এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ranjan roy | ০৯ এপ্রিল ২০১১ ২১:৫৬ | 122.161.206.124
  • কাব্লিদা,
    ঠিক। রায়পুর থেকে গিন্নি জানালেন যে আমি ফিরে গিয়ে ডকুমেন্ট আবার জমা দিলে পুরনো নম্বরেই সীম পাওয়া যাবে, কিন্তু শুধু সীমে সেভ করা নম্বরগুলো পাওয়াযাবে, মেশিনের ডিস্কে সেভ করা গুলো না। মানে এসব ১৩ তারিখে করতে পারবো। বেশি দেরি নেই। তারপরে দেখছি।
    আমি এত এত জিনিস হারাই , জামাকাপড়, ব্যাগ, টুথব্রাশ , মানিব্যাগ, এটিএম-কি নয়। মন-হৃদয় এসব তো কতবার হারিয়েছি।
    কিন্তু মোবাইল এই প্রথম। মানে আগে কয়েকবার ফেরত পেয়েগেছি।
  • aka | ০৯ এপ্রিল ২০১১ ২১:৩৩ | 24.42.203.194
  • হিন্দিতে না বাঙলায়?
  • Ishan | ০৯ এপ্রিল ২০১১ ২১:২৯ | 117.194.34.95
  • মমতা বহুত ভালো বলছে। ঃ)
  • byaang | ০৯ এপ্রিল ২০১১ ২১:২০ | 122.167.90.219
  • ১৪ই বা ১৫ই
  • aka | ০৯ এপ্রিল ২০১১ ২১:১৯ | 24.42.203.194
  • ১ লা বৈশাখ কবে?
  • byaang | ০৯ এপ্রিল ২০১১ ২১:১৮ | 122.167.90.219
  • আমি যে জানতুম ষোলই এপ্রিল শেষ!
  • aka | ০৯ এপ্রিল ২০১১ ২১:০২ | 24.42.203.194
  • আর চুক্কি দেবার সময় নেই। বাবা বলল ১লা বৈশাখ শেষ।
  • pinaki | ০৯ এপ্রিল ২০১১ ২০:৫৭ | 82.209.167.222
  • আবার স্বপ্নের মধ্যে নয় তো? সিওর? হতেই পারে আবার চুক্কি দিল।
  • aka | ০৯ এপ্রিল ২০১১ ২০:৫৫ | 24.42.203.194
  • সেটাও বেশ ভালো এন্টারটেইনমেন্ট। হায় বিদেশে কেন মমতা নেই।
  • Ishan | ০৯ এপ্রিল ২০১১ ২০:৫৩ | 117.194.34.95
  • আমি তো মমতার ইন্টারভিউ দেখছি। র‌্যাদার শুনছি। আন এডিটেড। ঃ)
  • aka | ০৯ এপ্রিল ২০১১ ২০:৪৮ | 24.42.203.194
  • আজ গোরা আর পুপের দেখা হবে এরা কেকেআর নিয়ে রয়েছে।
  • Ishan | ০৯ এপ্রিল ২০১১ ২০:৪৪ | 117.194.34.95
  • কাল কেকেআর হেরেছে তো? দুগ্গা দুগ্গা। ঃ)
  • SS | ০৯ এপ্রিল ২০১১ ২০:১৬ | 99.120.125.223
  • গানটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।
  • dd | ০৯ এপ্রিল ২০১১ ১৯:৫২ | 122.167.36.239
  • দুর দেশী সেই রাখাল ছেলে/আমার বাটের বটের ছায়ায়/সারাটা দিন গেলো খেলে/ গাইলো কী গান/ সেই তা জানে/ .... ন্যা ন্যা ন্যা ন্যা.... ন্যা।

    এটা কোনো নামকরা কবির লেখা বলে তো মনে হয় না।
  • m | ০৯ এপ্রিল ২০১১ ১৯:১৪ | 117.194.34.95
  • এখন ভাবার সময় নয়,দেখার।
  • achintyarup | ০৯ এপ্রিল ২০১১ ১৯:০৮ | 121.241.214.38
  • যায় বেলা সেই ভাবনা ভেবে...
  • m | ০৯ এপ্রিল ২০১১ ১৯:০৫ | 117.194.34.95
  • দূর দেশে সেই রাখালছেলে -গানটি কার লেখা..
  • achintyarup | ০৯ এপ্রিল ২০১১ ১৮:১৯ | 121.241.214.38
  • ওঃ, বাদল সরকারের খবরটা মিস করে গিয়েছিলাম। দুঃখের সন্দেহ নেই।
  • kumudini | ০৯ এপ্রিল ২০১১ ১৭:১১ | 122.162.204.177
  • মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েচি ভাই।তুমি বরম আমার নামে এট্টা রাজভোগ খেয়ে এসো।
  • kumudini | ০৯ এপ্রিল ২০১১ ১৭:০৯ | 122.162.204.177
  • বাদল সরকারের খবরটা খুবই দুঃখের।
  • achintyarup | ০৯ এপ্রিল ২০১১ ১৭:০৮ | 121.241.214.38
  • আমি এখন যশোদায় যাচ্ছি মিষ্টি খেতে। যাবে তো চলো
  • kumudini | ০৯ এপ্রিল ২০১১ ১৬:৫৯ | 122.162.204.177
  • চলো,আমরা দুই সোসিত গলা জড়াজড়ি করে ঝিংগ্যালালার জঙ্গলে পাইলে যাই।
  • achintyarup | ০৯ এপ্রিল ২০১১ ১৬:০৮ | 121.241.214.38
  • আমারও ঝা সোসন চলচে কি বলব। দুকুর থেকে রাত দুকুর ঃ-(
  • kumudini | ০৯ এপ্রিল ২০১১ ১৫:৫৯ | 122.162.204.177
  • আর ভাই,সোসনের চোটে মাতার ঠিক নাই।
  • achintyarup | ০৯ এপ্রিল ২০১১ ১৫:৪৯ | 121.241.214.38
  • আর কুমুদিদি, তোমাকেও বলিহারি। বলেছি না আমাকে "আপনি' না বলতে x-(
  • achintyarup | ০৯ এপ্রিল ২০১১ ১৪:৩৮ | 121.241.214.38
  • ওঃ, ভাবা যায় না, এত সব সোনার খনি হাতের কাছে। আমি তো Jstor থেকে শ'খানেকের বেশি প্রবন্ধ, নিবন্ধ, বইপত্তরের লিস্টি কবে থেকে বানিয়ে চলেছি। উপযুক্ত ঘাড় পেলেই সেখানে চাপিয়ে দেব। ঃ-)
  • kumudini | ০৯ এপ্রিল ২০১১ ১৪:৩১ | 122.162.204.177
  • অচিন্ত্যরূপ,ss দেবে নিশ্চয়ই।
    যদি কখনো দিল্লীর niscair থেকে কোন আর্টিকল আনার দরকার থাকে, তো মেল করে দেবেন।
    কাঠবেড়ালী যেন বঞ্চিত না হয়।
  • achintyarup | ০৯ এপ্রিল ২০১১ ১৪:০৬ | 121.241.214.38
  • থ্যাঙ্কু SS আর সায়ন
  • dukhe | ০৯ এপ্রিল ২০১১ ১৩:৩৪ | 117.194.227.246
  • খবরটা কি জেনুইন ? একদিন-এর তো ওয়েব এডিশন নেই । কেউ কনফার্ম করবেন ?
  • s | ০৯ এপ্রিল ২০১১ ১২:১৩ | 117.194.100.227
  • এট কি হলো!

    ---------- Forwarded message ----------
    From: Soumya Guhathakurta s_guhathakurta@hotmail.com
    Date : 8 April 2011 17:17
    Subject: Badal Sircar critical
    To:

    Third theatre activist and grand old man of Bangla and Indian theatre, Badal Sircar, is presently in naba jibon nursing home, hatibagan, kolkata.

    he has been taken ill with kidney malfunction and other ailments & has been in this nursing home since 28 march.

    there are not too many near and dear ones to care for him and finances are also depleting fast.


    those keen to help may please contact mr sudeb sinha at +91 98 30 523 405. Sudeb is working on a documentary on Badal Sircar.

    to confirm the news please see today's ekdin, pg6.

    Please circulate this message widely too.

    Soumya Guhathakurta
  • s | ০৯ এপ্রিল ২০১১ ১২:০৯ | 117.194.100.227
  • একটা ফরোয়র্ডেড মেসেজ, এখনে তুলে দিলম।



    ---------- Forwarded message ----------
    From: Soumya Guhathakurta
    s_guhathakurta@hotmail.com
    ডতেঃ ৮ আপ্রিল ২০১১ ১৭ঃ১৭
    উব্জেতঃ অদল ইরঅর রিতিঅল
    টোঃ

    ঠির্দ থেঅত্রে অতিইস্ত অন্দ গ্রন্দ ওল্‌দ মন ও অন্‌গ্‌ল অন্দ ঈন্দিঅন থেঅত্রে, অদল ইরঅর, ইস প্রেসেন্‌ত্‌ল্‌য় ইন নব জিবোন নুর্সিঙ্গ হোমে, হতিবগন, কোল্কত।

    হে হস বীন তকেন ইল্ল য়িথ কিদে্‌নয় মলউনতিওন অন্দ ওথের অইল্মেন্‌ত্‌স হস বীন ইন থিস নুর্সিঙ্গ হোমে সিনএ ২৮ মর্চ।

    থেরে অরে নোত তূ মন্য নেঅর অন্দ দেঅর ওনেস তো অরে ওর হিম অন্দ ইননএস অরে অলে্‌সা দেপ্লেতিঙ্গ অস্ত।

    থোসে কীন তো হেল্প ময় প্লেঅসে ওন্তত ম্র সুদেব সিন্‌হ অত +৯১ ৯৮ ৩০ ৫২৩ ৪০৫। উদেব ইস য়োর্কিঙ্গ ওন অ দোউমেন্তর‌্য ওন অদল ইরঅর।

    তো ওনইর্ম থে নেয়্‌স প্লেঅসে সী তোদয়'স একি্‌দন, প্‌গ৬।

    লেঅসে ইরউলতে থিস মেস্‌সগে য়িদেল্য তূ।

    ঔম্য উহথকুর্ত
  • kumudini | ০৯ এপ্রিল ২০১১ ১০:০১ | 122.162.204.177
  • কাল রাতে যা হোল,এখনেই লিখে যাই,যদি কেউ পড়ে-
    রাত বারোটার সময় কম্পু বন্ধ করে হাঁটতে চলে গেলাম,তার্পর এসে শুয়ে পড়লাম।সকালে উঠে খেয়াল হল-টেবিলে ডিনার ঢাকা রয়েছে।
  • kumu | ০৯ এপ্রিল ২০১১ ০৯:৫৬ | 122.162.204.177
  • আপনার হাজার বছর স্বাস্থ্য,আনন্দে ভরা পরমায়ু হোক,এই প্রার্থনা করি।
  • kd | ০৯ এপ্রিল ২০১১ ০৯:৪৯ | 74.72.161.90
  • কুমুদিদি, কিছু মনে কোরো না, একটু ঝামেলায় আছি।
    তোমার প্রশ্নের জবাব দি। ক্ষীরকদম্ব আসার দু'দিনে শেষ - ছেলে একা। চিত্রকূটও দু'দিনে, তবে বৌমা ছেলেকে একটা না দু'টো দিয়েছে। জিলিপিগুলো চারটে করে জিপলক-ব্যাগে ফ্রিজারে - রোজ রাতে একটা প্যাকেট, দু'জনের ডেসার্ট। আর আমি রোজ দু'টো জলভরা - ব্রেকফাস্ট-লাঞ্চে - আর দিন চার-পাঁচ চলবে।
    আ-ক-বা।
  • kumudini | ০৯ এপ্রিল ২০১১ ০৯:৩৪ | 122.162.204.177
  • ব্রতীনকে পোচুর হিংসে।
  • Bratin | ০৯ এপ্রিল ২০১১ ০৯:২০ | 117.194.96.33
  • রঞ্জন দা নতুন নাম্বার সেভ করে নিয়েছি।
  • Bratin | ০৯ এপ্রিল ২০১১ ০৯:১৯ | 117.194.96.33
  • আমদের কলেজে রিউনিয়ন সেখানে যাবো একটু পরে। সারা দিন হই হই করে কাটবে।
  • kumu | ০৯ এপ্রিল ২০১১ ০৯:০৫ | 122.162.204.177
  • কেডিদা,আমাদের আজকাল আর দেখতে পান না?
  • kd | ০৯ এপ্রিল ২০১১ ০৯:০৩ | 74.72.161.90
  • রঞ্জন, নতুন নম্বর কেন? আমি যখন মোবাইল হারালুম বইমেলার সময়, ভোডাফোন আমার পুরোনো নম্বর দিয়ে দিলো পঁচিশ টাকার বিনিময়ে। আর হারিয়েছে জানতে পারার সঙ্গে সঙ্গে নম্বরটা লক করে দিয়েছিলুম, তাই ব্যালেন্সও ঠিকাঠাক ছিলো। হ্যাঁ, পুরো ফোননম্বরের লিস্ট গায়েব।

    এনিওয়ে, আমার নম্বর ৯৮৩-০২৯-১০১৯।

    বরফ ভর্তি গ্লাসে জিঞ্জার লিকিওর দিয়ে কনিয়াক খাচ্ছি - বেড়ে জিনিস!
  • ranjan roy | ০৯ এপ্রিল ২০১১ ০৮:৪১ | 122.161.206.124
  • এইসব প্রেডিকশন করার চাপে আমার মোবাইল কাল অ্যাকাডেমি থেকে নাটক দেখে ফেরার সময় ট্যাক্সিতে হারিয়ে গেছে।

    তাই যাঁরা আমার সঙ্গে যোগাযোগ রাখতেন তাঁরা এই নতুন নাম্বারে একটা মেসেজ পাঠালে আমি নম্বরগুলো নতুন করে সেভ করতে পারবো।
    সুমেরু, শমীক, দময়ন্তী,কাব্লিদা, শিবাংশু,কল্লোল,ব্রতীন, রাজ ,ভুতো,ব্ল্যাংকি সবাইকে অনুরোধ করছি।
    ০৯৭৫৫৯-১৫৭৯৫
  • ranjan roy | ০৯ এপ্রিল ২০১১ ০৮:২৭ | 122.161.206.124
  • কেউ বাজি ধরবেন?
    যাদবপুরে বুদ্ধ হারছেন। মনীশ গুপ্তের মত বাজে প্রার্থীও আমার যৌবনের উপবন, বার্ধক্যের বারাণসী যাদবপুর এলাকায় জিতে যাবে।
    আর বামফ্রন্ট মেরে কেটে সত্তর আশি!
  • sayan | ০৯ এপ্রিল ২০১১ ০৭:২৪ | 98.225.179.101
  • অচিন্ত্যদা -
    ফরেস্টার, ডেটামনিটর ইত্যাদির সিন্ডিকেটেড পেইড রিপোর্টের অ্যাকসেস আছে। যদি কখনও প্রয়োজন হয়, জানাবেন।
  • SS | ০৯ এপ্রিল ২০১১ ০৭:১৭ | 99.120.125.223
  • পারবো কিন্তু কয়েকদিন সময় লাগবে। আর্টিকলটা অনলাইনে নেই, লাইব্রেরির থ্রু দিয়ে আনাতে হবে।
  • aka | ০৯ এপ্রিল ২০১১ ০২:০২ | 168.26.215.13
  • আমার ধারণা হরিপদ বিশ্বাস এবারেও অল্প করে জিতে যাবে।
  • aka | ০৯ এপ্রিল ২০১১ ০২:০০ | 168.26.215.13
  • আতপুর পৌরসভা।
  • Arpan | ০৯ এপ্রিল ২০১১ ০১:৫৩ | 112.133.206.18
  • আলুমুদ্দিন নামটা পছন্দ হল। ঃ-)
  • Arpan | ০৯ এপ্রিল ২০১১ ০১:৫২ | 122.252.231.10
  • নাঃ, একা ক্ষমতায় আসবে না বোধহয়। আসলে ভালো হবেও না সেটা।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত