এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ১৩ এপ্রিল ২০১১ ০০:২১ | 122.252.231.10
  • হিন্দি লিখতে না শিখেই তো আমার দিব্যি চলে যাচ্ছে। আর অশুদ্ধ হিন্দি দরকার না পড়লে বলি না। শাইনিং ইন্ডিয়াতে ইংরেজি জানলেই চলে।

    তবু নিলাম, যেহেতু অপশন ছিল না। হয় হিন্দি নয় কন্নড়। কন্নড় নিলে বাড়িতে শেখানো ব্যথা আছে। অতএব।
  • byaang | ১৩ এপ্রিল ২০১১ ০০:২১ | 122.167.99.8
  • তিমি, সে তো খেলাধুলো নিয়েই আছে। এখন গরমের ছুটি, তবে রোজ স্কুলে খেলতে যেতে হয় - ক্রিকেট আর সাঁতার। দুপুরে বাড়ি ফিরে গল্পের বই। আজকে আলোর ফুলকি থেকে ভুতো আর ঘোঁতো পড়ে খুব খুশী। কাল নাকি লীলা মজুমদারের বেড়ালের বই পড়বে। বিকেল পাঁচটা বাজতে না বাজতে ক্রিকেট খেলতে বেরিয়ে যায়। ফিরতে ফিরতে রাত আটটা। আর তারপরেই আবার আইপিএল ম্যাচ দেখতে বসে যায়।
  • aka | ১৩ এপ্রিল ২০১১ ০০:২০ | 168.26.215.13
  • এবার মনে পড়েছে আমার এক প্রাক্তন কলিগ রভিশংকরের কাছে দীক্ষা নিয়েছে।
  • M | ১৩ এপ্রিল ২০১১ ০০:২০ | 59.93.207.84
  • আমি যা যা পড়লাম সেগুলো ভালো কথাই লিখেছে,ঠিক বোঝা গেলো না।এদিকে ঋভু থার্ড ল্যাঙ্গুয়েজ কিছু পড়েনি এখনো,আর এরা বললেন, থার্ড ল্যাঙ্গুয়েজ সংস্কৃত মাস্ট, অবিশ্যি তা নিয়ে আপত্তির কিছু নাই।আর তিরনব্বইটা সব কিছু নিয়ে, এক কোয়াটারের মাইনেও আছে,তবে বই, বাস ড্রেস এগুলো আলাদা, আর খাবারের কুপন বোধায় যেদিন যেদিন নেবে সেদিন সেদিন কাটবে, আর সেটাও বেশ রিজনেবল, ভেজ, পঁচিশ টাকা।
  • Arpan | ১৩ এপ্রিল ২০১১ ০০:১৯ | 112.133.206.18
  • নাঃ, ক্লাস ফাইভের বাচ্চাকে টিউটরের কাছে পড়তে পাঠানোর আমার কোন ইচ্ছে নেই।
  • aka | ১৩ এপ্রিল ২০১১ ০০:১৮ | 168.26.215.13
  • ঠিকই করেছ হিন্দি জানাটা খুব জরুরী। যদিও বা পড়তে পারি, লেখাটা এতই দুব্বল কি বলব। ফ্রেঞ্চ শিখে যে কি হয় কেজানে? আমার এক দাদা ফ্রেঞ্চ শিখে খালি ফ্রেঞ্চ কবতে বলত।
  • Tim | ১৩ এপ্রিল ২০১১ ০০:১৭ | 198.82.30.130
  • ব্যাঙদি, তোমাকেই জিগ্যেস করলাম। মৈত্রেয়র কথা। ঃ-)
  • Arpan | ১৩ এপ্রিল ২০১১ ০০:১৬ | 112.133.206.18
  • বুঝলাম। আমার মেয়ের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এম-থ্রি থেকে শুরু হবে। ইচ্ছে ছিল না বিশেষ, তাও হিন্দি চুজ করে এলাম।

    ফ্রেঞ্চ ভবিষ্যতের গল্প। যদি তদ্দিন এখানে থাকি।
  • byaang | ১৩ এপ্রিল ২০১১ ০০:১৫ | 122.167.99.8
  • অর্পণ, চিন্তা করিস না, লুরুতে প্রচুর ফ্রেঞ্চ পড়ানোর টিউটর পাওয়া যায়।
  • siki | ১৩ এপ্রিল ২০১১ ০০:১৫ | 122.162.75.33
  • সায়ন উল্লিখিত সেই মুখবইয়ের ঝিংকু মেয়ে। সঞ্চালক।

    নাম তার সঞ্চিতা। অডিয়েন্স গ্যালারিতে যে সব তেলুগু জনতা বসে আছে হাততালি আর সিটি দেবার জন্য, তাদের ধমকে ধামকে জল খাইয়ে বসিয়ে রাখার দায়িত্ব তার। শো চলাকালীন কেউ সিট ছেড়ে উঠতে পারবে না। উঠতে গেলেই সঞ্চিতার ধমক, নিচে মত নামিয়েগা, উধারই ব্যায়ঠে রহো, কোই নহি জায়েগা, পানি ম্যায় দে দেতি হুঁ, বাবলুদা এজি zoর কর দো, আউর zoর কর দো, আপ সবলোগ মোবাইল সুইস্‌ অফ কর দো, সারে মোবাইল সুইস্‌ অফ কর দো, ইত্যাদি প্রভৃতি। সমস্তটাই কর্ডলেস মাইকে। ওদিকে ক®¾ট্রাল রুমে সুমেরু আর রবিরঞ্জন বসে আছেন, প্রয়োজনমত তাঁরাও ইনস্ট্রাক্‌শন দিচ্ছেন টিচ্ছেন।

    আমরা যারা ভবিষ্যৎ কন্টেস্ট্যান্ট, তাদের জন্য গ্যালারির শেষের রো, যেখানে আজ কাবলিদাকে দেখা গেছিল।

    তো, একটা শো-তে আমি বসে আছি (এটা ১৯ তারিখ দেখাবে), পাশে তিনচারটে মেয়ে ইত্যাদি। সবার সাথেই আলাপ হয়ে গেছে, বাচ্চা মেয়ে সব।

    এইবারে একটা মেয়ের ওয়াশরুম যাবার দরকার হয়েছে। সে পাশের মেয়েটাকে বলছিল, কীভাবে যাব, এখন তো উঠতে দেবে না ইত্যাদি, আমি শুনতে পেয়ে বললাম, সঞ্চিতাকে বলে দ্যাখ, দু মিনিটের জন্য থামিয়ে যদি তোকে যেতে দেয়। সে আমায় বলল, শমীকদা তুমি একটু ঐ সঞ্চিতাকে বলো না ...

    আমি আস্তে করে সঞ্চিতাকে ডাকলাম, ডেকে বললাম এই ব্যাপার, মেয়েটাকে একটু বাইরে যেতে দেওয়া যাবে?

    সঞ্চিতা, মাইরি এমন গাম্বাটও হয় মানুষে, মাইকটা মুখের কাছে নিয়ে গাঁক গাঁক করে ঘোষণা শুরু করল, রবিদা, রবিদা, এখানে একটা মেয়ের খুব জোরে টয়লেট পেয়েছে, (একেবারে মেয়েটার সামনে দাঁড়িয়ে) ওকে কি একটু বের করে দেওয়া যাবে?

    মেয়েটার তখন লজ্জায় গ্যালারি দ্বিধা হও অবস্থা, পারলে গ্যালারির নিচে লুকিয়ে পড়ে। আমরা অনেক কষ্টে সঞ্চিতাকে থামালাম, এত কিছু জরুরি ব্যাপার নয়, পরের ব্রেকে ও নিজেই চলে যাবে ...

    সঞ্চিতা নেমে যেতেই আমরা একসঙ্গে সঞ্চিতাকে গুছিয়ে খিস্তি মেরে ভারতরত্ন উপাধি দিলাম।
  • byaang | ১৩ এপ্রিল ২০১১ ০০:১৪ | 122.167.99.8
  • তিমি, কাকে শুধোলি?
  • Tim | ১৩ এপ্রিল ২০১১ ০০:১৪ | 198.82.30.130
  • খেলাধুলোর কোনো আপডেট নাই? খালি পড়াশুনো কচ্ছে বুঝি?
  • byaang | ১৩ এপ্রিল ২০১১ ০০:১০ | 122.167.99.8
  • থার্ড ল্যাঙ্গুয়েজ ওদের স্কুলে শুধুই দুটো অপশন - হয় হিন্দি বা কন্নড় নেওয়া যায়। সেকেন্ড ল্যাঙ্গুয়েজে বিদেশি ভাষাগুলো নেওয়ারও স্কোপ আছে। কিন্তু বিদেশি ভাষা নিতে গেলে আবার বিদেশি পাসপোর্টধারী হতে হয় ছাত্রদের।
  • byaang | ১৩ এপ্রিল ২০১১ ০০:০৭ | 122.167.99.8
  • অর্পণ, মৈত্রেয়র সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা। থার্ড ল্যাঙ্গুয়েজ ফাইভ থেকে শুরু হবে। ওর তো এবার থ্রী হল।
  • Arpan | ১৩ এপ্রিল ২০১১ ০০:০৭ | 112.133.206.18
  • আরিব্বাস! কলকাতায় বেশি নিচ্ছে। জ্জিও তো। ঃ)
  • Arpan | ১৩ এপ্রিল ২০১১ ০০:০৬ | 112.133.206.18
  • ব্যাং, মৈত্রেয়র থার্ড ল্যাঙ্গুয়েজ বাংলা না? এইখানে কী দেব ভাবছি। হয়ত ফ্রেঞ্চ দিতে হবে। আমাদের দুজনেরই তাতে ক অক্ষর গো-মাংস।
  • M | ১৩ এপ্রিল ২০১১ ০০:০৫ | 59.93.207.84
  • অপ্পন, থ্যাঙ্কু,
    এখানে তিরানব্বই পড়ছে।

    ব্যাঙ,
    হুম্ম।
  • Arpan | ১৩ এপ্রিল ২০১১ ০০:০২ | 122.252.231.10
  • বম্মা, গুগলে Sri Sri Ravishankar Vidya Mandir bangalore review দিয়ে সার্চাও।

    এখানে দেখছি ওয়ান টাইম অ্যাডমিশন ফি ৪০ আর টিউশন ফি ২১। বেশ কমই বলতে হবে।
  • byaang | ১৩ এপ্রিল ২০১১ ০০:০২ | 122.167.99.8
  • বম্মা বলছিলাম যে যত্তো শিগ্গির পারো, ঐ পৈলান থেকে ছাড়িয়ে নিয়ে অন্য স্কুলে দাও।
  • byaang | ১৩ এপ্রিল ২০১১ ০০:০০ | 122.167.99.8
  • আরে, আমার বম্বে আপিসের বস এই শ্রী শ্রী রবিশংকরের কাছে আর্ট অফ লিভিং কোর্স করতেন। ওরলিতে সমুদ্রের ধারে এক বিশাল হলঘরে নাকি সেই কোর্স হত, সেখান থেকে ভদ্রলোক সোজা আপিসে আসতেন, আর এসে এসেই ""আমার এটা গোছানো নেই কেন, ওটা খুঁজে পাচ্ছি না কেন?'' এইসব বলে চিল্লাতেন নিজের সেক্রেটারি মহিলার উপরে আর মোটা মোটা বক্সফাইলগুলো ছুঁড়ে মারতেন নিজের সেক্রেটারির মুখে টিপ করে। তখন অবিশ্যি হ্যারাসমেন্ট আইন জাতীয় জিনিস আছে বলে আমরা জানতুম না।
  • snehanshu | ১২ এপ্রিল ২০১১ ২৩:৫৬ | 129.108.114.6
  • অর্পন,চেকিয়েচি।।উত্তর দিয়েচি
  • M | ১২ এপ্রিল ২০১১ ২৩:৫৫ | 59.93.207.84
  • না, চাইনে, এইসময় সোজা রাস্তায় কোনো আইসিএসি স্কুলে যেটা আমাদের কাছাকাছি ঢোকাতে গেলে এই একটাই অপশন।

    আর ব্যাঙ তুমি পৈলান নিয়ে কি একটা বলতে চেয়েছিলে, আমায় মেল কোরো প্লিজ,সাংঘাতিক ইন্ডিশিসনে ভুগছি।
  • Arpan | ১২ এপ্রিল ২০১১ ২৩:৫৪ | 122.252.231.10
  • তাথৈ মেয়ে। প্রচুর সিনিমায় সিরিয়ালে অভিনয় করে।
  • Arpan | ১২ এপ্রিল ২০১১ ২৩:৫৩ | 112.133.206.18
  • ইনি তো প্রশান্তি না কীসব নিয়ে ফান্ডা দ্যান। আর্ট অব লিভিং। কনকপুরা রোডে আশ্রম আছে। বাঙালি ট্যুরিস্টরা দল বেঁধে দেখতে যায়।
  • kd | ১২ এপ্রিল ২০১১ ২৩:৫৩ | 71.183.182.113
  • একটা নতুন নাম (আমার কাছে) - ""তাথৈ দেব'', ছেলে না মেয়ে জানিনা। ""চলো পাল্টাই'' নামে একটা সিনেমায় আর্টিস।
  • Arpan | ১২ এপ্রিল ২০১১ ২৩:৫২ | 122.252.231.10
  • স্নেহাংশু, মেল চেক কোরো।
  • M | ১২ এপ্রিল ২০১১ ২৩:৫১ | 59.93.207.84
  • হুম্ম, ভুলভাল ই হয় গুরুজীরা, আমি জিগাচ্ছিলাম তাদের অনেক স্কুল আছে ব্যাঙ্গালোরে, তোমরা কেউ শোনোনি, এখানে শ্রী শ্রী অ্যাকাডেমি তার শাখা হচ্ছে, ক্ষী ভুলভাল চাপ মানুষের জীবনে।
  • Arpan | ১২ এপ্রিল ২০১১ ২৩:৫১ | 112.133.206.18
  • শ্রী শ্রী নিয়ে কী ফান্ডা চাই? আমার নেই। অফিসে কাকে বলতে শুনেছিলাম। খুঁজে দেখতে হবে কে বলেছিল।
  • Paramita | ১২ এপ্রিল ২০১১ ২৩:৪৯ | 122.172.197.142
  • শ্রী শ্রী ছাড়া অন্য কোন ইশকুল সম্বন্ধে মতামত চাই না?
  • byaang | ১২ এপ্রিল ২০১১ ২৩:৪৭ | 122.167.99.8
  • আর আইস এজ নিয়ে একটা নতুন ফিলার দেখালো, কেমন করে কন্টিনেন্টগুলোর সৃষ্টি হয়েছিলো, হলশুদ্ধুলোক হেসে কুটিপাটি।
  • Paramita | ১২ এপ্রিল ২০১১ ২৩:৪৫ | 202.3.120.9
  • হ্যাঁ লাস্ট উইকেন্ডেই ভাবছিলাম।
  • byaang | ১২ এপ্রিল ২০১১ ২৩:৪২ | 122.167.99.8
  • বিশেষ করে টাইটেল কার্ড দেখানো শেষ হয়ে যাওয়ার পরেও লাস্ট ফ্রেমটা ফাটাফাটি।
  • Nina | ১২ এপ্রিল ২০১১ ২৩:৪২ | 64.56.33.254
  • থ্যাঙ্কুম্যাঙ্কু বয়েস অ্যান্ড গার্লস --টাটা
  • byaang | ১২ এপ্রিল ২০১১ ২৩:৪১ | 122.167.99.8
  • আমি আর ঋভু আইনক্সে থ্রিডিতে রিও দেখে এলাম। খুব ভালো লাগলো। পামিতা, ছানাদের দেখিয়ে আনতে পারো।
  • byaang | ১২ এপ্রিল ২০১১ ২৩:৪০ | 122.167.99.8
  • শ্রী শ্রী স্কুলের সম্পর্কে কিচ্ছু জানি না।

    আকা, হাল্লা বোল বলে একটা সিনেমায় অজয় দেবগন বিচ্ছিরি করে খিল্লি করেছিলো এই রবিশংকরকে। আমি দেখে পরম আমোদিত হয়েছিলাম অবিশ্যি। দেখিস সিনেমাটা।
  • Nina | ১২ এপ্রিল ২০১১ ২৩:৩৮ | 64.56.33.254
  • ঃ-)) তাহলে আশা আছে--সামসুমকে ধরতে হবে
  • byaang | ১২ এপ্রিল ২০১১ ২৩:৩৭ | 122.167.99.8
  • বম্মা, ICSE তে 5,6,7,8 এই চার ক্লাস থার্ড ল্যাঙ্গুয়েজ পড়তে হয়। 9-10 য়ে পড়তে হয় না। নিশ্চিন্তি থাকো।
  • siki | ১২ এপ্রিল ২০১১ ২৩:৩৭ | 122.162.75.33
  • নীনাদি, সামরান বলল একটুখানি মোবাইলে রেকর্ড করতে পেরেছে। আমি চেষ্টা করছিলাম, কিন্তু এত একের পর এক ফোন আসতে শুরু করল যে ফোনে রেকর্ডিং ভোগে গেল।

    একমাত্র ভরসা সুমেরু। ও-ই পারবে ভিডিও জোগাড় করে দিতে। কিন্তু সুমেরুকে এখন পিং করলে উত্তর দিচ্ছে না।
  • aka | ১২ এপ্রিল ২০১১ ২৩:৩৬ | 168.26.215.13
  • ইয়েস আই নো স্বামী রভিশংকর। উনিও রামদেব বাবার মতন করাপশনের বিরুদ্ধে।
  • byaang | ১২ এপ্রিল ২০১১ ২৩:৩৬ | 122.167.99.8
  • হ্যাঁ এসেস, লিখবো ভেবেছিলাম, কিন্তু তারপর থেকে এত সোসিত হচ্ছি যে সময়ই বার করতে পারছি না।
    নীনাদি, আড়ি করতে যাব কেন? বল্লাম তো, কটা দিন সবুর কর, ইউটিউবেই পেয়ে যাবে। নয়তো সুমেরুর থেকেও পেয়ে যেতে পারো।
  • byaang | ১২ এপ্রিল ২০১১ ২৩:৩৪ | 122.167.99.8
  • গল্ফ গ্রীনের সে¾ট্রাল পার্কের লাফিং ক্লাবের অত্যাচারে আমার মামাতো বোনের প্রায় রোজই ঘুম ভেঙ্গে যেত বলে সে একবার ইচ্ছে প্রকাশ করেছিলো ক্লাবের মেম্বারদের কেটে খাওয়ার। জান্‌লা দিয়ে চেঁচিয়ে বলেছিলো "আমি কিন্তু আপনাদের সব্বাইকে কেটে পাঁউরুটির ভেতরে পুরে খেয়ে ফেলবো''। তখন অবশ্য সে ক্লাস ওয়ানে পড়তো।
  • M | ১২ এপ্রিল ২০১১ ২৩:৩৪ | 59.93.207.84
  • আমায় কেউ শ্রী শ্রী অ্যাকাডেমি নিয়ে কিছু বললো না, ব্যাঙ্গালোর বাসীরা কে এক গুরু আছেননা, শ্রী শ্রী রভি শঙ্কর, তার কেসটা কি আর তার চালিত স্কুলেরা কেমন সঙ্কÄর জানাও পিলিজ।

    আর ICSE তে কি দশ ক্লাস পরীক্ষায় থার্ড ল্যাঙ্গুয়েজ থাকে?
  • Nina | ১২ এপ্রিল ২০১১ ২৩:৩৪ | 64.56.33.254
  • ঃ-((
  • aka | ১২ এপ্রিল ২০১১ ২৩:৩৩ | 168.26.215.13
  • যাক এই সুযোগে ব্রেকিং অ্যাওয়ে নামটা জানা হয়ে গেল। অনেকদিন আগে সিনেমার খানিকটা দেখে মন হয়েছিল জো জিতা, নামটা জানতাম না। ;)
  • SS | ১২ এপ্রিল ২০১১ ২৩:৩২ | 131.193.195.128
  • ব্যাঙ, ঋভুর ওয়ার্ল্ড কাপ সেলিব্রেশন এর গল্প লিখলে না তো! বসে আছি শুনবো বলে।
  • Nina | ১২ এপ্রিল ২০১১ ২৩:৩২ | 64.56.33.254
  • ব্যাঙ কি আমার সঙ্গে আড়ি করেচিস
  • byaang | ১২ এপ্রিল ২০১১ ২৩:৩০ | 122.167.99.8
  • আকাব্যাটার বড় সাহস বেড়েছে দেখতে পাই। রাতদুপুরে আবার ব্যাঙকে নিয়ে টানাটানি কেন!
  • byaang | ১২ এপ্রিল ২০১১ ২৩:২৯ | 122.167.99.8
  • এসেস, ঃ-))
  • Nina | ১২ এপ্রিল ২০১১ ২৩:২৮ | 64.56.33.254
  • ব্যাটন লাগবেনা--খালি বলে দেনা ভাই কি করে সিকি-শো এখানে বসে দেখব
  • lcm | ১২ এপ্রিল ২০১১ ২৩:২৮ | 192.12.85.236
  • সেকি! সিকি টিভি সিরিয়ালে! কোনটা? গানের ওপারে?
    কিন্তু, গানেরোপারে তো ক্যুইজ নয়, অবশ্য ক্যুইজ হতেই পারে, ওপারে চলে গেলে যা খুশী হতে পারে।
    আর যদি তা না হয়, অন্য কোনো শো হয়, সেটা কি? তার, ইউটিউব লিংক কই?

    এত পিছিয়ে যাচ্ছি...
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত