এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • de | ১৮ এপ্রিল ২০১১ ১৫:৪২ | 59.163.30.4
  • অরিজিত,
    ঋতি কতো বড়ো হোলো? বছর চারেক অব্দি আমার মেয়েও অম্নি ছিলো! সে ই এখন টেনে টেনে ভীতু মাকে ঢেউয়ে চুবিয়ে নাকানি চোবানি খাওয়ায়!
  • pi | ১৮ এপ্রিল ২০১১ ১৫:৩৬ | 72.83.97.171
  • আমার ধারণা, পৃথিবীর মনুষ্য প্রজাতির ৯০% এই গোত্রভুক্ত হইবেন ঃ)

    এও বলে রাখি, আমি কাঁটা হেরি ক্ষান্ত দি, এমনটি ও না। গন্ধ এবং স্বাদটাই নিতে পারিনা। রান্না বা খাওয়াদাওয়া হলে ত্রিসীমানায় না থাকার চেষ্টা করি।
  • pi | ১৮ এপ্রিল ২০১১ ১৫:৩১ | 72.83.97.171
  • চৈতালি (দি?), আপনি বোধহয় ইউনিকোড ভার্শনে গিয়ে পোস্ট করেছেন। উপরে গিয়ে বাংলাপ্লেন ভার্শনে ক্লিক করে মতামত দিলে বাংলা আসবে।
  • dukhe | ১৮ এপ্রিল ২০১১ ১৫:২৯ | 122.160.114.85
  • ইলিশে আতঙ্ক ? মানুষের ?
  • pi | ১৮ এপ্রিল ২০১১ ১৫:২৮ | 72.83.97.171
  • হুম। আচ্ছা, খরগোশ কি মশকবান্ধব ?
  • Chaitali | ১৮ এপ্রিল ২০১১ ১৫:২২ | 218.248.64.152
  • Mulo khub baaje. Amaar bagane prochur hoy. Shorboshakulle khan panchek er "muli paratha" hoy, panchmeshali torkari hoy, r shashuri ma-er bhari ichhe jaagle mulo bhaja hoy. Baki gulo khorgosh khay.
  • pi | ১৮ এপ্রিল ২০১১ ১৫:১৮ | 72.83.97.171
  • পাইয়ের নিচের প্রশ্ন দুখেদাকে।
  • pi | ১৮ এপ্রিল ২০১১ ১৫:১৭ | 72.83.97.171
  • কিঁউ ?
  • pi | ১৮ এপ্রিল ২০১১ ১৫:১৭ | 72.83.97.171
  • উফ ! উফ কে কীকরে উফোহ লিখলুম !
  • dukhe | ১৮ এপ্রিল ২০১১ ১৫:১৪ | 122.160.114.85
  • পাইয়ের প্রশ্ন কি পাইয়ের, না মশক বন্ধুদের ?
  • pi | ১৮ এপ্রিল ২০১১ ১৫:১২ | 72.83.97.171
  • সেতো নিচের লিস্টির প্রায় সব ক'টি খাবারের ই আছে বলে শুনি , মানে ঐ উপকারিতার দোহাই পেড়েই তো ওগুলোকে ছোটোবেলায় ( এবং এখনো, বাড়ি গেলে ) গেলানোর চেষ্টা করানো হত।
    নইলে আমার খারাপ লাগার লিস্টিতে আরো অনেক অনেক খাবার ঢুকতে পারে, সে আমি নিশ্চিত। আমাকে তাদের নিয়ে বিশেষ ঘাঁটানো হয়না বলে আমিও তাদের ঘাঁটাইতে চাহিনে।
  • shrabani | ১৮ এপ্রিল ২০১১ ১৫:১০ | 124.124.86.85
  • গ্লাসহাউস অন গ্যাঞ্জেসের লোকেশনটা যা তাতে শুধু লোকেশনের জন্যই পুরো নম্বর দেওয়া যায়। গাছগাছালির মাঝখানে কটেজের বারান্দায় সেই আগেকার দিনের বড় বড় কাঠের আরামকেদারায়। গঙ্গার প্রচন্ড গর্জনে একটু ওপরে রাস্তার গাড়ির আওয়াজও কানে আসেনা।
    পাড়ে পাথর আর সাদা বালি সমুদ্রের বীচের মতো, আরামসে চান করা যায় তবে সাবধানে, ভালো স্রোত, একটু দুরে জঙ্গলের ওয়াচটাওয়ারকে লাইটহাউসও ভাবতে পারো। কখনো বারান্দায় কখনো নদীর পাড়ে বসে আড্ডা, অনবরত র‌্যাফট যাচ্ছে হৈ হৈ করে, কিন্তু আমাদের নির্জনতাকে স্পর্শ করেনা, কেমন সিনেমা/টিভি দেখছি বলে মনে হয়!
    চলে আসার সময় প্রত্যেকে একটা কথাই বলেছি, আবার ফিরে আসব, বার বার।
  • Bhuto | ১৮ এপ্রিল ২০১১ ১৪:৫৯ | 203.91.201.56
  • মূলো বেশ ভালো খাবার। চাট হয় । এট্টু গ্যাসের খাবার খেলে মূলো খেলে সে গ্যাস মেরে দেয়। আরো অনেক উপকারিতা আছে।
  • pi | ১৮ এপ্রিল ২০১১ ১৪:৫৬ | 72.83.97.171
  • লোকে কিছু কিছু জিনিস কীকরে ভালো খায় কিছুতে ভেবে পাইনা।

    বেল
    মাছ, বিশেষতঃ ইলিশ
    টক দই
    পিঠে, পাটিসাপটা
    বেশিরভাগ ফল, বিশেষতঃ পাকা পেঁপে,কমলালেবু,স্ট্রবেরী
    মুলো
    ইত্যাদি।

    উফোহ, কাল আলু ভেবে ভুল করে কচকচিয়ে মুলো চিবানোর পর থেকে মেজাজ খিঁচড়ে আছে।
  • Arijit | ১৮ এপ্রিল ২০১১ ১৪:৫৫ | 115.249.42.177
  • আমার ওই গাড়ি চালানোটাই বেড়ানো। সেটার জন্যেই গেলুম। দশ ঘন্টা যাওয়া, পরেরদিন সকাল দশটা থেকে রাত্তির আটটা অবধি ফের দশ ঘন্টা এদিক সেদিক ঘোরা, তার পরেরদিন দশ ঘন্টা ফেরা...
  • dukhe | ১৮ এপ্রিল ২০১১ ১৪:৪৭ | 122.160.114.85
  • দুই মেয়েকে নিয়ে বকখালি গেসলাম । ছোটজন সাঙ্ঘাতিক ভয় পেয়ে মাকে আঁকড়ে ডাঙায় বসে থাকল ।
    বড় পাগলের মত চান করল, পেট পুরে জল খেল । কিন্তু -
    বিকেলে হোটেলের ঘরে ঘুনিয়ে ঘুমিয়ে আর্তনাদ জুড়ে দিল - বাড়ি যাব । এত জল আমার ভালো লাগে না । মা, বাড়ি চলো ।
    ধাক্কা দিয়ে তুললাম - জল কোথায় ? বিছানায় শুয়ে আছিস তো ।
    ভর্ত গলায় প্রশ্ন - বিছানাটা কিসের ওপর আছে ?
  • kumu | ১৮ এপ্রিল ২০১১ ১৪:৪৫ | 59.178.158.63
  • অ কেসি,আমার কুচোরা যে বড় হয়ে গেছে।আদর কত্তে গেলে ঠান্ডা চোখে তাকায়।
  • kc | ১৮ এপ্রিল ২০১১ ১৪:৪১ | 194.126.37.78
  • ছ্যা ছ্যা! এই গরমে ক্ষেউ বাড়ির বাইরে বেড়োয়? ছুটি, ফুটি ম্যানেজ কত্তে পারলে ফোন, টিভি, আর খপরের কাগজকে ছুটি দিয়ে বাড়িতে বসে থাক, বেলের পানা খাও, মস্তানি খাও। কুচোগুলোকে চটকাও,ছুটি কাটানো সার্থক হবে।
  • stoic | ১৮ এপ্রিল ২০১১ ১৪:৩৯ | 160.103.2.224
  • বারিপদা, ইত্যাদি জায়গা বুঝেশুনে যেও। মশা-জনিত নানা রোগের হালচাল জেনে যেও। আমার চেনাজানা বেশ কয়েকজনের হাল খারাপ হয়ে গেছিল ঐ সব অঞ্চলে ক্যাম্পিং করে তাপ্পর ম্যালেরিয়া হওয়ার ফলে।
  • Arijit | ১৮ এপ্রিল ২০১১ ১৪:৩৪ | 115.249.42.177
  • এগজিট্‌ পোল তো ব্যান হয়ে গেছে - এরকম মাল্টিফেজ ভোটের জন্য। একদম শেষে করা যেতে পারে।
  • dd | ১৮ এপ্রিল ২০১১ ১৪:৩২ | 124.247.203.12
  • আর ভোটের কিছু খপর এলো? মার্পিট? ভুত দখল? একজিট পোল?

    ঘিশিঙের ক্ষি আক্কেল গুরুং? বিশেষজ্ঞেরা কিছু বলছেন্না?
  • Blank | ১৮ এপ্রিল ২০১১ ১৪:৩২ | 170.153.65.102
  • সাতকোশিয়ায় তুমি ছোট দুটো কে নিয়ে যেতে পারবে না। থাকার জায়গাটা খুব খারাপ ছোটদের জন্য। কোনো রকম সিকিওরিটি নেই। হাতি চলে আসে ঘরের পাশে।
    তবে একমাত্র জঙ্গল যেখানে হেঁটে ঘোরা যায়, রিস্ক নিজের ওপর
  • kumudini | ১৮ এপ্রিল ২০১১ ১৪:৩০ | 59.178.158.63
  • আহা রে!
  • Arijit | ১৮ এপ্রিল ২০১১ ১৪:২৭ | 115.249.42.177
  • পান্থনিবাসের বীচে ওসব কিসুই নাই। শুধু প্রচুর ইয়ে (ঘোড়ার না মানুষের কে জানে), আর অনেক লাজুক কাঁকড়া। আর তারপর সে এম্নি ভয় পেলো যে বেলুন টেলুনের লোভ দেখানোর পরেও স্বর্গদ্বারের দিকের বীচে গেলোই না।
  • kumudini | ১৮ এপ্রিল ২০১১ ১৪:২৫ | 59.178.43.12
  • আমাকেও অবশ্য এইসব কেউ দেয় নি,নিজে নিজেই ভয় কেটে গেছিল।আর হ্যাঁ,ভোলায় নি।একজন করে গোমড়া মুখে আমায় পাহারা দিতো আর বাকীরা জলে নামতো।অবশ্য কাকাই বলতো,একলা রেখে গেলেও ভয় নেই,এই কেবলীকে কেউ নেবে না।
  • dd | ১৮ এপ্রিল ২০১১ ১৪:২০ | 124.247.203.12
  • ব্যাংএর ছবি ওলা ছাতা দিয়েছিলে ? চোখে পরার লাল নীল চশমা? মাথায় স্ট্র হ্যাট?

    ন্যাবেঞ্চুষ? ললিপপ ?

    না দিলে তো প্রতিবাদ করবেই।
  • Arijit | ১৮ এপ্রিল ২০১১ ১৪:১৬ | 115.249.42.177
  • একটুও বকিনি। অনেক ভোলানোর চেষ্টা করে ক্ষান্ত দিয়েছি।
  • kumudini | ১৮ এপ্রিল ২০১১ ১৪:১৪ | 59.178.43.12
  • হয়তো ছোট্ট মাথায় এত বড় সমুদ্রকে নিতে পারেনা বেচারা।পরে ঠিক হয়ে যাবে সব,আমি নিজেই ঐরকম ভয় পেতাম।
  • dukhe | ১৮ এপ্রিল ২০১১ ১৪:১৩ | 122.160.114.85
  • এই পুণ্য ভোটোৎসবের দিবা দ্বিপ্রহরে চিড়িয়াখানা নিয়ে গুলতানি মারে কেডায় ?
  • dd | ১৮ এপ্রিল ২০১১ ১৪:০৯ | 124.247.203.12
  • আর বেলুন ও দিবে, আর এইসক্রীম।
  • kumudini | ১৮ এপ্রিল ২০১১ ১৪:০৭ | 59.178.145.182
  • এই অরিজিৎটা নিশ্চয়ই ছোট্ট মেয়েকে বকেছে।
  • dd | ১৮ এপ্রিল ২০১১ ১৪:০৫ | 124.247.203.12
  • আমার ভাইএর ও জলে ভয়। কিন্তু লজ্জা পায় না। সে দিব্বি একটা মগ নিয়ে নানান সীবীচে গিয়ে হুলিয়ে ছান করে এয়েছে।

    ছানাকে বালতি,মগ,স্যান্ড কাসল বানানোর জন্য পেলাস্টিকের কোদাল এ সব দিবে। সী বীচের মজা ক্ষি একটা?
  • Arijit | ১৮ এপ্রিল ২০১১ ১৪:০৩ | 115.249.42.177
  • আর মাইরি কি হিউমিড কি হিউমিড। ক্যামেরা বের করলুম তো লেন্সের পিছনদিকে ময়েশ্চার জমে আবছা হয়ে গেলো। পোস্কার করলুম তো ফের তাই। হোটেলে চলে এলুম - সব ঠিকঠাক। রাগ করে ছবিই তুলিনি। একখানাও না। এই প্রথম। অবিশ্যি ছবি তোলার মতন কিসু ছিলোও না।
  • Arijit | ১৮ এপ্রিল ২০১১ ১৪:০০ | 115.249.42.177
  • কই আর চেঞ্জ এসেছে? সেই ২০০৯-এর জানুয়ারীতে চিল্কা গেলুম, তো সেখানেও রাজহংস দ্বীপে গিয়ে মেয়ের ভ্যাঁ - সমুদ্দুর দেখে - কোল থেকে নামলোই না। আর এখানে জল থেকে তিরিশ ফুট দূরে দাঁড়িয়ে চিল্লিয়ে গেলো। দুই বছর পরেও।
  • dd | ১৮ এপ্রিল ২০১১ ১৩:৫৯ | 124.247.203.12
  • ব্যাংগালুরুতে বানারঘাটা zoo বেশ উত্তম। সেটি একটি রিজার্ভ ফরেস্টেরই অংশ তার ফলে বেশ ন্যাচারাল গোছের প্রক্রিতি। আর মাইসোর জু টাও মন্দো নয়, বেশ বড়ো।

    জাপান,প্রাহা,সাউথ আফ্রিকা,সুজারল্যান্দ আর কোন্নগরের জু আমি দেখি নি। শুনিচি সে সব চমৎকার।
  • Arijit | ১৮ এপ্রিল ২০১১ ১৩:৫৯ | 115.249.42.177
  • ভালো অ্যাকোমোডেশন নিশ্চয় আছে - ওই কি একটা কলিঙ্গ যেন, স্বর্গদ্বারের কাছে - বিরাট প্রাসাদ পুরো - সেটা নির্ঘাত ভালো। পান্থনিবাস (ওটিডিসি) মোটেও ভালো নয়, যদিও এটার প্রশংসাই শুনেছিলুম। পান্থনিবাস যতগুলো গেছি তার মধ্যে রম্ভা বেস্ট। যা বুঝলুম, ভিড় বেশি হলে ট্যুরিজমের হোটেল অতি বদখৎ হয়। পুরী আর কোনারক দুটোতেই তাই দেখলাম।

    এখন নতুন অনেক লজ্‌/রিসর্ট হয়েছে - সেগুনো তো লোকে বলে ভালো।
  • kumudini | ১৮ এপ্রিল ২০১১ ১৩:৫৮ | 59.178.145.182
  • একবছরেই বাচ্চাদের অনেক চেঞ্জ এসে যায়।
  • Arijit | ১৮ এপ্রিল ২০১১ ১৩:৫৬ | 115.249.42.177
  • কোস্টাল উড়িষ্যা ঘোরা ফিনিস্‌। এর পর উড়িষ্যা গেলে ওই সাতকোশিয়া, বারিপদা ইত্যাদি জায়গায় যাবো - তাও বর্ষাকালে। নইলে নো মোর উড়িষ্যা।

    আর যা রকমসকম দেখছি তাতে মনে হচ্ছে ভাইজাগও মোটামুটি বছর দুয়েক পোস্টপোন করতে হবে। তদ্দিনে মেয়ের যদি ভয় কাটে।
  • kumudini | ১৮ এপ্রিল ২০১১ ১৩:৫৬ | 59.178.145.182
  • আমাদের চোখে হয়ত তফাৎ নেই কিন্তু বাচ্চাদের কাছে যে কোন চিড়িয়াখানাই আকর্ষণের জিনিস।
    আমি অবশ্য ডিডিদার মতই ভাবছিলাম।
  • stoic | ১৮ এপ্রিল ২০১১ ১৩:৫৪ | 160.103.2.224
  • গরমে প্রবলেম হলে সে পুরী, ডায়মনহার্বার, রানাঘাট, চিড়িয়াখানা সব জায়গাতেই হবে। কিন্তু পুরীর অ্যাকোমোডেশন ভাল নয় বলছ? একটু জনবিরল কোন থাকার জায়গা নাই?
  • Arijit | ১৮ এপ্রিল ২০১১ ১৩:৫২ | 115.249.42.177
  • এডিনবরার চিড়িয়াখানায় তাও পেঙ্গুইন প্যারেড হয় - নতুন জিনিস। কিন্তু নন্দনকানন, মাইসোর আর আলিপুরে এমন কিস্যু তফাত নাই। খামোখা কোথাও বেড়াতে গিয়ে আধবেলা নষ্ট কেন রে বাপু? ঋককে বলেছি তুই ব্যাটা তোর ছেলেকে নিয়ে যাবি এর পর, আমায় আর বলবি নে।
  • dd | ১৮ এপ্রিল ২০১১ ১৩:৫০ | 124.247.203.12
  • গ্রীষ্মকালে কোথ্‌থাও যেতে নেই। শুদু পুরী কেনো?

    যদি নেহাৎই অপারগ হও তো যাও তিব্বতে বা নিদেন পক্ষে লুরুতে।

    চিরিয়াখানার দোষ নেই, হয়তো অজ্জিত গাছের গুঁড়ি ভেবে একটা কুমীরের উপরে বসে পরেছিলো, তা সে ও কেষ্টর জীব, একটু আদটু তো কামড়ে দেবেই।

    মরাল অব দ স্টোরী - গীষ্মোকালে বেড়াতে যেতে নেই,মানে হিন্দুস্তানের মধ্যে। আর কলকেতাতেও থাকতে নেই। সেটাও মানতে হবে।
  • Arijit | ১৮ এপ্রিল ২০১১ ১৩:৪৯ | 115.249.42.177
  • সমস্যা নেই, কিন্তু দিকে দিকে কালে কালে চিড়িয়াখানা দেখে বোর হয়ে গেছি। সব এই তেনাদের দৌলতে। কোথায় দেখিনি?

    এডিনবরা
    অ্যামস্টারডাম
    মাইসোর
    কলকাতা
    নন্দনকানন

    আরো হয়তো দেখেছি, এখুনি মনে পড়ছে না। দেখে দেখে বোর হয়ে গেলুম।
  • stoic | ১৮ এপ্রিল ২০১১ ১৩:৪৮ | 160.103.2.224
  • আম্মো জানিতে ইচ্ছুক হোয়াট এগজ্যাক্টলি ওয়াজ রং উইথ পুরী অ্যান্ড চিড়িয়াখানা। মানে নেক্সট টাইম দেশে গেলে পুরীর একটা প্ল্যান আমার মাথায় আছে, তাই।
  • Arijit | ১৮ এপ্রিল ২০১১ ১৩:৪৭ | 115.249.42.177
  • যেতে আসতে কষ্ট হয়নি তো - ওই তিনদিনে সবচেয়ে পরিষ্কার আর কম্ফি জায়গা ছিলো গাড়িটা।

    কিন্তু পুরীতে কোটি কোটি লোক, এই গরমেও। পান্থনিবাসের লোকেশনটা দুর্দান্ত, কিন্তু অবস্থা শোচনীয়। পুরীর যেটা ইউএসপি - সমুদ্দুর আর সমুদ্দুরে চান - তাও হয়নি, মেয়ে এম্নি ভ্যাঁ জুড়লো ঢেউ দেখে আর আওয়াজ শুনে। তায় গোদের ওপর বিষফোঁড়া - ঢেউয়ে ঋকের চটি নিয়ে গেছে - তাই ঋকের বোনের কি সাংঘাতিক দুঃখ!!! তায় সকাল আটটার পর পেল্লায় গরম। কাজেই সমুদ্দুর-টুর ভুলে যাও। তেনাদের ভালো লাগবে বলে নন্দনকানন যাওয়া হল - আল্টি বোরিং জায়গা। ওপেন সাফারি নিয়ে খুব হইচই করে - শালা ওর নাম সাফারি!!! ওরম ঘটর ঘটর আওয়াজ করা বাসের দৌলতে একশো ফুটের মধ্যে কেউ আসবে না। বরং বিকেলের দিকে উদয়গিরি/খন্ডগিরি বেটার।
  • kumu | ১৮ এপ্রিল ২০১১ ১৩:৪৩ | 59.178.145.182
  • অরিজিতের আবার কী হল?এই গরমে পুরী অবশ্য চাপের।তবে চিড়িয়াখানায় কী সমস্যা?নানা সম্ভাবনা মনে আসছে,কিন্তু বলচি না।
  • Blank | ১৮ এপ্রিল ২০১১ ১৩:৪৩ | 170.153.65.102
  • গরম কালে আর জল খাবো না
  • Blank | ১৮ এপ্রিল ২০১১ ১৩:৪২ | 170.153.65.102
  • হুঁ হুঁ বায়া, বারন করেছিলুম
  • Arijit | ১৮ এপ্রিল ২০১১ ১৩:৩৮ | 115.249.42.177
  • বাংলা নববর্ষের রেজোলিউশন -

    (১) গরমে কক্ষণো পুরী যাবো না।
    (২) পুরী পান্থনিবাসে থাকবো না।
    (৩) ইনফ্যাক্ট কখনো পুরীই যাবো না।
    (৪) আর কখনো চিড়িয়াখানা যাবো না।
  • kumudini | ১৮ এপ্রিল ২০১১ ১৩:২২ | 59.178.145.182
  • গত চব্বিশ ঘন্টায় আঠাশ্‌টা পোস্তো?
    কও না ইহার কারণ কী?
    ভাটেরা
    ১।ভোট দিতে/দেখতে গেল,
    ২।বেড়াতে গেল, যেমন ব্রতীন,
    ৩।একলা বোশেখে বেশী খেয়ে ফেলে-----
    ৪।সবগুলোই বা কোনোটাই না।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত