এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aka | ০৬ এপ্রিল ২০১১ ২২:২৭ | 168.26.215.13
  • কারুর আছে উটি, কারুর কেরালা এই পোড়ার দেশে একটাই শহর আটলান্টা - কালই ঘুরে এলাম। আবার কাল যাব।
  • Arpan | ০৬ এপ্রিল ২০১১ ২২:২৪ | 112.133.206.18
  • অথবা উটি কাটিয়েই দাও। কোদাই আর মুন্নার যাও।

    কদ্দিনের প্ল্যান সেটা আগে বল।
  • san | ০৬ এপ্রিল ২০১১ ২২:২২ | 14.99.78.28
  • কিম্বা ফির কেরালা। সেটাই বা আবার কবে হবে ঃ-(
  • Arpan | ০৬ এপ্রিল ২০১১ ২২:২২ | 122.252.231.10
  • উটি একটু বেশি ঘিঞ্জিই হয়ে গেছে আজকাল, কিন্তু যদি সময় থাকে মেট্টুপালায়াম থেকে উটির ট্রেনজার্নিটা মিস কোরো না।
  • san | ০৬ এপ্রিল ২০১১ ২২:২১ | 14.99.78.28
  • আমি যেতে চাই চেরাপুঞ্জি। কিন্তু হায় এবছর আর হলনা।
  • Arpan | ০৬ এপ্রিল ২০১১ ২২:২০ | 122.252.231.10
  • ওহে ইন্দো কোদাই আসছে নাকি! বড় ভালো জায়গা, আমি বার তিনেক গেছি।
  • kumu | ০৬ এপ্রিল ২০১১ ২২:১৮ | 122.163.13.21
  • ডাগদারকে ব্যাঙ ওষুদের কথা মনে করাচ্চে দেখে ------
    উটি যাওয়ার থেকে চৈত্র সেলে যাওয়া বেটার অপশন।
  • san | ০৬ এপ্রিল ২০১১ ২২:১৭ | 14.99.78.28
  • আম্মো সায়নদাকে সেকেন্ড কচ্ছি। উটিতে বড়ো ভিড়।
  • I | ০৬ এপ্রিল ২০১১ ২২:১৪ | 14.99.64.128
  • সায়ন, থ্যাংকু থ্যাংকু। এবার থালে কোদাইএর ইনফো দিয়ে দাও ঃ-)))
  • kumudini | ০৬ এপ্রিল ২০১১ ২২:১৪ | 122.163.13.21
  • এইবারে কিন্তু রেগে যাচ্চি।
    আমার হয়েচে কী,যে পেঁপেপাতার রস খেতে যাব বা টিকে নেব?
    একটা সোসিত মানুষের সাথে এমন ব্যাভার?
  • kc | ০৬ এপ্রিল ২০১১ ২২:১৪ | 89.203.49.18
  • ডাগদার, এত লোক যায় যখন, তখন উটি জায়গাটা ভালো লিচ্চয়ই। নিন্দুকদের কতায় কান দিওনিকো।
  • byaang | ০৬ এপ্রিল ২০১১ ২২:১১ | 122.172.41.178
  • সায়নের কথা মেনে চলাই ভালো, উটি আর গড়িয়াহাটের চৈত্র সেলে বিশেষ তফাৎ নাই। তবুও একান্তই যদি উটি যেতে চান , কোলকাতা থেকে জলের বোতল আর পেট খারাপের ওষুধ মনে করে নিয়ে আসবেন।
  • a | ০৬ এপ্রিল ২০১১ ২১:৫৪ | 208.240.243.170
  • A big thumbs down to Bengali news channels. Atleast for today, the Anna hazare story should have been picked up over election news. Shameful reporting, I would say. It just shows the lowest level of credibility
  • sayan | ০৬ এপ্রিল ২০১১ ২১:৪৯ | 12.20.48.10
  • প্লেনে কোল টু লুরু। যদি কোনও প্যাকেজ বুক না করে থাকো তাহলে লুরু থেকে KSTDC ভলভো নিয়ে নাও। ওভারনাইট জার্নি, ৫-৬ ঘন্টা লাগে। শুধু ড্রপ নিলে পার হেড ছ'শো মত লাগে। রিটার্নটা আলাদা বুক কোরো। উটিতে ঘোরার জন্য লোকাল ট্রিপ'এর প্রচুর অপশন। ঘ্যানঘ্যানে জায়গাগুলো ছেড়ে যাওয়ার জায়গা অনেক। সব মোটামুটি ২০-৩০ কিমি রেডিয়াসে। ওয়েলিংটন একটা ছোট্টো রেল-স্টেশন। পিকচার পোস্টকার্ডের মত। একটা টয় ট্রেন আছে, প্রায় ৭০ কিলোমিটার কভার করে কোত্থেকে কোন পর্যন্ত যেন। জিজ্ঞেস করে নিও। লেকের জলটা পচা। হাত ভেবেচিন্তে দিও। মেট্টুপালায়াম যেতে ভুলো না। ব্ল্যাক থান্ডার বলে দারুণ একটা ওয়াটার-পার্ক আছে।

    ট্রেনে কোল থেকে লুরু আসতে ৩৬ ঘন্টা লাগে। অত সময় ম্যানেজ করতে পারলে চাপ নেই। কোয়েম্বাটোর গেলে গরমে পাগলা হয়ে যাবে। লুরু থেকে গাড়ি ভাড়া করেও যেতে পারো। দরদাম করলে পার কিমি ৮-৯ টাকা নেয় বোধহয়, ড্রাইভার বাটা বাদ দিয়ে। (বাটা কী অপ্পন্দা ভালো বলতে পারবে)

    আমি বলি কি, উটি পোচোন্ডো ভীড়ের জায়গা। তার চাইতে কোডাই ভালো। প্রায় একই দূরত্বের। কিন্তু ভীড় অপেক্ষাকৃত কম। কিন্তু মন জুড়িয়ে যাবে। ওরম সবুজ হিল্‌-স্টেশন খুব কমই আছে।
  • san | ০৬ এপ্রিল ২০১১ ২১:৪৮ | 14.99.78.28
  • কিন্তু আমি নাক গলিয়ে একটি অযাচিত উপদেশ দেব। দেবই।

    উটি না গিয়ে বরং মুন্নার চলে যাও। বর্ষায় কেরালা বড্ড সবুজ আর বড্ড সুন্দর।
  • san | ০৬ এপ্রিল ২০১১ ২১:৩৭ | 14.99.78.28
  • কোলকাতা থেকে লুরু অপেক্ষা কোয়েম্বাটুরের প্লেনভাড়া বেশি পড়ার কথা।
    এখন যাবার তারিখ না জানলে কত বেশি-কম কিকরে বলব?

    মেকমাইট্রিপে দ্যাখো -

    http://www.makemytrip.com/
  • byaang | ০৬ এপ্রিল ২০১১ ২১:৩৭ | 122.172.41.178
  • লুরু আসেন। লুরু থেকে মোটরগড়ি চেপে মুদুমালাইয়ের জঙ্গল দেখতে দেখতে যান। সস্তায় পুষ্টিকর।
  • nyara | ০৬ এপ্রিল ২০১১ ২১:৩৬ | 122.167.250.93
  • আমার বউ উটি-কুন্নুর সম্বন্ধে সব জানে।
  • san | ০৬ এপ্রিল ২০১১ ২১:৩১ | 14.99.78.28
  • আর হ্যাঁ মেট্টুপালয়ম থেকে উটি হয়ে কুন্নুর যায় একটা টয় ট্রেন । অনেক সময় লাগে আর মেট্টুপালয়ম যাওয়াও এক ঝঞ্ঝাট (অনেক ঘুরপথ) , তবে ব্যাপ্পক ভিউ।
  • I | ০৬ এপ্রিল ২০১১ ২১:২৯ | 14.99.64.128
  • আহা, সে তো জানি। বিমানভাড়া কিসে কম? কত? সব বিস্তারিত ল্যাখেন !
  • san | ০৬ এপ্রিল ২০১১ ২১:২৮ | 14.99.78.28
  • টেরেনে কোথা থেকে কোথা যাবে?

    আর উটি গেলে কুন্নুর অবশ্যই যেও। উটির থেকে অনেক সুন্দর।
  • san | ০৬ এপ্রিল ২০১১ ২১:২৭ | 14.99.78.28
  • উটি কোয়েম্বাটুর থেকে কাছে (৯০ কিমি মত), লুরু থেকে অপেক্ষাকৃত দূরে (৩০০ কিমি প্রায়)।
  • I | ০৬ এপ্রিল ২০১১ ২১:০৫ | 14.99.64.128
  • কোলকাতা থেকে পেলেনযোগে উটি যাওয়ার পথ বাতলাবেন কেউ? লুরু হয়ে, না কি কোয়েম্বাটুর ? কোনটে সস্তা? আর যদি টেরেনে যাই, কেমন সময় লাগবে?
  • M | ০৬ এপ্রিল ২০১১ ২০:০৫ | 59.93.244.55
  • আমিও ঘেঁটে আছি, আচ্ছা এই শ্রী শ্রী অ্যাকাডেমি নিয়ে কেউ কিছু জানো?
  • Arijit | ০৬ এপ্রিল ২০১১ ১৮:৩২ | 115.249.42.177
  • পাঠভবনে আজ আবার ব্যাপক গোলমাল হয়েছে - অ্যাপারেন্টলি গার্জেনদের মধ্যে লাঠালাঠি! ফেসবুকে কিছু পোস্ট পড়ে আবার আরো ঘেঁটে গেলাম। কি টেনশন মাইরি - ছেলেকে ইস্কুলে পড়াবো কি করে?
  • sayan | ০৬ এপ্রিল ২০১১ ১৮:২৩ | 12.20.48.10
  • সিকি, পোলারাইজেশনের টিকা বেরিয়ে গেছে!
    কুমুদি, শুনছো? পেঁপেঁপাতার রস একটা গৌরবহীন ব্যাপার। ওতে সার্বে না। ঃ-P
  • de | ০৬ এপ্রিল ২০১১ ১৭:৫০ | 59.163.30.6
  • সিকি, থ্যাংকু!

    তিলুবাবু, ভুতোর জন্যে অনেক আদর পাঠালাম, আর পায়ে তো জুতো-মোজা, ধূলো লাগার জায়গাই নাই! খেটে খুটে ধূলো-পা করি আগে!
  • siki | ০৬ এপ্রিল ২০১১ ১৬:৫৫ | 123.242.248.130
  • আজ্ঞে। অভ্র দিয়ে লিখবে। ওয়ার্ডে, ওপেনাপিসে, নোটপ্যাডে, ফাইলের রিনেমে, যেখানে প্রাণ চায় বাংলা লেখো অভ্র দিয়ে।

    কেবল টেক্সটপ্যাডে লেখা যায় না।
  • til | ০৬ এপ্রিল ২০১১ ১৬:৫২ | 220.253.69.171
  • আপনাদের আশীর্বাদে সকলই কুশল, কেবল আমাদের ভুতো ( নট অফ লুরু) ভাল নেই।
    তো পায়ের ধূলো কবে দিচ্ছেন?
  • de | ০৬ এপ্রিল ২০১১ ১৬:৪৫ | 59.163.30.2
  • সিকি, একদম সময় পাচ্ছি না -- লেখার খুব ইচ্ছে -- তাও! একটা বোকা প্রশ্ন করি -- ডাইরেক্ট ওয়ার্ডে বাংলা ফন্টে কি করে লিখবো, তুমি বোধ্‌ধয় আগে অভ্র কি বোর্ড ইন্‌স্‌টল করার কথা বলেছিলে, ভুলে গেছি :((

    তিলুবাবু ভালো তো?
  • til | ০৬ এপ্রিল ২০১১ ১৬:৩৫ | 220.253.69.171
  • আরে আরে, de দি V2.0 হাজির দেখছি।
  • siki | ০৬ এপ্রিল ২০১১ ১৬:১৭ | 123.242.248.130
  • আন্দামানের লগটার আশা তা হলে ছেড়েই দিলাম, নাকি, দে?
  • de | ০৬ এপ্রিল ২০১১ ১৬:০১ | 59.163.30.3
  • দুস! ফন্টটা অ্যাতো ছোট আসছে কেন বঙ্গলিপিতে লেখার সময় -- কিচ্ছু দেখতে পারছি না :((
  • de | ০৬ এপ্রিল ২০১১ ১৬:০০ | 59.163.30.3
  • * গেনারালাইজ
  • de | ০৬ এপ্রিল ২০১১ ১৫:৫৯ | 59.163.30.3
  • কমরেড কেসি বড্ড জেনারালাইগ করেন!

    না: লম্বা খুশী ভালো নয় -- মাঝে-সাঝে দু:খ না থাকলে খুশী বোঝা যায় না!
  • siki | ০৬ এপ্রিল ২০১১ ১৫:২০ | 123.242.248.130
  • ক্ষী সাংঘাতিক! পোলারাইজেশন হয়েছে? হুম্‌ম্‌, সিজন চেঞ্জের সময়, হতেই পারে। তা, টিকে নিয়েছো তো?
  • Bratin | ০৬ এপ্রিল ২০১১ ১৫:১৮ | 122.248.183.1
  • হ্যাঁ। তোমার পোলারাইজেশন হয়েছে এইরকম বলছিল
  • Arijit | ০৬ এপ্রিল ২০১১ ১৫:১৭ | 115.249.42.177
  • কত ভালো জিনিস আর আফনে কিনা...
  • Arijit | ০৬ এপ্রিল ২০১১ ১৫:১৬ | 115.249.42.177
  • ফ্যাসিবাদ খারাপ কোন হালায় কয়?

    "স্বীকার করে নিন ফ্যাসিবাদের সমসাময়িক প্রয়োজনীয়তার কথা। ফ্যাসিবাদ ইতালির জনগণকে হাঁফ ছেড়ে বাঁচতে সাহায্য করেছিলো। সমাজ-জীবনের নানা স্তরে শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলো। জনপ্রশাসন থেকে দুর্নীতি গাফিলতি ও কর্তব্যে অবহেলা দূর করতে সমর্থ হয়েছিলো...'
  • kc | ০৬ এপ্রিল ২০১১ ১৫:১১ | 194.126.37.78
  • দুনিয়ার সমস্ত মহিলাই ফ্যাসিবাদী।
  • kumudini | ০৬ এপ্রিল ২০১১ ১৫:০৫ | 59.178.147.212
  • সে তো গত ছ বচ্ছর ধরে দিল্লী/দেশের বাইরে,আজ নতুন কী?
    কুমুকে অপ্পন ফ্যাসিবাদী কয়েছে আর সায়নও কী একটা বলেছে,মনে পড়ছে না-কিন্তু বলেছে।
  • de | ০৬ এপ্রিল ২০১১ ১৪:৫৭ | 59.163.30.2
  • সে তো খুশীর খবর :))
  • Bratin | ০৬ এপ্রিল ২০১১ ১৪:৩৯ | 122.248.183.1
  • মিঃ অধিকারী দিল্লীর বাইরে....
  • de | ০৬ এপ্রিল ২০১১ ১৪:৩২ | 59.163.30.4
  • ক্যানো কি হলো?
  • Bratin | ০৬ এপ্রিল ২০১১ ১৪:৩১ | 122.248.183.1
  • কুমু দি র এখন মন ভালো নেই।
  • de | ০৬ এপ্রিল ২০১১ ১৪:৩০ | 203.197.30.2
  • কুমু ভালো আছো? পেঁপেপাতার রস খাচ্ছো নিয়ম করে?
  • sinfaut | ০৬ এপ্রিল ২০১১ ১৪:২৬ | 203.91.201.57
  • ওটা তো ডিংব্যাট। বৃন্দা সোলেমানলিপি দুটোই তো বাংলা।
  • siki | ০৬ এপ্রিল ২০১১ ১৪:২৫ | 123.242.248.130
  • টেস্ট -- রয়া

    ইউনিকোড থেকে।
  • siki | ০৬ এপ্রিল ২০১১ ১৪:২৩ | 123.242.248.130
  • ** সাপোর্ট নেই **
  • Arijit | ০৬ এপ্রিল ২০১১ ১৪:২২ | 115.249.42.177
  • মানে ওই লিনাক্ষের "scim'-এর মতন আর কী - ইনপুট মেথড পাল্টানো।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত