সব্বাইকে শুভ নবর্ষ! মৌলিকে জম্নদিনের অনেক শুভেচ্ছা আর নতুন গুড়ের পায়েস ঃ-) ভুতু আর বুনু বে কর বে কর অনেক তো হইল--- ২০শে তোর জন্যি পায়েস আনব রে ভুতু, ততক্ষণ পটলের বিস্কুট খা
nyara | ১৪ এপ্রিল ২০১১ ১৯:২৩ | 122.167.168.234
আনন্দবাজার, আজকাল, প্রতিদিন, গণশক্তি (বর্তমান অনেকদিন দেখিনি) - প্রধান বাংলা কাগজগুলোর মধ্যে টেকনোলজি ও পড়ার সুবিধের গণশক্তি অন্যদের বলে বলে কয়েকটা গোল দেবে। ভেরি ইমপ্রেসিভ।
Sibu | ১৪ এপ্রিল ২০১১ ১৯:২০ | 122.169.161.14
জম্মে ওঁয়া ওঁয়া করে চেঁচানোর মধ্যে বীরত্ব কোতায় পেলি?
r.h | ১৪ এপ্রিল ২০১১ ১৯:১৭ | 198.175.62.19
সিমপ্যাথি কোথায়, বীরপূজা।
Tim | ১৪ এপ্রিল ২০১১ ১৯:০৭ | 173.163.204.9
ধুস, আনন্দমেলা দিয়ে কি হবে। বরং একটা অদৃশ্য হওয়ার জামা দাও। আতমরকশা কে লিয়ে।
Sibu | ১৪ এপ্রিল ২০১১ ১৯:০৬ | 122.169.161.14
এই যে যাস্ট সিমপ্যাথি ফ্যাক্টর কাজে লাগিয়ে একটা লোক পুরোনো সব আনন্দমেলা পেয়ে যাবে, বাকীদের একবার সাধাও হবে না - ইয়ে বহুৎ না-ইনসাফি হ্যায়। তীব্র প্রতিবাদ জানালাম মা-মাটী-মানুষকে সাক্ষী রেখে।
de | ১৪ এপ্রিল ২০১১ ১৯:০০ | 27.106.82.40
আর ক্রিকেট দেখছি না -- দেখে দেখে চোখে চড়া পড়ে গ্যালো!
ভুতোর ব্যাপারটা কিছু বোঝা গেলেনা, তার কি জন্মদিন, না বিয়ে, না নিতান্তই কান কটকট করছে?
তবে বিভীষন্দাকে জন্মদিনের সংগ্রামী অভিনন্দন, রক্তিম শুভেচ্ছা, লালে লাল লাল সেলাম। (বিভীষন্দা, আপনি পুরনো আনন্দমেলা পড়তে ভালোবাসেন? দর্কার হলে আমাকে বলবেন যেন।)
de | ১৪ এপ্রিল ২০১১ ১৮:৫৫ | 27.106.82.40
আজকে বাবা অম্বেডকরের চরণে সেবা লাগে ছিলো -- ছুটিদ্দিন, তাই ব্যস্ত ছিলাম যথারীতি, পিছিয়ে পড়ে খুব একচোট হেসে গেলাম!
dukhe | ১৪ এপ্রিল ২০১১ ১৮:৩৪ | 122.160.114.85
আরে বিরাট কোহলিকে ভুল করে বল দিয়েছিল । রায়নাকে দিতে চেয়েছিল, কিন্তু ঘাবড়ে গিয়ে -
Jay | ১৪ এপ্রিল ২০১১ ১৮:২৯ | 90.209.32.165
কাল পাঞ্জাব ইসে আর চেন্নাই ইসের টোটো দেখলাম। পল ভালথাট্টি (কে?) কি ক্যাল ক্যালাল- আঃ নয়নাভিরাম! প্রভিন কুমারকে দেখলাম- পথম দু বলে দুটো উইকেট নিল। নেহরা ওয়ার্ল্ড কাপের ফাইনালের আগে চোট পেয়ে বসে গেল। ধোনি- কার্স্টেন ম্যানেজমেন্ট প্রভিন কুমারাকে না ডেকে পাগলাশ্রীকে খেলাল! ইন্ডিয়া টিমের এই সর্ট সাইটেডনেস যাওয়ার নয়! জিতে গেছে তাই সব ভালো। কে কোশ্নো করবে - কেন ধোনি বিরাট কোহলি বল করাল? গ্রুপ লীগে নেট রান রেট নিয়ে কোন ভাবনা চিন্তা ছিল কেন? অস্ট্রেলিয়াকে কো-ফাইনালে এড়ানোর চেষ্টা করা উচিৎ ছিল- সাউথ আফ্রিকার এগেনস্টে ব্যাট করার সময় ধোনি নন-স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে দেখল বাঁই বাঁই ব্যাট ঘুরিয়ে সব অল আউট হয়ে গেল- টেল এন্ডারদের কভার করে কেউ খেলে না, শচীন ভগবানও না, ধর ভাই লক্ষ্মনও না। যাক খিস্তি খাস্তা মেরে অ্যাসিডিটি কমে গেল! ঘন্টাখানেকের মধ্য আবার আইপিলে ঢুকে পড়ব! ব্যাঙ্লুরু ইসে আর হায়দেরাবাদ ইসে।
kumudini | ১৪ এপ্রিল ২০১১ ১৭:৪৩ | 122.162.233.106
আমি চাই আর একটা গল্প।
kumu | ১৪ এপ্রিল ২০১১ ১৭:৩৯ | 122.162.233.106
ঃ-
til | ১৪ এপ্রিল ২০১১ ১৭:৩৯ | 203.33.164.103
আহ কুমুবেন, পোকাধরা ফুটো ফুটো তেলেতেলে নরম নীল রঙের ছাতা পড়া চীজ ও তদসহ লাল আঙুর রস ও আনারসের কুচি! তার বদলে কিনা ড্যাস ড্যাস! আরে কি যে কন। তো ফিলাপ করুন তো দেখি কেয়া চীজ মাঙ্গে তেরা দিল?
til | ১৪ এপ্রিল ২০১১ ১৭:২৮ | 203.33.164.103
ভুতো জন্মদিনে কলিকাতায় আসিলে তোমার ও আর্ল অফ বারুইপুরের নিমিত্ত এক শিশি(বড়) যবের পানীয় গচ্ছিত রহিয়াছে। শুধু দুই সপ্তাহের নোটিশ চাহি, মম কুঠরী সে ডেলিভারি লহিতে হইবেক। ( রহে না রহে হাম, আপকা মাল মিল যায়েগী)
kumu | ১৪ এপ্রিল ২০১১ ১৭:১৬ | 122.162.233.106
ভোটের আগে বে কত্তে নেই? কতকিছুই জানি না,ইদিকে আকবা।
kumu | ১৪ এপ্রিল ২০১১ ১৭:০৯ | 122.162.233.106
নাকি -ভুতো?
kumu | ১৪ এপ্রিল ২০১১ ১৭:০৮ | 122.162.233.106
ফুতো-একবার সাধিলেই খাইব-কেস।
kumudini | ১৪ এপ্রিল ২০১১ ১৭:০৬ | 122.162.233.106
পোকা ধরা/না ধরা চীজ চাই না,ঐ ড্যাস চাই দুএর মত।
Bhuto | ১৪ এপ্রিল ২০১১ ১৭:০৬ | 203.91.193.7
ভাই বুনু , আছিস? বিয়ে নিয়ে তো কিছু একটা কত্তে হয়, সবাই তো ব্রাশ করে দিল। দ'দি,শমীকদা, তো 'বৌমাসি' ব্র্যান্ডটা এখনও মনে রেখে দিয়েছে । চলো কিছু করি, এবারে ভোটটা দে, তারপর কিছু কর রে । আজ ই এই জন্মদিনে তো চামড়া খুলে নেবে ঃ)
Bhuto | ১৪ এপ্রিল ২০১১ ১৭:০৩ | 203.91.193.7
ও হ্যাঁ রবিবার বসা যাক নাকি? অপ্পনদা তোমাকে ফোন করে নেব।
til | ১৪ এপ্রিল ২০১১ ১৬:৩০ | 203.33.164.103
কুমুবেন, Du (এই রে সেরেছে, ছোট ডি না বড় গুলিয়ে ফেললাম না তো!) এবং বড় M ধন্যবাদ অনেক। কুমুবেনের নিমিত্ত সফট ব্লু (পোকাধরা) চীজ , M কে লিয়ে Mocca কফি এবং দু (দা না দি?) কে লিয়ে ... (Fill up the blanks) জো আপকা পসন্দ!
til | ১৪ এপ্রিল ২০১১ ১৬:২৪ | 203.33.164.103
বিভীষণদাকে শুভ জন্মদিন। (কেন, কি কারণে, এত শত হাইলাইট করতে পারিব না); পরমপূজ্য শ্রীমতী ব্যাঙদি আমার শুভেচ্ছা যথাস্থানে পৌঁছাইয়া দিবেন। পুনঃ (১) এই ১৪১৮ বৎসরে নো ল্যাপটপ ভঙ্গন!। (২) ব্যাঙ্গালোর বেলুড়ের অধম! কারণ ব্রতীন বলিবেক।
M | ১৪ এপ্রিল ২০১১ ১৫:৪৩ | 59.93.195.18
বিভীষনকে হ্যাবাড্ডে, আর একটা লোহার বর্ম।
কুঁচো ঋভুকে একটা সারাদিন খেলার জন্য।(আগাম)
অম্মো ঘাবরে ছিলুম, ভুতোর তো বিশে সো করছে।
আর দেবযানী সবাইকে উস্কে,ফুচকার ড্যাডের শ্রাদ্ধ করে কোথায় পালালো?
sinfaut | ১৪ এপ্রিল ২০১১ ১৪:৫০ | 203.91.201.57
আমার আবারও পাপ মন।
d | ১৪ এপ্রিল ২০১১ ১৪:৩৭ | 14.96.33.183
অ্যাল্ল! যা তা ছড়িয়েছি। যাগ্গে বিভীষণবাবুর জন্য অসংখ্য অসংখ্য শুভেছা ও শুভকামান (আত্মরক্ষার্থে)
kumudini | ১৪ এপ্রিল ২০১১ ১৪:৩২ | 122.162.233.106
আর এই ভুতো অ্যাদ্দিনে একটা বে কর্তে পারল না?ছি,ছি,এরা আবার বড় হয়ে দেশের মুখোঙ্কÄল কর্বে? হতাশ হওন,কপল চাপড়াওন(আস্তে) ও লাঞ্চে গমন।
kumudini | ১৪ এপ্রিল ২০১১ ১৪:২২ | 122.162.233.106
কেসির মেডামের সংগ্রহে লাঠিটা ছিল। কেসি কোন সুযোগে সেইটে সরিয়ে ফেলেছিল,এখন তাল বুঝে ব্যাংকে পাচার কর্ল।
শুভ্রাংশু রায় তখন থানায় বসে! অ্যাবস্কন্ডেড!!সব শা* সমান। পরিবর্তন এ জেবনে হবে না- যেই আসুক। পাব্লিক প্যাঁদানি না দিলে! আর পাব্লিক!
san | ১৪ এপ্রিল ২০১১ ১৪:১৭ | 14.96.7.56
হ্যাঁ বিভীষণদাকে হ্যাপিবাড্ডে। কিন্তু কেসিদার দেওয়া তেলচুকচুকে মোটা লাঠিটা কার পিঠে পড়বে এই ভেবে আমি একটু চিন্তিত।
ভুতোকে সবাই আজকে ক্যানো উইশ কচ্ছে?
kumudini | ১৪ এপ্রিল ২০১১ ১৪:১৪ | 122.162.233.106
এ হে হে,কি যে কয় এরা। বিভীষণ তো ব্যাঙের বর। ব্যাঙ,চৈত্র সংক্রান্তিতে পায়েস রাঁধে না বুঝি?যাগ্গে,ভমা বা অন্য পছন্দের জায়গায় গিয়ে ভাল করে খেয়ে এসো তিনজনে।
byaang | ১৪ এপ্রিল ২০১১ ১৩:৩১ | 122.167.113.185
মুকুল রায়ের ছেলে।
Arijit | ১৪ এপ্রিল ২০১১ ১৩:২৩ | 14.98.49.180
ডেটাকার্ড কি ভয়ঙ্কর স্লো রে বাবা!!! টাটা ফোটন প্লাস আবার লম্বা চওড়া অ্যাড দেয়!!!
ইয়াহু ইন্ডিয়ায় এই হেডলাইনটা দেখাচ্ছে - Just in: Trinamool candidate assaults election officials, absconds - আর কোনো ডিটেল্স নেই। কেউ কিছু জানো?
Sibu | ১৪ এপ্রিল ২০১১ ১৩:১৮ | 74.125.63.33
ব্যাঙের পায়েস কি খেতে ভাল হবে?
আর ব্যাং হে, বউ থাকাটাই খুব খারাপ। যত বেশী বউ তত বেশী খারাপ। সেই গান শুনিসনি - আগে হ্যায় কাতিল মেরা ...
কুমু, আমি আজ রান্নাঘরেই ঢুকি নি। চৈত্রসংক্রান্তিতে আবার পায়েস কীসের? আমার ছেলের জন্মদিন রোব্বার। ঐদিন রাঁধবো। আর তাছাড়া যার জন্য পায়েস রাঁধতে বলছো, সে আমার জন্মদিনের আগের দিন সন্ধ্যেবেলায় একটা বার্থডে টেমপ্লেট এসেমেস করেছিলো। মানে সে ভুলেই গেছিলো আমার কবে জন্মদিন। সুতরাং, আমি যে মনে রেখেছি সেই যথেষ্ট।
আর ভুতোর জন্য আমি যে পাত্রীর সঙ্গেই সম্বন্ধ করবো ভাবি, ভাবার তিন মাসের মধ্যেই সেই পাত্রীর অন্য কারো সঙ্গে বিয়ে হয়ে যায়। আমারও আর ভুতোকে আইবুড়োভাত খাওয়ানো হয় না।
kumudini | ১৪ এপ্রিল ২০১১ ১২:৫৩ | 122.162.233.106
মৌলিনাথকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। ব্যাং,পায়েস রেঁধেছ তো?
Blank | ১৪ এপ্রিল ২০১১ ১২:৫২ | 59.93.207.243
আরে উনিশ বিশে তফাৎ কি। কিন্তু ঐ বিজয় মাল্যর মেয়েকে বে টা অন্তত করিস
Bhuto | ১৪ এপ্রিল ২০১১ ১২:৫১ | 203.91.193.7
ব্যাংদির সাথে বোঝাপড়াটা করছি আগে মল্লিদাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই ।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন