হুগলির খবর বাবা বলতে পারবে। বাবা আজকাল মাঝে মাঝে জাগো বাংলা পড়ছে।
I | ০৪ এপ্রিল ২০১১ ২৩:২৪ | 14.99.21.195
কুনুদি, যান কই,এক পাত্তর কোপি খেয়ে যান !
kumudini | ০৪ এপ্রিল ২০১১ ২৩:১৯ | 122.162.173.105
সেই থেকে সিকি,ফরিদার খোঁজ চলছে,এতক্ষণে-- রাতে আবার হবে,টের পেলে আমায় এট্টা মিসড কল দিয়েন কেউ।
siki | ০৪ এপ্রিল ২০১১ ২৩:১৫ | 122.162.75.222
উফ্, সে ক্ষী ভূমিকম্প হল! বাব্রেবাব্!! চলন্ত গাড়িতে বসে ভূমিকম্পের দশ পয়োঁরো মিনিট বাদে এক সহযাত্রীর বউয়ের ফোং আসার পরে জানলাম ক্ষী বিধ্বংসী ভূমিকম্প ঘটে গেছে। নয়ডায় তার বউয়ের আপিস থেকে নাকি সবাই বেরিয়ে এসেছিল। আম্মো তড়িঘড়ি বউকে ফোং লাগালাম। তিনি তো হাই সিকিওরিটি জোনে কাজ করেন। ভূমিকম্প সেখানে ঢুকতে পারে নি সিকিওরিটির বেড়াজাল টপকে। বাড়ি ফিরে প্রতিবেশিনীকে সামনে পেলাম, বাচ্চার সাথে প্লাস্টিকের ব্যাট নিয়ে কিরকেট খেলছেন। তিনি কিছু টের পাননি কইলেন।
পরিবর্তন বলতে, আমাদের ফ্লোরেই এক পাঁড় সর্দারজি আছেন, দু বছর আগে এখানে এসে থেকে তিনি কারুর সাথে কথা বলেন নি, আজ হঠাৎ লিফটের ভেতরে আমার দিকে ভয়ার্ত চোখে চেয়ে বললেন, ফাইভ পয়েন্ট থ্রি ম্যাগনিচিউড থা। নেপাল কে পাস হুআ হ্যায়। খতরনাক হো সকতা থা।
আউট অফ কনটেক্ষট।
kumudini | ০৪ এপ্রিল ২০১১ ২৩:১৪ | 122.162.173.105
ওয়াআক। বড়াই এই অদ্ভুত জিনিসগুলো কোত্থেকে পায়?
M | ০৪ এপ্রিল ২০১১ ২৩:১১ | 59.93.210.224
হ্যাঁ নাম জানতুমনা, কিন্তু ঐ দেখেই আমি কফি প্রিয়তা প্রায় হারাতে বসেছিলুম, আর পিথিবী বিখ্যাত বেশিরভাগ খাবারের যা বন্ননা পেয়েছিলাম, সেথেকে বিখ্যাত কিছু খাবো না এ সংকল্প দৃঢ় করে নিয়েচি।
I | ০৪ এপ্রিল ২০১১ ২৩:০৭ | 14.99.21.195
আহা , এইটে বলে সার্চ মেরেই দেখুন না, খান আর না খান পরের কথা ঃ kopi luwak
Bratin | ০৪ এপ্রিল ২০১১ ২৩:০৭ | 117.194.97.2
ইয়ে, আমি চায়ে -কপি খেয়েছি। ট্রেনে যেতে যেতে বিক্রী হয়। খেলে ই মন ভালো হয়ে যায়!!
SS | ০৪ এপ্রিল ২০১১ ২৩:০৬ | 131.193.195.128
ম্যাগো, খাবার কোনো ইচ্ছেই নেই। Asian Palm Civet এর পটি কালেক্ট করে তৈরি।
আপনেরা কেউ কোপি লুয়াক খেয়েচেন? পৃথিবীর সবচে দামী কফি? আমার ছেলের দৌলতে নেট ঘেঁটে পাইলাম। ভাবলাম, আপ্নেদের জিগায়ে দেখি। কেউ না কেউ লিচ্চয় খেইচেন। যা সর্বভুক !
আচ্ছা। দাঁড়াও আগে একটু পড়াশোনা করে নিতে হবে। বয়েস হচ্ছে তো সব মনে থাকে না ঃ-))
Arpan | ০৪ এপ্রিল ২০১১ ২২:৫১ | 122.252.231.10
প্রেডিকশনের আগে টই খোলেন ঝটপট।
Bratin | ০৪ এপ্রিল ২০১১ ২২:৪৮ | 117.194.97.2
ইয়ে, মোট কটা পাবে সেটা নিয়ে আলুচনা করলে সুবিধা হয় না?
Ishan | ০৪ এপ্রিল ২০১১ ২২:৪৮ | 117.194.32.167
উঃ খেলা জমে গেছে। দঃচঃপঃ নিয়ে আমার সিদ্ধান্ত কাল জানাবো।
প্রথমে জেলাওয়াইজ খেলব। তাপ্পর পশ্চিমবঙ্গ। তাপ্পর স্পেসিফিক গপ্পো। ঃ)
Arpan | ০৪ এপ্রিল ২০১১ ২২:৪৬ | 122.252.231.10
দঃ চব্বিশ পরগণায় কটা সিট?
Arpan | ০৪ এপ্রিল ২০১১ ২২:৪৩ | 122.252.231.10
বেশ কেন জিতবে সেইটা না হয় পরেই বোলো। রেজাল্ট যাই না হোক কেন। ঃ)
kc | ০৪ এপ্রিল ২০১১ ২২:৩৭ | 89.203.49.18
আব্বে অপ্পন, ইন্ডিয়া জিতবে সেটাও আমি বলেছিলাম। পেত্থম। আর কেন জিতবে কেন হারবে ঐসব অ্যানালিসিসের সময় পার হয়ে গেছে। এখন খেলার সময়। ঈশানের সঙ্গে বাজিটা ধরলাম। দঃ ২৪ পরগণায় দশটার বেশী সিট বামফ্রন্টই পাবে। হ্যায় কোই?
aka | ০৪ এপ্রিল ২০১১ ২২:৩৪ | 168.26.215.13
দিদি আসছেই। ;)
কিন্তু যতদিন এগিয়ে আসছে তত মনে হচ্ছে এর থেকে মনে হয় সিপিএম ভালো।
Lama | ০৪ এপ্রিল ২০১১ ২২:৩৩ | 117.194.239.42
হুতো ফরে হলে আমি এগেনস্টে। হুতো এগেনস্ট হলে আমি ফর। ঐ একশো পাঁচ
Arpan | ০৪ এপ্রিল ২০১১ ২২:৩২ | 122.252.231.10
আকা কী নিশ্চিন্ত হলে?
Ishan | ০৪ এপ্রিল ২০১১ ২২:৩২ | 117.194.32.167
আরে ফরে না এগেন্সটে? নইলে বাজি ডিসমিস।
r.h | ০৪ এপ্রিল ২০১১ ২২:২৯ | 198.175.62.19
একশো এক।
Arpan | ০৪ এপ্রিল ২০১১ ২২:২৯ | 122.252.231.10
ঈশানের লিস্টে আরামসে পূর্ব মেদিনীপুর ঢুকিয়ে দেওয়া যায়।
না kc মানা গেল না। ভাঁওতা বাজিতে লোক ক্লান্ত। তার পরিবর্তন চায়। সেটা বাজে হলেও। কত বাজে হবে? CPM র থেকে বেশী নিশ্চয় ই নয়।
M | ০৪ এপ্রিল ২০১১ ২২:২৬ | 59.93.210.224
আর ভুমিকম্প নিয়ে শেষ কাহানী, যদিও তাতে ভুমিকম্প মোটেই নেই।
একদা সানন্দাতে এক গল্প পড়েছিলাম,মুলটা ভুলে মেরে দিয়েছি, সেটা সেই ছোট বয়সের কাহানী কিনা।ভুমিকম্প তে সব জনগন হৈ হৈ রই রই করে ফ্ল্যাটের বাইরে বেরিয়ে পড়েছে। আতঙ্ক কাটলে সেই দাদাকে সবাই অবাক হয়ে দেখছে,আর বৌদি রেগে ফায়ার,আরে কেন কি দাদা খালি স্যান্ডো পরে ছিলো,আর কিছু ছিলো নাতো।তো আমার আবার ভুল সময়ে ভুল জিনিস মনে পড়ে, এই যেমন ধরো খেতে বসলেই কাকটা ক্যামন রেলিশ করে সিগনি খাচ্ছিলো জাতীয়।তো সেইসব অসহ্য দিনে, মানে সেই ছোট বয়সে আমার ভুল সময়ে মনে পড়তো, আর আমি অন্যমনস্ক হয়ে যেতাম,আর অন্যমনস্ক হলে আমি আর ইহজগতে থাকিনা আবার,তো অপনেন্ট পার্টি শুরু থেকে শেষ পর্যন্ত্য সব নিষ্ঠা ভরে সেরে জানতে পারতো সব বেকার গেছে। ক্ষী চাপের দিন সমূহ!
Ishan | ০৪ এপ্রিল ২০১১ ২২:২৬ | 117.194.32.167
রাস্তার জমি নেবার বিরুদ্ধে কস্মিনকালেও পশ্চিমবঙ্গে কেউ কোনো আন্দোলন করেনি। বাড়াবাড়ি হবার পর করেছে। গোটা ব্লক নিয়ে নেয়া হবে বলার পর তবে একটা নন্দীগ্রাম হয়েছে।
বাড়াবাড়ি অ্যাকশানের রিঅ্যাকশন তো একটু বেশি হবেই। সেই জন্য খুঁটি পোতা ইত্যাদিতে বাধা দেওয়া গুলো হচ্ছে। ও আস্তে আস্তে থিতিয়ে যাবে।
Lama | ০৪ এপ্রিল ২০১১ ২২:২৬ | 117.194.239.42
দূর!
রাস্তা জল এসব বেসিক চাহিদা তো পাবলিকের হয়। ওগুলো আবার স্ট্যান্ডার্ড চাহিদা হল?
বেসিক চাহিদা হল ভোট
Arpan | ০৪ এপ্রিল ২০১১ ২২:২৫ | 112.133.206.18
আবার ভবিষ্যবাণী? ইন্ডিয়া-ইংল্যান্ড ফাইনালের মত? ঃ-)
গত বছর না তার আগের বছরের ঘটনা- অফিস ছিল টেকনোপলিসের দশতলায়। হঠাৎ দেখি একসঙ্গে জনা আটেক পাবলিক "মাথা ঘুরছে মাথাঘুরছে' বলতে লেগেছে।
একসঙ্গে আটজনের মাথা ঘুরছে? আমি যেই বিড়বিড় করে "ভূমিকম্প, ভূমিকম্প' বললাম, অমনি জনগন সিঁড়ির দিকে দৌড়।
তারপর যেমন হয়, সোজা রাস্তায়, প্রলম্বিত সিগারেট ব্রেক ইত্যাদি।
Bratin | ০৪ এপ্রিল ২০১১ ২২:২৪ | 117.194.97.2
রাস্তা, জল,আলো এগুলো বেসিক চাহিদা বস।এর জন্যে ই আমারা ট্যাক্স দি তাই না?
sayan | ০৪ এপ্রিল ২০১১ ২২:২২ | 12.20.48.10
মাইনে দেয় নি, তাই খাট ভেঙে দেওয়া। মধুর প্রতিশোধ। ;-)
Ishan | ০৪ এপ্রিল ২০১১ ২২:২১ | 117.194.32.167
তবে আমার হেরো পার্টিকে সাপোর্টের দিন ঘনিয়ে এল। ঃ)
Ishan | ০৪ এপ্রিল ২০১১ ২২:২০ | 117.194.32.167
আর ঘুরে দাঁড়ানো। অন্য জেলায় জানিনা, হুগলীতে সিপিএম মিনিমাম ০ ম্যাক্সিমাম ৫ টা সিট পাবে।
কলকাতা আর উঃ + দঃ চব্বিশ পরগনাতেও অনুরূপ কিছু হবে আন্দাজ করছি।
kc | ০৪ এপ্রিল ২০১১ ২২:১৯ | 89.203.49.18
ঠিকই তো বলেছে। সবাই চায় তাদের বাড়ির পাশ দিয়ে রাস্তাটা যাক, কিন্তু নিজের জমি যেন না যায়। ইলেক্ট্রিকের খুঁটিটা, টিউবয়েল পর্যন্ত কেউ নিজের বাড়ির সামনে চায়না, সরকারি রাস্তাতে সেগুলো পোঁতা হলেও। জমি নিতেই হবে, ঠিকঠাক গ্রহনযোগ্য পুনর্বাসন প্যাকেজ থাকতে হবে।
M | ০৪ এপ্রিল ২০১১ ২২:১৫ | 59.93.210.224
খাট নিয়ে আমারো একখান করুন কাহানী আছে, আমার এক ছাত্রী ছিলো বেশ মটুসটু, আর আমাকে কেউ কোনোদিন ভয় পাবার যোগ্য মনে করলোনা, তো সেই রুপুকে একদিন পড়াতে গেছি, আমি বোধায় এইচেস পড়ি তখন, ওর মা হেবি কিপ্পুস ছিলো, মাইনে দিতো না, আমিও মাসের পর মাস এই দিলো, এই দিলো ভেবে পড়িয়ে যেতাম।তো অন্য ঘরে পড়তে বসলো,আমি বসেছিলাম, এসেই দিদি বলে কোলে ঝপাং করে ঝাপিয়ে বসলো, আর আমি আর রুপু খাটের সাথে দড়াম করে মাটিতে পড়লাম।মানে ভেঙ্গে আর কি।
Arpan | ০৪ এপ্রিল ২০১১ ২২:১২ | 112.133.206.18
তবে জমি অধিগ্রহণ নিয়ে যা চাঁচাছোলা বক্তব্য বলছেন, টিভির স্টুডিওতে বসে, তা প্র্যাগমেটিক অবশ্যই, কিন্তু এর ফলে ভোটের আগে সিপিএমের "ঘুরে দাঁড়ানো' আবার বন্ধ না হয়ে যায়।
sayan | ০৪ এপ্রিল ২০১১ ২২:০৪ | 12.20.48.10
আমার ভূমিকম্পের স্মৃতি বড়োই করুণ। ছেলেবেলার সেই প্রাচীণ ফুটবল খেলার মত খাটে আমরা দুই ভাই এবং তিনি, মানে পিতৃদেব। যতোরাজ্যের হাসির কথা সেই সময় খুঁচিয়ে খুঁচিয়ে মনে করাবে আর একটু হাসলেই হতচ্ছাড়া খাটও নিজের সেন্স অফ হিউমার প্রমাণ করতে দুলে দুলে হাসত। এমতি এক রাতে ভূচাল। দরজার পাল্লা, জানলা সব খটখট করে অট্টহাসি হাসছে। আমরা দু'ভাই লাফ মেরে মেঝেতে ও সেখান থেকে সিঁড়ি বেয়ে রাস্তায়। নীচে নেমে সব থেমে যাওয়ার পর খেয়াল হল তিনি সঙ্গে নেই। ফিরে গিয়ে দেখি শিশুদের পিতা তখনও ঘুমিয়ে রয়েছেন। সকালে উঠে আমার দিকে আঙুল তুলে মা'কে বললেন - "এই জানোয়ারটার জ্বালায় কাল ঘুম হয়নি। কাল থেকে এটা যেন মাটিতে শোয়।' ঃ-(
Ishan | ০৪ এপ্রিল ২০১১ ২২:০২ | 117.194.32.167
হ্যাঁ, সিপিএম এখন একজন মমতার মতো নেতা খুঁজছে। ঃ)
Ishan | ০৪ এপ্রিল ২০১১ ২২:০০ | 117.194.32.167
যথা ধোনি ওয়ার্ল্ড কাপ পাবে।
Arpan | ০৪ এপ্রিল ২০১১ ২২:০০ | 112.133.206.18
তারানন্দে ইন্টরভিউ দেখে বুঝলাম গৌতম দেব লোকটা অতি ধুরন্ধর (ইংরেজিতে যারে কয় শ্রুড)। এ বিরোধী নেতা হলে খেলা জমে যাবে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন