এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • siki | ০৯ এপ্রিল ২০১১ ২৩:৪৩ | 122.162.75.182
  • জানাব না কেন? ঃ-)

    অনুষ্ঠানটা হবে আগামি সপ্তাহ থেকে প্রতি সোম আর মঙ্গলবার রাত নটা থেকে সাড়ে নটা। ইটিভি বাংলায়। আমার মুর্গি হবার এপিসোডটা এই মঙ্গলবার আছে। বারো তাং। কাব্লিদা-রঞ্জনদাদেরটা কবে আছে জানি না।
  • Arpan | ০৯ এপ্রিল ২০১১ ২৩:৪১ | 122.252.231.10
  • সোংবার ন'টায় বোধহয়।
  • m | ০৯ এপ্রিল ২০১১ ২৩:৩৯ | 117.194.35.33
  • কখন দেখাচ্ছে-তাইলে আমিও দেখতে চাইঃ)
  • Arpan | ০৯ এপ্রিল ২০১১ ২৩:৩৭ | 122.252.231.10
  • বউকে জানিয়েছ?
  • siki | ০৯ এপ্রিল ২০১১ ২৩:৩৫ | 122.162.75.182
  • আমি এদিকে আমার প্রেমে পড়েছি। ঃ)

    হুমেরুর কল্যাণে এখন আমায় ইটিভি বাংলায় দিনে চোদ্দবার করে দেখাচ্ছে, হাই টেনশনের প্রোমোতে।
  • m | ০৯ এপ্রিল ২০১১ ২৩:৩৪ | 117.194.35.33
  • আরে,মমদির প্রেমে পড়েছি- বুড়ো বয়েসে তো, তাই অভিঘাত ও বেশ বেশি...;)
    কানে হারাচ্ছি।
  • siki | ০৯ এপ্রিল ২০১১ ২৩:৩২ | 122.162.75.182
  • আমার স্প্যামবাক্সে একটা চিঠি এল এইমাত্র ঃ-)

    from Radha Ramalinga radharamalinga2@gmail.com
    reply-to
    mailradha12@gmail.com
    to
    date 9 April 2011 23:25
    subject Namaste

    hide details 23:25 (5 minutes ago)

    Namaskar,

    My name is Radha Ramalinga,I am the wife of B. Suryanarayana Raju Ramalinga,the younger brother of Byrraju Ramalinga Raju,former chairman,founder and owner of Satyam Computers.

    I do have a proposal for you,which would be of immense financial benefits to you and I.

    My husband and his brother are currently in big trouble in India,I need your assistance to help me move some funds from Holland to India or anywhere where it would at least be of some help to our family.

    I would give you more details of this proposal if you show yourself willing to take on it,I assure you that you would most certainly be compensated but please I would kindly request you to keep this matter confidential.

    I am currently here in the UK where it is a bit safe for me and my kids.

    You can reach me on my personal email id which is mailradha12@gmail.com

    Yours sincerely,

    R.Ramalinga
  • Arpan | ০৯ এপ্রিল ২০১১ ২৩:৩০ | 122.252.231.10
  • কমরেডের নোংরা মন।

    ভ্যাট ৬৯ চাখেন নাই?
  • siki | ০৯ এপ্রিল ২০১১ ২৩:২৯ | 122.162.75.182
  • ধ্যুৎ, রবীন্দো**
  • siki | ০৯ এপ্রিল ২০১১ ২৩:২৮ | 122.162.75.182
  • মমামী রনীন্দোসঙ্গীত কার লেখা জিজ্ঞেস করেই পালিয়ে গেলে কেন?
  • kc | ০৯ এপ্রিল ২০১১ ২৩:২৭ | 89.203.49.18
  • অপ্পন, রাতবিরেতে একী অশৈরণ কথা?
  • m | ০৯ এপ্রিল ২০১১ ২৩:২৪ | 117.194.35.33
  • কিন্তু কি খেলে লিখলে নাতো! নাকি আজ খেলা দেখেই...:P
  • Arpan | ০৯ এপ্রিল ২০১১ ২৩:২০ | 112.133.206.18
  • ৬৯? ঃ)
  • Bratin | ০৯ এপ্রিল ২০১১ ২৩:১৯ | 117.194.98.143
  • হল রে বাবা ভাট ঃ-)
  • m | ০৯ এপ্রিল ২০১১ ২৩:১৮ | 117.194.35.33
  • ভ্যাট !!!
  • Bratin | ০৯ এপ্রিল ২০১১ ২৩:১৪ | 117.194.98.143
  • আজকে কলেজের রিইউনিয়ন ছিল। অনেক ভ্যাট বকলো তবে চিত্ততোষ মুখোপাধ্যায় আর পি সি সরকার দারুন বললেন।আমরা কয়েক জন যারা গিয়েছিলাম খুব গ্যাঁজালাম।
  • m | ০৯ এপ্রিল ২০১১ ২৩:১৩ | 117.194.34.95
  • বাবা কমিটি, মামাকমিটি ,পিসি কমিটিদের কি হাল হবেঃ(

    আর যেসব এনজিও,যাদের খায় না মাথায় দেয় মমদির জানা নেই- তাদের রাজারহাটের জমি রবে নাঃ((
  • sayan | ০৯ এপ্রিল ২০১১ ২৩:১৩ | 98.225.180.78
  • যারা যারা এতো ঘুরেও জাস্ট ল্যাদের চোটে সর্ষে নামায়নি তাদের নামে সুপুরি দেওয়া হোক।
  • sayan | ০৯ এপ্রিল ২০১১ ২৩:১১ | 98.225.180.78
  • আপ্পম হল দোসা ক্লাস প্যানকেক।
  • Bratin | ০৯ এপ্রিল ২০১১ ২৩:১০ | 117.194.98.143
  • আপ্পম টা কী হে?
  • Bratin | ০৯ এপ্রিল ২০১১ ২৩:০৯ | 117.194.98.143
  • চেরাপুঞ্জি নয় গৌহাটি আর কাজিরাঙ্গা। ২০১০ র জানু এ।
  • Bratin | ০৯ এপ্রিল ২০১১ ২৩:০৮ | 117.194.98.143
  • আমার ৪ ই পছন্দ। আমি বাজরে গেলেই ৪।
  • sayan | ০৯ এপ্রিল ২০১১ ২৩:০৮ | 98.225.180.78
  • যাঃশ্লা, আমি কেন ইবে হতে যাবো!। আমি ন্যাপস্টার ;-)
  • Arpan | ০৯ এপ্রিল ২০১১ ২৩:০৭ | 122.252.231.10
  • এদিকে আর্সিবি বোধহয় হেরে গেল। ঃ(
  • sayan | ০৯ এপ্রিল ২০১১ ২৩:০৭ | 98.225.180.78
  • চেরাপুঞ্জী কবে গেছিলে?
  • Bratin | ০৯ এপ্রিল ২০১১ ২৩:০৬ | 117.194.98.143
  • এই যে সায়ন, আমি জানুয়ারী মাসে গুজরাত গিয়েছিলম। আগের সপ্তাহে হলদিয়া আর সামনের ১৩ তারিখে দেরাদুন,মুসৌরি।

    আর তুমি ও কি ই বে?
  • Arpan | ০৯ এপ্রিল ২০১১ ২৩:০৫ | 112.133.206.18
  • দুপুরে আপ্পম আর পটেটো স্টু দিয়ে হেভি লাঞ্চ হল।
  • Arpan | ০৯ এপ্রিল ২০১১ ২৩:০৫ | 112.133.206.18
  • ২।

    ৪ কালেভদ্রে হয় এখন। ঃ(
  • sayan | ০৯ এপ্রিল ২০১১ ২৩:০৪ | 98.225.180.78
  • আজ পোহা আর চিকেন কষা ঃ-)
  • Bratin | ০৯ এপ্রিল ২০১১ ২৩:০৩ | 117.194.98.143
  • ২ পেয়ে না চার পেয়ে?
  • Arpan | ০৯ এপ্রিল ২০১১ ২৩:০০ | 122.252.231.10
  • আমি তো ঘাপটি মেরে আছি। ওদিকে মাংস রান্না হচ্ছে। হয়ে গেলেই ভাত বসাব।
  • kc | ০৯ এপ্রিল ২০১১ ২৩:০০ | 89.203.49.18
  • আর কতকাল যে এই 'এক মাঘে শীত যায় না' বলে আড্ডাখানা গরম করতে হবে কে জানে!! ভাল লাগেনা আর। রামও পানসে লাগছে।
  • Bratin | ০৯ এপ্রিল ২০১১ ২২:৫৯ | 117.194.98.143
  • শনি বারের মার্কটে জনতা গেল কই?
  • Bratin | ০৯ এপ্রিল ২০১১ ২২:৫৪ | 117.194.98.143
  • দাঁড়াও তোমার হচ্ছে!! এক মাঘে শীত যায় না
  • Arpan | ০৯ এপ্রিল ২০১১ ২২:৫২ | 112.133.206.18
  • আব্বে, আবাজ না, পরের মরশুমের জন্য আগাম শুভেচ্ছা জানালাম তো!
  • Bratin | ০৯ এপ্রিল ২০১১ ২২:৪৯ | 117.194.98.143
  • দুঃখের কথা আর তোমাকে কী বলবো kc ,অর্পন SMS করে আওয়াজ মেরেছে ঃ-((
  • Arpan | ০৯ এপ্রিল ২০১১ ২২:৪৯ | 112.133.206.18
  • পিনাকী ঃ))))
  • Arpan | ০৯ এপ্রিল ২০১১ ২২:৪৮ | 122.252.231.10
  • আমরাও তো মনে হয় হিন্দেই দেখতে গেছিলাম।

    আজ ঘটিগুলান আবার হারসে। খ্যাক খ্যাক খ্যাক।
  • byaang | ০৯ এপ্রিল ২০১১ ২২:৩৭ | 122.167.90.219
  • * কুকুরটাকে
    *অরেঞ্জ কালারের
  • byaang | ০৯ এপ্রিল ২০১১ ২২:৩৫ | 122.167.90.219
  • আমাকেও আজ আমার ছেলে বিচ্ছিরি করে আবাজ মেরেছে। দোষের মধ্যে এক ভয়াবহ সোসনময় হপ্তার শেষে আজ বিকেলে বাড়ি ফিরে টিভি খুলে দেখি জিটিভিতে হাম আপকে হ্যায় কৌন দেখাচ্ছে। তা আমি যতক্ষণে টিভি খুলেছি, ততক্ষণে মাধুরীর দিদি মরে গেছে। ছেলে অন্য ঘরে বসে কম্পিউটার গেম্‌স খেলছিলো। কিছুক্ষণ বাদে টিভি কার অধিকারে থাকবে সেই নিয়ে ঝগড়া করতে উঠে এলো, আমি বললাম ""সিনেমাটা শেষই হয়ে এসেছে, আর পাঁচ মিনিট, তরপর তুই কী দেখবি, দেখিস""। ছেলে টিভির দিকে তাকিয়ে বললো, ""এটা কী দেখছো! লোকে তো পেট ডগ রাখে, তাকে আদর করার জন্য, এরা কুকুরটকে দিয়ে এত কাজ করাচ্ছে কেন?'' (মাধুরী একটা রুমালে একটা হার আর একটা দু লাইনের চিঠি বেঁধে, কুকুরটাকে বলেছিলো, রুমালটা সলমনকে দিয়ে আসতে) দাঁত কিড়মিড়িয়ে বললাম, "তুই এখান থেকে যা।'' সে গ্যাঁট হয়ে পাশে বসে সিনেমা দেখতে লাগলো। কয়েক মিনিট পরেইআবার, ""এটা কী দেখছো, কুকুরটাকে মোটা লোকটা অরেঞ্জ কলারের মালা পরাচ্ছে!!'' বলে খ্যাঁক খ্যাঁক করে হাসতে হাসতে চ্যানেল ঘুরিয়ে আইপিএল দেখতে লাগলো।
    অথচ এই সিনেমাটা হিন্দ সিনেমাহলে একটানা আড়াই বছর চলেছিলো।
  • pinaki | ০৯ এপ্রিল ২০১১ ২২:২৮ | 82.209.167.222
  • এই বাজারে আমার বাড়ীতে এক কেস হয়েছে। আমার মেয়ে টিভি দেখে টিমসির থীম সং টা নাকি তুলে নিয়েছে আর চীৎকার করে সেটা গেয়ে বাড়ী মাথায় করছে। এখানেই শেষ নয়, ঘাসের উপর জোড়াফুল নাকি তার অন্যতম ফেবারিট ছবি আঁকার বিষয়। মাঝে মাঝেই খাতা পেন্সিলে নাকি সেই ছবির চর্চা চলছে। আর কফিনে শেষ পেরেকটি হল - একদিন রাতে ঘুমাতে যাওয়ার ঠিক আগে মায়ের সাথে একটি আবেগঘন মুহূর্তে সে নাকি মমতা দিদুনের বাড়ীতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছে।

    ঃ-( ঃ-( ঃ-( ঃ-(
  • aka | ০৯ এপ্রিল ২০১১ ২২:২৩ | 24.42.203.194
  • বিগেম খালি আবাজ খায় কেন? এর কোন সদুত্তর কি কেউ দিতে পারে? পিনাকি সাঁইও কি পারে? ঃ)
  • M | ০৯ এপ্রিল ২০১১ ২২:২১ | 59.93.197.209
  • প্রচুর চাপে আছি, তাও কথা না কয়ে থাকতে দেবে না এরা,আকা আমায় সিপিয়েম কয়ে গালি দিলো কেন?আমি আকার কোন পাকা ধানে মই দিয়েচি?আমি কোনো দলে নেই, সিম্পিল।কেবল কম্যুনিজমের সবাই সমান থাকবে শুনতে ভালো লেগেছিলো, কিন্তু একজন আমায় ধরে বসে শুনিয়েছে তা কখনো সম্ভব নয়,আদ্যিকাল থেকে এটা প্রমানিত। এই দ্যাখ আমেরিকাতে কি সব মানুষ সমান ভাবা হয়, না সেখেনে কম্যুনিস্ট আছে? তাও সব স্তরের মানুষ তাদের মতো ভাবে ভালো তো আছে অন্য দেশের থেকে, তবে? তা আমি চট করে সব বিশ্বেস করে নেই, সেটাও চোখ বুঁজে বিশ্বেস করেছি,আর সেই থেকে খোয়ারি কেটে গ্যাছে, ব্যাস।

    কুমু যাদের ঘুম্পায় না তাদের দলে আমায় জুড়ে দিয়ে কি নজ্জাটাই না দিয়েচে,আমার তো কেবল ঘুম্পায়।

    আর ডিডি-র আমার ছফুটের ইচ্ছে টা কেড়ে নেবার জন্য পোচোন্ড পিতিবাদ, ডিডি কে আমার হাইটের করে দেওয়া হোক আর আমাকে ডিডি-র হাইটের।

    ব্যাঙ আমায় ফিরি জ্ঞান দেবে বলে কোথায় হাওয়া হয়ে গ্যাছে, না হয় আমায় মেলেই জ্ঞান দেওয়া হোক, হেবি চাপের সময় যাচ্ছে,কিছুটা চাপ কেটে যেতে পারে জ্ঞানের তোড়ে।

    ইদিকে আমার বাড়ীর সামনে লোকজন রাস্তায় টুলে বসে ধ্যাড়াদ্ধাড় তিনোমুলের পতাকায় লাঠি পরাচ্ছে আর যেখেনে সেখেনে টাঙিয়ে দিচ্ছে।

    আর আমার এখন বিরাট হাই উঠছে,ঘুমুতে গেলুম।
  • pinaki | ০৯ এপ্রিল ২০১১ ২২:১০ | 82.209.167.222
  • ঃ-)

    হুঁ হুঁ বাওয়া। আবাজ দিলে হবে? বলে বলে জিতিয়েছি সেমিফাইনালটা।
  • SS | ০৯ এপ্রিল ২০১১ ২২:০৯ | 99.120.125.223
  • পিনাকী সাঁইয়ের আবির্ভাবের সাথে সাথেই অরিজিনাল সাঁইয়ের অসুস্থ হয়ে পড়াটা মনে হয় কনস্পিরেসি থ্রেডে যাবে।
  • pinaki | ০৯ এপ্রিল ২০১১ ২২:০৭ | 82.209.167.222
  • আরে ঐ যে -

    তোমার বুকে বাজল-ও-ও-ও ধোনি
    বিদায় গাথা আগমনী কত যে

    আজই আবিষ্কার করলাম।
  • SS | ০৯ এপ্রিল ২০১১ ২২:০৫ | 99.120.125.223
  • কে কে আর নিয়ে গান? কেমনে?
  • kc | ০৯ এপ্রিল ২০১১ ২২:০৩ | 89.203.49.18
  • জীবনে সুখের দিন কি আর কোনওদিনই দেখব না? আজকেও মোহনবাগান হেরেছে।
  • pinaki | ০৯ এপ্রিল ২০১১ ২১:৫৯ | 82.209.167.222
  • আমার ভাবতে অবাক লাগে আরেন্টি স্যার কে কে আর নিয়েও গান লিখে গেছেন। এত দূরদর্শী ভদ্রলোক - জাস্ট ভাবা যায় না।
  • ranjan roy | ০৯ এপ্রিল ২০১১ ২১:৫৭ | 122.161.206.124
  • বাদল সরকারের খবরটা জেনুইন।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত