আবহাওয়া তো গুগল করলেই পেয়ে যাবে। আরিজোনা বা নেভাদার দিকে গেলে ভালো গরম পড়ে দিনের বেলায়।
উইকেন্ডে বেড়ানোর জন্য আমার রেকোঃ
১। ভেগাস, গ্র্যান্ড ক্যানিয়ন, হুভার ড্যাম
২। সান ফ্রান্সিস্কো, লেক টাহো, রেনো।
৩। এলএ ডাউনটাউন, চায়নাটাউন, লিটল টোকিও, হলিউড ইত্যাদি।
Rajdeep | ২৭ এপ্রিল ২০১১ ১৮:৫৩ | 115.111.126.179
ধ্যাত তেরি কা !
ওটা গুরুর সব পশ্চিম উপকূলকে উদ্দেশ্য করে ঃ)
w | ২৭ এপ্রিল ২০১১ ১৮:৫২ | 61.12.12.83
একটা জমিয়ে বাওয়াল হোক। নারীদিবসের পর থেকে বেশ গুমোট।
Arpan | ২৭ এপ্রিল ২০১১ ১৮:৪৯ | 112.133.206.18
বোঝো, এত রেগে গেছে আমাকে আপনি বলা শুরু করল শেষে। ঃ(
Rajdeep | ২৭ এপ্রিল ২০১১ ১৮:৪৮ | 115.111.126.179
যেমন ধরুন কাজে গিয়ে একটা বা দুটো উইকেন্ড হাতে থাকলে কোথায় ঘুরে আসা যেতে পারে বা আবহাওয়া ক্যামোন ইত্যাদি ইত্যাদি + আর যা কিছু
Arpan | ২৭ এপ্রিল ২০১১ ১৮:৪৭ | 122.252.231.10
গুরুর অনেকেই থাকে। আমার কিছু কলিগও আছে। দরকার পড়লে জানিও।
Rajdeep | ২৭ এপ্রিল ২০১১ ১৮:৪৪ | 115.111.126.179
যাই হোক কাটান দ্যান ঃ-)
ওয়েষ্ট কোস্টে কেউ থাকেন ? কিছু খোঁজ নেওয়ার ছিল।
aka | ২৭ এপ্রিল ২০১১ ১৮:৪৩ | 168.26.215.13
আমি ব্যক্তিগত ভাবে কোন ব্যক্তিকে খোরাক করি নি। বরং প্রতি ভোটের আগে এই যে পরিবত্তোন ও তার সাথে আসা সন্ত্রাস সম্বন্ধে ""প্রচার"" তাকে খোরাক করেছি। নিষ্পক্ষ লোকেরা সেই ""প্রচার"" এ নিজেদের লোকেদের নিয়ে ভয় পেয়েছে, তাদের খোরাক করব কেন? এর আগেও বেশ কয়েকটা ভোট হয়েছে সেখানে এই জাতীয় কথা খুব সুচিন্তিত ভাবে লোকের মনের মধ্যে ঢোকানো হয়েছে, লোকে একই রকম ভাবে রিঅ্যাক্ট করেছে এবং এবারেও তাই হচ্ছে। গুড দ্যাট আই গট এ চান্স টু ক্ল্যারিফাই।
Rajdeep | ২৭ এপ্রিল ২০১১ ১৮:৩৯ | 115.111.126.179
আর টইয়ের কথা ?
"আন্না হাজারে"তে কয়েকজন বলেছিল একটা লিংক দেওয়া খবর ভাল লেগেছে আর তাতেই একবারে কেরল থেকে কিউবা তুলিয়ে বামেদের শ্রাদ্ধ যা হল তাতে একটাই কথা মনে হয় যেনতেনপ্রকারেণ ছুতো খোঁজা হচ্ছে , পা দিলেই পার্ক সার্কাসে বোম !
Arpan | ২৭ এপ্রিল ২০১১ ১৮:৩৯ | 112.133.206.18
রাজদীপ (ও অন্যান্যরা), আমি কাল কিছু পোস্ট করেছিলাম। পার্ক সার্কাস ইত্যাদি নিয়ে কিছু বলিনি। তবু যদি মনে হয় কারোর প্রিয়জনকে নিয়ে জেনুইন উদ্বেগকে খোরাক করেছি তাহলে ব্যক্তিগতভাবে ক্ষমাপ্রার্থী।
Rajdeep | ২৭ এপ্রিল ২০১১ ১৮:৩৩ | 115.111.126.179
ক্ক কালকে স্টৈকদা, দে আর আমি বলার পরেই পার্ক সার্কাসে বোম পড়ল এবং সেগুলো "শক্ত" প্লেয়াররাই বললেন! যেন মিছিমিছি প্রিয়জন দের নিয়ে উদ্বেগ করছে বা উদ্বেগ করার প্রয়োজন বা অধিকারও নেই !
Arpan | ২৭ এপ্রিল ২০১১ ১৮:২৭ | 112.133.206.18
তিলুদা, অনেক ধন্যযোগ। দেখে নিচ্ছি।
madhyapadalopee karmadhaaray | ২৭ এপ্রিল ২০১১ ১৮:২২ | 58.137.132.4
মনে হয় রাজনৈতিক তর্কাতর্কি খুব অল্প সময়ের মধ্যে ব্যক্তিগত স্তরে চলে যায়। সবসময় প্রত্যক্ষভাবে বোঝা না গেলেও। একটা উদাহরণ দিই। যেমন বেশ কিছু মোটামুটি নিষ্পক্ষ মানুষ নিজেদের বাবা মাকে নিয়ে চিন্তার কথা বললে ব্যাপারটা অনেকটা খোরাক হয়ে উঠল। অন্যান্য উদাহরণও আছে নিশ্চয়। খুব একটা প্রীতিকর নয় ব্যাপারগুলো। কাজেই কি লাভ অযথা বাক্যব্যয়ে!
aka | ২৭ এপ্রিল ২০১১ ১৮:০৬ | 168.26.215.13
গুরুতে কে আসে না কেন আসে না সে জানি না। কিন্তু এই টইতে লিখব না, সেই টইতে লিখব না এরকম বলার মধ্যে যদি সুস্থ আলোচনা হচ্ছে না বলে লিখব না এই জায়গা থাকে বলার খুব একটা কিছু নেই। কিন্তু যদি এক্সট্রীম পোলারাইজেশনের অভিযোগ তোলা হয় এবং উল্টোদিকে সেই ইন্ডিভিজুয়ালরাই বিভিন্ন সোশাল মিডিয়ায় ভোটের আগে হুলিয়ে প্রচার চালায় তাহলে সেই অবস্থানটা প্রশ্নযোগ্য। এবং গুরু ও গুরুর বিভিন্ন টইতে অংশগ্রহণ কারী লোকজনকে এরকম বহু কথাই বলা হয়েছে, বলা হয়। কাঁচের ঘরে বসে ঢিল ছোঁড়া ঠিক নয়। যদিও ব্যক্তিগত ভাবে আমি মনে করি গুরুতে রাজনৈতিক ব্যালান্স খুব বেশি।
til | ২৭ এপ্রিল ২০১১ ১৮:০২ | 114.198.46.114
অর্পণ, ইমেল দেখো, সব কপি দিয়েছি। নন-জুডিসিয়াল স্ট্যাম্প পেপার দশ টাকার হবে, তবে সে কি আর মেলে? আমায় ৫০ না ১০০ টাকার, তাও বেশী দাম দিয়ে নিতে হয়েছিল। অবশ্যই প্রিপেড, মনে থাকে যেন।
shrabani | ২৭ এপ্রিল ২০১১ ১৭:৫১ | 124.124.86.86
দিনের শেষে একটু ধন্দে পড়লাম, -- সিপিএম সমর্থকরা ভয় পেয়ে শক্ত মাটি বলে গুরু থেকে দুরে থাকে বা গুরুতে খাপ খুলতে সাহস করেনা! তাই কি অনেকে আর আসেনা? -- অন্যান্য সোশ্যাল মিডিয়ার থেকে এখানটা একটু আলাদা নয়,টই, ভাট, রাজনীতি বাদ দিয়ে কত লেখা সে তবে কী, কে জানে!
Rajdeep | ২৭ এপ্রিল ২০১১ ১৭:৪৪ | 115.111.126.179
আর কে কোন মিডিয়ায় বা কোন "সময়োচিত" টইয়ে লিখবে সেই পছন্দটা তার কাছেই থাক না
kumudini | ২৭ এপ্রিল ২০১১ ১৭:৪৩ | 59.178.152.140
শ্রাবণী একদম ঠিক,কাটলে তবে না ওষুদ। নিজের চিকিচ্ছে সবাই করে,ইসমে কৌনসী বড়ী বাত? দাঁতে বেদ্না হলে ডাগদাররা কী করে,আমার এইটা জানার কতদিনের ইচ্ছা।
shrabani | ২৭ এপ্রিল ২০১১ ১৭:৪০ | 124.124.86.86
ঐ টইয়ের হেডিংটাই গোলমাল, "পরস্পরের প্রতি কর্তব্য" টাইপেরও হলে তাও কিছু বলার ছিল!
Rajdeep | ২৭ এপ্রিল ২০১১ ১৭:৪০ | 115.111.126.179
আকাবাবু কে চাপ নেয় এইসব খোলাপাতায় ? যারা ব্র্যাকেটে নাম আর লেবেলিং বিশেষণটাও উল্লেখ করে তারা আবার কি ধরনের চাপ খায় কে জানে !!
I | ২৭ এপ্রিল ২০১১ ১৭:৩১ | 14.96.49.237
আমি হেব্বি আত্মনির্ভরশীল। ভাত মেখে খাই। জুতোর ফিতে বাঁধি। রোগ হলে (নিজের) চিকিচ্ছেও করি।
de | ২৭ এপ্রিল ২০১১ ১৭:৩১ | 59.163.30.4
এইমাত্র ঐ কত্তব্ব টইয়ে আপ্নার পোস্টের পর আমার পোস্টের রেফারেন্সে বলি:
আপনারে তিনি ঠিকঠাক মানুষ কত্তে পারেননি :))
shrabani | ২৭ এপ্রিল ২০১১ ১৭:৩০ | 124.124.86.86
আমার ক্ষত এবং তাতে প্রলেপ মানে যদি সেইসময়ের ঐ টই বা ওর্কুট না কোথাকার মন্তব্য ইত্যাদি হয় তাহলে বড়ম, নিশ্চিন্ত থাকো ক্ষত এত সহজে হয় না, হলে চলেনা! আর প্রলেপই বা কেন বলবে লোকে এখানে যা করে তাই করেছে নিজেদের মতামত দিয়েছে, তা পক্ষে বা বিপক্ষে গেছে। নিজে যা করতে চাও বা বলতে চাও তা শুধু নিজের কাছে পরিস্কার হলেই অর্ধেক রাস্তা পার, তবে ঐ, নিজের সাথে বোঝাপড়াটাই সবচেয়ে কঠিন।
dukhe | ২৭ এপ্রিল ২০১১ ১৭:২২ | 117.194.241.190
আমারও খুব আত্মনির্ভরশীল হবার ইচ্ছা । কিন্তু লক্ষ্য থেকে দিনে দিনে দূরে চলে যাচ্ছি । পিঠে ব্যথা হলে নিজে মলম লাগাতে পারি না । বৌ বাক্স গুছিয়ে না দিলে কোথাও যেতে পারি না । মেয়ে ঘুম পাড়িয়ে না দিলে ঘুমোতে পারি না ।
d | ২৭ এপ্রিল ২০১১ ১৭:০৪ | 14.99.253.251
ডিডি, ঃ)))
kumudini | ২৭ এপ্রিল ২০১১ ১৬:৫১ | 59.178.152.140
পার্ক সার্কাসে বোমা?কাল ভাটে এইকথা পড়ে ভাইকে সাবধান করতে গিয়ে ভীষণ বোকা বনলাম,ও ঐখানেই ছিল।
kumudini | ২৭ এপ্রিল ২০১১ ১৬:৪৮ | 59.178.152.140
দময়ন্তীকে সাপোট,যদিও আমার শেষ পোস্তোর পরের লেখাগুলো এখনো পড়ি নি। ভোর থাকেই,সকলের জন্য,তবে চোখ মেলে দেখতে হয়।
aka | ২৭ এপ্রিল ২০১১ ১৬:৪১ | 24.42.203.194
১। আব্বে শ্রাবণীর লেখার পর কমেন্টে ক্ষতর প্রলেপ???? বিগেম নিজেই মনে করে ক্ষতের প্রলেপ আবার মনে করে অন্যরাও সেই মানসিকতা থেকে লিখেছে। বিটিডব্লু আমি যা মনে করি লিখেছি কোন ক্ষতের প্রলেপ টলেপ দিই নি। শ্রাবণী না লিখে কোন শ্রাবণ লিখলেও একই কথা বলতাম। মেয়েদের বর্তমান অবস্থা সেই আলোচনায় আসবেই।
২। ইন জেনারাল সিপিএমের ঘোষিত সমর্থকদের "ঐ টইতে' লিখব না দেখলে, শুনলে যাস্ট প্রচণ্ড হাসি পায়। ঘোষিত কারণ যাঁরা এইগুলো বলেন তাঁরাই অন্যান্য সোশাল মিডিয়ায় বলে বলে প্রচার চালান। তো এখানে মাটি একটু শক্ত বলে (একটু কথাটা লক্ষ্য করবেন) ভয় লাগে?
(কমরেড রাজদীপ চাপ খাবেন না, এটা ইন জেনারাল বলা)
৩। একটু আগে বোমার শব্দে ঘুম ভেঙে গেল পার্ক সার্কাসে মনে হয় একাধিক বোম একসাথে পড়ল। শুনলাম উত্তর মেরুতেও নাকি কিছুটা বরফ গলে গেছে। পঃবয়ের ভোটের ফলে গ্লোবাল ওয়ার্মিং বেড়ে গেছে।
achintyarup | ২৭ এপ্রিল ২০১১ ১৬:০৭ | 121.241.214.38
পর্শু শর্মিলা রায় পোমোর যে অ্যালবামটার কথা বলছিলুম তার নাম "আলো আঁধারের আনন্দবিপ্লবে'। ভারি ভাল। এই অ্যালবামের সিডি আমি দেখিনি। কিন্তু তাছাড়া আরও তো ছিল। একটির নাম "গান ও জীবন', আরেকটি "বাহির পথে বিবাগী হিয়া'। এই তিনটি-ই আমার কাছে আছে। কিন্তু আপলোড ইত্যাদি সংক্রান্ত অভিজ্ঞতার অভাব
dd | ২৭ এপ্রিল ২০১১ ১৫:৫৩ | 124.247.203.12
সিংগল ডি, কখুনো উত্তর মেরুতে যাও নি?
d | ২৭ এপ্রিল ২০১১ ১৫:৪৮ | 14.99.253.251
বকুলের শান্ত অবজ্ঞার কি কোন ধার নেই নাকি? সে তো তার নিজের মত করেই করেছে যা করার। হ্যাঁ অনেক কিছু হয়ত পারেও নি। তবু সে তার পথ ঠিক খুঁজে নিয়েছে।
এটাই বলতে চাইছি যে নিস্প্রভাত রাত্রি হয় না। সব রাতের শেষেই একটা ভোর থাকে। থাকেই।
M | ২৭ এপ্রিল ২০১১ ১৫:৩৫ | 59.93.165.105
ঃ) ঠিকই বলেছো।কিন্তু বলোতো শম্পা আর বকুলের কি একই সুবিধা ছিলো? বকুল যেভাবে বড় হলো,সেভাবেই রিয়াক্ট করলো,ছিঁড়ে বেড়িয়ে যেতে পারলো না, যদিও তার মতো ভাবেই প্রতিবাদ জানালো।কিন্তু ব্যবস্থা বা ভাবনার কি খুব পরিবর্তন হলো? হুম্ম!!! দাঁড়াও চিন্তাগুলো জট পাকাচ্ছে।প্রসঙ্গ গুলিয়ে যাচ্ছে।পরে এনিয়ে কথা হবে আবার।
d | ২৭ এপ্রিল ২০১১ ১৫:২৫ | 14.99.253.251
যাব্বাবা! বকব কেন?
তোমার সাথে মোটের ওপরে একমত। তবে কি জান, কিছুটা একেকজন লোকের ওপরেও নির্ভর করে। ধর বকুলকথার শম্পা যে সাহস করতে পেরেছিল, সেই সাহস অনেকেই করতে পারে না। ন্যাচারেলি তাদের পরবর্ত্তী জীবনে তার জন্য আফশোষ থেকেই যায়। আর আমাদের সমাজব্যবস্থারও দোষ হল যে আত্মনির্ভরশীলতা যে একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যপার এটা বোঝায় না।
সময় আসলে কখনই চলে যায় না। যে কোন সময়ই কিছু না কিছু শুরু করা যায়।
M | ২৭ এপ্রিল ২০১১ ১৫:১৯ | 59.93.165.105
অ! ওক্কে ঃ)
de | ২৭ এপ্রিল ২০১১ ১৫:১৮ | 203.197.42.100
বম্ম,
ইউনিকোডে লিং দিলে ওম্নি হয় -- গ্যাপগুলোকে রিমুভ করে দেখো -- দেখতে পাবে।
M | ২৭ এপ্রিল ২০১১ ১৫:১৬ | 59.93.165.105
এটাও পেজ নট ফাউন্ড।
M | ২৭ এপ্রিল ২০১১ ১৫:১৫ | 59.93.165.105
সেরেছে, দমকে বলছি আর কি, এক্ষুনি দমাদ্দম বকবে জানি! তাও বলে ফেলো বাপু,আমি আর মিনিট পনেরো থাকবো,তারপর আবার কালকে অবিশ্যি দেখতে পাবো...........:P
shrabani | ২৭ এপ্রিল ২০১১ ১৫:১২ | 124.124.86.86
মুখতার মাইয়ের খবরটা তো পরশু টাইমস অফ ইন্ডিয়াতে ছিল।
কালকে জয়তী ঘোষ যা বললে, ভারতবর্ষে মেয়ে নেত্রী বা শাসকপ্রধান এসে মেয়েদের ভালো করেছে কবে যে আজ করবে, অন্তত এই কারণ টা দিদিকে ভোট দেবার কারণ লিস্টে না থাকাই ভালো। সেই ইন্দিরার কাল থেকে সোনিয়া শীলা ও সবার উপরে বেহেনজী। দিদি কোনোদিনই আলাদা করে দেশের মহিলাদের জন্যে কোনো ইস্যুতে কথা বলছে দলের রাজনৈতিক এজেন্ডা ছাড়া দেখা যায়না। তাই উনি অনায়াসে অন্য মহিলাকে ওরম বলতে পারে, দরকার পড়লে অনিল বসুর মত কমেন্ট করতে পারে যদি কেউ ওকে তার জন্য সরাসরি লাল বাড়ির বড় চেয়ারে বসিয়ে দেয়!
আমার এটা এমনিতেই অবাক লাগে যে যারা নিজেরা এত বাজে কথা শুনেছে, তারা সেই বাজে কথাগুলোই আবার অন্যকে বলে কী করে!
Bratin | ২৭ এপ্রিল ২০১১ ১৪:৫৮ | 117.194.97.75
সে তো আমাদের এখানে চৈত্র মাস থেকেই হচ্ছে। বাংলায় ওকে বলে কাল-চৈত্রী।
shrabani | ২৭ এপ্রিল ২০১১ ১৪:৫৮ | 124.124.86.86
এখানে লাল সবুজ নিয়ে ডিডিদার লেখাগুলোই ঠিক আছে, আর অন্য রাজনীতির লেবেলিং, সিরিয়াস ছোঁড়াছুঁড়ি একেবারেই বেমতলব! গুরু তে কে কী লিখল বা কী লিং দিল তা আর কজনে দেখছে, কিছুই এসে যায়না। কাগজ টিভি পড়েও লোকে ভোট দেয়না (কোনবারে যেন এন ডি টিভির একজিট পোল দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেল করল!) তো গুরু পড়ে!
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন