এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • lcm | ১১ এপ্রিল ২০১১ ১১:০৮ | 69.236.162.57
  • বোতিন, কাবলিদা বোধহয় এইটার কথা বলেছে -
    http://en.wikipedia.org/wiki/Baba_ghanoush
    বেগুন পোড়া টাইপের খাবার, মিড্‌ল ইস্ট-এর খাবার।
  • kc | ১১ এপ্রিল ২০১১ ১০:৫৮ | 194.126.37.78
  • গত হপ্তাদুয়েক ধরে এক নতুন উপসর্গ দেখা দিয়েছে। আপিসে আসার পর ঘন্টা দুয়েক পরেই সাদা সাদা ফুলকো লুচি আর ঝালঝাল কাইকাই আলুর দমের জন্য প্রাণটা হুহু করে ওঠে। আর ঘুমপাওয়া শুরু হয় তার ঠিক দুঘন্টা পর থেকে।
  • kc | ১১ এপ্রিল ২০১১ ১০:৫২ | 194.126.37.78
  • ঠাকুমাটি মনে হয় ট্যান।
    বাকিগুলো আমারও প্রশ্ন।
  • Bratin | ১১ এপ্রিল ২০১১ ১০:৫০ | 122.248.183.1
  • কি/কী
  • Bratin | ১১ এপ্রিল ২০১১ ১০:৪১ | 122.248.183.1
  • ৩ পিস প্রশ্ন....

    ১। ঠাকুমা টি কে?
    ২। ঘানুশ কি বস্তু?
    ৩। কাবলি দা ও দেশে গিয়ে বেজায় ফাঁকিবাজ হয়ে গেছেন। বেশী আড্ডা মারেন না। কেন?
  • siki | ১১ এপ্রিল ২০১১ ১০:১৪ | 123.242.248.130
  • জানি না কুমুদি। এখনো অবধি তো কেউ আপলোডাচ্ছে বলে শুনি নি।
  • kd | ১১ এপ্রিল ২০১১ ১০:১১ | 74.72.161.90
  • রঞ্জনের ২রা মে, আমার ৩রা। কল্লোলের কবে? হুমেরু, জানাও।
    রঞ্জন বিগ টাইম উইনার - পরের কলিভাটের স্পনসর হওয়ার দাবী জানিয়ে রাখলুম।
  • kumudini | ১১ এপ্রিল ২০১১ ০৯:৫০ | 122.163.144.116
  • সিকি,তোমাদের শো-গুলো কেউ আপলোডাচ্ছে?
  • siki | ১১ এপ্রিল ২০১১ ০৯:৪৬ | 123.242.248.130
  • ও কাব্লিদা, তোমার শো কবে?
  • siki | ১১ এপ্রিল ২০১১ ০৯:৪৫ | 123.242.248.130
  • কম্পু বলে কি মানুষ নয়? নিজের ব্রাউজারে আমাদের মেসেজ দেখেই এইসান ভয় পেয়ে গেছে।

    হায়, আমার ল্যপির ডিভিডি ড্রাইভ কিছুতেই ডরায় না। কী যে করি।
  • kd | ১১ এপ্রিল ২০১১ ০৯:৩৮ | 74.72.161.90
  • আর্য, কি করে যে কী হ'লো, বোঝা গেলো না। বারকয়েক শাটডাউন/রিস্টার্ট করে মেসেজটা হাওয়া হয়ে গেছে, ঘন্টা চারেক হ'লো। কতক্ষণ থাকে, কে জানে!

    হায়! হাতের ব্যাথাটা যদি এমন করে সারিয়ে ফেলা যেতো। ম্যাসাজ করিয়ে এসেছি, দেখি।
  • kumudini | ১১ এপ্রিল ২০১১ ০৯:৩৩ | 122.163.144.116
  • গুরুতে ফুল টাইম লোক নেয়া হচ্চে?
    আমি,ও দাদা,আমি।
    cv মেল করে দিচ্ছি।
  • sayan | ১১ এপ্রিল ২০১১ ০৯:১৬ | 98.225.180.78
  • কী ভাগ্য কাবলিদা কোনও কোম্পানি খোলে নি! ঃ-)
  • kd | ১১ এপ্রিল ২০১১ ০৯:০৯ | 74.72.161.90
  • ফ্রি কাগুজে গুরু। মাঝে মাঝে বোনাস হিসেবে ফ্রী চটি।
  • sayan | ১১ এপ্রিল ২০১১ ০৮:৩৫ | 98.225.180.78
  • ভাবছি গুরুর ফুল টাইম রিসোর্স হয়ে গেলে মাইনেপত্র কীরম পাবো! ঃ-?
  • aka | ১১ এপ্রিল ২০১১ ০৬:২৯ | 24.42.203.194
  • কাব্লিদা, যে এরর মেসেজ টা পাচ্ছেন সেটা দিয়ে গুগুলে সার্চ করলে মাইক্রসফটের কিছু সলিউশন আছে কিন্তু তার জন্য কিছু টেকনিকাল কারিকুরি দরকার যেমন সেফ মোডে রিস্টার্ট করা ইত্যাদি। আপনার পুত্র বা পুত্রবধু কি হেল্প করতে পারবে তাহলে লিংকটা দিতাম। খুব কিছু না একটু আধটু উইন্ডোজ জানলেই চলবে।
  • achintyarup | ১১ এপ্রিল ২০১১ ০১:০৭ | 59.93.246.41
  • এইযো বোতিন, পাত্তা দিচ্ছি না কেবোল্লো? তোমাদের কলেজে রি-ইউনিয়ন ছিল সেদিন লিখলে, কেমন হল?
  • kd | ১১ এপ্রিল ২০১১ ০০:৫১ | 74.72.161.90
  • নিজে নিজে কোথায় পালাচ্ছি? মাঝে মাঝেই তো মেশিন বন্ধ হয়ে যাচ্ছে। নেহাৎ আমার অশেষ ধৈর্য, তাই লড়ে যাচ্ছি। আমি কি ডরাই... ইত্যাদি প্রভৃতি।

    ব্রতীন, বাবা ঘানুশ খেয়েছো? কেমন?
  • Thaakurda | ১১ এপ্রিল ২০১১ ০০:৩৩ | 68.84.239.41
  • ন্যাও, এবারে বোসো থিতু হয়ে এখেনে, ছেলেমেয়েগুলানের দিকে নজর দ্যাও---এবার আমি একটু ঘুরে আসি চন্দ্রমাধববাবুর বাড়ী থেকে। যেতে ভাল্লাগেনা, কিন্তুক ঐ যে বলে বদ অব্যেস হয়ে গিয়েচে! হে হে হে
  • Thakuma | ১১ এপ্রিল ২০১১ ০০:৩০ | 151.141.84.194
  • সায়ন কাবলি বড়েম সব পালালো????
  • Thakuma | ১১ এপ্রিল ২০১১ ০০:২৮ | 151.141.84.194
  • ছেলেমেয়েরা তো সব পাখা গজিয়ে উড়ে গেছে! এরা তো নাতিপুতি! জেন ওয়াই। :-)
  • Thakuma | ১১ এপ্রিল ২০১১ ০০:২৭ | 151.141.84.194
  • আর বলো কেন, বিরিঞ্চির সাতে দেকা করে এলুম! :-)
  • Thakuma | ১১ এপ্রিল ২০১১ ০০:২৫ | 151.141.84.194
  • রোমান হলিডে খুব ভালো খেতে। :-)
  • Thaakurdaa | ১১ এপ্রিল ২০১১ ০০:২৫ | 68.84.239.41
  • বলি কোতায় ছিলে গিন্নী? ছেলেমেয়েগুলানকে কে ছেড়ে কোতায় যাও, কেনে যাও - বল দিকিনি---
  • Thakuma | ১১ এপ্রিল ২০১১ ০০:২৪ | 151.141.84.194
  • আমি পাইকে একবার পাই, পেকান পাই খাওয়াবো। যদি না খেতে চায় তখন অলাবু খাওয়াবো। :-)
    আর ওর লেখাটা ওর লেখাটা আহ, ওটা ইয়ে মানে চুরি করে বাধিয়ে রেখে দেবো। :-)
  • Nina | ১১ এপ্রিল ২০১১ ০০:২২ | 68.84.239.41
  • ও কাব্লিদা ফোনাতে পারছিনা, গলায় স্বর নেই---ব্যাটাকে ফেরত পেলেই ফোনাব।
  • kd | ১১ এপ্রিল ২০১১ ০০:২২ | 74.72.161.90
  • বম্মা, মন ইতিউতি কল্লেই ""রোমান হলিডে'' দেখবে, ব্যস্‌।
  • Thakuma | ১১ এপ্রিল ২০১১ ০০:২১ | 151.141.84.194
  • আহা তোরা বড় ভালো ছেলেমেয়ে। :-)
  • kd | ১১ এপ্রিল ২০১১ ০০:২০ | 74.72.161.90
  • সিকি, সিস্টেম রিস্টোর কী করে কোরবো? এই ব্রাউজার ছাড়া আর কোথাও তো যেতে দিচ্ছে না। ঃ( আর মাঝে মাঝেই ঐ মেসেজ রিপিট করছে, পাত্তা না দিলেই লগঅফ করে দিচ্ছে।

    ২৪ বছর কম্পিউটার দুনিয়ায় থাকলেও (তাও ২০০২ পর্যন্ত) এই পিসির ব্যাপার-ট্যাপার কিসুই জানি না (তখন কিছু হ'লেই সেটা অন্য কারুর প্রবলেম হ'তো)। তাই যা বলবে, ডিটেলে বোলো, আমার জ্ঞানের ওপর একদম ভরসা কোরো না।
  • Nina | ১১ এপ্রিল ২০১১ ০০:২০ | 68.84.239.41
  • ওরে, সান্দা, তোর সঙ্গে যোগাযোগ হচ্ছেনা--কোথায় তুই?? আমি যে কার হাঁড়িতে মুখ দিয়েছি- গলা ভেঙে চৌচির ---একটাও স্বর বেরুচ্ছে না---কোথায় তুই এখন? ফিলি তে?
  • sayan | ১১ এপ্রিল ২০১১ ০০:১৭ | 98.225.180.78
  • অ্যাঁ!
  • Nina | ১১ এপ্রিল ২০১১ ০০:১৩ | 68.84.239.41
  • ছড়াস কই, তুই তো ছাড়াস---কথাগুলোর পরত ঃ-))
    ঐ তিনটে সিন্মা আমারও মনকে নাড়া-চাড়ায় , ভাসায় দোলায়, হাসায় কাঁদায়---ভালবাসায়।
  • M | ১১ এপ্রিল ২০১১ ০০:০৬ | 59.93.219.249
  • উপস! মেমোয়েরস, আ

    এ জন্যই বোধায় সায়ন আমার বন্ধুক হবার আগে জিগালো, এটাই কি বিগেম, যে সব সময় ছড়ায়ঃ(((((((
  • M | ১১ এপ্রিল ২০১১ ০০:০৪ | 59.93.219.249
  • না, ঘুম চটকানোর আগেই ঘুমুতে যাই।
  • M | ১১ এপ্রিল ২০১১ ০০:০৩ | 59.93.219.249
  • ওয়াও দিদিয়া, এই জন্যই তোমায় এত ভালোবাসি।ঃ)

    একটা ডায়ালগ মনে পরে যাচ্ছে,সেই গন উইদ দ্য উইন্ড এর, লাস্ট কথা ছিলো সেটা, বোধায় এরম, আফটার অল টুমরো ইজ অ্যানাদার ডে, ওয়াও!!!!! সেই সিনটাও আমার ফেবারিট সিন,ইন ফ্যাক্ট বেশী ডায়ালগবাজী আমার খুব না পসন্দ , তবু কেন যেন কয়েকটা সিন্মা , যাস্ট কথাগুলো ও অন্য মাত্রা দেয়, আরেকটা খুব পছন্দের ,মেমোরিস ওফ অ গেইসা। আরেকটা ,দ্য ইংলিশ পেশেন্ট, উরিঃ আমার আবার সিন্মা পাচ্ছে।ঃ(
  • Nina | ১০ এপ্রিল ২০১১ ২৩:৪৭ | 68.84.239.41
  • M তোরে কই শোন--ভবিষ্যতের কথা চিন্তা করিসনা--আজ যা যা কল্লি সব ঠিক আছে --আর যা যা কল্লি না তার জন্যেও চিন্তা কি--সেগুলোর জন্যি কি " কাল" নেই ? সেগুলো কাল করিস----সবচেয়ে মজা ঘুম ভাঙলেই তো সব " আজ" ঃ-))))
  • M | ১০ এপ্রিল ২০১১ ২৩:৩৩ | 59.93.219.249
  • এদিকে আমি সকাল ছটার অ্যালার্ম দিয়ে ছটায় আবার সেটাকে সাড়ে ছটা করি, ফাইনালি পৌনে সাতটায় উঠে বিস্তর লাফঝাঁপ করে সাতটা বাজতে পাঁচে উঠে ছেলেকে ঠেলে তুলে দি,সাতটা চল্লিশে ছেলের বাস বেরিয়ে গেলে ফিরে কোনক্রমে দরজা বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ি,ইচ্ছে হলে উঠি, উঠে কি খেতে পারি খুঁজে দেখি, খাই, নেট খুলি, আবার চাট্টি ঘুমিয়ে নেই, তারপর ছেলে ফিরে কি খাবে ভেবে কোনক্রমে উঠি, চাট্টি রাঁধি,আর তখন আমি কি অলস, কিভাবে হেলায় দিন কাটাচ্ছি ভেবে সিঁটিয়ে যাই, আসলে তখন ও কিছুটা ঢুলি আর কি? নিজের ভবিষ্যৎ ভেবে ভয় পেলেই ঘুম পুরো চলে যায়, তখন মনে পরে যে এবার সাঁইত্রিশে পা ফেলেচি, আর কিছু হবার নেই, নিশ্চিন্তে আবার নেটে ঢুকে পড়ি,আর আবার কখন ঘুমুতে যাবো ভাবতে থাকি।আর কখন উঠবো, এই যেমন কাল সকালে যখন ইচ্ছে তখন উঠবো।

    কেউ নজর দিয়োনি যেন।
  • siki | ১০ এপ্রিল ২০১১ ২৩:৩০ | 122.162.75.33
  • সিস্টেম রিস্টোর করে ন্যান। পাড়ায় কোনও আম্রিকান জগুদা থাগলে জিগান।
  • kc | ১০ এপ্রিল ২০১১ ২৩:২৮ | 89.203.49.18
  • কাবলেদা, আপনার মেশিন তাইলে শাটডাউনের খপ্পরে। ঃ-))
  • kd | ১০ এপ্রিল ২০১১ ২৩:১৬ | 74.72.161.90
  • আমার এখানকার ল্যাপটপের পেটখারাপ বা কিছু একটা হয়েছে। স্টার্ট করলে বলে unauthorized change in Windows। তাতে ক্লিক করলে ব্রাউজার খোলে কিন্তু কিছু দেখায় না। ঐ মেসেজ টাইপ করলে তখন যা বলে, কিসুই বুঝি না - ভিস্তার নাকি কী প্রোগ্রাম আছে, তার মেসেজ - কোনো সফটওয়্যার ইন্সটল বা উইন্ডোজ আপডেটের ফল। কিছু ইন্সটল তো করিনি, নিজে নিজেই তো আপডেট হয় - রোজই হচ্ছে (বেশ কিছুদিন এটা ওদের সেলারে পড়ে ছিলো)। কী যে করি! ডেস্কটপও, মানে ঐ স্টার্ট বোতামওলা পাতাটাও দেখাচ্ছে না। ঃ(

    এখন সেই ব্রাউজারের অন্য ট্যাব খুলে এখানে। কতক্ষণ পারবো কে জানে?
  • sayan | ১০ এপ্রিল ২০১১ ২২:৫৬ | 98.225.180.78
  • মের্তিন্তারিখ।
  • Bratin | ১০ এপ্রিল ২০১১ ২২:৫০ | 117.194.101.152
  • আচ্ছা সায়ন, তুমি ভারতবর্ষে ফিরছো কবে?

    অচিন্ত্য দা, দেখছি ইদানীং আমকে পাত্তা দিচ্ছে না। নট গুড!!
  • kumudini | ১০ এপ্রিল ২০১১ ২২:৪০ | 122.163.144.116
  • চিন্টুবাবু পৌঁছে গেছে, পাইয়ের চশমার জন্য বায়না করছে।
  • Bratin | ১০ এপ্রিল ২০১১ ২২:৩৯ | 117.194.101.59
  • ওহো!! পরা ,পড়া নয় ঃ-))
  • Rajdeep | ১০ এপ্রিল ২০১১ ২২:৩৫ | 14.98.70.110
  • নাঃ আম্মো ঐ শহর টইয়ে লিখবো না, পাইয়ের চশমা অসাধারণ
  • Bratin | ১০ এপ্রিল ২০১১ ২২:৩০ | 117.194.101.59
  • ১২ তারিখের নেওতা পেয়েছি সিকি। আরে একদম অপছন্দ চশমা। একমাত্র আশা যদি পরে পাওয়ার কমে ?ঃ-((
  • kumudini | ১০ এপ্রিল ২০১১ ২২:২৯ | 122.163.144.116
  • পাই শহর থেকে শহরে।
    এত সুন্দর লিখেছে নাকি এঁকেছে!
    বাঃ-বলতেও সাহস হল না,টইটা কেমন খাপছাড়া দেখাবে।
  • siki | ১০ এপ্রিল ২০১১ ২২:২৪ | 122.162.75.33
  • না ব্রতীন, মন দিয়ে চশমা "পড়ো'। ভালো করে মুখস্ত করে নাও চশমা ;-)
  • kumudini | ১০ এপ্রিল ২০১১ ২২:১৯ | 122.163.144.116
  • সস্নেহ হাসির ইমোটিকন।
  • Bratin | ১০ এপ্রিল ২০১১ ২২:১৯ | 117.194.101.59
  • আচ্ছা pi কে ভটিয়ালি দেখি না কেন? তিনি কোথায়?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত