এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • achintyarup | ২৩ এপ্রিল ২০১১ ০০:১১ | 121.241.214.38
  • সে তো আমিও মারি। আমি কি ত্রৈরাশিক না ভগ্নাংশ?
  • dd | ২৩ এপ্রিল ২০১১ ০০:১০ | 122.167.40.113
  • যদি ত্রৈরাশিকে হিসেব কষেন, এমন ক্ষি ভগ্নাংশেও তাইলে, তাইলেও মধ্যবাবুর তো এখন প্রায় ,সে বলতে গ্যালে, অলমোস্ট ভোর্বেলা।

    তো উনি ক্যামনে আড্ডা মারেন ?
  • kc | ২২ এপ্রিল ২০১১ ২৩:৩৩ | 89.203.49.18
  • খুবই স্বাভাবিক।
  • Arpan | ২২ এপ্রিল ২০১১ ২৩:৩১ | 112.133.206.18
  • কিন্তু ইম্পর্ট্যান্ট হল পারমিতাদি চিতল মাছ খুবই ভালোবাসে।
  • Arpan | ২২ এপ্রিল ২০১১ ২৩:০৪ | 122.252.231.10
  • খুবই স্বাভাবিক।
  • kc | ২২ এপ্রিল ২০১১ ২৩:০৩ | 89.203.49.18
  • চিতল মাছ প্রাক্টিসিঙ ঘটিদের ভাল লাগেনা।
  • madhyapadalopee karmadhaaray | ২২ এপ্রিল ২০১১ ২২:৫৯ | 58.137.132.4
  • ইংরেজরা ডিভাইডও করল, রুলও করল। ঘটিরা শুধু ডিভাইড করার ছক কষে গেল, রুল আর করতে পারল না।

    ঠিকঠাক চিতল খেতে গেলে "প্রতিম"কে উড়িয়ে দিতে হবে।
  • kc | ২২ এপ্রিল ২০১১ ২২:৫৪ | 89.203.49.18
  • মধ্যবাবুর একদম হাচা কতা কইছেন। বাঙালপ্রতীম অঞ্চলের খাওয়া আর লোকের আতিথেয়তা দুইই অনবদ্য। কিন্তু তাতে বলে পশ্চিমবঙ্গের বাঙালদের কোনও সম্পর্ক নাই।
  • Arpan | ২২ এপ্রিল ২০১১ ২২:৪২ | 122.252.231.10
  • ঃ)))

    @ মধ্যবাবু।
  • nyara | ২২ এপ্রিল ২০১১ ২২:৪১ | 27.251.94.43
  • কিন্তু চিতল মাছ ও ভাঙন মাছ - দুইই দুই জন্ম-বাঙালের নোলায় তেমন সয়নি।
  • SS | ২২ এপ্রিল ২০১১ ২২:৩৭ | 131.193.195.128
  • ব্রতীন খেলা দেখলে আজ? গেইল তো নেমেই মাতিয়ে দিল।
  • madhyapadalopee karmadhaaray | ২২ এপ্রিল ২০১১ ২২:৩৬ | 58.137.132.4
  • যত বাঙালপ্রতিম অঞ্চলে যাবেন এরকমই হবে। ভাত ডালও বাচ্চারা চেটেপুটে খেয়ে নেবে। ;-)
  • SS | ২২ এপ্রিল ২০১১ ২২:৩৬ | 131.193.195.128
  • রেসিপি দেখেছি। প্যাকেটের পিছনেও লেখা আছে। একদিন সাহস করে নামিয়ে ফেলবো।

    এই জিনিসটার খোঁজ এখান থেকেই পেয়েছিলাম।
  • Arpan | ২২ এপ্রিল ২০১১ ২২:৩২ | 122.252.231.10
  • এসেস, বিসি বেলে বাতের রন্ধনপ্রণালী তো ইউটিউবে আছে। চেকিয়েছ?
  • Arpan | ২২ এপ্রিল ২০১১ ২২:৩১ | 112.133.206.18
  • না, এখনো খাইনি। ভাবছি নেক্সট মাসে রিডিম করব।
  • Arpan | ২২ এপ্রিল ২০১১ ২২:৩০ | 112.133.206.18
  • আইসক্রিমটা শেষে দিয়েছিল। ওটা আসার পরে আঁতকে উঠেছিলাম। পেটে একফোঁটা জায়গা ছিল না তখন।
  • Bratin | ২২ এপ্রিল ২০১১ ২২:২৯ | 117.194.101.96
  • অর্পন, ন্যাড়া দা ইংল্যান্ডের হার উপলক্ষ্যে তোমাকে খাইয়েছে না? আমি এত আওয়াজ দিলাম আমাকে খাওয়াবে না ? ও ন্যাড়া দা?
  • Arpan | ২২ এপ্রিল ২০১১ ২২:২৮ | 122.252.231.10
  • বালতি করে পরিবেশন করে। রূপোর থালাবাসন ছিল না। শুনলাম লাবাগ রোডের মেন আউটলেট রোডটাতেও তুলে দিয়েছে। লাস্টে পান দেয় বিলের সাথে।

    দক্ষিণাঃ ১৮০ টাকা। আনলিমিটেড ফুড। ইউএস্পি হল খাবারের অথেন্টিক স্বাদ।

    আরো বিশদে জানতে গেলেঃ

    http://en.wikipedia.org/wiki/Mavalli_Tiffin_Room
  • Bratin | ২২ এপ্রিল ২০১১ ২২:২৬ | 117.194.101.96
  • আইসক্রীম দিয়ে জিলিপি খেয়েছো? জাস্ট ফাটাফাটি !!
  • SS | ২২ এপ্রিল ২০১১ ২২:২৬ | 131.193.195.128
  • আমি এক প্যাকেট MTR এর বিসি বেলে বাথের মশলা কিনে রেখেছি কিন্তু আগে কোনোদিন বানাইনি বলে ঠিক সাহস পাচ্ছিনা রান্না করতে।
  • nyara | ২২ এপ্রিল ২০১১ ২২:২৫ | 27.251.94.43
  • আর আমরা তো কালকে অহমিয় কুইজিন খেলাম ডেলিকেসি-তে। স্রেফ ভাত আর ডাল নিজের হাতে মেখে যে ডিনার মেরে দিলো আমার দুই মেয়ে, তার কী হবে?
  • Arpan | ২২ এপ্রিল ২০১১ ২২:২৫ | 112.133.206.18
  • ঃ)))
  • Bratin | ২২ এপ্রিল ২০১১ ২২:২৩ | 117.194.101.96
  • আরে আমি পাগলের মতো সাউথ ইন্ডিয়ান ভালোবাসি। + মোটা গোঁফ। বৌ র দাবি আমি আগে নিশ্চয় সাউথ ইন্ডিয়ান ছিলাম
    ঃ-))
  • Tim | ২২ এপ্রিল ২০১১ ২২:২১ | 198.82.20.161
  • হ্যাঁ খাবারের গল্পটাই হোক। আজ লাঞ্চের হাল খুবই খারাপ। খাবারের নাম পড়েই নাহয় একটু শান্তি পাই।
  • Arpan | ২২ এপ্রিল ২০১১ ২২:২১ | 112.133.206.18
  • * দোসা
  • Arpan | ২২ এপ্রিল ২০১১ ২২:২১ | 112.133.206.18
  • খাবার মানে তো সাউথ ইন্ডিয়ান থালি। সে কি তোমাদের আর পছন্দ হবে?

    অনেক কিছুই খেলাম। যেটা সবচেয়ে ভালো খেলাম সেটা খাঁটি ঘিয়ে ভাজা মসলা দোলা আর বিসি বেলে বাত। আর চারটে না পাঁচটে জিলিপি খেলাম লাস্টে।
  • Bratin | ২২ এপ্রিল ২০১১ ২২:১৭ | 117.194.101.96
  • অর্পন , খাবার গপ্পো টা একটু খুলে বল।
  • Arpan | ২২ এপ্রিল ২০১১ ২২:১৫ | 122.252.231.10
  • বেলকাম।

    এইখানে দেখুন, ওরা সব ধরণেরই গাড়ি দিতে পারবে বলছে। খরচের এস্টিমেটও পেয়ে যাবেন।

    http://www.cabhire.in/tariff.htm
  • ds | ২২ এপ্রিল ২০১১ ২২:১৩ | 96.33.89.68
  • অর্পন স্নেহাংশু থাংক্স।।।
  • Arpan | ২২ এপ্রিল ২০১১ ২২:০৭ | 122.252.231.10
  • http://www.cabhire.in/international_airport_taxi_bangalore.htm

    এদেরও ফোন করে জিগ্যেস করতে পারেন এরা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী গাড়ি দিতে পারবে কিনা।
  • snehanshu | ২২ এপ্রিল ২০১১ ২২:০২ | 129.108.230.20
  • Meru cabs,easy cab এই রকম ক্যাব সার্ভিস আছে।।ওদের কাছে সব ধরনের গাড়ি থাকে
  • M | ২২ এপ্রিল ২০১১ ২২:০০ | 59.93.204.240
  • তিলের ভুল নিয়ে আরেকটা মজার কথা মনে পড়ে গেলো। প্রথম যেবার জামাইষষ্ঠীতে বাড়ী এলাম,সেটা আসলে দ্বিতীয়বার, সেবার ভাই ও ছুটি এসেছে সে সময়,আমি,মানিক আর ভাই খাটের উপর বসে হৈ হৈ আড্ডা মারছি,মা এলো আর আমি সে ব্যাটাকে ঠেলে ইশারা কল্লাম মার শাড়ীটা দিয়ে দেবার জন্য। দিলো, এবার হলো কি, মার সাধারনতঃ বড়দের থেকেই শাড়ী পাবার অভ্যেস, আর মা আমার মতো নয়, খুব ভালো মানুষ, পেলেই পেন্নাম ঠুকে দেয়।মানিককে পেন্নাম করে ফেললো, আর সে হতভাগা ও এমন ইয়ে পা বারিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে, আর আমি আর ভাই হতভম্ব হয়ে চুপ,তারপর ধাতস্ত হয়ে জিজ্ঞাসা, আচ্ছা মা আপনি আমায় প্রনাম কল্লেন কেন? আর আমি আর ভাই গড়াগড়ি দিয়ে হাসছি,মা হঠাৎ আমার মরন হয়না বলে লাল হয়ে দুম দুম করে চলে গেলো।

    এরপর থেকে মাকে কিছু দিলেই তিনি পা লুকিয়েই বলবেন মা আর না,আর মা রেগে ফায়ার হয়ে যায়।
  • Bratin | ২২ এপ্রিল ২০১১ ২১:৫৯ | 117.194.101.96
  • মানসী ঠিক তাই। ব্যাপার আরো সিরিয়াস হতে পারতো!! ঃ-))
  • Du | ২২ এপ্রিল ২০১১ ২১:৫৯ | 216.110.92.7
  • জি
  • Du | ২২ এপ্রিল ২০১১ ২১:৫৮ | 216.110.92.7
  • গুয়াহাটিতে অসমীয়া রেস্টু -"খোরিকা' গী এস রোড, বরা সার্ভিস এর কাছে
    'Gam's Delicacy' গনেশগুড়ি

    কিঙ্গ চিলি, GS Road, Christian Basti এখানেই লিখে দিলাম
  • d.s | ২২ এপ্রিল ২০১১ ২১:৫৭ | 96.33.89.68
  • মেরুতে কি বড়ো van আছে ?
  • dhrubo sen | ২২ এপ্রিল ২০১১ ২১:৫২ | 96.33.89.68
  • লুরুর জনগন এর কাছ থেকে একটু ফান্ডা চাই । লুরু এয়ারপোর্টে টাটা সুমো বা ঐ ধরনের বড়ো গাড়ি ভাড়া পাওয়া যাবে ?মেরু বা সিটি ট্য আক্সি চলবেনা । বড় গাড়ি ই দরকার একমাত্র। পেতে গেলে কিভাবে যোগাযোগ করব ?
  • M | ২২ এপ্রিল ২০১১ ২১:৫০ | 59.93.204.240
  • তিল,
    ভাগ্গিস ব্যাপারটা চড়ের উপর দিয়ে গেলো.......:P
  • M | ২২ এপ্রিল ২০১১ ২১:৪৬ | 59.93.204.240
  • ব্যাঙ ক্যামন আস্তে আস্তে নিরুদ্দেশ হয়ে যাচ্ছে।
  • nishikanto | ২২ এপ্রিল ২০১১ ২১:২৩ | 151.141.84.194
  • সঞ্জীব চট্টোর একটা গল্পে ছিলো " কই তোমার ইবেকানা কই? " ইকেবানাকে বেচারা ভাবেভোলা মাষ্টারমশাই ইবেকানা বানিয়ে দিয়েছিলেন। :-)
  • kumudini | ২২ এপ্রিল ২০১১ ২১:১৯ | 122.162.233.172
  • SS,কাচকলা বেশ লাগল,ধন্যবাদ।
  • SS | ২২ এপ্রিল ২০১১ ১৯:১৯ | 99.120.125.223
  • এখানেও বৃষ্টির সঙ্গে প্রচন্ড ঝোড়ো হাওয়া। বাইরে যাওয়া কাটিয়ে দিতে পারলে বেশ হত।

    এই লেখাটা সচলে পড়েছিলাম, http://www.sachalayatan.com/kaustubh/38578
    ডেল চিহুলি'র কাজ দেখে পুরো মুগ্‌ধ!
  • Arpan | ২২ এপ্রিল ২০১১ ১৮:৩৬ | 122.252.231.10
  • বাপ রে, বিষ্টিতে লুরুর রাস্তায় জল কমে একাকার। ভাগ্যিস রাস্তায় আজ তেমন গাড়ি নেই।
  • kumudini | ২২ এপ্রিল ২০১১ ১৮:০১ | 59.178.61.12
  • ছুটির পর মাছ আনতে যাচ্ছি।
    খেয়ে দেয়ে অর্পণের কি হাল?কেউ জানলে লিখে রেখো।
  • kumudini | ২২ এপ্রিল ২০১১ ১৭:৫৭ | 59.178.61.12
  • ফাঁকা নয় ,আমিও আছি।
    মে মাস থেকে অন্য আপিস,দিনের বেলা ভাটানো বন্ধ।ঃ-((
  • til | ২২ এপ্রিল ২০১১ ১৬:৩৫ | 114.198.46.214
  • বড়ম, আরও কেলো শুনবেন? আজ ভাট তো ফাঁকা, চুপি চুপি বলি। ব্যাঙ্গালোরে ছিলুম, সর্বদা কেউ না কেউ আমাদের সঙ্গে থাকতো, আমার বাড়ী থেকে বা তেনার বাড়ী থেকে।
    তো?
    তো আমার শ্বাশুড়ী মেয়ের শাড়ী পরেছেন, আমি ঠাহর করতে না পেরে পিঠে কসিয়েছি এক চড়!
  • til | ২২ এপ্রিল ২০১১ ১৬:২৭ | 114.198.46.214
  • কুমুবেন,
    আমার অলিভ গাছে ১৭ টি ফল হয়েছে। প্রতিবেশী (পেছনে, ঢালুর ওপরের দিকের) দিয়েছিল গাছটি, মধ্যপূর্বের লোক, ইয়েমেনী। সেই আচার বানিয়ে দেয়। অলিভ আবার প্রত্যেক বছর হয় না নাকি। ফিরিয়ে ফিরিয়ে অল্টারনেট ইয়ার। আরও অবাক এই গাছ নাকি ৫০০ হাজার বছর বাঁচে! শোভানাল্লা, উইকিও তাই বলে দেখি। অর্থ্যাৎ আজি হতে ৫০০শত বছর পরে, কাঁটা লতা ঘিরিতং মম অলিভ বৃক্ষম?
  • M | ২২ এপ্রিল ২০১১ ১৬:২৪ | 59.93.194.193
  • তিল...........ঃ))))))))
  • M | ২২ এপ্রিল ২০১১ ১৬:২১ | 59.93.194.193
  • তাদের নিয়ে সমিস্যে নেই, তারা অন্য দিকে থাকে তো.............:P
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত