আমাদেরো বাড়িতে ভাম আসে।বছর সাতেক আগে একটা জ্যান্ত হরিয়ালকে কচর মচর করে চিবিয়ে খেয়েছিল। আমাদের জানলার বাইরে বসে। রাত্তির বেলা।
Tim | ২০ এপ্রিল ২০১১ ২৩:১৫ | 198.82.30.135
আর শেষপাতে একটু বেজির চাটনি রাখবো ভাবছি।
hu | ২০ এপ্রিল ২০১১ ২৩:১৪ | 12.34.246.72
ভাম বিরিয়ানী। সিলমোহর দেখে কিনুন।
san | ২০ এপ্রিল ২০১১ ২৩:১৪ | 14.96.128.170
আলু দিস । ডিমসেদ্ধ না থাকাই ভাল।
Tim | ২০ এপ্রিল ২০১১ ২৩:১৩ | 198.82.30.135
ভাম চাল আর সীল। ভালো হবেনা?
san | ২০ এপ্রিল ২০১১ ২৩:০৯ | 14.96.128.170
টিম বোধ হয় বিরিয়ানি রান্না করতে চাইছিস? চিকেন মাটনের বদলে ভাম আর চাল মিশিয়ে?
Tim | ২০ এপ্রিল ২০১১ ২৩:০৮ | 198.82.30.135
সান্দা, ওটা নন ভেজ ডিশ। ঃ-)
sayan | ২০ এপ্রিল ২০১১ ২৩:০৪ | 12.20.48.10
টিম, একটু সিলমোহর মিশিয়ে নিতে ভুলিস না ঃ-)
sayan | ২০ এপ্রিল ২০১১ ২৩:০২ | 12.20.48.10
পুরনো পূজাবার্ষিকী আনন্দমেলায় পড়েছিলাম একটা চিত্রকাহিনী টাইপের, মোস্ট প্রোব্যাবলি কোনও অনুবাদ, একটা মেয়ের নেচে মরুভূমিতে বৃষ্টি নামানোর ক্ষমতা। ওটার নাম কারুর মনে আছে? ব্যাঙদি?
পশুপ্রাণী নিয়ে পাক্ষিক আনন্দমেলায় একটা ধারাবাহিক বেরোত "জানো আর দেখো জানোয়ার'।
Tim | ২০ এপ্রিল ২০১১ ২২:৫৭ | 198.82.30.135
ভালোমানুষ এবং একইসঙ্গে বোকারা জিতলে তারে কয় পোয়েটিক (পোয়াটাক) জাস্টিস। ঐটে বাজারে খায় বেশি।
Tim | ২০ এপ্রিল ২০১১ ২২:৫৬ | 198.82.30.135
সাধারণ চালের হাঁড়িতে ভাম রাখলে কি গোবিন্দভোগের মত হবে?
sayan | ২০ এপ্রিল ২০১১ ২২:৫৫ | 12.20.48.10
বীভার শুনে মনে হাঁদাভোঁদা মনে পড়লো যেটায় একটা বীভার বেত কেটে পিসেমশাইকে বেত সাপ্লাই করছিল হাঁদাকে ঠ্যাঙানোর জন্য।
চিরকালই হাঁদাকে ভালো লেগেছে, তবু ভোঁদা জিতে যেত। এদিকে টমের কার্যকলাপ জেরির চাইতে অনেক উন্নত এবং ইনোভেটিভ তবু জেরি জিতে যায়। এই যে SS'এর জন্য সীল খুঁজে আনলাম তাও ক্যালাবে বললো... নাহ্, দুনিয়ায় ভালোত্বের কদর নাই!
sayan | ২০ এপ্রিল ২০১১ ২২:৪৯ | 12.20.48.10
স্যান, পুরোপুরি বিশ্বাস্য। লুরুতে তো লেপ গায়ে দিতে হয় না তবে বাড়িতে কেউ না থাকলে আর জানলা খোলা পেলে ওগুলো যে দিব্যি ওইসব করে সে ব্যাপারে নিশ্চিত। আসলে খুব আরামপ্রিয় (কে নয়!)। দু'হাতে করে ওরকম কুঁড়িগুলো খেতে দেখলেও তাই তাড়িয়ে দিয়ে মন চায় না। গেলবারের আগেরবার দিওয়ালির জন্য বারান্দা থেকে ঝোলানো হবে তাই এলিডি টুনি কিনে আনা হল। তিনদিনের দিন সকালে দেখি একটা স্ট্রীপের বেশ খানিকটা নেই। খুঁজেপেতে বাদাম গাছের ডালে পাওয়া গেল। প্রচন্ড চোর। আমিও ওগুলোকে খেতে দেখেছি গাছের ডালে ল্যাজটাকে হুকের মত জড়িয়ে উল্টো ঝুলে বাদাম খেতে। একটা ছানাবিড়ালি হয়েছিল জানলার বাইরে কার্নিসে। প্রতিদিন সকালে ওটার চিৎকার ওয়েক-আপ-কলের কাজ করত।
Tim | ২০ এপ্রিল ২০১১ ২২:৪৭ | 198.82.30.135
সীলের বাংলা নেই। সীলমোহরও শুনিসনি?
sayan | ২০ এপ্রিল ২০১১ ২২:৪১ | 12.20.48.10
SS, গন্ধগোকুল তার মানে স্কাঙ্ক-ক্লাস। কিন্তু যেটা আমাদের পায়রা খেয়ে গেছিল, যেটাকে সবাই ভাম বলল, সেটার গায়ে অবিকল গোবিন্দভোগ চালের গন্ধ।
সী-হর্স আর ওয়ালরাস অন্য প্রাণী।
Sibu | ২০ এপ্রিল ২০১১ ২২:৩৯ | 122.169.234.118
@Sayan বুঝ লোক যে জান সন্ধান ;)।
san | ২০ এপ্রিল ২০১১ ২২:৩৯ | 14.96.128.170
সায়ন্দা আমাদের বাড়িতেও একই গল্প। বাবার সমস্ত ফুলগাছের ফুল খেয়ে যায় , বারান্দার রেলিং ধরে খালি উল্টো হয়ে ঝোলে, কাছে এলেও পালায় না। শীতকালে লেপতোষক রোদে দিলে তার ওপরে আরাম করে বসে থাকে, লেপ তুলতে গেলে বিরক্ত হয়। এমনকি ( শুনতে যদিও অবিশ্বাস্য) কমাস আগে বারান্দার পাশের ঘরে ঢুকে খাটের উপর ডাঁই করে রাখা লেপের উপরে বসে ছিল। মা ঘরে ঢুকতে খুব অবাক হয়ে তাকায় - ভাবখানা এটা আবার কে এল?
স্যানের জন্য - গতবার জননী এসে আমি আপিস গেছি আর উনি ফুলগাছ-ফেরিওয়ালার কাছ থেকে শখ করে গাঁদাফুলের চারা কিনে লাগিয়েছেন। বেশ ক'দিন জল ইত্যাদি দেওয়া চলল। কুঁড়ি আসে আসে। এলোও। কাঠবিড়ালিও এলো। প্রতিদিন এসে দেখেটেখে যায়, কুঁড়ি কতো বড়ো হল। আর তারপর থাকতে না পেরে একদিন সক্কাল সক্কাল কচরমচর করে ব্রেকফাস্ট করে ফেললো। তো, ফুলগাছগুলো আছেই। সেগুলোই খায়। গাছের নীচে টবের মাটি খুঁড়ে কীসব লুকিয়েও রাখে। ঘরের দরজা খুলে রাখলে ভেতরেও আসেটাসে। যা চোর, ওদের নিয়ে চিন্তা নেই।
aka | ২০ এপ্রিল ২০১১ ২২:৩২ | 168.26.215.13
এগুলোকে বাংলায় কি বলে?
Blank | ২০ এপ্রিল ২০১১ ২২:২৯ | 59.93.255.188
ধ্যাত ওগুলোকে অন্য কি একটা বলে। সিন্ধু ঘোটক হলো walrus।
সীলের কোনো বাংলা কখনো শুনিনি। মনে হয় না কোনো বাংলা আছে। walrus কে সিন্ধু ঘোটক বলে, কিন্তু সীল .. নাহ
I | ২০ এপ্রিল ২০১১ ২২:২৫ | 14.99.229.125
মারমট, ফেনেক ফক্স, উইজেল, ফেরেট, প্রেইরি ডগ-এদের কারো সম্বন্ধেই কোনো সম্যক ধারণা ছিল না। কাহারো কাহারো নাম শুনেছি মাত্র। গোল্ডেন লায়ন যে একজাতীয় শাখামৃগ, কে বা তা জানবে বলুন ! অথচ না পারলে বকে দেয়।
স্যান, তাদের নিয়ে চিন্তা নাই। বাড়ির পাশে একটা বাদাম গাছ। সেখানেই থাকা-খাওয়া তাদের। আর বাড়ি তো খালি। আগেরবার গিয়ে রান্নাঘরের মাথায় স্কাইলাইটটা সারিয়ে এসেছিলাম একটা বেড়াল ঢুকতো বলে। যতোটা গ্যাপ থাকলে কাঠবিড়ালির যাতায়াতে অসুবিধে হবে না ততোটাই ছিল।
শুধু বেড়াল ধরার কল'টা কাজে লাগলো না।
sayan | ২০ এপ্রিল ২০১১ ২২:১৮ | 12.20.48.10
বেজী আর নেউল একই তো? তাই যদি হয় এই যে -->
sayan | ২০ এপ্রিল ২০১১ ২২:১৫ | 12.20.48.10
কেউ সীলের বাংলা আমাকে বলে দিক।
ভাম অর্থাৎ গন্ধগোকুল অর্থাৎ সিভেট ক্যাট এই যে -->
I | ২০ এপ্রিল ২০১১ ২২:১৫ | 14.99.229.125
এইসব কোশ্নো আমার পুত্রকে কল্লে আর দেখতে হবে না। উত্তেজিত হয়ে দশ মিনিট বকবক করে দেবে। মাঝেমধ্যে পড়াও ধরবে। কোনটা ভাম, কোনটা বীভার, কে অটার, কে মীরক্যাট, কে ববক্যাট, কে লেপার্ড ক্যাট, মালয়ান সিভেট ক্যাট কেন ঠিক সিভেট নয়, বরং বেয়ারক্যাট-এইসব বিষয়ে তার বহু বহু অর্জিত ও অল্প কিছু স্বকপোলকল্পিত জ্ঞান রয়েছে। আমরা তার কাছে সিসু। সিসু বলতেই কোপি লুয়াক মনে পল্ল। আমার পুত্রই সেই বালক, যে লুয়াকের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করে।
Sibu | ২০ এপ্রিল ২০১১ ২২:০৬ | 122.169.234.118
বীভার ক্রীকের বীভার মনে হয় অন্য বীভার।
ডিঃ বাচ্ছালোগ, এদিকে কান দিওনা।
Tim | ২০ এপ্রিল ২০১১ ২২:০১ | 198.82.30.135
ধুস টাইপো। টাইপোকে আবাপকে ঘুঁটের মালা দিলে হয়।
Tim | ২০ এপ্রিল ২০১১ ২২:০০ | 198.82.30.135
রিপ কার্বি ডিপ মারবি টেনিদা টিঙি্টঙে
Arpan | ২০ এপ্রিল ২০১১ ২২:০০ | 112.133.206.18
বিভার নিয়ে সুকুমার রায়ের একটা ভালো লেখা ছিল। সন্দেশের খোকাখুকুদের জন্য লেখা। কিন্তু প্রচুর তথ্যবহুল।
Tim | ২০ এপ্রিল ২০১১ ২১:৫৯ | 198.82.30.135
এইটা ইন্টারেস্টিং। আমাদের এখানে বীভার ক্রিক আছে। সেখানে গিয়ে দেখতে হচ্ছে।
r.h | ২০ এপ্রিল ২০১১ ২১:৫৯ | 198.175.62.19
ফ্ল্যাশ গর্ডন ডেল আর্ডেন জারকভ আর মিঙে
Sibu | ২০ এপ্রিল ২০১১ ২১:৫৮ | 122.169.234.118
বীভারের লেজ একদম নৌকোর দাঁড়ের মত চ্যাপ্টা। বীভারেরা নদীতে বাঁধ দ্যায় মাছ ধরার জন্য।
Arpan | ২০ এপ্রিল ২০১১ ২১:৫৭ | 112.133.206.18
উদ্বিড়ালের ছড়াটা আমিও পড়েছি। মেয়ের ছড়ার বইতে আছেও। মুশকিলটা হল সেসবসুদ্ধ তিনি কলকাতা গেছেন।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন