এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pi | ১৪ এপ্রিল ২০১১ ০১:১৮ | 128.231.22.150
  • উফ ! এদিকে আমি তাকে খুঁজে খুঁজে হয়রান। ভাবছিলাম এবার বোধহয় সত্যি চশমা লাগলো ! ঃ(
  • r.h | ১৪ এপ্রিল ২০১১ ০১:১৬ | 198.175.62.19
  • পাই রে পুরুষে চোখের্জল লিখে এসেছে হেঃ হেঃ
  • kc | ১৪ এপ্রিল ২০১১ ০১:১২ | 89.203.49.18
  • সিরিয়ালের দর্শকদের কাছে এখন আর চোখের জল পাওয়া যায়না। বদলে অনেক ছাই পাওয়া যায়।
  • Tim | ১৪ এপ্রিল ২০১১ ০১:০৯ | 198.82.19.169
  • কাশ্মীরা? সেই জঙ্গল খ্যাত? ক্ষি ক্ষেলো! ঃ-)
  • sayan | ১৪ এপ্রিল ২০১১ ০১:০৯ | 12.20.48.10
  • টকের হিন্দি টাক। কালই শিখেছি।
  • Tim | ১৪ এপ্রিল ২০১১ ০১:০৯ | 198.82.19.169
  • খাট্টা (আকাদাকে)
  • sayan | ১৪ এপ্রিল ২০১১ ০১:০৮ | 12.20.48.10
  • আলুমাখা মেশিনের মাখক'টার ব্লেড বদলে হাতের মত করে দিলেই বাড়ির মত আলুমাখা হবে। বিভিন্ন রকমের হাতের অ্যাটচমেন্ট থাকা চাই। এবার নিঘ্‌ঘাৎ প্যাটেন্ট নামিয়ে দেবো।
  • Kashmiraa | ১৪ এপ্রিল ২০১১ ০১:০৭ | 151.141.84.194
  • হেই টিম, কবিতার কী হোলো? সেইসব টইগুলো?
  • abira | ১৪ এপ্রিল ২০১১ ০১:০৫ | 151.141.84.194
  • তখন নবীন কবিরা লিখবে-
    স্মৃতিমাখা আলুমাখা। কিছু মিঠা কিছু তিখা।

    আচ্ছা টকের হিন্দি কী?
  • aka | ১৪ এপ্রিল ২০১১ ০১:০০ | 168.26.215.13
  • মেশিনের আলুমাখা কি আর ভালো হবে? মিহি টাইপ হয়ে যাবে। এখানের আলু সেদ্ধর মতন। না না ফুচকাওয়ালা মাস্ট।
  • Tim | ১৪ এপ্রিল ২০১১ ০০:৫৭ | 198.82.19.169
  • তখন তো সেলফ সার্ভিস হয়ে যাবে। ভেন্ডিং মেশিনে ফুচকা বিক্কিরি হবে। তাতে ফুচকাওলাদের চাগ্রি থাগবে?
  • aka | ১৪ এপ্রিল ২০১১ ০০:৫৫ | 168.26.215.13
  • রিসাইকেলের কথাই হচ্ছে তো। তা সে চোখের কিংবা নাকের যে জলই বলুন না কেন তা রিসাইকল করতে গেলে ইসের কথা ভাবতেই হবে। উপায় নেই।

    আচ্ছা এরম যদি অপশন দেওয়া হয় আপনার নিজের ইসে দিয়েই আপনার ফুচকা বানানো হবে। ইসে দিন, ফুচকা নিন। কিরম এফিশিয়েন্ট অপারেশন মডেল দিলাম। হুঁ হুঁ বাওয়া।
  • pi | ১৪ এপ্রিল ২০১১ ০০:৫৩ | 128.231.22.150
  • আরে সিরিয়ালের নাইকাদের কথা কই নাই। দর্শক, দর্শক।
  • sayan | ১৪ এপ্রিল ২০১১ ০০:৪৯ | 12.20.48.10
  • টিম, ঃ-)))
  • Tim | ১৪ এপ্রিল ২০১১ ০০:৪৯ | 198.82.19.169
  • সেতো গ্লিসারিনপুষ্ট। অবশ্য রিসাইক্ল করলে আলাদা কথা।
  • pi | ১৪ এপ্রিল ২০১১ ০০:৪৭ | 128.231.22.150
  • কেন , এত্ত এত্ত বাংলা সিরিয়াল থাকতে চোখের জলের অভাব ?
  • Tim | ১৪ এপ্রিল ২০১১ ০০:৪৩ | 198.82.19.169
  • কেসিদার এলেম আছে। এইসব আলুচানার পরে ডিনারের বিস্তারিত মেনু লিখলো। ঃ-)
  • aka | ১৪ এপ্রিল ২০১১ ০০:৪৩ | 168.26.215.13
  • ডিনার হাল্কা হলেও কেসি যে খুব একটা হাল্কা হল না সে বোঝাই যায়। ঘী, বাসমতি।
  • kc | ১৪ এপ্রিল ২০১১ ০০:৪১ | 89.203.49.18
  • শিঙি মাছ আর পটল দিয়ে পাতলা ঝোল, ঝিরিঝিরি আলুভাজা, ঘী আর বাসমতী চালের ভাত। ডিনারটা হাল্কা রাখলাম। নজর দিওনি।
  • aka | ১৪ এপ্রিল ২০১১ ০০:৩৫ | 168.26.215.13
  • আছে কিন্তু একটু প্যারেন্টাল গাইডেন্স প্রয়োজন।
  • Tim | ১৪ এপ্রিল ২০১১ ০০:৩১ | 198.82.19.169
  • ভীম সম্পক্কে প্রামাণ্য তথ্য আছে? ঃ-)
  • aka | ১৪ এপ্রিল ২০১১ ০০:২৭ | 168.26.215.13
  • তেঁতুল জলের ভিস্কোসিটি দেখেছো, ও নিতে পারলে ইসের ভিস্কোসিটি নিতে পার্বে না? ফুচকওয়ালা ভীম নাকি?
  • Tim | ১৪ এপ্রিল ২০১১ ০০:১৬ | 198.82.19.169
  • অত চোখেজ্জল ক্ষোথায় পাবে? শেষে গ্লিসারিনের খরচ দিতে হবে।
  • sayan | ১৪ এপ্রিল ২০১১ ০০:১৬ | 12.20.48.10
  • ইসের ভিসকোসিটি ও রিলেটিভ ডেন্সিটি দেখেছ? ফুচকা নিতে পারে কখোনো! বল্লেই হল!
  • pi | ১৪ এপ্রিল ২০১১ ০০:১৫ | 128.231.22.150
  • একটা ব্যাপার বুঝিনা। দেশে এমনি জলের কি আকাল পড়েছে যে ঐ নর্দমার জল কি ঐসব বস্তু পুরতে হবে ? এগুলো কালেকশনে যা হ্যাপা, তার থেকে রাস্তার টিপকল থেকে জল ভরলেই তো হয় ?

    ভালো কথা, চোখের জল দিয়ে বানানোর কথা তো এখনো শুনলাম না। ওটা তো বেশ ভালো অপশন ছিল। নুনের খরচ টাও বাঁচতো।
  • aka | ১৪ এপ্রিল ২০১১ ০০:০৮ | 168.26.215.13
  • ধ্যাত নর্দমার জল দিয়ে আইসক্রিম বানানো হয়। ফুচকার জন্য আছে ইসে। দুটোই কিন্তু রিউজেবিলিটির হাইট। আজগের যুগে প্রশংসনীয়।
  • Tim | ১৪ এপ্রিল ২০১১ ০০:০৮ | 198.82.19.169
  • না না নাকের জল আর তেঁতুল জল কি এক? রেসিপির বারোটা বেজে যাবে। (আজ্জোদা অবশ্য প্রায় বাজিয়েই দিয়েছে)
  • Tim | ১৪ এপ্রিল ২০১১ ০০:০৬ | 198.82.19.169
  • হহপাট
  • M | ১৪ এপ্রিল ২০১১ ০০:০৬ | 59.93.198.12
  • ক্ষী হতভাগা একেকখানা............:X

    আমাদের এখানে কদিন ধরে তান্ডব চলছে, নানা ধরনের নাম গান হচ্ছে, তবে এটা একটু কালে গন্ডোগোল , ছেলেপুলেরা তাও ছেড়ে কথা কয় না।:O

    ইদিকে আমরা নির্দোষ নাকের জল নিয়ে কথা বলছিলাম যখন তখন মিঠু আমাদের গাছে উল্টো করে ঝুলিয়ে পিটোনোর নির্দেশ দেছিলো, খুব অভিমান নিয়ে ঘুমুতে চল্লুম।
  • Tim | ১৪ এপ্রিল ২০১১ ০০:০৬ | 198.82.19.169
  • বম্মার বাড়ির পাশে নর্দমা আছে? হয়ত জল নিতে এসেছিলো।
  • sayan | ১৪ এপ্রিল ২০১১ ০০:০৬ | 12.20.48.10
  • ভেবে দেখলাম ইউরিক অ্যাসিড থাকে। অ্যাসিড মানে অম্ল মানে টক। হলেও হতে পারে টক।
  • aka | ১৪ এপ্রিল ২০১১ ০০:০৫ | 168.26.215.13
  • কেসি কেমন সিসু টাইপ। ;)
  • kumudini | ১৪ এপ্রিল ২০১১ ০০:০৪ | 122.163.144.72
  • বড়ম,জানলাটা বন্ধ করে রাখো।
    গুন্নাইট।
  • kc | ১৪ এপ্রিল ২০১১ ০০:০২ | 89.203.49.18
  • আকার রাত বারোটার পোস্টটা কিচ্ছু বুঝলুমনি। যা ভুল করে বুঝতে যাচ্ছিলাম সে আর কহতব্য লয়।
  • Tim | ১৪ এপ্রিল ২০১১ ০০:০২ | 198.82.19.169
  • কিসেতে ইসে মেশানোর কথা হচ্ছে? তেঁতুলের দর কেমন যাচ্ছে আজকাল? হয়ত ইসেতেই তেঁতুল ফ্লেভার দেয়। পরিশোধিত ইসে আরকি।
  • sayan | ১৪ এপ্রিল ২০১১ ০০:০১ | 12.20.48.10
  • মূত্র টক মানে! কে চেখে দেখেছে? আর তা নাহলে কি মূত্র-Talk? শিশুটকের মত সুসুটক?
  • kumudini | ১৪ এপ্রিল ২০১১ ০০:০০ | 122.163.144.72
  • অন আ সিরিয়াস নোট,লিংকের ঐ ফুচকাওলা অন্য অনেকের ব্যবসা নষ্ট করে দিল।
  • aka | ১৪ এপ্রিল ২০১১ ০০:০০ | 168.26.215.13
  • ফুচকাওয়ালীর বিশেষ দেখা যায় না, কিন্তু ইসের রিস্ক অনেক কম।
  • Tim | ১৪ এপ্রিল ২০১১ ০০:০০ | 198.82.19.169
  • ফুচকা, ফুচকা রে
    নাক কা পানি
    ফুচকা, ফুচকা রে
    হাত চুলকানি
    ইটিসি
  • sayan | ১৩ এপ্রিল ২০১১ ২৩:৫৯ | 12.20.48.10
  • হুতো, বলো কী! মানে দোকানে বসে ফুচকা চালান এমন না, ওই ঝুড়ি কাঁধে পাড়ায় পাড়ায় বেচে এমন।

    ভোদকায় পরে ফিরে আসচি।
  • pipi | ১৩ এপ্রিল ২০১১ ২৩:৫৯ | 66.205.170.181
  • যত্ত সব! ফুচকা ছিল, আছে, থাকবে। খেতাম এবং খাবোও।
  • aka | ১৩ এপ্রিল ২০১১ ২৩:৫৮ | 168.26.215.13
  • মূত্র টক এটা ওভার জেনারালাইজেশন। ভেবে দেখেছেন কিভাবে হুহু করে ডায়াবিটিস বাড়ছে। ফুচকাওয়ালা বলে কি মানুষ নয়, তার কি ডায়াবিটিস হতে নেই?
  • Tim | ১৩ এপ্রিল ২০১১ ২৩:৫৫ | 198.82.19.169
  • ফুচকাওলা দেখলেই বাড়িতে ডেকে বাত্তুমে যেতে বলুন। কবি তো বলেইছেন, এ শৌচাগার থুড়ি পরিবেশ আপনার তাই সাফ রাকহ্বেন আপনি।
  • r.h | ১৩ এপ্রিল ২০১১ ২৩:৫৫ | 198.175.62.19
  • হয় তো। আমাদের পাড়ায় আছে। তাঁর আবার চুড়মুড়ের স্পেশাল মশলা আছে, সুতো দুবছর ধরে গোপন রেসিপি জানার চেষ্টায় বৃথা ঘোরাঘুরি করে চলেছে। এঁর তৈরী ফুচকাতে পুরে ভদকা খেয়েই গত বছর মার্চ মাসে আমি লজ্জাজনকভাবে আউট হয়ে গেছিলাম ঃ(
    (আহা, গেলাসেও খেয়েছিলাম, সেতো খাবোই)
  • kumu | ১৩ এপ্রিল ২০১১ ২৩:৫২ | 122.163.144.72
  • কুমুদিনী ফুচকা ও তার কোন অ্যাটাচমেন্ট খায় না,আজকের পর দেখেও না।
  • sayan | ১৩ এপ্রিল ২০১১ ২৩:৫২ | 12.20.48.10
  • রাত পৌনে বারোটায় বড়েমের জানলার নীচে মগ নিয়ে ফুচকাওলা কী করছে সেই নিয়ে আমার মনে কোনও প্রশ্ন নাই।
  • kc | ১৩ এপ্রিল ২০১১ ২৩:৫১ | 89.203.49.18
  • কহেতা হ্যায় ফুচকা সারা জমানা,
    ছোটা লুচিকে সাথ টক মুত্র মিশানা।
    চশমা উতারো, ফির দেখো আরিও
    কহ্‌তা হ্যায় ইসকো সব ''ওভারহাইপড খানা''

    (তাল খেয়াল রাখলে মিলে যাবে)
  • sayan | ১৩ এপ্রিল ২০১১ ২৩:৫০ | 12.20.48.10
  • টেকনিকালি, ফুচকাউলি বলে কিছু হয় না। কেউ কনফার্ম করতে পারবে(ন)?
  • M | ১৩ এপ্রিল ২০১১ ২৩:৪৮ | 59.93.198.12
  • বাপরে!!!ফুচকার জয়গান গাথা হচ্ছে, চারন কবিরা সব চড়তে থুরি গান বাঁধতে নেমে পড়েছে, ক্যায়া বাত!!!!!! এদিকে আমি আমার জানলার নীচের ফুচকা ওলার মগটা দেখেই একবার ওয়াক করে এলাম, তারপর ভেবে দেখলাম লোকটা ধুতি পড়েনি,কাজেই.............

    ও হরি! ফুচকার স্ট্যান্ডটাই তো দিব্যি জায়গা মতো আঁধার করে রাখে,বাবারে............ঃ(

    আর মিঠু বাজারে কেবল পিঠের ছাল ছাড়িয়ে ছেড়ে দিলো তো, আমি এতক্ষন নিজের হাতে, ছুরিতে/ড়,মেঝেতে,পাপোষে চপিং বোর্ডে, সবেতে তেল মাখিয়ে যাকে বলে মাখামাখি করে গোল্ডেন কম্পাস দেখতে দেখতে এঁচোড় কেটে এলুম।সিনিমা শেষ আমার কাটাও শেষ।
  • Sibu | ১৩ এপ্রিল ২০১১ ২৩:৪৬ | 122.169.161.14
  • ফুচকা খাবে কেন? ইসে খায়।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত