এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Tim | ১৬ এপ্রিল ২০১১ ০০:১৬ | 198.82.20.42
  • অপ্পনকে ক
  • M | ১৬ এপ্রিল ২০১১ ০০:১৫ | 59.93.211.205
  • পাই...........:P

    আকার জন্য সুপুরি দিতে চাই, কে নেবে?
  • Tim | ১৬ এপ্রিল ২০১১ ০০:১৫ | 198.82.20.42
  • হয়েও*
  • byaang | ১৬ এপ্রিল ২০১১ ০০:১৫ | 122.166.91.120
  • এটা ঠিক বই দেখে টোকার মতন অপরাধ নয় কিনা।
    যে অন্য মানুষকে মানুষের সম্মান দিতে জানে না, তাকে মানুষ ভবতে আমারও যথেষ্ট আপত্তি আছে।
  • Tim | ১৬ এপ্রিল ২০১১ ০০:১৫ | 198.82.20.42
  • আজ্জোদার সাথে একমত অহ্যেও কোশ্নোঃ
    তাহলে আমরা কি অনশন করবো, যাতে যথোপযুক্ত শাস্তি হয়?
  • Arpan | ১৬ এপ্রিল ২০১১ ০০:১৫ | 122.252.231.10
  • আরেকটা কথা। এই ব্যক্তিই উক্ত ব্যক্তি কিনা শিওর না হয়ে ছবি নিয়ে মতামত দেওয়া বোধহয় ঠিক নয়। নাম আর পদবী তো খুব কমন, আর সব বং-ই কখনো না কখনো কোবতে লেখে।
  • kc | ১৬ এপ্রিল ২০১১ ০০:১৪ | 89.203.49.18
  • ওহ আজকের মেনু জম্পেশ ছিল। পিস পোলাউ, মাটন কষা, ইলিশ পাতুরি, মাছের মাথা দিয়ে মুগের ডাল, একটা পাঁচমেশালি ছ্যাঁচরা, কেসি দাশের রসগোল্লা, গাঙ্গুরামের দই।
    রামের সঙ্গে ছিল গ্রিলড চিকেন আর বিফ, আর শসা।
  • san | ১৬ এপ্রিল ২০১১ ০০:১৩ | 14.96.195.46
  • অরূপ ঘোষ সম্পর্কে আমি কিছুই জানিনা। একেবারে কিছুই না।

    মোলেস্টেশনের যথোপযুক্ত শাস্তি সবসময়েই হওয়া উচিত।

    কিন্তু একটা অপরাধ করলেই একদম মানুষ হিসেবে বাতিল ভাবাটা 'আমার মতে' বাড়াবাড়ি। আকাদাকে ক।
  • Nina | ১৬ এপ্রিল ২০১১ ০০:১২ | 64.56.33.254
  • হাহ! হুতো সারা সন্ধ্যে একটা ছোট্ট গেলাস নিয়ে লাজুক লাজুক হেসে বসে রইল ---অমর্‌র বন্ধুরা জিগালো আমাকে ও কোন কলেজে এসেছে ঃ-)
  • pi | ১৬ এপ্রিল ২০১১ ০০:১২ | 128.231.22.150
  • এক্ষেত্রে হতেই পারে অ্যালিবাই। হতেই পারে উনি বেসিক্যালি ই এরকম। কিন্তু এটা নিয়ে একটা প্রশ্ন আমার মাথায় সেদিন থেকেই ঘুরঘুর করছে। কাউকে কাউকে জিগেশ ও করলাম। ব্যাঙদির মতন উত্তর পেলাম। প্রচুর মদ ইত্যাদি খেয়েও তাদের অনুরূপ কোন ইচ্ছা হয়নি ইত্যাদি। কিন্তু এইসব বস্তুর প্রভাব সবার উপরেই সমান হবে তার কি মানে ?
    মদ খেয়ে আমি কাউকে কেবল চুপ করে বসে থাকতে দেখেছি, কাউকে কেবলি বকে যেতে , কাউকে হাসতে, তো কাউকে কেঁদে ভাসাতে। কারুর কিছুই হয় না, কারুর কোন জ্ঞান অব্দি থাকে না।
  • byaang | ১৬ এপ্রিল ২০১১ ০০:১১ | 122.166.91.120
  • অরূপ ঘোষকে তো নিজে হাতে ক্যাল দেওয়ার কোনো চান্স অদূর ভবিষ্যতে দেখতে পাচ্ছি না। ওর পাওনা ক্যালটা আকার কপালেই নাচছে। মদ ছেটানোর বেশি আর কোনো তথ্য নেই বুঝি? লেখা নেই যে পা জড়িয়ে ধরে ক্ষমা চাওয়ার ভান করে বদমাইসি করছিলো!
  • M | ১৬ এপ্রিল ২০১১ ০০:১১ | 59.93.211.205
  • আমার বেশী স্ট্রেস হলেই ভয়ঙ্কর মাথা যন্ত্রনা আর বমি হয়,তখন বাধ্য হয়ে অ্যালপ্রাজোলাম নিতে হয়, আর এই অ্যালপ্রাজোলামেও(পা?) একটা অদ্ভুত ঝিম ধরা নেশা হয়।
  • Nina | ১৬ এপ্রিল ২০১১ ০০:১১ | 64.56.33.254
  • তাইইই ব্যাঙ? আমার কম্পুতে কেয়ং যেন নোংরা মতন দেখাচ্ছে --ঐ বিহারী গোয়ালাগুলোর মোতোন--উপ্স! সরি এমন করে বলতে নেই
  • hu | ১৬ এপ্রিল ২০১১ ০০:১০ | 12.34.246.72
  • আকাদাকে ক। এটাই লিখতে গিয়ে দেখলাম আকাদা লিখে দিয়েছে।
  • r.h | ১৬ এপ্রিল ২০১১ ০০:০৯ | 198.175.62.19
  • কে বললো আমি জানিনা? আমি কাশি, নেশা, ঘুম, ঝিম সব জানি।
  • Nina | ১৬ এপ্রিল ২০১১ ০০:০৯ | 64.56.33.254
  • নঙ্কাটি বোধহয় ধানি ছিল--আর ঐ টুকুনি বম্ম
  • aka | ১৬ এপ্রিল ২০১১ ০০:০৯ | 168.26.215.13
  • আমার খারাপ লাগছে। জনগণকে বলি অত জাজমেন্টাল হয়েন না। লোকটি মাল ছিটিয়ে খারাপ কাজ করেছে এইটুকুর বেশি তথ্য আপনার কাছে নেই। অতএব এর থেকে বেশি কনক্লুশন ড্র কইরেন না।
  • byaang | ১৬ এপ্রিল ২০১১ ০০:০৮ | 122.166.91.120
  • কই নীনাদি, আমার তো দেখতে তেমন মন্দ লাগলো না। বাঁকা ভুরু, টানা চোখ, বেশ একটা মায়াবী মুখ।
  • aka | ১৬ এপ্রিল ২০১১ ০০:০৭ | 168.26.215.13
  • হ্যাঁ খাওয়ার পরেই আবার ছুটতে হবে। আবার অনেকে টেরও পায় না। এর থেকে একটা বিজনেস আইডিয়া এসেছিল।
  • SS | ১৬ এপ্রিল ২০১১ ০০:০৭ | 131.193.195.128
  • এই লোকটাকে আমারও সেয়ানা নেশাখোর বলে মনে হচ্ছে। জানে পাব্লিক সিম্প্যাথি দেখাবে এই ভেবে যে, আহারে এবারের মত মাফ করে দাও বেচারা নেশার চোটে ভুল করে ফেলেছে।
  • Nina | ১৬ এপ্রিল ২০১১ ০০:০৭ | 64.56.33.254
  • ছবিটা দেখ ব্যাঙ , কেমন যেন দেখতে --নোংরা মতন।
  • pi | ১৬ এপ্রিল ২০১১ ০০:০৬ | 128.231.22.150
  • আধখানা লংকা খেয়ে বম্মার এই দশা ? :o

    আর সেই বম্মা কিনা মায়ের ধেড়ে নাতিকে ঝাল খাওয়া নিয়ে খোঁটা দ্যায় ?
  • Tim | ১৬ এপ্রিল ২০১১ ০০:০৬ | 198.82.20.42
  • না খে নি একটু। কেসিদা আজকের মেনু লিখলোনা? আবার হা-হি সংক্রান্ত আলোচনা গতি পাওয়ার আগেই লিখে দাও।
  • byaang | ১৬ এপ্রিল ২০১১ ০০:০৬ | 122.166.91.120
  • মদটা জাস্ট একটা অ্যালিবাই।
  • SS | ১৬ এপ্রিল ২০১১ ০০:০৬ | 131.193.195.128
  • হুম, এদিক থেকে আবার সায়নকে ছেড়ে দিতে হবে মে মাসে।
  • byaang | ১৬ এপ্রিল ২০১১ ০০:০৫ | 122.166.91.120
  • ইসে, লজ্জার মাথা খেয়ে বলেই ফেলি, ঐ কাফ সিরাপ খেয়ে ঝিম মেরে পড়ে থাকাটা আমি প্রায়ই করে থাকতাম। কিন্তু তাতেও কারুর গায়ে মদ কেন, এমনকি জলও ছুঁড়ে মারার ইচ্ছে হয় নি। এই অরূপ ঘোষ বেসিক্যালি জাতে মাতাল তালে ঠিক টাইপের লোক মনে হচ্ছে। এমন নয় যে নেশার ঘোরে আচ্ছন্ন হয়ে করেছে। বজ্জাতি করতে চেয়েছিলো বলে, বজ্জাতি করেছে।
  • aka | ১৬ এপ্রিল ২০১১ ০০:০৫ | 168.26.215.13
  • তাহলে কেসি হাফ চাকরি দেখবে।
  • Arpan | ১৬ এপ্রিল ২০১১ ০০:০৫ | 112.133.206.18
  • হাফ কালার হলে কেমন হয়?
  • Tim | ১৬ এপ্রিল ২০১১ ০০:০৪ | 198.82.20.42
  • না না ব্যালেন্সটা রাখতে হবে। তাই আর কোনো কালারফুল চন্ডালের লুরু যাওয়া নিষেধ। বরম দুয়েকটাকে ভাঙিয়ে আনলে হয়।
  • kc | ১৬ এপ্রিল ২০১১ ০০:০২ | 89.203.49.18
  • লুরুর এই কালারফুল চন্ডালগুলোর জন্যই লুরুতে চাকরি খুঁজতে হবে।
  • Tim | ১৬ এপ্রিল ২০১১ ০০:০২ | 198.82.20.42
  • হ্যাঁ তখন সুজ্জোকে টুঁটি ধরে এনে ছাতা করবে। (ব্যাঙদিকে)
  • aka | ১৬ এপ্রিল ২০১১ ০০:০২ | 168.26.215.13
  • নেশা ভাঙের ব্যপারে এর থেকে বেশি আমি কিছুই জানি না।
  • byaang | ১৬ এপ্রিল ২০১১ ০০:০১ | 122.166.91.120
  • চলে এসো নীনাদি চটপট।
  • Arpan | ১৬ এপ্রিল ২০১১ ০০:০১ | 122.252.231.10
  • হাল্কা নেশা করে রাতের ট্রেন ধরতে হয়। দিব্যি একঘুমে রাত কেটে যায়।
  • Nina | ১৬ এপ্রিল ২০১১ ০০:০০ | 64.56.33.254
  • ব্যাঙ আম্মো লুরু আসব--থাকতে না বেড়াতে
  • byaang | ১৫ এপ্রিল ২০১১ ২৩:৫৯ | 122.166.91.120
  • কেসি আগে তো লুরু আসুক, তারপর অমন কত কত মেল পাবে!
  • byaang | ১৫ এপ্রিল ২০১১ ২৩:৫৮ | 122.166.91.120
  • খটখটে রোদ্দুরের হাত থেকে বাঁচতে হলে অমন নেশাই কাজে আসে।
  • Nina | ১৫ এপ্রিল ২০১১ ২৩:৫৮ | 64.56.33.254
  • দেখতেও কেয়ং যেন, মানে ঐ ছবির অরূপটা
  • byaang | ১৫ এপ্রিল ২০১১ ২৩:৫৭ | 122.166.91.120
  • তাহলে কী দাঁড়ালো কেসটা?
    ১) কেসি মালের সাথে মিশিয়ে খায় নি বলে জানে না নেশা হয় নাকি হয় না।
    ২) আকা শুধু শুধু হাফ শিশি খায় নি বলে জানে না ঘুম পায় কিনা।
    ৩) হুতো কাশি হলে খেতে হয় জানে বলে নেশা হয় কিনা আর ঘুম পায় কিনা জানে না।
  • kc | ১৫ এপ্রিল ২০১১ ২৩:৫৭ | 89.203.49.18
  • না না কাশি সারে। জ্বরজ্বর ভাবও সেরে যায়। আমি এককালে নিয়মিত ফেন্সিডিল সেবন করতাম। তাই আমি বেশী জানি।

    ব্যাঙের মেল কি শুধু লুরুবাসীদের জন্য?
  • Tim | ১৫ এপ্রিল ২০১১ ২৩:৫৬ | 198.82.20.42
  • অ কাশির ওষুধ? সে তো সেই ছোটবেলা থেকেই জানি যে প্রায় সমস্ত কাশির ওষুধেই অল্পবিস্তর ঘুম/নেশা হয়। খটখটে রোদ্দুরে লোকটা অমন নেশা করতেই বা চাইছিলো কেন? নেশা তো লোকে একটু নিরিবিলিতে করে। অদ্ভুৎ লোক।
  • byaang | ১৫ এপ্রিল ২০১১ ২৩:৫৪ | 122.166.91.120
  • হুতো যেটা বললো না, সেটা হল - কাশি সারে না, তবে ঘুমানো, নেশা ইত্যাদি বাকি সব হয়।
  • kc | ১৫ এপ্রিল ২০১১ ২৩:৫৩ | 89.203.49.18
  • ফেন্সিডিল কাশির ওষুধ। হাফ শিশি খেলে বেশ একটা ঝিমঝিম ভাব আসে। আউট ফাউট হয়না।
  • byaang | ১৫ এপ্রিল ২০১১ ২৩:৫৩ | 122.166.91.120
  • আকা আমার চেয়ে বেশি জানে, এটা তাহলে আমার একটা ভুল ধারণা ছিল!
  • r.h | ১৫ এপ্রিল ২০১১ ২৩:৫১ | 198.175.62.19
  • ফেন্সিডিল ঘুমের ওষুধ? কেউ কিচ্ছুটি জানেনা। কে লইবে মোর কার্য।
    ফেন্সিডিল কাশির ওষুধ। খেলে ঘুম ইত্যাদি পায়। পূর্ববঙ্গীয় কথ্য ভাষায় ডাইল।
    ফেন্সিডিল নিয়ে আমার একটা শিক্ষামূলক কাব্য আছে, পুরোটা মনে নেই, জনকল্যানার্থে দুলাইন উদ্ধৃত করলামঃ
    ...
    স্প্যাসমো প্রক্সিভন কিংবা ব্রুফেন
    ভরপুর হতে গেলে চাই এন টেন
    ...
  • byaang | ১৫ এপ্রিল ২০১১ ২৩:৫০ | 122.166.91.120
  • মালের সাথে মিশিয়েই শুধু খায় না, এমনি এমনিও খায়। ভালো নেশা হয়, তারপর কুম্ভকর্ণের মত ঘুম পায়। একটানা ২০-৩০ ঘন্টা ঘুমিয়ে থাকা যায়। আশপাশের লোকজনরা মরে গেছে ভেবে টেনশন খায়।
  • Tim | ১৫ এপ্রিল ২০১১ ২৩:৫০ | 198.82.20.42
  • ফুচকাওয়ালা অভিশাপ দিয়েছে বম্মাকে। লোকটাকে কাল্টিভেট কত্তে হচ্চে।
  • M | ১৫ এপ্রিল ২০১১ ২৩:৪৮ | 59.93.211.205
  • দিদিয়া,
    সেটাও জনগন বলেছে, সকালে আরেকবার বোঝা যাবে, আর আমাশার ওষুধ হাতের কাছে রেখেছি।

    আকা...........গর্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র
  • Tim | ১৫ এপ্রিল ২০১১ ২৩:৪৭ | 198.82.20.42
  • সে তো স্যার কবেই লিখেছিলেন, "আমি রব হতাশ নিস্ফলের দলে.... " ঃ-(
  • Tim | ১৫ এপ্রিল ২০১১ ২৩:৪৬ | 198.82.20.42
  • অপ্পন যা বল্লো, তা যদি সত্যি হয়, তো ব্লগটি সার্থকনামা। ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত