এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bratin | ১২ এপ্রিল ২০১১ ১৫:৪৩ | 122.248.183.1
  • হাল্কা করে কাজিরাঙ্গা টা হবে না?
  • Rajdeep | ১২ এপ্রিল ২০১১ ১৫:৪২ | 115.111.126.179
  • তিলবাবু - গ্যালো বৎসর শ্রাবণমাসে এসেছি
  • nyara | ১২ এপ্রিল ২০১১ ১৫:৪০ | 203.110.238.16
  • যেখানে আপিসের পয়সার কেউ কোনদিন গেছে, সেখানে ডেস্পারেট না হওয়া অব্দি নিজের পয়সায় যাব না।

    ব্রতীন, মনে হচ্ছে গৌহাটি, শিলং, চেরাপুঞ্জী।
  • Rajdeep | ১২ এপ্রিল ২০১১ ১৫:৩৯ | 115.111.126.179
  • ১৫ -২০ মিনিট লাগে সকালে আর ফেরার সময় ২৫-৩০ !
  • til | ১২ এপ্রিল ২০১১ ১৫:৩৯ | 203.33.164.103
  • রাজদীপ, মানে সেই রাজদীপ। কবে গেলেন দেহলী?
    প্রণাম।
  • siki | ১২ এপ্রিল ২০১১ ১৫:৩৭ | 123.242.248.130
  • আজ রাতে আসছো তো? অরিজিৎ? টোলগেট পেরিয়েই ঢুকবে।
  • siki | ১২ এপ্রিল ২০১১ ১৫:৩৬ | 123.242.248.130
  • স্যানকে বলি। রাজদীপের বাড়ির পাশের বিল্ডিংয়ে আমার আপিস। আজই জানলাম। আমি আসি উদ্যোগ বিহার ছাড়িয়ে। সকাল সাড়ে সাতটায় গাজিয়াবাদ থেকে স্টার্ট করি, আটটা কুড়ি, লেটেস্ট সাড়ে আটটায় আপিস পৌঁছে যাই, ঐ সব তোল বুথ টুথ পেরিয়ে। তেমন কিছু জ্যাম আজকাল আর হয় না টোল বুথে।

    আমার বাড়ি থেকে রাজদীপের বাড়ি / আমার আপিস, দূরত্ব মাত্র ৬৫ কিলোমিটার। দৈনিক ১৩০ কিমি আপডাউন করি। দু থেকে আড়াই ঘণ্টায়।
  • siki | ১২ এপ্রিল ২০১১ ১৫:৩৩ | 123.242.248.130
  • উদ্যোগ বিহার বা ডিএলেফ ফেজ টু হচ্ছে গুরগাঁওয়ের জাস্ট স্টার্টিং পয়েন্ট। এন এইচ এইট ধরে টোল বুথ পেরনো মাত্র বাঁদিকটা ডিএলএফ, যেখানে শিপ-বিল্ডিংটা আছে, আর ডানদিক হল উদ্যোগ বিহার। দিল্লি ওখান থেকে লেস দ্যান আ কিলোমিটার বটে, কিন্তু লোকালিটি বলতে কিছু নেই দিল্লির দিকে। গুরগাঁওয়ের এইসব দিক এখন ঘনবসতিপূর্ণ। কিন্তু দিল্লির দিকে বিলকুল ফাঁকা।

    গুরগাঁওতে সব সময়ে গরমকাল চলে। স্কর্চিং সামার, বাড়িভাড়ার রেসপেক্টে। রাজদীপ বলতে পারবে। অত্যধিক কস্টলি। মাত্রাতিরিক্ত রকমের। তুলনায় দক্ষিণ দিল্লিতে অনেক পকেট আছে, সেখানে শস্তায় বাড়িভাড়া পাওয়া যায়, জলের কষ্ট, সেতো আছেই, কিন্তু সেখান থেকে উদ্যোগ বিহার এখন পৌঁছনো যায় কুড়ি মিনিটে, ম্যাক্স পঁচিশ।

    আরো বিস্তারিত চাইলে বিস্তারে বলব। কল্‌ করতে পারিস।
  • Arijit | ১২ এপ্রিল ২০১১ ১৫:৩৩ | 115.249.42.177
  • রাজিন্দর নগরে একটা ঘরে চারজন পেয়িং গেস্ট থাকতুম - থাকা, খাওয়াদাওয়া মিলিয়ে ষোলশ। মুনির্কায় দুই কামরার ফ্ল্যাট চার। সেটা ছেড়ে লাজপত নগরে সাড়ে সাতে যেতেই মনে হয়েছিলো বাব্বা কত বেশি। গুরগাঁওতে তখন ওই তিন/চার ম্যাক্স। এখন বলে কিনা ষোল/কুড়ি? বাপ্‌রে।
  • san | ১২ এপ্রিল ২০১১ ১৫:২৯ | 14.96.80.75
  • না একার জন্য তো, তবে রেঞ্জটা বুঝেছি। ৮ কিমির মধ্যে এদিক ওদিকে খোঁজার কথা ভাবছিলাম। আচ্ছা, এই সাড়ে বারো কিমি যাতায়াতে কিরকম সময় লাগছে আপনার?
  • Arijit | ১২ এপ্রিল ২০১১ ১৫:২৯ | 115.249.42.177
  • টোলগেট কোথায় হয়েছে? আপিস বাসগুলোকেও দাঁড়াতে হয় নাকি?
  • Rajdeep | ১২ এপ্রিল ২০১১ ১৫:২৮ | 115.111.126.179
  • গুগাঁতে চাকরি করতে এলে আমি অন্ততঃ দিল্লীতে থাকা সাজেষ্ট করব না। অবিশ্যি পাকাপাকি NCR বাসী হতে চাইলে অন্য কথা - রোজ সকালে বিকালে পিক আওয়ারে দিল্লী টোলগেট পেরোতে অবস্থা খারাপ হয়ে যায় !
  • Rajdeep | ১২ এপ্রিল ২০১১ ১৫:২২ | 115.111.126.179
  • স্যান , উদ্যোগ বিহারের আশেপাশে যেমন ডিএলএফ ফেজ টু বা থ্রি তে এখন ভাড়া টু BHK ১৬০০০ মিনিমাম আর থ্রি হলে ২০০০০ .. মানে আমার যেগুলো কদিন আগে পছন্দ হয়েছিল তার কথা বল্লাম - এই রেঞ্জের উপরে বা নিচেও আছে , তবে তার সংখ্যা বেশ কম ।

    আমি তাই উদ্যোগ বিহারের আশেপাশে থাকার পরিকল্পনা আপাততঃ ত্যাগ করে দক্ষিণ গুরুগ্রামের সেক্টর ৪৯ এ রয়েছি , উদ্যোগ বিহারের দোকান থেকে আমার বাড়ির দুরত্ব সাড়ে বারো কিমি - এখানে টু BHK ১০-১২ য় পাওয়া যায় , যদি প্রয়োজন হয় ডিএলএফ ফেজ টু বা থ্রির বেশ কিছু এজেন্টের নাম্বার দিয়ে দিতে পারি।
  • Bratin | ১২ এপ্রিল ২০১১ ১৫:১৬ | 122.248.183.1
  • ন্যাড়া দা, শেষ অবধি কোন দিকে পাড়ি দিচ্ছো?
  • Arijit | ১২ এপ্রিল ২০১১ ১৫:১৪ | 115.249.42.177
  • উদ্যোগ বিহারেই তো যেতুম রোজ পুরো দিল্লী পেরিয়ে। তখন ওখেনে কয়েকটা আপিস, বাকি ফাঁকা মাঠ, নির্মিয়মান আপিসের কঙ্কাল আর গরু ছাড়া কিস্যু ছিলো না। নিয়ারেস্ট তন্দুরি রুটি আর কঢ়ির ধাবা ছিলো কাপাস্‌হেরা বর্ডারে। এখন পোচুর লোক থাকে। তবে একটা জিনিস বদলায়নি - বদলাবেও না - গুরগাঁওতে থাকলে আপিস যাতায়াত কমবে বটে, কিন্তু দিল্লীর চার্ম পাবে না। সামান্য কিছুর জন্যে দিল্লী ঠেঙাতে হবে আর মহিপালপুর বা ধলাকুঁয়ায় এসে খিস্তি দেবে (ওগুলোও যদি ফ্লাই ওভার না হয়ে থাকে)।
  • san | ১২ এপ্রিল ২০১১ ১৫:১৪ | 14.96.80.75
  • অরিজিত আমি যাচ্ছি কিনা ঠিক জানিনা। কাপডিশ গাছপাথর ইত্যাদি পরে দেখা যাবে ঃ-) তবে আমার তিনি মুভ করিতেছেন।
  • san | ১২ এপ্রিল ২০১১ ১৫:০৮ | 14.96.80.75
  • হ্যাঁ। উদ্যোগ বিহারে অফিস হলে ধারেকাছে বাড়িভাড়া কেমন হয়? যেমন সেক্টর ফাইভে আপিস হলে সল্লেকের কিছু ব্লক বা কেষ্টপুর বা উল্টোডাঙা এসব কিছু এলাকা রেফার করা যায় কাছাকাছির মধ্যে , সেরকম কিছু এলাকার নাম বলতে পারবে বাড়ি খোঁজার জন্যে?
  • kc | ১২ এপ্রিল ২০১১ ১৫:০৫ | 194.126.37.78
  • কিন্তু 'একটাই' টা খুবই দরকার।
  • siki | ১২ এপ্রিল ২০১১ ১৫:০৪ | 123.242.248.130
  • আর ন্যাড়াদা, দিল্লি আসতে বারণ কে করেছে? একটা খপর দিয়ে সি-ধা চলে এসো।

    আপিসের দিল্লি জার্নালিস্ট কমিউনিটিতে দিল্লির ১০০ বছরের ওপরে রাইটাপ লেখার বরাত পেয়েছি। সাথে দিল্লির ইতিহাস। সামনের মাস থেকে বেরোবে। কিন্তু এদিকে আমি ইংরেজিতে এতো কাঁচা ... বাংলায় তো লিখতে দেবে না। ঃ(
  • Arijit | ১২ এপ্রিল ২০১১ ১৫:০৩ | 115.249.42.177
  • হুঁ, এইটে ঠিক আছে।
  • siki | ১২ এপ্রিল ২০১১ ১৫:০৩ | 123.242.248.130
  • জিগিয়ে ফ্যাল।
  • nyara | ১২ এপ্রিল ২০১১ ১৫:০২ | 203.110.238.16
  • অ্যাকচুয়ালি 'একটাই' নেই।

    "অমরত্বের প্রত্যাশা নেই
    নেই কোন দাবীদাওয়া
    এই নশ্বর জীবনের মানে
    শুধু ভাল কিছু খাওয়া"।

    বলাই বাহুল্য, অরিজিনালিটি ঝলক শুধু শেষ লাইনে।
  • Arijit | ১২ এপ্রিল ২০১১ ১৪:৫৯ | 115.249.42.177
  • স্যান কি গুরগাঁও যেতে চায়? যেওনি খবদ্দার। ওখেনে লোকজন কিন্তু কাপডিশের উত্তরে গাছপাথর ছুঁড়বে;-)
  • san | ১২ এপ্রিল ২০১১ ১৪:৫৭ | 14.96.80.75
  • আচ্ছা , সিকি যখন উপস্থিত, গুরগাঁও সংক্রান্ত আমারো কিঞ্চিৎ জানার ছিল। এখানেই জিগাই?
  • siki | ১২ এপ্রিল ২০১১ ১৪:৫১ | 123.242.248.130
  • অরিজিৎ খুব ভালো সময়ে আসছো। দিল্লিতে এখনো পারফেক্ট বসন্তের ওয়েদার, আকাশে হাল্কা মেঘ, রোদের তেজ নেই একেবারেই। ভোরবেলার দিকে এখনো ফ্যান বন্ধ করে দিতে হচ্ছে। সকালে চান করার সময়ে শীত করছে।

    হায়, সাথে যদি একটা উইকেন্ড হাতে নিয়ে আসতে। আমার আজও কাবাবি গলির করিম্‌সে খাওয়া হয়ে ওঠে নি।
  • Arijit | ১২ এপ্রিল ২০১১ ১৪:৫১ | 115.249.42.177
  • কবিরা থাকলে বলতো "একটাই' কথাটার জন্যে ছন্দ কেটে যাচ্ছে।
  • kc | ১২ এপ্রিল ২০১১ ১৪:৪৪ | 194.126.37.78
  • '' অমরত্বের প্রত্যাশা নেই,
       নেই কোনও দাবীদাওয়া
    এই নশ্বর জীবনের একটাই মানে
       শুধু ভাল কিছু খাওয়া.....''

    ন্যাড়াদার এই স্ট্যাটাস মেসেজটা কতজনকে যে পাঠালাম তার ইয়ত্তা নেই।
  • Arijit | ১২ এপ্রিল ২০১১ ১৪:৪১ | 115.249.42.177
  • সে ওরম সময় নিয়ে যেতে বল্লে আম্মো মোটেও কাঁদুনি গাইতুম না। যদি ১৫ই ভোরবেলা ডেরাইভারি না করার থাকতো, বা যদি দুইদিন আগে বলতো...আর বলতো দুদিন হলিডে মেরে এসো...

    দিল্লী যাওয়া নিয়ে তো কোনো বক্তব্য নাই, দিল্লী অতি ভালো জায়গা সে অঞ্জন দত্ত যাই বলুক গে।
  • nyara | ১২ এপ্রিল ২০১১ ১৪:৩৭ | 203.110.238.16
  • অথচ আমাকে কেউ দিল্লি যেতে বলে না - বুখারা, করিম, মোতি মহল, খান চাচা - দিন চারেক পেলেই অনেকটা কভার করা যেত!
  • siki | ১২ এপ্রিল ২০১১ ১৪:৩৩ | 123.242.248.130
  • আমাদের ছুটি নাই।

    অরিজিৎ বোধ হয় হিলটন হোটেলের কথা কইছিলে। এখন ঐ ডিএলেফের চারধার ধরে গুরগাঁও মেট্রোর কাজ চলছে, ট্র্যাফিক ডাইভার্ট করে সে একেবারে পুঁদিচ্চেরি কেস।

    ফোন্নং আছে তো, তাইলে ফোন কোরো। দেখা হয় তো হবে না, আমি এখন আপিসের ক্যাবে আসি, আর ডিএলেফ থেকে ১৪ কিমি দূরে আমার অফিস।
  • de | ১২ এপ্রিল ২০১১ ১৪:২৫ | 59.163.30.4
  • ১৪ ই ছুটি নয়? বাবা অম্বেড্‌করের চরণে সেবা লাগে!
    আমি কত্তোদিন পুরী যাই না :((
  • M | ১২ এপ্রিল ২০১১ ১৪:১০ | 59.93.167.70
  • :P
  • Arijit | ১২ এপ্রিল ২০১১ ১৪:০৫ | 115.249.42.177
  • অ্যাপ্রেইজালের সীজন, না-ও কইতে পারি না, বিশেষ করে যখন অ্যাপ্রেইজালের কাগজে বড় মুখ করে লিখেছি যে আমারে হাই-টেক অমুক তমুকের টেনিং-এ পাঠানো হোকঃ-(
  • Arijit | ১২ এপ্রিল ২০১১ ১৪:০৪ | 115.249.42.177
  • হাঃ চাপের আর কি দ্যাখস...

    কাল রাত্তির সাড়ে দশটায় বড়কত্তা মেল করে বল্লেন ওহে দুদিনের জন্যি দিল্লী ঘুরে এসো তো - ১৩ই আর ১৪ই একখান ওয়ার্কশপ সেরে এসো - আর আজ বিকেলে আমি দিল্লী রওনা দিচ্ছি। ১৪ই রাত্তির ভগবান জানে কটায় ফিরে ১৫ই ভোর পাঁচটায় স্টিয়ারিংএ বসতে হবে পুরী যাওয়ার জন্য।

    কোথায় আমার সেই লক্‌ লাগানের পাশে পাহাড়ের গায়ে পাথরের বাড়িখানা...
  • M | ১২ এপ্রিল ২০১১ ১৩:৫৭ | 59.93.167.70
  • উঃ আমার কি চাপের সময় যাচ্ছে, চাপের চোটে আমি একের পর এক ঋভুর চকোলেট খেয়ে ফেলছি।কোটো প্রায় ফসসা হয়ে এলো।ঃ(
  • Arijit | ১২ এপ্রিল ২০১১ ১৩:০৭ | 115.249.42.177
  • ফেসবুকের একটা জিনিস বেশ বাজে লাগলো।

    ধরা যাক "ক' বলে কেউ একটা ছবি আপলোড করলো, আর সেই ছবিতে খ, গ, ঘ অনেকে কমেন্ট করলো। ক আর খ-এর বেশ কিছু ব্যক্তিগত ঝগড়াও হল ওই থ্রেডেই। এবার আমি ক, খ কাউকে চিনি না, কিন্তু গ যেহেতু আমার ফ্রেন্ড লিস্টে আছে, তাই গ সেখানে কমেন্ট করায় আমি পুরো থ্রেডটা দেখতে পেলাম, ইনক্লুডিং ক আর খ-এর ব্যক্তিগত ঝগড়া!

    অদ্ভুত! এবং বাজে।
  • til | ১২ এপ্রিল ২০১১ ১২:৪৭ | 203.33.164.103
  • মহামান্য কাবলিদা,
    ব্যক্তির নামে তো অসংখ্য শহরই আছে, আপনার ওয়াশিংটন তো প্রথমেই আসে। ব্রিসবেন, মেলবোর্ন। পুরো ক্যানবেরাতে ভূতপূর্ব প্রধানমন্ত্রী বা খ্যাতিমানদের দের নামে সব এক একটা সাবার্ব। নো নগর, নো ল্যাণ্ড, নো সেক্স নো কিচ্ছু! যাষ্ট প্লেন ও সিম্পল নেম। তবে প্রথম থেকে দিলে সমস্যাটা হয় না।
    নিউটাউনের বেলায় সেই সুবিধেটা ছিল, এখনও তো কোন রাস্তার নামই নেই। এই যে সেক্টর ফাইভ, আমি অনেক কষ্টে উদ্ধার করেছি জায়গাটা কোথায়। নাম আগে থেকে দিলে কি অসুবিধে কে জানে, প্ল্যানে দিলেই তো ল্যাঠা চুকে যায়।
    ভেবে দেখুন, নিউ টাউনে কত কত নতুন রাস্তা, কত কত খ্যাতিমানদের আমরা স্মরণ করতে পারি। নাম দিলেও লোকে দিয়ে নেবেই, রাজারহাটে যেমন নারকেল বাগান বলে একটা স্টপেজ রয়েছে, পরে অমুক বললেও নারকেল বাগান থেকেই যাবে।
  • siki | ১২ এপ্রিল ২০১১ ১২:৪২ | 123.242.248.130
  • অরিজিৎ, ফোন করে নিতে পারো। আমার আপিস এই ফেব্রুয়ারি পর্যন্ত ওখানেই ছিল, এখন সোহনা রোডে চলে এসেছি।

    ডিএলএফ ফেজ টু-এর কোন টাওয়ার? ফেজ টু একটা বিশাল কাচে মোড়া জায়গা।
  • Arijit | ১২ এপ্রিল ২০১১ ১২:২৭ | 115.249.42.177
  • এইটে কি ওই কি যেন বড় হোটেলটা (র‌্যাডিসন নয়) - সেদিকে? মানে ওই পেল্লায় শিবমূর্তিটা ছাড়িয়ে আরো এগিয়ে ডানদিকে ঢুকে গেলে জিই, টিসিএস, সিলিকন গ্রাফিক্স ইত্যাদির আপিস ছিলো, আর বাঁ দিকে একখান বড় হোটেল ছিলো - নাম ভুলে গেছি - একবার পার্টি হয়েছিলো ওখানে...
  • Rajdeep | ১২ এপ্রিল ২০১১ ১২:১০ | 115.111.126.179
  • ওঃ একেবারে সহজ ঃ-) যেকোন ক্যাব ড্রাইভার চোখবুজে নিয়ে চলে আসবে, শমীকের আপিসওতো ও ঐখানে .... তাই না ? না সোহনা রোডে চলে গ্যাছো?
  • Arijit | ১২ এপ্রিল ২০১১ ১২:০০ | 115.249.42.177
  • ডিএলএফ সাইবার সিটি, ডিএলএফ ফেজ ২
    গুরুগ্রাম ১২২০০২
  • Rajdeep | ১২ এপ্রিল ২০১১ ১১:৫৮ | 115.111.126.179
  • এয়ারপোর্ট থেকে মিনিট ২০-২৫ লাগবে , NH৮ এর পাশেই - বেশ বড় এলাকা

    ঠিকানা দিলে আরও একটু হেল্পাবার চেষ্টা করতে পারি
  • de | ১২ এপ্রিল ২০১১ ১১:৪৭ | 203.197.42.100
  • কাবলি-দা,
    ইউনিকোডে ফুলিস্টপ আসে না তো, দশমিক লিখবো কিভাবে? তাই কমা দিয়েছিলাম!
  • Arijit | ১২ এপ্রিল ২০১১ ১১:১৬ | 115.249.42.177
  • ডিএলএফ ফেজ ২ টা গুরুগ্রামের কোন মুল্লুকে?
  • Bratin | ১২ এপ্রিল ২০১১ ১০:৫৫ | 122.248.183.1
  • আমার ও স্টেশনের নাম পরিবর্তন একদম ভালো লাগে না। নাম রাখতে হয় পার্ক কর,বাগান কর, স্ট্যাচু বানা। অর যত খুশী ইয়াদ কর।
  • kc | ১২ এপ্রিল ২০১১ ১০:৩০ | 194.126.37.78
  • এই নাম চেঞ্জ করার খেলাগুলো খুব বিরক্তিকর। লোকে এখনও বিধাননগর না বলে সল্ট লেকই বলে। আগামী পঞ্চাশ বছর পরেও ওটা নিউ টাউনই থাকবে।
  • saikat | ১২ এপ্রিল ২০১১ ১০:২২ | 202.54.74.119
  • ন্যাড়দা বড় কূট প্রশ্ন করেন। এ রকম না করলে লোকে যদি ব্যক্তিটিকে ভুলে যায় , তা কী বাঙালীর ইতিহাসকেই ভুলে যাওয়া হবে না? সেই জন্যই তো এই বন্দোবস্ত।
  • nyara | ১২ এপ্রিল ২০১১ ০৮:৫৩ | 203.110.238.16
  • কোন একটা জায়গার নাম 'কমরেড জ্যোতি বসু নগর' না কী হয়ে গেল না? নিউ টাউন কী? সে নামকরণ কী ভাবে হল? পাবলিক নোটিফিকেশন দিয়ে, কমেন্টিং পিরিয়ড রেখে? আর ক্যালকাটা থেকে কলকাতা?
  • siki | ১২ এপ্রিল ২০১১ ০৮:৪৩ | 123.242.248.130
  • ছিপিএম আবার সম্মেলন টম্মেলনের আগে জায়গার নাম পাল্টে দেয়। যেমন হুগলিতে যদি তাদের সম্মেলন হয় টয়, তখন হুগলির নাম হয়ে যায় কমরেড বিজয়কৃষ্ণ মোদক নগর, আর মিউনিসিপ্যালিটি অডিটোরিয়ামের নাম হয়ে যায় হরেকৃষ্ণ কোঙার মঞ্চ। এই রকমই চলে তো, কমরেড অনিল বিশ্বাস নগর, জ্যোতি বসু মঞ্চ, ইত্যাদি প্রভৃতি।

    সম্মেলন শেষ হলে হুগলি আবার হুগলিতে ফিরে আসে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত