এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • san | ২৭ এপ্রিল ২০১১ ২২:৫১ | 14.99.226.255
  • সারাদিনের পরে শান্তিতে একটু বাজে ভাট করব তার উপায় নেই।
  • Ishan | ২৭ এপ্রিল ২০১১ ২২:৫০ | 117.194.33.103
  • আমাকে সিপিএম বার দুই কেলিয়েছে। ছাপু একবার। আমার সিপিএমে পোচোন্ডো ট্রমা। মাক্কালি।
  • Tim | ২৭ এপ্রিল ২০১১ ২২:৫০ | 198.82.24.95
  • অপ্পন ঃ-))

    আজ্জোদা,
    সব মেময়ার্সই গুল না। কিন্তু সব গুলই মেময়ার্স।
  • san | ২৭ এপ্রিল ২০১১ ২২:৪৯ | 14.99.226.255
  • এখন একমাস ধরে এই চলবে শুধু?
  • Arpan | ২৭ এপ্রিল ২০১১ ২২:৪৮ | 112.133.206.18
  • @ টিম, ১০ঃ৪২ঃ

    সেইটা বোতিনের অন্যপক্ষের লিস্টি বানানোর মত কেস হবে। ;-)
  • aka | ২৭ এপ্রিল ২০১১ ২২:৪৭ | 168.26.215.13
  • অরিজিত লোকজনের চিন্তা লঘু করার কথাটা এতবার উঠছে কেন? আমি তো ক্লিয়ার করেছি। আমার মনে হয় ইচ্ছে করে এটাকে অন্যদিকে টার্ন করানোর জন্য বারবার বলছ। সত্যি নাকি?

    আর কে কি নিয়ে ৬ না ৬০ পাতা তক্কো করবে সেটা তার ব্যপার।

    লোকজনের ব্যক্তিগত অভিজ্ঞতাকে আমি প্রাধান্য দিই। তুমি নিজেই দাও না তাই মেময়ার্সকে গুল বলে সন্দেহ করো।
  • Tim | ২৭ এপ্রিল ২০১১ ২২:৪৬ | 198.82.24.95
  • ইন্দোদা টইতে কি কটিন একটা সমস্কিতো লিখেছে। আমার সমস্কিতো আবার বহুদিনই মরচেপ্রাপ্ত।
  • aka | ২৭ এপ্রিল ২০১১ ২২:৪৪ | 168.26.215.13
  • আমি তো নিজেই শৈবাল বিষ্ণুর লেখা পড়েছি। সম্পাদকের নিজস্ব রাজনীতির চিন্তা ভাবনা তার সম্পাদনায় পড়বেই। তার সাথে শুধু এক পক্ষেরই লেখা ছাপা হয় এই দুটো অভিযোগ এক নয়।
  • arijit | ২৭ এপ্রিল ২০১১ ২২:৪৩ | 80.239.242.41
  • ১) এই যে আমি বল্লাম পোলারাইজড, আর কেউ বল্ল পোলারাইজড নয়, মানে ০ বা ১ - এটাই পোলারাইজেশন। আর এর সবচেয়ে বড় রিসেন্ট উদাহরণ আন্না হাজারে টই।

    ২) গুরুর স্ট্যান্ড নিয়ে আগে অনেক কথা হয়েছে, নতুন করে কিছু বলার নেই।

    ৩) ব্রতিনের জন্যে - এর উত্তর তো সেদিন কে যেন দিলো - নতুন টই চালু করলেই হয়।

    ৪) শুধু এই নিয়ে ৬ পাতা তর্কের কি মানে? আমার বরঙ্গ লোকজনের চিন্তা নিয়ে অবিশ্বাস বা সেটাকে লঘু করে দেখানোর প্রবণতাটা বেশি চোখে লেগেছে।
  • Ishan | ২৭ এপ্রিল ২০১১ ২২:৪৩ | 117.194.33.103
  • কিন্তু সিপিএম কি আজ রাত্তির থেকে সহিষ্ণুতায় বিশ্বাস কত্তে শুরু করল? ঃ)
  • Tim | ২৭ এপ্রিল ২০১১ ২২:৪২ | 198.82.24.95
  • আচ্ছা, জদি এমন হয় যে অ্যান্টি সিপিএম লেখাই চেয়ে চেয়ে ছাপা হয়, তাইলে? ঃ-)
  • Ishan | ২৭ এপ্রিল ২০১১ ২২:৪১ | 117.194.33.103
  • একি এখানে আবার পলিটিক্স? ছি ছি। ঃ)
  • Du | ২৭ এপ্রিল ২০১১ ২২:৪০ | 216.110.92.7
  • ডিডিদা , চিন্তার কি আছে। উত্তরবে্‌ন্‌গর ব্যাংকে রেখে দিন টাকা।
  • aka | ২৭ এপ্রিল ২০১১ ২২:৩৯ | 168.26.215.13
  • না এটা প্রুভ হল না। অ্যান্টি সিপিএম লেখা বেশি আসে তাই ওটাই বেশি ছাপে।

    সিপিএমি লেখা রিজেক্টেড হয়েছে এমন উদাহরণ কি আছে? নইলে সিপিএমি লেখকরা লেখা না দিলে তার দায় সম্পাদকের ঘাড়ে যায় না।
  • Tim | ২৭ এপ্রিল ২০১১ ২২:৩৯ | 198.82.24.95
  • ক্ষি গাবো আমি ক্ষি শুনাবো....
    সিং বল্লেই হলো?
  • Arpan | ২৭ এপ্রিল ২০১১ ২২:৩৯ | 122.252.231.10
  • ঃ)
  • r.h | ২৭ এপ্রিল ২০১১ ২২:৩৮ | 198.175.62.19
  • সিং
  • Blank | ২৭ এপ্রিল ২০১১ ২২:৩৭ | 59.93.242.157
  • জিমেল খুলছে না। খুল্লে দেখছি দারা
  • Blank | ২৭ এপ্রিল ২০১১ ২২:৩৬ | 59.93.242.157
  • ওখানেও কি চেক ড্রপ হয়?
  • Blank | ২৭ এপ্রিল ২০১১ ২২:৩৫ | 59.93.242.157
  • গুরুর এডিটেড বিভাগটাতে যত রাজনৈতিক লেখা বেড়োয় তার প্রায় সবই (প্রায় বল্লুম আর কি) অ্যান্টি সি পি এম।
  • Tim | ২৭ এপ্রিল ২০১১ ২২:৩৫ | 198.82.24.95
  • ব্ল্যাঙ্কি মেইল দ্যাখ।
  • aka | ২৭ এপ্রিল ২০১১ ২২:৩৩ | 168.26.215.13
  • আম্রিগায় কোন বন্ধুরে বলো চেক লিখে পাঠিয়ে দিতে। পরে সে এলে বা তার বাড়িতে টাকা পাঠিয়ে দাও।
  • Blank | ২৭ এপ্রিল ২০১১ ২২:৩১ | 59.93.242.157
  • যাগ্গে, আম্রিগ্রাবাসী গনের থেকে হেল্প চাই। আম্রিগায় আমার ক্রেডিট কার্ড রিলেটেড সমস্যায় পরেছি একখানা।

    চেসের ক্রেডিট কার্ডে একটা transaction হয়েছে (৮২ ডলার)। যেটা অটো করা ছিলো, আমি অফ করতে ভুলে গেছিলাম। এখন কিছু করার নেই ঃ(

    কিন্তু মুশকিল টা হলো যে আমার ওখানকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট গুলো ক্লোসড। আমি কিভাবে দেবো বুঝতে পারছিনা।
  • dukhe | ২৭ এপ্রিল ২০১১ ২২:৩১ | 117.194.231.139
  • আরে ব্যক্তি দেখে জাজ করা তো হয়ই । অরিজিত স্যার যেমন দুখের সঙ্গে আলোচনায় যাবেন না কইসেন । তা হেইডা তো হইতেই পারে । আমিই বা কবে মদন মিত্রের সঙ্গে আলোচনায় আগ্রহী ?
    আর তক্কো করে তো কোন লাভ নেই । মনে করুন আফ্রিকায় সেউফল আছে কি না । যদি থাকে তো আমি হ্যাঁ বললেও আছে, না বললেও আছে । সে কি আর তক্কো করে বদলানো যাবে ?
  • lcm | ২৭ এপ্রিল ২০১১ ২২:৩১ | 128.48.121.147
  • না, দেখো এই যে ভয়, আতংক... এটার একটা সাইকলজি আছে, অমূলক নয়। দীর্ঘ ৩৪ বছর ধরে একটা পার্টি ক্ষমতায় আছে। এবার, তার সদস্য, সমর্থক, তাদের পরিবার... - অন্য কেউ ক্ষমতায় এলে এরা একটু নার্ভাস ফিল করবেন। তুলনাটা ন্যাচারালি এসে যাচ্ছে ৩৪ বছর আগের অবস্থার সঙ্গে।
    কিন্তু, এই দীর্ঘ তিন যুগ ধরে রাজনৈতিক সন্ত্রাসের কোঅর্ডিনেট চেঞ্জ হয়েছে। শহর, শহরতলী, মফঃস্বল টাউন থেকে রাজনৈতিক মারপিট, খুনোখুনি, সন্ত্রাস শিফ্‌ট করেছে গ্রামে গঞ্জে।
  • aka | ২৭ এপ্রিল ২০১১ ২২:৩০ | 168.26.215.13
  • মিঃ ব্ল্যাংক তাইলে আপনাকে প্রমাণ করতে হইবেক। নইলে লোকে কেসি পাল কইবেক।
  • r.h | ২৭ এপ্রিল ২০১১ ২২:২৮ | 198.175.62.19
  • কংরেস? কেউ নাই? বসপা? আরজেডি? অগপ? পট্টলি মক্কল কাচি? শিরোনামী আকালি দল?
  • Tim | ২৭ এপ্রিল ২০১১ ২২:২৮ | 198.82.24.95
  • আমি অ্যান্টি পোতিদিন। কারণ পোতিদিন টুটু বসুর কাগজ। তাইলে কি আমি সিপিএম?
  • Tim | ২৭ এপ্রিল ২০১১ ২২:২৭ | 198.82.24.95
  • ঃ-)))
  • Arpan | ২৭ এপ্রিল ২০১১ ২২:২৫ | 122.252.231.10
  • আরে কোয়ালিটির তফাৎ নেই? ঃ-)
  • Blank | ২৭ এপ্রিল ২০১১ ২২:২৪ | 59.93.242.157
  • গুরুর সম্পাদকীয় স্ট্যান্ড পুরো পুরি অ্যান্টি সিপিয়েম। গুরু তে রাজনৈতিক প্রচার আর প্রতিদিনে রাজনৈতিক প্রচার একই জিনিস।
  • Tim | ২৭ এপ্রিল ২০১১ ২২:১৮ | 198.82.24.95
  • খুব সামান্য কিছু মাইল্ড টিএমসি সমর্থক? ঃ-)
    আরেকটা ক্যাটেগরি বাদ গ্যাছে। অ্যান্টি সিপিএম ( কিছু ক্ষেত্রে বামফ্রন্ট) পপুলেশন, যারা টিএমসি সমর্থক নয়। এদের একটা সাবসেট আবার অ্যান্টি টিএমসিও।
  • sayan | ২৭ এপ্রিল ২০১১ ২২:১৫ | 98.225.180.78
  • যাহা লাল নয়, তাহাই কালো।
    এই কথা বলে, আমি (আপাতত) যাবো চলে।
  • aka | ২৭ এপ্রিল ২০১১ ২২:০৯ | 168.26.215.13
  • আর কালো?

    ১। গুরু পোলারাইজড কথাটা ঠিক নয়। গুরুর সম্পাদকীয় স্ট্যান্ডে এখনও সেরকম কিছু চোখে পড়ে নি।

    ২। গুরুতে যারা পার্টিসিপেট করে তাদের মধ্যে বিরাট ডাইভার্সিটি আছে। কেউ সিপিএম সমর্থক, অনেকে বামপন্থী কিন্তু সিপিএম সমর্থক নন, কেউ কেউ বাজার পন্থী, কেউ কেউ সোশাল ডেমোক্রেট, খুব সামান্য কেউ মাইল্ড টিএমসি সমর্থক, বিজেপি কাউকে চোখে পড়ে নি।

    এই পপুলেশন কালো?
  • Bratin | ২৭ এপ্রিল ২০১১ ২১:৫৯ | 117.194.101.153
  • গত ২/৩ ধরে এই কথা টা লিখবো লিখবো করে লিখি নি। যখন সিপি এম র সমর্থক লোক জনে রা ভোটের পরের অবস্থা নিয়ে চিন্তা প্রকাশ করেছেন। এই রকম কিছু হওয়া মোটেই অভিপ্রেত নয়।
    তবে একট প্রশ্ন খুব স্বাভাবিক ভাবেই মনে জাগে
    অ- সিপি এম লোকেদের তো বছরের পর বছর এই অবস্থা গেছে। সে বিশষে ওনারা ২ পয়সা দেবেন কি?
  • aka | ২৭ এপ্রিল ২০১১ ২১:৫৯ | 168.26.215.13
  • অবশ্যই, তেমনি কার কোনটা দেখে হাসি পাবে সেটাও তার ওপরে ছেড়ে দেওয়া উচিত।

    আর এখানে বক্তব্যের থেকে কে ব্যক্তি দেখে জাজ করা হয় এটা ঠিক নয়। বহু ক্ষেত্রেই অনেক লোকের সাথে সহমত হলেও লিখি না, কারণ লেখার কিছু থাকে না। কিন্তু মত অন্য হলেই লেখার থাকে। রাজনৈতিক ভাবে যারা ফাণ্ডামেন্টালি ভিন্নমত পোষণ করে তারা যতবার সহমত হবে তার থেকে অনেক বেশিবার তক্কাতক্কি করবে। সেটাই স্বাভাবিক। তাকে অন্যকোন ভাবে আমি দেখি না। আমার সাথে বুনান তেড়ে ঝগড়া করলেও আমার কিছু যায় আসে না।
  • amit | ২৭ এপ্রিল ২০১১ ২১:৫৩ | 128.103.93.214
  • হ্যা!! ভোটরঙ্গে বোর হয়ে গিয়ে বসে বসে "Che" সিনেমা দেখলাম।
  • arijit | ২৭ এপ্রিল ২০১১ ২১:৪৬ | 80.239.243.133
  • কালোকে কালো বললে আপত্তি? আর কে কোথায় কি লিখবে, কেন লিখবে সেটা তার ওপর ছেড়ে দেওয়াই ভালো নয় কি? আমার যদি এখানে রাজনৈতিক তর্কে যোগ দিতে ইচ্ছে না করে তাতে আর করো কিছু এসে যাওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। অন্য কেউ ফেসবুকে কি প্রচার করলেন তাতেও আমার কিছু এসে যায় না।

    দ্বিতীয়ত, এখানে আমি রাজনৈতিক কেন, যে কোন তর্কই এড়িয়ে চলি, কারণ আমার মনে হয়েছে বক্তব্যের চেয়ে কে বল্ল সেটা অনেকের কাছে বেশি জরুরী। ক যদি শুধু "আই প্রোপোজ" বলে, খ, গ ইত্যাদি কয়েকজন বাকিটুকু না শুনেই "আই অপোজ" বলতে বেশি পছন্দ করেন। আমি তাই লিখি না - সাধরণত।
  • aka | ২৭ এপ্রিল ২০১১ ২১:৩৭ | 168.26.215.13
  • এসব ক্ষেত্রে, লাইক মেময়ারস আই গিভ বেনিফিট অফ ডাউট টু দা রাইটার।
  • aka | ২৭ এপ্রিল ২০১১ ২১:৩৫ | 168.26.215.13
  • অরিজিত

    ১। সমস্যাটা হল একটি সোশাল নেটওয়ার্কিং (গুরু) সাইটকে এক্সট্রীম পোলারাইজড বলা এবং এমন একটা স্টান্স নেওয়া যে এখানে ঠিক অবজেক্টিভ আলোচনা হচ্ছে না বলে পার্টিসিপেট করছি না আর অন্য সোশাল নেটওয়ার্কিং সাইটে (ফেসবুক, ইউটিউব ইত্যাদি) নিজেই এক্সট্রীম পোলারাইজড স্টান্স নেওয়া। এটা দেখে আমার হাসি পেয়েছে।

    ২। অন্য যেটা সেটা আরও বৃহত্তর। সেখানে কোন ব্যক্তির প্রতি নয় 'পার্ক সার্কাসে বোমা পড়েছে' জাতীয় রাজনীতির স্থূলতা নিয়ে পাতি খিল্লি করেছি, আবার করব, বারবার করব। এর সাথে তুমি, দে, স্টৈক, বিগেম, রাজদীপ এদের পারিবারিক ট্রমা ইত্যাদির সম্পর্ক নেই। বিশেষত যখন আমি কারুরই পারিবারিক ট্রমা সম্বন্ধে অবহিত নই।
  • lcm | ২৭ এপ্রিল ২০১১ ২১:২৫ | 69.236.179.251
  • নিরাপত্তাহীনতা -- জমি দিতে হবে, চাকরির গ্যারান্টি নেই, কিছু বললেই গুলি --- ওফ্‌ , জ্যোতি বসু-র প্রধানমন্ত্রী না হওয়া নয়, আসল ঐতিহাসিক ভুল হল নন্দীগ্রাম। যদি সিপিএম এবার হারে, তার মূল কারণ হবে নন্দী।
  • stoic | ২৭ এপ্রিল ২০১১ ২১:২৪ | 160.103.2.224
  • ভোট শেষ। আপাতত। তাই আজ রাতে মস্তিতে ইল ক্লাসিকো দেখো।
    ঃ-)
    শালকে কে কিরম দিলাম দেখলে নাকি?
  • arijit | ২৭ এপ্রিল ২০১১ ২১:২২ | 80.239.243.133
  • সমস্যাটা কোথায় ঠিক বুঝলাম না। এখানে না লিখে ফেসবুকে কিছু প্রচার করছি বলে? নাকি ফেসবুকের প্রচারটা পছন্দের লাইনে হয়নি বলে? নাকি আমি অরাজনৈতিক নই বলে (যদিও কখনো নিজেকে অরাজনৈতিক বলেছি বলে মনে পড়ে না)? নাকি পারিবারিক ট্রমা আর নিজের বর্তমান আর অতীত অভিগ্যতা থেকে তৈরী চিন্তার কথা লিখেছি বলে?
  • sayan | ২৭ এপ্রিল ২০১১ ২১:১৮ | 12.20.48.10
  • জ্জিওঃ! ঃ-))
  • Arpan | ২৭ এপ্রিল ২০১১ ২১:১৭ | 112.133.206.18
  • পাগলা!
  • daNDabaayas | ২৭ এপ্রিল ২০১১ ২১:১৬ | 58.137.132.4
  • দুটি বালছাল বলে, আমি যাব চলে।

    প্রথমটি পরিবর্তনপন্থীঃ

    বাংলা ডিস্টিলারি
    গড়ো ঘরে ঘরে
    বাঙালি মেলাও হাত
    বাংলার তরে।

    দ্বিতীয়টি প্রত্যাবর্তনকামীঃ

    জগতের ঝুল ঝাড়ো, ধরো ফুলঝাড়ু
    কোঁকড়া, কোঁকড়া ঝুল, ঝাড়িছে ফ্যাতাড়ু
    আমোদে কাটাও রাত, টের পাবে কাল
    কচি রোঁয়া যা ভেবেছ তা আসলে বাল।
  • pipi | ২৭ এপ্রিল ২০১১ ২১:১০ | 66.205.170.125
  • সব্বনাশ!! সারা দেশ জুড়ে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে বহেনজি তাঁর পার্স হাতে দাঁড়িয়ে থাকবেন আর তাঁর মাথায় কাক পক্ষীতে ইয়ে..... অ্যা ছি ছি!
  • dukhe | ২৭ এপ্রিল ২০১১ ২০:৫৮ | 117.194.240.206
  • নীতিসমৃদ্ধ ঘোঁট চাই । যে ঘোঁট মায়াবতীকে হবু প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরবে ।
  • Arpan | ২৭ এপ্রিল ২০১১ ২০:৫২ | 122.252.231.10
  • ঃ)))
  • daNDabaayas | ২৭ এপ্রিল ২০১১ ২০:৫১ | 58.137.132.4
  • দণ্ডবায়স শুক্কুর্বার তেরো তারিখ আসছে। ভদিলাল চোক্তারদের রেডি করুক। ;-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত