে ( যদি না আরো কম হয়) আমার অ্যাকাঊন্টে চলে এসেছিল।
siki | ০৮ এপ্রিল ২০১১ ১১:১৩ | 122.162.75.218
না, একই জায়গায় থাকে। EPFO।
dukhe | ০৮ এপ্রিল ২০১১ ১১:১২ | 122.160.114.85
টিসিএসের পিএফ তো কী একটা আলাদা ট্রাস্টে থাকে, সরকারের ঘরে নয় বোধহয় ।
Arijit | ০৮ এপ্রিল ২০১১ ১১:০৬ | 115.249.42.177
আমি অবশ্য বহু বছর আগে উইথড্র করেছি - এখন নিয়ম পাল্টেছে কিনা জানি না। টিসিএস ছাড়লাম যখন তখন একটা ফর্মে অপশন দিয়েছিলো ট্রান্সফার বা উইথড্র। যেহেতু আমি দেশ ছাড়লুম সেই সময় তাই উইথড্র টিক্ দিলাম। ফর্মেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর টম্বর দিতে হত। নিজে নিজেই বাড়িতে চেক এসে গেছিলো, যদ্দুর মনে হচ্ছে মাস তিনেকের মধ্যেই।
san | ০৮ এপ্রিল ২০১১ ১১:০৩ | 14.96.121.59
সুদীপ্ত, সায়ন্দা, পিনাকীদা, বিবি - ধন্যবাদ। ট্রান্সফারের গল্প নেই, উইথড্র ই করতে হবে এমনিতেই। আমার সমস্যা হচ্ছিল এখনি সেটা করা সম্ভব কিনা, টানা পাঁচবছর সার্ভিস না হলে নাকি উইথড্র করাই যায়না বলে শুনেছিলাম। আপনাদের পোস্ট পড়ে মনে হচ্ছে সেটা বোধ হয় তাহলে বাইন্ডিং কন্ডিশন না।
মেইলের তো কোন দোকান রিপ্লাই দেয়না, এবারে সশরীরে গিয়ে চেষ্টা করতে হবে মনে হয়।
siki | ০৮ এপ্রিল ২০১১ ১১:০১ | 122.162.75.218
স্যান, আমি সদ্য সদ্য পিএফ উইথড্র করলাম। গেল বছরের জুলাই মাসের উনতিরিশ তারিখে আইবিএম থেকে পিএফ আপিসে সব ডকু ভেজে দিল। মাঝে বিস্তর ফলোআপ করার চেষ্টা করেও কোনও লাভ হয় নি, আইবিএমও হাত ঝেড়ে দিল, আমাদের কিছু করার নেই ... বলে, পিএফ আপিসে কেউ ফোনই তোলে না।
তারপরে ভাগ্যিস চেন্নাই গেছিলাম, সেখান থেকে লুরু গিয়ে অর্পণের সঙ্গে সেই আপিসে গিয়ে জানলাম আপিস শিফট হয়ে গেছে পাশের বাড়িতে, কিন্তু আপিসের ফোন্নং পাল্টায় নি সাইটে। আর হ্যাঁ, পিএফ আপিস শনি রবি বন্ধ থাকে।
পরে আরও ফলোআপ করার পর, অর্পণ রীতিমত ছুটি নিয়ে উইকডে-তে গেছিল আমার জন্য, এই ফেব্রুয়ারি মাসে আমি চেকে পুরো টাকাটা পেলাম। মানে আমার অ্যাকাউন্টেই ডিরেক্ট ক্রেডিট হয়ে গেছিল। ৭ মাস টোটাল।
kc | ০৮ এপ্রিল ২০১১ ১০:৫২ | 89.203.49.18
আইফোনওয়ালা গাইয়ে বাজিয়েদের জন্য দারুণ খবর, ট্রাই করুন iTablaPro। কী নাই সফটওয়্যারটায়? তবলা (৩০টা তাল), তানপুরা, সুরপেটি, স্বরমন্ডল, মন্দিরা। কোনও কথা হবেনা। পুরো বস জিনিস। দামও বেশ কমই।
Arijit | ০৮ এপ্রিল ২০১১ ১০:৩৭ | 115.249.42.177
অচিন্ত্য - হ্যাঁ করলাম অল্প কিছু - পোর্টফোলিও টাইপের। কিন্তু ন্যাট জিও-র আপলোডিং মেথডটা পছন্দ হল না। একটা একটা করে আপলোড করতে হয়, ব্যাচে নাম/ক্যাপশন এডিট করতে দেয় না, আর রি-অ্যারেঞ্জ করতে দেয় না। ভালো যেটা সেটা হল অনেক প্রো লোকজন কমেন্ট করে।
এর মধ্যে দু তিনটে অরিজিনাল এবং সেই অরিজিনালকে ক্রপ করে রাখা আছে। আমি সদ্যই একটা ফোটোগ্রাফি ক্লাবে ঢুকেছি - বই পড়া বিদ্যেটাকে একটু ভালো করে রপ্ত করার জন্যে। উদ্দেশ্য হল কম্পোজিশনের কনসেপ্টটা ভালো করা আর ম্যাক্রো এবং ইন্ডোর ফোটোগ্রাফিটা ভালো করে শেখা। ওখানে সকলের ছবি দেখে একটা ডিসকাশন মত হয়, কয়েকজন প্রো ফোটোগ্রাফার আছে, যাদের থেকে বেশ কিছু সাহায্য পাওয়া যায়। এই ক্রপ-এর আইডিয়াটা ওখানেই পাওয়া - এবং সত্যিই আসল ছবি আর ক্রপের মধ্যে বেশ তফাত হয়ে গেছে।
Arya | ০৮ এপ্রিল ২০১১ ০৯:৫২ | 125.16.82.195
মানে ব্যাপারটা ৩ মাস নয়, ৯০ দিন।
Arpan | ০৮ এপ্রিল ২০১১ ০৯:৪৮ | 122.252.231.10
দুটোর মধ্যে গ্যাপ ৯১ দিনের দেখাচ্ছে।
Arya | ০৮ এপ্রিল ২০১১ ০৯:৩৩ | 125.16.82.195
IRCTC থেকে জুলাই এর ৮ তারিখের টিকিট কাটতে দিচ্ছে না কেন কেউ বলতে পারবেন? থিওরিটিক্যালি তো আজ থেকে তিন মাস হয়ে যাচ্ছে।
achintyarup | ০৮ এপ্রিল ২০১১ ০৩:৩৫ | 59.93.193.233
যাঁরা আমার চিত্র দেখে ভাল বলেছেন তাঁদের সকলকে পোচোণ্ডো ধন্যবাদ। কিন্তু তাঁরা কি ব্ল্যাঙ্কি বা আকা বা অরিজিৎ বা ইন্দো ডাগদারের তোলা ছবি দেখেছেন? না দেখে থাকলে অবিলম্বে দেখে নিন। বাই হুক অর বাই ক্রুক।
ন্যাড়াবাবু, ন্যাটজিওর সাইটের ছবিগুলির ক্যাপশন আছে তো। কিলিক করলেই ছবি বড় হয়, আর ক্যাপশন দেখা যায়।
অরিজিৎ কি ন্যাটজিওতে কিছু আপলোড করল? লিং চাই।
সিকি, ঐ ১৮ নং ছবিটি পুরুলিয়ার বলরামপুর হাটের। পাশেই হাট কমিটি না বাজার কমিটির একখান আপিস আছে। সে আপিস যেখানে, তার বাড়িটি তিনতলা। তার ছদ থেকেই ও ছবি তোলা।
pinaki | ০৮ এপ্রিল ২০১১ ০২:৩২ | 82.209.167.222
আর আমি কলকাতা থেকে চেন্নাই মুভ করালাম জাস্ট পাঁচ মাস আগে। আগরওয়াল প্যাকার্স এন্ড মুভার্স। একটা খাট, দুটো আলমারি, মেয়ের খেলনা, বাসন, জামাকাপড়, বইপত্র মিলে ২২ টা প্যাকেট। ১৬০০০ টাকা পড়ল। তবে আমাদের ফ্রীজ, টিভি, ওয়াশিং মেশিন, বড় টেবিল, চেয়ার - এসব ছিল না। সার্ভিস তো ভালোই লাগল আমার। প্যাকিংটা ভালো করে করে। তাই কিছুই ভাঙেনি বা কোনো স্ক্র্যাচও পড়ে নি।
pinaki | ০৮ এপ্রিল ২০১১ ০২:১৫ | 82.209.167.222
আমি বর্তমানে এই পিএফ উইথড্র করার প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি। দেড় বছর চাকরির পর বাইরে চলে গিয়েছিলাম। দেশে ফিরে নতুন চাকরি শুরু করার পর ওটা তুলতে আগের চাকরির জায়গায় গেলাম। সেখানকার যিনি অ্যাকাউন্টস সামলান, তিনি আমাকে দিয়ে দুটো ফর্ম ফিলাপ করিয়ে জমা নিজেই দিয়ে দিলেন। ফর্মে চাকরি ছাড়ার কারণ লেখার একটা জায়গা ছিল। সেখানে আমি যা সত্যি তাই লিখতে যাচ্ছিলাম। উনি বল্লেন যে ওসব বিদেশে চলে যাওয়া ফাওয়া লিখো না। পিএফ অফিসের লোকজন বেকার পাঁচটা প্রশ্ন করবে। জাস্ট লেখো - 'রিজাইনড'। তো সেভাবেই জমা পড়ল। তার একমাস বাদে খবর এল বাবুরা কেন এতকাল তুলিনি তার উপযুক্ত কারণ দর্শাতে বলেছেন। সাড়ে তিন বছর না তোলা পড়ে আছে। ফলে ঐ অ্যাকাউন্ট নাকি ফ্রীজ হয়ে গ্যছে। তা আমাকে আবার একটা সবিস্তারে চিঠি লিখতে হল - কেন বিদেশ গেছি এবং কেন এতকাল তুলতে পারিনি - ইত্যাদি। সাথে যেটা ইম্পর্ট্যান্ট, আমি যে অন্য একটা চাকরি করছি - সেটা ঐ আমার আগের চাকরির অ্যাকাউন্ট্যান্ট ভদ্রলোক একদম স্পেসিফিক্যালি লিখতে বারণ করে দিলেন। ফলে আমাকে একটা ইতি গজ শিল্প দিতে হল। চিঠির মধ্যে এমন একটা টোন রাখতে হল - অ্যাজ ইফ আমি বিদেশেই রয়ে গেছি। তাই টাকাটা তুলে নিতে চাই। এই চিঠি জমা পড়েছে মাসখানেক হল। এই পরশুদিন আমার বউ বলল আমার মোবাইলে নাকি একটা এসেমেস এসেছে যে আমার পিএফ উইথড্রয়ালের অ্যাপ্লিকেশন প্রসেস চালু হয়েছে - ঐরকম কিছু একটা।
এই হল একদম টাটকা অভিজ্ঞতা। তবে হাতে টাকা না পাওয়া অব্দি কিছুই বিশ্বাস নেই।
bb | ০৮ এপ্রিল ২০১১ ০১:৪৩ | 115.242.206.81
@San পিএফ উইথড্র করলে তাড়াতাড়ি পাবেন। কিন্তু কারণ দেখাতে হবে হয় যে অন্য কোন চাকরী করছেন না বলে। আমার একটা ট্রান্সফার বছর তিনেক আটকে থাকার পরে পিএফ অফিসের পরামর্শে উইথড্রয়ালের আবেদেন করার ২ মাসের মধ্যে একাউণ্টে টাকা পেয়ে গিয়েছিলাম।
পিএফ অফিসে। অ্যাকাউন্ট নাম্বার থেকেই স্টেট কোড পাবে।
r.h | ০৮ এপ্রিল ২০১১ ০১:৩০ | 198.175.62.19
কাকে? আমার আগের আপিসে না পিএফ আপিসে?
sayan | ০৮ এপ্রিল ২০১১ ০১:২১ | 12.20.48.10
পিএফ অ্যাকাউন্টটা কোন দেশে আছে? সেখানে সরাসরি ফোন করে জিজ্ঞেস করো। তার আগে ট্রান্সফার যবে ইনিশিয়েট করেছিলে সেই সব ডিটেইলস দিয়ে একটা মেইল পাঠাও। মোটামুটি বার পাঁচেক ফোন করলে কাজ হয়ে যায়। অলরেডি দেড় বছর হয়ে গেছে তো! তাহলে তার আগেও হতে পারে। ডিপেন্ডস।
r.h | ০৮ এপ্রিল ২০১১ ০১:১৬ | 198.175.62.19
চিরকাল চাকরী ছেড়েই পিএফের টাকা তুলে নিয়ে দুদিনের মধ্যে নয় ছয় করে উড়িয়ে দিয়েছি। এবার যে কি দুর্মতি হলো, ভাবলাম একটু সঞ্চয়ে মন দিই, ট্র্যান্সফারের ব্যবস্থা করলাম। এবার দেড়বছর ধরে আগের তিন বছরের পিএফের টাকা যে কোন ঘাটে ডুবে আছে আর তা নিয়ে যে কাকে জিগ্গেস করবো কে জানে।
স্যান, সুদীপ্ত যেমন বলল, উইথড্র করে নে। ঝামেলা কম। চটপট হয়ে যায়। পরে চাইলে পিএফ কϾট্রবিউশন বাড়িয়ে কমপেনসেট করে মিতে পারিস। উইথড্রয়াল ফর্মে নিজের এসবি অ্যাকাউন্টের এমআইসিআর কোডটা ডাবল চেক করে নিতে ভুলবি না।
san | ০৮ এপ্রিল ২০১১ ০০:৫০ | 14.99.100.34
আচ্ছা, সবাইকে ধন্যবাদ।
আর উইথড্রয়াল/ক্লোজারের সমস্যা হল আমার দুটো চাকরির মাঝে গ্যাপ আছে দুমাস। টোটাল পাঁচবছর হচ্ছে টায়েটায়ে কিন্তু একটানা পাঁচবছর না ঃ-(
san | ০৮ এপ্রিল ২০১১ ০০:২৪ | 14.99.100.34
এই সব শুনলে কেমন হঠাৎ ফাঁকা ফাঁকা লাগে সবকিছু। আমার এক কলিগের স্ত্রী এইভাবে , লুরুতে অ্যাক্সিডেন্টে সব শেষ , তখন তাদের দুই আর চার বছরের দুটি ছানা ছিল। ও অনেকদিন কারো সঙ্গে কথা বলতনা তারপর। এখন কেমন আছে , কে জানে।
গত বছর এক আত্মীয় , একটি কুড়ি বছরের ছেলে ব্যারাকপুরে লেভেল ক্রসিং পেরোতে গিয়ে শেষ। জিআরইর কোচিং সেরে ফিরছিল। এখনও বিশ্বাস হয়না। মনে হয় দূরে কোথাও গেছে, ফিরে আসবে।
sayan | ০৮ এপ্রিল ২০১১ ০০:০৬ | 12.20.48.10
স্যান, ভিআরএল লজিস্টিকস নামে একটা সার্ভিস আছে। খুবই নামকরা আর রিলায়্যাবল। ডিপেন্ড করছে তোর মুভমেন্ট ইন্টারসিটি না কি উইদিন ব্যাঙ্গালোর।
Arpan | ০৮ এপ্রিল ২০১১ ০০:০৪ | 112.133.206.18
সান্দা আর বলিস নারে... ভুবনেশ্বরে এমন একটি উঙ্কÄল ছেলে ....আমাদের ক'ব্যাচ আগের ... আগেরদিন এক সাথে হাড্ডাহাড্ডি ক্রিকেট খেলা হল ...পরদিন আপিসে গিয়ে শুনি সে নেই
aka | ০৮ এপ্রিল ২০১১ ০০:০৪ | 168.26.215.13
আমার খুব কাছের এক কলীগ রাজধানী এক্সপ্রেসের অ্যাকসিডেন্টে মারা গিয়েছিল। এই সিচুয়েশন গুলো খুবই পেনফুল।
sayan | ০৮ এপ্রিল ২০১১ ০০:০৩ | 12.20.48.10
সরি এভরিওয়ান! ভাটের মুড নষ্ট করতে চাইনি। এই খবরটা শোনার পর থেকে খুব অদ্ভুত লাগছে। প্লিজ কেউ বাইক নিয়ে রাত্রে কোথাও যেও না। এই পোস্টগুলো এবার তাড়াতাড়ি পিছনে যাক।
Arpan | ০৭ এপ্রিল ২০১১ ২৩:৫৯ | 112.133.206.18
ট্রান্সফার কত তাড়াতাড়ি হবে ডিপেন করে এমপ্লয়ারের উপর। আমার তো মাস তিনেকে হয়ে গেছিল।
উইথড্রয়ালের ব্যথার গল্প সিকি জানাবে।
sayan | ০৭ এপ্রিল ২০১১ ২৩:৫৮ | 12.20.48.10
মোস্ট প্রোব্যাবলি ড্রাঙ্কেন ড্রাইভিং। সুমো'টা ডিভাইডার জাম্প করে উল্টোদিকে এসে মেরেছে। ও রিয়্যাক্ট করার সময় পায়নি। এক্সপ্রেসওয়ে বানিয়েছে, শহরের মধ্যে, ঘনবসতিপূর্ণ এরিয়ায় ৮০ কেএমপিএইচ স্পীড লিমিট। সেটা একশ এমনিই ছাড়ায়। এটা আর কিছুই হবে না। যে মরে যাওয়ার সে মরে গেছে। গাড়ি খুঁজে পাবে না। গাড়ি পেলেও ড্রাইভার পাবে না। আমি এখানে আসার কয়েক দিন আগে অফিস থেকে ফেরার সময় ড্রপ করলাম ওর বাড়িতে। ওদের বাড়ির কাছে ওভারস্পীডে চলা গাড়িগুলো দেখে সেদিনও বলেছিলাম বউ-বাচ্চাকে নিয়ে যাতে টু-হুইলারে না বেরোয়। একটা স্যা®¾ট্রা আছে। বাইক নিয়ে বলেছিল শুধু কাছেপিঠে যায়। পরশু ফোন করে কতো বাজে অ্যাপ্রেইজাল হয়েছে তার ফিরিস্তি দিচ্ছিল। এবার প্রোমোশন পাবে না বলে দুঃখ করছিল।
মাইরি বলছি, মাঝে মাঝে মনে হয় বেঁচে আছি এটাই আশ্চর্যের! এতটুকু একটা বাচ্চা মেয়ে।
Arpan | ০৭ এপ্রিল ২০১১ ২৩:৫৭ | 112.133.206.18
ঃ(
aka | ০৭ এপ্রিল ২০১১ ২৩:৪৭ | 168.26.215.13
এসব খবর শুনলে এতই খারাপ লাগে কি বলব।
sayan | ০৭ এপ্রিল ২০১১ ২৩:৪১ | 12.20.48.10
একটা বন্ধুর অ্যাকসিডেন্ট হয়েছে একটু আগে। রাত ন'টার দিকে বাইকে করে ফিরছিল। একটা বাচ্চা মেয়ে, এই কয়েক মাস আগে অন্নপ্রাশণ হল, তার জন্য টুকিটাকি কিনে। কেঙ্গেরি স্যাটেলাইট টাউনশিপে বাড়ি। একটা সুমো'র সঙ্গে হেড-অন কলিশন হয়। হিট-অ্যান্ড-রান। হসপিটালে নিয়ে যাওয়ার আগেই
Sudipta | ০৭ এপ্রিল ২০১১ ২৩:২৯ | 202.78.232.234
স্যান্দির ১০ঃ১৭ র পোস্টঃ ২) পি এফ ট্রান্সফার করতে গিয়ে বুঝেছি পি এফ ক্লোজ করা (তুমি যেটা উইথড্র বলছ বোধ হয়) অনেক সহজ আর সুবিধেজনক; ক্লোজ করলে যে এমপ্লয়ারের কাছে আছ, তারা-ই ক্লোজার ফর্ম দেবে, সেটা ফিল করে জমা দিতে হবে তোমার ব্যাঙ্কের অ্যাকাউন্টের নাম্বার সহ (যেখানে পি এফের টাকাটা চলে আসবে পি এফ ক্লোজারের পর)। আর ট্রান্সফারের গল্প অনেক বেশী, আমার এক বছর হয়ে গেল, এখন-ও জিগালেই বলে, প্রসেস হচ্ছে! আমি নিজের অভিজ্ঞতায় বলব, ট্রান্সফার না করে ক্লোজ করাও, ওটুকু ইন্টারেস্ট না পেলেও চলবে।
৩) সাহারা প্যাকার্স অ্যান্ড মুভার্স ভালো অপশন; আমি হায়দ্রাবাদ থেকে ফেরার সময় ওদের দিয়েই বই পত্র, অন্যান্য জিনিস পাঠিয়েছিলাম, ভালো সার্ভিস দেয়। ব্যাঙ্গালোরে-ও পাবে এদের।
m | ০৭ এপ্রিল ২০১১ ২৩:১৬ | 117.194.32.29
শেষ দৃশ্যে দুজনের কি এয়ারপোর্টে দেখা হবে!!
Bratin | ০৭ এপ্রিল ২০১১ ২৩:১৩ | 117.194.99.155
যাগ্গে শুতে গেলাম। শুভ রাত্রি/দিন।
Bratin | ০৭ এপ্রিল ২০১১ ২৩:১০ | 117.194.99.155
বাড়ে আর কমে হচ্ছে টেক মাহিন্দ্রা। লাফিয়ে লাফিয়ে বাড়ে আর একই ভাবে কমে ঃ-))
aka | ০৭ এপ্রিল ২০১১ ২৩:১০ | 168.26.215.13
সান্দা, দেখব না কেন? সেই ৯৮ সন থেকে দেখে আসছি। কিন্তু এমন রিসেশন আগে দেখি নাই। সেই রিসেশনে ইভ্যালুয়েশনও আগে করি নাই (গেলবার ভয়ে উঠিয়ে দিয়েছিল)। লোককে বলা হল এই এই জিনিষের তোমার উন্নতি দরকার লোকে বলবে আগে রেইজ দিয়ে নিজের উন্নতি করো। আর যদি বলো কোন উন্নতিই দরকার নাই, খুব ভালো, তাহলে বলবে রেইজ দাও। বুইলে ডাইলেমা।
Arpan | ০৭ এপ্রিল ২০১১ ২৩:০৬ | 122.252.231.10
আমার আইগেটের শেয়ারও বাড়ে না। ঃ)
Arpan | ০৭ এপ্রিল ২০১১ ২৩:০৫ | 122.252.231.10
জাপানে ফির সে ভূচাল।
Bratin | ০৭ এপ্রিল ২০১১ ২৩:০৫ | 117.194.99.155
আমি ৫০ পিস পাটনির শেয়ার কিনেছি সেই কবে!! দাম আর বাড়েই না। iGate র সাথে মার্জার পরে ও ঃ-((
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন