এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kumudini | ১৩ এপ্রিল ২০১১ ১৮:৩১ | 59.178.48.116
  • কেডিদা,রঞ্জনদা,কল্লোলদা-এঁদের হাই টেনশনে কবে দেখাবে?
  • kd | ১৩ এপ্রিল ২০১১ ১৮:৩১ | 71.183.182.113
  • ব্যাকরণসম্মত ভাবে বলতে গেলে যেটাকে মাথা বলা হচ্ছে, সেটা আসলে গোড়া (মূল) - মাথাটা নীচে প্রোথিত।
  • kumudini | ১৩ এপ্রিল ২০১১ ১৮:২৯ | 59.178.48.116
  • সেই নীলের পুজো আজ না কাল?এই কোচ্চেনের জবাব এখনো পাই নি।
    কেডিদার কথানুযায়ী আজ,তাই তো?
  • kd | ১৩ এপ্রিল ২০১১ ১৮:২৩ | 71.183.182.113
  • যদিও মুখে মুখে চলে আসছে, ওটা নীলষষ্ঠী নয়, নীলপুজো (ওটা পড়ে চৈত্রসংক্রান্তির আগের দিনে, সেদিন যে ষষ্ঠী হবেই, তার তো ঠিক নেই)। মনে হয় স্বামী-সন্তানের মঙ্গলের জন্যে মেয়েরা বছরে বেশ কিছু ষষ্ঠী-অষ্টমী করে তো, এটার উদ্দেশ্য একই হওয়ায় ...
  • til | ১৩ এপ্রিল ২০১১ ১৮:০৮ | 203.33.164.103
  • পুনঃ
    দে-দি
    btw, MAS কিন্তু ৪৪০ টাকা প্লাস ট্যাক্সোয় মুম্বাই সিডনী দিচ্ছে; একটু ভারমুক্ত হোন, আপনার তহবিলের (এবং মেকী ও বায়বীয় ( ভার্চুয়াল) বন্ধুত্বের)! পুজোতে সরস্বতীর মূর্তি ইঁদুরে খেয়ে গিয়ে থাকলে আপনাকে বসিয়ে দেয়া যাবে; তখন তো প্রণামীও পাবেন।
  • m | ১৩ এপ্রিল ২০১১ ১৮:০৮ | 117.194.36.174
  • মঃ)
  • m | ১৩ এপ্রিল ২০১১ ১৮:০৭ | 117.194.36.174
  • দে!!!!
  • M | ১৩ এপ্রিল ২০১১ ১৮:০৬ | 59.93.195.79
  • মিঠু,
    হো হো হো হো হি হি হি হি
  • M | ১৩ এপ্রিল ২০১১ ১৮:০৫ | 59.93.195.79
  • দে,
    ইইইইইইইইইইইক!!!!!!!!!!!!!!
  • de | ১৩ এপ্রিল ২০১১ ১৮:০৫ | 203.197.30.2
  • ম,
    মাথার আরো মানেও হয়তো!
  • de | ১৩ এপ্রিল ২০১১ ১৮:০৪ | 203.197.30.2
  • তিলুবাবু,

    ফুচকার নেমন্তও রইলো :))

    শুধু জল ঢালা নয়, ঘিও মাখায় দেখেছি :)
  • m | ১৩ এপ্রিল ২০১১ ১৮:০৩ | 117.194.36.174
  • ভাবলে!!!
    পুং দের মাথা সম্পর্কিত ভাবনার আলোকে নবরূপে আলোকিত হলাম!!!

    (গড়াগড়ি দিয়ে বিষ্ময়)
  • aka | ১৩ এপ্রিল ২০১১ ১৮:০৩ | 168.26.215.13
  • ঠিক নীল ষষ্ঠীতে নুচি হত।
  • Rajdeep | ১৩ এপ্রিল ২০১১ ১৮:০২ | 115.111.126.179
  • কুমুদি - জেনেও আর কি লাভ হল বলুন ! নুচি তো আর জুটল না আজকে ঃ-(
  • aka | ১৩ এপ্রিল ২০১১ ১৭:৫৯ | 168.26.215.13
  • আমি তো ভাবলাম ওটাই শিবের মাথা। ;)
  • kumudini | ১৩ এপ্রিল ২০১১ ১৭:৫৭ | 59.178.48.116
  • হ্যাঁ,মিঠু ঠিক বলেছে।
  • m | ১৩ এপ্রিল ২০১১ ১৭:৫৪ | 117.194.36.174
  • কুমু,মাথাওলা শিব শুধু ছবিতে থাকে, মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল ঢালতে হয়।ঃ)
  • kumudini | ১৩ এপ্রিল ২০১১ ১৭:৫২ | 59.178.48.116
  • মিঠু,১৪৭৩৭ এর প্রতি তোমার দৃষ্টি আকর্ষণ করা আমার কর্ত্তব্য।
  • kumudini | ১৩ এপ্রিল ২০১১ ১৭:৪৯ | 59.178.48.116
  • ক্ষী সব পোলাপান!!
    হোলো গে=হোলো গিয়ে
    নীল ষষ্ঠীতে মায়েরা সন্তানের কল্যাণের জন্য উপোস করেন।অনেকে আবার ভাত বা চালজাত জিনিস ছাড়া অন্য সবই খান।বিকেলে শিবের মাথায় জল/দুধ ঢালতে হয়।
    রাজদীপ কেমন সুন্দর জানে !
  • til | ১৩ এপ্রিল ২০১১ ১৭:৪৮ | 203.33.164.103
  • দে দিদিমণি,
    invi র মধ্যে কি ফুচকা ইনক্লুডেড? তবে তো যেতেই হয়!
  • m | ১৩ এপ্রিল ২০১১ ১৭:১৮ | 117.194.36.174
  • নাক ঝাড়া, ড্রেনের জল, হাজা এই অব্দি চোখকান বুজে থাকা যেত, কিন্তু হিসুডোবানো ফুচকা টা......
    ইক্‌
  • de | ১৩ এপ্রিল ২০১১ ১৭:১৫ | 59.163.30.3
  • আমার মতো আরো কত্তো লোকের মনে পাপ :)))

    দমদি আর স্যান, আম্মো ফুচকা ভালোবাসি -- তবে বম্বের ফুচকা-আলা দের বানানো মিষ্টি ফুচকা নয় -- প্রচন্ড ঝাল-ঝাল আর খুব টক ফুচকা। আমরা বাজার থেকে প্যাকেট কিনে এনে বাড়িতেই বানিয়ে নি। চুর্মুরো বানাই আর দই-ফুচকাও!
  • Rajdeep | ১৩ এপ্রিল ২০১১ ১৭:০৪ | 115.111.126.179
  • সন্তানের কল্যাণ কামনায় মায়ের উপোস - এটুকুই জানি , নীল নাকি শিবের এক নাম সেই নামে ইত্যাদি ইত্যাদি , তবে হ্যাঁ এখনও গ্রামের বাড়িতে এইদিন উপোস শেষ হলে লুচি তরকারি পায়েস মিষ্টি সব্বাইয়ের উপোষি অ-উপোষি নির্বিশেষে .... যাঃ মন খারাপ হয়ে গেল ঃ-( একবার ফোনাতে হবে রাত্তিরে যদি একটু গন্ধও কোনওভাবে পাওয়া যায়
  • siki | ১৩ এপ্রিল ২০১১ ১৭:০০ | 123.242.248.130
  • কতকাল ফুচকা খাই নি। ভেউ।

    বাড়ি গেলাম।
  • san | ১৩ এপ্রিল ২০১১ ১৬:৪৫ | 14.99.121.122
  • জামাইষষ্ঠী জানি নীলষষ্ঠী আবার কী বস্তু?

    ফুচকা এবং চুরমুর দুইই আমার বেজায় প্রিয় ঃ-(((( তবে ইয়ে ওটা তো যেকোন স্ট্রিট ফুডের ক্ষেত্রেই হতে পারত / পারে, মানে ঝালমুড়ি থেকে পাপড়িচাট যে কোনো বিক্রেতাই , মানে বলা তো যায় না - এই ভেবেই নিজেকে সান্ত্বনা দিলাম ।
  • d | ১৩ এপ্রিল ২০১১ ১৬:৪২ | 14.99.127.190
  • এঃ পিনাকীরও আমার মত পাপমন। আমিও কিছুক্ষণ ভাবলাম গে দের নীলষষ্ঠী!! বাপস!

    দেবযানী, আমার বাবা বলতেন ফুচকাওয়ালার হাতে দাদ না থাকলে এবং ঘ্যাস ঘ্যাস করে সেই দাদ চুলকিয়ে সেই হাতে তেঁতুলজল না ঘাঁটলে ফুচকায় তেমন স্বাদ হয় না।
    ঃ))
    ফুচকা আমি খুব ভালবাসি
  • shrabani | ১৩ এপ্রিল ২০১১ ১৬:২৪ | 124.124.86.85
  • ফুচকা তো আমিও কোনোদিন ভালোবাসিনি, সঙ্গ দিতে খেয়েচি, আরও বেশ কিছুজনকে জানি যারা ভালোবাসেনা!
  • pinaki | ১৩ এপ্রিল ২০১১ ১৬:২২ | 82.209.167.222
  • গে দের নীলষষ্ঠী! ইন্টারেস্টিং।
  • siki | ১৩ এপ্রিল ২০১১ ১৫:৪০ | 123.242.248.130
  • আজ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের বিরানব্বই বছর পূর্তি।
  • kumudini | ১৩ এপ্রিল ২০১১ ১৫:৩১ | 59.178.35.135
  • আর আজ হোলো গে নীলষষ্ঠী-নাকি কাল?
  • siki | ১৩ এপ্রিল ২০১১ ১৫:২৯ | 123.242.248.130
  • যদিও আমি কোনওদিন অ্যাম্‌বিয়েন্সে যাই নি। আমি ইনফ্যাক্ট গুরগাঁওয়ের কোনও মলেই যাই নি।
  • kumudini | ১৩ এপ্রিল ২০১১ ১৫:১৯ | 59.178.35.135
  • হ্যাঁ,হ্যাঁ,অ্যাম্বিয়েন্স যাও।খুবই আনন্দের কথা।
  • kumudini | ১৩ এপ্রিল ২০১১ ১৫:১৫ | 59.178.35.135
  • দে,আমিও আমাকে ছাড়া কাউকে দেখিনি যে ফুচকা ভালোবাসে না।
  • Rajdeep | ১৩ এপ্রিল ২০১১ ১৫:১৪ | 115.111.126.179
  • যাবে যখন অ্যাম্বিয়েন্সেই যাও The mall's USP is that each floor in the mall is a kilometer long http://en.wikipedia.org/wiki/Ambience_Mall

    এই মল্‌ হল যাকে বলে বৃহৎ পুঁজির লীলাভুমি ;-)
  • de | ১৩ এপ্রিল ২০১১ ১৫:০৮ | 59.163.30.4
  • হসন্ত মিস খুব খারাপ!

    কুমু, ফুচকা ভালোবাসে না, এমন কারুকে আমি প্রথম দেখলাম!
  • Rajdeep | ১৩ এপ্রিল ২০১১ ১৫:০৭ | 115.111.126.179
  • ফেজ টু থেকে একটু এগিয়ে অ্যাম্বিয়েন্স মলে যাও বা সেই মল রোডের কোনও একটা মলে ঢুকে পড়ো- নাও ... এবার কত গিফট কিনব কেনো !
  • siki | ১৩ এপ্রিল ২০১১ ১৫:০৬ | 123.242.248.130
  • অরিজিৎ, তোমার পাড়ায় পোচুর মল। রাস্তাটার নামই হচ্ছে মল্‌ রোড। সন্ধ্যেবেলায় চলে যাঅও। পর পর মল, যেখানে খুশি ঘোরো, কিনে নাও যা ইচ্ছে। সাহারা মল্‌, ডিটি মল্‌ ইত্যাদি।
  • kumudini | ১৩ এপ্রিল ২০১১ ১৫:০১ | 59.178.35.135
  • দে,আমি ফুচকা ভালবাসি না,তবে লিংটা ইন্টারেস্টিং।যে মেয়েটি ভিডিও তুলেছে,তার উদ্যোগ প্রশংসনীয়।
  • Arijit | ১৩ এপ্রিল ২০১১ ১৪:৫৫ | 115.117.157.21
  • শিক্ষকে কাম নাই, ও আমার সয়ও না, তবে পোলাপান দুইটার জন্যে গাড়ি বা বই কিছু একটা নিয়ে যেতে হবে। পেঁচিটা তো ইদানিং আপিস থেকে ফিরলেও "আমার জন্যে কি এনেচ' করে কাঁধ ধরে ঝোলে, আর এই কিছুদিন আগে চেন্নাই থেকে খালি হাতে ফেরায় প্যাঁচার অবধি কি রাগ! আরে যেখানে ছিলুম সেখানে দুটো মালের দোকান ছাড়া কিস্যু ছিলো না আর চেন্নাই অ্যারপোর্টে চা ছাড়া কিস্যু মেলে না - কিন্তু কে বোঝায়!!!
  • de | ১৩ এপ্রিল ২০১১ ১৪:৫৩ | 203.197.30.2
  • কুমু, বম্ম, স্যান, দমদি ইত্যাদী মহিলামহলের উদ্দেশ্যে: আমার ১৪৭৪২ নং পাতার ফুচকার লিং দ্রষ্টব্য!
  • kumudini | ১৩ এপ্রিল ২০১১ ১৪:৪৮ | 59.178.35.135
  • কেসির ১১-২৭ পড়ে বড়ো আল্লাদ আল্লাদ লাগচে।কেসিকে আর ক্ষ্যাপাব না।
    কালকেই ভাবছিলুম,আকবা,কআকনে,এনারাই হওয়াটা আর হোলো না।
  • siki | ১৩ এপ্রিল ২০১১ ১৪:৩২ | 123.242.248.130
  • ওসব টি-জংশন ইত্যাদি এখন দিল্লিতে খুব প্রাচীন ব্যাপার। সামান্য কিছু জায়গায় এখনো রয়েছে।

    ডানদিকে বাঁকটা বুইতে পেরেছি।
  • siki | ১৩ এপ্রিল ২০১১ ১৪:৩০ | 123.242.248.130
  • হ্যাঁ, দিল্লির এয়ারপোরে ওয়াই ফাই অ্যাক্সেস করতে গেলে প্রথমে মোবাইল ফোন নং দিয়ে রেজিস্টার করতে হয়, ফোনে এসেমেসে কোড আসে। সেই কোড দিয়ে অথেন্টিকেট করলে তবে ইন্টার্নেট কানেক্ট হয়।

    হায়দ্রাবাদেরটাও কম ঝ্যাক্কাস নয়। দিল্লিকে টেক্কা দিতে পারে। অবশ্য সাইজের দিক দিয়ে দিল্লির টিথ্রি বিশাআআল। ৯৩ না ৯৪ খানা গেট আছে।
  • de | ১৩ এপ্রিল ২০১১ ১৩:৫২ | 203.197.42.100
  • দেখেচো, ব্‌হ্‌দ্‌দুপুর্বেলা একী?
  • sinfaut | ১৩ এপ্রিল ২০১১ ১৩:৫১ | 203.91.201.57
  • টিচার্স হুইচকি। হিক্‌।
  • lcm | ১৩ এপ্রিল ২০১১ ১৩:৪৮ | 69.236.162.57
  • বেশ কয়েক পাতা পিছিয়ে পড়ে একটু বোঝা গেল। ইটিভির ক্যুইজ প্রোগ্রামে সিকি ছিল। এবং তার ভিডিও আপলোডিত হবে।
  • lcm | ১৩ এপ্রিল ২০১১ ১৩:৪৬ | 69.236.162.57
  • রাজদীপ,
    ৯৫০-এ দুটো শিক্ষক - এটা কি ব্যাপার?
  • nyara | ১৩ এপ্রিল ২০১১ ১৩:৪৪ | 203.110.238.16
  • আমার বউ-ও ক্লু দেখে কসু ধরে ফেলেছিল ও আক্ষেপ করছিল।
  • Rajdeep | ১৩ এপ্রিল ২০১১ ১৩:৪১ | 115.111.126.179
  • টিথ্রির ডিউটি ফ্রি তে কদিন আগেও ৯৫০ টাকায় দুটো 'শিক্ষক' দিচ্ছিল , এখনও অফার আছে কিনা কে জানে !
  • Arijit | ১৩ এপ্রিল ২০১১ ১৩:২৩ | 219.64.187.226
  • এয়ারপোর্ট থেকে এসে র‌্যাডিসনের সামনে ফ্লাইওভারের তলা দিয়ে ডানদিকে ঘুরলে (গোলচক্করে) গুরগাঁও - সেইটাই বলছিলুম। আগে টি-জাংশনে ডানদিক হত, এখন গোলচক্করে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত