বিলেতে যে বাড়িতে থাকতাম, সেইখানে একবার প্রবল ভূমিকম্প। শনিবার সকাল, বেলা সাতটা-সাড়ে সাতটা। মাথার কাছে বেডল্যাম্প কাত হয়ে কার্পেটে পড়োপড়ো। কিচ্ছু ভাবার সময় থাকে না। শুধু মনে আছে দু মাসের বাচ্চাকে নিয়ে নিচে দৌড়েছিলাম।
Ishan | ০৪ এপ্রিল ২০১১ ২১:৫৮ | 117.194.32.167
শুধু ভূমিকম্প? বামফ্রন্টের পতনের কালে পৃথিমিতে প্রলয় হবে।
aka | ০৪ এপ্রিল ২০১১ ২১:৪০ | 168.26.215.13
আমরা লোককে স্বাবলম্বী (বানাম ধরবেন না, নীতিটা দেখুন) হতে শিক্ষা দিই।
r.h | ০৪ এপ্রিল ২০১১ ২১:৩৮ | 198.175.62.19
কেউ দিলেননাতো? তাতে আমার কচুপোড়া যায়। নিজেই খুঁজে বের করে নিয়েছি।
nyara | ০৪ এপ্রিল ২০১১ ২১:৩৭ | 122.172.202.81
কেসি, থ্যান্কু।
nyara | ০৪ এপ্রিল ২০১১ ২১:৩৫ | 122.172.202.81
আজ ছুটি না হয়ে ভাল হয়েছে। আজ এমনিই আমাদের উগাদির ছুটি।
nyara | ০৪ এপ্রিল ২০১১ ২১:৩৩ | 122.172.202.81
ক্যালিফোর্নিয়া ভূমিকম্প-প্রবণ এলাকা। আমাদের বাড়ির কাছে এবং খুব কাছে দুটো ফল্ট লাইন ছিল। তো আমার বউ একটি সুটকেসে সব দরকারী কাগজপত্র - পাসপোর্ট, সার্টিফিকেট - ঢুকিয়ে রেখেছিল। ভূমিকম্প হোগা তো সুটকেস লে কর দে দৌড়, দে দৌড়।
তো একদিন সুযোগ এল। মোটামুটি ঠিকঠাক একটা ভূমিকম্প হল। ঝোলানো আলো-টালো দুউলল। আমরা ঠিকঠাক ভয়-টয় পেয়ে দুজনে দুবগলে দুই মেয়েকে নিয়ে বাইরে গিয়ে দাঁড়ালাম। সুটকেস ক্লজেটে যেরকম থাকার তেমনই রইল।
তাই বলি, প্রস্তুতির কোন মার নেই।
kc | ০৪ এপ্রিল ২০১১ ২১:৩০ | 89.203.49.18
ল্যাদ খাওয়ার জন্য শিলং হেব্বি। পাইনউড হোটেল তোমাদের জন্য আদর্শ। পোলোও ভাল। সাতদিন একটু বেশী, যদি না চেরাপুঞ্জি যাওয়া হয়। ওয়ার্ডস লেকের ধারে বসেই সময় কেটে যায়, সঙ্গে গুরুজনদের নুকিয়ে একটু ইসে চড়িয়ে নিতে পার তো আরও ভাল। গৌহাটি থেকে শিলং যাওয়ার রাস্তায় এত রকমের নাম না জানা ফার্ন দেখা যায় কি বলব। লোকাল সাইট সিয়িং সব জায়গার মতই। চার্চটা খুঁটিয়ে দেখো, এশিয়ার সবথেকে বড় চার্চ।
M | ০৪ এপ্রিল ২০১১ ২১:২১ | 59.93.210.224
ইসে, কেউ না হাসলে, মানে আমিও না একসময় ভাবতুম রাত্তে কিছু যদি হয় তো নাইটি পরে ধাঁ করে রাস্তায় বেরিয়ে যাওয়াটা খুব খারাপ হবে, তাই বেড কভারটা তুলে হাতের কাছেই রাখতাম, হাতে নিয়েই ছুটবো, তারপর রাস্তায় নেমে চাদর বানিয়ে ফেল্লেই চলবে,এ নিয়ে বহুত খোরাক হয়েচে, কিন্তু অবচেতনে ভাবনাটা রয়ে গেছে, তাই কভার খুব দুরে রাখিনা।
r.h | ০৪ এপ্রিল ২০১১ ২১:২০ | 198.175.62.19
কাব্লীদার সুন্দরবনের গপ্পোটা কেউ খুঁজে দেবেন প্লিজ?
থ্যাঙ্কিউ।
shrabani | ০৪ এপ্রিল ২০১১ ২১:২০ | 59.94.98.132
আমি আসলে খুব ভাবছি, রাতে ঘুম হবে না মনে হয়। তুমি বরং সময় আছে যখন একটা হাল্কা ব্যাগই গুছিয়ে নাও, জল ইত্যাদিও তো খুব দরকারী, কিছু ফার্স্ট এড (আমি সিরিয়াসলি বলছি, আমাদের এলাকায় যা হচ্ছে,এত ঘনঘন, এরকম একটা কিছু ভাবা দরকার)।
কিন্তু তালেগোলে একটা জিনিস ভুলে যাচ্ছিলাম কাল যে দিদি প্রণব দাকে অতবার বলল আজ ন্যাশনাল হলিডে ডিক্লেয়ার করতে (স্টার আনন্দ বারেবারে জানাল, একবার রাজদীপ সরদেশাই ও উল্লেখ করল) তা ভোটের বাজারেও দাদা কথা রাখলেন না!ঃ( আমি তো খুব আশায় আশায় ছিলাম।
kumudini | ০৪ এপ্রিল ২০১১ ২১:১২ | 122.162.173.105
শ্রাবণী, ঠিকই বলেছ। আমি তোমার কত্তার কথামত সব ব্যবস্থাই নিয়েচি,ব্যাগে টাকা,কার্ড,চাবি।কিছু টের পেলেই দরজা টেনে সোজা নীচে।
M | ০৪ এপ্রিল ২০১১ ২১:০০ | 59.93.210.224
এদিকে আমি ছোড়দির বাড়ী গিয়ে শুনলাম ২০১২ তে নাকি পিথিবী ধ্বংস হবে, তাই নাকি পাঁজি টাজি বের করার কষ্ট লোকে নিচ্ছেনা, ছোড়দি টেন্সিত হয়ে আছে, অবিশ্যি যখন গাল্ফ ওয়ার হচ্ছিলো ও ভয়ের চোটে খাওয়া ছেড়ে দিয়েছিলো, আর আমরা ওকে দেখিয়ে সব ভালোমন্দ খাবার খেতাম।
এদিকে ঋভু এইটা পড়তে পড়তে বলছে ডেটটা নাকি ২১ শে ডিসেম্বর, ডিসকভারিতে নাকি বলেছে, আর এও বলছে ও এবার থেকে গুরুতে পোষ্টাবে।ঃ(
aka | ০৪ এপ্রিল ২০১১ ২০:৫৭ | 168.26.215.13
শিলংয়ে সবসময় বর্ষা।
Arpan | ০৪ এপ্রিল ২০১১ ২০:৫৫ | 122.252.231.10
শিলং বর্ষায় যেতে হয় না?
nyara | ০৪ এপ্রিল ২০১১ ২০:৫০ | 122.172.202.81
কদিন? সাত-আটদিন কি খুব বেশিদিন? কদিন অপ্টিমাল? আমরা খুব ল্যাদাড়ু ট্র্যাভেলার। ছোটাছুটি পোষায় না। অল্প ল্যাদ, অল্প ঘোরঘুরি, জমিয়ে খাওয়া - এই হল আমাদের প্রোফাইল। সঙ্গে দুটি হাপ-অবাধ্য শিশু, এবং ০-৩ জন সিনিয়র সিটিজেন।
kc | ০৪ এপ্রিল ২০১১ ২০:৪৬ | 89.203.49.18
ন্যাড়াদা, খুবই ভালো।
nyara | ০৪ এপ্রিল ২০১১ ২০:২৫ | 122.172.202.81
এপ্রিলের শেষ শিলং যাবার পক্ষে কেমন?
shrabani | ০৪ এপ্রিল ২০১১ ২০:২২ | 59.94.98.132
কুমু, কাউকে খবর নিতে হবেনা, আর খবর নিয়েই বা কী করবে, কলকাতা থেকে আসবে উদ্ধার করতে? তার চেয়ে তুমি যা করছ তাই করে যাও দিল্লীবাসীদের হাঁকডাক করতে থাকো।
এত্তটুকু ভুকম্পে দিল্লীবাসীর কিস্যু হয়না, আজ এতবছরে কত কত দেখলাম। তবে একটা কী "লাইভ ইন্ডিয়া" টিভি বলছে "বিনাশ আভী বাকি হ্যায়" আর কেউ তেমন কিছু বলছেনা। কিন্তু তা দেখে কত্তা ড্রেস ট্রেস করে বাড়ির চাবি হাতে নিয়ে বসেছিল এতক্ষণ। আমি তো আরাম করে ছেঁড়া জামা টামা পরে শুয়ে আরাম করছি। সে আমাকে ড্রেস করতে ওঠানোর চেষ্টায় ব্যর্থ হয়ে খুব বোর হয়ে টিভি বন্ধ করে দিল। আমি আবার বললাম পার্সটাও সঙ্গে রাখতে টাকাপয়সা ভরে! তাতে বেশ রেগে গিয়ে বইটই খুলে বসেছে।
M | ০৪ এপ্রিল ২০১১ ১৯:৪২ | 59.93.210.224
ডাকলানা ক্যান?
m | ০৪ এপ্রিল ২০১১ ১৯:০৬ | 117.194.35.112
এই যে ম,সেদিন তোমাদের পাড়ার গেলুম।দেখা হলো নাঃ)
m | ০৪ এপ্রিল ২০১১ ১৯:০৪ | 117.194.35.112
নানাবিধ ইংরেজি,হিন্দি নিউজে খালি কাপ টা আসল না নকল তাই নিয়ে সীমাহীন আলোচনা চলছে- আর নীচে ক্ষুদে ক্ষুদে করে দিল্লির খবর টা আসছেঃ(
হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো সংবাদ এখনো পর্যন্ত নেই।
aka | ০৪ এপ্রিল ২০১১ ১৮:৫৮ | 168.26.215.13
প্রোজেক্ট বা প্রোজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে ভালো পিপিটি বানাতে হলে এই ভিডিওটা ইউজ করতে পারেন।
M | ০৪ এপ্রিল ২০১১ ১৮:৪৭ | 59.93.210.224
হে হে............ এমঙ্কি মেসেজ ও ভেজে, কিন্তু বাবা সিঁফো, বর্ষার লিং আর খুলবার চান্স নাই? আর সাহানার দুচাট্টে গান ও তো দিতি পারো।
কিন্তু যেটা বলার ছিলো,আমি খুব দুঃখু পেয়েছি,আমার সিপিয়েম বন্ধু সেই ছুটি মাসকয়েক না বছর খানেক আগে নিজের আজকালের একটা লেখা দেখিয়ে আর অ্যাজ ইউজুয়াল সিপিএমেস্থ এস্টাইলে আমার ব্রেন ওয়াশ করেছিলো এই বলে যে এবার তিনোমুল ই জেতা উচিৎ তালে সিপিএমের নোংরা গুলো ছেঁকে বেরিয়ে তিনোমুলে ঢুকে যাবে,আর ফিল্টারিত সিপিএম আবার ফিরে আসবে, আর আমি ক্যামন সে সমস্ত বিশ্বাস করেছিলুম।এদিকে কাল সন্ধেয় দেখি সিপিএমের মিছিল, তা কি বলবো, কি গান্ধীবাদি লোকজন,সবাই হাঁই তুলতে তুলতে ইভনিং ওয়াক করছে, এমনকি আমাদের রিক্সাকে যাওয়ার জায়গা পজ্জন্ত করে দিলো। এত কুউউউউউউউউউল।তালে কিকরে তিনো জিতবে?এবারেও তো হারবে।আর তালে সিপিয়েমের গুন্ডাগুলো আর বেরোবেনা দল থেকে।ওফ্হ্হ্হ্হ
sinfaut | ০৪ এপ্রিল ২০১১ ১৮:১১ | 203.91.201.57
বললে হবে না, বিএসএনএল প্রায় ১.৫ বছর ধরে ভালোই সর্বিস দেয়। কাস্টমার কেয়ারে জ্বলে গেলেও যেতে পারে, কিন্তু সিস্টেম ইঞ্জিনিয়ারগুলো ভালোই রেস্পন্স করে। শুধু, নতুন কানেক্সান নেওয়ার সময় যা একটু দৌড়াদৌড়ি, বাকি সব কুল। আবার নিজে থেকে ফোন করে জানতে চায়, স্যার আপনার বাড়িতে দুকুরে লোক পাঠিয়েছিলাম, এখন সব কুশল তো ইত্যাদি।
kumudini | ০৪ এপ্রিল ২০১১ ১৮:১০ | 59.178.36.202
শ্রাবণী,আছো নাকি?মনে রেখো,কল্কেতায় ভূমিকম্প হলে আমরাও এইরকম indifferently কথাবাত্তা কইব।
Bratin | ০৪ এপ্রিল ২০১১ ১৮:১০ | 122.248.183.1
বুইলে না পরিবর্তন। আমাদের বাড়ি র সামনের রাস্তা যেটা ৮২ সাল থেকে পেন্ডিং সেটা এখন হচ্ছে। কাজেই বুইতে পারছো না? এরে কয় পরিবর্তন বা মরার সময় হরিনাম
aka | ০৪ এপ্রিল ২০১১ ১৮:১০ | 168.26.215.13
এই নাও আরও একজন।
aka | ০৪ এপ্রিল ২০১১ ১৮:০৮ | 168.26.215.13
এই নাও।
M | ০৪ এপ্রিল ২০১১ ১৮:০৭ | 59.93.210.224
ক্ষী ক্ষান্ড!!! BSNL এর সার্ভিস দেখে আমি পেরাই অগ্গান হয়ে যাই আর কি, আজ সকালে কমপ্লেন কল্লাম আর এখন ঠিক হয়ে গেলো।নাঃ এবার হিমালয়ে যাওয়া আর আটকায় কে----
Bratin | ০৪ এপ্রিল ২০১১ ১৮:০৬ | 122.248.183.1
আহা নাহয় একটু ছড়িয়েছি তাই বলে এই রকম আওয়াজ দেবে ঃ-))
kumudini | ০৪ এপ্রিল ২০১১ ১৮:০৫ | 59.178.36.202
আর্চাপা পড়লেও এক টাহাত খালি আর ল্যাপি চালু থাকলেই রেসকিউ টীম না আসা অব্দি ভাটানো যাবে।
Bratin | ০৪ এপ্রিল ২০১১ ১৮:০৩ | 122.248.183.1
যাই হোক আজকে আমি তের পার্বণে খেলাম। ভাত, ডাল,লাঊ চিংড়ি, চিংড়ির মালাই কারি আর আমের চাটনি। ঐ রকম বাজে আমের চাটনি আমি স্মরণাতীত কালের মধ্যে খাই নি। বাকি গুলো ঠিকঠাক।
kumudini | ০৪ এপ্রিল ২০১১ ১৮:০২ | 59.178.36.202
আর যাদের আওয়াজ নেই?সিকি, ফরিদা,অনির্বাণ,তাদের ফ্যামিলী?
Arpan | ০৪ এপ্রিল ২০১১ ১৮:০১ | 112.133.206.18
আকা ঃ-)))
Arpan | ০৪ এপ্রিল ২০১১ ১৮:০১ | 122.252.231.10
পদসঙ্খলন! বাবা বোতিন, পোতিভাদি এইবার তোমাকে আলাদা করে ডেকে পদমস্রী দেবেন।
m | ০৪ এপ্রিল ২০১১ ১৮:০০ | 117.194.35.112
গড়াগড়ি দিয়ে হাসি।
aka | ০৪ এপ্রিল ২০১১ ১৭:৫৮ | 168.26.215.13
আচ্ছা এটা কিরম প্রশ্ন হল, কুশলে না হলে আর ভাটাচ্ছে কি করে। মানে একগাদা জিনিষের নীচে চাপা পড়েও ভাটিয়ে যাচ্ছে, এরম ডেডিকেশন মনে হয় নেই।
m | ০৪ এপ্রিল ২০১১ ১৭:৫৮ | 117.194.35.112
অসম্ভব কেন! জলে বা স্থলে দুটোতেই হাত-পার দক্ষতা সমান জরুরি।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন