এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • M | ১৬ এপ্রিল ২০১১ ১৫:০৫ | 59.93.240.3
  • আচ্ছা প্রিয় কোটেশন নিয়ে কোনো টই আছে? থাকলে নাম বা লিং দেবেন? আগাম ধন্যযোগ।
  • aranya | ১৬ এপ্রিল ২০১১ ১২:১১ | 144.160.226.53
  • গুন্নাইট, বন্ধুরা।
  • aranya | ১৬ এপ্রিল ২০১১ ১১:৫৯ | 144.160.226.53
  • lcm-ও NJ-তে ছিলেন, ক্ষী ক্ষান্ড। হ্যাঁ বয়স-টাকে ঝুঁটি ধরে আটকে রাখতে পারলে ভাল হত। স্টুডেন্ট লাইফ-টা বড্ড মিস করি
  • lcm | ১৬ এপ্রিল ২০১১ ১১:৩০ | 69.236.160.167
  • NJ ট্রান্‌সিট-এর নিউ ব্রাউন্সউইক ট্রেন স্টেশন.... তারপর, সেখান থেকে ইস্টন অ্যাভিন্যু ধরে গিয়ে ... সমারসেট... ৩০০ ডেভিডসন অ্যাভিন্যু... কর্মস্থল ছিল কিছুদিনের জন্য...

    ফ্রিওয়ে ২৮৭...

    NJ ট্রান্সিটের স্টেশনগুলোর নাম মনে ছিল তখন ... বহুদিন হল...

    ...স্মৃতিমেদুরতায় আক্রান্ত...
  • nyara | ১৬ এপ্রিল ২০১১ ১১:২৫ | 122.167.172.218
  • আমি জেনেরালি স্মৃতিচারণ মোডেই থাকি আজকাল - এত জায়গা ছেড়ে এসেছি। ভেবে দেখলাম একবার বছর দেড়েকের জন্যে ছাড়া যে জায়গা ছেড়ে এসেছি, সেখানে আর ফিরে যাওয়া হয়নি। তবে একদিন ফাইনালি ঠিক কলকাতায় ফিরে যাব।

    শালা বুড়ো হয়ে গেলাম।
  • aranya | ১৬ এপ্রিল ২০১১ ১১:২০ | 144.160.226.53
  • ন্যাড়া , আমারও আজকাল ভালমত ঠাহর হয় না ঃ-( , NJ-তে থাকলেও। কুড়ি কুড়ি বছরের পার, ইত্যাদি। গত মার্চে কলকাতায় প্রবাল আর অনুব্রত-র সাথে দেখা হয়েছিল, কিছু স্মৃতিচারণ হল।
  • nyara | ১৬ এপ্রিল ২০১১ ১১:১১ | 122.167.172.218
  • পিসক্যাটাওয়ে, নিউ ব্রান্সউইক, হাইল্যান্ড পার্ক, জর্জ স্ট্রিট, রুট এইট্টিন, রুট ওয়ান, ফোর সিজনস থাই রেস্টর‌্যান্ট, ক্লাক-ইউ-চিকেন, গ্রিজ ট্রাক্স, ইউনিভার্সিটি অ্যাভেনিউ - নামগুলো সব চেনাচেনা লাগে, কিন্তু ভালমতন ঠাহর হয় না।
  • aranya | ১৬ এপ্রিল ২০১১ ১০:৫১ | 144.160.226.53
  • পিপি, ক্যাব-ফেয়ার ইত্যাদি খোঁজ নিয়ে জানাব। আপনি কবে কখন এয়ারপোর্ট পৌঁছবেন জানালে রাইড দিতেও পারি, ফ্রি থাকলে।
    সায়ন, একটুর জন্য মিস করলাম দেখছি, বাজে লাগছে। হ্যাঁ, অফিস থাকলে আর কি করবে। হুতো- আড্ডাটাও জাস্ট কয়েকঘন্টা আগে ঠিক হয়েছে। পয়লা মে ফিরে গেলে এ যাত্রা আর দেখা হওয়া কঠিন, নেক্সট উইকেন্ড আমি ব্যস্ত। তবে ভবিষ্যতে কখনো দেখা করার খুব-ই ইচ্ছে আমার তরফেও রইল, আম্রিগা বা লুরুতে।
    তুমি ওয়ার্ল্ড কাপ HD টেলিকাস্ট -এর ব্যাপারে ইনফর্মেশন দিয়েছিলে, থ্যাংকু সেজন্য, আগে বলা হয় নি।
  • Arpan | ১৬ এপ্রিল ২০১১ ১০:৪৫ | 112.133.206.18
  • হে হে পিপি, ডেভনের কথাই তো কইতাসিলাম।

    এইটা দ্যাখো।

    http://www.sabrinihari.com/

    কতকাল খাই না। (হতাশ ইমো)
  • sayan | ১৬ এপ্রিল ২০১১ ১০:২৮ | 98.225.180.78
  • অরণ্য, লোভনীয় প্রস্তাব মিস করলাম। কাছাকাছি মানে ডাউনটাউন ফিলি থেকে পঁচিশ মাইল দূরে। সেটা কথা নয় কিন্তু কাল ফুল-ডে অফিস। একটা নিখিল ইস্ট-কোস্ট ভাট হলে মন্দ হয় না। তবে আমি পয়লা তারিখ ফিরছি। রিটার্ন সম্ভবত লাস্ট উইক। দেখা করার খুব ইচ্ছে রইল।
  • pipi | ১৬ এপ্রিল ২০১১ ১০:২৬ | 173.161.6.201
  • অপ্পন, সাবরি কি জিনিস ও কোথায় পাওয়া যায় আগে বাতাও। আমার শিকাগো যাবার এক এবং কেবলমাত্র উদ্দেশ্য ডেভন স্ট্রীটে খ্যাঁটন। তার বাইরে কোথাও যাবার প্ল্যান বা ইচ্ছা নেই (যদি না উত্তম খানাপিনার কোন সন্ধান থাকে)।
  • pipi | ১৬ এপ্রিল ২০১১ ১০:২৩ | 173.161.6.201
  • অরণ্য, অনেক ধন্যবাদ। খোঁজ নিলে জানাবেন। আমি যাব সেন্টেনিয়াল অ্যাভেনিউ তে। সে মনে হয় new brunswick থেকে চেঞ্জ করতে হবে।

    সান্দা, স্টেট শাটল মনে হয় নেই পিসকাটাওয়ে অবধি। থাকলে তো বাঁচা যেত।
  • Arpan | ১৬ এপ্রিল ২০১১ ১০:২০ | 112.133.206.18
  • পিপি, শিকাগো গেলে আমার নাম করে সাবরি থেকে চাট্টি বিরিয়ানি খেয়ে নিও।
  • aranya | ১৬ এপ্রিল ২০১১ ১০:১৯ | 144.160.226.53
  • সায়ন, হুতো আমার বাড়ী আসছে আজ (শনিবার) বিকেলে, রোববার দুপুর অব্দি থাকবে। পানীয় সহযোগে একটু আড্ডা মারার প্ল্যান। পাই-য়ের কাছে শুনলাম তুমি-ও কাছাকাছি আছ। আসবে না কি (যদি ফ্রি থাক) ? হুতো-কে বলেছি তোমায় কল করতে।
  • sayan | ১৬ এপ্রিল ২০১১ ১০:০৫ | 98.225.180.78
  • একবার স্টেট শাট্‌ল খোঁজ করে নিস। এয়ারপোর্টের এক্সিটে বুকিং কাউন্টার আছে। নর্ম্যাল ক্যাবের থেকে কম পড়বে।
  • aranya | ১৬ এপ্রিল ২০১১ ১০:০০ | 144.160.226.53
  • পিপি, Newark, NJ এয়ারপোর্ট থেকে পিসকাটাওয়ে আধঘন্টা থেকে চল্লিশ মিনিট মত লাগে গাড়ীতে। বাসের ব্যাপার-টা ঠিক জানি না, ট্রেনটা মনে হয় এইরকম - এয়ারপোর্ট থেকে Newark ট্রেন স্টেশন , তারপর Newark ট্রেন স্টেশন থেকে edison স্টেশন বা new brunswick স্টেশন, পিসকাটাওয়ে -র কোথায় যাবেন সেই অনুযায়ী। সেখান থেকে ক্যাব-এ মিনিট দশ/পনেরো ।
    এয়ারপোর্ট থেকে সরাসরি ক্যাবে পিসকাটাওয়ে মনে হয় ৭০/৮০ ডলার মত পড়বে, আমি খোঁজ নিয়ে পরে জানাব।
  • pipi | ১৬ এপ্রিল ২০১১ ০৯:৪৬ | 173.161.6.201
  • অরণ্য,
    হুঁ, আসছি পিসকাটাওয়েতে আগামী হপ্তায়। নিইয়র্ক অ্যারপোর্ট থেকে পিসকাটাওয়ে যাব কি করে বাতলান। ক্যাব নিলে কত পড়বে তাও বলুন।
  • aka | ১৬ এপ্রিল ২০১১ ০৯:৩৯ | 24.42.203.194
  • নাকি চিলি'স?
  • aranya | ১৬ এপ্রিল ২০১১ ০৯:৩৬ | 144.160.226.53
  • শুকনো লঙ্কা মানে সিনেমা-টা ?
  • pi | ১৬ এপ্রিল ২০১১ ০৯:১৬ | 72.83.97.171
  • আমার নববর্ষের মেনু শুকনো লঙ্কা।
  • aranya | ১৬ এপ্রিল ২০১১ ০৯:০৫ | 144.160.226.53
  • হঠাৎ পিসকাটাওয়ে/নিউ জার্সী দেখে বড়ই আহ্লাদিত হলাম। পিসকাটাওয়েতে থাকতাম এককালে, এখন তার থেকে আধঘন্টাটাক দূরে, সাউথ ব্রান্সউইকে থাকি।
    পিপি, আসছেন নাকি এদিকে? আপনার সাথে পরিচয় নেই বটে, তবে গুচ-র পাই, কাবলি-দা, হুতো, সুমেরু, টিম - ইত্যাদি কয়েকজনের সাথে আলাপ আছে। জার্মানি থেকে করা আপনার পোস্ট-ও পড়েছি আগে।
  • a | ১৬ এপ্রিল ২০১১ ০৮:৫৭ | 208.240.243.170
  • আরে জার্মান পিপি কি মার্কিন দেশে? অনেকদিন হল না অল্প দিন?
  • pipi | ১৬ এপ্রিল ২০১১ ০৬:৪৬ | 173.161.6.201
  • বাব্বাহ! হাওয়ার কি দা আ প অ ট!! ঠেলতে ঠেলতে পনের মিনিটের রাস্তা পাঁচ মিনিটে নিয়ে চলে এল! এরপরে যখন কালবোশেখী শুরু হবে এখেনে, লোকে আমায় বলছে ঠ্যাংএ পাথর বেঁধে ঘুরতে। যা রকম সকম দেখছি উড়ে যেতেই পারি। খালি কোন দিকে উড়ে যাব সেইটে আগে থাকতে জানা থাকলে সেখানকার গুরুভ্রাতা ভগিনীদের একটা ভাট আয়োজনের বরাত দিয়ে রাখতাম।
    এই বাদলা হাওয়ার চোটে আজকের খানাপিনার প্ল্যান প্রোগ্রাম সব চৌপাট। এখন বসে দুটি মারি বিস্কুট খাচ্ছি। কাল শিকাগো।
    বিটিডব্লু, পিসকাটাওয়ে/নিউ জার্সি তে আছেন নাকি কোন চণ্ডাল?
  • r.h | ১৬ এপ্রিল ২০১১ ০৫:২০ | 67.96.80.214
  • নাঃ। আবেগতাড়নাটা স্বস্তিকার দিক থেকে আশা করছিলাম।
    শ্রীচৈতন্য ইত্যাদি শুনে মনে এট্টুখানি পাপ জেগেছিল। ছি ছি।
  • sayan | ১৬ এপ্রিল ২০১১ ০৪:৪০ | 98.225.180.78
  • তাহলেও একটা কথা ছিল। এ লড়াই সোসনকারিদের সাথে।
    আজকের মত শেষ। উইকেন্ডের সন্ধ্যের বাজার করে আনি। তারপর আবার কাল লড়াই জারি থাকবে।

    আপনি কি এখোনো ল্যাবে। যান বাড়ি যান, তারপর বাচ্চাকাচ্চা সামলে রান্না বসান ঃ-P
  • pi | ১৬ এপ্রিল ২০১১ ০৪:১০ | 128.231.22.150
  • কার সাথে ? ছায়া ?
  • sayan | ১৬ এপ্রিল ২০১১ ০৩:৫২ | 12.20.48.10
  • শুনশান চারদিক। একা আমি লড়ে যাই .... ঃ-(((
  • sayan | ১৬ এপ্রিল ২০১১ ০৩:২২ | 12.20.48.10
  • অ্যান্ড দেন শী উইল পুট দ্য ব্লেম ব্লেম হোয়াট্টা শেম শেম ঃ-))
  • aka | ১৬ এপ্রিল ২০১১ ০২:৫৬ | 168.26.215.13
  • বোঝো! আজকালকার ছেলেপুলেরা কি ব্যাকডেটেড। এদ্দিনে এই গানটা শুনল/দেখল! আমি তো মাঝে মাঝেই শুনি

    প্রেম প্রেম লেটস প্লে দা গেম গেম।
  • sayan | ১৬ এপ্রিল ২০১১ ০২:৪৩ | 12.20.48.10
  • বুনু তুইও! নাঃ, চোকের জল অতিশয় ছোঁয়াচে।

    এদিকে টিম ফুটবল ফেলতে চলে গেল, পকেটে পলার্টুক্রো আছে কিনা জিজ্ঞেস করা হল না। তোকেও হ্যাপি উইকেন্ড।
  • Blank | ১৬ এপ্রিল ২০১১ ০২:২৫ | 59.93.243.4
  • আহা হুতোদার দুঃখু দেখে চোখের জল ধরে রাখা গেলো না
  • r.h | ১৬ এপ্রিল ২০১১ ০২:২৪ | 198.175.62.19
  • আপিসে ইউটিউব খুলবে না বলে অবরুদ্ধ আবেগ নিয়ে বসে আছি- হাহুতাশ।
  • Tim | ১৬ এপ্রিল ২০১১ ০২:২৩ | 198.82.20.42
  • ঃ-))

    নাহ্‌ দারোয়ানি কত্তে যাই। বুনুকে গুন্নাইট। সান্দাকে হ্যাপ্পি উইকেন্ড।
  • Blank | ১৬ এপ্রিল ২০১১ ০২:২০ | 59.93.243.4
  • আবেগহীন হয়ে এই ভিডিও দেখা কি কঠিন
  • Blank | ১৬ এপ্রিল ২০১১ ০২:১৯ | 59.93.243.4
  • নাহ, জগতে দুখী তবে একা সান্দা
  • Tim | ১৬ এপ্রিল ২০১১ ০২:১৭ | 198.82.20.42
  • হাতের কাছে এক টুঅক্রো পলা রাখিস। বা এক চিমটি সিঁদুর। চিত্ত অস্থির হলে কাজে দেবে।
  • Tim | ১৬ এপ্রিল ২০১১ ০২:১৭ | 198.82.20.42
  • ঃ-))))
  • Tim | ১৬ এপ্রিল ২০১১ ০২:১৬ | 198.82.20.42
  • আমি তো বাসমতি চালের ভাত, এট্টু ঘি আর ভাজা, সামান্য চিকেন কষা খাবো। শেষপাতে ভ্যানিলা দই। আজরাতে এখানেও কালবোশেখি হবে। তার আগে চাট্টি ফুটবল পেটানো হবে। তাপ্পর ঘুম।
  • Blank | ১৬ এপ্রিল ২০১১ ০২:১৪ | 59.93.243.4
  • আর একবার ভিডিও টা দেখি তবে, আবেগ মুছে ফেলে
  • Blank | ১৬ এপ্রিল ২০১১ ০২:১৪ | 59.93.243.4
  • শোষন খুব খারাপ, তাও এই নববর্ষের দিনে। কোথায় দুটো পাঁঠার ঝোল, আমের টক আর লাল দই খেয়ে কলবোশেখী দেখতে দেখতে ঘুমুবে, তা না ... খালি শোষন
  • sayan | ১৬ এপ্রিল ২০১১ ০২:১২ | 12.20.48.10
  • কী অবোস্তা! চৈতন্যদেব স্টাইলের ড্রেস বাজারে উঠেছে নাকি!
  • Tim | ১৬ এপ্রিল ২০১১ ০২:১২ | 198.82.20.42
  • এতদ্বারা বোঝা গ্যালো যে গানটা মূলত ভক্তিরসের ছিলো। খামোখাই দুইদেশের বাঙালীরা পরষ্পরকে খিস্তি করে মরেছে।
  • Tim | ১৬ এপ্রিল ২০১১ ০২:১১ | 198.82.20.42
  • হচ্ছি তো!
    একটু পরেই দারোয়ানি করতে যাবো। তারপর হয়ত বা ছুটি।

    ব্ল্যাঙ্কিকে,
    শ্রীচৈতন্যদেবের সাথে পোষকের দিক থেকেও বেশ মিল আছে স্বস্তিকার।
  • Blank | ১৬ এপ্রিল ২০১১ ০২:০৯ | 59.93.243.4
  • আবেগতাড়িত হলেই সবাই দু হাত তুলে নাচে সে স্বস্তিকা হোক বা আমাদের শ্রী চৈতন্য
  • sayan | ১৬ এপ্রিল ২০১১ ০২:০৯ | 12.20.48.10
  • ওরে ফাগল ব্ল্যাঙ্কু, সেন্টু কি শুধু তোর একার? ঃ-)

    টিম, আজ তোর সোসিতো হওয়ার কথা ছিল না!!
  • Tim | ১৬ এপ্রিল ২০১১ ০২:০৮ | 198.82.20.42
  • এই ছুটির আইনতা য্যানো না পাল্টায়, সেটা দেখিস।
  • Blank | ১৬ এপ্রিল ২০১১ ০২:০৬ | 59.93.243.4
  • বেচারী
    ইদিকে আমার চদ্দিন ছুটি চলছে। ল্যাদ খেয়ে বই পত্তর পড়তে যে কি মজা লাগে
  • Tim | ১৬ এপ্রিল ২০১১ ০২:০৫ | 198.82.20.42
  • নববর্ষে জিতের আবেগ দেখে আমি পোব্বোল সেন্টু খেলাম। ভাবছি গানের লাইনে চলে যাবো। (এপার বা ওপার, যেদিকেই হোক)
  • sayan | ১৬ এপ্রিল ২০১১ ০২:০৫ | 12.20.48.10
  • ব্ল্যাঙ্কির কথায় লিং খুলে দেখে প্রবলভাবে ইসের দ্বারা তাড়িত হলাম।
  • Tim | ১৬ এপ্রিল ২০১১ ০২:০৪ | 198.82.20.42
  • না না সোসিতো হচ্ছে তো..... অনেকটা আখ মাড়াই যন্ত্রের মত। তাই।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত